এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবার মমতার হঠকারিতায় ভুক্তভোগী

    Biplab Pal
    অন্যান্য | ০৫ সেপ্টেম্বর ২০১১ | ৪৬০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Biplab Pal | 69.250.67.136 | ০৫ সেপ্টেম্বর ২০১১ ০৩:১৬490840
  • মমতা ব্যানার্জি এই মুহুর্তে ভারতের সব থেকে বড় জনপ্রিয় নেত্রী-আর কোন রাজনৈতিক নেতার পেছনে এত জনসমর্থন নেই। কিন্ত এই জনসমর্থনের ভিত্তি কি-এর জন্যে পশ্চিম বঙ্গ কি খেসারত দিয়েছে এবং ভারত বর্ষ কি কি দিতে চলেছে সেইসব অপ্রিয় প্রশ্ন প্রবল মিডিয়া জোয়ারে ভেসে গেছে।

    সেই ফর্দ বাদ দিয়ে বর্তমানে আসা যাক। মঙ্গলবার মনমোহন সিংহের বাংলাদেশ সফর শুরু হচ্ছে। বহুদিন থেকে ফেলে রাখা দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে সেখানে চুক্তি সাক্ষর করার কথা। এর মধ্যে তিস্তা এবং ফেনীর জল বন্টন চুক্তিও আছে। চুক্তির খসরা দীপুমনির কালকের বক্তব্য অনুযায়ী শেষ। অর্থাৎ দীর্ঘদিনের তিক্ততার আঁধার শেষ করে ভারত-বাংলাদেশ সম্পর্কের এক নতুন সূর্যের উদয় হতে পারত মঙ্গলবার।

    আপাতত সেসব আশা সেগুড়ে বালি। কয়েক ঘন্টা আগে মমতা ঘোষনা করেছেন তিনি মনমোহনের সফর সঙ্গী হচ্ছেন না। মনমোহনের সাথে ভারতের আরো ৫ মুখ্যমন্ত্রী আসার কথা-কারন এই সব চুক্তির সাথে পশ্চিম বঙ্গ, আসাম, মিজোরম ত্রিপুরা ইত্যাদি রাজ্যও জড়িত। তারা একমত না হলে মনমোহন চুক্তির বন ঠিক করতে পারেন না-সেক্ষেত্রে পরবর্তী নির্বাচনে কংগ্রেস এই সব রাজ্যে বাজে ফল করতে পারে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্মতি ছারা জলবন্টন চুক্তি সম্ভব না। উচিত ও না।

    এর মধ্যে আসাম নিয়ে চিন্তা নেই-ওটা কংগ্রেস শাসিত রাজ্য-তরুন গগৈ দিল্লীর ইয়েস ম্যান-সুতরাং সেখান থেকে বিরোধিতা আসার প্রশ্ন নেই। ত্রিপুরাতে বাম সরকার নীতিগত ভাবে ভারত-বাংলাদেশ মৈত্রীর পক্ষে। বিরোধিতা সেখান থেকেও প্রত্যাশিত না। মমতাও যাবেন বলে ঠিক ছিল-প্রধানমন্ত্রীর সেক্রেটারী, তিস্তার জলবন্টন চুক্তিটির বনের জন্যে বেশ কিছু দিন কোলকাতায় ছিলেন। তাতে মমতার সায় ছিল। মমতা মঙ্গলবার যাচ্ছেন-এমনটা ঠিকই ছিল।

    কয়েক ঘন্টার আগের খবর, মমতা চুক্তির বনে অসম্মতি প্রকাশ করেছেন। তাকে যা বলা হয়েছিল, চুক্তি নাকি সেই মত হয় নি। স্টার আনন্দ খবর দিচ্ছে মমতা চেয়েছিলেন বাংলাদেশকে সর্বাধিক ২৫,০০০ কিউসেক জল দেওয়ার কথা। সেখানে নাকি চুক্তি অনুযায়ী ৩০,০০-৪০,০০০ কিউসেক জল দিতে হতে পারে। আমার পাটিগণিত মিলিল না-তিস্তাতে যতদূর জানি ২৫,০০০ কিউসেক জলই থাকে না-গড় প্রবাহ ১২,০০০ কিউসেকের। সেখানে এই নাম্বারগুলো কে পেল, কোথা হইতে পেল জানি না। বাংলাদেশ বা ভারতের কোন মিডিয়ার কাছে চুক্তির কোন খসরা নেই! এ চুক্তি নিয়ে কোন দেশেই কোন পাবলিক ডিবেট হল না। বাংলাদেশে প্রধানমন্ত্রীর দুই সচিব আর ভারতের প্রধানমন্ত্রী এবং পাঁচটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সচিব পর্যায়ের বৈঠকে ঠিক হয়েছে এই চুক্তির বন। দুই দেশের জনগণই অন্ধকারে।

    এবার মমতা বেঁকে বসায়-মনে হচ্ছে গোটা সফর আর দ্বিপাক্ষিক সম্পর্কের সব দস্তানা এখন বিশ বাঁও জলে। মমতা জানিয়েছেন এই চুক্তি পশ্চিম বঙ্গের স্বার্থ বিরোধি। তাই তিনি যাবেন না। কেন স্বার্থ বিরোধি তার কোন ব্যখ্যা নেই। না গিয়ে প্রতিবাদ জানাচ্ছেন! কি অদ্ভুত! যদি ব্যপারটার বিরোধিই তিনি হোন-মনমোহনকে জানালেই হল-তিনি মানছেন না। আবার খসড়া হোক। এই ধরনের নাটক কেন? আমি অবাক নই-আসলে এই ধরনের নাটক না করলে-মিডিয়াতে প্রমান হবে না তিনি দেশপ্রেমী রাজনীতিবিদ। মিডিয়া ম্যানুপুলেশনে মমতা ১০০ তে ১০০ পাবেন-এই ভাবেই তিনি আজ জননেত্রী।

    এই ভদ্রমহিলা অবশ্য এমনই নাটক করেন। যেহেতু বাংলার মিডিয়া সম্পূর্ন মমতাময়ী-তার দেশপ্রেমের জন্যে সবাই দুহাত তুলে নাচবে। চারিদিকে মমত বন্দনায় ভরে উঠবে। এই লেখার জন্যে তৃণমূলি এবং দিদি বন্দনায় নিবেদিত প্রাণ ভাইদের গালি খেতে হবে আমাকে।

    কিন্ত ক্ষতি হবে বাংলাদেশের। এই জল বন্টন চুক্তিগুলি বাংলাদেশের ভীষন ভাবে দরকার। দীপুমনি সহ হাসিনা সরকার দীর্ঘদিন চেষ্টা করছেন, ভারতের সাথে এই বিবাদ্‌গুলি মিটিয়ে নিতে। সব কিছু যখন হয়ে গেছে, তখনই ইন্দ্রপতন ঘটালেন মমতা।

    মমতা পশ্চিম বঙ্গের স্বার্থ অবশ্যই দেখবেন-কিন্ত বাংলাদেশের মতন প্রতিবেশীরা জলের অভাবে কিভাবে ভুগছেন, সেটা যদি না দেখেন-তাহলে বিশাল ভুল করছেন। প্রতিবেশীর বাড়িতে আগাছা জন্মালে, সেটা নিজের বাগানেও আসে। উনি নিশ্চয় জানেন ভারত বিরোধিতা হচ্ছে বাংলাদেশের মৌলবাদি শক্তি মূল বারুদ। আর সেই বারুদের মসলা আসে এই জল বন্টন চুক্তিগুলো অমীমাংসীত থাকায়।

    ভারত বিগত দুই দশকে বাংলাদেশের স্বার্থ দেখতে ব্যর্থ হয়েছে। জল বন্টন চুক্তি সহ বাকী যা কিছু বাংলাদেশীরা ভারতের কাছ থেকে সুবিচার আশা করে-সেটা হাসিনা সরকারের দীর্ঘ চেষ্টাতে প্রায় মিটতে চলেছে। বাংলাদেশের জন্যে মনমোহনের সফর এবং সেই সফরে এই জলচুক্তিগুলি সার্থক হওয়া জরুরী।
    এটা কি মমতা বোঝেন?

    মনে হয় না বোঝেন। তার কাছে রাজনৈতিক জনপ্রিয়তাই শেষ এবং আসল কথা। এতদিন আমরা ভুগেছি। এবার মনে হচ্ছে বাংলাদেশীদের পালা।

    এর মধ্যে তিনি যদি বোঝেন এই চুক্তির গুরুত্ব ত ভাল-নইলে এমন নাটক করে, বাংলাদেশের কাছে নিজেদের লজ্জা বাড়িয়ে লাভ নেই।
  • v | 168.244.164.244 | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৩:০২490851
  • বিপ্লববাবু: মমতা শুধুমাত্র নাটক করছেন এর স্বপক্ষে আপনার যুক্তি কি? নাকি আপনার অনুমানের ভিত্তিতে উপরের লেখাটা নামালেন?
  • PT | 203.110.247.221 | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৬490862
  • নাটক তো শুধু জল নিয়ে নয়.......
    The new Mamata Banerjee government, which had earned praise from school teachers for paying their salaries on the first of every month soon after they came to power, now need to find a way to soothe the ruffled feelings of the college teachers who are worried over their payment.......That means the teachers will have two months's salaries pending during the Durga Puja.......
    http://in.news.yahoo.com/bengal-college-teachers-not-paid-salary-june-172447259.html

  • ppn | 112.133.206.22 | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২০:২০490873
  • তিস্তা চুক্তি বাতিল।
  • ppn | 112.133.206.22 | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৪490884
  • বস্তুত বিপবাবুর লেখাটিতে যুক্তিনির্ভর আলোচনার বড়ই অভাব।

    এমনকী, প্রথম বাক্যটিই ভুল। নাকি গাজোয়ারি মন্তব্য? ২০১১ তে প:বঙ্গের সাথেই তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন হয়। সেখানে মমতার থেকেও ল্যান্ডস্লাইড মার্জিনে জিতে ক্ষমতায় আসেন জয়ললিতা।
  • Sibu | 70.7.129.169 | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৪490889

  • http://www.indiastudychannel.com/forum/75333-Mamata-Banerjee-Forced-Central-Govt-Postpone-Tista-Water-distribution-Contract.aspx


    চুক্তির বয়ান কি কিছু বোঝা গেল? একবার বলছে ৫২-৪৮ ভাগ, আবার বলছে বাংলাদেশকে ২৫০০০ ম্যাক্স বনাম ৬০০০০ ম্যাক্স। এসবের মানে কি বোঝা গেল?

    এটা না বোঝা গেলে দিদির নাচানাচির মানে বোঝা গেল না।
  • Sibu | 70.7.129.169 | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৬490890

  • http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Govt-puts-pay-hike-arrears-dearness-allowance-on-hold/articleshow/9630249.cms

    Instead, it has issued an order last Thursday specifying the bills that it will clear in the days to come. They include medical reimbursement and advances toward hospitalization, electricity and telephone bill payment of government offices, salary, honorarium and stipends for junior doctors and expenses toward running ICDS centres. All others, such as bills for road repair, construction, car hire, fuel bills and travel allowance have to wait. No one knows whether this was the finance minister's ploy to bring down the salary component of the state expenses, but the fact remains that the government has stopped payment of the final installment of the pay revision arrear.

  • Mmu | 79.86.171.40 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৩:০১490891
  • বিপ্লব বাবু ,
    "আপনি বাঁচলে বাপের নাম' -- জানেন তো নিশ্চই । যদি কম জানেন তো শুনুন- বাংলাদেশকে যদি সব জল দিয়ে দেন তবুও আপনি বা আমি সেই কাফেরই থাকবো
    । অতএব নিজেকে আগে বাচতে হবে।
    আর এভাবে মমতার বিরোধীতা করে লাভ নেই। আপনি একা ,কাউকে সাথে পাবেননা । ও হ্যা PT দাকে অবশ্যই পাবেন সাথে। ওনারো তো সেই মমতা বিরিধীতাই একমাত্র কাজ। (দীপা দাসমুন্সী, অরুনাভ ঘোষ ........)
  • Sibu | 70.7.129.169 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৩:৩৫490892
  • আরে, কাফের ম্মু যে :)। কেমন আছেন?
  • ranjan roy | 122.163.79.63 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৭:৫৬490841
  • ম্মু,
    মাপ করবেন। যদি পিটির স্ট্যান্ড অন্ধ মমতাবিরোধিতা হয়, তো আপনিও বিপরীত মেরুতে দাঁড়িয়ে দিদির অন্ধ সমর্থক।
    এসব লেবেলিং ছেড়ে আসুন না পিটির মুল কনটেন্ট নিয়ে( যদিও এটা অন্য থ্রেডে যাওয়ার যোগ্য)।
    কলেজের শিক্ষকদের যে বেতন বকেয়া থাকছে, দ্রব্যমূল্য বৃদ্ধির সময় ডি এ ফ্রিজ করা হচ্ছে-- দিদির এইসব ""জনদরদী'' নীতির যৌক্তিকতা নিয়ে আপনার কোন কনসার্ন নেই? ব্যয় সংকোচের কথা হচ্ছে অথচ মন্ত্র্রীদের চেম্বার সাজানো এবং অন্য খাতে কিভাবে টাকা খরচ হচ্ছে সেটা দেখেছেন?
    নব্বই দিনে উনি একলক্ষ চাকরি তৈরি করেছেন এমন বড়ফট্টাই আপনি কোন্‌ তথ্যের ভিত্তিতে সমর্থন করবেন?
    ছোট খাট ব্যাপার দেখুন, মেসি যেতেই সল্ট লেক স্টেডিয়াম আবার ভলভো বাস রাখার আর খাবারেরদোকানের ঠেক হয়েছে; পোরিবত্তন কোথায়?
    দিদির ""বামেদের ওপর হামলা''র অভিযোগ ভিত্তিহীন বলা সঙ্কেÄও রোজ বাম সমর্থক মহিলা-পুরুষকে পেটানোর খবর আপনিও দেখছেন। পোরিবত্তন?
  • ranjan roy | 122.163.79.63 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৮:০৩490842
  • ম্মু,
    ধরে নিলাম যে আমি-আপনি বাংলাদেশে কাফের থাকবো আর আমরাও তো ওদের আমাদের দেশে ''নেড়ে'' করে রেখেছি।
    কিন্তু নদী কারো একার নয়। দুই পক্ষকেই উপলব্ধ জলকে নিজেদের মধ্যে র‌্যাশনিং করে ব্যবহার করতে হবে। সদিচ্ছা থাকলে করা সম্ভব। আগেও হয়েছে। ফরাক্কা বাঁধের জলবন্টন নিয়ে সত্তরের সমঝোতা মনে করুন, ওই কাফের আর নেড়েদের মধ্যে।:))
    আপনার যুক্তি মানলে কাল চিন ব্রহ্মপুত্রের জল আটকাতে পারে। তখন?
  • PT | 203.110.243.23 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৩490843
  • Mmu
    আপনি যদি সত্যি প্যারিসে থাকেন তাহলে আপনার চারপাশের মানুষজনের সঙ্গে কথা বললেই জানতে পারবেন যে ""আন্তর্জাতিকতা"" বলে একটি শব্দ আছে। এবং বিভিন্ন দেশের মধ্যে দিয়ে বয়ে যাওয়া একই নদীর জল ভাগাভাগির ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম কানুন আছে। এই নিয়ম -কানুন থাকা এবং সেগুলো মেনে চলাটা জরুরী কেননা অনেক পন্ডিতই মনে করেন যে পরবর্তী বড় যুদ্ধের কারণের মধ্যে তেল নয়, জল একটা বিশেষ কারণ হয়ে দাঁড়াতে পারে।

    এর পরেও যেটা মনে রাখার সেটা হল মমতার তিস্তা নিয়ে বর্তমান অবস্থানের সঙ্গে বামেদের অবস্থানের বোধহয় বিরাট কিছু ফারাক নেই। বামেরাও এই জাতীয় চুক্তি সম্পাদনের বিরোধীতা করেছে, কিন্তু তা নিয়ে কোন ""নাটক"" (এটা বোল্ড) হয়নি। স্ট্রীট পলিটিকস ভোটে জেতার পক্ষে ভাল কিন্তু কোন কোন ব্যাপারে একটা লক্ষণরেখা টানাটা জরুরী - নাহলে দেশের বেইজ্জতি হয়।

    সাধারণভাবে কুকুরে ল্যাজ নাড়ায়, এখন ল্যাজ কুকুরকে নাড়াচ্ছে। মনে হচ্ছে মমতার রাজনীতিতে বাঁচার জন্য সব সময়েই একটা বিরোধী দলের দরকার। বামেদের বধ করার পরে তিনি নতুন বিরোধী দল খুঁজছেন। এমনও হতে পারে যে কেন্দ্রের সরকারের পতন হয়ে অ-কংগ্রেসী সরকার ক্ষমতায় এলে তাঁর সুবিধেই হয়। মমতার গৃহশিক্ষক আবাপ শুরু করে পথ দেখিয়ে দিয়েছে (লিংক দিয়েছি আগে), মমতাও তাহলে পুরোপুরি ""কেন্দ্রের বঞ্চনা"" কে পাথেয় করে সেই পথে হাঁটতে পারেন।
  • Biplab Pal | 69.250.67.136 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৩490844
  • ও আচ্ছা আপনি বাঁচলে বাপের নাম?

    কোন সন্দেহ নেই বাংলাদেশ রাষ্ট্রটা ভারতের আর পাঁচটা অঙ্গরাজ্যের মতন-যেহেতু চারিদিকে ঘিরে আছে ভারত। সেই অর্থে পৃথিবীর সব রাষ্ট্রের জন্মের কারনই অযৌত্বিক-বাংলাদেশের ও তাই। কিন্ত জল ভাগ না করলে, সেই দেশের লোক যাবে কোথায়? ভারত বাংলাদেশের মধ্যে প্রায় ৫৬ টা নদী আছে। সব জল আমরা নিয়ে নিলে-সেই দেশ ত শুকিয়ে যাবে। এই টুকু স্বাভাবিক মমত্ব যদি প্রতিবেশীদের জন্যে না থাকে, বাংলাদেশে ভারত বিরোধিতা আরো বাড়বে।
  • Sibu | 184.234.7.152 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:০২490845
  • এইটে ইন্টারেস্টিং।


    http://www.un.org/waterforlifedecade/transboundary_waters.shtml

    The 1997 United Nations Convention on Non-Navigational Uses of International Watercourses is one international instrument that specifically focuses on shared water resources. It established two key principles to guide the conduct of nations regarding shared watercourses: "equitable and reasonable use" and "the obligation not to cause significant harm" to neighbours. However, it is up to countries themselves to spell out precisely what these terms mean in their watersheds.

    http://untreaty.un.org/ilc/texts/instruments/english/conventions/8_3_1997.pdf

  • Du | 14.96.183.23 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৫১490846
  • অথচ বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কিন্তু তিস্তার জলবণ্টন নিয়ে একটি পৃথক কমিটি তৈরি করা হয়েছিল। সেখানে কেন্দ্রের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ও সচিবের সঙ্গে রাজ্যের সচিবরাও ছিলেন। সে সময় নিয়মিত বৈঠক হত। অথচ নতুন সরকারের আমলে প্রথামাফিক সব পক্ষকে নিয়ে বৈঠক হল না কেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
    যৌথ নদী কমিশনের শেষ বৈঠকে বাম-আমলের সেচমন্ত্রী সুভাষ নস্কর মত দিয়েছিলেন, ভারতের জন্য ৭৫ শতাংশ জল রেখে ২৫ শতাংশ জল বাংলাদেশকে দেওয়া হোক। কিন্তু খসড়া চুক্তিতে সেই জলের পরিমাণ বেড়ে কেন ৫০ শতাংশ হল, সেটাও প্রশ্ন।
  • Du | 14.96.183.23 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ২১:০২490847
  • কথাগুলো আনন্দবাজারের রিপোর্টেও শেষে আছে, বাম নেতারা প্রশ্নও তুলেছেন - এতদিন কোন সর্বদলীয় বৈঠক না হয়ে শেষে এমন ক্লাইম্যাক্স।। ওনার পছন্দ হলে আর কারোই কোন বক্তব্য দেবার জায়গা থাকতো না
  • ranjan roy | 122.173.186.172 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ২১:১৩490848
  • শিবু যে জলবন্টনের অন্তর্‌রাষ্ট্রীয় নীতির কথা বলছেন তা ডেভেলেপ হয়েছে মাইক্রো লেভেলে অনেক পুরনো ল' অফ টর্টস্‌ এর স্পেসিফিক ম্যাক্সিম থেকে।
    গোদা বাংলায় বললে আপনি নিজের ঘরের আঙিনায় এমন নলকূপ খুঁড়ে বসাতে পারেন না যার ফলে প্রতিবেশির কুয়োর জল শুকিয়ে বা নেমে যাবে। তাহলে ও আপনার থেকে ক্ষতিপূরণ চাইতে পারে।
    কিন্তু ম্মূ খেয়াল করুন সেই স্ট্যান্ড পূর্বতন সরকারেরও ছিল যাতে তিস্তার জল আধারিত চালু প্রকল্পগুলো বন্ধ হয়ে না যায়, যা দু এবং পিটি বলেছেন।
  • pi | 128.231.22.133 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ২১:১৯490849
  • কিন্তু দুদি, ৫০% কি বেশি যথাযথ নয় ?
  • Du | 14.96.183.23 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ২১:৪০490850
  • যথাযথ কিনা তো অন্য ইস্যু আর একদেশের হাইডেল প্রজেক্ট চলার জন্য অন্য দেশের সেচ মার খাবে এটা কোন কাজের কথা নয়। কিন্তু কথাবার্তার মধ্য দিয়ে না হয়ে এভাবে শেষ মুহূর্তে সরাসরি এই কারণে চুক্তি ক্যানসেল হওয়া অনেক অনভোপ্রেত বঅড ব্লাডের জন্ম দেবে বলেই আমার মনে হয়।
  • ranjan roy | 122.173.186.172 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ২২:১৮490852
  • পাই,
    এভাবে সমান বাঁটোয়ারার থেকেও ইম্পর্ট্যান্ট হল ওয়াটার শেড বুঝে কোন
    সীজনে কার কত জল লাগে আর বাস্তবে সেই সময়ে কতটা জল উপলব্ধ সেটা দেখে আলাপ-আলোচনার মাধ্যমে মীমাংসা করা। বিভিন্ন পত্রিকা যা ডেটা দিচছে তাথেকে তো মনে হচ্ছে নতুন নতুন প্রোজেক্ট এবং নতুন কৃষিক্ষেত্রকে চাষের আওতায় আনতে দুই দেশের যা সম্মিলিত ডিমান্ড বাস্তবে তিসতায় অত জাল নেই। তাই দরকার ঠান্ডা মাথায় বসে গিভ অ্যান্ড টেক করা, না কি নাক ফুলিয়ে গোঁসা ঘরে বসে থাকা।
  • PT | 203.110.243.23 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৪490853
  • যেটা বিস্ময়কর সেটা হচ্ছে যে মমতা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা যাওয়ার সম্মতি দিয়েছিলেন তখন কি তিনি চুক্তির বিষয় সম্পর্কে অবহিত ছিলেন না? বিষয়টা কি ঢাকা যাত্রার ১/২ দিন আগেই তাঁর নজরে এল? তাহলে তো বলতে হয় যে গোটাটাই তুঘলকি স্টাইলে চলছে -আর নাহলে ইচ্ছাকৃতভাবে গোটা ঘটনাটা ঘটানো হয়েছে যাতে তাঁর রাজ্যদরদী ইমেজটাকে চাগিয়ে তোলা যায়। অন্তত: আবাপ ইত্যাদি কাগজ আর বেশীর ভাগ চ্যানেলের রিপোর্টিংএর ভাষা-ভঙ্গী দেখে তো তাই মনে হচ্ছে।
  • v | 59.177.200.45 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৯490854
  • তিস্তার জলবন্টন চুক্তি নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে কেন্দ্র প্রথম থেকে কোন আলোচনাই করেনি। মমতা এই ব্যাপারে দিনেশ ত্রিবেদীর কাছ থেকে জানতে পারেন। মমতা এতে আপত্তি করেন। ফলে শিবশঙ্কর মেনন মমতার সঙ্গে আলোচনা করতে আসেন। সেখানে চুক্তি নিয়ে দুজনের মধ্যে একটা রফা হয়। কিন্তু চুক্তির চুড়ান্ত খসরায় (যেটা মমতা হাতে পান ৪-সেপ্টেম্বর) সেই রফাসুত্র মানা হয় নি। তাই মমতা প্রথমে বাংলাদেশ যেতে রাজী হলেও পরে না করে দেন।
    http://www.anandabazar.in/archive/1110905/5raj1.html
    এতে PTদা কিম্বা বিপ্লববাবু নাটক কোথায় পেলেন বুঝতে কষ্ট হচ্ছে।
    একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে লুপে না রেখে সেই রাজ্যের মধ্যে বাহিত নদী নিয়ে কেন্দ্র কিভাবে কোন চুক্তির ড্রাফ্‌ট বানায়, সেটাই যথেষ্ট আশ্চর্যের, এবং অপমানকর তো বটেই।
    আমার নিজের মতে মমতা একদম ঠিক কাজ করেছেন।
    রঞ্জনদা: কাগজে প্রতিদিন সিপিয়েমের লোকজনের খুনের খবর পাওয়া যাচ্ছে, এটা ঠিক, তেমনি তৃনমূলের লোকজনও খুন হচ্ছে, সে খবরও পাওয়া যাচ্ছে। এই যে কঙ্কালকান্ডের জেরে প্রতিদিন বিভিন্ন যায়গায় মানুষের কঙ্কাল পাওয়া যাচ্ছে, এ বিষয়ে কোন বামপন্থী বুদ্ধিজীবি এই গুরুর পাতায় আলোচনা করেছেন, ঘটনার নিন্দা করেছেন? PT বাবু এখান ওখান থেকে দশটা লিঙ্ক দিচ্ছেন কিন্তু এই ব্যাপারে কোনো আওয়াজ নেই। বামফ্রন্টের কোনো নেতার জনসমক্ষে এ ঘটনার নিন্দা করে বিবৃতি নেই। বিমানবাবু গুটিবসন্তের থিওরি আওরাচ্ছেন, বুদ্ধবাবু বলছেন রাজনৈতিক প্রতিহিংসা।
    লেবেলিংটা বোধহয় এই সব দেখেই শুরু হয়।
  • Mmu | 79.86.171.40 | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৪490855
  • ranjan দা, PT দা, ও বিপ্লব বাবু ---
    আজ সময় কম আছে কাল লিখব এ ব্যাপারে। আজ সময় নেই তাই। যদিও আপনাদের হয়তো ভালো লাগবে না। কারন অত তত্ব নেই আমার কাছে। সোজাসাপ্টা লিখি আপনাদের মত শিক্ষিত নই(তবে কনসাস) তাই সোজাসুজি লিখি। যাক কাল লিখব।
    তবে মোটামুটি "v' অনেকটাই লিখেছে।
  • PT | 203.110.243.23 | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৭490856
  • v
    কোন ব্যাপারে আমার আওয়াজ নেই দয়া করে জানাবেন?

    আর মমতাকে না জানিয়ে দিল্লী যদি বাংলাদেশের সঙ্গে তিস্তাচুক্তি ফাইনাল করে ফেলে থাকে তাহলে ধরে নিতে হবে কোয়ালিশন রাজনীতি ঠিক ঠিক কাজ করছে না। যেমন কিনা ১০০ দিন ক্ষমতায় আসার পরেও মমতার আর প:বঙ্গের কোন কংগ্রেসের মন্ত্রীর একসঙ্গে কোন ছবি টিভি কিংবা কাগজে দেখেতে পেয়েছি বলে মনে হচ্ছে না।
  • dd | 124.247.203.12 | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৭490858
  • কোনো তথ্য প্রমান নেই। বিলকুল নেই।

    তাও গাট ফিলিং হচ্ছে মমতা প: ব: তে পপুলারিটিতে আর এক ধাপ এগিয়ে গেলেন। স্পেশালি এই বছরে যখন উত্তর বংগে প্র্যাক্টিক্যালি খরা চলছে।

  • ppn | 202.91.136.3 | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:০১490859
  • উ:বঙ্গের তিস্তা প্রকল্পের "অগ্রগতি'র খতিয়ান:

    http://anandabazar.in/7raj2.html
  • Ali Ashraf | 117.18.231.4 | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২২:৪২490863
  • FrameworkAgreementonCooperationforDevelopmentbetweenIndiaandBangladesh
    http://www.mea.gov.in/mystart.php?id=100018197&pid=2294
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন