এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কলম্বাসের লগবুক

    saikat
    বইপত্তর | ১৫ জুন ২০১১ | ৬৪৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nk | 151.141.84.194 | ৩১ আগস্ট ২০১১ ০০:৪৪479738
  • প্রথম কয়েক মাস হাবে ভাবে আকারে ইঙ্গিতে। :-)
  • Sibu | 66.102.14.1 | ৩১ আগস্ট ২০১১ ০০:৪৯479739
  • প্রথম দেখা নিয়ে এইটে ইন্টারেস্টিং। কলম্বাস মনে হচ্ছে স্রেফ কিছু আরাওয়াক ধরে বন্দী করে রেখেছিল যাতে তারা স্প্যানিশ শিখে তাকে গাইড করতে পারে।

    http://www.historyisaweapon.com/defcon1/zinncol1.html
  • saikat | 202.54.74.119 | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৭479740
  • মানুষখেকো মানুষ - কলম্বাস কী দেখলেন/বুঝলেন
    =============================

    তাহলে এখন পর্যন্ত ক্যানিবাল নিয়ে কলম্বাসের ব্যাপারটা দাঁড়িয়েছে -আমি তারে চোখে দেখিনি, অল্প অল্প শুনেছি - টাইপের। তার পর কী হয়?

    ২৩শে নভেম্বর তারিখে কলম্বাস ওনার লগবুকে cannibals শব্দটা ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু নিজেরই কি একটু সন্দেহ আছে ঐ শব্দটা নিয়ে? ২৬ শে নভেম্বর তারিখে লেখেন He thought that the country he now saw in the south-east direction from the Cabo de Campana was the island which the Indians called Bohio: it appears so to him because the said cape is separated from that land. All the people that he has found up to the present time, he says are in great fear of the people of Caniba or Canima, and they say they live on this island of Bohio.

    peopl of Caniba or Canima ! তাহলে ঐ মানুষখেকো লোকগুলোর নাম কী Cannibal নয়? দ্বীপের নামটা Caniba? তাহলে বোহিও-র কী হবে?
    এমনও তো হতে পারে ক্যানিবাল বলে কোন মানুষ নেই, কারণ These Indians, he says, after they saw him take the course to this country, could not speak, fearing that they were to be eaten, and he was not able to free them from fear, and they said that the people there had only one eye and the face of a dog and the Admiral believed that they lied: and the Admiral felt that they must belong to the domains of the Great Khan, who captured them. অর্থাৎ, যারা অন্য দ্বীপের লোকজনদের ধরে নিয়ে যায় এবং সেই জন্য ভয়ংকর, তারা আসলে মূল ভূখন্ড থেকে আসা Great Khan-এর লোক ! কারণ কলম্বাস তো জানেন এই দ্বীপগুলোর পেছনেই আছে ভারতবর্ষ যেখানে রাজাদের রাজা Great Khan রাজত্ব করেন !

    মানুষখেকোদের নিয়ে সন্দেহটা কলম্বাসের মনে বাড়তেই থাকে এবং ১২ই ডিসেম্বর তারিখে মোটামুটি নি:সন্দিগ্‌ধ হয়ে লিখে ফেলেন and so I repeat as I have said at other times (he says) that Caniba is no other than the people of the Great Khan who must be very near here and have ships and come to capture these people, and as the captives do not return they believe they have eaten them.। অর্থাৎ, যাদের মানুষখেকো বলে বিভিন্ন দ্বীপের লোকেরা ভয় পাচ্ছে তারা আদতে Great Khan-এরই লোক এবং যেহেতু Great Khan যথেষ্ট পরিমাণে সভ্য, প্রচুর তার ধনরত্ন, প্রভাব-প্রতিপত্তি অতএব তার লোকজনেরা মানুষখেকো হতেই পারে না!

    ১৭ই ডিসেম্বর: কিন্তু দোটানার শেষ নেই। লগবুকে লেখা হয় It blew that night strongly, the wind being east-north-east but the sea did not change much, because the Isla de la Tortuga which is in front of it and makes a shelter for it, protected and guarded it ....... The Indians associated with the Christians a great deal and they brought them certain arrows belonging to the people of Caniba or the Canibales,। উপরন্তু They showed the Christians two men who had lost some pieces of flesh from their bodies, and made them understand that the Cannibals had eaten them by piece-meals. The Admiral did not believe it. !

    (এত সহজে শেষ হবে না।)
  • saikat | 202.54.74.119 | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৭479741
  • মানুষখেকো মানুষ - নিরসন ?
    ===================================

    (লিখতে গিয়ে আমিই কনফিউজ্‌ড। কলম্বাসের না জানি কী হয়েছিল। কালো-কুলো উলঙ্গ সব লোকজন, তারা কী বলে, কী বোঝায় ঈশ্বরই জানেন ! )

    ২৬শে ডিসেম্বর: ইতিমধ্যে Cacique নামে এক গোষ্ঠীর সাথে কলম্বাসের দলের আলাপ পরিচয় হয়েছে। ঐ গোষ্ঠীর রাজার সাথে জাহাজে বসে কলম্বাসের খাওয়াদাওয়া চলছে। রাজাটা ভাল - By his manner of eating, his honesty and his exquisite cleanliness, he showed himself to be of good birth.। রাজাটা সৎ। কেন? এইজন্যই কী যে একটু আগে The King was delighted to see the Admiral pleased and he understood that he desired a great deal of gold and he told him by signs that he knew where there was a great amount of it near there, and that he must be of good cheer for he would give him as much gold as he wished. And the Admiral says that he gave him an account of it and in particular told him that they have it in Cipango which they call Civao, in such quantity that they do not value it at all and that they would bring it there, although also in the island of Espanola which they call Bohio and in that province of Caribata there is much more of it.

    Cacique রাজার সাথে কী কথা হয়? a conversation they had about the people of Caniba, whom they call Caribs {Caribes}, who come to take them and who carry bows and arrows without iron, । কলম্বাস কী ঠিক শুনলেন? প্রথমে নরখাদকরা ছিল বোহিও-তে (ইতিমধ্যে যদিও কলম্বাস ঐ দ্বীপটির নাম বদলে করে দিয়েছেন Espanola), তারপর তারা গেল Canib বা Canim দ্বীপে, সেখান থেকে এখন পৌছল Carib দ্বীপে ! নাকি কলম্বাস শব্দগুলো নিজের মনে মাধুরী দিয়ে তৈরী করছেন? জানা নেই। কিন্তু রাজাকে প্রবোধ দেওয়ার জন্য The Admiral told him by signs that the Sovereigns of Castile would order the Caribs destroyed, and that they would order them all brought to him with the hands tied.

    সে যাই হোক। ২রা জানুয়ারী, ১৪৯৩, কলম্বাস ঐ Cacique রাজা Guacanagari -র থেকে বিদায় নেওয়ার রাজার ভয় কাটাবার জন্য অস্ত্রের জোর দেখিয়ে যান। This happened as the result of a conversation in regard to the Caribs, with whom they were at war, and the King saw how far the lombard shot reached, and how it passed through the side of the ship and that the shot went a long way on the sea. He also had the people from the ships make a slight skirmish with their arms, telling the Cacique not to fear the cannibals if they should come. The Admiral says he did all this that the King might consider the Christians he was leaving as friends and also that he might fear them.

    তো এখন পর্যন্ত একটা কথা বলাই যায় Cannibal/Carib-দের নিয়ে ছবিটা একটু বদলে গেছে। তারা শুধু মানুষই খায় না, অন্যান্য নেটিভ যাদের সাথে কলম্বাসের আলাপ হয়েছে, তাদের থেকে একটু বেশী যুদ্ধবাজ, অস্ত্রের ব্যবহার জানে। অন্য গোষ্ঠীগুলোর মত নরমপ্রকৃতির নয়। ফলত: দরকারে তাদের ধরেবেঁধে নিয়ে যেতে হতে পারে। কিন্তু এখনও কলম্বাস তাদের দেখা পেলেন না, সব সময়ই তারা দ্বীপ থেকে দ্বীপে, আরও একটু দূরের কোন দ্বীপে সরে যেতে থাকে !!

    ১৩ই জানুয়ারী, ১৪৯৩: একটা অভাবনীয় ঘটনা ঘটে। কল্পনা থেকে Cannibal-এর বাস্তবে দেখা মেলে !
  • saikat | 202.54.74.119 | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫১479742
  • মানুষখেকো মানুষ - বাস্তবে?

    ==============================

    ১৩ই ডিসেম্বর, ১৪৯৩: দেশে ফেরার যাত্রা শুরু হয়েছে। এস্পানোলার একটা অংশে কলম্বাস ও তার দলবল এসেছে। এই অবস্থায় দলের লোকেরা স্থলভূমি থেকে অন্য একদল ইন্ডিয়ানদের মধ্যে থেকে কলম্বাসের কাছে একজন লোককে নিয়ে আসে যার সম্বন্ধে লগবুকে লেখেন and he came and the Admiral says that he was very much more ugly in the face than the other Indians they had seen:his face was all smutted with charcoal although everywhere the Indians were accustomed to stain themselves different colours. He wore his hair very long and drawn back and tied behind and afterward placed in a "rebecilla" of parrots' feathers, and he was naked like the others. অন্য নেটিভদের থেকে আলাদা বলেই হয়ত The Admiral judged that he must have been one of the Caribs who eat men। অ্যাডমিরাল লোকটিকে Cariba-দের সম্বন্ধে প্রশ্ন করলে he made signs to the east, near there, which the Admiral says he saw yesterday before .... and the Indian told him that there was a great deal of gold in that country, pointing out the poop of the caravel which was very large and indicating that there were pieces as large as that.

    (কালো মানুষগুলোও ইতিমধ্যে চালাক হয়ে ঊঠেছিল মনে হয়। কলম্বাস যে হন্যে হয়ে সোনা খুঁজছে আর সাথে সাথে নরখাদকও খুঁজছে জেনে গিয়েই হয়ত এই দুটোর ব্যাপারেই দূরের কোন দ্বীপ দেখিয়ে দিত !)

    লোকটি Matinino বলে আর একটি দ্বীপের কথাও বলে, যেটি Carib দ্বীপের পূর্বদিকে এবং যেখানে কোন পুরুষ থাকে না, শুধু মেয়েদেরই বাসস্থান সেই দ্বীপ। The Admiral says that he had been told of these islands by many persons some days before. The Admiral says further that in the islands they had passed the inhabitants were in great fear of the Carib and in some they called it Caniba, but in Espanola they called it Carib. And that they must he a very bold people since they go to all the islands and eat the people they are able to capture. । পড়ে মনে হয়, কলম্বাস যেন Cannibal সংক্রান্ত সন্দেহগ্রস্ততা থেকে মুক্তিই পেয়েছেন, মোটামুটি নি:সন্দেহ তাদের "অসভ্য" আচরণের ব্যাপারে।

    (অসভ্য আচরণটা ঠিক কোথায়? মানুষ খাওয়াতেই শুধু? নাকি তাদের প্রতিরোধী ও যুদ্ধবাজ মনোভাবের জন্যও?)

    লোকটিকে নৌকা করে স্থলভূমিতে পাঠিয়ে দেওয়ার পরে, এদের "অসভ্য" আচরণের প্রমাণ মেলে। কেনাকাটা নিয়ে জাহাজের লোকজনের সাথে বিবাদ বাঁধে এবং Having sold two bows they did not wish to give any more, but rather they prepared to attack the Christians and capture them. They went running to get their bows and arrows where they had laid them aside, and returned with cords in their hands, he says, to bind the Christians. এই রকম "অসভ্য" আচরণ যারা করে (তখন পর্যন্ত কলম্বাসকে এমন "খারাপ" নেটিভদের মুখোমুখি হতে হয়নি) তারা নিশ্চয় Carib এবং নি:সন্দেহ হয়ে লিখে ফেলা যায় the people in that place do evil, and he believed they were from the island of Carib and that they eat men । যদিও বা এরা Carib-এর বাসিন্দা নাও হয় তাহলেও এরা নিশ্চিত ঐ দ্বীপের ধারেকাছে থাকে এবং they have the same customs and must be a people free from fear, not like the others on the other islands who are cowards and without arms

    ১৫ই জানুয়ারী: ঝামেলার পর ঐ জায়গায় থেকে আর লাভ নেই, কিন্তু লোভ আর যায় না। on the island of Carib there was a great deal of copper and in Matinino, although it would be difficult to obtain it in Carib because he says the people eat human flesh. দ্বীপটা এবার যেন দেখাও যাচ্ছে।
    and he says the island of the Caribs appeared from where he was and that he had determined to go there, since it is on his course

    ১৬ই জানুয়ারী: পৌছন যাবে ঐ দ্বীপে? Three hours before day he started from the gulf which he called the Golfo de las Flechas, with a land breeze, then with a west wind, turning his prow to the east quarter north-east, to go, he says, to the Isla de Carib

    কিন্তু স্পেনের দিকে নিয়ে যাওয়ার হাওয়াটা প্রবল হয়ে ওঠে -

    After having gone, in his opinion, sixty-four miles, the Indians indicated to him that the island lay to the south-east. He wished to follow that course and ordered the sails trimmed, and after they had gone two leagues the wind again blew, very favourably to go to Spain.

    ফলে -

    He was obliged to leave the course which he believed was taking him to the island and he returned to the direct course for Spain

    উপরন্তু Matinino দ্বীপেও যাওয়া হয় না, যেখানে শুধুই মেয়েরা থাকে (ইচ্ছে ছিল ৫-৬ জনকে সঙ্গে করে ধরে নিয়ে যাবেন) এবং এরকম ঘটে যে at a certain time of year the men came to these women from the said Isla de Carib, which he says was ten or twelve leagues from them, and if they gave birth to a boy they sent him to the island of the men and if to a girl they kept her with them,

    অধরাই থেকে যায় cannibal-দের সাথে মোলাকাত হওয়া।
  • kiki | 59.93.247.81 | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৮479743
  • অ! নিকোলাস কেজের সেই মেয়েদের দ্বীপের সিন্মাটা(নাম মনে নেই) যারা মধু চাষ করে আর ছেলে ধরতে যায় শহরে, তাকে ডেকে এনে আবার ক্ষী এক পুজো তে মেরে টেরে ফেলে, সে গপ্পের উৎস এই। ক্ষী অবস্তা!

    আহা নিকোলাস কেজ! বহুদিন পর আরেক ব্যাথা উথলে উঠলো।:(
  • saikat | 202.54.74.119 | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩১479744
  • মানুষখেকো মানুষ - কল্পনাতেই
    ===============================

    ভাল করে গুনলে দেখা যাবে, প্রথম যাত্রার লগবুকে, কলম্বাস কিছু না হোক শ'খানেক বার "সোনা" কথাটার উল্লেখ করেন। আর বার পঞ্চাশ অন্তত "ঈশ্বর" শব্দটা। যদিও ঈশ্বর সর্বত্র বিরাজমান, কিন্তু স্বর্ণপ্রাপ্তি বিশেষ ঘটে না। ঐ একটু-আধ্‌টু, আর অন্য দ্বীপের দিকে নেটিভদের অঙ্গুলিনির্দেশ। সোনা যেমন অধরাই থেকে যায় তেমন অধরা থেকে যায় নরখাদক মানুষেরাও। থেকে যায় কলম্বাসের কল্পনাতেই। কিন্তু তাতে কী হোল?

    ফিরতি পথে, সম্রাটের অর্থমন্ত্রী Luis De Sant Angel -কে লেখা চিঠিতে New World-এর বর্ণনার সঙ্গে কলম্বাস এও যোগ করেন As for monsters, I have found not trace of them except at the point in the second isle as one enters the Indies, which is inhabited by a people considered in all the isles as most ferocious, who eat human flesh.

    যে দ্বীপে পৌছনই হয়নি এবং লোকগুলোকে দেখাই হয়নি, তাদের সম্বন্ধে নরখাদক তকমাটা লাগানো থাকে কী এই জন্যই যে পরবর্তী সময়ে এদের "দাস" করে ব্যবহার করা যাবে বলে? কী কী সামগ্রী এই স্থান থেকে নিয়ে যাওয়া যেতে পারে তার তালিকা দিতে গিয়ে ঐ চিঠিতেই লেখেন their Highnesses will see that I can give them as much gold as they desire, if they will give me a little assistance, spices, cotton, as much as their Highnesses may command to be shipped.....and as many slaves as they choose to send for

    ১৪৯৪ সালের ৩০ শে জানুয়ারী, যখন দ্বিতীয় যাত্রার অঙ্গ হিসেবে কলম্বাস আবার এসেছেন নব আবিষ্কৃত ভূখন্ডে, তখন স্পেনের উদ্দেশ্যে যাত্রা করা একটি জাহাজ মারফৎ রাজা-রাণীর উদ্দেশ্যে কলম্বাস আর একটি চিঠি লেখেন। দাবী-দাওয়া আর কত ভাল কাজ তিনি করছেন সেই ফিরিস্তিতে ভর্তি সেই চিঠি। খাবার পাঠাতে বলা, ওয়াইন শেষ হয়ে গেছে, তার ব্যবস্থা করতে বলা, লোকজনের অসুখ সংক্রান্ত খবর, ভবিষ্যতে কী কী পাওয়া যেতে পারে ইত্যাদির বিবরণ নিয়ে ভর্তি সেই চিঠিতেও কলম্বাস আবারও caanibal-দের উল্লেখ করেন। নানা ঝামেলার মধ্যে পড়ে কল্পনার ঐ cannibal-রা সংখ্যায় ও প্রভাবে যেন আরও বৃদ্ধি পেয়েছে। ফলে লেখেন - But as amongst all these islands, those inhabited by these cannibals are the largest and most populous, it must be evident that nothing but good can come from sending to Spain men and women who may thus one day be led to abondon their barbarous custom of eating their fellow-creatures। কিছু পরে আরও লেখেন that for the good of the
    souls of the said cannibals, and even of the inhabitants of this
    island, the thought has suggested itself to us, that the greater the
    number that are sent over to Spain the better...


    কলম্বাস নির্মিত এই মানুষখেকো ও অননুগত cannibal-দের বিবরণ এতই আকর্ষণীয় ও প্রভাবশালী ছিল (যা ইউরোপে ছড়িয়ে পড়েছিল কলম্বাসেরই লগবুক ও চিঠি মারফৎ) যে ১৫০৩ সালে রাণী ইসাবেলা একটি নির্দেশ জারি করে বলেন -

    For the present I give license and power to all and sundry persons who may go by my orders to the Islands and Tierra Firme of the Ocean Sea discovered up to the present, as well
    as to those who may go to discover other Islands and Tierra Firme,
    that if said Cannibals continue to resist and do not wish to admit
    and receive to their lands the Captains and men who may be on such voyages by my orders, nor to hear them in order to be taught our
    Sacred Catholic Faith and to be in my service and obedience, they may
    be captured and taken to these my Kingdoms and Domains and to other parts and places and be sold"


    শেষ হয় cannibal-দের নিয়ে কলম্বাসের কল্পনা ও নির্মাণ।

    শুরু হয় cannibalism নিয়ে ইউরোপের সরকারী ডিস্কোর্স নির্মাণ।

    প্রশস্ত হয় সমগ্র আমেরিকা ও আফ্রিকার মানুষদের দাস বানানোর প্রক্রিয়ার।

    প্রভুদের শব্দ চয়ন আর কল্পনাই ঠিক করে দেয়, কোন মানুষ কীরকম।

    আমেন।
  • dri | 117.194.230.121 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৯479745
  • কলাম্বাসের স্পেনের অর্থমত্রীকে লেখা চিঠির সাথে আজকাল দিনের রিসার্চ গ্রান্ট লেখার মিল খুঁজে পেলাম। বিজ্ঞানী গবেষণার জন্য পয়সা চেয়ে চুপি পরায়, আর কলাম্বাস পরের এক্সপিডিশানের জন্য পয়সা চেয়ে টুপি পরিয়েছিল।
  • dri | 117.194.230.121 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:৫২479746
  • তবে ইসাবেলার অ্যাটিচিউডটাও দেখার মত।

    কোথাও কোন একটি ডাঙায় নৌকো ঠেকালেই সেটার অধিবাসীদের ওপর ডিভাইন রাইট এসে গেল।
  • saikat | 202.54.74.119 | ০২ সেপ্টেম্বর ২০১১ ১৪:২২479748
  • ডিভাইন রাইট? ছিল তো। ঈশ্বরপ্রদত্ত না হোক, পোপপ্রদত্ত ত বটেই।

    ১৪৯৩ সালে, পোপ আলেক্সান্ডার VI একটা ডিক্রী জারি করে, ইউরোপের বাইরের নব আবিষ্কৃত জমি-জায়গা স্পেন আর পর্তুগালের মধ্যে ভাগ করে দেন। এই ভাগাভাগিটা ইংল্যান্ড আর ফ্রান্স কোন দিনই মানেনি। ডিক্রী অনুযায়ী পর্তুগালের ভাগেও জায়গা-জমি কম পড়েছিল বলে বছর খানেক পরে, স্পেনের সাথে পর্তুগালের একটা মনমতো চুক্তি হয়।

    অতএব অধিকার পুরো মাত্রাতেই ছিল !
  • h | 203.99.212.54 | ০২ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৮479749
  • drierkamenTaTaaparJantajakhanparhi, sakaale, takhanbhaabachhilaam, Jepapalbullerkathaaeibaaretumibalabaa, toseiTaabalaleaaminishchintahalaam:-) kalejaamaleoieyeofcolombus? boiTaaparhethekeaamaarekaTaadhaaraNaahayechhila, Jekalonirshururdikeeibullgulolegitimacyrkajkorechhilo, taaibhaabachhilaamoiTaatumikakhanbalabaa..

    thyaa`mkiu.
  • saikat | 202.54.74.119 | ০২ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩০479750
  • Papal Bull নিয়ে দুটো কথা -

    প্রথম যাত্রা থেকে ফিরতি পথে, কলম্বাস প্রথমে লিসবনে পৌছন এবং পর্তুগালের রাজার সাথে দেখা হয়। সব শুনে, পর্তুগালের রাজা, ১৪৮১-র একটা Papal Bull-এর অধিকার বলে New World-এর ওপর পর্তুগালের দাবী জানান। ইতিমধ্যে কলম্বাসের আবিষ্কারের খবর স্পেনে পৌছলে, রাণী ইসাবেলা তৎক্ষনাৎ ঐ খবর পোপকে জানান এবং পরবর্তী সময়ে স্পেনের পক্ষে Papal Bull জারি হয়।

    এ ব্যাপারে আমি একটা তত্ব খাড়া করেছি। স্পেনের পক্ষে যে পোপ একটু বেশী টাল খেলেন তার পেছনে অন্যান্য কারণের সাথে নিশ্চয় স্পেনের Catholic Zeal-এরও অবদান আছে। যার প্রমাণ, ১৪৯২-র দুটো ঘটনা। প্রথমত, মুসলমানদের হঠিয়ে গ্রানাডা শহর স্পেনের ক্যাথলিক রাজার অধীনস্থ হওয়া এবং দ্বিতীয়ত গ্রানাডা শহর দখলের কিছু দিনের মধ্যেই স্পেন থেকে সমস্ত ইহুদীদের বিতাড়ন।

    ইন্টারনেটে খোঁজাখুঁজি করে দেখলাম, পোপ আলেক্সান্ডারের এডিক্টটাতে, গ্রানাডা শহর Saracen-দের থেকে মুক্ত করার জন্য রাজা ফার্দিনান্দ ও রাণী ইসাবেলাকে প্রশংসা করা হয়েছে !
  • dri | 117.194.231.254 | ০২ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৯479751
  • এই হাইরার্কিটা খুব ইন্টারেস্টিং। গড। গডের নীচে পোপ। তার নীচে রাজারা।

    তাহলে পোপের টোটাল অ্যাসেট কী দাঁড়ালো? মেক্সিকোর নীচে পুরোটা। আর আফ্রিকায় মরক্কো?

    আর ওদিকে কুইন অফ ইংল্যান্ডের কমনওয়েল্‌থ কাϾট্রজ।

    হাড্ডাহাড্ডি লড়াই।
  • saikat | 202.54.74.119 | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৭479752
  • হনুর জন্য তুললাম।
  • h | 203.99.212.53 | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৫479753
  • saikat, anekdhanyabaad.
  • Ishan | 117.194.35.203 | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২২:১০479754
  • এইখানে আমার একটা রিজয়েন্ডার আছে। আমার ঠিক না। একজন স্প্যানিশ পন্ডিতের। তিনি লিখেছেন, যে, লগবুকের ইংরিজি ভার্সান পড়ে এই ব্যাপারটা বোঝা যাবেনা। ক্যারিব/ক্যানিব আসলে একই কথা। বাজারে এটার আরও একটা ভার্সান চালু আছে সেটা হল ক্যালিবান। সেটা শেক্সপিয়র ব্যবহার করেছেন। স্প্যানিশ থেকে ইংরিজিতে আসতে গিয়ে একদিকে ক্যারিব থেকে ক্যালিবান হয়ে ক্যানিবাল হয়েছে। অন্য দিকে ক্যারিব থেকে ক্যারিবিয়ান (মানে ঐ ওয়েস্ট ইন্ডিজ আর কি)হয়েছে। ক্যারিবিয়ান আর ক্যানিবাল, দুইই আদতে নাকি একই জিনিস।

    শব্দের এই রূপ পরিবর্তনের পুরো ব্যাপারটা আমার ঠিক মনে পড়ছেনা, স্প্যানিশ না জানায় ভালো বুঝিওনি। কার লেখা তাও মনে পড়ছেনা। খুঁজে পেলে টুকে দেব।
  • dri | 117.194.244.159 | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৩479755
  • কিউবান এসেয়িস্ট, আন্তোনিও বেনিতেজ-রোহো।

    http://en.wikipedia.org/wiki/Antonio_Ben%C3%ADtez-Rojo

    যেই আর্টিক্‌লে তিনি এই কথা বলেছেন সেটা হল, La isla que se repite: el Caribe y la perspectiva posmoderna

    কিন্তু সৈকত, এই থ্রেডটা চলুক। খুব জমেছে। আপনার কাছে তো পুরো লগবুক আছে। যা প্রাণে চায় টুকটাক লিখুন। ইভেন মান্ডেন জিনিষপত্র। যেমন জাহাজে কী মেনু ছিল। কিম্বা, দ্বীপবাসীদের থেকে স্প্যানিয়ার্ডরা কী নিত আর বদলে কী নিত। বা হোয়াটেভার।
  • dri | 117.194.229.148 | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৮479756
  • না:, এই টইটা বড্ড ইন্টারেস্টিং। আমি নিজেই পড়া শুরু করলাম কলম্বাস। নেটে কুড়িয়ে বাড়িয়ে যেটুকু পাওয়া যায়।

    ইন্ডিয়ানরা গাছের গুঁড়ি কেটে নৌকা বানাতে পারত। They came to the ship in canoes, made of a single trunk of a tree, wrought in a wonderful manner considering the country; some of them large enough to contain forty or forty-five men, others of different sizes down to those fitted to hold but a single person. এদের কোমরে ঘটি (calabash) বাঁধা থাকত, সম্ভবত জল খাওয়ার জন্য। এরা বিক্রি করত তুলো, টিয়াপাখি, বর্শা। এবং এদের বোকা পেয়ে কলম্বাসের মাল্লারা ভালোই মুর্গি করত, ভাঙা প্লেটের টুকরো, ভাঙা কাচের টুকরো ইত্যাদি গছিয়ে। The natives are an inoffensive people, and so desirous to possess any thing they saw with us, that they kept swimming off to the ships with whatever they could find, and readily bartered for any article we saw fit to give them in return, even such as broken platters and fragments of glass.
  • dri | 117.194.229.148 | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৪479757
  • দ্বীপে নৌকো ঠেকিয়েই কলম্বাস প্রথম সার্ভে করতে বেরিয়েছিলেন কোন সুটেব্‌ল লোকেশানে একটা দুর্গ বানানো যায় দেখতে। কিন্তু পরে সেই আইডিয়া বাদ দেন। I do not, however, see the necessity of fortifying the place, as the people here are simple in war-like matters, ... I could conquer the whole of them with fifty men, and govern them as I pleased.
  • dri | 117.194.229.148 | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৬479759
  • ইন্ডিয়ানদের সাথে যেটুকু ভালো ব্যবহার পুরোটাই স্ট্র্যাটেজিক। ভবিষ্যতের কথা ভেবে।

    ... He came to the ship and I caused him to be taken on board, as he requested it; we took his canoe also on board and took care of his things. I ordered him to be presented with bread and honey, and drink, and shall carry him to Fernandina and give him his property, that he may carry a good report of us, so that if it please our Lord when your Highnesses shall send again to these regions, those who arrive here may receive honor, and procure what the natives may be found to possess.

    অন্য আরেকটি জায়গায় পাচ্ছি,

    "As I saw that they were very friendly to us, and perceived that they could be much more easily converted to our holy faith by gentle means than by force, I presented them with some red caps, and strings of beads to wear upon the neck, and many other trifles of small value, wherewith they were much delighted, and became wonderfully attached to us.
  • dri | 117.194.229.148 | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০০:১৭479760
  • ইন্ডিয়ানদের রূপবর্ণনায় যেটা বারে বারে আসে, তা হল ঘোড়ার চুলের মত সোজা চুল, their hair not curled but straight and coarse like horse-hair, আর বড় চোখ, their eyes were large and very beautiful

    কারো কারো নাকে নাকছাবি/নথ/নোলক ছিল। Seeing some of them with little bits of this metal hanging at their noses, I gathered from them by signs that by going southward or steering round the island in that direction, there would be found a king who possessed large vessels of gold, and in great quantities.

    ওরা মেটালের ব্যবহার জানত না। নাকছাবি কোত্থেকে পেল কে জানে।

    মোটামুটি সকলে ল্যাংটোই থাকত, শুধু বড় মেয়েরা সুতির প্যান্ট পরত।

    ... the married women wore cotton breeches, but the younger females were without them, except a few who were as old as eighteen years.

    তাদের ঘরবাড়ি, বিছানা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন।

    Those who went for water informed me that they had entered their houses and found them very clean and neat, with beds and coverings of cotton nets. Their houses are all built in the shape of tents, with very high chimneys. None of the villages which I saw contained more than twelve or fifteen of them.
  • dri | 117.194.229.148 | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৬479761
  • জন্তুজানোয়ারের মধ্যে ছিল কুকুর, গিরগিটি, টিয়াপাখি, তিমি, রংবেরংএর মাছ। ছাগল, ভেড়া এসব ছিল না।
  • dri | 117.194.229.148 | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০১:১১479762
  • কলম্বাস অ্যালো গাছের সন্ধান পেয়েছিলেন, এবং কিছু অ্যালো কাঠ গেঁড়িয়ে দিয়েছিলেন।

    I discovered also the aloe tree, and am determined to take on board the ship tomorrow, ten quintals of it, as I am told it is valuable.

    ইন্ডিয়ানরা ঝুড়ি বানাতে পারত।

    কলম্বাসের ডায়েরিতে সময়ের উল্লেখ আছে বহুবার। কি ধরণের ঘড়ি ব্যবহার করা হত তখন? সানডায়াল? পেন্ডুলাম ঘড়ি তখনও আবিষ্কার হয় নি। আর স্পেনের টাইম আর ওয়েস্ট ইন্ডিজের টাইমে গোলমাল হত না? (সানডায়াল হলে অবশ্য এই প্রবলেমটা হবে না)।
  • dri | 117.194.243.94 | ০৯ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩২479763
  • কলম্বাসের লগবুকের একদম শুরুটা ছিল রাজা রানীর প্রশস্তি। 'In the Name of Our Lord Jesus Christ' দিয়ে শুরু হয়ে, স্পেনের রাজারানীর বন্দনা, মুরদের পরাস্ত করার কাহিনী, ইন্ডিয়ার গ্রেট খানের গপ্পো সেরে লাস্টে এল এক ক্যাথলিক বিষাদ।

    so many peoples were lost, falling into idolatry and accepting false and harmful religions; and Your Highnesses, as Catholic Christians and Princes, lovers and promoters of the Holy Christian Faith, and enemies of the false doctrine of Mahomet and of all idolatries and heresies, you thought of sending me, Christobal Colon, to the said regions of India to see the said princes and the peoples and the lands, and the characteristics of the lands and of everything and to see how their conversion to our Holy Faith might be undertaken.

    টেক্সটের মধ্যে একটা চাপা ক্রুসেড ক্রুসেড গন্ধ আছে। তখনকার দিনে মনে হয় ফাইনান্সিং পেতে গেলে এইসব লিখতে হত।
  • dri | 117.194.243.94 | ০৯ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৯479764
  • ৩রা অগাস্ট জার্নি শুরু। ক্যানারি আইল্যান্ড হয়ে ওয়েস্ট ইন্ডিজের দিকে যাওয়া। প্রথম দ্বীপ দেখতে ১১ই অক্টোবর হয়ে যাবে। কিন্তু মাঝে শুধু দাঁড় বাওয়া আর আশায় আশায় থাকা। একটা পাখি দেখা গেল, এই বুঝি ডাঙা। একটা গাছের ডাল ভেসে গেল, এই বুঝি ডাঙা। একটা ডলফিন দেখা গেল, এই বুঝি ডাঙা। সীউইড ভেসে যাচ্ছে, এই বুঝি ডাঙা। প্রতিদিন কত লীগ আসা হল, সেই হিসেব কলম্বাস রাখতেন। কিন্তু নাবিকদের ঢপ দিতেন। কমিয়ে বলতেন, যাতে স্পেন থেকে দূরত্ব হিসেব করে ঘাবড়িয়ে না যায় তারা। কি খাওয়াদাওয়া করতেন সেই নিয়ে কোন কথা লগবুকে পেলাম না। যাত্রাপথের বড় অংশেই সমুদ্র ছিল লেকের মত শান্ত। ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি পৌঁছে অক্টোবর মাসে মে মাসের ওয়েদার পেয়ে নাবিকের খুব খুশী হয়েছিল। কলম্বাস ছিলেন সান্টা মারিয়া। পিন্টার ক্যাপটেন, মার্টিন আলোন্সো পিনসনের নাম বহুবার এসেছে লগবুকে। এর ওপর খুব ভরসা ছিল কলম্বাসের।
  • dri | 117.194.243.94 | ১০ সেপ্টেম্বর ২০১১ ০০:৩০479765
  • কথা ছিল, যে প্রথম নতুন ডাঙা দেখতে পাবে রানী তাকে বাৎসরিক দশহাজার রৌপ্যমুদ্রা পেনশন দেবেন। আর জাহাজের অ্যাডমিরাল কলম্বাস তাকে একটা সিল্ক জ্যাকেট উপহার দেবেন।

    and that to the man who first told him that he saw land he would later give a silk jacket in addition to the other rewards that the sovereigns had promised, which were ten thousand maravedis as an annuity to whoever should see it first.

    পিন্টায় সবচেয়ে দক্ষ মাঝিমাল্লারা ছিল, তাই ওটা একটু এগিয়ে থাকত। পিন্টার এক সেইলার, রোদ্রিগো দ্য ত্রিয়ানা প্রথম ডাঙা দেখেছিল।

    And because the caravel Pinta was a better sailor and went ahead of the Admiral it found land and made the signals that the Admiral had ordered. A sailor named Rodrigo de Triana saw this land first ...

    এইখানে কলম্বাস ক্রেডিটটা গেঁড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।

    ... although the Admiral, at the tenth hour of the night, while he was on the sterncastle saw a light, although it was something so faint that he did not wish to affirm that it was land. But he called Pero Gutierrez, the steward of the king's dais, and told him that there seemed to be a light, and for him to look: and thus he did and saw it. He also told Rodrigo Sanchez de Segovia, whom the king and queen were sending as veedor of the fleet, who saw nothing because he was not in a place where he could see it. After the Admiral said it, it was seen once or twice; and it was like a small wax candle that rose and lifted up, which to few seemed to be an indication of land.

    আগের দিন রাতে কলম্বাস নাকি একটা আলো দেখেছিলেন, যেটা কেউ দেখেনি, আর সেটা নাকি ডাঙা।

    এর পরের কথাটা আর লগবুকে লেখা নেই। কিছুটা পাওয়া যাবে ত্রিয়ানার উইকিপিডিয়া এϾট্রতে। http://en.wikipedia.org/wiki/Rodrigo_de_Triana। রানীমার কাছে গিয়ে কলম্বাস নিজেই ক্রেডিটটা নেন। ত্রিয়নকে কোন ক্রেডিট দেওয়া হয় না।

    According to Gonzalo Fernández de Oviedo, he moved to Africa and converted to Islam from Judaism[3] or Christianity[4 যেই ইসলামকে (মুরদের) হারানোর প্রশস্তি দিয়ে যাত্রা শুরু, যাদের কনভার্ট করার জন্য রানীমার থেকে পয়সা নিয়ে বিদেশজাত্রা, সেই ইসলামে কনভার্ট হয়ে গেল সেই নাবিক যে প্রথম সান সালভাদোর দ্বীপটা চোখে দেখল।

    দশ হাজার মারাভেদিসের স্টাইপেন্ডটা কলম্বাসই পেয়েছিলেন।
  • kiki | 59.93.192.170 | ১০ সেপ্টেম্বর ২০১১ ০৮:২০479766
  • স্বাভাবিক!

    সন্মানীয় মানুষদের এই নীচতা গুলো নেওয়া যায় না।

    মনে হয় নিজের ভারতীয় মনবৃত্তি এজন্য দায়ী। যে ভালো হবে তাকে দেবতা হতে হবে এমন এক অদ্ভুত দাবী আছে মনের।
  • dri | 117.194.239.187 | ১১ সেপ্টেম্বর ২০১১ ০০:৪২479767
  • সৈকতের ২৪শে জুনের পোস্টের (আবিষ্কার/পুনরাবিষ্কার) পরিপ্রেক্ষিতে :

    ২৫শে সেপ্টেম্বর, ১৪৯২। কলম্বাসের ফ্লিট তখন মাঝ আটলান্টিকে। কলম্বাসের লগবুকে একটা এϾট্র পাচ্ছি এইরকম।

    This day there was much calm and later it blew and they went on their way west until night. The Admiral began talking to Martín Alonso Pinzón, captain of the other caravel, Pinta, about a chart that he had sent to him on the caravel three days before, on which the Admiral had apparently drawn certain islands in that sea; and Martín Alonso said that they were in that region and the Admiral answered that so it seemed to him, but since they had not encountered them it must have been caused by the currents which always had driven the vessels northeast and that they had not traveled as far as the pilots said. And at this point the Admiral said to send the said chart to him. And it having been sent over by means of some cord, the Admiral began to plot their position on it with his pilot and sailors.

    বোঝা যাচ্ছে যে কলম্বাস আর পিনসনের মধ্যে একটা ম্যাপের আদানপ্রদান হয়েছে। তাতে কলম্বাস কতগুলো দ্বীপের ছবি এঁকে রেখেছিলেন। এই দ্বীপের লোকেশান কলম্বাস জানলেন কিভাবে? একেবারে ব্লাইন্ডফোল্ড এক্সপেডিশানে তো সেটা জানার কথা নয়। নিশ্চয়ই কলম্বাসের কাছে আগে থেকে কোনভাবে তথ্যটা পৌঁছেছিল।

    সৈকত যে ওভিদিওর গল্পকথার কথা বলেছেন, সেই একই গল্প পাচ্ছি একটা ভিন্ন সোর্স থেকে। হয়ত এটা তখনকার দিনের একটা চালু গল্প (বা সত্যি ঘটনা) ছিল। গার্সিলাসো দে লা ভেগা ঠিক কলম্বাসের কন্টেম্পোরারী নন, এক জেনারেশান পরের লোক। জীবৎকাল ১৫৩৯-১৬১৬। ততদিনে স্পেন পেরুতে কলোনি বাগিয়ে বসেছে। তাঁর বাবা ছিলেন স্প্যানিশ কংকিস্তাদর, আর মা ছিলেন সম্ভ্রান্ত ইনকা রমণী। তিনি একটি বই লেখেন, 'Royal Commentaries of the Incas and General History of Peru'। তাতে একটা চ্যাপ্টারে নিউ ওয়ার্ল্ডের আবিষ্কারের কথা কিছুটা লেখা আছে।

    আলফোন্সো সাঞ্চেজ দ্য হুয়েলভা ক্যানারি আইল্যান্ড, মাদেইরা আর স্পেনের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাবসা করতেন। একদিন তার জাহাজ প্রচন্ড ঝড়ে পড়ে এবং ঝাক্কা খেয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ওঠে। সেখান থেকে কোনমতে ফিরতে পারলেও, শেষ পর্য্যন্ত তার টীমের মাত্র পাঁচজন জীবিত অবস্থায় স্পেনে পৌঁছতে পরে। কলম্বাস অসুস্থ ঐ পাঁচজনের শুশ্রুষা করেন, সব ইনফোগুলো নেন, কিন্তু তাদের বাঁচাতে পারেন না। তো সন্দেহ করা হয় কলম্বাসের ঐ ম্যাপের সোর্স আলফোন্সো সাঞ্চেজ।

    N ABOUT 1484, to within a year or so, a pilot born in Huelva, in the county of Niebla, called Alonso Sanchez de Huelva, had a small ship with which he traded by sea and used to carry wares from Spain to the Canaries, where he sold them profitably and brought back to the island products from the Canaries and carried them to the isle of Madeira, thence returning to Spain laden with sugar and conserves. While pursuing this triangular trade and crossing from the Canaries to Madeira, he ran into a squall so heavy and tempestuous that he could not withstand it and was obliged to run before it for twenty-eight or twenty-nine days without knowing his whereabouts, since during the whole time he was unable to take an altitude either by the sun or by the north star. The crew suffered great hardships in the storm, for they could neither eat nor sleep. After this lengthy period the wind fell and they found themselves near an island. It is not known for sure which it was, but it is suspected that it was the one now called Santo Domingo. However, it is worthy of note that the wind that drove the ship so furiously and violently could only have been the solano, or easterly—for the isle of Santo Domingo is to the westward of the Canaries—and this wind usually appeases rather than raises storms on that voyage. But when the Almighty Lord wishes to show His great mercy, He mysteriously draws the most necessary effects from opposite causes, as He drew water from the rock and sight for the blind from the mud placed on his eyes, so that these may clearly be seen to be the works of divine mercy and goodness. He also displayed His clemency in sending the true light of His Gospel to all the New World which had such need of it, since its peoples lived, or rather perished, in the darkness of the most barbarous and bestial paganism and idolatry, as we shall see in the course of our story.

    The pilot leapt ashore, took the altitude and wrote a detailed account of all he saw and all that befell him at sea on the outward and inward voyages, and having taken on board water and fuel, he returned, sailing blind and without knowing the way any more than when he had come, so that he took much longer than was necessary. And because of the delay they ran out of water and supplies. For this reason and because of the great privations they had suffered on both journeys, they began to sicken and die, and of seventeen men who left Spain, no more than five reached Terceira, among them the pilot Alonso Sanchez de Huelva. They stayed at the house of the famous Genoese Christopher Columbus, because they knew he was a great pilot and cosmographer and made seamen's charts. He received them kindly and entertained them lavishly so as to learn the things that had happened on the long and strange voyage they said they had undergone. But they arrived so enfeebled by hardships that Christopher Columbus could not restore them to health despite his attentions, and they all died in his house, leaving him the heir to the hardships that had caused their death.

  • dri | 117.194.235.6 | ১১ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৫479768
  • কলম্বাসের লগবুকে ৯ই অগাস্টের লগ:

    তখনো কলম্বাস গ্রান ক্যানেরিয়ায়, পিন্টা সারাচ্ছেন।

    The Admiral here says that he remembers, when in Portugal in the year 1484, a man came to the King from the island of Madeira, to beg for a caravel to go to this land that was seen, who swore that it could be seen every year, and always in the same way. He also says that he re­collects the same thing being affirmed in the islands of the Azores; and all these lands were described as in the same direction, and as being like each other, and of the same size.

    এটাও যেন আলফোন্সো স্যাঞ্চজের গল্পটাকে সাপোর্ট করে।
  • dri | 117.194.235.6 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০০:০১479770
  • খাওয়াদাওয়া, মেনু এইসবের ডিটেল কলম্বাসের লগবুকে একেবারেই অনুপস্থিত। একজন ইতালিয়ানের পক্ষে যেটা একটু আশ্চর্য্যের।

    ক্যানারি আইল্যান্ড ছেড়ে যাওয়ার আগে জাহাজে কি কি তোলা হয়েছিল তার খুব স্কেচি বর্ণনা একটা জায়গায় আছে। জল, কাঠ, এবং মাংস। কাঠ সম্ভবত রান্নার জন্য। বালির ওপর কাঠের আগুনে রান্না হত তখনকার দিনের জাহাজে।

    Having taken in water, wood, and meat, and all else that the men had who were left at Gomera by the Admiral when he went to the island of Canaria to repair the caravel Pinta, he finally made sail from the said island of Gomera, with his three caravels, on Thursday, the 6th day of September.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন