এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পিজে বা PJ

    pharida
    অন্যান্য | ১৯ আগস্ট ২০১১ | ২৪৭১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 119.226.79.62 | ২৬ আগস্ট ২০১১ ১৬:২৭492269
  • ইয়্র, মানে, আমি কি মুচকিটা দেবো? নাহ। কেউ তো চাবি হারানোটা দিলোন্না।
  • de | 59.163.30.4 | ২৬ আগস্ট ২০১১ ১৬:৪৯492270
  • সবগুলৈ অ্যাতো ভালো -- আমি আজ পুরো টইটা পড়লাম -- কল্লোলদারটা জাস্ট অসা! মুচকি হাসি শুনতে চাই!
  • kumu | 122.160.159.184 | ২৬ আগস্ট ২০১১ ১৯:২০492271
  • দিন,কল্লোলদা।
    মু/মাগুরের্ঘা দুটো বেশী খেতে হবে বই তো নয়।
  • pi | 72.83.92.218 | ২৬ আগস্ট ২০১১ ১৯:৫৮492272
  • কুমুদি, লুঙ্গির সাথে কম্প্যাটিবল কোন শাস্তি ভাবো।
  • nyara | 122.172.33.215 | ২৬ আগস্ট ২০১১ ২০:৪৬492273
  • এক ছিল রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। রাজার তোষাখানায় মণিমাণিক্য গড়াগড়ি যায়। আর রয়েছে দিগন্তবিস্তৃত সাম্রাজ্য। তিনদিন তিনরাত ঘোড়া ছুটিয়েও সাম্রাজ্যের কিনারায় পৌঁছন যায় না, এমনই বিরাট সেই রাজ্য। যেই সেই রাজার দেশে আসে, সেই অবাক হয়ে যায়। ধনধান্যপুষ্পভরা সেই দেশে সবার মুখে হাসি। ক্ষেতে ক্ষেতে সোনার ধান ফলে রয়েছে। চাষীরা বিরাট টোকা মাথায় গান গাইতে গাইতে সেই ধান রোয়, কাটে, শুকোয়। নদী আর পুকুরে জল টলটল করছে। আর সেই জলে খেলে বেড়ায় ছোট-বড় লাল-নীল মাছ। গাছে গাছে ফুল ফল। মাঠে যেন গালচে বেছান - এমনই সবুজ। এ এক সব পেয়েছির দেশ।

    (বাকিটা কল্লোলদা লিখবে)
  • santanu | 95.141.130.90 | ২৬ আগস্ট ২০১১ ২২:০২492274
  • জল টলটল নদী পুকুরে ঘুরে বেড়ায় রুই, কাতলা,মাগুর, শিঙ্গি কিছু নয় - কেবল লাল নীল মাছ! এ গল্পের বাকিটা তো পাই লিখবে।
  • pi | 72.83.92.218 | ২৬ আগস্ট ২০১১ ২২:২০492275
  • :D
  • aka | 168.26.215.13 | ২৯ আগস্ট ২০১১ ২০:৪৭492276
  • আবার তুলে দিই একটা ক্লিশে টাইপ দিয়ে।

    রাত গভীর। দুজনে গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরের নির্জন রাস্তায় হঠাৎ একটা গাড়ি খুব জোরে ব্রেক কষল। মহিলাটি ধড়মড় করে উঠে বসে বলল - 'আমার স্বামী'। শুনে লোকটি পড়িমড়ি করে কোনরকমে লাফিয়ে ঝাঁপিয়ে পালাল। এদিক ওদিক কেটে ছড়ে গেল, পা মচকে গেল। খানিক গিয়ে আবার ফিরে এসে বউকে জিজ্ঞেস করল - 'কি বললে? আমিই তো তোমার স্বামী'। মহিলাকে খানিকক্ষণের জন্য অপ্রস্তুত দেখালেও সামলে নিয়েই বলল - 'তাহলে দৌড়ে পালালে কেন'?
  • pharida | 61.16.232.26 | ৩০ আগস্ট ২০১১ ০৯:৫৪492277
  • :))
  • kallol | 220.226.209.2 | ৩০ আগস্ট ২০১১ ০৯:৫৭492279
  • তবে আর কি, মাথাটা বাড়াই। বিশেষ, ন্যাড়া আর কুমু হেন শুভাকাঙ্খীর অনুরোধ তো আর অগ্গাজ্জি করা যায় না।

    হ্যাঁ।
    তা হোলো কি। রাজা তো রাজসভায় বসে থাকেন। নালিশ-ফরিয়াদ নেই। রাজ্যে সগ্গলে ভারী সুখে ও আমোদে আছে। রাজার মনে হলো, না: এ তো আর পারা যায় না।
    - অ মন্ত্রী এগডা উপায় বলো দিনি। এ তো বসে বসে গা-হাত-পা ধরে গেলো।
    মন্ত্রী মাথা চুলকে বল্লো,
    - তবে স্যর পাশের রাজ্যকে এট্টু চুলকে দেই?
    - তোমার যা বুদ্ধি, সাধে মন্ত্রী হয়েছো! আরে পাশের রাজ্য তো জামাইবাবাজীর। সেখানে চুলকালে ঘা টা কোথায় হবে জানো?
    - আজ্ঞে না তো........
    - তোমার ইয়েতে।
    - আজ্ঞে।
    এই সব চলছিলো, যেমন চলে আর কি।
    এর মধ্যে সান্ত্রীর মাথায় একটা কিছু এলো। রাজার রাজ্য ভারী গণতান্ত্রিক, হগ্গলের হক আছে কথা কওয়ার ও মত ব্যক্ত করার। সান্ত্রী বল্লে,
    - রাজ্য পরিদর্শনে গেলে কেমন হয়?
    ওমনি পাত্র-আমত্য-কোটাল-সেনাপতি-মন্ত্রী সগ্গলে হাঁ হাঁ করে উঠলো,
    - পরিদর্শন মানে! উনি কি একা একা যাবেন্নাকি? হারিয়ে গেলে? - আহা, হারানোর কথা উঠছে কেন, ওনারই তো রাজ্য, বাড়ীও বলতে পারো। নিজের বাড়ীতে কেউ হারায়? তবে হ্যাঁ পরিশ্রান্ত হলে কি কোর্ব্বেন?
    - তাছাড়া নিরাপত্তা বলে কিছু আছে তো। হাজার হলেও রাজা।
    - দুদ্দুর নিরাপত্তা আবার কি! এ রাজ্যে ওসব মাও-লাদেন ফাদেন নেই। তবে হ্যাঁ, রাজা একা একা গেলে কেমন ফেকলু ফেকলু লাগবে, তাই বলছিলাম...............
    রাজা সব্বাই কে থামিয়ে বল্লেন,
    - ও: এতো চিল্লাও কেন বলো তো? যেন অষ্টাশিটা হাড়িচাচা একসাথে গলা সাফ কচ্ছে।
    সক্কলে সান্ত্রীতে খুব বকলে,
    - একটা কথা মাথায় এসেছে কি ওমনি চিল্লাতে শুরু করলো। কোন একটা ইয়ে নেই কো! অ্যাঁ?
    রাজা বল্লেন,
    - থাক থাক, আর চিল্লিয়ে কাজ নেই। সকলেই যাবে আমার সাথে। সভার সক্কলে।
    তো, পাঁজি টাঁজি দেখে ঠিক হলো, আগামী বেস্পতিবার পরিদর্শনে যাওয়া হবে। রানী বল্লেন তিনিও যাবেন। সগ্গলে ধইন্য ধইন্য করে উঠলো।
  • kallol | 220.226.209.2 | ৩০ আগস্ট ২০১১ ০৯:৫৯492280
  • এরপর বেস্পোতিবার বারবেলাআআআআআ.......
  • siki | 123.242.248.130 | ৩০ আগস্ট ২০১১ ১০:১১492281
  • আমি একজন আইয়েসাই এজেন্ট পাঠাচ্ছি, কল্লোলদার গিটারটাকে উঠিয়ে নিয়ে আসবে। আর ঝুঁটিতে ধুতরো ফুল গুঁজে দিয়ে আসবে।
  • kallol | 220.226.209.2 | ৩০ আগস্ট ২০১১ ১০:২১492282
  • আহা, কি মুস্কিল। এখনই এত্তো ধৈজ্জ হারালে চবলে?
    আমার আবার মাসের শেষে বাড্ডো চ্চাপ। এটা কেটে যাক। তাপ্পর তো জান হাজির হ্যায়।
    অ সিকি আয়েসাই এজেন্টরে কোয়ো দুগা লাহোরের কাকোরী কাবাব আনে যেন।
  • pharida | 61.16.232.26 | ৩০ আগস্ট ২০১১ ১০:২৪492283
  • চাইনিজ পিজেটা কেউ দেবে নাকি?
  • kumu | 122.160.159.184 | ৩০ আগস্ট ২০১১ ১৬:১২492284
  • কল্লোলদা,কী হল?
    চাপের দোহাই দেবেন্না,এইমাত্র গানের টইতে লেখা দেখেচি।
  • kallol | 220.226.209.2 | ৩১ আগস্ট ২০১১ ১৭:৩২492285
  • কুমুর হুমকিতে যাত্রা এগিয়ে এলো।

    রাজা তো বেরিয়েছেন, মন্ত্রী-সান্ত্রী-পাত্র-আমত্য-সেনাপতি-কোটাল-সৈন্য-সামন্ত-ঢাক-ঢোল-তুরী-ভেরী নিয়ে। প্রধান নগরের রাস্তায় রাস্তায় রাজার ইয়া ইয়া কাট আউট। রাজা সে সব দেখছি না দেখছি না করেও দেখছেন। সকলে কেমন বাহা বাহা করছে। কাচ্চা-বাচ্চারা হাঁ করে রাজা দেকচে। রাজা মুচকি হেসে তাদের দেকচেন। তা দেকে প্রজারাও মুচকি মুচকি হাসচে। প্রজাদের মুচকি হাসি দেকে মন্ত্রী-সান্ত্রী-পাত্র-আমত্য-সেনাপতি-কোটাল-সৈন্য-সামন্ত, ঢাক-ঢোল-তুরী-ভেরী বাদকেরাও মুচকি হাসচে। সগলে এমত মুচকি হাসায় গৃহপালিত হাস-মুরগী-গরু-ভেড়া মায় ছ্যাকরা গাড়ির ঘোড়া আর ধোপাদের গাধারাও মুচকি হাসচে।
    চাদ্দিকে এতো মুচকি হাসি দেকে রাজার ক্যামোন সন্দো হলো। ব্যাটারা আমায় দেকে কি সং ভাবলে!! রাজা মন্ত্রীকে ডেকে শুধালেন,
    - সগলে আমাদ্দিকে তাকিয়ে মুচকি হাঁসচে ক্যানো?
    মন্ত্রী বড়ো বিন্দাস মুডে ছিলো। বল্লে,
    - অ্যাকোন এই খুশীর মোমেন্টে এসব গোল্মেলে পোস্নো ক্যানো। ওসব থাগ না।
    - না, থাগবে না।
    মন্ত্রী মাথাটাথা চুলকে বল্লে,
    - আমনাকে দেকে ওদের পুলক হয়েচে। তাই।
    - ক্যানো, আমি কি পুলক বন্দ্যো?
    মন্ত্রী বুঝলেন রাজা খচেছেন। ওম্নি মন্ত্রী গম্ভীর। তাই দেকে সান্ত্রী-পাত্র-আমত্য-সেনাপতি-কোটাল-সৈন্য-সামন্ত গম্ভীর। ঢাক-ঢোল-তুরী-ভেরী পজ্জন্তো ধীর লয়ে মন্দ্র মন্দ্র ঋউ ঋউতে বাজতে লাগলো। প্রজা সগল চিন্তায় কপালে ভাঁজ ফেলে দিলে।
    এই সব কত্তে কত্তে রাত হলো। রাজা তো প্রাসাদে ফিরবেন্না। তাই কানাত পড়লো। রাজা ঘুনু কত্তে গেলেন। সেদিন নিচ্চিন্তে কাটলো।
  • Lama | 117.194.245.244 | ৩১ আগস্ট ২০১১ ২৩:৫২492286
  • কল্লোলদা, তারপর?

    ঋউ:
    তারপর? তারপর?

    কল্লোলদা, তারপর কি হল?

    ঋউ:
    কি হল? কি হল?
  • kallol | 220.226.209.2 | ০১ সেপ্টেম্বর ২০১১ ০১:০১492287
  • আহা। রাজাকে ঘুনু কত্তে দাও। নইলে কাল আবার পরিদর্শনে বেরুবে কোং কোয়ে?
    তোমরাও ঘুনু কত্তে যাও।
  • kumu | 122.160.159.184 | ০১ সেপ্টেম্বর ২০১১ ১১:১৭492288
  • রৌদ্রে রাঙা সকাল তাজা,কিন্তু ঘুমোয় রাজা,
    কাপ ভরা বিছানা চা,কিন্তু রাজা উঠছে না-
    ????????????????

  • siki | 123.242.248.130 | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৩492290
  • ঋঊ: ঋঊ:

    অ্যাই রাজামশাই, এইবার উঠবেন না কানের ফুটোয় গরম চা ঢেলে দেব?
  • kallol | 115.242.204.157 | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৩492291
  • বন্ধু এয়েচে। তাই সক্কাল সক্কাল এট্টু ডুব সাঁতার দিচ্ছি। একোন মাইরী চা ফা দিস না।
  • tiklut | 24.7.46.251 | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৬:০০492292
  • প্রশ্ন: জর্জ ডব্লুদা তার হটমেলের পাসওয়ার্ড MickeyMinnieDonaldGoofyTiggerPoohLisbon দিয়েছিল কেন?

    উত্তর: বলা ছিল পাসওয়ার্ডে ছয়টি ক্যরেক্টার ও একটি ক্যপিটাল চাই।
  • kallol | 115.184.13.235 | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৩492293
  • পদ্দিন তো আবার পরিদর্শন শুরু। এবার নগর ছেড়ে গাঁয়েদ্দিকে। আহা। কেমং সবুউউজ মাঠ। জলটলটল নদীনালা পুকুর-দীঘি। তাতে নাল-লীল মাচেরা খেলে ব্যাড়াচ্চে। দুচাট্টে শিং-মাগুরও দ্যাকা যাচ্চে। সবুজ মাঠে ঘন সবুজ গাচ আর তার পেচুনে লীল আকাশ। ফ্যাতরা লোকেরই কাব্যি আসে, তা রাজা বলে কতা। রাজা তো এম্নি সেম্নি নন, তাই কাব্যি না পেয়ে গান পেলো। রাজা নদীর ধারে, সবুজ মাঠে, ঘন সবুজ গাচের ছায়ায় বসে গেয়ে দিলেন,
    - ও ঘ্রিউ ও আহুম ও নদীরে-এ-এ-এ-এ-এ......
    এইভাবে পরিদর্শন চলতে চলতে রাজা এসে পৌঁচুলেন রাজ্যের শেষ সীমানায়। ওপারে জামাইবাবাজীর রাজ্য। তা, রাজা আমাদের ভারী বিবেচক। গোটা সীমানা বরাবর মস্তো দেওয়াল। হুঁ হুঁ বাওয়া জামাইই হও আর ভায়রা, সীমানা নিয়ে কোন ফিঁচলেমী চবলে না।
    - বাবা, রাস্তাটা সোজা বানাতে গেলে চারশো মিটারের একটা স্লাইস হলেই কুউল
    কিংবা
    - ভায়া বাগানটা ঠিক স্কোয়ার শেপে নিতে গেলে ঐ বিঘে দুয়েক হলেই .......
    ওসবে রাজামশাই নেই। মুক্কু পেয়েচো? রীতিমতো দাড়িদাদু পড়া আচে - শুদু বিগে দুই ছেল মোর ভূঁই........... হ্যাঁ।
    তা, রাজা তো সীমানা বরবর দেওয়ালের পাশ দে চলেচেন। সব চমৎকার। মন্ত্রীটা অব্দি ভালো ভালো পিজে বলচে। সন্ধ্যা হয় হয়। এমন সময় দেওয়ালের ওপাশ থে একটা নিষ্ফটাৎট্রাংঘ্রিমধুম মতন গন্ডোগোল শোনা গেলো।
    রাজা বল্লে
    - মন্ত্রী, ওটা কি?
    - এজ্ঞে ওসব ওভারবাউন্ডারীর বেপার। ও সবে কান দিলে চলে?
    - উঁহুঁ, ওটা জামাইয়ের টেরীটোরী। আমার মেয়ের স্বার্থ জড়িত। আমি তো উদাস থাকতে পারি না। শিগ্গিরি ওভারবাউন্ডারীতে কি ঘাটছে জনতে সিঙ্গিলসের ব্যবস্থা করো।
    - সেডি আবার কি?
    - ঔউউ!! ওভারবাউন্ডারী বোজো সিঙ্গিলস বোজো না। এয়ার্কি হচ্চে? দৌড়ে গে খবর আনো, কি হচ্চে ওপারে।
    - এজ্ঞে দৌড়ে যাবে কি, আমরা তো সিং দরজার উল্টো দিকে। বাকি তো সব ঘিরে দেওয়া আচে। নো ট্রেসিংপাসিং।
    - হুঁ:, খালি পব্লেম পব্লেম, এট্টা সলুশং দিতে পারো নি? অ্যাঁ?
    এমন সময় সেই সান্ত্রীর মাথায় আবার আলো জ্বললো,
    - দেওয়ালে চড়ে দেকলেই হয়।
    ওম্নি মন্ত্রী-আমত্য-পাত্র-সেনাপতি-কোটাল সগ্গলে খ্যাঁক খ্যাঁক করে উঠলে,
    - ও:, ঠান্ডা মাতায় এট্টু চিন্তাও করতে দেবেনি! যেই মাতাটা এট্টুস খুলে এয়েচে ওম্নি বকর বকর। এট্টু চুপ কদ্দিনি!
    রাজা বল্লে
    - ভালোই তো কয়েচে। এখন রাত হয়ে গেলো। অন্ধকারে কিচু বোজাও যাবে না। কাল সক্কালে যা করার করা যাবেখন।
    আবার কানাত পড়লো। রাজা ঘুনু কত্তে গেলেন।
  • sayan | 160.83.97.84 | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৭:৩৮492294
  • তিনজন লোক নরকের দুয়ারে এসেছে। একজনের মস্তিষ্কে আঘাত, একজন হাটফেল কেস আর শেষজন ঘাড়ভাঙা। যমরাজ একে একে তাদের মৃত্যুর কারণ জিগায়।

    মস্তিষ্কে আঘাত: আমি কিছু জানি না কেন মরলাম। খুব জোর বড়ো বাইরে পেয়েছিল বাড়ি ফেরার সময় তাই দৌড় লাগাই। হঠাৎ উপর থেকে মাথায় একটা আস্ত ফ্রীজ এসে পড়ে আর তাতেই।

    হাটফেল: মহারাজ, আমি আজ বিকেল বিকেল আপিস থেকে ফিরে বুঝি ঘরে কেউ এসেছিল বৌএর সাথে দেখা করতে। নীচে গেটের কাছে রাস্তায় একজনের চটির আওয়াজে দৌড়ে জানলায় গিয়ে দেখি একটা লোক পালাচ্ছে। রাগে অন্ধ হয়ে আমি জানলা দিয়ে তার দিকে তাক করে ফ্রীজ ছুঁড়ে মারি। ভারি ফ্রীজ তোলার জন্য আমার হাটফেল করে।

    ঘাড়ভাঙা: মাই বাপ, আমি পুরনো বান্ধবীর সাথে দেখা করতে তার বাড়ি গেছিলাম। বাড়ির কত্তা জলদি ফিরে আসাতে বন্ধু আমাকে বলে এখুনি ফ্রিজে লুকোও নইলে ও তোমাকে মেরে ফেলবে। লুকিয়েই ছিলাম কিন্তু এমন সময় সব দুলতে শুরু করল আর তারপর আর কিছু জানি না।
  • kumu | 122.160.159.184 | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩০492295
  • নিষ্ফটাৎট্রাংঘ্রিমধুম-aaoyaajTaabeshlaagal.
  • ppn | 122.252.231.10 | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৯:২৮492296
  • এইটা বিয়াপোক। প্রযত্নে আবার শ্রীমান মিরাক্কেল।

    প্রশ্ন: মানুষের চেয়ে কেন কুকুরের গায়ে বেশি গন্ধ?
  • Tim | 198.82.25.16 | ০১ সেপ্টেম্বর ২০১১ ২১:২৭492297
  • সান্দার গপ্পটার আরেকটা ভার্সন আছে। বলবো? :-)
  • r2h | 198.175.62.19 | ০১ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৪492298
  • আরেকটা ছিল, যমালয়ের কিউতে দুই সদ্যোমৃতের আলাপচারিতা।
    -তা আপনি কিসে মরলেন?
    -দমবন্ধ হয়ে। আপনি?
    -লম্বা গল্প মশাই, বড় গ্লানিময় মৃত্যু। বৌকে সন্দেহ করে অসময়ে বাড়ি এসে দেকি্‌খ বিস্রস্তবসন বৌ একা বিছানায়। আতিপাতি করে খাটের তলা, বাথরুমের ক্লোজেট, আলমারি, চিলেকোঠা সব খুঁজেও কাউকে না পেয়ে উত্তেজনা আর অনুশোচনার বোঝা সামলাতে পারিনি। রক্তচাপ, হার্ট এসবের সমস্যা ছিল কিনা।
    -(দীর্ঘশ্বাস) এতই যখন করলেন, ফ্রিজের দরজাটা খুলেও দেখে নিতেন একবার। দুজনেই বেঁচে যেতাম।
  • Tim | 198.82.25.16 | ০১ সেপ্টেম্বর ২০১১ ২১:৪০492299
  • এইত্তো, এইটাই। তবে আমি যার কাছে শুনেছিলাম তার লাস লাইন ছিলো:
    - (ঠাস করে চড় মেরে) বলদ কোথাকার! ফ্রিজটা খুঁজে দেখতে পারোনি?!

  • pi | 128.231.22.133 | ০১ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৬492301
  • ঠাস করে চড়ই বোধহয় মেরেছিলেন। দমবন্ধ হবার পর দীর্ঘশ্বাস নেওয়াটা একটু চাপের হতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন