এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের আনন্দোৎসবে নিরানন্দের কারণ

    Bratin
    অন্যান্য | ০৩ জুন ২০১১ | ৫০৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 122.248.183.1 | ০৩ জুন ২০১১ ১২:১৩480790
  • আমি লন্ডনের সু দি অনুরোধে এই টই টা খুললাম। ওনার পাঠানো মেল টা কপি পেস্ট করলাম:

    To
    Head of Corporate Media Relations
    Anandabazar Patrika, the Organizers of
    Ananda Utsav 2011 at Somerset, New Jersey (USA)
    Date: 27-29th May, 2011 (Day 3)

    Date: 31st May, 2011.

    Ref: For your attention - an unpleasant ‘incident’ at the start of the Ananda Utsav 2011 programme on May 29, 2011.

    Sir/madam,

    On behalf of the numerous residents of Indian origin in the greater NY/NJ area in the northeast USA, we would like to commend you for the excellent programme that was organized at the recently concluded ‘Ananda Utsav 2011’. We, the people of Indian origin here in the US, thoroughly enjoyed the rich and gratifying cultural festival. We thank you for that from the bottom of our heart!

    The reason for this letter is, however, to bring to your attention one unpleasant incident (as below) that thoroughly disgusted a great number of those in the audience, a serious incident that marred an otherwise flawless day of festivities.

    Day 3 started with the male MC, a Mr. Mir Mohammed (not sure of his name) introducing singer Mr. Raghav Chatterjee. They introduced the first song as a ‘tribute to Osama Bin Laden’. As we all heard that ‘dedication’ we could not believe our ears! The song sang a lot about so many good things that are missed ‘because YOU are not here…’. We initially thought that this was a faux pas, and the duo had misspoke something, However, we were proven wrong when, after the number was over, Mr. Raghav Chatterjee reiterated (much to our dismay) that the song was a ‘dedication’ to the memory of Osama Bin Laden!

    The audience was thoroughly shocked! After the song was over, even the female MC (a Miss Swastika Mukherjee?) expressed her surprise by asking Mr. Chatterjee why he had to dedicate such a nice song to such a hated figure (Mr. Chatterjee could just manage a blank look at her in return). How can a singer standing barely 50 miles from the site of the greatest single incident of terrorism in the world sing praise of the very person who ordered such a gruesome and mass murder? We immediately complained to the working committee, and the word probably reached the stage. The result was the session ending with a song (Rabindrasangeet) dedicated to the victims with the audience on their feet at the request of the MC. But, the audience remained shocked and demand some ‘answers’ over the earlier ‘incident’, as below:

    · What was the motivation behind such a ‘dedication’?
    · Was this ‘dedication’ scripted/planned, or impromptu?
    · Who was involved in its planning? Singer Mr. Raghav Chatterjee, or Mir Mohammad (the male MC) or both?
    · Was there any involvement of Ananda Bazaar group in planning the incident in anyway (we surely hope NOT)?

    As you may appreciate, as US citizens living in the area, many of us were directly affected by the heinous incidents on 9/11 (some of us were either evacuated from a building or lost either a friend, a neighbour or someone we knew in the area in the most gruesome manner – victims were regular civilian professionals like you and me, many of those killed were not even US citizens)! Hopefully you understand the reason why we were disgusted by the duo’s dedication of a song to Osama Bin Laden (many of us who are quite familiar with Mr. Raghav Chatterjee from the past, speculated that the incident did not originate due to him). [Note: Singer Mrs. Subhamita Banerjee was also on stage during this entire performance, but had no involvement in it.]

    Some of us came close to calling the US State department and complaining about the incident. Now, with many of us being Federal employees of the US Govt, that complaint could easily have put the two individuals in a list of the State Department’s watch list of ‘high interest’ and would have surely affected their current visa into the US and in the future. Moreover, the involvement of Ananda Bazar’s name (as the corporate sponsor) would be almost inevitable. Considering the above issues, we refrained from going to that level of protest, but promised ourselves to dig deeper into it. Hence, we write this letter to bring this to your attention.

    We would sincerely request Ananda Bazaar Patrika (for their own good, if not anything else) to get to the bottom of this incident (please note that if you do not have a video of that ‘incident’, we have several home/amateur videos that can be shared with you or any authorities as proof of the incident). We would appreciate if you took some action by either not selecting those who you find responsible for this in any of your future events, or providing them with strong cultural sensitivity training primarily for their own maturity as human beings and help them to be sensitive towards others who, at the least, provide them with their livelihood.

    Please do not hesitate to contact us, if you need further assistance in this matter.

    Sincerely,

    A significant body of people of Indian origin around greater the NY/NJ area (within the United States of America)

  • Bratin | 122.248.183.1 | ০৩ জুন ২০১১ ১২:১৯480801
  • এই মেল টা fwd করেছেন সু দি র বন্ধু, যিনি USA তে থাকেন।
  • Arpan | 202.91.136.71 | ০৩ জুন ২০১১ ১৩:৫২480812
  • কঠিন চাপের কেস। মীরকে এনারা আগে দ্যাকেন নাই। মীরও আন্দাজ করতে পারে নাই ব্যপারটা এরকম মোড় নেবে।
  • abastab | 61.95.189.252 | ০৩ জুন ২০১১ ১৪:০৮480823
  • ইহারে কয় সাধারণ বুদ্ধির অভাব।
  • dd | 124.247.203.12 | ০৩ জুন ২০১১ ১৪:১৫480834
  • এ কি আমাদের মীর আক্কেল? আমার মনে হয় ঠাট্টা করতে গিয়ে ব্যাপোক ঘেঁটে গেছে,আম্রিকাতে বিন লাদেন নিয়ে স্পুফ সিনেমা হয় না, তামাসা ও বোধয় চলে না।

    কলকেতায় বসে সেটা মীর আঁচ করতে পারেন্নি। খামোখাই ওর কথা শুনে রাঘব চট্টো কেস খেয়ে গ্যালো।
  • de | 59.163.30.2 | ০৩ জুন ২০১১ ১৪:২৬480845
  • বরং ইরাক, লিবিয়া, আফগানিস্তানে আম্রিগার বোমায় মারা যাওয়া সাধারণ মানুষের স্মরণে -- এটা বল্লে বোধহয় ঠাট্টা-টা ঠিকঠাক বোধগম্য হতো!
  • Kaju | 121.244.209.245 | ০৩ জুন ২০১১ ১৪:৩৩480856
  • মীর কি একটা না একটা ব্যাপারে ছড়াবেই? আর প্রতিবারই দুহাত তুলে ছড়ানো, আর গুচিয়ে বা গুটিয়ে আনা মুস্কিল নেহি নামুমকিন হয়ে যায় !
  • Arpan | 202.91.136.71 | ০৩ জুন ২০১১ ১৪:৪০480867
  • @দে: ওই মানুষগুলোকে "ডেডিকেট' করলে গানের লিরিকের সাথে যেত কি?

    ঠাট্টাটা যথাযথই হয়েছিল, কিন্তু যথাস্থানে হয়নি।
  • de | 59.163.30.6 | ০৩ জুন ২০১১ ১৪:৪৮480877
  • গানের লিরিকও দিয়েছে নাকি? সেটা অবশ্য জানিনা, কিন্তু এই ঠাট্টার চরম অযোগ্য বিষয়বস্তুকে ঠাট্টা বলে নিতেও বোধহয় এতো অসুবিধে হতো না, যেটা এখানে হয়েছে -- এমনকি আম্রিগাবাসী কতিপয় বাঙালী কমপ্লেন করার কথাও ভেবেছেন --
  • Arpan | 202.91.136.71 | ০৩ জুন ২০১১ ১৪:৫০480791
  • ধুর, দেদি পুরোটা মন দিয়া পড়ে নাই। :(
  • de | 203.197.42.100 | ০৩ জুন ২০১১ ১৪:৫৫480792
  • :! অপ্পন আমি কি বলতে চাইছি কিচ্ছু বুঝলো না! :(( ইদিকে আমার বোঝাবার সময় নাই --

    রিপোট লিখতে লিখতে ইদিকে অ্যাতো মন দেওয়া যায় না -- তবে এটা নিয়ে যেভাবে কমপ্লেন করার থ্রেটনিং দেওয়া হয়েছে সেটা পড়ে বিচ্ছিরি লাগলো, অ্যাতো আনন্দউৎসবের দরকারই বা কি?
  • Arpan | 202.91.136.71 | ০৩ জুন ২০১১ ১৫:০২480793
  • এমনকি ঠাট্টাটা লাদেনকে উদ্দেশ্য করেই করা হয়েছিল। আমেরিকা বা ৯/১১-এর ভিক্টিমদের নিয়ে নয়ই। কিন্তু তীব্র ট্রমাজনিত কারণে ওদেশে লাদেনকে নিয়ে মুখ খুললেই চাপ আছে, উদ্দেশ্য বিধেয় যাই হোক না কেন।
  • Arpan | 202.91.136.71 | ০৩ জুন ২০১১ ১৫:১৯480794
  • হ্যাঁ, একমত। কমপ্লেন করার হুমকিটা কেমন যেন।
  • umesh | 80.254.147.148 | ০৩ জুন ২০১১ ১৫:২১480795
  • এই সব দেখে তো মনে হচ্ছে ভারতের মানুষ এর বাক স্বাধীনতা আমেরিকান দের থেকে অনেক বেশী।
    আজিজুলবাবু তো প্রকাশ্য সমাবেশ এ ওসামা-বন্দনা করেছিলেন কিছু দিন আগে, যেহেতু উনি সম্রাজ্যবাদ আমেরিকান দের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন বলে (আমার আজকাল এর রিপোর্ট পড়ে তাই মনে হয়ে ছিলো, মে মাসের ৮-১০ তারিখ করে কাগজে বেরিয়েছিলো)
  • siki | 123.242.248.130 | ০৩ জুন ২০১১ ১৫:২৭480796
  • সেবারে কুমোরটুলিতে অসুরের মুখ ওসামার মতন করে বানানো হয়েছিল। পরে পুলিশ গিয়ে সেই অসুরের মুখ ভেঙে দেয়।
  • Ishan | 122.248.183.1 | ০৩ জুন ২০১১ ১৫:৫৪480798
  • আমি তো একটা গান লিখব ভাবছিলাম:

    লাদেন লাদেন লাদেন
    বটতলাতে কাঁদেন

    আর লিখবনা বাবা। কে কোথায় কমপ্লেন করে দেয়। :(
  • Ishan | 122.248.183.1 | ০৩ জুন ২০১১ ১৫:৫৬480799
  • বেসিকালি এই পৃথিবীতে মহম্মদকে কটু কাটব্য করা যাবেনা। কল্লে ফতোয়া দেওয়া হবে। আর লাদেনকে নিয়ে ভালো কথা বলা যাবেনা। তাহলে ভগবান শাপ দেবে। :)
  • kd | 99.38.123.8 | ০৩ জুন ২০১১ ১৬:০৩480800
  • আমি মনেপ্রাণে বিশ্বাস করি এদের নামে স্টেট ডিপার্টমেন্টে জানানো উচিত। এটা সিভিক ডিউটি। তারপর ওরা কী করবে সেটা ওদের ব্যাপার।

    এ নিয়ে ভারতীয়রা কী ভাবলো truly, I don't give a hoot.
  • Bratin | 122.248.183.1 | ০৩ জুন ২০১১ ১৬:০৭480802
  • আরে আমার কবিতা অনেক টা ইশানের কাছাকাছি।

    লাদেন লাদেন লাদেন
    তিনি যখন পা*ন।

    একটু অশ্লীল । কিন্তু লাদেন র সাথে আর কিছু মিললো নাতো !! :-(((
  • aka | 168.26.215.13 | ০৩ জুন ২০১১ ১৮:০১480803
  • এই টইতে কিছু লেখাও বিপদ্‌জনক। তবে প্রচণ্ড অবাক হলাম অনেক কিছু দেখেই।
  • Arpan | 112.133.206.22 | ০৩ জুন ২০১১ ১৯:৫২480804
  • বিপজ্জনক?
  • Du | 216.110.92.7 | ০৩ জুন ২০১১ ২০:২৩480805
  • বুঝতে পারছি NYC বলে এতো স্পর্শকাতর ব্যাপারটা, তবে কমপ্লেন টমপ্লেন করলে এটাই বলবো যে এর চেয়ে তো ঐ পাকিস্থানী পেপার এর রিডাররা বেশি ওপেন। এই লিংক http://www.dawn.com/2011/05/05/dead-man-and-the-sea.html

    রাঘব এর গানটা কারো একটাকে নিয়ে হাহুতাশ ছিল - তো কে নেই - এই নিয়ে হিউমার দেবার জন্য মীর লাদেন এর নাম বসিয়ে দিয়েছে ।। ইট অলসো হাইলাইটস থ্যাট লাদেন ইজ নো মোর ।। মীর একজন কমেডিয়ান । এইটা জে লেনো করলে সেটা দর্শকেরা বুঝতেন হয়তো, একেতো মীরকে চেনেন না তায় ওনার ধর্মটাই ভুল।

    আর্টিস্টরা আমেরিকা দেখে যেটুকু আনন্দ পান, প্লাস টাকা তো আছেই।। কিন্তু এই দর্শকদের সামনে পারফর্ম করে আদৌ আনন্দ পান কি? ডাউট হয় চিরদিন ই। এক শ্যামল মান্না না গাইলে।
  • bb | 115.184.64.244 | ০৩ জুন ২০১১ ২০:৩৫480806
  • এই সব ভারতীয়রা নিজেদের নতুন মুসলমানের মতো বেশী আমেরিকান প্রমাণ করতে চান।
    এরা স্বাধীন চিন্তাধারাটাও গচ্ছিত রেখেছেন টাকার জন্য। Kd কে বলি ওনারা কমপ্লেনে করুন না করুন এটা নিয়ে আমরা ভারতীয় রাও কিছু কেয়ার করিনা।
    এটা তারাই আমাদের এখানে এনেছেন আমরা জানতে চাই না।
  • Arpan | 112.133.206.22 | ০৩ জুন ২০১১ ২০:৪০480807
  • দুদিকে ক।

    মীরের পুরো নাম মীর আফসর আলি। লিখে দিলাম যাতে কমপ্লন করতে গেলে ঠিকঠাক নাম ইউজ করেন ওনারা।
  • Paramita | 122.172.166.17 | ০৩ জুন ২০১১ ২০:৫৭480808
  • সিটিজেনশিপের কোয়েশ্চেনেয়ারে সেন্স অফ হিউমার টেস্ট করার একটা প্রশ্ন রাখলে পারে। "ওদের" "ওই" সেন্সটা স্লাইটলি বেশী।
  • aka | 168.26.215.13 | ০৩ জুন ২০১১ ২১:০০480809
  • আচ্ছা মীরকে চেনে না তো পারফর্ম করতে ডেকেছিল কেন? এই প্রশ্নটা অনেকক্ষণ ধরেই পাচ্ছিল।
  • aka | 168.26.215.13 | ০৩ জুন ২০১১ ২১:০৬480810
  • আর দ্বিতীয় প্রশ্ন কখন কোন বডি সিগনিফিকেন্ট হয়?
  • M | 59.93.205.37 | ০৩ জুন ২০১১ ২১:৩৪480811
  • হাঁ, হাঁ!!! আমারো বলার ছিলো, মির ছেলেটার কিছু ব্যাপার আমারো বিরক্তিকর লাগে, যেমন মিঠুনের পিছনে পরে যাওয়া,ঋতুপর্নকে নিয়ে কন্টি ছ্যাবলামো করা, তাও ছোকরাকে বিপজ্জনক লাগেনি কিন্তু।একটু বেশী চপল।বেচারী তার উপর মুসলিম,এমন না হয় তাকে লঘু পাপে কোনো গুরুদন্ড দিয়ে দিলে,ভারী কষ্ট লাগবে তখন।
  • Nina | 12.149.39.84 | ০৩ জুন ২০১১ ২২:১৮480813
  • আমি ছিলাম সেদিন সেখানে :-( মীর ঠাট্টা করে বলছিল কিন্তু বাংলা ও ইংলিশ মিশিয়ে কথা বলছিল---বল্ল রাঘব প্রথাম গানটি শুরু করবে Program is starting with this song -- a tribute to Osama's departed soul আবার বাংলায় -- মানে উনি আর নেই ইত্যাদি ---প্রবলেমটা হল সেখানে ঐ সিকিউরিটির ও অন্যান্য আমেরিকান যারা ছিল তার তো আর কিছু বুঝলনা--কিন্তু শুনল---যে প্রোগ্রাম শুরু হচ্ছে ওসামাকে ট্রিবিউট জানিয়ে---তাই পুরো ব্যাপারটা কেমন যেন একটু ঘেঁটে গেল--অস্বস্তিকর!
    ঠাট্টা বেষ বোকা বোকা ছিল----
    শ্বশুর কাঁদে মেয়ের শোকে বর হেসে কয় ঠাট্টা মতন হয়ে গিছল :-))
    আমি হয়ত একেবারে word byword ঠিক বল্লামনা----
    মিতা র মনে আছে? মিতা দিব্যেন্দু?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন