এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্লোসেট বিপ্লবীদের বক্তব্য শুনতে চাই

    Sayantan Goswami
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ১১৩১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sayantan | 115.184.203.207 | ১৩ মে ২০১১ ২২:৫২475302
  • কমরেডরা মেনি বিড়ালের মতো লুকিয়ে থাকবেননা , হারের কারণগুলি কিকি ? সমর্থকদের কাছে জবাবদিহি করুন , আপামর জনতাকে জানান আপনাদের বক্তব্য ।

    নিজের অহঙ্কারের খোলস থেকে কিয়্‌ৎকাল বেরিয়ে এসে প্রশ্নের জবাব দিন।
  • sayantan | 115.184.203.207 | ১৩ মে ২০১১ ২৩:০২475313
  • এই বেলা আরেকটা কথা জানিয়ে রাখি , আমি বামফ্রন্টকে ভোট দিয়েছিলাম ।

    এবারে এসে কিছু কথা বলুন 'সবজান্তা' বিপ্লবিরা ।
  • 3 | 116.203.135.41 | ১৩ মে ২০১১ ২৩:১৬475324

  • pi | 128.231.22.150 | ১৩ মে ২০১১ ২৩:৫০475335
  • জগৎ নিরুত্তর ছবি।
  • sayan | 115.241.126.206 | ১৩ মে ২০১১ ২৩:৫৫475346
  • সায়ন্তন, একটু অপেক্ষা কর ভাই। এত বড়ো শকিং অভ্যুত্থান সামলে উঠতে এই উইকেন্ডটা পুরোটাই লেগে যাবে মনে হয়। তো, নিজেই শুরু কর না!
  • sayantan | 115.184.203.207 | ১৪ মে ২০১১ ০০:৫৮475357
  • ক্লোসেট বিপ্লবিরা কি তৃণমূলে চলে গেলেন বলে আসছেননা এই থ্রেডে ?
  • comrade | 117.194.229.165 | ১৪ মে ২০১১ ০৯:১০475366
  • প্রথমে জেলা কমিটির বৈঠক হবে । সেগুলো শেষ হলে তার তিন মাস পরে রাজ্য কমিটির বৈঠকে সেগুলো পর্যালোচনা করব । তার ছ মাস পরে সে¾ট্রাল কমিটির বৈঠক হবে । তার আট মাস পরে পলিটব্যুরোর মিটিংযে হারের কারণ খতিয়ে দেখা হবে । তখন প্রেস কনফারেন্স করে সাম্রাজ্যবাদী চক্রান্তের প্রমাণ দেব । তার আগে কিছু বলা যাচ্ছে না ।
  • tatin | 117.194.201.201 | ১৪ মে ২০১১ ১০:৩৮475367
  • ১৪ই মার্চ ২০০৭-এর পরে বুদ্ধ ভট্টাচার্য প্রশাসনের শীর্ষে থাকার নৈতিক অধিকার হারিয়েছিলেন- গণতন্ত্রের আনুষ্ঠানিকতা ৪ বছর সময় নষ্ট করলো
  • Bratin | 117.194.100.101 | ১৪ মে ২০১১ ১০:৫৭475368
  • এই তো বাম জনতা রা দাঁত নখ বার করতে শুরু করে দিয়েছেন। ৩৪ বছর 'শাসনের' পরে ২ লক্ষ কোটি ধার রেখে দেওয়া সরকারের সমর্থক রা নতুন ক্ষমতায় দল কে 'হানিমুন পিরিয়ড' হিসেবে দু দুটো মাস দিচ্ছেন । তবে?? :-))
  • Netai | 182.64.71.56 | ১৪ মে ২০১১ ১২:৫২475303
  • বামফ্রন্ট বিশ বছর আগেই হারিয়ে গেছিল। তবুও হারতে এতো সময় কেন লাগলো, এতো বছর কিভাবে জিতছিল এটাই ভাবার বিষয়। রজ্জাক মোল্লা উদাশ ভাবে সঠিক কথাটা বলে দিয়েছেন। বুদ্ধবাবুর হেলে ধরার ক্ষমতা নাই, কেউটে ধরতে গেছিলেন।
  • bb | 117.195.170.77 | ১৪ মে ২০১১ ১৫:৩৯475304
  • সায়ন্তন নিজের প্রতি সৎ থেকে বলুন তো আপনি সত্যি বামফ্রন্টকে ভোট দিয়ে ছিলেন?
    আপনার "মেনীবেড়াল" আর 'অহংকারের খোলস" পড়লেই বোঝা যায় হয় আপনি আগেই কনক্লুড করে নিয়েছেন, আর নয় আপনি বাম সমর্থক নন।
    আপনি কি আশা করেন যদি উত্তর জানা থাকত তাহলে কি হারতে হত?

  • Ishan | 14.99.125.234 | ১৪ মে ২০১১ ১৫:৫২475305
  • এখানে যারা সিপিএমের পক্ষে লেখেন, তারা থোড়ি দলের নীতিনির্ধারক। তাঁরা স্রেফ একটা দলকে সমর্থন করেন বলে লিখেছেন। আম্মো যেমন একটা দলকে পোষায়নি বলে লিখেছি। তা বলে সিপিএম জিতলে আমাকে জবাবদিহি করতে হত নাকি?

    তবে হ্যাঁ, জয়দেব বসু হলে আমার খান দুই কথা ছিল। :)
  • pinaki | 122.164.253.41 | ১৪ মে ২০১১ ১৭:২০475306
  • জয়দেব বসু থোড়ি নীতিনির্ধারক।

    নীতিনির্ধারক পেতে গেলে রাজ্য কমিটি লেভেলে যেতে হবে। তাঁরা আর এখানে কোথায়?

    আগে যেমন অর্কুটে শাক্যজিতের কানে কিছু তুল্লে সেটা শ্যামল চক্কোত্তি অব্দি পৌঁছোনোর একটা সম্ভাবনা থাকত। ;-) কমরেড বিপ্লব (বিপ পাল নয়) - তিনিও হাবে ভাবে অন্তত: একজন বড় নেতা গোছের ছিলেন।

    হায়, কোথায় হারালো সেই সব সোনালি দিন।
  • ranjan roy | 122.168.173.79 | ১৪ মে ২০১১ ২১:৪৬475307
  • কেরালা আর বঙ্গের ফল দেখলে খানিকটা বোঝা যায়।
    কেরালা লোকসভা নির্বাচনের পর( মাত্র দুটো সীট সিপিএম পেয়েছিলো) সিপিএম বিধানসভায় অনেক ভালো করেছে।
    মন্ত্রিদের মধ্যে অনেক কম হেরেছেন। মুখ্যমন্ত্রী স্বয়ং জিতেছেন। উনি করাপ্‌শন নিয়ে নিজের পার্টির নেতাদেরও ছেড়ে কথা বলেন নি। ব্যপক জনসমাজে ওনার অ্যাকসেপ্টান্স অনেক বেশি।

    বঙ্গে ঠিক উল্টো।
    অতি বাগাড়ম্বরের পরেও পঞ্চায়েতের ফল লোক সভার থেকে খারাপ, বিধান্সভায় আরও খারাপ।অধিকাংশ নামজাদা মন্ত্রীরা হেরেছেন।

    আর কংগ্রেসের ভ্রষ্টাচার নিয়ে চিৎকার করা প্রকাশ কারাতেরা তো অচ্যুতানন্দনকে টিকিটই দিচ্ছিলেন না, নীচের তলার চাপে পরে দিলেন, নইলে এখানেও হারের মাত্রা বেশি হত। যেমন ডি এম কে'র তামিলনাড়ুতে হয়েছে।
    প্রকাশবাবুর নেতৃত্ব রণনীতি, রণকৌশল ও আদর্শের প্রশ্নে পার্টিকে ডুবিয়েছে।
    সংগ্রামী কমিউনিষ্ট পার্টির অনুকূল আবহাওয়া আর যেখানে হোক আলিমুদ্দিন বা গোপালন ভবনে নেই।
    নইলে সরলা মাহেশ্বরী, অমিতাভ নন্দী, মজিদ মাস্টারেরা এত সমাদর পেতেন না।

  • dukhe | 117.194.241.145 | ১৪ মে ২০১১ ২৩:১৩475308
  • অনেকে বলছে আইটেম বয় না থাকলে এই রেজাল্ট হত না ।
    আমার কথা নয় । জনস্বার্থে প্রচারিত ।
  • Sayantan Goswami | 202.78.233.48 | ১৪ মে ২০১১ ২৩:১৩475309
  • "সায়ন্তন নিজের প্রতি স্‌ৎ থেকে বলুন তো আপনি সত্যি বামফ্রন্টকে ভোট দিয়ে ছিলেন?
    আপনার "মেনীবেড়াল" আর 'অহংকারের খোলস" পড়লেই বোঝা যায় হয় আপনি আগেই কনক্লুড করে নিয়েছেন, আর নয় আপনি বাম সমর্থক নন।
    আপনি কি আশা করেন যদি উত্তর জানা থাকত তাহলে কি হারতে হত?"

    হ্যাঁ ভাই , যে কটা ভোটপর্বে আমি আজ পর্যন্ত অংশগ্রহন করেছি , বামফ্রন্টকেই ভোট দিয়েছি , আর আমি ভোত দেবোনা কাউকে কোনদিন ...

    bb ভাই , আপনি নিজের থেকে এই হার বিষয়ে কোনরকম কোন চিন্তা করেছেন ? প্রশ্নের জবাব তো দিলেন-ই না , উলটে আবার বড় গলা করে ডিফেন্ড করতে এসছেন আমার বক্তব্য ।

    আপনার মতো কর্মীদের প্রথমেই পার্টি থেকে তাড়ালে বামফ্রন্ট আরো শক্তিশালী হবে ।

    হারের কারণ জানা নেই , অথচ ভোটের আগে আপনারা অমুক পাবো , তমুক পাবো বলে বারফাট্টাই দেওয়ার সাহস কেমন করে পান ? এত অহঙ্কার আসে কি করে ?

    মানুষের দরবারে গিয়ে হাঁটু মুড়ে বসে নাক রগড়ান প্রত্যেক দিন অন্তত চার ঘন্টা করে ।
  • dukhe | 117.194.241.145 | ১৪ মে ২০১১ ২৩:২৩475310
  • সায়ন্তনবাবু, সেমসাইড হচ্ছে ।
    আপনি আর bb একই জায়গায় দাঁড়িয়ে তো । দুজনেই বামফ্রন্টকে ভোট দিয়েছেন, কেউই পলিসিমেকার নন, একে অন্যের কাছে কৈফিয়্‌ৎ চেয়ে লাভ কী ?
  • Sayantan Goswami | 202.78.233.48 | ১৪ মে ২০১১ ২৩:২৬475311
  • কিসের সেমসাইড ?

    আমি কেবল ভোট দিয়েছি , কর্মী নই ।

    কোন কর্মীর কাছে থেকে কারণ গুলো জানতে চাইছি স্রেফ।
  • dukhe | 117.194.241.145 | ১৪ মে ২০১১ ২৩:৩৫475312
  • bbও কি কর্মী ? হলে, কোন লেভেলের কর্মী ? সিপিয়েমের সব কর্মীকে চেপে ধরে কি উত্তর পাবেন ? কেউ দেওয়াল লিখেছে বলে তাকে হারের জন্য দায়ী করবেন ?
  • bb | 117.195.170.77 | ১৪ মে ২০১১ ২৩:৪৪475314
  • সায়ন্তন আমি যদি কর্মী হতাম আর আমাকে বার করে দিলে ক্ষমতায় ফেরা যেত তাহলে বলুন বিমান বাবুকে আজ রাত্তিরেই বার করে দিক।
    আমি আপনার প্রশ্নের উত্তরে জানিয়েছি যে ভুলটা জানা থাকলেতো কমরেড রা এই ভুল করতেন না, তাই না?
    নাকি আপনি বলছেন যেনে শুনে বিষ করেছি পান?
  • Sayantan Goswami | 202.78.233.48 | ১৪ মে ২০১১ ২৩:৪৬475315
  • bb কে কর্মী বলিনি কারণ আমি জানিনা সে কর্মী কিনা ।

    আমি বলেছি bb-র মতন অন্ধ বাম-সমর্থকেরা ও চোখে ঠুলি সাজিয়ে ঘুরে বেড়ানো কর্মীরা কি ভাবছে এই হার নিয়ে , এই নিয়ে জানতে ইচ্ছুক ।

    দেওয়াল লিখন যারা করেছে , যারা ড্রেনের পাশে হেগেছে এইসব ফালতু কথা না বলে , আমার করা প্রশ্নে কোন বক্তব্য থাকলে জানান ।

    ভাবতে সত্যি-ই অবাক লাগছে যে কোন বাম-সমর্থক এসে বলছেনা যে আমাদের মস্ত গলদ রয় গেছে বহু জায়গায় , অবিলম্বে শোধরাতে হবে।

    নিজে থেকে তো এসে বলছেইনা , উল্টে আবার সেই ঔদ্ধত্ব দেখাচ্ছে ।

    নিজের কলার ঝেড়ে দেখা উচিৎ আগে,
  • bb | 117.195.170.77 | ১৪ মে ২০১১ ২৩:৪৬475316
  • দুখে বাবু আমার ভোটও নেই কারণ আমি পশ্চিমবঙ্গেই থাকিনা। সুতরাং দায় ওনার বেশী কারন উনি ভোট দিয়েছেন, আমি তো শুধু সমর্থন জানিয়েছি।
  • bb | 117.195.170.77 | ১৪ মে ২০১১ ২৩:৫১475317
  • এই তো বেশ Causal -Analysis করে ফেলেছেন। আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তর লুকিয়ে আছে।
    আমার মত অন্ধ-সমর্থকের জন্যই সিপিএম হেরেছে।
    কিন্তু ভাই ভোট আপনি দিয়েছেন অনান্যরা দেন নি তাই হেরে গেছে। আমরা কি করলাম এর মধ্যে??
  • ranjan roy | 122.168.205.97 | ১৫ মে ২০১১ ০০:১৭475318
  • সায়ন্তন,
    আলোচনাটা বিষয়কেন্দ্রিক না হয়ে অকারণ ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে না?
    বিবি কে অযথা আক্রমণ করছেন।
    হায়দ্রাবাদ নিবাসী বিবি কর্মীও নন, ভোটও দেন নাই।
    তো ""ওনার মতন অন্ধ সমর্থক'' দের পার্টি থেকে বের করে ! বিবি কিন্তু অতি সুভদ্র একজন ব্যক্তি। কখনই আক্রমন বা গালিগালাজের স্তরে নামেন নি। উনিই একসময় গুরুর পাতায় লিখেছিলেন যে তৃণমূলের বক্তব্যও শোনা উচিৎ।
    তার চেয়ে হারের কারণ নিয়ে আপনিই আলোচনা শুরু করেন না ক্যান? আমরা লগে আছি।
    চারদিকে এত ভুল-ঠিক সত্যি-মিথ্যে মিশিয়ে বামবিরোধী ঢক্কানিনাদ। তবু আপনি বামকে ভোট দিয়েছেন। বেশ করেছেন। ভালবাসেন তাই দিয়েছেন। যেমন মণীশ। অকপটে সপরিবারে এসে ভোট দিয়েছেন, কাজ করেছেন। এটাই তো স্বাভাবিক।
    আপনার রাগ মনে হয় হতাশা থেকে। কিছু একটা আশা, কিছু বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে আপনি ভোট দিয়েছিলেন। এখন হয়তো নিজেকে প্রতারিত মনে হচ্ছে। তাই এত রাগ!
    আপনি কাইন্ডলি বলুন- আপনার ভাবনা-চিন্তার কথা। কি ভেবে ছিলেন।
    এগুলো আমাদেরও অনেকেরই কষ্টের জায়গা।
    আমরা বুঝতে চাইছি, শুনতে চাইছি।
  • dukhe | 117.194.241.145 | ১৫ মে ২০১১ ০০:২৭475319
  • কী জ্বালা ! একটা পার্টি কোনদিন হারতে পারবে না ? ৩৫ বছরেও ? সায়ন্তনবাবু ভোট দিয়েছেন বলে ?
    হেব্বি চাপ !
  • pi | 72.83.97.171 | ১৫ মে ২০১১ ০০:৫৭475320
  • রঞ্জনদা, আমার তো মনে হয় সায়ন্তন এই আত্মসমীক্ষার অভাব, যেটা নানা জায়গায় প্রকট, এখনো একটা প্রচণ্ড ঔদ্ধত্য .. এসব কেই অন্ধ সমর্থন বলেছে, আর সেই নিয়ে প্রশ্ন তুলেছে।

    এখানে হয়তো সেভাবে বোঝা যায়নি। কিন্তু অর্কুট, ফেসবুক কি পাড়ায় পাড়ায় সিপিএম কর্মী, সমর্থকরা ক্লেইম করেছেন, তাঁরা সব পায়ে হেঁটে ঘুরে দেখেছেন, এবং বুঝেছেন, মানুষ তাঁদের পাশে আছে। কোন চিন্তা নেই। প্রত্যাবর্তন হচ্ছেই। পুরো এরকম একটা ইমেজ দিয়েছেন। আর সেটা দিয়েছেন, নিজেদের 'মাটি কামড়ানো' অভিজ্ঞতা থেকে। এখন তো তা নিয়ে প্রশ্ন উঠবেই।

    আর আরেকটা কথা, আপনি বোধহয় বিবির গুচ তে করা সব পোস্ট পড়েননি। আজকের ভাট টাই একটু পড়ে দেখতে পারেন। :)

  • Suvajit | 59.177.201.8 | ১৫ মে ২০১১ ০০:৫৮475321
  • মুখবইতে সুমিত তালুকদার নামক এক কমরেডের এই পোস্টটা পড়ে এখানে দেবার লোভ সামলাতে পারলাম না।
    EKTU BHABUN

    Manush amader Ar Dekhte Chaini, eta mene nilam. Mene nilam amra onek kharap kaj korechhi.

    Eto kharap time-a amra 41% Vote peyechhi. But kichu jinis bujhte parchi na.. Apnara bolben Bujhte

    Chaichhi na. LOKSABHA Vote Mathai REKHE Bhabun:

    1. Jodi LOKSABHA te amra 98 Seats-a egiye chhilam, ekhon 60 pelam keno? Loksabha Vote er somoy

    amader haal aro kharap chhilo. 110-120 seats peleo mene nitam

    2. Village area te chhere dilam. Mene nilam Mamata-r Helicopter ke tara vote diyechhe but Jadavpur-a

    manus to educated. Ora 19000 er lead diyechhilo Loksabha te. Oi somoy trend jodi amader pokkhe thake

    ei 2 years te amra eto kaj koreo 35000 vote (19000+16000) kom pelam?

    3. Dumdum te 700 vote-a pichiye chilam.. Okhane Bratys JADU te ota 32000 hoye gelo?

    4. Siliguri te opposition leader Rudranath vote er aage kanna-kati korechilo, coz o janto je o here jabe. Okhane

    bhalo TMC leader ra darate chaini. Tateo amra 6000 vote-a here gelam?

    5. Nirupam Sen er area 99 vote-a amra pichiye chhilam, erpor aro 36000 lok oder dike chole gelo?

    6. Kanti Ganguly-er seat 19000 vote-a pichiye chilam, ota niye besi kichu korar chilo na. Tobuo Debashree ke

    vote dilo?? Bah..!! Manusher Rai..Matha pete nilam

    7. Sushanta Ghosh, 88000 vote-a jeta seat.. Herei jetam, last 15000 te jitlam.. West part er ei heaviweight keo

    haranor try kora hoyechilo.

    8. Satgachhia te Sonali Guha ke ONEK TMC Area VOTE deini.. Tobuo 18000 Vote-a jitlo?? Ota 5000 diference hole

    sondeho hoto na.

    ***Egulo theke ekta jinis clear, TMC konodin Chai ni je EKTAO BHALO OPPOSITION LEADER Bidhan Sabha te thak. Star Ananda-er Exit Poll aage kokhono meleni..aj 100% mile gelo (tao abar 50 seats er exit poll er hisab korei). Mamata ONEK AGEI Janto je , Buddha, Goutam, Nirupam KEO JITBE NA.

    ***WB er different AREA theke MAIN Candidate ra HERE Gelen..!!! Mamata-r barir samne PANDAL holo. 2001

    & 2006 te ora sikkha peyechilo. Ar amar mone hoi na KEO OI BHUL jene bujhe korbe.. Which means they knew

    the result.

    ***America theke REPORTER asa, etota confirm chhilo ora joy-er bapar-a?? Strange!!

    ***Biman Basu party-er report er base kore bole diten kota seat amra pabo.. 2009 LOKSABHA theke ota milchhe na.. Oi manustar EXPERIENCE er kono dam nei?? Jodio 2009 er result expected chhilo, but otota noi.

    ***235 Number ta MAMATA-r objection ache, tai ki 235 er kachakachi number oder dorkar chilo 2011 te??

    ***Ekhon sobai polarised. Keo NATOK kore Michhil-a jai na.. Eta Village area te holeo City te hoi na.. Amader Michhil gulo ki NATOK Chhilo??

    ***Murshidabad-a ADHIR CHOWDHURY er EKTAO SEAT na paoa..!! Possible??

    ***Young Brigade er JOY in Colleges, Kichu na?? Swapan Kole-er Family-o ki amader vote dei ni??

    ***Suman Dey Star Ananda te Goutam Deb er sathe JOR Golai Kotha Bola, Opoman kora..!! Eto SAHOS kono

    Anchor er hoi?? Se vote er RESULT na jene orokom korte parto??

    ***Star Ananda & Ananda Bazar Holo EXIT POLL er MASTER.. American Company Nielson is the BEST, 100% Result dei...sob mene neoa jai?? 2009 er Aage sob paper, TV Channel er result Match hoto na EXCEPT Aajkal & 24 Ghanta. 24 Ghanta-er TRP Besi, ebar ar thakbe na..Coz STAR ANANDA 100% SOTTI BOLE..!!

    ***American Made EVM jodi eto Full-Proof hoi tahole USA tei BALLOT use hoi keno?? Do you think they avoid Technology??

    ***ETO Corruption-er por CONGRESS er JOY-JOYKAR???

    Ei proshno gulo ese jachhe, bar bar.. Manus amader chaini eta bolle Mithya Bola Hobe.. Congress jodi Purulia te Arms-Drop korate pare..EVM niyeo onek kichu korte pare. Sobkichu EASY Bhabe neoa jai na.. I want valid answers, pls DONT SIMPLY say that, "MANUS AMADER CHAI NI".

    REPOST BY KABIR KHAN

  • Sayantan Goswami | 202.78.233.48 | ১৫ মে ২০১১ ০১:১০475322
  • আমি কখনৈ বলিনি বামফ্রন্ট হারতে পারেনা !

    আমি বোধহয় এই থ্রেডে নিজের প্রশ্নটা ঠিকঠাক গুছিয়ে রাখতে পারছিনা ।

    আমার কথা হচ্ছে , যারা বলে অমুক বাম-নেতা এইবারে ১০,০০০ ভোটে জিতবেই , কিন্তু হারে ২৫, ০০০ ভোটে ; যারা বলে বামেরা অন্তত ১৬০টি আসন পাবেই , কেউ আটকাতে পারবেনা, বামেরা পায় প্রায় ১০০ কম , যারা বলে নিজের গলদ দেখার বদলে স্রেফ বুকনিবাজি করে যায় রেজআল্ট বেরনোর আগের দিন পর্যন্ত , তারা কোথায় আজ ?

    পরাজয়ের কারণগুলো খুঁজে বার করার চেষ্টা করছেনা কেন ? নিজেদের গলদ স্বীকার করে কথা বলার স্‌ৎসাহস দেখাচ্ছেনা কেন ?

    হারের পরেও শুধু 'দেখা যাবে কি করে ওরা' , 'মানুষ ঠিক করেনি' ইত্যাদি এই সব বুলি না কপচিয়ে কান ধরে ওঠ-বোস করা উচিৎ এদের ।

    আর আমি ক্ষন কাকে পার্সোনাল এট্যাক করলাম সেটাও কেউ বলুক । তার আগে আমার মূল প্রশ্নের উত্তর-ও দিক ।
  • saikat | 180.215.22.225 | ১৫ মে ২০১১ ০১:১৬475323
  • শুভজিতের পোস্টটা পড়ে এটা বুঝতে পারলাম ষড়যন্ত্রের জাল কতটা বিস্তৃত হয়েছে !

    শুধু সরকার থেকে হঠানো নয়, ভাল বিরোধী দলনেতাও যাতে না থাকে তার জন্যও সুপরিকল্পিত ষড়যন্ত্র হয়েছে।

    কিন্তু সূর্যবাবু তো আছেন। তাঁর ওপরে কী সমর্থকরাও আর বিশ্বাস রাখতে পারছে না?
  • pinaki | 122.164.253.41 | ১৫ মে ২০১১ ০১:৩২475325
  • আমার মাঝে মাঝে মনে হয় - এই প্যারানইয়া - এটা কি বামপন্থারই সমস্যা? 'তৃতীয়' শিবিরেও এরকম প্যারানইয়া ভালোরকম বিদ্যমান। পান থেকে চুন খসলেই 'এজেন্ট' খোঁজা - এ তো কম দেখিনি। ট্রটস্কিপন্থী এবং ২য় সি সি পন্থী নক্সালরা অবশ্য ব্যাপারটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বাকীরা অতটা নয়।

    সিপিএমের এই ধরণের সমর্থকদের অবশ্য হতাশাটা স্বাভাবিক। এটা মানতেই পারছেন না ভদ্রলোক - যে লোকে সত্যিই এখন এরকম সেয়ানা হয়ে গেছে যে সিপিএমের মিছিলে গেছে, কিন্তু ভোট দিয়েছে তিনোদের।

    আর এটা তো খুবই স্বাভাবিক যে একটা বড় অংশের মানুষ যে জিততে পারে বলে ভাবে তাকে ভোট দেয়। লোকসভার পরে অনেকেই বুঝেছে যে এবার তিনোরা আসতে চলেছে। অতএব ওদের দাও। ফলে সিপিএম হয়তো খেটেখুটে নিজের দিকে 2.5% ভোট ঘুরিয়েছিলো। কিন্তু বাড়তি ৫% তিনোদের দিকে ঘুরে গেছে। ফলে নেট 2.5% সুইং হয়েছে। শতকরা হিসেবে খুব বেশী কিছু নয়। সিপিএমের খুব ভেঙ্গে পড়ার মত কিছু হয় নি। মুশকিল হল ক্ষমতার বাইরে থাকার অভ্যেসটা না থাকা। সেটাই আসল শক। সেটা কাটতে সময় লাগবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন