এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ভূতের বাড়ি- কলকাতায়

    tatin
    নাটক | ১১ জুলাই ২০১১ | ৩২৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • tatin | 117.227.37.52 | ১১ জুলাই ২০১১ ২৩:০৯477465
  • কলকাতার ভূতের বাড়ি নিয়ে আলোচনা হউক
  • Tim | 198.82.21.225 | ১১ জুলাই ২০১১ ২৩:১১477476
  • সেসব কি আর আছে? সবই হয়ত মলে ঢাকা...
  • sayan | 115.184.31.134 | ১২ জুলাই ২০১১ ০০:২০477487
  • ভুতেরা অ্যাতো মলত্যাগ করেছে যে জলজ্যান্ত বাড়িগুলোই ঢাকা পড়ে গেল!!
  • kc | 89.203.49.18 | ১২ জুলাই ২০১১ ০০:২৩477498
  • যদুপুরের অরবিন্দ ভবন, ওয়েটি। ঠনঠনিয়া কালিবাড়ি, মানিকতলার ছায়া সিনেমাহল, গুরুদাস হল্ট স্টেশন, ইউনিভার্সিটি ইনস্টিটিউটের থেকে একটু দূরে মন্টুদার পানের দোকানের সামনের পথটায়,এসব জায়গায় ভুত থাকে। এখনো থাকে।
  • rimi | 168.26.187.89 | ১২ জুলাই ২০১১ ০১:২০477509
  • আই এস আই তেও প্রচুর ভূত আছে

  • pi | 128.231.22.142 | ১২ জুলাই ২০১১ ০৩:০৪477514
  • মানে, এগুলো ভবিষ্যতের ভূত ও তাদের বাড়ি।
  • aka | 24.42.203.194 | ১২ জুলাই ২০১১ ০৪:০৩477515
  • মানে এরা পরিভুত?
  • pi | 128.231.22.142 | ১২ জুলাই ২০১১ ০৪:৩৩477516
  • পরিভূত বলে ডাকা যেতেই পারে।

    কিন্তু আসল পরিভূতেরা আপত্তি তুল্লে ?

    http://orbsandghosts.com/photos/angels-caught-on-film/?

    দ্বিতীয়জনকে অবশ্য মনে হল ইংল্যাণে্‌দর ই বাসিন্দা।
    পশ্চিমবংগ নিউ/পূর্ব ইংল্যান্ড হলে ইনি ও নিশ্‌শয় ল্যান্ড করবেন।
  • achintyarup | 59.93.246.124 | ১২ জুলাই ২০১১ ০৫:২৮477466
  • প্রদ্যোৎ গুহ-র লেখা একখানা অতি চমৎকার বই আছে। বইয়ের নাম কলকাতার ভূত
  • kallol | 115.242.183.167 | ১২ জুলাই ২০১১ ০৭:২৫477467
  • ১) আলিপুর জাজেস কোর্ট
    ২) তার পাশেই মালটিপারপাস গার্লস স্কুল
    এই দুটিতেই ওয়ারেন হেস্টিংস সায়েব ঘোড়ায় চড়ে ঘোরেন।
    ৩) গড়িয়াহাটে বাসন্তীদেবী কলেজের পাশে মেয়েদের স্টুডেন্টস হোমের দোতলায়। একটি মেয়ে ভূত আছেন, যিনি সন্ধ্যেবেলার পর দোতলায় কেউ থাকলে তাকে চাঁটা মারেন। মেয়ে ভূত কি করে বোঝা গেলো? ঐ হোমে ছেলেদের ঢোকা বারন, তাই।
    ৪) ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতর নন্দকুমারের ভূত আছে। বেশী রাতে দেখা যায়।
    ৫) গার্স্টিন প্লেসের ডানদিকের শেষ বাড়িতে দোতলায় এক সায়েব বেউলে ছিলো। সে এক পা এ বাড়ির ছাদে অন্য পা রাস্তার ও পাশের বাড়ির ছাদে রেখে ব্যায়লা বাজাতো। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও তার রেডিওর সহকর্মীরা দেখেছেন।
    ৬) রানীকুঠীর মোড় থেকে যে রাস্তাটা বাঘা যতীনের দিকে গেছে, তার দুশো মিটার গেলেই বাঁদিকে ভূতের বাড়ি ছিলো। ঐ এলাকার যে কোন পঞ্চাশোর্ধ বালককে জিজ্ঞাসা করলেই হদিশ পাবেন। এখন তো বাড়িটাই ভূত হয়ে গেছে।
    ৭) খোদ রানীকুঠীতেই ভূত ছিলো। নাচ গান করতো। সে সব ছ্যাঁচা বেড়ার কলোনী আমলের ব্যাপার। এখন তো টেলিফোনের অপিস হয়ে তার বারোটা বেজে গেছে।
    ৮) মেট্রো রেলের মাটির তলার স্টেশনগুলোতে তত্বগতভাবে ভূত থাকার কথা। অতো অপঘাতে মৃত্যু হয়েছে। তবে ওগুলোতে বোধহয় সারারাত আলো জ্বলে। ভূতাধিকার বলে কি কিচু নাই গো!
    ৯) একই অবস্থা গড়িয়া আর সিরিটি শ্মশানের। কেওড়াতলা আর নিমতলা তো বহুকাল বসবাসের অযোগ্য হয়ে গেছে। এখন বাকিগুলোরও বারোটা বাজছে।
    তাছাড়া ইলেকটিরিতে পোড়ালে ভূত হয় না। ভূত বলে কি শক লাগবে না!!
  • Lama | 203.132.214.11 | ১২ জুলাই ২০১১ ০৯:৩৫477468
  • বিক্কলেজের কবরখানা - সেখানে স্বয়ং মাইকেল মধুসূদন তাঁর প্রথমা স্ত্রী রেবেকার সঙ্গে হাত ধরাধরি করে ঘুরে বেড়ান, কেউ সামনাসামনি পড়ে গেলে অমিত্রাক্ষর ছন্দে খিস্তি করেন। আর ম্যাকডোনাল্ড সাহেবের আমগাছের কথা তো আগেই বলেছি।
  • b | 203.199.255.110 | ১২ জুলাই ২০১১ ১৪:৫৪477469
  • ১৯৮৩-৮৪ সালে কিশোর মন বলে একটি পত্রিকায় পড়েছিলাম বেহালার 'হাজী সাহেবের' ভূতের বাড়ি। বাড়িটি পরে একটি হাসপাতাল আর প্রবন্ধটি লেখার সময় একটি কিন্ডারগার্টেন স্কুল । তা সেও তো পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেল।
  • Sibu | 173.117.59.77 | ১২ জুলাই ২০১১ ১৯:২৯477470
  • অমিত্রাক্ষর ছন্দে খিস্তিটা অসা। লামাকে ল্যাপি চাপড়ে নোবেল দিলাম।
  • nk | 151.141.84.194 | ১২ জুলাই ২০১১ ২০:৫১477471
  • রেবেকা যদিও অমিত্রাক্ষর বোঝেন না, তবু খুব হাসেন। :-)
  • pi | 128.231.22.142 | ১৩ জুলাই ২০১১ ০২:২১477472
  • লামাদার সাথে একবার স-গিন্নি দত্তসাহেবের মোলাকাত হয়েছিল না ?

    যাই হোক, এখানে বেশ একটা ভালো লিস্টি আছে। অন্য একজনের কাছে পেলুম।

    http://kolkatasayantanc.blogspot.com/2010/10/haunted-places-of-kolkata.html

    মেট্রোর ভূতদের দেখেছে নাকি কেউ ?
  • kallol | 115.184.67.27 | ১৩ জুলাই ২০১১ ০৬:২৫477473
  • দেখবে কি! দেখার ব্যবস্থা রেখেছে কেউ!! সারা রাত আলো জ্বলে সব মেট্রো স্টেশনে!!!
  • sumeru | 117.194.100.187 | ১৩ জুলাই ২০১১ ১৩:৩৬477474
  • এই স্পেস, মিথ নিয়ে রিয়েলিটি শো। এনি আইডিয়া?
  • byaang | 122.167.221.131 | ১৩ জুলাই ২০১১ ১৩:৩৯477475
  • হত তো একটা ভিটিভি তে। বিখ্যাত সব ভুতুড়ে বাড়িতে/জঙ্গলে ঘুটঘুটে অন্ধকারে প্রতিযোগীদের ছেড়ে আসতো।
  • sumeru | 117.194.100.187 | ১৩ জুলাই ২০১১ ১৩:৫২477477
  • ব্যাঙ, তাতে মিথ থাকত? আমার জানা নেই।
    কলকাতা টিভির হানাবাড়িও আমি কিছু দেখেছি, তাও না, ওরিজিন্যল কিছু আসছে?
  • byaang | 122.167.221.131 | ১৩ জুলাই ২০১১ ১৩:৫৭477478
  • সুমেরু অত মন দিয়ে তো দেখি নি ওটা কখনো, তাই ঠিক বলতে পারবো না। তবে মহাবালেশ্বরের কাছে একটা ভুতুড়ে ফোর্টে ছেড়ে দিয়ে এসেছিল সেটা দেখেছিলাম কিছুটা। আর ঐ ফোর্টটা নিয়ে নাকি প্রচুর মিথও আছে। ইন ফ্যাক্ট অভিনেতা মিলিন্দ গুনাজীর লেখা একটা ট্র্যাভেলোগও আছে ঐ ফোর্টে ভুতুড়ে অভিজ্ঞতা নিয়ে। শিবাজীর দলের সৈন্য ঐ ফোর্টে আজও আছেন।
  • Nina | 12.149.39.84 | ১৩ জুলাই ২০১১ ২০:৫০477479
  • উফ! এই টইটা ক্রমশ: বেশ রোমাঞ্চকর হয়ে উঠছে----বেশ গায়ে কাঁটা দেয়া কিছু গপ্পের আশায় রইলাম!
  • sumeru | 117.194.96.159 | ২৫ জুলাই ২০১১ ০৯:১৪477480
  • কলকাতার বাইরে পবর অন্য কিছু প্লট চাই। ভূতের বাড়ি নিয়ে, নীলকুঠি, জমিদার বাড়ি, রাজবাড়ি ভূত মিক্স দিয়ে।
  • pi | 24.139.221.129 | ২৩ আগস্ট ২০১৪ ১৮:৪৫477481
  • কোলকাতার কেউ কি ভূতধরা ক্লাবের মেম্বার হতে ইচ্ছুক ? সম্প্রতি পায়রা নামক একটি ক্লাব ( পায়রা শুনে ভ্রূ কুঁচকাবেন না। পায়রা হলঃ অরনোর্মল আ্তিভিতিএস ঈন্ভেস্তিগতিওন অন্দ Rেসেঅর্চ আস্সোিঅতিওন) ফেবু গ্রুপে তাঁদের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করছেন অবং ইচ্ছুক ব্যক্তিদের সদস্য হতে আহ্বান করেছেন। ওঁরা প্রতি উইকেন্ডে কোলকাতার আশেপাশে নানা ভুতুড়ে বাড়ি ভিসিট করেন এবং ইন্ফ্রারেড টর্চ, ই-ই- ডিটেক্টর , ইউভি টিউব ইঃ সহযোগে ভূতের অস্তিত্ব নিরূপণ করেন।

    বিশদে জানতে ও যোগাযোগ করতে ঃ
    https://www.facebook.com/pages/PAIRA-Paranormal-Activities-Investigati
    on-and-Research-Association/1499970146888533
  • pi | 24.139.221.129 | ২৩ আগস্ট ২০১৪ ১৮:৪৬477482
  • ধুত্তোর , কীসব এল !
    কোলকাতার কেউ কি ভূতধরা ক্লাবের মেম্বার হতে ইচ্ছুক ? সম্প্রতি পায়রা নামক একটি ক্লাব ( পায়রা শুনে ভ্রূ কুঁচকাবেন না। পায়রা হলঃ Paranormal Activities Investigation and Research Association) ফেবু গ্রুপে তাঁদের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করছেন অবং ইচ্ছুক ব্যক্তিদের সদস্য হতে আহ্বান করেছেন। ওঁরা প্রতি উইকেন্ডে কোলকাতার আশেপাশে নানা ভুতুড়ে বাড়ি ভিসিট করেন এবং ইন্ফ্রারেড টর্চ, ই-ই- ডিটেক্টর , ইউভি টিউব ইঃ সহযোগে ভূতের অস্তিত্ব নিরূপণ করেন।

    বিশদে জানতে ও যোগাযোগ করতে ঃ
    https://www.facebook.com/pages/PAIRA-Paranormal-Activities-Investigati
    on-and-Research-Association/1499970146888533
  • | ২৩ আগস্ট ২০১৪ ১৯:৫৯477483
  • :-O
    O.o

    রূপঙ্করবাবু কই গেলেন? ওঁর এক্ষপার্টিজের বিষয় তো।
  • rivu | 140.203.154.17 | ২৪ আগস্ট ২০১৪ ০৩:১৮477484
  • আমেরিকার ইস্ট কষ্টে কেউ ভুতের বাড়ির সন্ধান দিন না। আমি খুঁজে খুঁজে বার করে একটাতে গেছিলাম। একচুয়ালি দল বল নিয়ে যাওয়াটা ভুল হয়ে ছিল। ওই চত্ত্বরে ভূত যদি থেকেও থাকে, আমাদের হল্লায় এত বিরক্ত হয়েছে সেদিন যে আর আসবেনা ওদিক পানে।
  • aranya | 78.38.243.218 | ২৪ আগস্ট ২০১৪ ০৫:৪৬477485
  • আমার কাছে একটা বই আছে - 'Weird NJ'। তাতে NJ-র সব ভুতুড়ে জায়গার লিস্টি আছে, ঋভু-কে জানাব, যদি ল্যাদ কাটিয়ে পড়ে উঠতে পারি
  • সে | 203.108.233.65 | ২৫ আগস্ট ২০১৪ ১৫:৫১477486
  • আপার সার্কুলার রোডে ক্যালটেক্স পেট্রল পাম্পের পাশেই ইউনাইটেড ফ্লাওয়ার মিলে থাকত চোঙার ভূত। বেরোতো একটু রাত করে। ছোটোবেলা স্বচক্ষে দেখেছি। এটা খান্না সিনেমা ও ফড়েপুকুরের মধ্যবর্তী অঞ্চল। লাল ময়দা কলের চোঙা হাওয়ায় দুলত, তার থেকে বেরিয়ে আসত চোঙার ভূত - ১২ নম্বরের লাস্ট ট্রাম যখন গ্যালিফ স্ট্রীটের দিকে হু হু করে ছুটে যেত তখনই চোঙার ভূতের বেরোনোর টাইম।
    আরেকটা ভূতের বাড়ী ছিলো রাজা দীনেন্দ্র স্ট্রীটের প্রায় ওপরেই বলতে গেলে জিসি খেমকা চেস্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালের উল্টো দিকটায়। পালেদের পুরোনো জমিদারির ভগ্নাবশেষ ও শরিকি সম্পত্তির মধ্যে ইঁট বেরোনো বাড়ীর দোতলার একটা জানলায় দূর থেকে দেখা যেত কাচের শার্সি খুলে গেল, ভেতরে ভূত ঘুরে বেড়াচ্ছে। পাশেই জঙ্গলে ভরা বাগানে একটা ঝড়ে পড়ে গিয়েও মরতে মরতে বেঁচে যাওয়া আধশোওয়া আমগাছ; প্রতিবার সেই আমগাছ ভরে যেত মুকুলে কিন্তু কোনোদিনো একটাও ফল হয় নি; সবই ঐ ভূতের কীর্তি। রাতে কাচের ঝকঝকে শার্সি অথচ দিনের বেলায় নড়বড়ে কাঠের জানলা। সর্বক্ষণ বন্ধ - সেখানে পাল্লা বলতে ভাঙা খড়খড়ি। এটা ঘটত রাত নটা সাড়ে নটার পরে। ঐ এলাকায় সবাই জানত ব্যাপারটা, কেউ ঘাঁটাত না। এটাও স্বচক্ষে দেখা।
    আবার বছরের নির্দিষ্ট কিছু সময়ে ঐ ঘরের ওপরের ছাদে প্রতি রাতে আকাশ প্রদীপ জ্বলত, তাল ও সুপুরি গাছের পাতা দুললে পষ্ট দেখা যেত আকাশ প্রদীপ, সেসব রাতে ভূত কোনোকোনো দিন অ্যাবসেন্ট থাকত, কে যেন বলেছিলো ঐ টাইমে ও পুজোর ছুটিতে বেড়াতে যায় দার্জ্জিলিং পুরী নৈনিতাল নয়ত হাজারিবাগ।
  • Kaju | 131.242.160.210 | ২৫ আগস্ট ২০১৪ ১৬:০২477488
  • এত রাত্তিরে দু জায়গাতেই গেলেন কী করে? জানা ছিল বলে দর্শন পাবার জন্যে তক্কে তক্কে ছিলেন নাকি হঠাৎ দেখা?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন