এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্লোসেট বিপ্লবীদের বক্তব্য শুনতে চাই

    Sayantan Goswami
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ১১৩১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 122.168.211.158 | ১৫ মে ২০১১ ০২:১১475326
  • পাই,
    ঠিক বলেছ। ভাট আগে দেখিনি। বিবি মূল প্রশ্ন( কেন ব্যাপক জনগণ বামফ্রন্টকে রিজেক্ট করলো আর কেন পার্টি বুঝতে পারলো না?) থেকে সরে গিয়ে অভিরূপ সরকার আর কংগ্রেসের ৬০ বছরে কেন এখনো লোক গরীব ? এইসব নিয়ে বাওয়াল করছেন। যেন সিপিএম রাজত্বে দেড়কোটি একবেলা খাওয়া লোক নেই।
    পিনাকী, ঠিক কথা।
    লোকসভা ইলেকশন এ কিলিং ফিল্ড ছিল গঙ্গার দুই পাড়। যারা শুধু কৃষির ওপর নির্ভরশীল নয়, যাদের অনেকে শহরে চাকরি করে, যাদের প্রত্যাশা অনেক বেশি।
    রাঢ় বাংলা ভাবতেই পারতো না যে ক্ষমতার বিরুদ্ধে ভোট দেয়া যায়। দুটো ইলেকশান দেখে ওদের আড় ভেঙেচে। আর রইলো শেষ মুহূর্তে হাওয়া বুঝে নির্ণয় নেয়া। আর ভোট ভাগ না হওয়া।
    অমিতবাবুর ফেসবুক পড়লে বোঝা যায় সিপিএম কি ভাবছিলো।
    ওনার এটা খেয়াল করা উচিৎ যে জ্যোতিবাবু বেঁচে থাকতে সুভাষ চক্কোত্তির শোক মিছিলে এত লোক হল,কিন্তু উপনির্বাচনে শ্রীমতী রমলা কেন যা তা হারলেন?
  • omnath | 188.135.44.17 | ১৫ মে ২০১১ ০২:১৯475327
  • আমি থিওরি দিই? এবার সিপিএম ইচ্ছে করে হেরেছে। দুলাখ কোটি টাকার ঋণ এর চাপে টিএমসিকে শুইয়ে দিতে। পাঁচ বছর পর মুড হলে, বা ঋণের বোঝা একটু কমলে আবার ইচ্ছে করে জিতে যাবে। যদি না ততদিন পার্টি ভেঙে যায়। যার যা গোছানোর এর মধ্যেই গুছিয়ে নিয়েছেন। বয়স ও সবার অনেক হল। আবার রাজ্য শাসনের লোড না নিয়ে পার্টি ভেঙে দেওয়াই অবশ্য বেশি সুবিধেজনক। এসবই ঐ ইভিএম মেশিনের জালি করে। নিজেরাই। যাতে সন্দেহের মুখে না পড়তে হয়, তাই মিডিয়া ও পার্টিক্যাডারদের সামান্য বিভ্রান্ত করে সত্য ঘটনার ঠিক বিপরীতে অফিসিয়াল-পার্টি-স্ট্যান্ড প্রোজেক্ট করা হচ্ছে। ওপরতলার বর্ষীয়ান হেভিওয়েটরা সকলেই এই জিনিস জানেন ও জেনেশুনেই হেরেছেন, যাতে বিরোধীতা করার জন্যেও বিধানসভা যাতায়াতের লোড নিতে না হয়। এখন নিরঙ্কুশ আরাম ও উপভোগের সময়। আর মজা দেখার। নিজেদের নিচেরতলার লোকেদের লাফালাফি, অবাক-জলপান-কিংক্রুদ্ধ আচরণ ও নতুন/প্রথম ক্ষমতায় আসা লোকেদের গদগদ বিনয় বা কলার-তোলা-রোয়াবের পঞ্চবার্ষিকী যাত্রাপালা কি কম মজাদারু?

    বড় হয়ে দ্রি হব।
  • nk | 151.141.84.194 | ১৫ মে ২০১১ ০২:২১475328
  • আরে বড় হয়ে কি, দ্রি প্রায় হয়েই গেছেন আপনি এখনই। :-)
  • ranjan roy | 122.168.202.20 | ১৫ মে ২০১১ ০২:৫৩475329
  • সিপিয়েমের নেতারা ও বন্ধুরা ব্জাস্ট বুঝতে পারছেন না--what hit them। যেমন পোখরান-গুজরত-কারগিল- শাইনিং ইন্ডিয়া/ ফীল গুড এর পরও কি করে বিজেপি হারে সেটা ওঁরা বহুদিন বোঝেন নি। তখনো বহুনিন্দিত এক বিদেশি মহিলা একাই রোড শো করে জমিয়ে দিয়েছিলেন।
  • ranjan roy | 122.168.202.20 | ১৫ মে ২০১১ ০৩:০০475330
  • একটা কথা বলতে ভুলে গেছি।
    রেজাল্ট বেরুনোর ক'দিন আগে একটি সোশ্যাল সাইটে দেখলাম আমাদের গুরুর ""রাঙা'' সুন্দর লিখেছেন যে উনি ইদানীং বারুইপুর-সোনারপুর এলাকায় রিকশাওলাদের সঙ্গে অন্তরঙ্গ কথা বলে ওদের বামেদের বিরুদ্ধে ফেটে পড়া ক্ষোভের প্রকাশে রীতিমত বিস্মিত। উনি আরেক বাম বন্ধুদের complacence দেখে আরও বল্লেন যে আমরা যা শুনতে চাই সেটাই না শুনে অপ্রীতিকর সত্য শোনার চেষ্টা করি না কেন!
    আর পুরনো ধাঁচের বাম দলের জমানা শেষ হয়ে গেল কি না তা নিয়েও সিরিয়াস আলোচনা করেছেন।
  • a | 208.240.243.170 | ১৫ মে ২০১১ ০৩:১৮475331
  • সিপিয়েম এই যে রিগিং (তিনোমূলের দ্বারা) বা আমেরিকার হাতের গল্পগুলো তুলছে, সেগুলো হাস্যকর, আর কেউ বিশ্বাসও করছে না।

    আমার মতে, হেরেছে antiincumbency র জন্যে। ৩৫ বছর কেউ শাসন করলে এটা হতে বাধ্য। হেরেছে অত্যধিক দলতন্ত্রের জন্যে। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় নিজের লোক ঢুকিয়ে দেবার প্রবনতার জন্যে।

    উন্নয়ন হয়নি সিপিয়েমের আমলে, এইটা একেবারে সত্যি নয়। উন্নয়নের ডেফিনেশন নিয়ে যদিও তফাত থাকতে পারে, কিন্তু সিপিয়েম জেনেরালি ভারতে ওভার অল যে মডেল চলে তাতে মোটামুটি করেছে। এর জন্যে আমি মূলত: দায়ী করি অদূরদর্শীতাকে, প্রতি ক্ষেত্রেই লেটে শুরু করেছে। আইটি, অটোমোবিল, রিয়ালএস্টেট,রিটেল সব ক্ষেত্রেই। কিন্তু, শুরু করার পরে খারাপ করেনি।

    এগিকালচারের দিক থেকে দেখলে, বেশ ভালো করেছে, অন্যান্য রাজ্যের তুলনায়। এক্ষেত্রে সমস্যা হয়েছে ডিস্ট্রিবিউশন আর স্টোরেজের দলীয় দালালদের কারণে।

    আর টোটাল লস হয়েছে সিঙ্গুর বা নন্দীগ্রামে। এগুলো প্রায় কোনো প্ল্যান ছাড়াই আকাশে বাড়ি বানানোর মত করে করা হয়েছে। পুলিশের গুলিটুলি নিয়ে যত বাওয়াল হয়েছে, তাতে মূল সমস্যাগুলো কিন্তু চাপা পড়ে গেছে।

    মমতাও কিন্তু এই সমস্যাগুলোতে পড়বেন। কিভাবে ওতরান, সেটা কি করে সামাল দেবেন জানতে চাইলাম
  • pi | 72.83.97.171 | ১৫ মে ২০১১ ০৩:২৪475332
  • আজকের আজকাল খুলেছিলুম। যদি এই টই এর প্রশ্নের কোন উত্তর পাওয়া যায়।
    তো, পেলাম এই :(
    http://www.net/cat.php?hidd_cat_id=5

    তবে দ্বিতীয়বার পড়ে দেখলাম কবি বোধহয় কায়দা করে এই প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। এই নির্বাচনে আসল জয়ী তো বামফ্রন্টের প্রশাসন, তাহলে হারের কারণ ও বামফ্রন্ট প্রশাসন ই ! :))
  • pi | 72.83.97.171 | ১৫ মে ২০১১ ০৩:২৫475333
  • তবে আমি একটি কারণ জুড়তে চাই: আজকাল।
    আরো স্পেসিফিক্যালি, সম্পাদকীয় ও উত্তর-সম্পাদকীয়।

  • pi | 72.83.97.171 | ১৫ মে ২০১১ ০৮:০৯475334
  • এটার লেভেল শুভজিতদারটার মত নয়। তবে অর্কুটে এটা এখন মাস স্ক্র্যাপিং এ
    চলছে।
    বিরোধিতার এই লাইন নিয়ে এখানকার পার্টিসমর্থকদের বক্তব্য কী ? সহমত ?

    ...2016 te bamfront e abar firche...

    firbaii...tobe 1ta dukhyuo..gato 3 bachor dhore jemon banglar SOB RAKOM unnoti thomke ache...voye....samner 5 bachor o tai hobe..aha...ki ??.rag korchen??..ta korun...janogon e to thappor mere cpm k bujiye diye geche..tumi vul dd thik..so.....1ta singur niye mamota jodi rajnoitik jomi pann..ta hole 200+ rail er shilpo niye ki cpm chere debe??.uhu..ragti korben na..apnarai bujiyechen j, k thikk r k vhull...tai na??
    ....

    sobai bhalo thakun..rag korben na..ganontontro ..sobai bolun..bitorko jomuk...socheton korun...

    bbye..

    DR. jayanta Biswas

    ajj theke amio vuyo 'DR' degree bosabo...ba re..mamota bosale 'satotar protik'..r ami bosalai VONDO??..

  • Bratin | 117.194.96.63 | ১৫ মে ২০১১ ০৯:৩৫475336
  • অয়ন, এবার বলতে বাধ্য হচ্ছি যদি ফেয়ার ইলেকশান হত অনেক আগেই বাম দলকে পাততড়ি গোটাতে হত। অন্য কোথায় বলছি না আমর বালী তে, কোন বার ভোট ১০/১১ টার বেশী চলতে দেখি নি এবারে চললো ৫/৫:৩০ অবধি। আর ফল দেখো উল্টে গেল।

    আমার বালী র এক স্কুলের বন্ধু , অন্য মায়াপাতায় লেখেন এখানে অনেকে চেনেন। তাকে পর্টি অফিস থেকে বলা হয়েছে তুই ব্যাঙ্গালোরে চাকরি করিস। বুড়ো বাবা,মা এখানে থাকে ; পার্টি ফান্ডে ১০,০০০ টাক দিয়ে যা। এই তো দল হল টার চরিত্র।
  • Bratin | 117.194.96.63 | ১৫ মে ২০১১ ০৯:৩৮475337
  • সোমনাথ, জাস্ট টু গুড!! :-)))
  • a | 208.240.243.170 | ১৫ মে ২০১১ ০৯:৪৭475338
  • ব্রতীনদা, এটা পার্সেপশন। আমার মনে হয় রিগিং করে কিছু সিট জেতা যায়, আর লোকাল রিগিং সবাই করে বা করত, যার যেখানে পাওয়ার। আর যদি এমন রিগিং হত, গত ২০ বছর ধরে, যাতে ক্ষমতার হাতবদল হতে পারে, সেই পরিমাণ রিগিং কি প্রমাণ হত না?

    যেমন সিপিয়েম এবার রিগিং এর নাকে কান্না কেঁদে কোন কূল পাচ্ছে না, তেমনি ঐ অভিযোগের কোন মানে নেই যেটা গত ২০ বছর ধরে শুনে আসছি কিন্তু প্রমাণ নেই।

    এই পয়েন্টটাকে রেস্ট করবার সময় এসেছে।

    সিপিয়েম দলের হারের কারণ তুমি যা বল্লে তাই, প্রতি লেভেলে নিজের লোক ঢুকিয়ে মস্তানি। কিন্তু যদি উদা: চাও তাইলে আরো হাজার কেস বলা যায় যেখানে দেখানো যায় TMCর চরিত্র খুব আলাদা নয়। তাই এই ভোট মূলত সিপিয়েমকে হারানোর ভোট।

    কিন্তু, এবার কি?
  • Bratin | 117.194.96.63 | ১৫ মে ২০১১ ১০:০১475339
  • খানিক টা অগ্রি করলাম অয়ন। কিন্তু এবারে যেটা হয়েছে লোকে স্বত:স্ফুর্ত ভাবে ভোট দিয়েছে।

    এবারে কি? দেখা যাক না। অন্য একট দল কে সুযোগ দিয়েচে জনতা জনার্দন। অনেক আশা ভরসা করে। একটু সময় দিতে হবে। রাতারতই হবে না। সামনে অনেক লক্ষ্য

    ১। শিক্ষা ক্ষেত্রে নিজেদের পছন্দের লোক না বসিয়ে যোগ্য লোক বসানো ( On basis of merit (only & only )
    ২। পুলিশ কে প্রশাসনের চাকর পরিনত হয়েছিল তার থেকে মুক্তি।

    ৩। work culture ফিরিয়ে আনা।

    ৪। ওপর থেকে নীচের তলা অবধি সব্বাই পেতে অভ্যস্ত হয়েছিল ; সেটা র যদি কিছু করা যায়।

    ৫। শিল্প অবশ্য ই। কিন্তু তিন ফসলী জমি দিয়ে নয়।

    ৬।....

    ...
  • dukhe | 117.194.232.37 | ১৫ মে ২০১১ ১১:০২475340
  • sayantan (15May1:10AM) লিখেছেন -
    "আমার কথা হচ্ছে , যারা বলে অমুক বাম-নেতা এইবারে ১০,০০০ ভোটে জিতবেই , কিন্তু হারে ২৫, ০০০ ভোটে ; যারা বলে বামেরা অন্তত ১৬০টি আসন পাবেই , কেউ আটকাতে পারবেনা, বামেরা পায় প্রায় ১০০ কম , যারা বলে নিজের গলদ দেখার বদলে স্রেফ বুকনিবাজি করে যায় রেজাল্ট বেরনোর আগের দিন পর্যন্ত , তারা কোথায় আজ ?"

    এই প্রশ্ন শুনলাম দিল্লিতে সে¾ট্রাল কমিটির লোকেদেরও । একটা চ্যানেলে দেখছিলাম তাঁরা বুঝতেই পারছেন না ভোটের পরেও কেন এসব বাতেল্লা মারা হল । তাঁদের ধারণা পার্টির অবস্থা খুব খারাপ - মানুষের সঙ্গে যোগাযোগ বলে কিছু অবশিষ্ট নেই ।

  • pi | 72.83.97.171 | ১৫ মে ২০১১ ১১:১০475341
  • তাও ভালো সায়ন্তন বামফ্রন্টকে ভোট দিয়েছেন। তাই প্রশ্ন করতে পারছেন।
    অন্য কেউ করলে তো ক্যাডাররা বকে দিচ্ছেন, তুমি কি পার্টিকে ভোট দিয়েছ যে এসব জিগাচ্ছো ?

  • kallol | 115.242.196.207 | ১৫ মে ২০১১ ১১:৫১475342
  • প:ব:এ ১৯৭০ওত্তর রাজনীতির একটা ছক আছে। সেটা সাধারন ভাবে বাম বা আরও সুনির্দিষ্ট ভাবে বলতে গেলে কমিউনিষ্ট ছক। অন্য যে কোন রাজ্যে বন্দে মাতরম এই স্লোগানটি বন্দেএএএএএএএএ মা আ আ আ আতরম এইভাবে উচ্চারিত হয়ে থাকে। এ রাজ্যে ৭০ওত্তর হাওয়ায় স্লোগানটি বন্‌ন্‌দএ-মাতরম্‌ম্‌ম এ পরিনত হয়েছে ইনক্লাব জিন্দাবাদের অনুসরণে। পরবর্তিকালে সবুজ সেলাম, গৈরিক অভিনন্দন, ইত্যাদিও অবামদের শব্দভান্ডারে যোগ হয়েছে। অর্থাৎ মানসিকাতাটি বাম বা কমিউনিষ্ট ভাবাপন্ন, তা সে কং, তৃমূ, সিপিএম যেই হোক না কেন। সম্প্রতি কমিউনিষ্ট শিল্পী শুভেন্দু মাইতি খেদ করেছেন যে সিপিএমের গান তৃমূ ""চুরি"" করেছে। কি না, নির্বাচনী জনসভায় তৃমূ গাইছে - সে আমার রক্তে ধোয়া দিন আর সাথীদের খুনে রাঙ্গা পথে দ্যাখো / হায়নার আনাগোনা।
    এই যে আজকে একটা বড় অভিযোগ পার্টি আফিসে মাথা টেকানো ছাড়া কোন কাজই হতো না। এটা কিন্তু ৭২-৭৭এও ছিলো, তবে এই আকার-প্রকারে নয়, যেমনটা আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি।
    তফাৎ একটাই। অবামেরা জমিদারসুলভ। ফলে ফাঁক ফোঁকর আছে। বামেরা রুথলেস কর্পোরেট।
    এমন আমি বহু দেখেছি, প্রিয় দাসমুন্সী বা লক্ষী বসুর কাছে কোন এক চ্যালা তার এক জেলখাটা নকশাল বন্ধুকে হাজির করেছেন - কিছু একটা করে দিতে হবে। বিনা চিন্তায় তাকে মিনিবাসের পারমিট পাইয়ে দিয়েছেন ওরা। সিপিএমে এটি হবার ছিলো না।
    এটুকু তফাৎ এই ""পরিবর্তিত"" জামানায় হতেই পারে, থুড়ি, নাও পারে। কারন এরাও তো শিখেছে - কি করে ৩৪ বছর রাজত্ব করা যায়।
    আত্মসমীক্ষা সিপিএমের কুষ্ঠিতে নেই। ফলে ওদের হারের কারন হিসাবে ওরা যেটা বলবেন - জনগন বিভ্রান্ত হয়েছেন মিডিয়া ইত্যাদির কারনে। ওনাদের কোন ভুল ছিলো না।
    আবার শীতঘুমে যাবে সিপিএম। যেমন গেছিলো ৭২-৭৭এ।

  • nyara | 122.172.20.18 | ১৫ মে ২০১১ ১২:৩৩475343
  • কল্লোলদা, ৭৭-এ বামফ্রন্ট ক্ষমতায় আসার পরে কীরকম মারামারি হয়েছিল বলে তোমার মনে আছে?
  • Arpan | 122.163.0.199 | ১৫ মে ২০১১ ২১:০৩475344
  • ওমনাথ টু গুড। সুপারলাইকড।
  • kallol | 115.242.189.40 | ১৫ মে ২০১১ ২২:১৪475345
  • ন্যাড়া।
    বামফ্রন্ট ৭৭ এ ক্ষমতায় আসার পর সিপিএমএর নীচ তলা থেকে মারপিটের একটা প্রচন্ড চাপ ছিলো। কিন্তু সেটা সিপিএম অসম্ভব ভালো সামলেছিলো। দুদিক থেকে যুক্তির ব্যাবহার ছিলো প্রশংসা করার মতো। যুক্তি ১) নব-যুবদের ওপর ঝাড় নামানোই যায়। কিন্তু তাহলেই আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে সরকারকে ফেলে দেবার চেষ্টা হবে। সেটা হলে আবার ৭২ ফিরে আসবে। যুক্তি ২) তাহলে মানুষের কাছে আমাদের আর ওদের কোন পার্থক্য থাকবে না।
    কিন্তু আবার যখন ইন্দিরা ফিরে আসেন ৮০তে তখন আবার নীচ তলার চাপ প্রবল হয়ে ওঠে। কারন আবার নব-যুবরা কলার তুলতে শুরু করেছে। তখন পার্টি সেই চাপের কাছে মাথা নুইয়ে দেয়। কাজ শুরু হয় খুব সর্ন্তপনে। কলকাতা ও অন্য বড় শহরগুলো বাদ দিয়ে, যেখানে মিডিয়ার (তখন খবরের কাগজ) চোখ এড়ানো যাবে না।
    এবার মমতা কতদূর সামলাতে পারেন, সেটাই দেখার।
  • I | 59.93.206.187 | ১৫ মে ২০১১ ২২:২১475347
  • আমার ধারণা চোরাগোপ্তা মারধোর-প্রিসিশনের সঙ্গে টেররাইজ করা এইসব চলবে। কেননা আজকের মমতা অনেক বেশী সিপিএমাইজড মমতা। তাছাড়া ডুবন্ত জাহাজ-ছেড়ে -যাওয়া ইঁদুরের মত নচ্ছার পার্টি ক্যাডাররা দলবদল করছে/করবে। তারা টেররাইজেশনের ঐ স্কিল সঙ্গে নিয়েই আসবে। কাজেই লার্জ স্কেল ভায়োলেন্স খুব একটা দেখা যাবে না, কিন্তু পেরিফেরিতে ভয়ের আন্ডারকারেন্ট থাকবেই। কল্লোলদা'র ঐ কথাটা বেশ ভালো-রুথলেস কর্পোরেট। মমতাও বেশ কর্পোরেট লুক নিতে দেরী করবেন না।
    এই সরকারের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। কিছু পেলে মোর দ্যান বিস্মিত হবো।
  • ranjan roy | 122.168.202.20 | ১৫ মে ২০১১ ২২:৪৭475348
  • মোটামুটি ডাক্তার ও কল্লোলের সঙ্গে একমত। কোন প্রত্যাশা নেই।
    কিন্তু মনীশ গুপ্ত ও অর্থনীতিবিদ মিত্রমশায়ের কথায় একটু যেন মনে হল মাইক্রো লেভেলে রাস্তাঘাট-পানীয় জল ইত্যাদি পরিষেবায় কিছু কাজ হলেও হতে পারে। কেন্দ্র সরকারের থেকে কিছু ফান্ড আসবে। তাতে কিছু শিক্ষা-স্বাস্থ্য পরিষেবায় যদি কিছু----।
    কিন্তু হুড়মুড়িয়ে এত বেশি প্রতিশ্রুতি দেয়া হচ্ছে যে ভয় হয়--।
  • nyara | 122.172.20.18 | ১৫ মে ২০১১ ২২:৫০475349
  • আর একটা ব্যাপার দেখার - সব অর্গানাইজেশনে, বিশেষত: শিক্ষাক্ষেত্রে - যে ভাবে বিভিন্ন স্তরে সিপিয়েম লোক ঢুকিয়েছে এতদিন তাদের কী হবে। যে কোন সরকারই এসে মূল পদে পেটোয়া লোক বসান - যাঁরা মোস্টলি পলিটিকাল অ্যাপয়েন্টি। আমি তাঁদের সম্বন্ধে বলছি না। বাকিদের কি কোনরকম পলিটিকাল পার্জিং হবে? ৭৭-এ কী হয়েছিল?
  • ranjan roy | 122.168.202.20 | ১৫ মে ২০১১ ২৩:০১475350
  • না:, দু-একটা ব্যতিক্রম ছাড়া পার্জিং হবে না।
    তার চেয়ে শজ রাস্তাটা হবে চাপ দিয়ে আনুগত্য বদলে ফেলা। ৭৭এ যা হয়েছিল।
    শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রে উৎপল দত্ত থেকে শুরু করে অজিত পান্ডে এবং আরো অনেকে সরকারী বামের ছাতার নীচে চলে এলেন। বহাল তবিয়েতে রইলেন। কবি সমর সেন এলেন না। প্রায় অনাহারে গেলেন। আজিজুল জেল থেকে বেরিয়ে সরকারী আবাসন পেলেন সল্ট লেকে। তেমনি রুনু গুহ নিয়োগী-- রঞ্জিত গুপ্ত ইত্যাদিরা।
    লেনিনের দল পেট্রোগ্রাড দখল করলে ক'জন টেলিফোন এক্সচেঞ্জের মহিলা কর্মী বরখাস্ত হয়েছিলেন?
  • Bratin | 117.194.97.189 | ১৫ মে ২০১১ ২৩:০৭475351
  • আমি আশাবাদী। কল্লোল দা আর রঞ্জন দার হয়তো খানিক টা বয়েস হয়েছে । তাই চট করে স্বপ্ন দেখতে ভয় পায় স্বপ্ন- ভঙ্গের যন্ত্রনার জন্যে। আমি এখনো স্বপ্ন দেখি। আশায় বুক বাঁধি এই পচা/গলা সমাজ ব্যবস্থার মধ্যেও হয়তো কিছু করা যাবে। পজেটিভ কিছু। কিন্তু স্বীকার করতে চাপ নেই সেটা বেশ শক্ত। এই ৩৪ বছরের অপশাসনের পরে। কিন্তু এক্ষুনি কিচ্ছু হবে না। এরা পারবে না এই কাঁদুনি টা গাইতে নারাজ।
  • dri | 117.194.230.107 | ১৫ মে ২০১১ ২৩:২৫475352
  • আর ওরা কিছু করতে পারবে না সেই আনন্দে বসে না থেকে সিপিএমেরো উচিত নিজেদের একটু রিঅর্গানাইজ করা। নতুন সিচুয়েশানকে মেনে নেওয়া। পুলিশ, বিভিন্ন ইনস্টিটিউশানের হেড এরা আর 'অধীনে' নেই। অফুরন্ত পয়সার সোর্সও আর নেই। লোকের আনুগত্যও কমে গেছে। এখান থেকে শুরু করা। নিজেদের পলিসিগুলো রিভিজিট করা। গত পাঁচ বছরের শিল্পনীতিতেই স্টিক করে থাকবে, না কিছু বদল করবে। এগুলো ভাবা। বোঝাই যাচ্ছে পার্টির মিড্‌ল টিয়ারের সাথে আপার টিয়ারের অনেক মতের অমিল আছে। সেগুলোকে রিজল্‌ভ করা। রিজল্‌ভ করার সময় ওপেন ডিসকাশন এনকারেজ করা।

    বলে লাভ নেই, প্রচুর অনিয়ম, দুর্নীতি হয়েছিল। কান্তি গাঙ্গুলী হেরে যাওয়ায় আমি একটু আশ্চর্য্যই হয়েছিলাম। কিন্তু ঐ অঞ্চলের লোকজনদের সাথে কথা বলে যা বুঝলাম, দাম বাড়া ইত্যাদি জেনারাল জিনিষ ছাড়া একটা ব্যাপারে ওরা খুব রেগে। আয়লার পর রিলিফ ডিস্ট্রিবিউশানে খুব অনিয়ম হয়েছিল। যাদের দশ হাজার টাকা পাওয়ার কথা ছিল তাদের দশ নয়া পয়সাও ঠেকানো হয় নি। মানুষের বিশ্বাস ফেরে পাওয়া সোজা নয়। পাপের প্রায়শ্চিত্ত একটু করতেই হবে।
  • kallol | 115.184.56.94 | ১৫ মে ২০১১ ২৩:৩৫475353
  • পাইএর একটা পোস্টে জনৈক ""ড:"" জয়ন্তর অর্কুট মন্তব্য আর হারের প্রতিক্রিয়ায় গৌদের হুমকি - এবার নন্দীগ্রাম-সিঙ্গুর গোছের আন্দোলন আমরাও করবো ফাঁকা আওয়াজ ছাড়া কিছু নয়। কারন ওসব করতে গেলে যে হিম্মত দরকার তা সিপিএম ১৯৭২এই হারিয়ে ফেলেছে। কাজেই............

    ইন্দো।
    রুথলেস কর্পোরেট হতে মমতার চরিত্রগত সমস্যা আছে। সাংঘাতিক পর্যায়ের ব্যক্তিস্বাতন্ত্রতা, যেটা তীব্র আবেগ আর গোঁয়ার্তুমী ও সাফল্যের মিশ্রণে এমন একটা আকার ধারন করেছে যা ঐ ধরনের সংষ্কৃতির পরিপন্থী।
    তবে আমার কাছে মমতার দুটো দিক খুব কৌতুহলদ্দীপক :
    ১) ভারতীয় কংগ্রেসের মূলধারা থেকে বেরিয়ে এসে আজ পর্যন্ত কেউই সফল নন। মোরারজী দেশাই, প্রফুল্ল সেন, ভিপি সিং, গুজরাল, অর্জুন সিং, সাংমা, পাওয়ার, প্রিয় মুন্সী, প্রণব মুখার্জি বা হালের সৌমেন মিত্র। এরা হয় অপ্রাসঙ্গিক হয়ে গেছেন বা ফিরে গেছেন। মমতা একমাত্র ব্যতিক্রম। এই নতুন ক্ষমতায় মমতা সর্বভারতীয় রাজনীতিতে কেমন খেলেন সেটা দেখার।
    ২) বিধান রায়ের পর প:ব: আর একজন মুখ্যমন্ত্রী পেল যিনি সংগঠনের ধার ধারেন না। নিজেই সব। সত্যি কথা বলতে বিধান রায়ও তার সময়ে পার্টিতে এতো ক্ষমতাশালী ছিলেন না। পাশাপাশি অতুল্য ঘোষ, কিরণশঙ্কর রায়, কিছুটা প্রফুল্ল সেন এরাও ছিলেন। এই নতুন বৈশিষ্ট প:ব:র রাজনীতি ও প্রশাসনে কেমন কাজ করে, সেটাও দেখার।
  • kallol | 115.184.56.94 | ১৫ মে ২০১১ ২৩:৪০475354
  • রঞ্জন।
    আজিজুলদা সরকারী আবাসন পেয়েছে সল্টলেকে নয়। আনওয়ার শাহ রোডে, সাউথ সিটির গায়ে।
  • ranjan roy | 122.168.202.20 | ১৬ মে ২০১১ ২৩:৫০475355
  • কল্লোল, সেটা হয়তো এখন। কিন্তু জেল থেকে ছাড়া পাবার পর উনি সল্ট লেকের একটি ছোট সরকারী আবাসনের ফ্ল্যাটে রান্নাঘরে-- এমনি একটি ছবি আজকাল বের করেছিল না? সেই অত বছর আগের কথা বলছি।
  • kallol | 115.184.93.228 | ১৭ মে ২০১১ ০৫:৩৮475356
  • মনে পড়ছে না। ছড়া পেয়ে আজিজুলদা মনিদীপার (আজিজুলদার স্ত্রী) কোয়ার্টারে ওঠে, সেটা সম্ভবত: ছিলো বারুইপুরে। তারপর আনওয়ার শাহ রোডের এই সরকারী ফ্ল্যাটে চলে আসে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন