এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ড: এস পি গড়াই এর ওপর দিদিগিরি .

    Biplab Pal
    অন্যান্য | ২৭ মে ২০১১ | ৯৬১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mmu | 93.9.77.229 | ২৭ মে ২০১১ ১৭:৪৫473468
  • কল্লোলদা, দেখা করার সময়সীমা পার হয়ে যায় নি তা ঠিক কথা কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে কথোপকথনের ব্যপারটাও ভেবে দেখতে হবে । একজন সুপার যদি মুখ্যমন্ত্রীর কাছে ওভাবে উল্টো কৈফিয়ত চাইতে পারেন- কেন সারপ্রাইজ ভিসিট অথবা এত লোক কেন তাহলে সাধারন মানুষের সাথে উনি কিভাবে কথা বলেন? আমাদের ভেবে দেখা দরকার মুখ্যমন্ত্রী যা করছেন সেটা সবার ভালোর জন্যই , ওনার চিন্তা বাস্তবায়িত হলে সবারই ভালো হবে। এখন দেখা যাক .........
  • pi | 72.83.97.171 | ২৭ মে ২০১১ ১৯:১৬473469
  • ম্মু, শো কজ তো করা যেত। সময়সীমার আগে ই সাসপেনশন টা একটু বাড়াবাড়ি ই লাগছে। সে উনি যত দোষেই দুষ্ট হোন না কেন।

    তবে, ব্যাপারটা আমার কাছে পষ্ট ই হচ্ছেনা। ঐ প্রিন্সিপালদের নিয়ে অলরেডি হয়ে যাওয়া মিটিং টা কবে ছিল ? গতকাল সন্ধেতেই ? তালে সেটাতে যাবার কথা ঐ হাসপাতালে ওনাদের কথোপকথনে এল না কেন ?

    বিপদা,

    বাঙুর হাসপাতালের এই দুর্দশার জন্য বুদ্ধ , সূর্যকান্ত ই দায়ী ? ড: গড়াই এর কোন ভূমিকা নেই ? এটা নিয়ে আপনি নিশ্চিত ? কীকরে হলেন ? শুরুর পোস্টে ওনার সর্বৈব প্রশংসা করেছেন, মহানুভবতার কথ লিখেছেন। তার মানে ওনাকে নিয়ে, ওনার কাজকর্ম আপনার ভালমতন জানা আছে নিশ্চয়, তাই জানতে চাইছি আর কি :)
  • pi | 72.83.97.171 | ২৭ মে ২০১১ ১৯:১৮473470
  • আর, আকাদা, কাল তুমি অধস্তনদের সাথে বলার ভঙ্গি নিয়ে বলছিলে না ? মমতা এই ভাবে হেড এর সাথে কথা বলেছে বলে কানে লাগছে, ইন ফ্যাক্ট এইভাবে ই তো বহু অধস্তনের সাথে কথা বলা হয়। শুধু অধস্তন বলে নয়,যে যেখানে একটু রেলা নেবার সুযোগ পায়, নিয়েই ন্যায়।

    Telegraph এর রিপোর্ট পড়ে হল, হাসপাতাল থেকেও গরীব লোকজন এরকম ব্যবহার ই পেয়ে থাকে।

    আমাদের নিজেদের মেথর, জমাদার, কাজের মাসি, রিক্‌শাঔআলাদের সাথে কথা বলার কালচারটা এর থেকে খুব আলাদা কিছু না তো।
    মমতার বলার ভঙ্গিটা খারাপ। কিন্তু এই ভঙ্গিটা আমাদের খুব অচেনা কি ?
  • Mmu | 93.9.77.229 | ২৭ মে ২০১১ ১৯:৪৩473471
  • pi আপনাকে ধন্যবাদ, আপনি শো কজের কথা বলেছেন, কিন্তু শুধু শো কজে কোন লাভ হতো না বোধহয়।
  • Mmu | 93.9.77.229 | ২৭ মে ২০১১ ১৯:৪৯473472
  • pi , আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে । আর এটাও মনে হয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার সময় ডাক্তারবাবুর উদ্ধত আচরনই এর জন্য দায়ী । আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে :-)
  • Tim | 198.82.20.229 | ২৭ মে ২০১১ ২০:১৭473473
  • এমেমিউর ঘরে নির্ঘাৎ অন্যান্য ঠাকুরের সাথে (ইনক্লুডিং আরেন্টি) মমদেবীর ফোটুক (না মূর্তী?) আছে। সেখানে ধূপটুপ জ্বালা হয়। :-)
  • Suvajit | 120.56.226.112 | ২৭ মে ২০১১ ২০:৩৬473474
  • অ, আকা আমাকে ঠোকার জন্য এত গুগুল সার্চ টার্চ করল। কমরেড, আমি বলেছিলাম লিডারশীপের কতা আর আপনি কইছেন ম্যানেজমেন্টের কতা। দুটোরে গুলায়ে ফ্যালেন না। ভালো ম্যাঞ্জার অধিকাংশ সময়ে ভালো লিডার হয় না, তেমন ভালো লিডারও ভালো ম্যাঞ্জার হয় না।
    লিডার একটা দর্শন নিয়ে চলে আর মনেপ্রাণে তাকে বিশ্বাস করে। অনেক সময়েই সেই দর্শন বাস্তববাদী হয় না কিন্তু কি আশ্চর্য ক্ষমতাবলে সেই দর্শনে আরও অনেক ফলোয়ার বিশ্বাস করে, এবং লিডারকে অনুসরণ করেন। এবার সে লিডার গান্ধীবাদীও হতে পারেন, ফ্যাসিবাদীও হতে পারেন। কিন্তু দিনের শেষে তিনি লিডারই।
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ২২:০২473475
  • ম্মু, হাসপাতাল সংক্রান্ত গাফিলতির অভিযোগ নিয়ে কেউ যদি সদুত্তর দিতে না পারেন, দিতে না চান বা দিতে অসহযোগিতা করেন, সেগুলো নিয়ে অভিযোগ করা যায়। এক্ষেত্রে উনি করে থাকলে সেই নিয়ে বলা হোক।
    কিন্তু ঔদ্ধত্য বলতে আপনি কী বোঝাচ্ছেন ? মুখ্যমন্ত্রী বলে কি তাঁকে পাল্টা প্রশ্ন করা যাবে না, তাঁর সাথে কোন যুক্তিযুক্ত তর্ক ও করা যাবেনা ? এগুলো আলাদা করেই আপনাকে জিগাচ্ছি ( এই কেসের কনটেক্সটের বাইরে)।
  • siki | 122.162.75.220 | ২৭ মে ২০১১ ২২:২৩473476
  • আমি এখনো বুঝে উঠতে পারছি না গড়াই মমতার সাথে এমন কী উদ্ধত আচরণ করেছে। সাড়ে চারটে পর্যন্ত অপারেশন করার পরে কারুর পক্ষে মহাকরণে গিয়ে মিটিং করার মত অবস্থা থাকে না বলেই আমার ধারণা, ইন্দোদাদা কনফাম করতে পারবে।

    মুখ্যমন্ত্রী পদাধিকারি মহিলাটি গত কয়েক বছরে ঠিক কী ধরণের ব্যবহার করতেন বিরোধী নেতাদের সঙ্গে? ইন ফ্যাক্ট গতকালও গড়াইবাবুর সাথে তিনি যে ভাবে কথা বলেছেন, একজন হসপিটাল সুপারের সাথে ঠিক সেইভাবে কথা বলা উচিত কিনা সেটাও ভেবে দেখা উচিত।

    গড়াইবাবু হাসপাতালের সুপার, একজন চাকুরিজীবি মাত্র, তিনি বাঙুর হাসপাতালের মালিক নন। হাসপাতালের অব্যবস্থার জন্য তাঁকে পার্শিয়ালি দায়ী করা যেতে পারে, শোকজ করা যেতে পারে, আলোচনায় বসার জন্য আলাদা সময় বের করা যেতে পারে, কিন্তু সাসপেন্ড কোনওমতেই করা যায় না। মমতা এমন কিছু পোপ বেনেডিক্ট নন বা ইংলন্ডেশ্বরী নন (এইটা ঠিক শিওর নই, কলকাতা লংডং হয়ে গেছে বলে শুনেছি, মমতাকে সেক্ষেত্রে লংডঙেশ্বরী বলা যেতেই পারে) যে তাঁর সঙ্গে উদ্ধত আচরণ করলেই তিনি সাসপেন করবেন।

    ইতিহাস ও পল সায়েন্সের ছাত্রদের জন্য আরো একটা কোশ্চেন বাড়লো গাঁতাবার জন্য: বিন তুঘলক ও মমতা ব্যানার্জির মধ্যে তুলনামূলক ব্যাখ্যা।
  • nyara | 122.172.158.21 | ২৭ মে ২০১১ ২২:৩০473478
  • আইনগতভাবে করা যায় বলেই আমার বিশ্বাস। নইলে করা হত না। নির্ঘাত ইংরেজ আমলের আইন।

    তবে প্রশ্নটা তো আইনের নয়। ডেকোরামের।

    ঠিক তেমনই উল্টোদিকের ডেকোরামে বলে, পদে যে ওপরে আছে, যেহেতু ধরা হয় তার সময়ের দাম আমার থেকে বেশি, আমাকেই কম্প্রোমাইজ করতে হবে।

    আমার ভিপি যদি আমাকে বলে কাল প্রজেক্টের রিপোর্ট নিয়ে দেখা করতে, আমি বলব কাল একটা প্রোডাকশন পুশ আছে, অন্য কোন সময়ে হতে পারে? উনি বলবেন, ঠিক আছে তার পরে এসো।

    তারপরে যদি আমি না যাই, আমার ভবিষ্যত ঠিক কী হবে আমি জানিনা। সিকি জানতে পারে।
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ২২:৩২473479
  • কিন্তু পোপ বেনেডিক্ট বা ইংলণ্ডেশ্বরীকে সিকি এমনি ছাড় দিলো ক্যানো ?
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ২২:৩৪473480
  • হ্যাঁ, আমি একটু কর্পো জগতের বাসিন্দাদের থেকে বসেদের আচরণ সম্বন্ধে জানতে ইচ্ছুক। :)
  • aka | 168.26.215.13 | ২৭ মে ২০১১ ২২:৩৫473482
  • শুভজিতদা, মাইরি বলছি ওয়েব না, বই একেবারে ওবির বই লিডারশিপ চ্যাপ্টার। ওয়েব থেকে খুঁজে বার করলাম তোমার পোস্ট। একদম ম্যানেজমেন্টের সাথে এর কোন সম্পর্কই নেই। একদম লিডারশিপের কথা - বুশের কথা, ওবামার কথা, গদ্দাফির কথা, সারা পালিনের কথা, বুদ্ধ ভটচাজের কথা, মমতার কথা। ওবির অধিকাংশ রিসার্চ হয় সাইকোলজি নিয়ে। একেবারেই ম্যানেজমেন্টের কথা নয়। বরং এমবিএ জাতীয় প্রোগ্রাম গুলো এদের থেকে ধার করে পড়ায়। :))

    অন এ সিরিয়াস নোট, মুখ্যমন্ত্রী হিসেবে উনি যদি লং টার্ম প্ল্যানিংয়ের দিকে নজর দেন তাহলে ব্যপারটা ভালো হয়। এই রিওয়ার্ড, পানিশমেন্ট স্কিমে শর্ট টার্মে কর্ম সংস্কৃতি হয়ত ফিরবে, কিন্তু সেটাই সব হয়ে দাঁড়ালে মুশকিল। বলবেন সময় দিন না, সে নাহয় দিচ্ছি, কিন্তু ওবি বলছে ওনার এই লিডারশিপ স্টাইলে লং টার্ম ভিশনারি জিনিষপত্তর সম্ভব না। তবে থিওরি তৈরিই হয় ভাঙার জন্য। করতে পারলে হাততালি দেব, যদ্দিন না করছেন তদ্দিন শস্তার যাত্রাপালা বলব।
  • nyara | 122.172.158.21 | ২৭ মে ২০১১ ২২:৩৫473481
  • বাই দ্য ওয়ে, আমি কর্পোরেট জগতে দেখেছি CEO-র সঙ্গে মুখোমুখি তক্কো করার জন্যে the person was asked to resign. সেটা আইডিয়াল বলছি না, কিন্তু আমি বলছি এরকম ব্যাপার out-of-the-world নয়। তবে জনপ্রতিনিধিরা এধরণের ব্যাপার এড়িয়ে চলেন পাবলিক ইমেজের জন্যে।
  • siki | 122.162.75.220 | ২৭ মে ২০১১ ২২:৩৬473483
  • যাই হোক, গড়াইবাবুর সাসপেনশনের সিদ্ধান্তকে স্বাগত জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

    আর কিসু কওনের নাই।

    কওনের এটাই আছে, জামিয়া আলিয়ার নামের মাঝে মাদ্রাসা ঢোকানোর প্রতিবাদে আজ ছাত্ররা প্রতিবাদ জানাতে এবং স্মারকলিপি দিতে আসে। কিন্তু মমতা দেখা-ও করেন নি, নাম পাল্টাবেন না বলে দিয়েছেন। পুলিশ ছাত্রদের বেধড়ক লাঠিপেটা করেছে আজ।

    কাল বিপ্‌ পালের নতুন টই বেরোবে, মমতার নাটক: জামিয়া মাদ্রাসা।

    আমি বড় হয়ে অমৃতলাল হব। :)
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ২২:৪৯473485
  • ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন স্বাগত জানালো ?
    কী কাণ্ড ! ওনাদের স্টেটমেন্ট টা জানা যাবে ?

    সিকি, telegraph ইন্টারভিয়ু টা পড়ো। সুপার হয়ে যদি তিনি এই সব কিছুই জানিনা বলে যান, সেটা তাঁর ব্যর্থতা তো বটেই।
    আর গতকাল সন্ধেবেলার মিটিং টা ( যেটা সব প্রিন্সিপলদের জন্য ছিও), সেটা অ্যাটেণ্ড না করার কারণ ?

    কিন্তু এই ছাত্রদের লাঠিপেটা করার কেসটা কী ? এটা হয়ে থাকলে খুব বাজে ব্যাপার।

  • ranjan roy | 122.168.169.136 | ২৭ মে ২০১১ ২২:৪৯473484
  • গত বার যখন মায়াবতী জিতেছিলেন তখন প্রথম দুমাস তাঁর বক্তব্য ও অ্যাটিচ্যুড কারও মনে পড়ছে কি?
  • aka | 168.26.215.13 | ২৭ মে ২০১১ ২২:৫১473486
  • কর্পোরেট জগতে না পোষালে একদিনে গোলাপী নোটিস দেয়, দরকার হলে একদিনে একটা ডিপার্টমেন্ট অধিগ্রহণ করে নেয়। সিঙ্গুরে অনিচ্ছুক চাষীদের জমি অধিগ্রহণ করে বুদ্ধ বাবু সহ সিপিএম পুরো হাওয়ায় মিলিয়ে গেল। এই হল ডিফারেন্স।

    আর কর্পোরেটে মিটিং রিকোয়েস্ট আসে, সেটা অ্যাকসেপ্ট বা রিজেক্ট দুটোই করা যায়।

    বস যদি নিজে এসে দেখা করে তাহলে প্রথম প্রশ্ন হল ''হাউ আর ইউ ডুইং? ক্যান উই মিট টুমরো অন দিজ, হোয়াট টাইম ইজ গুড ফর ইউ, আই অ্যাম ফ্রি ফ্রম ২-৩ ইত্যাদি ইত্যাদি।

    এর সাথে মমতা কাল যা করেছেন তার বিস্তর ফারাক। বহুলোকই ফালতু রেলাবাজি সহ্য না করে চাকরি ছেড়ে দেয়। গড়াই বাবুও তাই করেছেন। মনে হয়, ওনার জায়গায় আমি থাকলেও তাই করতাম।
  • nyara | 122.172.158.21 | ২৭ মে ২০১১ ২২:৫৪473487
  • আকা কী কর্পোতে কাজ করে? আমার মাঝে মাঝে সন্দ হয়।
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ২২:৫৯473489
  • গড়াইবাবু নিজেই চাকরি ছেড়ে দিয়েছেন ?
  • aka | 168.26.215.13 | ২৭ মে ২০১১ ২৩:০০473490
  • আপাতত তো করি না, এককালে করতাম। তাও ভেণ্ডর হিসেবে ক্লায়েন্টের সাথে। আমার ছেলে হয়েছিল বলে কাজ না থাকা সত্বেও একমাস বসিয়ে বসিয়ে বিলিং দিয়েছিল। যাতে দুদিনের ছেলেকে নিয়ে মুভ করতে না হয়।

    তবে সবাই এরকম নয়, যারা নয় তাদেরই বলে অথোরিটেরিয়ান, কর্পো জগতেও এদের সাফল্য খুব কম। কারণ বাজার ঠিক থাকলে ভালো লোকজন এদের সাথে কাজ করতে চায় না। কেনই বা চাইবে? তাই হয় এরা ফোটে নয়ত এর আণ্ডারের ভালো লোকজন ফোটে। আল্টিমেটলি দুই কেসেই লস এক পক্ষেরই।

  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ২৩:০২473492
  • আরে ! এই কর্পোজগতে তো তাইলে দেখি স্বর্গসুখ। আমাদের পিএইচডি জীবনের তুলনায়।
  • Moloy | 207.45.43.68 | ২৭ মে ২০১১ ২৩:০২473491
  • বস যদি বলে can we meet tomorrow on this?what time is good for you ? I am free 2 to 3 .

    কর্পোরেট এ এটার মানে হল I want you to meet me between 2 to 3 tomorrow
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ২৩:০৫473493
  • মানে আকাদার কর্পোজগত।
  • aka | 168.26.215.13 | ২৭ মে ২০১১ ২৩:০৮473494
  • অবশ্যই কারণ পিএইচডি স্টুডেন্ট গাইড ছাড়া উপায় নেই, কিন্তু ভালো কর্পো কর্মীর ঐ রকম বস ছাড়াও চলবে। এবং বসও সেটা বোঝে।
  • Moloy | 207.45.43.68 | ২৭ মে ২০১১ ২৩:৩০473495
  • চলবে যদি
    ১) ভাল কর্মীটি কারোর বস না হন।
    ২) ভাল কর্মীটির শুধু ভাল কর্মী হয়েই রিটায়ার করার ইচ্ছে থাকে।
    ৩) আরও খান দুয়েক recession এর দৌলতে বাজার এ ভাল কার্মীর সাপ্লাই বিপজ্জনক ভাবে বেড়ে না যায়।
  • I | 59.161.186.6 | ২৭ মে ২০১১ ২৩:৩৫473496
  • আই এম এ-র একজন প্রতিনিধি কিন্তু চব্বিশ ঘন্টা চ্যানেলে সম্পূর্ণ উল্টো কথা বললেন।
    আর আই এম এ-র ব্যাপারে বলি, আই এম এ-র কলকাতা চ্যাপ্টার (চ্যাপ্টারই তো?) কিন্তু সুদীপ্ত রায় বাবুদের দখলে অতএব ....
  • Sibu | 66.102.14.1 | ২৭ মে ২০১১ ২৩:৪৫473497
  • কর্পো জগতে ব্যাপারটা খুব ভ্যারি করে। খানিকটা কাজের নেচারের ওপরেও ডিপেন্ড করে। এমপ্লয়ী যদি ফাঞ্জিবল হয় তো বস একটু বেশী বসপনা করে। যদি তা না হয় তো একটু বেশী সহ্য করে।

    আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হল, কর্পো জগতে ব্যাপারটা ঠিক ঐ রকম সামন্ততান্ত্রিক নয়। বসেদের সাথে বিভিন্ন সিচুয়েশনে বহুবার তর্ক হয়েছে। বিরক্ত হয়ে বসের ডাকা মিটিনে যাই নি তাও হয়েছে। সাধারণত: ক'দিন বাদে আবার ভাব হয়ে গেছে। একবার এই সবে জেরে গ্রুপ বদল করেছিলাম। তাতে কোন সমস্যা হয় নি। তবে কোন কোন বন্ধুদের মুখে শুনেছি তাদের অর্গানাইজেশনে বসকে সন্তুষ্ট রাখাটা খুব জরুরী।

    আর পিইচডি করার সময়ে আমি পুরো সময়টাই টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম, কখনো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ অ্যাকসেপ্ট করিনি। তার ফলে আমি গাইডের ওপর তেমন নির্ভরশীল ছিলাম না। তাই পিএইচডির মাঝখানে মনোমালিন্য হওয়ায় গাইড বদলাতে আমার তেমন অসুবিধা হয় নি। ইন ফ্যাক্ট, পরের গাইড (যার আন্ডারে আমি শেষ করি) একবার পেপার সময়মত কারেক্ট করে ফেরত না দেবার জন্য আমি তার নাম পেপার থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। সে নিয়ে তখন ঝগড়া হয়েছিল। এখন দেখা হলে সেই ঘটনা নিয়ে হাসাহাসি হয়।
  • Tim | 198.82.20.229 | ২৭ মে ২০১১ ২৩:৪৮473498
  • কর্পোরেট জগতের সাথে গ্র্যাজুয়েট স্টুদেন্ট (সময়বিশেষে পোস্ট ডকে্‌দর) তুলনা হয়না। কর্পোরেটে আপনি চাক্রি হারাতে পারেন, আপনার উপার্জিত আয় ফেরত দেওয়া হয় না। ওয়ার্ক এক্স কিছু হয়ে থাকলে সেটা মুছে দেওয়া যায়না।
    উল্টোদিকে স্টুডেন্টদের বা গবেষকদের হাতে পেন্সিলটাই পড়ে থাকে চাক্রি গেলে। কারণ এখানে ওয়ার্ক এক্স, যা কিনা পরের চাক্রিটা পেতে গেলে লাগবে, সেটাই নির্ভর করছে বসের সাথে সম্পর্কের ওপর।
  • Tim | 198.82.20.229 | ২৭ মে ২০১১ ২৩:৫৪473500
  • কিন্তু শিবুদা, টি এ থাকাকালীনও তো একজন গাইড চাপ দিতেই পারেন। অবশ্যই নির্ভর করছে তিনি কেমন তার ওপর। আমি দুরকমই দেখেছি। ভালো যারা, তারা আর এ বা টি এ খেয়াল করেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন