এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মজার মজার পদ্য

    pi
    অন্যান্য | ১০ আগস্ট ২০১১ | ৩০২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | 90.200.14.201 | ১৬ আগস্ট ২০১১ ২২:১৪481936
  • Pritam | 67.252.23.87 | ১৭ আগস্ট ২০১১ ০৭:৪৮481937
  • কবরের খবর

    পাশাপাশি শুয়েছিল দুই বুড়ো কবরে,
    এক বুড়ো গদগদ এক উড়ো খবরে ।
    একগাল হেসে কহে প্রতিবেশী মড়া রে -
    এতদিনে কাটে বুঝি প্রেমিকার খরা রে।
    টগবগ করে মোর শিরা আর ধমনী,
    পাশের কবরে নাকি এল এক রমনী ।
    এতদিনে বাসনার হল মোর পূর্তি
    শোনাব প্রেমের গান হবে মনে ফূর্তি।
    বড় একঘেয়ে ছিল একা শুয়ে থাকাটা
    অবশেষে ঘুরে গেল ভাগ্যের চাকাটা
    জানি মোর প্রেমালাপ তোমাদের ভাবাবে
    দয়া করে হয়ো নাকো হাড্ডিটি কাবাবে ।

    কাষ্ঠ হাসিয়া কহে প্রতিবেশী বুড়োটা -
    মনে হয় সংবাদ শোন নাই পুরোটা ।
    সবটা না শুনে এত হয়ো না অধীর
    শুনেছি মহিলা নাকি কর্ণে বধির
    কিড়মিড় করে তার ঘুমেতেও দাঁত রে
    অবিরাম নাসিকা যে ডেকে যায় রাত্রে
    ভেবো নাকো এটা নিয়ে তুমি আর যাক্‌ গে,

    মরেও শান্তি নেই অনেকের ভাগ্যে ।।
  • Nina | 12.149.39.84 | ১৭ আগস্ট ২০১১ ২২:১০481938
  • উফ! প্রত্যেকটাই দারুণ--:-)))
  • Tim | 173.163.204.9 | ১৮ আগস্ট ২০১১ ০৮:৪০481939
  • ভালো হচ্ছে। আরো হোক।
  • Pritam | 67.252.23.87 | ২১ আগস্ট ২০১১ ০৯:১৭481940
  • এন আর আই

    না ঘরকা না ঘাটকা কোনটা মোদের ঠাঁই
    দেশী ও না বিদেশী না মোরা এন আর আই
    গ্রীণকার্ডের লম্বা লাইন তবুও থাকি টিকে
    দেশের স্মৃতি যথারীতি হতেই থাকে ফিকে
    ডলারের গুণ গাই
    বিদেশীর নুন খাই
    লে-অফের চিন্তাতে
    ঘুম ভাঙ্গে মাঝরাতে
    তবু হেতা থাকা চাই মোরা যে এন আর আই

    বাড়ীর লোনে তিরিশ বছর গাড়ির লোনে পাঁচ
    মর্টগেজের হেভি বিলে খাবি খাওয়া মাছ
    দেশে গিয়ে নবাবী কোথায় পাবো টাকা
    ক্রেডিট কার্ডের বিশাল লোন চেকিংস সেভিংস ফাঁকা
    ডলারের দাম কমে
    আমাদের মন দমে
    ট্যাক্সের রিটার্ণ পাই
    সেটুকুই ভরসা ভাই
    তবু হেথা থাকা চাই মোরা যে এন আর আই

    হরিপ্রসাদ হলো হ্যারি, সরস্বতী স্যারা
    দেবারতি হলো ডেবি, আমার দুচোখ ট্যাঁরা
    রবীন্দ্রনাথ কজন পড়ে কজন রাখে মনে
    এম পি থ্রি , আইপডে সব ব্রিটনীর গান শোনে
    চামড়াটা রঙ্গীন ছাই
    ভুলতে হ্যালো হাই
    টিনা ম্যাডোনা গাই
    তবে তো এন আর আই
    কেরোসিন শিখা ভাই
    তুমি ও কি এন আর আই ?
  • tatin | 117.197.71.235 | ২১ আগস্ট ২০১১ ২০:৫২481941
  • অন্ত্যমিলে ৩+৩ মাত্রার সঙ্গে ২+৪ বা ২+২+২ জাতীয় মাত্রা মিল দিলে একটা লিরিকাল ব্যাপার আসে মনে হয়- রবীন্দ্রসঙ্গীতে ব্যাপারটা খুব প্রমিনেন্ট

    যেমন:

    যতবার আলো জ্বালাতে চাই নিবে যায় বারে বারে। (২+২+২)
    আমার জীবনে তোমার আসন গভী-র-অন ধকারে। (৩+৩)
  • Pritam | 67.252.23.87 | ২২ আগস্ট ২০১১ ০৮:২৮481943
  • পদ্যে বিশেষ করে ছড়ায় অন্তমিল নি:সন্দেহে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুটি লাইনের মধ্যমিল বা আদিমিল ও ছড়ার উৎকর্ষতা বাড়ায়।

    উদাহরণ হিসাবে টেনে আনি পূর্বে লেখা ছড়া থেরাপির কটা লাইন :

    ত্বরাতে / পড় / ছড়া
    ধরাকে / কর/ সরা

    কিংবা,

    কাঁথা / মুড়ে / শীত/রাতে
    মাথা / জুড়ে / নিদ্‌ /রাতে

    এখানে, ছড়া / সরা
    কিংবা, শীত-রাতে/নিদ্রাতে
    dominant মিল কিন্তু মধ্যমিল (মুড়ে/জুড়ে; পড়/কর) বা আদিমিল (কাঁথা/মাথা;ত্বরা/ধরা) যে recessive effect সৃষ্টি করে সেটা মাথার মধ্যে একটা মিলের দুলুনি জাগিয়ে দেয়।

    এবার একটু মধ্যমিল এবং অন্তমিল নিয়ে খেলা করে লেখা যাক একটা মজার পদ্য - ঘন্টিবাবা । প্রথম দুটো লাইন এর মিল এরকম হবে -

    রাজার/এক/রা/নী/হে
    হাজার/ফ্যাঁক/ড়া/নি/য়ে -- শুরু করা যাক --

    ঘন্টিবাবা

    হবু রাজার এক রানী হে
    থাকে হাজার ফ্যঁকড়া নিয়ে
    সদাই যেন দুখ তাহার-ই
    নচেৎ কেন মুখটা হাড়ি?
    সদাই শোন ঝামেলা তার
    মন যে কোন কামে নাচার ।
    রাজার সত্যি বিড়ম্বনা
    ডাকরে বদ্যি বিলম্ব না ।
    ব্যর্থ দাওয়া-দারু - পাচন
    ওঝার হাওয়া ঝাড়ু নাচন ।
    কবিরাজে ক্ষুব্ধ বেজায়
    রানী কাজে খুঁত ধরে যায় ।
    বুদ্ধি দাও মন্ত্রী গবু
    মন্ত্রী বলে ঘন্টি প্রভু -
    ঘন্টিবাবার তুলনা নাই
    যদি তাহার ফুল-ও আনাই
    তাতেও শুনি রোগ সেরে যায়
    জ্ঞানী-গুনী লোক সে বেজায় ।
    একটি চোখে পুরু ছানি
    তবু ওকে গুরু মানি ।
    রানী শুনে দেয় শাঁসিয়ে
    মন্ত্রগুণে দেয় হাঁসিয়ে !
    ভাবছে রানী রাজপ্রাসাদে
    ফেলব জানি আজ ফ্যঁসাদে
    ঘোলটি খাবে ঘন্টি কানায়
    মুখ লুকাবে কোন ঠিকানায়!
    শুভ দিন-ক্ষণটি এল
    কন্ঠি গলায় ঘন্টি এল ।
    ভাঙতে হাজার হাসির বাঁধ
    চাইগো রাজার আশীর্বাদ
    রাণীর চাই এক সতীন
    করবে সেবা একশ দিন ।
    নতুন কনের রান্না খাবে
    তবেই মনের কান্না যাবে ।
    রাণীর মুখের হাসি চাই -
    আনব সতীন দাসী তাই ।
    বললো রাজা গোঁফ চুমড়ে,
    শুনেই রাণীর লোপ ঘুম রে ,
    তারপরেতে চারটি প্রহর -
    রানীর হাসির সে কি বহর ।
    ঠোঁটটি চেপে মুচকে হাসে,
    কভু ভুরু কুঁচকে হাসে,
    অট্টহাসি - কাষ্ঠহাসি
    ভঙা হাসি আস্ত হাসি ।
    দেখ বাবার মন্ত্র আজি
    গোমড়া রানীর দন্তরাজি
    রাজার মনের জ্বালা জুড়ায়
    ঘন্টি মোতির মালা কুড়ায়
    শান্ত তবু মনটি বাবা
    সেলাম প্রভু ঘন্টিবাবা ।।
  • Pritam | 67.252.28.178 | ৩০ আগস্ট ২০১১ ০৫:৪৩481944
  • স্বর্গের অপ্সরা হল ঊর্বশী, রম্ভা--এবং ওদের থেকে একটু সিনিয়র মেনকা। দেবতারা অনুযোগ করলে-- তোমাদের এক নাচ দেখতে দেখতে আমরা বোর হয়ে গেছি -- তোমরা নতুন কিছু নাচ দেখাও ।। ঊর্বশী, রম্ভা খুব বিব্রত -- স্বর্গের বাজেট এতো কম যে পৃথিবীতে গিয়ে ট্রেনিং নিয়ে আসবে তার ও উপায় নেই -- ওদের নিয়ে কবিতা অপ্সরা ।

    অপ্সরা

    মুস্কিলে পড়ে গেছে ঊর্বশী রম্ভা
    দেবতারা লেকচার দিয়ে যায় লম্বা -
    নাচগুলো মোটামুটি গুড-ও-না ব্যাড-ও-না
    নাচ হয় পৃথিবীতে নাচে দেখ ম্যাডোনা
    চেন্‌জ চাই নৃত্যের স্টাইল আর গ্রামারে
    পৃথিবীতে যাও নাগো ডিল পেলে সামারে
    শিখে এসো ব্রেকড্যান্স, পোল, বেলি, ট্যাপ
    ভাল্লাগে না আর জেনারেশন গ্যাপ।
    ম্যাডোনা দেখতে যাবে ঊর্বশী রম্ভা
    মেনকা যাবে না কেন সে কিসে কম বা!
    পৃথিবীতে যাবে তাই অপ্সরা থ্রি
    ডিল পেল বাই- টু- গেট- ওয়ান- ফ্রি
    ভেগাসে কাটাইয়া গোটা তিন রাত্র
    অপ্সরা তিনজনে ঘিনঘিনে গাত্র
    ভাবে নি কখনো খাবে এরকম গুঁতো
    ম্যাডোনা নাচছে গায়ে নেই কোনো সুতো !!
    ভ্যাবাচ্যাকা খেয়ে গেল স্বর্গের নর্তকি
    হাড়ে হাড়ে টের পেল আমাদের মর্ত্য কি
    মেনকা বল্লে ভাই ভালো করে ভেবে নে
    এ নাচ দেখাবি নাকি আমাদের হেভেনে ?
    স্বর্গে দেখাই যদি ম্যাডোনার রঙ্গ
    মুনি-ঋষিদের হবে তপস্যা ভঙ্গ
    স্বর্গেতে এই নাচ নাচলে সবাই
    শাপেতে ভস্ম হব নতুবা জবাই
    কাজ নেই নাচ শিখে পৃথিবীর সড়কে
    ভুতের নেত্য শিখি চল যাই নড়কে ।।
  • Pritam | 67.252.28.178 | ৩০ আগস্ট ২০১১ ০৫:৪৬481946
  • শেষ শব্দ -- নরকে
  • Indira Mukhopadhyay | 125.250.234.134 | ২৯ মে ২০১২ ১৫:৩৪481947
  • জামা-e-ষষ্ঠী

    যষ্টি হাতে জামাইবুড়ো ষষ্ঠী খেতে চায়
    টাকের ওপর ছত্র ধরে বুড়ো শ্বশুর তায় ।
    কষ্টিপাথর ঘেমো টাকে বিন্দুবিন্দু ঘাম
    আগুণ গরম ফলের বাজার আম-লিচু-কালোজাম ।
    গুষ্টিশুদ্ধ শালাশালী ষষ্ঠীবুড়ির কৃপা
    খুড়োর কলে জামাইবুড়ো মেজাজ ব্রহ্মক্ষ্যাপা
    শ্বশ্রূমাতা পষ্টাপষ্টি মেসেজ দিয়ে খালাস
    আগুণ বাজার e-ষষ্ঠী বাতিল তত্ত্ব-তালাস ।
    সৃষ্টিছাড়া জামাইবুড়ো তুষ্টি খোঁজে নেটে
    মিষ্টি হেসে শ্বশ্রূমাতা ওয়েবক্যামে সেঁটে ।
    ফষ্টিনষ্টি শালাশালী কষ্টিপাথর টাক
    জামাইবাবুর খরচা বাঁচে আনন্দ জয়ঢাক ।
    গুষ্টি শুদ্ধ অনলাইনে চটরপটর চ্যাট
    জামা-e-ষষ্ঠী তর্ক বৃষ্টি বকর বকম্‌ ভাট ।
  • ranjan roy | 24.96.83.227 | ২৯ মে ২০১২ ১৭:৫৬481948
  • কিরম মনে হল ছড়াটা আমাকে নিয়ে লেখা!
  • maximin | 69.93.210.120 | ২৯ মে ২০১২ ১৯:২৮481949
  • বা: দারুন টই। রঞ্জনের শেষ মন্তব্য অসাধারণ।
  • kumu | 132.160.159.184 | ২৯ মে ২০১২ ১৯:৩৯481950
  • জামাইষষ্ঠীতে জামাইএর খরচ হবে কেন?যাতায়াতের খর্চা?

    জামাই কি ষষ্ঠীতে শালাশালীকে গিফ্ট দেয়?

    ছড়াটি অনবদ্য হয়েচে।
  • একক | 24.99.50.215 | ২৯ মে ২০১২ ১৯:৫৫481951
  • ছড়া লেখার অপরাধে অর্কুটের একাধিক কমুনিটি থেকে ব্যান হইছি !
  • পাই | 82.83.81.233 | ২৯ মে ২০১২ ১৯:৫৮481953
  • ইন্দিরাদি, রঞ্জনদা, ঃ))
  • পাই | 82.83.81.233 | ২৯ মে ২০১২ ১৯:৫৮481952
  • অপরাধটা ঠিক কী ছিল ?
  • sam | 127.213.177.235 | ২৯ মে ২০১২ ২১:৩৩481954
  • একক দা পানু ছড়া লিখত।
  • Sam | 127.213.177.235 | ২৯ মে ২০১২ ২১:৩৭481955
  • এই সুযোগে এখানে কিছু সুররিয়াল কবিতা ঢুকিয়ে দিলাম ।।।
  • Sam | 127.213.177.235 | ২৯ মে ২০১২ ২১:৪১481957
  • ছোট ছোট পোকা ভীড় করে আছে বেলজিয়াম এর কাচে-
    সবুজ রং এর মিনি স্কার্ট পরে শিলা দিক্ষিত নাচে,
    আলেয়া র মত ঝলমলে কারো কঠিন অন্ডকোষে-
    জ্ঞানপ্রাপ্তি র লালসা তে কেউ চকমকি দিল ঘষে.
    commode এর জলে ভাসা কোনো ন্যার চলত্শক্তিহীন-
    হঠাত আলোর ঝলকানি লেগে আসমানে উড্ডীন.
    বহুরুপি কেউ চুপি চুপি এসে লুঙ্গি করলো চুরি-
    অর্শের রোগ এ কারোর বিধান দুই বাটি ঝালমুড়ি.
    পুরকর দিলে কোনো হাড়গিলে পাবেন টাটকা মত্স্য-
    সুররিয়াল এর যুগে এই লেখা উপহার নাও বত্স.
  • Sam | 127.213.177.235 | ২৯ মে ২০১২ ২১:৪৩481958
  • কলিকালে ঘুরিতেছি শহরের পথে,
    মামনি রা ঘেষিছে না কাছে কোনমতে.
    রাস্তার পোস্টার এ দেখি রবিনা ট্যান্ডন,
    মন্দ মন্দ বহিতেছে মলয় পবন.
    হেনকালে কোথা হতে এলো জষ্টিহাতে-
    নগর রক্ষী কোনো শকট এর সাথে.
    আসিয়া ই ক্যালায়িলেন দন্তকৌমুদী,
    রক্ক্ষিবে না আলিমুদ্দিন, রক্ক্ষিবে না দিদি.
    ঘুষের অদম্য প্যাঁচে পড়ি যাঁতাকলে -
    যৌনকেশাগ্নি আর নেভে না বার্নল এ.
    এখন উপায় শুধু আন্নার শরণ,
    ত্বরা করি যাও ধর হাজারে চরণ.
    লোকপাল শরে বধি সোনিয়া অসুরে-
    আন্না আনিলেন শান্তি হস্তিনাপুরে.
    অতঃপর আন্না দেব পূজিত এ দেশে,
    corruption দানব আজ গিয়েছেন টেঁসে.
    কর সব এ আন্না হাজারে র গুনগান,
    শুনিবে না যে তাহার যাইবে গর্দান.
  • Sam | 127.213.177.235 | ২৯ মে ২০১২ ২১:৪৫481959
  • সমুদ্র -মন্থনে কারা খুঁজে পেয়েছিল rum এর বোতল ,
    কিস্কিন্ধ্যা র মাঠে পাখা মেলে বসে থাকে বানরের দল.
    তোমার শ্রীমুখ দেখে যতই ভেবেছি আজ ফেলবো ই ছিপ -
    বিমান ধ্বংস হলে apologise করে makemytrip.
    বিজ্ঞজনেরা বলে প্রেমের কৌতুহল অ পরিনতি বিড়ি -
    তাই বলে আমরা কি ছাদে বসে খেলবনা সাপ -লুড -সিঁড়ি ?
    বিষধর সাপ গুলো দাঁত এর জোর বাড়াতে খায় happydent-
    তুমি কেন লুঙ্গিতে সন্ধ্যেবেলায় বসে করছ repent?
    মোদ্দা কথাটা হলো বাপুজি কষ্ট পেয়ে বলল হে রাম -
    জানতে পারেননি কি নবাব কিনলে ফ্রী তে পাবেন আরাম ?
  • একক | 24.99.50.215 | ২৯ মে ২০১২ ২১:৫৪481960
  • অর্কুটের এক সুপ্রাচীন' "কবিতা" কমুনিটি তে এই রাজনৈতিক ছড়া টি লেখার জন্যে ব্যান হয়েছিলুম (স্যাম , এটা মোটেই পানু নয় ). এরকম ক্যালকম এ কত্তো লিকেচি :) তারা বল্লে আমি নাকি পৃথুলা এডমিন -কে নিয়ে লিকেচি . ব্যান করে দিলে . ভেউ ভেউ :(

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    পৃথিবীর সব আলো নিভে গেলে পরে
    টর্চ এর আলো জ্বেলো মাথার ভেতর এ !
    কিম্বা বলনি যাকে কামড়িয়ে দেবে
    তার সাথে নয় তুমি ঘুঘু ডাঙা যাবে !!

    এইভাবে কাটে দিন এইভাবে রাত
    হাঁড়ি তে উপচে পরে একা একা ভাত !
    ভাত খায় খুকুমনি আরে ও বহর এ
    দিন দিন বেড়ে চলে কৃষ্ণ গহরে !!

    লাঠি দিয়ে মার তাকে হাতি দিয়ে পেসো
    ছুটে এসে চুমু দেবে কেষ্ট র মেসো !
    পার হয়ে যায় নারী পার হয় নাড়ু
    বীচি কামড়িয়ে দেয় দুষ্টু সজারু !!

    মহেঞ্জদর র ভূত ছুটে এসে বলে
    মেরে মেরে করে দেব গাঁড় খলবলে !
    ভেবেছিস কি রে তুই আবাগীর বেটা
    এইহাতে পান খাই ও হাতে পরোটা !!

    আমাকে কেলিয়েছিল ভুবন এর মেসো
    তার মামা মহাবীর ভগবান ওশো !
    সারামুখ কালো ছাই পেছন এ সবুজ
    না বুঝেই বুঝে যাই এতটা অবুঝ !!

    পোঁদ হবে হরতুকি বাঁড়া তালগাছ
    বাঁধিয়ে রাখবে ঘর এ চাড্ডি সমাজ !!
  • Sam | 127.213.177.235 | ২৯ মে ২০১২ ২১:৫৭481961
  • পৃথুলা এডমিন এর সাথে কোনো সম্পর্ক পেলাম না, যদি ও আন্দাজ করে নিলাম এডমিন টি কে। :)
  • Indira Mukhopadhyay | 125.250.154.148 | ৩১ মে ২০১২ ১১:০৪481962
  • কেমন আছিস বন্ধু তোরা? অর্কুট আর ফেসবুকেরা?
    কি করছিস গরমছুটি? জি-টক-নেশার সারা দুপুর...
    কেমন আছিস মিস্‌ডকলেরা? এসএমএস আর ব্লগদুনিয়ায়?
    কি করছিস ব্লগবন্ধু? মিলেমিশে খেরোখাতায়..
    কেন ইমেলচিঠি টাইপ? ই-গ্রিটিংস আর কথা স্কাইপ ?

    কেন এমন উদাস হাওয়া? বৃষ্টি বিনা মেঘের ছায়া
    ক‌ই গো তোমার খোলা চুলে? বৃষ্টি এল সুরটি তুলে
  • কুমু | 132.160.159.184 | ৩১ মে ২০১২ ১১:৩৯481963
  • নদী দাঁড়ায় একটুখানি,জেগে উঠল চর,
    হোকগে সাড়ে তিন হাত শুধু,বাঁধব এতেই ঘর।
    কে আসবি আয়,জলদি করে তল্পি বেঁধে নে,
    শুনেই দেখো মেঘশিশুরা কোমর বেঁধেছে।
  • একক | 24.96.72.26 | ০১ জুন ২০১২ ০০:৩৩481964
  • হুতুম হুতুম হামু হাতুয়া হে হাহাতুম পিপিলি পিপিলি পাহালি
    হুমু হুতুম পিলিপি হে হে হে হে হাহালু হিহিলি পিলুপেলালি
  • harmad | 127.194.192.236 | ০১ জুন ২০১২ ০১:৪৪481965
  • হরেকরকম্বা,
    গরু বলে হাম্বা,
    মা ডাকে বুম্বা,
    কবে হব লম্বা।

    বলুন এই অসাধারণ পদ্যটি কার লেখা ?
  • Pritam | 75.200.157.178 | ০১ জুন ২০১২ ০২:৪৫481966
  • বেশ কিছু বানান ইঙ্গলিশ থেকে বাঙ্গলা ফন্ট এ আনতে পারলাম না।মাফ করে দেবেন ।।

    নাকিসুর

    বড় মাসী বড় তেজী যেন রানী ঝাসী কা
    আরো তেজী হল মোর মেসোটির নাসিকা
    দিদিমাকে জ্যোতিষী যে বলেছিল আতুরে
    জামাতাটি নামী হবে হলে ঘুমকাতুরে
    বিবাহের রাত্তিরে বয়ে যায় লগ্ন
    মেসো নাকি বিয়ে ভুলে নিদ্রায় মগ্ন
    রাতে নাকে সাইরেন, মাসী রাগে-লজ্জায়
    বিড়াল কাটিব আজি ভাবে ফুলশয্যায়
    আমি খাব টিটকিরি যাবে তুমি ছাড় পেয়ে
    নাসিকা যে গিটকিরি গাইছে সি-শার্পে হে !
    সাড়াশীটি এনে নাকে ধরে চেপে টাইটে
    দিল নাক মুচড়িয়ে বধু ডাকসাইটে
    হিতে বিপরীত হল ভাঙ্গল না ঘুম রে
    নাক ডাকে মিহি সুরে অভিমানে গুমরে

    * * *

    ছোটে মিআ গিয়েছিল মজলিশ জলসাতে
    শেষরাতে ফি্রছিল বাড়ি দলবল সাথে
    বিয়েবাড়ি ম-ম ঘ্রাণে যূথিকা ও বকুলে
    যমুনা পুলিনে যেন বাশী বাজে গোকুলে
    চেলা বলে এত মিঠা সুরে বাজে বাশী কার ?
    মাসী বলে স্কেলে সুর বাধিলাম নাসিকার
    সেই সুরে মিআ গায় ভরে মন হিয়া রে
    লা-জবাব নাকিসুর বলে ছোটে মিআ রে ।।
  • কাজু | 131.242.160.180 | ০১ জুন ২০১২ ১৬:৫২481968
  • ভারতীয় চাকুরে
    ছাঁকনিতে ছাঁকু রে
    সাদামাটা মাইনেটা
    খেতে পাই আধপেটা
    ট্যাক্স তবু ডাকু রে
    কোপ মারে চাকু রে
    ফুটোফাটা পকেটে
    প্লাগ কই সকেটে?
    লজ্জাটা ঢাকু রে
    সুতোকাটা মাকু রে
    তৃতীয় এ বিশ্ব
    চিরদিনই নিঃস্ব
    সস্তায় বেচেছি
    'ভারতীয়' ঘিলু রে

    [এখানে কবি ভারতে বসবাসকারী চাকুরেদের কথা বলেছেন। আম্রিগাবাসী ডলার কামানেওয়ালাদের ভা-চা দের কথা নহে।]
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন