এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতা: মুখ ও মুখোশ

    Biplab Pal
    অন্যান্য | ২১ এপ্রিল ২০১১ | ৪০০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Biplab Pal | 72.81.226.222 | ২১ এপ্রিল ২০১১ ১৬:৫৮471125
  • এই লেখার উদ্দেশ্য কটা সিট পাকল তার পাটিগণিত না। সিপিএমকে সুবিধা করে দেওয়াও না।
    আমি একজন খাঁটি পরিবর্তনপন্থী। কারন পরিবর্তন ছাড়া সিপিএম পার্টিটাও শুধরাবে না-রাজ্যের ও ভাল
    কিছু সম্ভব না।

    প্রশ্ন হচ্ছে মমতা কি কি করেছেন, যার জন্যে প্রায় বাঁধাধরা
    ২২০-২৩০ থেকে, মোটামুটি ১৭০-৮০, বা তার থেকে কমের দিকে যাচ্ছে জোটের অঙ্ক।

    (১) আরাবুলের মতন জমি হাঙরকে ভাঙরে দাঁড় করিয়ে "প্রমান" করেছেন-জমি বাঁচানো আন্দোলনটা তৃণমুলের মুখোশ

    (২) অসংখ্য জায়গায় স্থানীয় যোগ্য পার্থীর ওপর নিজের প্রসাধনী পার্থী দাঁড় করিয়ে প্রমান করেছেন, তিনি গণতন্ত্রে
    বিশ্বাস করেন না-যতই তার আন্দোলন পশ্চিম বঙ্গে "গণতন্ত্রের" পুনর্বাসনের আন্দোলন বলে লোকে বিশ্বাস করুক না কেন

    (৩) মুর্শিদাবাদে যারা সিপিএমের বিরুদ্ধে গত ৩৫ বছর ধরে লড়াই করল-তাদের পার্থী না করে, তাদের পার্থীর দাবি না মেনে
    এবং তাদের বিরুদ্ধে ক্রমাগত টিপ্পনী কেটে মমতা বুঝিয়েছেন সিপিএম বিরোধিতা তার রাজনৈতিক ক্ষমতালাভের সিঁড়ি। তিনি
    আন্দোলনের মোটেও তোয়াক্কা করেন না। করলে মুর্শিদাবাদের তাদেরকে মেনে নিতেন, যারা সিপিএমের হাতে খুন হয়েও ঐ
    একটি মাত্র জেলাতে বিরোধি পতাকা মাথা উঁচু করে রেখেছিল। উনি সেই জেলাবাসীর সিপিএম বিরোধি আন্দোলনকে সন্মান দিলেন না। শুধু নিজের ক্ষমতার চরিতার্থ করলেন।

    (৪) ক্ষমতায় আসার বা প্রায় না আসার আগেই, তাদের কর্মীদের ভাষাতে এবং কাজে হার্মাদ বাহিনীর গন্ধ পাচ্ছে রাজ্যবাসী। হার্মাদ
    বাহিনীর তাও লোক্যাল রিমোট কন্ত্রোল ছিল-এদের তাও নেই। বিমান যে ভাষাতে হার্মাদ বাহিনীকে জামাই আদর করে-মমতাও সেই ভাষাতে মুকুল রায়ের হার্মাদ গুনধর পুত্রকে প্রশয় দিলেন। প্রমান করে দিলেন বিমানের মতন তিনিও অন্ধ ধৃতরাষ্ট্র।

    (৫) সিপিএম যেমন কিছু সুবিধাবাদি বুদ্ধিজীবি ( বা বেশ্যাজীবি) পোষে-তৃণমূলও সেই পথেই এগোল।

    মোদ্দা কথা, সিপিএমের সব বদগুনই এই মুহুর্তে মমতা এবং তার সাঙ্গপাঙ্গর মধ্যে বিদ্যমান।

    মুখোশের আড়ালে-তিনিও একজন ছিপিএমই! ছিপিএম কোন পার্টির নাম না-এটি একটি "ক্ষমতার বদভ্যাস হেতু রোগ"।
    সেই ছিপিএম রোগে আক্রান্ত হওয়ার সব লক্ষন এখন মমতার গায়ে।
  • w | 61.12.12.83 | ২১ এপ্রিল ২০১১ ১৭:০৫471136
  • কই? কই??
  • Moloy | 207.45.43.68 | ২১ এপ্রিল ২০১১ ২১:৩৯471147
  • তপ্পয়ে কি হল?
  • Bratin | 117.194.101.105 | ২১ এপ্রিল ২০১১ ২২:৫৬471158
  • ধুর মশাই। আগে ছি পি এম ৩৪ বছরে বাংলা কে কতো টা পথে বসিয়েছে সেটা লিখুন না।
  • a | 208.240.243.170 | ২১ এপ্রিল ২০১১ ২২:৫৯471159
  • অ তার মানে আরো ৫ বছর যারা পথে বসাবে তাদের কথা লেখা মানা? :)

    মহাই, পষ্ট কইরা কন তো দেহি, অমিত মিত্তির আর কিষেনজি একই লোককে সমর্থন করলে কিরম সন্দ সন্দ লাগে না আপনার?
  • Bratin | 117.194.101.105 | ২১ এপ্রিল ২০১১ ২৩:১১471160
  • অয়ন আমকে বল্লেন নাকি? এত রেগে যান কেন ? জাস্ট টেক ইট ইজি!!
  • Biplab Pal | 63.118.38.200 | ২১ এপ্রিল ২০১১ ২৩:২২471161
  • মহাই, পষ্ট কইরা কন তো দেহি, অমিত মিত্তির আর কিষেনজি একই লোককে সমর্থন করলে কিরম সন্দ সন্দ লাগে না আপনার?
    ***********
    **********
    সন্দেহ কেন? একজন অভিনেতা রাজার ভূমিকাতে অভিনয় করেছে বলে সে চাকরে ভূমিকাতে নামতে পারে না? আফটর অল সে একজন প্রফেশনাল। মৃত্যুর আগে, সেও অগাস্টাসের মতন বলবে-" DidIplaymyrolewell?"
  • Arpan | 112.133.206.18 | ২১ এপ্রিল ২০১১ ২৩:৩১471162
  • মমতা যেটা করেছেন, সেটা হল সব সিপিয়েম বিরোধী শক্তি একজোট করেছেন। সাফল্যের সাথেই করেছেন।

    এইবার এতে আপনার সন্দ হবেন, না আপনি পুলকিত হবেন, নিজের নিজের ব্যপার।
  • Suvajit | 59.177.197.135 | ২২ এপ্রিল ২০১১ ০০:৫৮471163
  • এই থ্রেডটাতো দেখলাম ওর্কুটের পিআইডব্লুবি কম্যুনিটিতে খুলেছে। গুরু কি ধীরে ধীরে ওর্কুটের বৃহত্তর পরিবারের সদস্য হতে যাচ্ছে?
  • a | 208.240.243.170 | ২২ এপ্রিল ২০১১ ০৭:২৭471126
  • অ বোতিনবাবু, রাগলাম কই? স্মাইলিও দিলাম তো
  • a | 208.240.243.170 | ২২ এপ্রিল ২০১১ ০৭:২৯471127
  • আর অপ্পনদা, ঠিক কথা। আমার প্রশ্ন/সন্দ হল, সিপিয়েমকে হারানোর পর এদের binding force কি হবে?
  • Arpan | 122.252.231.10 | ২২ এপ্রিল ২০১১ ১০:০৭471128
  • ফলেন পরিচিয়তে। ডিপেন করছে ভোটের ফলাফল কী হয়। তবে অ্যাপারেন্টলি আশার বিশেষ কিছু নাই।
  • a | 122.179.101.75 | ২২ এপ্রিল ২০১১ ২১:৪৩471129
  • মাঝাখানে ওর্কুট, ফেসবুকে প্রচুর মন্তব্য দেখছিলুম যে ছিপিয়েম প:ব: কে একেবারে "সিল্পসুন্য" করে দিয়েছে, তাই নাকি এই আমরা যারা প্রবাসে কাজ করছি তারা ফিরতে পারছি না।

    তা, দিদি এলে কি কিছু সুরাহা হবে? তাইলে লুরুতে বাড়ি কিনব না :)
  • debu | 170.213.132.253 | ২২ এপ্রিল ২০১১ ২১:৫৬471130
  • রনে , বনে , জঙ্গলে আমাকে পাবে
    আমি মা মাটি মানুষ এর অব্‌তার।
    কালিঘাটে মার দেখা পাবে কিন্তু আমার দেখা পেতে হলে রাজনৈতিক ইসু চাই (অপনাকে সিপিম) মারলে তবেই আমার দেখা পাবেন
  • Bratin | 117.194.101.96 | ২২ এপ্রিল ২০১১ ২২:০৩471131
  • সি পি এম সমর্থক দের জন্যে খুব কষ্ট হচ্ছে। তবু সি পি এম হারবেই। ৩৪ বছর লাগলো বেশীর ভাগ শিল্প র বারোটা বাজাতে। ৫ বছরে কী হবে ভাই? :-))
  • a | 122.179.101.75 | ২৩ এপ্রিল ২০১১ ০০:১৫471132
  • লে: প:, তালে কি আরো ৩৪ বছর অপেক্ষা করতে হবে নাকি?

    সিপিয়েম সমর্থক কি আমায় বল্লেন? তা বলুন, আপত্তি নাই। কিন্তু নিরপেক্ষ প্রশ্ন করলেও এইভাবে দেগে দেওয়াটা ঠিক কি না ভেবে দেখবেন। তবে, এখানকার হিসেবে, ঠিকই আছে :)

    তা আপনি কি তিনোমুল সমর্থক? হলে প্লীজ বলবেন, ঠিক কি কি জিনিস আপনারা করবেন আর কিভাবে? (ইস্তেহার পড়ে দিলেও আপত্তি নেই)
  • Mmu | 93.9.77.229 | ২৩ এপ্রিল ২০১১ ০২:৫৯471133
  • yes, youmustwait.atleast10/15years.

    Mamatatomaziciannay.34bacharsarbanaserpar2bachareihoyejaabe.

  • Bratin | 117.194.96.239 | ২৩ এপ্রিল ২০১১ ১১:০৩471134
  • অয়ন , তো কি বলেন আরেক বার বামেরা আসুক। কিন্তু বারোটা বাজানোর মতোন বিশেষ কিছু বাকি নেই তো!! আর ৩৪ বছরে যখন বাম রা যখন শিল্প করতে পারলো না। তখন বেঙ্গালুরু তে ফ্ল্যাট কিনে নেওয়া ই ভালো। কি বলেন? :-))

    আর বাম সমর্থক দের দাবি হল, মমতা এলে রাজ্যের খুব ক্ষতি হয়ে যাবে? আমার প্রশ্ন হল 'কতো টা ক্ষতি'? মানে শেষ হবার আর কিছু বাকি আছে কি? :-)
  • dukhe | 117.194.226.7 | ২৩ এপ্রিল ২০১১ ১১:৪৪471135
  • অত চিন্তা কইরেন না । বাইন্ডিং ফোর্স হল গিয়ে পাওয়ার । ক্ষমতা । বামেদের বেলাতেও তাই ছিল, কং-তৃণ-রও তাই হওয়ার সম্ভাবনা । মমতা যদি আসেন, ওনার দেখা উচিত জোটের সব দল যেন সরকারে আসে । বাইরে থেকে সমর্থন হলেই গোলমাল । সেটা হয়তো সিপিয়েমই করে দেবে ।
  • Manish | 59.90.135.107 | ২৩ এপ্রিল ২০১১ ১২:০২471137
  • দুখেবাবু সিপিএম কি মমতাকে বাইরে থেকে সমর্থন দেবে।:-)
  • dukhe | 117.194.226.7 | ২৩ এপ্রিল ২০১১ ১২:০৬471138
  • সেটাই তো চাই । পাইকারি খুনোখুনি থামাতে সেটাই একমাত্র রাস্তা । :)
  • a | 208.240.243.170 | ২৩ এপ্রিল ২০১১ ২০:৫৮471139
  • আমার প্রশ্ন, মমতা এলে কতটা লাভ
  • nyara | 27.251.94.43 | ২৩ এপ্রিল ২০১১ ২১:০৫471140
  • আমার প্রশ্ন, সিপিয়েম গেলে কতটা ক্ষতি
  • a | 208.240.243.170 | ২৩ এপ্রিল ২০১১ ২১:০৮471141
  • কোনো ক্ষতি নেই, যদি একটুও লাভ হয় তাহলে একদম কোনো ক্ষতি নেই
  • lcm | 69.236.160.167 | ২৩ এপ্রিল ২০১১ ২১:১১471142
  • হা হা।

  • lcm | 69.236.160.167 | ২৩ এপ্রিল ২০১১ ২১:২০471144
  • কিন্তু, মমতা তো ক্ষমতায় এখনও আসে নি... একটু ওয়েট করলে (যদি জেতে) জানা যাবে...

    সিপিএম অবশ্য দীর্ঘদিন ধরে ক্ষমতায়, অনেক দেখাশোনা হয়েছে....

    তবে লাভ/ক্ষতির হিসেব, ব্যালান্স শিট-এ দুপক্ষই প্রচুর শিট মেরে যাবেন ...
  • dukhe | 117.194.239.173 | ২৩ এপ্রিল ২০১১ ২১:২০471143
  • অমৃতলালকে ঘিরে ধরুন ।
  • ranjan roy | 122.168.184.37 | ২৩ এপ্রিল ২০১১ ২৩:২৩471145
  • একটাই লাভ। সর্বস্তরে এই মেসেজটি যাবে যে কেউ মৌরসীপাট্টা নিয়ে আসেনি। কাল মমতাকেও ক্ষমতা থেকে নামিয়ে দেয়া যাবে।
    এই সিস্টেমের মধ্যে কেরালা মডেল জিন্দাবাদ!
  • Jay | 90.200.14.241 | ২৪ এপ্রিল ২০১১ ০২:৫৩471146
  • রঞ্জনদা, আমার এট্টু সন্দ আছে। কেরালা বা তামিলনাড়ুতে সর্কার অল্টার্নেট হয় সব ইলেকশনে- তার মানেই কি সেথায় সব্বাই ভালো আছে/ তাই যদি আছে- তালে সর্কার বদল হয় কেন? পাঁচ বছরে পরে সর্কারে থাকব না, এবারেই লুটেপুটে খাই- এমন মানসিকতা কাজ করে কি?- জানিনা। তাই বলে যে ১০ বছর/ ২০ বছর ধরে আছে সে যে ধীরেসুস্থে চুষবে তাও নয়। কাজ করার গল্প শুনি- তাই নীতিশ/ নবীন/ নরেন/ শীলা টিকেছে। বামফ্রন্ট শুদু রিগিং করে ৩০ বছর সেটা ভাবাও বত্তমানের কাজ (হয়ত শেষ দশ বছর)। কালের নিয়মে বাম/ছিপিএম ছড়াচ্ছে এখন। জিততে জিততে ভাবেছে বাপের মৌরুসী পাট্টা/রংবাজী/নোংরামোর শেষ নেই। মমতা ভালো করলে ভালো, না করলে সেও যাবে। আপতত বাম হারলে ক্ষতি কিছু নেই। একটা সময়ে স্কেয়ার মংগারিং করেও লাভ হয় না (লাস্ট ইলেকশনে হয়েছিল হয়ত), যখন ডেস্পেরাশন এই জায়গায় যায়।
  • tatin | 117.194.195.204 | ২৪ এপ্রিল ২০১১ ০৯:০৫471148
  • হোক টুইডেলডি থেকে টুইডেলডাম আনা, তবু সেইটুকু ক্ষমতাও তো পাব্লিকের হাতে থাকে। প:ব:এ যেটা হয়েছিল, সেই ক্ষমতাটার কথাও লোকে ভুলে গেছিল।
    সেইজন্যই এবারের ভোট মহান
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন