এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ছোটোবেলার সেই সব লোভনীয় বস্তুসামগ্রী: যা পেয়েছেন এবং যা পাননি

    sayan
    অন্যান্য | ১৯ মে ২০১১ | ২৭৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • pi | 72.83.97.171 | ১৯ মে ২০১১ ২৩:৩৬474664
  • ছোটবেলাটাই তো সবচে লোভনীয় ছিল, এখন আর চাইলেও পাই কই ?
  • sayan | 115.241.127.118 | ১৯ মে ২০১১ ২৩:৩৮474675
  • আহা, সে তো ছিলই। সাবসেটে ভাবো।
  • sayan | 115.241.127.118 | ১৯ মে ২০১১ ২৩:৪২474686
  • ছোটোবেলায় দেখা সেই সব ঈর্ষণীয় মহার্ঘ্য বস্তু, যেগুলো কাঁচের শো-কেসে বা দোকানের র‌্যাকে সাজানো থাকতো, যেগুলোর বেশীরভাগেতেই হাত ছোঁয়ানো হয়নি, অ্যাটলীস্ট ছোটোবেলায়, আর বড়ো হয়ে ওইগুলো মন থেকে উধাও হয়ে গিয়ে অন্য জিনিষপত্রের জন্য জায়গা করে দিয়েছে, সেই হারিয়ে যাওয়া জিনিষগুলোর একটা লিস্টিকরনের প্রয়াস এই টই। এক, দুই করে লিখুন; চাইলে প্রত্যেক বস্তুর সাথে একটা শর্ট ডেসক্রিপশনও দিন, ডেসক্রিপশন না বলে ব্যাপারটা ওই বস্তু সংক্রান্ত ভালোলাগার কারণও হতে পারে; একাধিক লিস্টে এক বস্তু মিলে গেলে আহ্লাদে আটখানা হোন বা শুঁড়/ল্যাজ মেলান - আমি কিছু বলতে যাবো না।
  • sayan | 115.241.127.118 | ১৯ মে ২০১১ ২৩:৫২474697
  • আমি উদ্বোধন করে দিলাম। যতোটা মনে পড়ে আর কী -

    ১) একটা পাঁচ নম্বর ফুটবল, সাদা কালো
    ২) একটা ব্র্যান্ডেড ক্রিকেট ব্যাট - SS, BDM কিম্বা Power (আজ দেখি রিবকের অতি পাতি টেনিসবলের ব্যাট সাড়ে পাঁচহাজার!
    ৩) একটা গ্রাফাইট ব্র্যাকেন ব্যাডমিন্টন র‌্যাকেট
    ৪) ইয়োনেক্স শাট্‌লককের একটা টিউব
    ৫) মসৃণ হাতলওয়ালা একটা নিষ্পাপ গুলতি
    ৬) ম্যাড়ম্যাড়ে ব্রাউন পেপারের মলাট দেওয়া খাতাগুলো দুর্ছাই দোকানের করে রংচঙে রেডিমেড খাতা
    ৭) রেনল্ডস জেটার পেন
    ৮) মহাপাত্র কেবিনের চর্বিমেশানো লাল ঘুঘনী আর দেশি পাউরুটি - এটা রাখতেই হল, কেন কি এটা আর খাওয়া হয়নি
    ৯) কোয়ালিটি আইসক্রীম তো সবাই ভালোবাসে। আরেকটা ছিল - রলিক। এখনও আছে না উঠে গেছে কে জানে!
    ১০) একটা ছোট্টো লাল রেডিও
    ১১) স্ট্র্যাপে ফুটবল আঁকা একটা ইলেকট্রনিক রিস্টওয়াচ
    ১২) প্রতিবছর সংক্রান্তিতে এক হাজার ক্যালিকো সুতো, ঘুড়ি ওড়ানোর জন্য। ঘুড়ি কম কিনতাম। বেশীরভাগই ধরা।
    ১৩) (দিস স্পেস হ্যাজ বিন কেপ্ট ইনটেনশানালি ব্ল্যাঙ্ক)
    ১৪) Apsara'র 6B পেন্সিল
    ১৫) ০ - ১০ সাইজের Camlin'এর তুলি
    ১৬) ভালো হ্যান্ডমেড পেপার
    ১৭) অন্য অনেকের মত স্প্রীং লাগানো কাঁটা কম্পাস। সবুজ জঙ্গল আংকা Bengal Tiger জ্যামিতি বক্স নয়, ক্যামলিনের নতুন ঝকমকে গুলো।
    ১৮) Camel'এর অয়েল প্যাস্টেল কালার
    ১৯) টিনটিনের সবকটা বই, একসাথে
    ২০) একটা ভালো আতশকাঁচ
    ২১) এয়ারগান
    ২২) দেদার মর্টন, নিউট্রীন আর ক্যাডবেরীজ এক্লেয়ার্স :-)

    --- আপাতত এইগুলোই থাক।
  • Paramita | 122.172.20.18 | ২০ মে ২০১১ ০০:১০474708
  • মাধ্যমিক পর্যন্ত বাড়িতে টিভি। কি দু:খ যে হত। আর সব্বার আছে আমাদের নেই। এমনকি দোতলায় মেজোমামার বাড়িতে আছে কিন্তু আমার দেখা নিষেধ।
  • SS | 131.193.196.214 | ২০ মে ২০১১ ০০:১১474712
  • এ তো আমেরিকার বিল্ডিং গুলোর মত, তেরো তলা মিসিং। কিছু হাইরাইজে অবশ্য তেরো তলা আছে। ইয়ে, তেরো নং এ কি 'পরিবত্তন'?
  • pi | 72.83.97.171 | ২০ মে ২০১১ ০০:১৯474713
  • দোতলা পেন্সিলবাক্স ও পাখির ছবি ওয়ালা গন্ধরবার।
    বন্ধুদের বেশিরভাগের ই নাম s দিয়ে। ওদের গন্ধ রবারে কেমন সুন্দর ছোট্টো দোয়েলপাখি বসে।
    আর আমার ভাগ্যে খালি india আর ink লেখা ইরেজার :(
    বড় হয়ে অবশ্য ইরেজারের একটা সাম্রাজ্য ই বানিয়ে ফেলেছি, কী নেই ? বাঁধাকপি থেকে টুথপেস্ট থেকে বিস্কুট থেকে কাজু, এমনি দেখতে যে লোকে সত্যি বলে খেতে যায়, কিন্তু আমার ছোটবেলার সেই সবুজ সাদা গন্ধরবার যে কই গ্যাল ! আমার swallow আঁকা লেখা ইরেজার ও আর হল না :(
  • sayan | 115.241.127.118 | ২০ মে ২০১১ ০০:২১474714
  • পামিদি' শর্টে মারলে চল্বে না।

    SS, ন্যা:। আসলে লিস্টের হেডার বস্তু দিয়ে ফেলেছি তো, তাই তেরো'তে যা লিখতে চেয়েছিলাম তা(কে) রাখা গেল না। পরে চিন্তাভাবনা করে লিখবো। আর বাকি একুশটা চোখে পড়লো না শুধু ঐ ব্ল্যাঙ্কটাই! সাধে বাঙালি বলে! 0:-)
  • sayan | 115.241.127.118 | ২০ মে ২০১১ ০০:২৪474715
  • পাই, নটরাজ প্লাস্টো তো বেশ সাদা তুলতুলে ছিল। খুব সুখ্যাতি পেয়েছিল ব্যাপারটা আমাদের সময়কালে। আর পেন্সিলের পিছনের রাবারগুলো ছিলো কামড়ে খাবার জন্য।
  • Ritwik | 59.94.2.228 | ২০ মে ২০১১ ০১:২৭474665
  • রামায়ণ দেখ ইস্তক, একটা গদা কেনার বড্ড সাধ ছিলো - সেই যে plastic এর লাল নীল রংএর, দোকানে ঝোলানো থাকত, আর অমি রোজ ইস্কুল যাবার পথে হুহু করা মন নিয়ে তাকিয়ে থাকতুম।

    *** ঠিক করেছি - ছেলে কেও কিনে দেবো না
  • pobi | 115.184.97.13 | ২০ মে ২০১১ ০১:৩৭474666
  • 1.Bicyclewithgear.
    2.AranyaDebarMandrake-ergotacomicssearieseksaathe.[Rojrojkhoborerkagojerjonyoopekshakortebhalolagtona]
    3.ChemistryarBhugolerquestionpaper[inadv].odutosubjectportebhalolagtona.
    5.ekkilochanachur[sudhugatiyathaklearobhalo], sorbhaja, rabrisobekharikoreeksaathe.
    6. "Goasyoulike" chharaonnosportseveneprize
    7.chakalaganojuto

    aroonekkichhu.

  • r.h | 198.175.62.19 | ২০ মে ২০১১ ০২:৪৪474667
  • ঋত্বিকের লাস্ট পয়েন্টে :D
  • sayan | 115.241.50.106 | ২০ মে ২০১১ ০৯:৪৭474668
  • ঋত্বিক, গদা দু'রকম ছিল। হলুদ-লাল আর সোনালি। কিন্তু হায়, সেই গদাঘাতে রামায়ণে দেখানোর মত তেমন স্ফুলিঙ্গ উড়লো কই! :-(
  • Bratin | 122.248.183.1 | ২০ মে ২০১১ ১০:১৮474669
  • ঋত্বিক, আমার কথা টা বলে দিয়েছে। আমার ও ঐ গদার খুব শখ ছিল। আসলে অস্ত্রশস্ত্র ওপর আমার বরাবর ই লোভ। কিন্তু তখন আমি ক্লাশ ৩/৪ এ পড়ি। একট গোলা তীর-ধনুক বানিয়েছিলাম বাঁখারি দিয়ে। তারপরে ছিলে টা ছিঁড়ে যাবার পরে সেটা রাখা ছিল একপাশে। বাপি একদিন আমাকে আগাপাশতলা পিটিয়েছিল ও ই টা দিয়ে। তারপর থেকে ই ..........
  • . | 59.93.213.173 | ২০ মে ২০১১ ২১:২১474670
  • .

  • rupankar sarkar | 116.203.140.15 | ২০ মে ২০১১ ২৩:১৯474671
  • pi- এই জায়গায় বুড়োদের অনুপ্রবেশ উচিত নয়, তবু ঢুকে পড়লাম। সোয়ালো কিন্তু দোয়েল নয়। দোয়েলের ইংরিজি হল - ম্যাগপাই রবিন। আর সোয়ালোকে বাংলায় বলে, নাককাটি।
  • sayan | 115.242.143.230 | ২১ মে ২০১১ ০০:০৩474672
  • সোয়ালো মানে চাতক পাখী নয়?
  • aka | 168.26.215.13 | ২১ মে ২০১১ ০০:১৫474673
  • ঋত্বিক :D
  • dd | 122.167.8.239 | ২১ মে ২০১১ ০০:৩৭474674
  • এটা একটা মোটামুটি সেন্টিমেন্টাল গল্প। বেশ বামপন্থী মানে জীবনমুখী প্লাস এক্কেবারে সত্তি ঘটনা।

    ব্যাপারটা ক্ষি হলো আমি বড় হলাম,জানেন, বড়ে গুলামের গান শুনতে শুনতে নই, খুব খাদলা ভাবে। কতো ভালো ভালো জিনিস ছিলো দুনিয়ায়। বেশীর ভাগই সুদু গল্পোই শুনলাম। জিভ চেটে আর স্বপ্নো গুনে কাটিয়ে দিলাম টিল আল্লি যৈবন।

    যেমতি চগোলেট। পাতি ক্যাডবেরী। বেলজিয়ান ডার্ক চগোলেট তখোনি জন্মায় নি। দৈবাৎ একটা পেলেও ভাগ করে নিতে হতো ঐ ফিনফিনে ক্যাডবেরীর বার গুষ্ঠি সুদ্ধর সাথে।

    সুযোগ মিললো, বা মনে পরলো, তখন আমি ধেড়ে ও চাগরী করছি, সদ্যমাত্র। স্টিল।

    সেই মান্দ্রাজে , অ্যারপোর্টে। হঠাৎ মনে পল্লো বড্ডো সখ ছিলো একা একা একটা আস্তো চগোলেট বার নিজে নিজেই খাবো, আজ ই তো চান্স।

    তো কিনলাম এগটা আস্তো হোঁৎকা ক্যাডবেরী । চুপচাপ খেতে গিয়ে খালি মনে হচ্ছিলো সারা এয়ারপোর্ট সুদ্দু লোক অবাক হয়ে দেখছে একটা বৃহৎ ধামসা আল্লি যৈবন বয়সী (কুরি বাইশ)লোক কেমন হাম হাম করে নিল্লজ্জের মতন একটা ক্যাডবেরী বার এক একাই, স্রেপ্‌গ অ্যালোন, খে' ফলছে। খুব লজ্জা কল্লো। প্লাস ,ক্যাডবেরীর সেই টেস্টটাও পেলাম না।

    বিলিভ মি, সেই মহার্ঘ বারের আদ্ধেকটাই ফেলে দিলাম। চুপিসাড়ে।

    আপ্নেরা ইম্প্রেসড হোল্লেন্না তো ক্ষি আর করা। আমার তো চোক্ষে জল এসে গ্যালো এই ডায়েরী লিখতে গিয়ে।
  • hu | 12.34.246.72 | ২১ মে ২০১১ ০০:৪৮474676
  • হুঁ... একখানা গোটা চকোলেটের বার... বুড়ো বয়েসে খেলাম প্রথমবারের জন্য... তারপর মনে হল ধুস! এটুকুর জন্য এত ইচ্ছে ছিল! ইচ্ছেটার জন্যই কেমন লজ্জা করল আর কি!

    তবে খুব ইচ্ছে ছিল প্লেনে চাপার। প্রথমবার যখন চড়লাম মনে হল রাজা হয়ে গেছি। এখনও আকাশ থেকে আকাশ দেখতে খুব ভালো লাগে।
  • hu | 12.34.246.72 | ২১ মে ২০১১ ০০:৫৩474677
  • একটা দু-মুখো ডটপেনের শখ ছিল। একদিকে স৭ কালি বেরোবে। অন্যদিকে লাল।দি এখন আর পাওয়া যায় কিনা খেয়ালই করি নি।
  • aka | 168.26.215.13 | ২১ মে ২০১১ ০১:০৮474678
  • দার্জিলিং গিয়েছিলাম, তখন আমি নেহাতই ছেলেমানুষ। সেই প্রথম পাহাড় চড়া কিন্তু বাসের জানলার ধার দখল করে নিলেন এক সহযাত্রী কাকিমা। হায় সেই দু:খ কি সহজে যায়। এর পরে বহু পাহাড় দেখেছি। পাহাড়ী রাস্তায় বাসের ছাদেও বসেছি একাধিক বার। কিন্তু সেই দু:খ যায় নি।
  • pi | 128.231.22.150 | ২১ মে ২০১১ ০১:৪৯474679
  • চলন্ত বাস আর ট্রেনের ছাদে চাপা । আজ ও হয়নি।
  • Bratin | 117.194.97.247 | ২১ মে ২০১১ ০৮:৫৫474680
  • চলন্ত বাসের ছাদে চেপেছি তো। গ্রামের দিকে বাসে খুব ভিড় হয় বলে উৎসাহী লোকেরা ছাদে উঠে। আমর দেশের বাড়ি তারকেশ্বর থেকে গোপীনগর যাবার পথে বাসের মাথায় চড়েছি। বেশ মস্তি । তবে একটাই চাপ। মাঝে মাঝে উঁচু উঁচু গাছ এলে স্যাট করে মাথা নীচু করে নিতে হবে। নাহলে সেই 'হঠাৎ চাঁটা' বেশ কষ্টদায়ক।
  • fevi | 80.219.210.108 | ২১ মে ২০১১ ১৭:২৮474681
  • প্লেন চালানো।
    সব হ'য়ে গেছিল। চোখ দুটো বেয়াদপি করায় মেডিক্যাল টেস্টটা পাশ করতে পারিনি। গত বছর হেলিকপ্টারে চালকের আসনে ব'সে, কিছুটা সাধ পুরণ হয়েছে।
  • rupankar sarkar | 180.215.45.182 | ২১ মে ২০১১ ২২:৪৮474682
  • @Sayan - চাতক পাখি, যেটাকে অনেকে 'ফটিক জল'ও বলেন, তার ইংরিজি নাম হল, কমন ইয়োরা বা আইয়োরা (যে যেরকম উচ্চারণ পছন্দ করেন)।
    সোয়ালো বা নাককাটি পাখির গায়ের রঙ নীলচে ধুসর, গলার কাছে বাদামি। এর লেজ ইংরিজি Y অক্ষরের মত।
    চাতক পাখির গায়ের রঙ বাসন্তী, পাখা কালো।
  • sayan | 115.241.31.131 | ২২ মে ২০১১ ০০:৩০474683
  • ধন্যবাদ, রূপঙ্করবাবু।
    তার মানে পাখী নিয়ে একটা বুলবুলভাজা আপনার কাছ থেকে দাবী করা যেতেই পারে। :-)
    পাই শুনছো? :-)
  • rupankar sarkar | 117.194.231.96 | ২২ মে ২০১১ ১৭:৫৫474685
  • @sayan পাইকে যা গছিয়ে দিয়েছি তাই নিয়ে হিমসিম খাচ্ছে, আবার পাখি?
  • rupankar sarkar | 117.194.231.96 | ২২ মে ২০১১ ১৭:৫৫474684
  • @sayan পাইকে যা গছিয়ে দিয়েছি তাই নিয়ে হিমসিম খাচ্ছে, আবার পাখি?
  • Nina | 68.84.239.41 | ২২ মে ২০১১ ২১:১৬474687
  • @ পাই --চলন্ত বাসের ও ট্রেনের ছদে এখনও বসা হয়নি বলেই তো মশা মারা চালু আছে মশমেসোর পাসে বসে---নইলে তো এতক্ষণে কোথায় যে উড়ে কোন গাছের পাতায় যে বসে থাকতিস ;-))

    ছোটবেলায় খুব শখ ছিল বাবার মতন মার মতন চশমা ( ননচা বলতুম তখন) পরব--আজও হয়নি :-((
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন