এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ছেলে পুলে মানুষ করার প্রবলেম ও সল্যুশন

    kiki
    অন্যান্য | ৩০ জুলাই ২০১১ | ৩৮৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | 68.45.76.170 | ০২ আগস্ট ২০১১ ০৬:১৪482505
  • আহারে আমি কি বাবাকে বড্ড ভিলেন করে দিলুম? না না সে সত্যি বড় ভাল বাবা, আপ্রাণ চেষ্টা করে যাতে তার ছেলে মেয়ে ভাল থাকে---বুকে করে রাখে ছেলেকে, যা চায় দেয় ---বড় মনোকষ্টে ভোগে বেচারি --তবে কি আমি নষ্ট করে দিলুম ছেলেটার জীবন? অত বড় মানুষটা ছোট ছেলের মতন হাউ হাউ করে কেঁদেছে--মা শক্ত হয়ে থাকে---বলে না তুমি তো ওরই ভালর জন্য ভেবেছ, করেছ, এ আমাদের ভবিতব্য।
    বাবাও ছেলের মতন চুপচাপ---ছেলের বিষয় কোনও কথা কারুর সঙ্গে বলেনা----আমি ই একটু বলে হাল্কা হলাম----নইঅলে আমাকেই বাবা বোন সবার সামনে শক্ত হয়ে থাকতে হয়---ওরা বলে "you are strong আমি তাই হয়ে থাকি ওদের জন্য!

    শেষ
  • m | 117.194.33.253 | ০২ আগস্ট ২০১১ ০৬:৩৫482506
  • কিছু বলার ভাষা নেই নীনাদি... অনেক ভালোবাসা রইলো..
  • rimi | 24.42.203.194 | ০২ আগস্ট ২০১১ ০৬:৫৬482507
  • কি বলব, আমিও জানিনা .. এরকম ভাবতে পারি নি....
  • aranya | 144.160.226.53 | ০২ আগস্ট ২০১১ ০৭:০৪482508
  • নীনা, বড় কষ্ট হল পড়ে। ঈশ্বরে বিশ্বাস করি কিনা জানি না, তাও প্রার্থনা করি - ছেলেটি অবসাদ থেকে বেরিয়ে আসবে, উঙ্কÄল জীবনে ফিরে আসবে আবার, time will definitely heal

  • i | 137.157.8.253 | ০২ আগস্ট ২০১১ ০৮:০৮482509
  • নীনাদিদি,
    ছেলেটির জন্য সমস্ত শুভকামনা রইল। আর কিছু বলার নেই।
  • kanti | 202.90.105.21 | ০২ আগস্ট ২০১১ ০৮:২৬482510
  • নীনা, স্তম্ভিত হোয়ে বসে আছি।সময়ের হাত ধরে মা-বাবা
    এবং পুত্রের সংয্‌মী চলার উজ্বল ভবিষ্যত আন্তরিক ভাবে কামনা করি। আমরা সাগ্রহ দূরে বসেও পাশে আছি।
    কান্তি
  • Abhyu | 97.81.68.136 | ০২ আগস্ট ২০১১ ০৯:২৭482511
  • নীনাদি, কিছু বলার তো নেই - আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
  • byaang | 122.167.117.27 | ০২ আগস্ট ২০১১ ১০:৪০482512
  • নীনাদি, সত্যিই কিছু বলার মত খুঁজে পাচ্ছি না, চুপ করে বসে আছি। আমার হাতটা বাড়ালাম তোমার হাতটা ধরার জন্য। জানি না, আমার ইচ্ছের জোর কতটুকু, তবু খুব খুব করে চাইছি, ছেলেটি তার জীবনের ছন্দ যেন খুব তাড়াতাড়ি খুঁজে পায়।
  • saikat | 202.54.74.119 | ০২ আগস্ট ২০১১ ১০:৫৫482513
  • নীনাদির লেখাটা পড়ছিলাম। একটা কথা মনে হোল।

    "ওষুধের" ডাক্তার না দেখিয়ে ভাল সাইকোথেরাপিস্ট দেখান উচিত বলে মনে হয়। আমার ব্যক্তিগত ধারণা, ওষুধ খেলেও এই অবস্থা শুধরোবে না কিংবা সময়ের সাথে সাথেও নয়। (এই নেগেটিভ কমেন্টটার জন্য খারাপ লাগলে মাফ করে দেবেন।)
  • sucheta | 202.63.56.114 | ০২ আগস্ট ২০১১ ১৩:১৭482515
  • নীনা,

    আপনার লেখা পড়ে খুব মন খারাপ করছে সত্যিই, কিন্তু একটা কথা না বলে পারছি না যে এখনও কিছুই শেষ হয়ে যায়নি। সময় সব হিল করে দেয় এটা আমি নিজে বিশ্বাস করি না তাই বলছি না যে সব একদিন ঠিক হয়ে যাবে। সময় আসলে পেইন নিয়েও বাঁচতে শিখিয়ে দেয় আর একদিন নিজের মনে হয় ঐ পেইন কি আমারই ছিল? এটা কি হিল হওয়া? মনে হয় না। দৈনন্দিন জীবনের দৌড়ঝাঁপ ভুলিয়ে রাখে আসলে অনেক কিছু। কিরকম দার্শনিকসুলভ কথা বলছি নিজেরই কেমন লাগছে, মনে হচ্ছে আমার কি এই কথাগুলো বলার আদৌ কোন যোগ্যতা আছে? আমি তো নিজে কোন ছেলেপুলে মানুষ করিনি, এই থ্রেডটি তো ছেলেপুলে মানুষ করার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

    বলছি এইজন্য যে ম্যানিক ডিপ্রেশিভ মানুষের সাথে বাস করার অভিজ্ঞতা আছে, পরিবারের চাপ যে কোন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে দেখেছি নিজের চোখে। নিজেকে অপরাধী মনে করার অভিজ্ঞতাও আমারই। যদিও আমারই গায়ে ছাপ পড়েছে বোকা, ইম্যাচিওর ও অবধারিতভাবে পাগলের, যেহেতু আমাদের দেশের মেয়ের ডিভোর্স পেপারের সাথে এই ছাপগূলো ফাও হিসেবে আসে। আসে নিজেকে অপরাধী মনে করার প্রবনতাও। সমাজই এই জায়গায় আনে মানুষকে। সমাজ মানুষকে এই রকমভাবে আরও খারাপের দিকে ঠেলে দেয়, বুঝতেও পারেনা যে কীভাবে ক্ষতি করছে একজনের। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প অপ্রাসঙ্গিক এই সূতোর জন্য বা আপনার বক্তব্যের সাথে, তবুও কোথায় হয়তো মিল আছে আওটকামের মধ্যে। ডিপ্রেসিভ মানুষকে সঙ্গ দেওয়া বা লুক আফটার করা যে কতটা বেদনাদায়ক হতে পারে সেটা শুধু মুখে বলে বোঝানো যাবে না বোধহয়। তারওপর সে যদি নিজের সন্তান হয়। আপনি যে মানসিকভাবে কতটা স্ট্রং বলার অপেক্ষা রাখেনা। আপনাদের দুজনের প্রতি আমার হাত বাড়ালাম।

    ওপরের কথাগুলো আরও বলছি এই কারণে যে আপনারা যেন নিজেদের অপরাধী ভাবছেন। কেন ভাবছেন? আপনারা যা ভাল জানতেন সেটুকুই করেছেন, এর থেকে বেষ্ট কিছু যদি সেই সময় আপনাদের জানা থাকতো তাহলে তো তাই করতেন, তাই না? একজন ম্যানিক ডিপ্রেসিভ মানুষের সঙ্গে থাকা যে আপনাদেরও কীভাবে ক্ষতি করছে প্রতিদিন, কিন্তু আপনারা তো নিজের ছেলেকে ডিভোর্স করতে পারেন না। তাছাড়া ওর যখন এটা জেনেটিক নয় তখন মনে হয় নিজেরাই যদি একটু সাইকো থেরাপিষ্টএর সাথে কথা বলেন তাহলে কিছু সল্যুশন নিশ্চয় পাওয়া যাবে। কত সময় চলে যাচ্ছে, একসময় হয়তো সে নিজেই নিজের কন্ডিশন থেকে বেরিয়ে আসবে। কিন্তু ততদিনে ওর অনেক এনার্জি নষ্ট হয়ে যাবে। তবে এইসব দেশে নিজের মত করে দিব্যি থাকা যায় সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে। কিন্তু বয়সতো আর থেমে থাকবে না জীবনের গুরুত্বপূর্ণ ভাল কিছুর জন্য।

    তাকে উঠে দাঁড়াতে আপনি নিজেও নিশ্চয়ই চেষ্টা করছেন বলেই ধরে নিচ্ছি নিজেদের বুদ্ধি অনুযায়ী। অনেক সময় শেয়ার করলে অনেকের কাছ থেকে অনেক রকম আইডিয়া বেড়িয়ে আসে। ডিপ্লোম্যাটিক্যালি পারসুয়েড করতে পারেন নিজে নিজে হিল করতে। এসব দেশের পাবলিক লাইব্রেরিতে প্রচুর তো বইপত্র পাওয়া যায়, সেরকম সেলফহেল্প কিছু বইপত্র পড়ে দেখতে পারেন। সে নিজেও যখন বইপত্র পড়ে তার হাতের কাছাকাছি ঐ ধরণের বইপত্র কিছু রেখে দিতে পারেন। এই রকম কন্ডিশনের মানুষের খাওয়া দাওয়ার ওপরও নজর দেওয়া খুব দরকার। ডায়েট অনেক ডিফারেন্স করে দেয় ব্রেনের/চিন্তাভাবনার। কোন ডাক্তারের সাথে পরামর্শ করে দেখতে পারেন কোন ভাইটামিন সাপ্লিমেন্ট বা হার্বাল কিছু যদি হেল্প করে এই অবসাদ থেকে ঊঠতে। বাড়ির কাজকর্মে ইনভলভ করতে পারেন না কোনভাবে? যাতে করে ওর নিজের প্রতি, আপনাদের প্রতি দায়িত্ব তৈরী হয়।

    নীনা, আপনাকে উপদেশ দেওয়ার ধৃষ্টতা নেই আমার। কিন্তু আপনি লিখেছেন যে “এরপর থেকে শুধুই আঁধার”, আমি নিজে কিছুতেই, কোনকিছুতেই আধাঁরে বিশ্বাসি নই। আশাবাদ আমার নিজের কাছে শেষ কথা। তাই এইসব লিখে ফেললাম কিছু নিজের বোঝা বা না বোঝা ধারণার কথা। নিজের প্রতি বিশ্বাস কিছুতেই হারাবেন না। বিশ্বাস করছি মনে প্রাণে যে আপনি ঠিক কোনও না কোনভাবে কিছু সমাধান বার করতে পারবেন। কোনভাবেই যদি কষ্ট পান আমার একটাও শব্দের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

    শুভেচ্ছা ও ভালবাসা রইলো আপনাদের পরিবারের সবার জন্য এই অচেনা মানুষটির তরফ থেকে।

  • dd | 124.247.203.12 | ০২ আগস্ট ২০১১ ১৩:৫৯482516
  • আমার তো ধারনা অন্যান্য অসুখের মতন এই যেমন হাঁপানী বা বাতের ব্যাথা বা হাই প্রেসার, এই মানসিক অবসাদ ও একটা নিছকই অসুখ। কতকগুলোর কেমিক্যালের অভাব বা ইম্ব্যালেন্স।

    এটার জন্য চিকিৎসা করাতে হবে,অসুধ খেতে হবে আর অন্যান্য থেরাপীও চালাতে হবে।

    আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার থেকেই বলছি।
  • de | 203.197.30.2 | ০২ আগস্ট ২০১১ ১৪:৫০482517
  • নীনা-দি,

    ভাষা হারিয়ে গেলো তোমার লেখা পড়ে -- পাশে রইলাম তোমার, এটুকুই শুধু বলতে পারি -- তবে বুঝিয়ে শুনিয়ে অবশ্যই সাইকোথেরাপিস্টের কাছে নিয়ে যাও, শুধু সময় যথেষ্ট নয়।

    আর যদি পারো একবার দেশে নিয়ে এসো তাকে, সবপেয়েছির দেশে মানুষ সে, কতরকমের প্রবলেম, কতো দারিদ্র-দু:খ নিয়েও মানুষ কিভাবে সুখী হয়, শান্তিতে থাকে এটা কোন অর্গ্যানাইজেশানের সাথে যুক্ত হয়ে যদি বোঝাতে পারো আর দেখাতে পারো, এই না-পাওয়ার বোধ কেটে যাবে হয়তো। বেশ কিছুদিনের ছুটি নিয়ে দেশে এসো!

  • mita | 71.191.42.195 | ০২ আগস্ট ২০১১ ১৫:২৭482518
  • নীনা, স্তম্ভিত হয়ে গেছি। কিছু বলার নেই, শুধু পাশে রইলাম।
  • kk | 69.245.8.145 | ০২ আগস্ট ২০১১ ১৯:১৯482519
  • নিনা দি,
    হাতটা একটু দাও, ধরি। চোখ ঝাপসা লাগছে।
  • kiki | 59.93.209.121 | ০২ আগস্ট ২০১১ ২০:২৭482520
  • প্রথমে সুচেতাকে, আরে! আজ পজ্জন্ত্য একটা সফল টই দেখাতে পারেন যেটা হাইজ্যাকিত নয়? অ্যাঁ?

    দিদিয়া,
    সকাল থেকে ভয়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম এই টই থেকে, হালকা পলকা মানুষ,কি বলতে কি বলে ফেলবো। তবে আমিও কিছুটা দের মতো ভাবছিলাম। তোমার ছেলে তো খুব সেন্সিটিভ, যদি তোমার ছেলেকে দেশে আনতে রাজি করতে পারো।সঙ্গে নিয়ে এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘোরাও।আমাদের ঐতিহ্য,সহনশীলতা, অনেককিছু না পেয়েও খুশী থাকতে পারা সাধারন মানুষদের মধ্যে নিয়ে এসে,জানিনা, মানে বুঝতে পারছি না কি বলবো যে, এত হাসিখুশী আর হৈ চৈ করা মানুষ ও যে এতটা কষ্ট চেপে রাখে!

    দুজন অসম্ভব সেন্সিটিভ মানুষ নিয়ে থাকতে থাকতে, যারা(যার মধ্যে একটা তো নিতান্তই কুচো)ও নানাভাবে সমাজের চাপে মানসিক সুস্থতা হারিয়েছিলো , বুঝি যে কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছো।তবে আজ অনেক ভাবনা ওলোট পালোট হয়ে গেলো। তোমাকে তোমার এক ভাই বলে দিতে বলেছে সেও তোমার পাশে এসে খানিক চুপ করে বসে থাকলো।

    আর দ্যাখো , কাল রাত থেকে দুটো টই পড়লে বোঝা যায় যে কত জন ই কত কষ্ট চেপে থাকে।অন্তত কিছুক্ষনের জন্যে হলেও তো বন্ধুরা নিজেদের কথা বলে গেলো।এই আমরাই কত ঝগড়া করে মরি, আবার কত আপন হয়ে যাই কখন ও কখন ও।

    এইরে, আবার কি বলতে কিসব বলছি। পালাই।
  • hu | 12.34.246.72 | ০২ আগস্ট ২০১১ ২০:৩৯482521
  • কাল থেকে অনেকবার এই টইটা ঘুরে গেছি। কিছু লেখার ক্ষমতা নেই। শুভকামনা রইল।
  • Nina | 12.149.39.84 | ০২ আগস্ট ২০১১ ২৩:০৩482522
  • আমার অন্ধকার আজ আলোয় আলোয় ভরে দিলে তোমরা--সকল গুরু-ভাইবোনেরা :-))
    সব্বইকে আমি আলাদা করে কি যে বলি, তোমাদের আন্তরিক ভাবনাগুলো আমার ক্ষতের মীরাকেল-প্রলেপ!
    যারা যারা পড়ছ, এই নিয়ে কিছু বলছ, ভাবছ, সব্বইকে বলছি।তোমাদের শুভকামনাই আমাদের চলার পথের পাথেয়।

    তোমাদের প্রশ্ন/উদ্বেগগুলোর উত্তর জানাই:

    চেষ্টা করেছি সাইকো অ্যানালিস্ট, থেরাপিস্ট, সাইক্রিয়াটিস্ট --কিছুতেই যায়না--মুস্কিল হল adult বলে জোর করা যায়না ।
    আমর দুজন অনেক পেরেন্ট গ্রুপ মিটিঙে গেছি, যাদের এই এক প্রবলেম, সাইকোঅ্যানালিস্টের কাছে গিয়েছি--যে আমাদের কি করা উচিৎ---তবে সবই মোটামুটি ঐ এক জায়গায় এসে থেমে যায়---ছেলেকে নিয়ে এস!!
    অনেক করে বলি একবার দেশে চল--যে ছেলে প্রতি এক বছর অন্তর দেশে যেত--কিছুতেই যায়না।
    সবকিছুর উত্তর " I am working on itI don't need any chemicals etc ফ্যামিলি ডাক্তার, ছোট থেকে ওকে দেখেন, খুব ভালবাসেন, কত বুঝিয়েছেন---উনি বলেন--the problem is he knows so much that I can not fool him
    Jefferson Med Hsptl এর সাইকো ডেপার্টমেন্টের হেড ,Dr Salman Akhter আমাদের খুব ভাল বন্ধু --কত ওকে ইমেল করে কথা বলতে চেয়েছেন--উত্তরই দেয়না।

    সেই মেয়েটিকেও যোগাযোগ করতে পারিনি, ছেলেকে অনেক জিজ্ঞেস করেছি কোনো ফিজিক্যাল প্রবলেমে ওর এই রিয়াকশন কিনা , কিছুই খুলে বলেনা।

    তবে মন বলে কিছু একটা ঠিক রাস্তা বেরোবে, একদিন এই সব কিছু পেছনে রেখে সে এগিয়ে যাবে--আবার জীবনের ছন্দ খুঁজে পাবে।

    আমার উদ্দেশ্য কিন্তু তোমাদের মন খারাপ করে দেয়া নয়--শুধু এই ঘটনা শুনে যদি কারুর কোনো ভাবে একটুও উপকার হয়--আর তোমাদের শুভকামনায় ছেলেটার ভাল হবে এই আশাটুকুও আছে বৈকি--

    কি যে বলি--বুঝতেই পারছিনা--

    দয়া বলে কেগো তুমি
    কও নাকো কথা
    অশ্রুভরা আঁখি বলে
    আমি কৃতজ্ঞতা!!
  • aka | 168.26.215.13 | ০২ আগস্ট ২০১১ ২৩:৩১482523
  • নিনাদির পুরো পরিবারের বিশেষ করে নিনাদির এই পজিটিভ স্পিরিটটা খুব ভালো লাগল। আশা করব সব ঠিক হয়ে যাবে।
  • rimi | 168.26.215.135 | ০২ আগস্ট ২০১১ ২৩:৫১482524
  • নিনাদি, এই ঘটনাটার থেকেও অনেক বেশি কিছু শিখলাম তোমাকে দেখে। এরকম ঘটনা কেন ঘটল বলা মুশকিল। শুধুই চাপ এর কারণ নাও হতে পারে। খুব বেশি সংবেদনশীল মানুষের কিছু অন্যরকম ভালনারেবিলিটি থাকে, সাধারণ কোনো ঘটনাতেও খুব বেশি রিঅ্যাকশন হতে পারে।

    কিন্তু আমি অবাক হলাম তোমাকে দেখে। তোমার মানসিক শক্তি বিরাট। বাইরে থেকে দেখে বোঝাই যায় না এত বড় একটা কষ্ট বয়ে বেড়াচ্ছো, সবাইকে প্রাণভরে ভালোবাসা দিচ্ছ, আগলে রাখছ, কোথাও কোনো তিক্ততার আভাসমাত্র নেই। আমার খুব প্রিয় এক বান্ধবী আছে এরকম। ওর ছেলেটি অটিস্টিক। ও লড়ে যাচ্ছে ছেলের জন্যে সবরকমভাবে, কিন্তু সবসময় হাসিমুখ।

    তোমরা তিনজনেই যেভাবে ওর পাশে রয়েছ, সেটাও কিন্তু কম বড় কথা নয়। ও নিশ্চয়ই এই সমস্যা একদিন কাটিয়ে উঠবে।
  • byaang | 122.172.246.139 | ০৩ আগস্ট ২০১১ ০০:০৪482526
  • রিমির ঠিক এই কথাগুলো ই আমি আজ সারাদিন ধরে ভাবছিলাম। যে নীনাদি কেমন করে পারে এত বড় কষ্ট চেপে হাসিমুখে আমাদের সবাইকে এরকম উজাড় করা ভালোবাসা দিতে! নীনাদি দেখ, শুধু তোমার এই স্পিরিটটার জন্যই খুব শিগ্গিরি ও আবার তোমার সঙ্গে বসে হাসিমুখে অনেক অনেক গল্প করবে।
  • Abhyu | 128.192.7.51 | ০৩ আগস্ট ২০১১ ০০:০৫482527
  • রিমিদির কথাগুলো আমারও মনে হচ্ছিল। নিনাদির মনের জোরের কথা।
  • sayan | 115.241.48.206 | ০৩ আগস্ট ২০১১ ০০:২৪482528
  • নীনাদি, তোমাদের সব্বার এমনি করে ওকে বুকে আগলে রাখা ... সব ঠিক করবে একদিন। ওর সামনে কখনও মনখারাপ করবে না। জীবন ঠিক পথ খুঁজে নেবে একদিন।
  • Somnath | 117.194.195.233 | ০৩ আগস্ট ২০১১ ০০:৫৮482529
  • নীনাদিকে কিছুই বলার নেই। কোনো কথার কোনো মানেও হয় না এখানে।

    আমার খুব কাছের এক বন্ধুকে এই গার্লফ্রেন্ড কেসের পর এরকমই পুরো পাল্টে যেতে দেখেছি। শুধু সে ডিপ্রেসনের এই এক্সট্রিমটা টাচ করেও ফিরে আসতে পেরেছে। পুরোটা জানিনা, তবে সম্ভবত কোনো সাইকোলজিকাল কনসাল্টেশন ছাড়াই। তবে বিশাল বদলে গেছে এখন কলেজ জীবনের থেকে।

    এটা খুব একটা পড়াশুনোর চাপের জন্য নয় বলেই মনে হয়। নীনাদি বোধহয় পড়াশুনো সক্রান্ত জোরাজুরির অপরাধবোধটা কাটিয়ে দিতে পারো।

    জানিনা জিজ্ঞেস করে ঠিক করছি কিনা, নীনাদি, এই ইনসিডেন্টের পর কোনো ব্লাড টেস্ট রিপোর্ট বা অন্য কোনো মেডিকাল টেস্ট করা কি সম্ভব হয়েছিল? যা বুঝলাম, বোধহয় হয় নি।
  • nabanita | 209.36.244.253 | ০৩ আগস্ট ২০১১ ০১:০৭482530
  • নীনা,

    শুধু আঁধার কখনো হয় - ছেলের সংবেদনশীল মনটাকে তো চিনতে পারলে। আরো দেখ ছেলে কিন্তু হাজার ডিপ্রেসান নিয়েও তোমাদের কাছেই ফিরেছে - কাজেই সেও জানে তার ঠিক ভরসার জায়গাটা কোথায়। আসলে আমার কি মনে হয় জান কখনো কখনো বিভিন্ন দিকের প্রত্যাশা - মা-বাবা, সমাজ, প্রতিবেশী সব মিলে মানুষের মনে একটা চাপ তৈরী হয় - তখন মানুষের ব্যবহার, আচরণ ঠিক সমাজের বিচারে স্বাভাবিক থাকে না। এটার জন্য তোমরা নিজেদের দোষী কখনো ভেব না - তোমাদের মতো করে তো তোমরা ওর bestটাই চেয়েছিলে- সেটা ছেলেও জানে সেজন্যই জীবনের সব চাইতে টালমাটাল সময়ে তোমাদের উপরেই নির্ভর করেছে।
    ও যখন সময় চাইছে ওকে নয় একটু সময় দিলেই বা - ওকে যদি বোঝাও যে তোমরা শুধু ওকে ভালই বাস না, সেই সঙ্গে ও যে একজন সৎ, সংবেদন্‌শীল মানুষ সেই জন্যে ওকে নিয়ে গর্বিতও হও - কে জানে হয়ত ওর ডিপ্রেশানে একটু আলোর ঝলক আসতেও পারে। আমার তো মনে হয় ওকে নিয়ে তোমরা লজ্জা পাচ্ছ বা সংকোচ বোধ করছ এটা ওর মনে হলে আরো চাপ পড়বে। আগের মত বাড়িতে নয় পার্টি করলেই - যে বন্ধুরা ওকে accomodate করতে পারবেন না - তাঁরা কি সত্যিই বন্ধু?

    নয় বা ছেলে বিশ্ব বিখ্যাত নাই হল - খুব তাতে কিছু এসে যায় কি? একবার ছেলের মাথায় ঢোকানোর চেষ্টা কর যে "খোকা বলেই ভালবাসি/ভালো বলেই নয়" - দেখবে আস্তে আস্তে সেরে উঠবে নিশ্চয়ই - যে মা বাবা এত সাহসী যে নিজের কাজকে এত ভাল ভাবে analyze করে নিজেদের সম্ভাব্য ভুল মেনে নেওয়ার সাহস রাখেন - তাঁদের পাশে পাওয়াই তো ছেলেকে অনেক অনেক এগিয়ে দেবে।

    ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আর সেই young manকে যে ডিপ্রেসড হয়েও নিজের জোরে সেরে ওঠার confidence হারায় নি।

    নবনীতা
  • nk | 151.141.84.194 | ০৩ আগস্ট ২০১১ ০২:১৯482531
  • নিনা, তোমাকে এতদিন যতটুকু জেনেছিলাম লেখায় বা ছবিতে, সেসব ছিলো মানুষের দেখা, ছায়া ছায়া, সীমাবদ্ধ, ভুলঠিকে ভরা মানুষের মতন। আজকে যেন আলোয় দেখতে পেলাম তোমায়, মা সারদার মতন, মা দুর্গার মতন, সারা আকাশ ভরে ছড়িয়ে আছে যে মা, যে মায়ের হৃদয় হাজার হাজার মাইল পার হয়ে সন্তানের হৃদয়ের সাথে ছুঁয়ে থাকে।
    আমি সামান্য মানুষ, প্রার্থনাই শুধু করতে পারি, ভালো হয়ে যাক সে দ্রুত, ভালো হয়ে যাক।
    তুমি নিজেও ভালো থেকো, তোমার নিজের শক্তি দিয়ে তাকে টেনে আনবে আলোতে।
    সব ভালো হোক, সব ভালো হোক।

  • Kakali | 144.160.98.31 | ০৩ আগস্ট ২০১১ ০৪:২১482532
  • নিনা,
    আমি টইপত্তর-এর বহুদিনের নিরব পাঠিকা। অনেক ধন্যবাদ আপ নাকে এই experience টি share করার জন্যে।
    আমার ছেলেটি-র এইবার Junior Year শুরু হবে High School এ। Sophomore Year থেকেই অপিরিসীম চাপ - AP Classes, extracurriculars, college prep courses যা যা আপ নি বলেছেন। আমি-ও পরিস্থিতির চাপে pressurize করছি, কখনো প্রয়োজনের অতিরিক্ত। তাতে সংঘাত, মনমালিন্য আসছে। এবং আমার ছেলে-ও বেশ নরম মন-এর, কাজেই দু তরফ-এর মন খারাপ ইত্যাদি।
    আগামি দু বছরে ছেলের পরাশুনো related stressful মুহুর্ত যখন আসবে আমি এই টই-টির কথা মাথায় রাখব।

    শুভ কামনা সহ,
    কাকলি
  • Nina | 68.45.76.170 | ০৩ আগস্ট ২০১১ ০৪:৩০482533
  • ইস! এবর আমার লজ্জা করছে ---বেজায় হেভি হয়ে যাচ্ছে জে টই! ধ্যুস!

    আমি অত কিছু শক্ত নই হে বাবু বিবিরা, টিকটিকি আর্শোলা দেখলে পালাই, রক্ত দেখলে অজ্ঞান হয়ে যাই---মেয়েকে ছোটবেলায় ডাক্তারের কাছে নিয়ে গেছি--দেশে গিয়ে হাতে ইয়াব্বড় ফোড়া হয়েছে--সেটা দেখাতে---মেয়েতো সারা রাস্তা --কি হোবে কি হোবে --করছে, খুব সাহস দিচ্ছি কিচ্ছু হবেনা, ডাক্তার কুট কতে কেটে দেবে---ও বাবা ডাক্তার যখন ওতা ফাটিয়ে ড্রেস করছে---অমি পপাত ধরণী তল--অজ্ঞান!!

    আরে নিজে কি কেউ 'বাপ' বলে পেয়াদায় বাপ বলায়!
    আস্তে আস্তে মনটাকে শক্ত করেছি--বাকি তিনজন যে আমারই মুখের দিকে চেয়ে থাকে---আর সেটা করতে পেরেছি আমার এই ভাল বন্ধুভাগ্যের জোরে , তোমাদের শুভকামনাই আমার মনের জোর। এত মানুষের কথা কি ফেলা যাবে --হতেই পারেনা।

    আমি এখানে এটা লিখলাম যাতে মানুষের কোনো কাজে কাজে লাগে ---মনের কথার। ব্যাথার, কিনারা হয়।
    আর আমিও তো নিরন্তর খুঁজি --কি করা যায়--ব্রেন স্টরমিং করলে কত নতুন রাস্তা মেলে --তাই না?
    সব চেষ্‌তা করতে রাজি ---
    সোমনাথ--হেলথ ইন্সিওরেন্সের জন্য রেগুলার ব্লাড চেক আপ তো করানো হয়েছিল---তুমি আমাকে বিন্দাস বল আরও কি করা উচিৎ। যে ভাবেই হোক যদি একটা রাস্তা পাওয়া যায়। আমাদেরও মনে হয় সেই মেয়েটি সংক্রান্তও কিছু ঘটে থাকবে যেটা কিনা এই পরিস্থিতি ট্রিগার করেছে ---আমি তো ওকে এও জিজ্ঞেস করেছিলাম " are you gay? its ok with us বল্ল না।
    সবাই এখানে যা যা বলেছ সবই ট্রাই করেছি।
    নব, বধুরা খুব ভাল গো, তারাও খুব চিন্তিত ওর জন্য--বাড়ীতে লোক ডাকতে পারিনা কারণ তাহলে ও সমস্তক্ষণ ঘরে দরজা বন্ধ করে বন্দী হয়ে থাকে--তাই কষ্ট হয়। আর ও একটা সুন্দর সুখের জীবন পাবে এইটুকুই আশা---বিশ্ববিখ্যাত তো ছেড়েই দাও --ওর নিজের একটি ছোট্ট সংসার হবে --হেসে খেলে আনন্দে থাকবে---এর বেশি কিছু চাইনি তো---ডাক্তার হলে স্ট্রাগল করতে হবেনা বলে ওর বাবার বড় শখ, আর আমাদের ফ্যামেলিতে কোনো ডাক্তার নেই--তই!

    নিশিকান্ত, আপুনি কি আফিম সেবন করিয়াছেন? একখান ভাল দেখে প্রত্যুষার কবিতা দ্যান না, প্রাণডা জুড়ায় :-)

    তোমাদের সব্বইকে আবার অনেক ভালবাসা জানাই---তোমরা সবাই আমাদের পাশে আছ---আমরাও আছি তোমাদের সঙ্গে 24/7:-)
    ব্যাস এবার সব্বাই হাস গাও--খুশি মনাও :-))))
  • Somnath | 117.194.194.49 | ০৩ আগস্ট ২০১১ ০৭:৩৭482535
  • আমি মেয়েটাকে খুঁজে বের করা ছাড়া এক্ষুনি অন্য কিছু ভাবতে পারছি না। আননোন এপিসোডটাকে তোমাদের জানতে হবে। যে ভাবেই হোক। প্রাইভেট ইনভেস্টিগেটর দিয়ে হলেও। নয়তো ওর বন্ধুদের থেকে খোঁজ খবর করে ... মানে যে ভাবেই হোক। ওটা না জানলে প্রসেসটা বড্ড বেশি স্লো।

    তবে প্রবলেম শব্দটা তৈরি হয়েছে সলিউশন শব্দটা আছে বলেই। আমার মনে হয়।
  • siki | 123.242.248.130 | ০৩ আগস্ট ২০১১ ০৮:৫৯482537
  • "প্রবলেম শব্দটা তৈরি হয়েছে সলিউশন শব্দটা আছে বলেই।'

    একঘর। অসাধারণ। লাইকিয়ে গেলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন