এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পিজে বা PJ

    pharida
    অন্যান্য | ১৯ আগস্ট ২০১১ | ২৪৯৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 75.76.118.96 | ২১ আগস্ট ২০১১ ০০:৪২492101
  • প্পনের Date:21 Aug 2011 -- 12:33 AM

    অল লিডস টু আনএমপ্লয়মেন্ট আর আনএমপ্লয়মেন্ট ট্রিগার্স হৃদরোগ।
  • kc | 178.61.96.29 | ২১ আগস্ট ২০১১ ০০:৪৩492104
  • পাই, হতে হতেও হলনা।
    দুটোর কোনটাই কলা নয়। :-)
  • pi | 72.83.74.17 | ২১ আগস্ট ২০১১ ০০:৪৩492103
  • রিসোর্স মেটেরিয়াল নেই সেই ডিটেইল জেনে বল্লেন তো ? :)

    উল্টানো ৮৮ :)

  • ppn | 112.133.206.22 | ২১ আগস্ট ২০১১ ০০:৪৬492107
  • পাঁউরুটি আর জন্নতের গপ্পো
    =============================

    এইটা দীপ্তেনদার ছেলেবেলার গল্প। দীপ্তেনদা তখন কলেজে প্রথম বর্ষ। দীপ্তেনদার তখন সদ্য গজানো গোঁপ।

    একদিন প্রোফেসরের ক্লাস শেষে দীপ্তেনদার খুব খিদে পেল। তড়িঘড়ি করে ক্যান্টিনে গিয়ে উনি চিনি দেওয়া মুচমুচে মাখম টোস্টের অর্ডার দিলেন। টেবিলে খাবার আসতেই উনি টোস্টে কামড় দিতে যাবেন এমন সময় দেখলেন কিনা প্লেটের মধ্যে লেখা আছে "জন্নত'।

    দীপ্তেনদার সেই প্রোফেসরের নাম কী ছিল?
  • pi | 72.83.74.17 | ২১ আগস্ট ২০১১ ০০:৪৬492106
  • x-(
  • pharida | 182.68.74.16 | ২১ আগস্ট ২০১১ ০০:৪৬492105
  • অনুজ বেকারির সাইন বোর্ডে বি এর জায়গায় ডি হয়ে কেলেংকারী?

    নাকি? বলেই দাও।
  • kc | 178.61.96.29 | ২১ আগস্ট ২০১১ ০০:৪৭492108
  • তিণোমূলি পিজে।

    ত্রিপুরাতে সিপিএম।
    -- প্রবলেম।

    ত্রিপুরাতে শুধুই সিপিএম।
    -- বিশাল প্রবলেম।

    শুধুমাত্র ত্রিপুরাতেই সিপিএম।
    -- প্রবলেম সলভড।
  • Update | 72.83.74.17 | ২১ আগস্ট ২০১১ ০১:১৮492109
  • Name:piMail:Country:

    IPAddress:72.83.74.17Date:21Aug2011 -- 12:47AM

    সান্দা, লুরুর ঐ পাড়াটা সর্দারদের পাড়া ছিল। :)
    ________________________________________

    Name:pharidaMail:Country:

    IPAddress:182.68.74.16Date:21Aug2011 -- 12:48AM

    kc , জ্বলন্ত ... :))
    ________________________________________

    Name:ppnMail:Country:

    IPAddress:112.133.206.22Date:21Aug2011 -- 12:48AM

    এ: কমরেড আকা অনেকটা বাইরে দিয়ে বাই চার হয়ে গেল। লেগে থাকুন। :)
    ________________________________________

    Name:akaMail:Country:

    IPAddress:75.76.118.96Date:21Aug2011 -- 12:49AM

    ৯০ বার পাপ করলে ৪৫ বার ধরা পড়বেই। কেন?
    ________________________________________

    Name:sayanMail:Country:

    IPAddress:115.241.114.51Date:21Aug2011 -- 12:49AM

    কাছাকাছি গেছিলে। উনি ""অনু'জ'' এর অ্যাপস্ট্রফিটা দিতে ভুলে গেছিলেন।
    ________________________________________

    Name:piMail:Country:

    IPAddress:72.83.74.17Date:21Aug2011 -- 12:53AM

    কেউ আপডেট নিয়ে রিস্টার্ট মারো। সব উড়ে যাবে কিন্তু।
    ________________________________________

    Name:kcMail:Country:

    IPAddress:178.61.96.29Date:21Aug2011 -- 12:54AM

    আকাকে ক্ষেউ ঢুঁসো মারো। এটা হয়ে গেছে আগে।
    sin90=cot45
    ________________________________________

    Name:phaidaMail:Country:

    IPAddress:182.68.74.16Date:21Aug2011 -- 12:56AM

    সায়ন ১২:৪২, playingforcatchup?
    ________________________________________

    Name:sayanMail:Country:

    IPAddress:115.241.114.51Date:21Aug2011 -- 12:59AM

    নোপ। কারন আমি বুঝে গেছি dawn কো পকড়না সির্ফ মুশকিল হী নহি, নামুমকিন হ্যায়।
    ________________________________________

    Name:ppnMail:Country:

    IPAddress:112.133.206.22Date:21Aug2011 -- 01:01AM

    সান্দা @12:42 , আর্ডিবি?
    ________________________________________

    Name:ppnMail:Country:

    IPAddress:112.133.206.22Date:21Aug2011 -- 01:02AM

    হ্যা: হ্যা: হ্যা:।
    ________________________________________

    Name:ppnMail:Country:

    IPAddress:112.133.206.22Date:21Aug2011 -- 01:02AM

    কেউ 12:33 পারছে না?
    ________________________________________

    Name:pharidaMail:Country:

    IPAddress:182.68.74.16Date:21Aug2011 -- 01:02AM

    এইটা আজকে বানালাম:

    এক আইটিওলা সর্দারদের গ্রামে গিয়ে ব্যাংকে ব্যাংকে গিয়ে নেট ট্রানসাক্সান ইনস্টল করছে। প্রথম ব্যাংক ম্যানেজার শিক্ষিত। পরের জন প্রায় অশিক্ষিত।

    কদিন পরে টের পওয়া গেল সেই আইটি ছোকরা প্রথম ব্যাংক থেকে প্রচুর টাকা ঝেড়ে দিয়েছে। পরের ব্যাংক থেকে কিছুই সুবিধা করতে পারেনি।

    কিভাবে?
    ________________________________________

    Name:pharidaMail:Country:

    IPAddress:182.68.74.16Date:21Aug2011 -- 01:05AM

    dawn টু গুড :))

    ১২:৩৩ - হচ্ছে না :(
    ________________________________________

    Name:ppnMail:Country:

    IPAddress:112.133.206.22Date:21Aug2011 -- 01:06AM

    12:33

    দশ বাহানে করকে লে গয়ে দিল
    ________________________________________

    Name:sayanMail:Country:

    IPAddress:115.241.114.51Date:21Aug2011 -- 01:06AM

    ১২:৩৩ বলে দে রে ...
    ________________________________________

    Name:sayanMail:Country:

    IPAddress:115.241.114.51Date:21Aug2011 -- 01:07AM

    :-)))
    ________________________________________

    Name:pharidaMail:Country:

    IPAddress:182.68.74.16Date:21Aug2011 -- 01:08AM

    প্লিজ কেউ ১২:৪৬ বলে দিক। ওটা দারুণ !!

    ডি:যারা চেষ্টা করবে তারা কেউ প্পনকে জ্যান্ত ছাড়বে না :))
  • sayan | 115.242.182.20 | ২১ আগস্ট ২০১১ ০১:২৪492110
  • হ্যাঁ হ্যাঁ জন্নত শুনে ঘুমুতে যাবো, তার আগে এটা শেষ -

    ভারতবর্ষের কোন্‌ শহরে মহিলারা খুব লম্বা হন?
  • ppn | 112.133.206.22 | ২১ আগস্ট ২০১১ ০১:৩১492112
  • জন্নতের উত্তর ইশক কি ছাও।

    কবি বলে গেছেন:

    যিস কি "সার' হো ইশক কি ছাও
    পাও কে নিচে জন্নত হোগি-ই-ই-ই

    ;-)
  • kc | 178.61.96.29 | ২১ আগস্ট ২০১১ ০১:৪৪492113
  • উফ্‌ফ! গুন্নাইট।
  • dd | 122.167.14.254 | ২১ আগস্ট ২০১১ ১১:২১492114
  • মিস্টার স্লোয়ানের ছিলো একটি টেডি বেয়ার। আর মিস্টার ঈশপের ছিলো একটা টগবগে রেস হর্স।

    দু জনের রেস শুরু হলো, দুনিয়ার সবাই ঘোড়ার উপর বাজী ধল্লেন, কিন্তু মহর্ষি ডিডি বাজী ধরলেন টেডির উপর ও জিতে নিলেন সমস্ত টাকা।

    হোয়াই? ঘোড়া ক্যানো হারলো টেডি ক্যানো জিতলো?

    উত্তর জানতে টেনসন নেই, বাধ্যতামুলক অপেক্ষা নেই। শুধু একটি আপ্ত বাক্য ।

    মনে নেই? স্ল্যোআন্স টেডি অলওয়েজ উইনস দ্য রেস? তব্বে ?

  • sayan | 115.242.201.189 | ২১ আগস্ট ২০১১ ১২:১৯492115
  • জন্নত টা একঘর :-)
    1:24 AM ক্ষেউ ট্রাই কল্লো না?
  • nyara | 122.172.34.180 | ২১ আগস্ট ২০১১ ১২:৩০492116
  • আমি কিছু প্রাচীন দিই। আমাদের কলেজ লাইফের, সবাই জানে হয়তো।

    ১। হাতিদের জাতীয় সঙ্গীত কী?

    উ: মিলে শুঁড় মেরা তুমহারা / তো শুঁড় বনে হমারা।

    ২। বৌভাতের দিন শ্বশুর কোন গান দিয়ে জামাইকে see-off করেন?

    উ: জামাইকা ফেয়ারওয়েল।

    ৩। যে মাছ খায় না, তাকে নেমনতন্ন করে দু ধরণের মাছ খেতে দিলে তাকে কী বলে?

    উ: Too মাছ।

    ৪। একথায় প্রকাশ কর -

    ক) যে গাড়ির হেডলাইট জ্বলে না:

    উ: অন্ধcar

    খ) যার গাড়ি নেই:

    উ: বেcar

    গ) বেকার স্বামীর স্ত্রী:

    উ: Boris Becker

    ইত্যাদি।
  • kc | 194.126.37.78 | ২১ আগস্ট ২০১১ ১৩:১৪492117
  • চর্যাপদের আমলের,

    লাল রাঙের কোন জিনিস ট্রিং ট্রিং ট্রিং করে চলে?




    টোম্যাটো। ট্রিং ট্রিং ট্রিং করে চলাটা আপনাকে কনফিউজ করবার জন্য।

    লাল রাঙের কোন জিনিস ট্রিং ট্রিং ট্রিং করে চলে?




    কলিং বেল। লাল রঙটা আপনাকে কনফিউজ করবার জন্য।

    লাল রাঙের কোন জিনিস ট্রিং ট্রিং ট্রিং করে চলে?




    একটা কেক। লাল রঙ আর ট্রিং ট্রিং ট্রিং করে চলা দুটোই আপনাকে কনফিউজ করবার জন্য।

    লাল রাঙের কোন জিনিস ট্রিং ট্রিং ট্রিং করে চলে?




    দমকলের গাড়ি। আপনি সবসময়ই কনফিউজড হয়ে যান কেন বলুনতো।
  • lcm | 69.236.169.127 | ২১ আগস্ট ২০১১ ১৪:৩৬492118
  • তাহলে, আমিও কিছু... এদিক ওদিকে শোনা... অনেকেই জানে নিশ্চয়ই....

    ১) গরুর চামড়ার কাজ কী?

    ২) সাংবাদিক যখন ইন্টরিভিউ নিতে গিয়ে মিলখা সিং-কে জিগ্গেস করেন - আর ইউ রিল্যাক্সিং - তখন মিলখা কি জবাব দেন?

    ৩) চার সর্দার একটি ট্যাক্সি কেনে - কিন্তু কোনো ভাড়া পায় না - কেন?

    ৪) ঐ চার সর্দার নিজেদের নির্বুদ্ধিতায় বিরক্ত হয়ে, ট্যাক্সিটাকে পাহাড়ের মাথায় নিয়ে খাদে ফেলে দেবার চেষ্টা করে। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও ফেলতে পারে না - কেন?

    ৫) কোন মার্কিন প্রেসিডেন্ট প্রচুর লন্ড্রি করতে পারতেন?

    ৬) আঠারো জন সর্দারজী কেন একসাথে একটা সিনেমা দেখতে গেছিল?

    ৭) নিউটন-এর ছেলের নাম কী?

    ৮) হোয়াট ইস্‌ দ্য ডিফারেন্স বিটুইন মস্‌কুইটো এন্ড ফ্লাই? (উ: ইংরেজিতে)

    ৯) একটি ছোট্ট অ্যাকোরিয়ামে ৮ টি মাছ আচে, একটা মাছ মরে গেল। জলের লেভেল একটু উঠে এল - কেন?

    ১০) শোলে সিনেমায় ডাবল রোলে কে ছিল?
  • Netai | 121.241.98.225 | ২১ আগস্ট ২০১১ ১৬:০৮492119
  • ২) নো। আই অ্যাম মিলখা সিং।
    ৩) চার জনে ট্যাক্সিতে বসে থাকে। প্যাসেন্‌জারের বসার জায়গা নেই।
    ৪) দুজন সামনে থেকে দুজন পিছন থেকে ঠেলছিল।
    ৮) এ মসকুইতো ক্যান ফ্ল্যাই?
    ৯) বাকিদের চোখের জলে?
  • kc | 194.126.37.78 | ২১ আগস্ট ২০১১ ১৬:৩৬492120
  • গরুর চামড়ার কাজ হল রক্ত মাংস যাতে ছিটকে না বেরিয়ে যায় সেটা এন্সিওর করা।
  • siki | 122.162.75.240 | ২১ আগস্ট ২০১১ ২০:৩১492121
  • এটা পুরনো।

    হিন্দি সিনেমার নায়িকাদের কাজই হল গানের মাঝখানে দশবার ড্রেস চেঞ্জ করা। এই স্কার্ট পরে লাদাখে নাচছে, পরের মুহূর্তেই বেডকভার পরে ব্যাংককের রাস্তায়, এই রকম আর কি। প্রায় সব হিন্দি গানের নাচেই এই কেস।

    দেবানন্দ আর ওয়াহিদা অভিনীত গাইড সিনেমার সেই বিখ্যাত গান নিশ্চয়ই মনে আছে? গাতা রহে মেরা দিল? পুরো গানটায় দেখা গেছে ওয়াহিদা রহমান একটাই শাড়ি পরে নেচে গেছেন।

    কে ন এই এক্সেপশন?
  • kc | 178.61.96.29 | ২১ আগস্ট ২০১১ ২০:৪০492123
  • ''ও মেরে হামরাহি, মেরে বাঁহে থামে চলনা,
    বদলে দুনিয়া 'শাড়ি', তুম না বদলনা।''
  • siki | 122.162.75.240 | ২১ আগস্ট ২০১১ ২০:৪২492124
  • ইয়েপ!!
  • lcm | 69.236.169.127 | ২১ আগস্ট ২০১১ ২১:৪৪492125
  • নেতাই (২,৩,৪,৯), কেসি(১) - রাইট।

    বাকিগুলো -
    ৫) ওয়াশিং-টন
    ৬) বড়দের সিনেমা - বিলো এইট্টিন নট অ্যালাউড
    ৭) ক্যালকুলাস - নিউটন ইস্‌ দ্য ফাদার অফ্‌ ক্যালকুলাস
    ৮) দুটো ডিফারেন্স...
    - এ মসকুইটো ক্যান ফ্লাই, বাট এ ফ্লাই ক্যান্‌ট্‌ মসকুইটো
    - এ ফ্লাই ক্যান ফ্লাই, বাট এ মসকুইটো ক্যান্‌ট্‌ মসকুইটো
    ১০) বীরুর কয়েন-এর রাজার মাথা - হেড আর টেইল - দুই রোলে
  • kc | 178.61.96.29 | ২১ আগস্ট ২০১১ ২২:২০492126
  • কয়েনটা জয়ের মানে অমিতা বচ্চনের ছিল। এই মারাত্মক অপরাধের ন্য ল্যাদোষবাবু সাত দিনের ফাঁসি দেওয়া হইল।
  • pharida | 182.68.72.254 | ২১ আগস্ট ২০১১ ২২:৫৪492127
  • বেশ ভালো ভালো পিস এসে পড়ে আছে - :))

    এখন তো সিডি হয়েছে। আগে কি ছিল?
  • Jhiki | 182.253.0.98 | ২২ আগস্ট ২০১১ ০৮:০০492128
  • " কোন শহরের মহিলারা লম্বা হয়?"

    শিলং (she long)
  • Jhiki | 182.253.0.98 | ২২ আগস্ট ২০১১ ০৮:০২492129
  • এটা আমাদের কলেজ আমলের:
    কোন হিন্দি সিনেমার নায়কের মা খুব দাবা খেলতে ভালোবাসত?
  • lcm | 69.236.169.127 | ২২ আগস্ট ২০১১ ০৮:৪০492130
  • ওহো, হ্যাঁ, কয়েন-টা অমিতাভের ছিল।
  • pi | 72.83.74.17 | ২২ আগস্ট ২০১১ ১১:৪৯492131
  • ওদিকে আজ জানলাম যে সার্ধ ও শ্রাদ্ধশতবার্ষিকী উপলক্ষ্যে দাদুর বেশ কিছু গান বলিউডে গেছে এবং সুপারহিট !
    যেমন, এইটি। আমি তোমার প্রেমে হবো সবার কলঙ্কভাগীর হিন্দিখানি।
    কোন গান ?

  • kc | 194.126.37.78 | ২২ আগস্ট ২০১১ ১২:০৩492132
  • মুন্নি।
  • kc | 194.126.37.78 | ২২ আগস্ট ২০১১ ১২:২৮492134
  • ধর্মেন্দ্রর প্রিপেড ফোনে ব্যালান্স কমে গেছে, কিন্তু এখনি হেমাজির সঙ্গে জরুরি কথা বলা দরকার। তিনি ঠিক করলেন হেমাকে একটা টেক্সট মেসেজ পাঠাবেন কল করার জন্য। কি লিখবেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন