এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইন্টারনেটে বাংলা: নাগরী বনাম রোম

    pingo
    অন্যান্য | ২৭ আগস্ট ২০১১ | ৩৭৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • pingo | 68.11.174.83 | ২৭ আগস্ট ২০১১ ১০:১৬491159
  • formatting...:-((( natunkoretopickhulchi.
  • pi | 72.83.92.218 | ২৭ আগস্ট ২০১১ ১০:২৪491170
  • এখানেই লেখ না !
  • pingo | 68.11.174.83 | ২৭ আগস্ট ২০১১ ১১:০১491181
  • বলতে চাইছিলাম নাগরী বনাম রোমান স্ক্রিপ্ট। ঠিক টাইপ করেছিলাম, পোস্ট করার পর দেখলাম আপনা থেকেই পালটে গ্যাছে। আমি যেই সমস্যার কথা লেখার জন্য সুতোটা খুলতে চাইছিলাম সেটার ডিরেক্ট এগজ্যাম্পল।

    যাকগে, টপিকে ফিরি। এই সাইটটাই বাংলা স্ক্রিপ্ট লেখা কে প্রোমোট করা হয় বলে ধরে নিচ্ছি। "বাংলা" স্ক্রিপ্ট বলতে নাগরী স্ক্রিপ্ট, বাংলার কারেন্ট আকসেপ্টেড স্ক্রিপ্ট কে বোঝালাম। এই প্রস কে সাধুবাদ। বাংলায় লিখতে আমার খারাপ লাগে না। কিন্তু নেগেটিভ দিক ও একটা আছে। সেটা হল, বাংলায় টাইপ করতে বড্ড বেশি সময় ও এফর্ট লাগে। যেটা আমার জন্য এখানে বেশি না লেখার সবচেয়ে বড় কারন।

    আমার ধারণা আমরা সাধারনভাবে একটা ভাষার সাথে তার লেখার স্ক্রিপ্টকে [ভাষার গ্রাফিক রিপ্রেজেন্টেশন] অভিন্ন বলে ভাবি। এর পক্ষে সওয়াল করার জন্য ইতিহাস ও ভূগোল ও আরও অনেক কিছু কারন দেখানো যায়। কিন্তু সত্যি কি তাই? সম্পুর্ণ ফরেন স্ক্রিপ্ট নিয়ে দিব্ব্যি বেচে আছে এমন ভাষার উদাহরণ প্রচুর। একদম হাতের কাছের উদাহরণ: উর্দু। লেখা দেখতে একদম আলাদা বলে সাধারণ মানুষের ধারণা উর্দু এবং হিন্দি আদতে সম্পূর্ণ আলাদা ভাষা, কিন্তু রিয়েলিটি সম্পুর্ণ উলটো। এই দুটো ভাষা আসলে দুটো নয় - একটায় ভাষা; শুধু দেখতে আলাদা।

    এরকম গুচ্ছের উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও ভালো করে বোঝানো সম্ভব। যেমন, গোয়ার একটা ভাষা - খুব সম্ভবত নাম কোঙ্কানী - যার এখনও পর্যন্ত কোনও "নিজস্ব" স্ক্রিপ্ট নেই - তিন চারটে স্ক্রিপ্ট দিয়ে দিব্ব্যি কাজ চালিয়ে নিচ্ছে - কোনো সমস্যা হয়েছে বলে জানিনা।

    যাকগে, এসব নিয়ে বেশি কথা বলে টপিককে জটিল করার মানে নেই। আর আমি ভাষাবিদ নই - উৎসাহ বশত এইসব নিয়ে একটু আধটু পড়াশুনা করেছি মাত্র। তাই ইনফরমেশনে খুচরো গলদ থাকতে পারে। তবে ব্রড পিকচারে গলদ নেই বলেই ধারণা।

    এইসব গল্প শোনালাম একটা প্রশ্ন তুলব বলে: "বাংলায়" টাইপ করা কে উতসাহ দেওয়া সম্বন্ধে আপনাদের কি মত? এতে আকচুয়ালি ভাষা কে ইন্টারনেটে প্রোমোট করা হচ্ছে, নাকি ভাষা প্রসারে এটা একটা বড় টার্ণ-অফ? আমার নিজের মত বাংলা কী বোর্ড না হওয়া পর্যন্ত টাইপের অসুবিধা বাংলা ভাষার প্রসার কে পিছিয়ে দিচ্ছে। নাগরী স্ক্রিপ্ট বাংলার জন্য অপ্টিমাইজড - তবে রোমান স্ক্রিপ্টে অসুবিধা কোথায়? রোমান হরফে বাংলা লেখা অপ্টিমাইজড করা গেলে ইন্টারনেটে বাংলার প্রসার অনেক সহজ হত বলে আমার ধারণা।

    বাকিরা লিখুন - আপনারা ইন্টারেস্ট দেখালে আমি পরে হয়ত আরো কিছু লিখতে পারি।
  • sumit | 68.192.169.219 | ২৭ আগস্ট ২০১১ ১৮:২৩491192
  • ১৯২৮ সালে তুর্কি ভাষার লিখনপদ্ধতি নিয়ে এইরকম কিছু একটা করা হয়েছিল, পিঙ্গো কি সেইরকম কিছু বলছেন?
  • dukhe | 122.160.114.85 | ২৭ আগস্ট ২০১১ ১৮:৪৩491203
  • সুভাষ মুখুজ্জেও তো এই প্রস্তাব দিয়েছিলেন ।
    আমি যদিও বাংলা স্ক্রিপ্টেই (এটাকে নাগরী বলছেন কেন বুঝিনি) স্বচ্ছন্দ ।
    ট্রান্সলিটারেশনে বাংলা লেখা আর রোমানে লেখার এফর্ট তো মোটামুটি একই ।
  • siki | 122.162.75.228 | ২৭ আগস্ট ২০১১ ২১:৩২491209
  • পিঙ্গো,

    "বাংলায় টাইপ করতে বড্ড বেশি সময় ও এফর্ট লাগে' এটা একটা আপেক্ষিক ব্যাপার। আমার আবার বাংলাতে টাইপ করতে ইংরেজির থেকে কম সময় ও এফর্ট লাগে।
  • kd | 59.93.244.158 | ২৭ আগস্ট ২০১১ ২২:৪২491210
  • আমার তো বাংলা, রোমান দু'টোতেই একই সময় লাগে (একটা কারণ হ'তে পারে - আমি ইংরিজিও খুব আস্তেই লিখি। পিঙ্গো মনে হয় টাচ টাইপিস্ট)।

    রোমান হরফে লেখা কারুর কারুর কাছে সহজতর হ'লেও সেটা পড়া অনেক সময় খুবই শক্ত (রেফ: দেবপ্রসাদ বাবুর লেখা)। তার ওপর বাংলা শব্দ রোমান হরফে লেখার নানার'ম কনভেন্‌শন আছে, তার সবগুলোই জানা পাঠকের দায়িত্ব, লেখকের সে চিন্তা করতে হয় না। এ ছাড়া যেহেতু আমরা অনেকেই বাংলায় কাঁচা, আমাদের লেখায় প্রায়ই ইংরিজি শব্দ ব্যবহার করি - রোমান হরফে লেখায় কোনটা বাংলা, কোনটা ইংরিজি বুঝতে সময় লাগে (এটার সমাধান আছে - ইংরিজি শব্দগুলো কোন ডিলিমিটার দিয়ে ঘেরা বা ইটালিক্সে লেখা, কিন্তু তা তো কাউকে করতে দেখি না)।
    অবিস্যি হতেই পারে, কারুর কারুর কাছে লেখাটাই আসল, কেউ পড়লো কিনা যায় আসে না।

    ব্যক্তিগত কারণ - ৪০ বছর ধরে চারদিকে শুধু রোমান হরফ দেখে দেখে আমার চোখ পচে গেছে - বাংলা অক্ষর দেখলে চোখে বড় আরাম হয়। তাই তো বাংলা লাইভ বা গুরুচন্ডালি ঠিকানা পেয়ে বড় ভালো লেগেছিলো। তাই এখানে যখন কেউ রোমান হরফে লেখে, আমার গা-পিত্তি জ্বলে যায়। আরও জ্বলে যায় যখন 'পারিনা' 'বড্ডো শক্ত' এই সব অজুহাত শুনি। তবে করার তো কিছু নেই - প্রথমে আপত্তি জানাই, তারপর জাস্ট স্ক্রোল করে যাই (হয়তো অনেক ভালো ভালো লেখা মিস করে যাই। তা কী আর করা যাবে)।

    এই আমার সংক্ষিপ্ত মত। :)
  • ppn | 122.252.231.10 | ২৭ আগস্ট ২০১১ ২২:৫১491211
  • যা বলার কেডিদা সব বলে দিয়েছে। :)

    আরেকটা ছোট্ট পয়েন, বালেনক কল দিয়ে লিখলে সেই রোমানেই টাইপাতে হয়। হ্যাঁ, তার জন্য একটু স্ট্যান্ডার্ডটা শিখে নিতে হবে। সামান্য একটু ধৈর্যের ব্যপার।
  • ani | 108.194.169.197 | ২৭ আগস্ট ২০১১ ২৩:০৮491212
  • লেখকের আর পাঠকের আলাদা দৃষ্টিকোণ থাকে। আমার লিখতে অসুবিধে হয়, বাবা মার তো আরো হবে। কিন্তু পড়তে তারা এটাই বেশী স্বচ্ছন্দ ফিল করবেন। এই স্বাচ্ছন্দ বেসিকালি অভ্যেসবশত ।
    প্রথম প্রথম রোমান হরফে বাঙলা পড়ার জন্য একটু লার্নিং কার্ভ চাই। সেই কার্ভ টা নি:সন্দেহে লেখার থেকে কম।
    কিন্তু সাধারনত , এ সব ফোরামে পাঠক: লেখক রেশিও খুব বেশী । তাই, যারা লেখে তাদেরকে এই বাংলা স্ক্রিপ্টে লিখতে উৎ সাহ দিলে ওভারল ইউটিলিটি বাড়বে।

  • ani | 108.194.169.197 | ২৭ আগস্ট ২০১১ ২৩:১১491160
  • কেডি স্যারের লেখা টা মিস করে গেছিলাম। একটু পুনরাবৃত্তি হয়ে গেল।
  • ani | 108.194.169.197 | ২৭ আগস্ট ২০১১ ২৩:৩৫491161
  • একটা প্রশ্ন উঠতে পারে : রেশিও টা কম করা তো একটা উদ্দেশ্য-আরো আরো নীরব পাঠক সরব হোন ইত্যাদি। কিন্ত সেটার দিকে একটা ছোট্ট ট্রেন্ড আনলেও রেশিও স্কিউড থাকবে বলেই মনে হয়। পড়ার থেকে লেখার জন্য একটু একস্ট্রা যোশ লাগে। তাই এরা সংখ্যায় কম। আর যারা এমনিতেই এই যোশ নিয়ে আসছেন, তারা আর একটু যোশ নিয়ে স্ক্রিপ্ট শিখবেন এটা আশা করা র‌্যাশনাল।
    এগুলো বল্লাম জেনারাল ইউটিলিটি র স্ট্রাটেজির দিক থেকে।

  • pi | 72.83.92.218 | ২৮ আগস্ট ২০১১ ০৭:১৫491162
  • এটা ব্যবহার করলে তো বাংলা হরফে লেখার আলাদা কোন পরিশ্রমই আর নেই।

    http://www.google.com/transliterate/Bengali

    মামু এটা দিয়েও গুরুতে সরাসরি লেখার ব্যবস্থা করে দিচ্ছে।
  • pingo | 68.11.174.83 | ২৮ আগস্ট ২০১১ ০৭:৫৪491163
  • মত প্রকাশের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলায় টাইপ করা কঠিন কিছু নয়, তবে সময় ও এফর্ট সাপেক্ষ। বাংলায় টাইপ করতে আমার রোমান হরফের তুলনায় দশগুন মতো বেশি সময় লাগে। আপনারা অনেকে বাংলায় অনেক বেশি তাড়াতাড়ি টাইপ করতে পারেন শুনে বেশ পুলকিত হলাম। এটা কিভাবে হওয়া সম্ভব তা আমার বোধের অগম্য। সিরিয়াসলি বোঝার চেষ্টা করছি। আপনারা কি ভাবে টাইপ করেন, সঠিক পদ্ধতিতে নাকি কী বোর্ডে সুইচ খুঁজে খুঁজে? আমার মনে হচ্ছে ব্যাপারটা প্রায় অসম্ভব। আ কার এ কার ই কার এবং যুক্তাক্ষর ইত্যাদি লেখা বেশ অসুবিধাজনক। তার চেয়ে রোমান হরফে টাইপ করা অনেক সহজ। শুধু একটার পর আর একটা লেটার। যার জন্য কম্পুটারে টাইপ করা অনেক সহজ।
    পড়ার কমফর্ট এর ব্যাপারে একমত। বাংলা হরফে পড়া অনেক সহজ হয়। যদিও রোমান হরফে পড়তে আমার খুব একটা অসুবিধা হয়না, বিশেষ করে যদি ঠিকঠাক বানান লেখার রীতি ফলো করা হয়।
    আপনারা হয়ত একমত হবেন না - তবে আমার মনে হয় কম্পুটারে বাংলার জন্য রোমান হরফ ই ভবিষ্‌য়্‌ৎ। এবং রোমান হরফে বাংলা লেখার একটা স্টান্ডার্ড ঠিক হওয়া দরকার।

  • Sibu | 71.103.149.170 | ২৮ আগস্ট ২০১১ ০৭:৫৯491164
  • রোমান স্ক্রিপ্টে বাংলা লেখার একটা স্ট্যান্ডার্ড হলে ভালই হয়। টার্কিশরা তো ওদের ভাষা এখন রোমান স্ক্রিপ্টেই লেখে। মনে আছে, ইস্তাম্বুলে দোলমাবচি প্রাসাদে দরজার ওপর একটা তুঘরা পড়ে দেবার লোক পাই নি।
  • pi | 72.83.92.218 | ২৮ আগস্ট ২০১১ ০৮:২১491165
  • পিঙ্গো, উপরের লিং টাতে ক্লিক করে লিখে দ্যাখ একবার।

    আর বাংলা কি রোমানের টাইপ করা তাড়াতাড়ি হওয়াটা পুরো অভ্যেসের ব্যাপার। যারা আগে থেকে রোমানে বাংলা লিখে বেশি অভ্যস্ত থাকে ( তার মধ্যে আমিও আছি), তাদের কাছে এখানে বাংলা টাইপ করা বেশি তাড়াতাড়ি হওয়া বিস্ময়কর বটে। কিন্তু যাঁরা প্রায় প্রথম থেকেই এটা করছেন, তাঁরা সত্যি এতে অনেক স্বচ্ছন্দ। এমনকি, তাঁরা রোমান হরফে লিখলেও এই রীতি অনুযায়ী লেখেন। :)
    এমন কিন্তু অনেকেই আছেন। তাই এতে সত্যি অবাক হবার মত কিছু নেই।

  • dukhe | 122.160.114.85 | ২৮ আগস্ট ২০১১ ০৯:০৮491166
  • আরে টাইপ তো রোমান হরফেই করি । সফটওয়ার সেটাকে তক্ষুণি বাংলা করে দেয় । আমার খাটুনি কোথায় ?
    এবার বিভিন্ন ট্রান্সলিটারেশন সফটওয়ার বিভিন্ন কনভেনশন ফলো করে । সেটা শুরুতে শিখতে হয় । কিন্তু টাইপিং মোস্টলি ফোনেটিক । এবার কোথাও অ লিখতে a টিপতে হয়, কোথাও o । তা সে তো রোমানে নানা লোকে নানারকম ভাবে লেখে বলে । অভ্রতে 'dukhermuNDucai' লিখলে 'দুখের মুণ্ডু চাই' বানিয়ে দেয় । ল্যাঠা চুকে গেল ।
  • aka | 75.76.118.96 | ২৮ আগস্ট ২০১১ ০৯:২৩491167
  • বোঝো! পিঙ্গুতো গুরুচণ্ডালি.কম সাইটেই প্রশ্ন চিহ্ন ফেলে দিলেন। বাংলা হরফে না লিখলে তো ফেসবুক বা অর্কূতে লিখলেই হয়। আর দ্বিতীয়ত বাংলা জানা লোক ছাড়া কেই বা বাংলা পড়বে? তাদের জন্য অত কষ্ট করে পড়া যায় নাকি? এদ্দিনের অভ্যেস চেঞ্জ করা খুব মুশকিল।
  • pi | 72.83.92.218 | ২৮ আগস্ট ২০১১ ১০:৩৬491168
  • পিঙ্গো, ভাল করে দেখতো। বাংলা হরফে দেখতে চোখের অনেক আরাম নয়কি ?

    আর , সেভাবে ভাবলে সব ভাষার হরফ উঠিয়ে দিয়ে রোমান করে দিলেই হয় তো :)

  • pingo | 68.11.174.83 | ২৮ আগস্ট ২০১১ ১১:০৮491169
  • এমনিতে লেখা কেমন দেখতে তার সাথে ভাষার খুব একটা সম্বন্ধ আছে বলে আমি মনে করি না। লেখা মানে জাস্ট গ্রাফিক রিপ্রেজেটেনশন, তার বেশি কিছু নয়। আমি পারসোনালি যেটা দিয়ে নিজেকে প্রকাশ করা সবচেয়ে সহজ হবে সেই দিকে ঝুকে পড়ব। এবং আমার ধারণা বেশিরভাগ পাবালিক ভবিষ্যতে তাই করবে। আমাদের পরবর্তী জেনারেশন আরও বেশি কম্পুটার ব্যবহার করবে, এবং রোমান স্ক্রিপ্টে বাংলার সাথে আরও বেশি করে সড়গড় হবে। তাই বলছিলাম ভবিষ্যতে রোমান হরফে বাংলা আরও বেশি পপুলার হবে। এবং আমাদের পরবর্তী জেনারেশন লেখার চেয়ে টাইপ অনেক বেশি করবে। অনেকে হয়ত লেখার স্কিলটাই ভুলতে বশবে। সহজ সরল পরিবর্তন এর ধর্ম। রোমানে বাংলা লেখা মানে সেটা ভাষার কাছে একটা বিশাল পরিবর্তন, তার কারন বেশিরভাগ লোকজন ফোনেটিক বানান লিখবে। এবং বাংলা ভাষার বর্তমান বানান মোটেই ফোনেটিক নয়, মানে বানান-উচ্চারণ কোরিলেশন খুব খারাপ।
    এই গ্যালো ভবিষ্যতে বাংলা লেখার কি হতে পারে সেই নিয়ে আমার ভবিষ্‌য়্‌ৎবাণী। এগুলোর কোনটা ভালো আর কোনটা খারাপ তার বিচার করতে বসিনি। অবজেক্টিভলি এগুলোর কোনোটাই ভালো বা খারাপ নয়, এগুলো জাস্ট আর একটা পরিবর্তন।
  • pingo | 68.11.174.83 | ২৮ আগস্ট ২০১১ ১১:২০491171
  • আর হ্যা, যেই হরফে সবচেয়ে বেশি অভ্যস্ত সেই হরফ দেখে চোখের আরাম হয় এটা ঠিক। হিন্দির স্ক্রিপ্ট দিয়ে বাংলা লিখতে শুরু করলে টেকনিক্যালি কোন পরিবর্তন হবে না। মানে হিন্দি বা ওড়িয়া স্ক্রিপ্ট দিয়ে দিব্ব্যি বাংলা লেখা যায় ভাষার কোনরকম পরিবর্তন ছাড়াই। তবে সেরকম হলে দেখতে বেশ অদ্ভুত লাগবে। সেই তুলনায় রোমান হরফে শিফট করা অনেক বড় চেঞ্জ।
    তবে তাই বলে দুম করে বাংলা হরফ উঠে যাবে না। দুটৈ থাকবে। বয়স্ক লোক বাংলা হরফে বাকি সারাজীবন বেশি স্বচ্ছন্দ থাকবে, আর নতুন লোক দুটো হরফেই স্বচ্ছন্দ হয়ে উঠবে। রোমান হরফে বাংলা দেখলেই যারা গ্যালো গ্যালো রব তোলার কথা ভাবেন, তাদের জন্য এই সুতো। ভাববেন না, রোমান হরফের মধ্যে দিয়েও বাংলা ভাষা দিব্ব্যি টিকে থাকবে।

    বি,দ্র,: বিভিন্ন হরফ নিয়ে গল্প করতে করতে আমার বাংলা হরফে টাইপিং স্পীড একটু বেড়েছে।
  • ppn | 112.133.206.22 | ২৮ আগস্ট ২০১১ ১১:২২491172
  • পিঙ্গো গুরুচন্ডালিতে বাংলায়ে টাইপ করেন কী করে? অভ্র দিয়ে বাই এনি চান্স?
  • pingo | 68.11.174.83 | ২৮ আগস্ট ২০১১ ১১:২৯491173
  • হ্যাঁ
  • ppn | 112.133.206.18 | ২৮ আগস্ট ২০১১ ১১:৪৫491174
  • গুরুচন্ডালির পাতায় দু'ভাবে বাংলা লেখার ইনপুট দেওয়া যায়। এক, বাংলাপ্লেন ফন্ট ইউজ করে আর দুই, ইউনিকোড ফন্টে। আপনি যেটা করছেন অভ্র দিয়ে সেইটা দ্বিতীয় পদ্ধতি, যেটা আপনাকে পাতার ওপরে "ইউনিকোড ভার্সন' ক্লিক করে যেতে হয়।

    অন্যদিকে যদি "বাংলাপ্লেন ভার্সন' ইউজ করেন তাহলে দেখবেন বাংলায় লেখার জন্য দুটো টুল আছে। বেশির ভাগ লোকে ব্যবহার করে "বাংলা লেখার নতুন কল', যাকে সংক্ষেপে অনেকে "বালেনক' বলে থাকে। তো, এই বালেনকে যদি ক্লিক করেন তাহলে দেখবেন একটা নতুন উইন্ডো খুলবে যেখানে বাঁদিকে আপনাকে স্ট্যান্ডার্ড রোমান হরফে টাইপাতে হবে (অবশ্যই ফোনেটিকালি তবে একটু নিয়মপত্তর মেনে যেইটা ওই উইন্ডোতেই দেওয়া টিউটোরিয়ালে লিংক দেখে শিখে নিতে পারেন) এবং সাথে সাথে ডানদিকে বাংলা হরফে সেটা ট্রান্সলিটারেট হয়ে যাবে।

    দুখে বা আমি আগের পোস্টে যেটা বলতে চেয়েছি সেটা হল এই মেথডে লিখলে দুটো জিনিস হল। এক, আপনার "স্ট্যান্ডার্ড' রোমান স্ক্রিপ্ট ব্যবহার করেই বাংলা লেখা হল (যার নিয়মকানুন একবার শিখে নিলে ভবিষ্যতে ইংরেজি লেখার মতই স্পিডে টাইপানো যায়) আর দুই, ডানদিকে ট্রান্সলিটারেশন হয়ে যে আউটপুটটা আসছে সেটা ইউজারের জন্য একটা অনলাইন ফিডব্যাক টুল হিসেবে কাজ করে। এইটা না থাকলে কোনভাবেই ধরা যাবে না যে কেউ রোমান হরফে "স্ট্যান্ডার্ড' ফোনেটিক বাংলা লিখতে গিয়ে ছড়ালো কিনা। যদি ছড়ায় তাহলে পাঠকের কপালে যে অশেষ দুর্গতি রয়েছে সেইটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না।

    যদি ওই বালেনক টুলটা একবার নেড়েচেড়ে দেখেন তবে আমার কথাগুলো হয়ত বুঝতে সুবিধা হবে।
  • kd | 59.93.192.198 | ২৮ আগস্ট ২০১১ ১২:২৯491175
  • বা: অর্পণ, খুব ভালো করে বুঝিয়েছো। থ্যান্‌ক্‌স।

    আমার প্রথমে এইভাবে লেখা (তখন অবিস্যি বালেনক ছিলো না) শিখতে আধ ঘন্টারও কম লেগেছিলো - মানে আশি ভাগের বেশী শিখে গিয়েছিলুম। পাঁচ ভাগ কিছু স্পেশাল অক্ষর (ং,ঁ,ঙ,ঞ, অ্যা ইত্যাদি) শিখতে কিছুদিন (অন্যদের সাহায্যে)। বাকি পনেরো আস্তে আস্তে হচ্ছে - এতে লেখার কলের কোন দোষ নেই - ছোটোবেলায় বাংলা বানান মন দিয়ে পড়িনি, এই বুড়ো বয়সে তার শাস্তি ভোগ করছি। এই আর কি! :(
  • pingo | 68.11.174.83 | ২৮ আগস্ট ২০১১ ১২:৩৮491176
  • আমি গত কয়েক বছর ধরে বাংলায় টাইপ করতে জানি। অভ্র শুরুতে যখন ডেভেলপ করে তখন থেকেই। দু-চারদিন সখ করে একটু আধটু টাইপ ও করেছি। না জানলেও এর মধ্যে কঠিন কিছু নেই - ওয়ান টু ওয়ান কোরিলেশন চার্ট তা দেখে নিলেই হয়। অভ্রর ফোনেটিক চার্টটা সবচেয়ে সোজা। শুরু থেকেই ওটা ফলো করি। তবে রোমান হরফে ডিরেক্ট লেখা সহজ বলে বাংলায় লেখা কে অভ্যাস বানাইনি। রোমান হরফেই লিখি।
  • Ishan | 117.194.32.254 | ২৮ আগস্ট ২০১১ ১৫:২২491177
  • আমি পিঙ্গোর সঙ্গে একটুও একমত নই।
    কম্পুটারে বাংলা লেখার ব্যাপারে রোমান কোনোমতেই ভবিষ্যৎ নয়। বাংলা হরফে কোটি কোটি বই লেখা হয়েছে। বাংলা হরফে প্রতিদিন এক গাদা সংবাপত্র বেরোয়। কোটি কোটি বাঙালি বাংলা হরফে বাংলা লেখেন।

    তুলনায় ফেসবুক বা ওর্কুটে কয়েক লাখ বাঙালি রোমান হরফ ব্যবহার করে। ফলে বাংলা হরফ উঠে যাবার কোনো চান্সই নেই। যে কোটি কোটি বাঙালি ইন্টারনেট ব্যবহার করেন না, তাঁরা যখন করতে শুরু করবেন, তাঁরা যদি দেখেন যে বাংলা হরফ আর রোমান হরফের মধ্যে বেছে নেবার একটা সুযোগ আছে, তাঁরা একশবার বাংলা হরফই বেছে নেবেন। এখনও বহু লোকই নিচ্ছেন। বাংলাদেশের কাউকে তো আর বিশেষ রোমানে লিখতেই দেখিনা।

    গুগল থেকে শুরু করে আরও অনেকেই সহজে এবং আরও সহজে বাংলা লেখার কল বার করছে। ফন্ট ক্রমশ: আরও ভালো হচ্ছে। বেশি দিন নেই, যখন রোমানে যারা বাংলা লিখতে পড়তে পছন্দ করেন, তাঁরা সংখ্যালঘু হয়ে যাবেন।
  • Ishan | 117.194.32.254 | ২৮ আগস্ট ২০১১ ১৫:২৪491178
  • আর দ্বিতীয় পয়েন্টটা নৈতিক অবস্থানের। চিনে ভাষায় তো হাজারে হাজারে অক্ষর। তারা তো রোমানে লিখলে নির্ঘাত সহজ হত ব্যাপারটা। নিজস্ব স্ক্রিপ্ট আছে, এরকম কোনো ভাষা তো কই শুনিনি যে নিজের স্ক্রিপ্ট স্ব-ইচ্ছায় তুলে দিচ্ছে। বাংলা ভাষাই বা ব্যতিক্রম হবে কেন?
  • I | 14.96.12.85 | ২৮ আগস্ট ২০১১ ১৬:৩৪491179
  • মামুর সঙ্গে একশ ভাগ একমত।
  • aka | 75.76.118.96 | ২৮ আগস্ট ২০১১ ১৮:০৮491180
  • চীনে ভাষায় সব ছবি সেটা রোমানে লেখা খুব কঠিন হবে। আর বাংলা টেকনলজি এত উন্নত হয়ে গেছে রোমানে লেখার কোন মানেই হয় না। কোটি কোটি অপশন। এমনকি বাংলায় উইকি, ডিকশনারি অবধি আছে।
  • pi | 72.83.92.218 | ২৮ আগস্ট ২০১১ ১৯:৫৪491182
  • কিছু ক্ষেত্রে আমাদের indigenous knowledge , knowhow তো রয়েছে। সেগুলোরও ও তো চর্চা, প্রসার হলে ভাল হয়। সব কিছুই বাইরের ভালো, তাদের থেকে কপি পেস্ট মারতে হবে, এমন তো না।
    জয়াদি পুকুর কাটা নিয়ে আগে লিখেছিলেন। সেদিন এরকম আরো নান কিছুর কথা বলছিলেন। আমাদের গ্রামে গঞ্জে মানুষ একসময় জানতো, সব হারাতে বসেছে।
    রাসায়নিক কীটনাশক নিয়ে এত লাফালাফি ( তার নানা ক্ষতিকর দিক টের পাবার পরও ), কোন গ্রামের কোন কোন গাছের extract , আরো কীসব মেশানো হয় ( বলা ভাল, হত) তাতে, আঠারো রকমের পোকা পোকা মারতে পারতো। কোন চর্চা আমরা করেছি এ নিয়ে ?

    কোন প্রথাগত কোর্স না করেও গ্রামের লোকজনের কিছু ইনোভেশন তাক লাগিয়ে দেবার মত। এনিয়ে সরকারি উদ্যোগে কীসব হয় বলেও জানি। ঐ award দেওয়া টেওয়া। কিন্তু এগুলোর প্রচলন ইত্যাদিতে কোন কিছু উদ্যোগ নেওয়া হয় বলে জানিনা।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন