এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোট ২০১১ ভবিষ্যৎবাণী করুন

    Ishan
    অন্যান্য | ০৪ এপ্রিল ২০১১ | ৯৩১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • M | 59.93.215.55 | ০৭ এপ্রিল ২০১১ ২১:৩৮472466
  • শোনেননাই চ্যারিটি বিগিন্স অ্যাট হোম, প্রথমে হাত , পা ইত্যাদি করে নিজেকে পরিস্কার করুন,তারপর বাড়ী এভাবে এগোন, ন্যাতাদের ও এসময় বেশ ন্যাতানো দশা থাকে, তাদের ও পরিস্কার, অবশেষে সমাজ, দেশ, ইত্যাদি।নেহাত তাড়াহুড়োতে আছি, কাল ও ফ্যান উথলে ঘর ভাসিয়েছে, নাহলে আরো পোস্কার আর দীর্ঘ করে বোঝাতাম। কিন্তু কোথায় একটা খটকা লাগছে। হুম্ম ট্রিট টা তো ভোটের পর। চাপ নেওয়ার নেই কমরেড, বাকিগুলো আগে সেরে নেওয়া যেতেই পারে।
  • Suvajit | 59.177.194.142 | ০৮ এপ্রিল ২০১১ ০০:১৫472467
  • :-) http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6
    শেষ চারটে লাইন একদম একঘর। আর শেষ লাইনটা তো মারকাটারি।

  • Mmu | 93.12.9.48 | ০৮ এপ্রিল ২০১১ ০৩:৩১472468
  • siki আপনি কি shamik ?? যদি না হন তাহলে আপনার id টা দেবেন please
    suvajit---
    অবশ্যই সৌরভ CPMএর সমর্থক। আর এরকম একটা সেন্সিটিভ নির্বাচনের সময় ইলেকসন কমিশনের এ ধরনের সিধ্যান্ত নেওয়া কি ঠিক ? কেন আর কোনো নিরপেক্ষ লোক নেই নাকি দেশে? নাকি ভারত অধিনায়ক(প্রাক্তন) বলে সব মেনে নিতে হবে?
    যদিও একটু পরে হলেও কমিশনের বোধোদয় হয়েছে।
  • siki | 122.162.75.218 | ০৮ এপ্রিল ২০১১ ১০:৩২472469
  • এম মুখার্জি, আমিই সে :)
  • dukhe | 122.160.114.85 | ০৮ এপ্রিল ২০১১ ১০:৫৭472470
  • @Suvajit, এটা নির্মল আনন্দের টইয়ের ক্যান্ডিডেট ।
  • siki | 123.242.248.130 | ১১ এপ্রিল ২০১১ ১১:৪১472471
  • আবাপ তো দিদিকে প্রায় জিতিয়েই দিয়েছে। বুদ্ধু ভশ্চায রোড শো করলে সেটা হয় ভাড়া করা লোকের ভিড়, মমতা কল্লে সেটা স্বতস্ফুর্ত এবং ব্রিগেডের থেকেও বড়।
  • pinaki | 138.227.189.8 | ১১ এপ্রিল ২০১১ ১৪:২১472472
  • ওদিকে খবর পেলাম পরিবর্তনের ঝড় নাকি এখন মৃদুমন্দ বাতাসে পরিণত হয়েছে? মানে প্রত্যাবর্তন হয়তো হবে না, কিন্তু যতটা পরিবর্তন ভাবা যাচ্ছিল, ততটা নাকি হবে না? কলকাতার জনতা কি কয়?

    আরো শুনলাম বাড়ী বাড়ী এসেফাই এর যে কিশোররা ভোট চাইতে যাচ্ছে, তাদের মিষ্টিমধুর ব্যবহার দেখে নাকি অনেকের রাগ জল। আর তারা নাকি ভোটও চাইছে না, গিয়ে সলজ্জভাবে দরজায় দাঁড়িয়ে থাকছে কেবল - হাতে একটি প্রশ্নপত্র। সেটি আপনার সামনে ডিসপ্লেয়িত থাকবে, কিন্তু কেবলমাত্র আপনি আগ্রহ দেখালে তবেই তারা বিনীতভাবে বলবে - মাসীমা/মেসোমশায়, যদি নিতান্ত কিছু মনে না করেন, তাহলে এই প্রশ্নপত্রে আমাদের ভুলত্রুটি নিয়ে কটি প্রশ্ন আছে - সেগুলোয় টিক মারতে পারেন। আমাদের সংশোধনে কাজে লাগবে।

    ব্যাস। এইটুকুই। আর এতেই নাকি ম্যাজিক?
  • siki | 123.242.248.130 | ১১ এপ্রিল ২০১১ ১৫:০২472473
  • জানি না। কাল হেলিকপ্টারে মমতার সঙ্গে যাচ্ছিল স্টার কিন্তুর আলু-সুমন। সেখেনে মমতা বলল, এই মাসে নাকি রাসচা-দের অন্য কোন খাতের টাকা থেকে ঝেড়ে মাইনে দিয়েছে, পরের মাসে কোথা থেকে মাইনে দেবে, তার কোনও হিসেব বুদ্ধু ও'ডায়ার সরকারের কাছে নেই। অবসরপ্রাপ্ত রাসচাদের পেনসন দিতে পারছে না।

    শোনামাত্র বাবাকে ফোন করলাম। এ কী সত্যি? তুমি নাকি পেনসন পাচ্ছো না? তো, বাবা বলল, না, এখনও পেয়েছি, তবে পরের মাসে পেতে দেরি হবে। বোধ হয় সাত আট তারিখ হয়ে যাবে পেতে পেতে। এবং এটা সত্যিই, গভর্নমেন্ট ট্রেজারির ব্যাঙ্করাপ্ট অবস্থা। তারপরে কোথা থেকে মাইনে এবং পেনসনের টাকা আসবে, কেউ জানে না। এখন সরকারি সমস্ত টাকা, যেখান থেকে যা উঠছে, ভোটের কাজে লাগানো হচ্ছে।
  • siki | 123.242.248.130 | ১১ এপ্রিল ২০১১ ১৫:০৩472474
  • হুগলিতে বামেদের অবস্থা বেশ বেশ টাইট। রিসেন্টলি ঢপচাঁদ পাল (নিন্দুকে বলে রূপচাঁদ পাল) বাঁশবেড়েতে পশুখামার বন্ধ করে দিয়ে আরও বিপাকে পড়েছে। বামেদের নাকি বেশ LG অবস্থা।
  • M | 59.93.192.191 | ১১ এপ্রিল ২০১১ ১৫:২৪472476
  • ইদিকে আমি এক ক্ষী আজব মেল পেলাম, সেখানে মম দিদির সাথে বুদ্ধু বাবুর বে'র ফটোক সব আছে,সিঁদুর দান ইত্যাদি, সাথে রঙীন শাড়ী আর কি মধুর হাসি, আর শেষের ফটোক টা একটা স্কুটার না বাইক খেয়াল নাই তাতে সামনে একটা ছেলে, তারপর বুদ্ধবাবু,তারপর আরেকটা ছানা, শেষে বেনী ঝোলানো,নীল শাড়ী পরা পাশ ফেরানো দিদি। এবার আমি কতো করে আমার মনকে বোঝালাম এসব অসভ্যতামিকে প্রশ্রয় দিও না, শিগ্গিরি ডিলিট মারো, তাও আবার দেখলাম আর খ্যা খ্যা করে হাসলাম।
  • aka | 24.42.203.194 | ১১ এপ্রিল ২০১১ ১৬:০৮472477
  • পিনাকি আমিও তাই শুনেছি, মোটামুটি যারা বাজে ব্যভারে খচে গিয়েছিল তারা নাকি ঘুরে গেছে। এবং কড়া টাইপ সমর্থকেরা খুব কনফিদেন্টলি জানাচ্ছে যে এবারে ভোটে আবার জিতছে তারাই। এদিকে কড়া টাইপ অপোনেন্টরা জানাচ্ছে সিপিএম নাকি ৫০ পেরবে না। বড্ড মুশকিল হয়ে গেছে, কোন ভাবেই অংক মেলানো মুশকিল হচ্ছে।
  • siki | 123.242.248.130 | ১১ এপ্রিল ২০১১ ১৬:২৯472478
  • বম্মা, মেলটা আমায় পাঠানো যাবে ডিলিট মারার আগে?
  • Manish | 59.90.135.107 | ১১ এপ্রিল ২০১১ ১৬:৫৯472479
  • কিছু কথা চুপি চুপি লিখে দিয়ে যাই (কোনো তক্কে যাব না)।

    ডি-লিমিটেশন ফ্যাক্টারটা এবার কোনো কোনো কেন্দ্রে বেশ ভালোভাবেই ছাপ ফেলবে। এতে করে কিছুকিছু কেন্দ্রের চরিত্র বদলে গেছে।
    যেমন টালিগঞ্জের নিউআলিপুরের পুরোটাই প্রায় রাসবিহারী কেন্দ্রের সাথে মিশে গেছে যেটা TMC র খাসতালুক বলে পরিচিত। আবার আধুনা অবলুপ্ত ঢাকুরিয়া আসনের বিদ্যাসগর,রামগর,গাংগুলিবাগান অঞ্চলগুলি টালিগঞ্জের মধ্যে ঢুকে গেছে যা নাকি বামফ্রন্টের ভোট ব্যাঙ্ক বলে পরিচিত।
  • de | 203.197.30.2 | ১১ এপ্রিল ২০১১ ১৭:১২472480
  • বম্মর মেলটা আম্মো দেখতে চাই!
  • Sibu | 74.125.63.33 | ১১ এপ্রিল ২০১১ ১৭:৩১472481
  • বম্ম, আম্মো।
  • M | 59.93.219.61 | ১১ এপ্রিল ২০১১ ১৭:৩৪472482
  • আমায় [email protected] এট্টা করে মেল ভেজো, তোমাদের আইডি জানিনা তাই।
  • Bratin | 122.248.183.1 | ১১ এপ্রিল ২০১১ ১৮:০৩472483
  • শিবু দা আর শমীক কে ভেজে দিয়েছি।
  • Arpan | 122.252.231.10 | ১১ এপ্রিল ২০১১ ১৯:৩৬472484
  • ডিলিমিটেশনটা ফ্যাক্টর হতে পারত হয়ত। কিন্তু লোকসভা নির্বাচন ওই ডিলিমিটেশনের পরেই হয়েছে।
  • ranjan roy | 117.200.81.161 | ১২ এপ্রিল ২০১১ ০৫:৩৬472485
  • মনীশ কি নাকতলার ছেলে?
    ওখান থেকে ফিরে টটানগরের সোনারি থেকে এটা লিখছি।
    বেহালায় পর্ণশ্রী'র কাজিপাড়ায় গিয়ে দেখি সিপিএম এর মহিলা অ্যাকটিভিস্ট সত্তরোত্তীর্ণ আমার রাঙাকাকিমা গলায় কলার বেঁধে পার্টি বৈঠকে যাচ্ছেন। ভাই বলছে-- রেজাল্ট বেরুলে পাড়া ছাড়তে হবে।
    নাকতলায় কাকাদের হারের আশংকা। তবে ভোট সিপিএম কে দেবেন( নিজের আস্থার জন্যে) আর পার্টিকে খিস্তি করবেন( জনগণের জন্যে)।
    রুবি হাসপাতালের কাছে রিটায়ার্ড পিসেমশাই হার্ট পেশেন্ট হয়েও রোজ ফোনের পাশে বসে অসংখ্য চেনা-আধাচেনা-ভুলে যাওয়া পাব্লিককে ইমোশনাল আবেদন পাঠাচ্ছেন-- পথে এবার নামো সাথী, নামো। পার্টিকে জেতাও।

    বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা,
    এর যত মূল্য, সে কি ধরার ধূলায় হবে হারা?
    স্বর্গ কি হবে না কেনা?
  • Arpan | 112.133.206.18 | ১২ এপ্রিল ২০১১ ০৬:৫৭472487
  • ভোটের মুখে আবার ফিরে এসেছেন মজিদ মাস্টার, দলের সম্পদ তপন আর সুকুর। মাঝখানে শুদ্ধিকরণ নিয়ে লাফঝাঁপ করে সিপিয়েম আবার সত্যি সত্যি "ঘুরে দাঁড়িয়েছে'।
  • bb | 59.164.64.203 | ১২ এপ্রিল ২০১১ ০৭:৫৮472488
  • @Ranjan সোনারির নাম করে একরাশ পুরোন স্মৃতি মনে করিয়ে দিলেন। এই দোমাহানী আর ডি রোডের মিষ্টির দোকান, উফ:
  • siki | 123.242.248.130 | ১২ এপ্রিল ২০১১ ০৮:৪৪472489
  • ম্মু, এখানেই লিখে দিচ্ছি। আপনার মেল পেয়েছি, কিন্তু সমায়াভাবে উত্তর দিয়ে উঠতে পারি নি। আশা করছি আজ রাতে উত্তর দিতে পারব।

    দেরির জন্য দু:খিত।
  • Manish | 59.90.135.107 | ১২ এপ্রিল ২০১১ ০৯:৫৫472490
  • Ranjan কি আশ্চর্য্য। তুমি সোনারিতে অথচ আমার সাথে দেখা হবেনা? আমার flat 28 S, 6th phase ,Adarsh Nagar ,Sonari
  • Manish | 59.90.135.107 | ১২ এপ্রিল ২০১১ ১০:০৭472491
  • Ranjan

    আমার বাড়ি Padma Pukur এ । এই জায়গাটা কৃশানুর বা খগেন সর্দারের বাড়ির কাছাকাছি।

    bb আপনিও কি Jamshedpur এর ছেলে?
  • bb | 115.184.8.104 | ১২ এপ্রিল ২০১১ ১০:১৭472492
  • @Manish আমার কর্মজীবনের প্রথম ৮ বছর কেটেছে জামশেদপুরে। আদর্শনগরের অর্চনা চোধুরীর (পুটুস দা) পেয়িং গেস্ট থেকে ১৮৬ সুবর্ণ রেখা ফ্ল্যাট অবধি।
    এখনও টাটা স্টীল আর জামশেদপুর ভীষণ মিস করি
  • Manish | 59.90.135.107 | ১২ এপ্রিল ২০১১ ১০:৩০472493
  • bb সুবর্নরেখা ফ্লাটে ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত ১০৯ ন: ছিলাম।
  • Suvajit | 59.177.197.214 | ১২ এপ্রিল ২০১১ ২২:৫৮472494
  • আবার আজকাল। আবার জয়দেব হর্মাদ বসু। :-) বেড়ে লিখেছেন। আমি ফ্যান হয়ে গেলাম।
    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6
  • nyara | 122.172.197.142 | ১২ এপ্রিল ২০১১ ২৩:০৪472495
  • আমিও সকালে তাই লিখলাম। খাসা হাত, ভাল স্যাটায়ার।
  • aka | 168.26.215.13 | ১২ এপ্রিল ২০১১ ২৩:২০472496
  • এইগুলো সংগ্রহ করে রাখার মতন।
  • bb | 115.113.115.130 | ১৩ এপ্রিল ২০১১ ১০:৫১472498
  • @ মনীশ আমি জামশেদপুর ছাড়ি ২০০০ সালে।'৯৩ থেকে ২০০০ ছিলাম ১৮৬সুবর্ণরেখা ফ্ল্যাটে। সেই সাকচী কালিবাড়ী, বেঙ্গল ক্লাব, ড: মুখার্জী, নিলয় মিটারের নাটক বা রবীন্দ্রভারতীর আশিষ (গদা ) দা সবই এখন মায়া :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন