এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রবীন্দ্রনাথের চুরি-রাহাজানি বিষ

    Kulada Roy
    অন্যান্য | ২৫ আগস্ট ২০১১ | ৫০৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 123.242.248.130 | ২৬ আগস্ট ২০১১ ১০:৪৭491312
  • ... আজ আপনি যে ধরণের মন্তব্য করছেন, তখনও সেই ধরণের মন্তব্যই করতেন পড়াশোনা জানা লোকেরা।

    কুলদাবাবু, রাগ করবেন না, আমি যখন ক্লাস নাইনে পড়তাম, তখনও রেডিওতে এই বিষয়ে আলোচনা শুনেছি, কাগজে সুমনের লেখা পড়েছি, অন্যদের বিভিন্ন লেখাও চোখে এসেছে এইসব নিয়ে। সে প্রায় কুড়ি বছর আগের কথা। হয় তো তারও বহুকাল আগেই এসব নিয়ে বহু আলুচানা হয়ে গেছে, রবীন্দ্রনাথ থেকে প্রীতম সকলেই এক জায়গার সুর নিয়ে অন্য জায়গায় নিজের গানে ব্যবহার করেছেন, সেটাকে যে চুরি মনে করে সে করে, যে মনে করে না সে করে না। চুরি মনে করলে সবাই চোর। রবি ঠাকুর চোর, নজরুল চোর, শচীন দেব বর্মন চোর, বাপ্পি লাহিড়ী, রাহুল দেববর্মন, অনু মালিক, সবাই চোর।

    এই সব নিয়ে এত চাপ খাবার কিছু নেই। চালুনি সর্বদা সব যুগেই ছুঁচের নিন্দে করে যায়। তাতে করে রবীন্দ্রনাথেরও সম্মানহানি হয় না, ঘানের আবেদনও পাল্টায় না। চুরি করা সুর বলে যার পোষাচ্ছে না সে অন্য কিছু শুনুক না, কে আটকাচ্ছে? দুনিয়ায় কি গান কম পড়েছে? :-)
  • dd | 124.247.203.12 | ২৬ আগস্ট ২০১১ ১১:০৫491313
  • চুরি রাহাজানি এইসব খুব ইমোটিভ কথা। ও সব নিয়ে মাথা না ঘামানই ভালো। আর সিরিয়াস লেখাতে অমন "হেডলাইন সুলভ" বাক্যবন্ধ না থাকলেও ক্ষতি নেই। মুক্তমনাতে যে লেখাটি উপর উপর পড়লাম ,খুব যুক্তিযুক্ত মনে হোলো, যদিও ভাষা হয়তো অতিরিক্ত ধারালো।

    বিশ্বপরিচয়ে যুগ্ম লেখক হিসেবে প্রমথ বাবুর নাম না থাকাটা তো রবি থাকুরের নিছক অন্যায়। এতে কি দ্বিমত আছে ?

    কুলদা বাবু যে লিংটা দিয়েছেন তাতে কোরানের প্রচলিত "এক তর্কাতীত অভ্রান্ত ঈশ্বরবাণী পরিচয়"এর বিরুদ্ধে সরাসরি লিখেছেন অনেক মুসলিম বিদ্বজন, তাঁদের একজন, এক অধ্যাপক দেখলাম লিখেছেন পাকিস্তান থেকেও। পড়ে খুব ভালো লাগলো।

    মানুষে যখন এই বাবাজী থেকে স্ক্রিপচার - এই সব বিনা তর্কে মেনে নেন, শুধু অবিশ্বাস না করবার অক্ষমতায় (আহা, wilful suspension of disbelief)তখন বড্ডো খারাপ লাগে, বছর কুরি আগে খুব রেগে যেতাম। এখন যাস্ট বাজে লাগে।

  • kumu | 122.160.159.184 | ২৬ আগস্ট ২০১১ ১১:১৬491314
  • সিকি,সমর্থন।
  • pi | 72.83.92.218 | ২৬ আগস্ট ২০১১ ১১:২৯491315
  • সিকি, অ্যাকনলেজ করে আর না করে নেওয়ার মধ্যে কিছুটা তফাত আছে বৈকি।
  • siki | 123.242.248.130 | ২৬ আগস্ট ২০১১ ১১:৩৯491316
  • এত বছর পরে সে-সব নিয়ে চোর-সাধু ইত্যাদি বিশেষণসমৃদ্ধ আর্টিকল লেখা কোনও দরকার আছে কি তাই নিয়ে? রবীন্দ্রনাথের বিভিন্ন সুর নিয়ে তা থেকে গান বানানোর বেশির ভাগ গল্পই ওয়েল ডকুমেন্টেড, প্রায় সমস্ত রবীন্দ্র-অনুরাগীর জানা।

    প্রবন্ধটা পড়ে কি নতুন কোনও তথ্য জানা গেল? বরং চোখে লাগল রবীন্দ্রনাথের গানের ভুল উদ্ধৃতি। হয় তো টাইপিং মিসটেক, তবে "যামিনী না যেতে জাগালে না, বেলা হল ""মোর'' লাজে' পড়তে গেলে যথেষ্টই খারাপ লাগছে।
  • pi | 72.83.92.218 | ২৬ আগস্ট ২০১১ ১১:৫০491317
  • নতুন করে চুরি রাহাজানির অভিযোগ উঠলে কেউ সেটা কাউণ্টার করার মনে করলে করবে !

    আগে লেখা হয়ে গেছে বলে নতুন করে অভিযোগ আসাও তো বন্ধ হচ্ছে না।

    আর একটা শব্দের এদিক ওদিকে গেলো গেলো রব তুল্লে ( যেখানে মানে এমন কিছু বদলে যাচ্ছে না ), সেও একরকম অতি বিশুদ্ধতাপনা নয় কি ?
  • siki | 123.242.248.130 | ২৬ আগস্ট ২০১১ ১২:০৫491318
  • :)
    হোয়াটেভার ...
    :)
  • Kaju | 121.244.209.245 | ২৬ আগস্ট ২০১১ ১৩:০৫491319
  • কুমুদির Date:25 Aug 2011 -- 10:21 PM পড়ে আমার কী ভালো যে লাগল !

  • lcm | 69.236.169.127 | ২৬ আগস্ট ২০১১ ১৩:২০491320
  • রবীন্দ্রনাথ ডাকাতি করেছেন এরকম কিছু বাজারে আসে নি?
  • kc | 178.61.96.29 | ২৬ আগস্ট ২০১১ ১৩:২৩491322
  • ""... আইনস্টাইন বলে গেলন খ্যাঁটন আকচার
           গ্যালাক্সিময় ক্যানাইন টিথের স্ট্রাকচার।''
  • aka | 168.26.215.13 | ২৬ আগস্ট ২০১১ ২২:৩৮491323
  • মুক্তমনার লেখাটা ধারাল কিন্তু যুক্তি বিন্যাসের দিক থেকে একশয় একশ। ভালো লাগল। তথ্যসূত্র ঠিক আছে কিনা জানা নেই, কিন্তু সেই গাফিলতি থাকবে না ধরে নিয়ে বলা যায় ভ্যালিড পয়েন্ট সমূহ।
  • rimi | 168.26.205.19 | ২৬ আগস্ট ২০১১ ২৩:৩৪491324
  • লেখাটা খুব নিচু মানের লাগল আমার কাছে। যুক্তি কিছুই নেই। যেগুলো লিখেছে সেগুলো বেশির ভাগই জানা কথা। যেমন সোনার বাংলা কোন গানের অনুকরণে লেখা এটা তো আগেই জানতাম। রবীন্দ্রসংগীতে বাউল গানের প্রভাব বা এরকম কোনো একটা বইতে পড়েছিলাম। রবীন্দ্রনাথের বহু গানের সুর বিদেশী গান থেকে একেবারে হুবহু নেওয়া - এই নিয়েও অনেক লেখা পড়েছি, সেই অরিজিনাল গানও শুনেছি ইউটিউব আসার ঢের আগে। দেবব্রতর একটা ক্যাসেট ছিল আমার যাতে দেবব্রত বেশি কিছু অরিজিনাল পাশ্চাত্য গান আর তার সুরে তৈরী রবীন্দ্রসংগীত গেয়েছেন, একই সঙ্গে।

    আর বিশ্বপরিচয় বইটি পড়েছি, আমার একসময়ের খুব প্রিয় বই ছিল। বইতে যা তথ্য আছে তা প্রমথবাবু বা রবীন্দ্রনাথ কারুর নিজের রিসার্চ থেকে প্রাপ্ত নয়, অন্য বই থেকে নেওয়া। কিন্তু লেখাটা পুরোপুরিই রবীন্দ্রনাথের, তথ্যগুলোকে নিজের মতন সাজিয়ে নিজের ফিলোসফির সঙ্গে মিশিয়ে পরিবেশন করেছেন (অনেকটা টেক্সট বই লেখার মতন)। এটাকে চুরি বলা যায় না। তবে হ্যাঁ, জেনেরোসিটির অভাব বলা যেতে পারে। প্রমথ বাবুর নাম সেকেন্ড অথর হিসেবে ঢোকানো উচিত ছিল হয়তো। তবে তখনকার দিনে প্লেজিয়ারিজম নিয়ে এত অ্যাওয়ারনেসই ছিল না। নয়ত প্রমথবাবু রবিবাবুকে সু করে দিতে পারতেন :-))

    যেটা নতুন শুনলাম, সেটা হল নিশীথে, মহামায়া ইত্যাদি গল্পগুলো যে এডগার অ্যালান পোর গল্পের অনুকরণে লেখা সেটা জানতাম না। পোর সেই গল্পগুলোর নাম পেলে ভালো হত। আশ্চর্য্য যে সেই নামগুলো নেই মুক্তমনার লেখায়। মহামায়া গল্পটা পড়ে আমার সবসময় মনে হয়েছে এটা বাংলাদেশের গল্প নয়। এটায় বিদেশি সমাজের কিছু ছায়া আছে।

    আর হ্যাঁ, কোয়ান্টাম তঙ্কÄ কেমন জানতেন জানি না, তবে রবীন্দ্রনাথ রাশিয়ার চিঠিতে যে সমাজতন্ত্রের সবাইকে এক ছাঁচে ঢেলে একরকম মানুষ বানাবার চেষ্টাটা একটা বিরাট ক্রাইসিস তৈরী করতে পারে, এটা তো বলেইছিলেন।

    ডি: রবীন্দ্রনাথকে আমি আদৌ দেবতা ভাবি না, আর ওঁর অদেবত্ব নিয়ে এই প্রমথনাথের লেখাই পড়েছি। সেটা অনেক ভালো লেখা ছিল।
  • pi | 72.83.92.218 | ২৭ আগস্ট ২০১১ ০০:০৭491325
  • বেশি লেখার সময় নেই। রিমিদিকে একটা ক দিয়ে গেলাম।
  • aka | 168.26.215.13 | ২৭ আগস্ট ২০১১ ০০:৪৭491326
  • অ্যাঁ সেকি! রবীন্দ্রনাথ দেবতা নয়? সত্যি গুরু পড়লে কত কি না জানা যায়।
  • rimi | 168.26.205.19 | ২৭ আগস্ট ২০১১ ০০:৫৭491328
  • শ্রদ্ধা আর অন্ধভক্তি এক জিনিষ নয়। রবীন্দ্রনাথের সংকীর্ণমনস্কতা নিয়ে মুক্তমনাতে যা লিখেছে তার থেকে আমি অনেক বেশি জানি। সেগুলো অনেক বেশি অথেন্টিক ঘটনা। গত বছর জন্মদিনে আমার বাবা আমাকে যে বইগুলো দিয়েছিল, তার মধ্যে একটা বই ছিল শুধুমাত্র রবীন্দ্রনাথের সংকীর্ণমনস্কতা এবং কথা ও কাজের বিভিন্ন বৈপরীত্যের উপরে তাঁর খুব কাছের লোকেদের আলোচনা।

    মুক্তমনার লেখা দেখে আমার চৈনিক বন্ধু গাও ফের একটা টার্ম পেপারের কথা মনে পড়ল। বেচারা এখান ওখান থেকে টুকে পেপার দাঁড় করিয়েছিল, কিন্তু তবুও F পেয়েছিলো। সেই পেপারখানা ছিল operating systems এর উপরে। এর মানে কি এই যে operating systems মিথ্যে?
  • nk | 151.141.84.194 | ২৭ আগস্ট ২০১১ ০০:৫৭491327
  • "মহামায়া" কোন গল্পটা?
    আর, "নিশীথে" কি সেই রাতে "ডাক্তার ডাক্তার" বলে ডাকতে ডাকতে এক বেচারা জমিদার ডাক্তারের কাছে এসে পড়ে? সেই জমিদার কায়াহীনা বৌকে দেখতে পায়?
  • pi | 72.83.92.218 | ২৭ আগস্ট ২০১১ ০১:২৪491329
  • মহামায়া কি সেই পুড়ে যাবার গল্পটা ?
  • nk | 151.141.84.194 | ২৭ আগস্ট ২০১১ ০১:২৪491330
  • রিমি, এইবারে মহামায়া গল্পটা বলো।
  • pi | 72.83.92.218 | ২৭ আগস্ট ২০১১ ০১:২৯491331
  • আর গগন হরকরার কেসটাও বুঝলাম না। ওটা উনি যখন নিজেই অ্যাকনলেজ করেছেন, তাহলে খামোখা 'চুরি' বলতে যাবোই বা কেন ?
  • ani | 12.69.132.71 | ২৭ আগস্ট ২০১১ ০১:৪৩491333
  • ওহ নিশীথে আমার দারুন প্রিয় গল্প। পো-র কোন গল্প ঝেঁপেছিল?
    লিনকে আছে বোধহয়।
  • aka | 168.26.215.13 | ২৭ আগস্ট ২০১১ ০১:৫১491334
  • তক্কো থেকে আমি অবসর নিয়েছি। তাও, সংকীর্ণতা আর অসততার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে।
  • ani | 12.69.132.71 | ২৭ আগস্ট ২০১১ ০১:৫৬491335
  • আচ্ছা, আর একটা প্রশ্ন খচ-খচ করছে। কিছুদিন আগে দেখলাম ক্রিস্টির 'মার্ডার ওফ রজার একরয়েড' আর নীহার বাবুর (ওফ কিরীটী ফেম) 'ঘুম নেই' এক গল্প।
    ই-স্নিপ্স থেকে দ্বিতীয় গপ্পো টা পড়েচি। ওখানে কোন একনলেজমেন্ট দেখলাম না। কিন্তু প্রথম গপ্পোটা এত বিখ্যাত যে একনলেজ না করাটা বিস্ময়কর। যাদের বইটা আছে, তারা ভেরিফাই করতে পারবেন?
  • ani | 12.69.132.71 | ২৭ আগস্ট ২০১১ ০২:১৩491336
  • http://poestories.com/read/ligeia
    এই গপ্পোটা প্রথম বৌএর ভুত নিয়ে। কিন্তু খুব খুব আলাদা।
    এটা চুরি হলে রেবেকাও চুরি।
  • nyara | 122.172.33.215 | ২৭ আগস্ট ২০১১ ০৯:২১491337
  • নেওয়ার পরে অ্যাকনলেজ করলে চুরি হয় না? সে যাকগে, রবীন্দ্রনাথের অভ্যেস ছিল ভাইঝিরা এসে গান-টান শোনালে সেই গানের সুরের ওপরে নিজের কথা বসান। সেগুলো রবীন্দ্রসঙ্গীত বলেই চলে।

    এটা মানে এই নয় যে রবীন্দ্রনাথের মিউজিকাল জিনিয়াসকে প্রশ্ন করা, তেমনি ওনার অন্যের সুর-টুর নিয়ে তাতে কথা বসিয়ে রবীন্দ্রসঙ্গীত বলে প্রচলিত হওয়াটাও বোধহয় অস্বীকার করা যায় না।

    তবে এটা এমন কিছু গর্হিত ব্যাপার কিছু ছিল না। রবীন্দ্রনাথের সুর নিয়ে হিন্দি গান যখন হল তখন গুরুদেব-নামে-নাল-ঝরারা রে রে করে উঠেছিলেন কেন? সেটাও তালে তত খারাপ কিছু নয়। কেননা অ্যাকনলেজ করা হয়েছিল।
  • pi | 72.83.92.218 | ২৭ আগস্ট ২০১১ ০৯:৩১491338
  • একটু বেশি স্টিরিওটাইপিকরণ হয়ে যাচ্ছে না ? অ্যাকনলেজ করা আর না করার তফাত করা মানেই গুরুদেবের নামে নাল ঝরার দলে নাম লেখাতে হবে বা রবীন্দ্রসঙ্গীত থেকে হিন্দি গান হওয়া নিয়ে রে রে করতে হবে, তাতো নয় :)
    মানে, এরকম করেন না, এমন অনেকেই আছেন :)
  • pi | 72.83.92.218 | ২৭ আগস্ট ২০১১ ০৯:৫০491339
  • রবীন্দ্রসঙ্গীতের সুর নিয়ে হিন্দি গান হবার সময় কীরকম কী ঝামেলা হয়েছিল ? এস ডি , আর ডি র উপর চুরির অভিযোগ তোলা হয়েছিল ? আর ওঁরা কী এটা অ্যাকনলেজ ও করেননি?
    এগুলো নিয়ে কোন আইডিয়া নেই, তাই জানতে চাইছি। জন্মের আগের বা অনেক ছোটোবেলার ঘটনা হবে, তাই হৈ চৈ হয়ে থাকলেও অজ্ঞাত।
  • nyara | 122.172.33.215 | ২৭ আগস্ট ২০১১ ১০:১৭491340
  • না, দুটো আলাদা পয়েন্ট। হয়তো বোঝাতে পারিনি।

    এক, অ্যাকনলেজ করলেই কি চুরি দায় থেকে নিষ্কৃতি পাওয়া যায়? এটা প্রশ্ন।

    দুই, যদি অ্যাকনলেজ করলে চুরির দায় থেকে নিষ্কৃতি পাওয়া যায়, তাহলে রবীন্দ্রনাথের সুর থেকে হিন্দি গান যখন হিন্দি গান বানান হয়েছে, তাহলে তা নিয়ে সোরগোল তোলার কারণ থাকে না।

    গগন হরকরা -> রবীন্দ্রনাথের যা নিয়ম রবীন্দ্রনাথ -> রাজেশ রোশন একই নিয়ম হওয়া উচিত।

    'ছু কর মেরে মন'-এর সময় আমি বেশ ছোট, তবে সোরগোল খুব হয়েছিল মনে আছে।
  • Du | 14.96.6.232 | ২৭ আগস্ট ২০১১ ১০:৪৩491341
  • চুরি টুরি - এই লাইনে হইচই শুনিনি। তবে 'ছুকর' এর সুর রবীন্দ্রসঙ্গীত থেকে নেওয়া এটা বোঝা যাওয়াতে বরং অনেকেই গানটা শুনতেন খুশি মনে যারা এমনিতে হিন্দী গান শোনেন না।
  • pi | 72.83.92.218 | ২৭ আগস্ট ২০১১ ১১:৩৩491342
  • আমারো একই অভিজ্ঞতা। তেরে মেরে কি ছুঁকর কে নিয়ে বরম লোকজনকে বেশ রেলা নিতে দেখেছি। হিন্দি সুপারহিট গান , আমাদের রবীন্দ্রসঙ্গীতের সুরে, হুঁ হুঁ বাবা !
    বন্ধন টুটার কথা মনে আছে। তখন অনেকটা বড়। তখনও সেই একই রিঅ্যাকশন।
  • nyara | 122.172.33.215 | ২৭ আগস্ট ২০১১ ১২:৪০491344
  • সুধীরবাবুর একটা কোট দেব বলে বই ঘাঁটলাম, জায়গাটা খুঁজে পেলাম না। পেলে দেব। তবে সেটার লক্ষ্য মূলত: শচীন দেব বর্মন।

    'ছু কর'-এর সোরগোল হয়েছিল কপিরাইটকে কেন্দ্র করে। যদ্দুর মনে আছে। বিশ্বভারতীর পারমিশন নেওয়া হয়েছে না হয়নি - এই ধরনের কিছু। প্রসঙ্গত: এসেছিল চুরি-টুরির কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন