এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Occupy Wall Street

    Samit
    অন্যান্য | ১২ অক্টোবর ২০১১ | ৭৩০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.133 | ২১ অক্টোবর ২০১১ ২৩:৫৩495542
  • এবার অকুপাই কোলকাতার আপডেট নিয়ে হাজির হচ্ছেন , ইয়েস, কেলোদা !
  • kelo | 117.254.253.44 | ২২ অক্টোবর ২০১১ ০০:৪০495544
  • না না পাই দিদি,
    কেলোদা কিচ্ছু নিয়ে টিয়ে হাজির হচ্ছে না। এইসব অকু পাই টকু পাই এর ব্যাপারে কেলো কিচ্ছুটি জানে না।
    তবে কেলোর বাড়ির মালিক কেলোকে 'অকুপায়ার' সম্বোধন করে মাঝে মাঝে পত্রাঘাত করে থাকে বটে! কিন্তু সিভিল কোর্ট স্পষ্ট বলে দিয়েছে যে "আকুপায়ার টকুপায়ার নয়, কোলো হল - ভা ড়া টে" মাথামোটা, লোভী 1% মালিকদের বোঝাবে কে সেকথা।
    কিন্তু পাইদিদি, আপনি অন্তত বুঝুন যে আমি কিচছু অকু পাই করি নি .. যারা করেছে তারা বেঙ্গল চেম্বার অব কমার্সের পেছনে ঘাঁটি গেড়ে বসে আছে।
  • kelo | 117.254.253.44 | ২২ অক্টোবর ২০১১ ১৮:২৯495545
  • কলকাতায় শ দুয়েক লোক নিয়ে হইহই করে মিছিল হল। এন্তার নাফালাফি, গানবাজনা। এত প্রানবন্ত মিছিল কমই দেখা যায়।
    ছবি পাবেন নিচের লিঙ্কে - পরের পোস্টে। কারন ইউনিকোডে লিঙ্ক দিতে গেলে ভেঙ্গে যায়।
  • kelo | 117.254.253.44 | ২২ অক্টোবর ২০১১ ১৮:৩৭495547
  • সিকিওর্ড ডোমেনও লিঙ্ক হিসেবে আসে না দেখছি। পরের পোস্টে হেচ টি টি পি এস এর এস বাদ দিয়ে আরেকবার নিঙ্ক দিচ্ছি .. না খুললে নিজেরা খুলে নেবেন কষ্ট করে।
  • kelo | 117.254.253.44 | ২২ অক্টোবর ২০১১ ১৮:৪১495549
  • না:
    গুরুতে লিঙ্ক দেওয়া শিবেরও অসাধ্য....
  • kelo | 117.254.253.44 | ২২ অক্টোবর ২০১১ ১৮:৪৭495550
  • এই আমার শেষ চেষ্টা
    http://goo.gl/UlgzY
  • sayan | 115.184.28.203 | ২২ অক্টোবর ২০১১ ১৯:১২495552
  • এমন লুঙ্গি-খোলা ডকুমেন্টরি বেশি দেখেছি না -- http://www.imdb.com/title/tt1645089/
  • pi | 72.83.90.203 | ২৩ অক্টোবর ২০১১ ০২:৩১495553
  • কেলোদা শেষমেশ শিবের অসাধ্য কাজ করে ফেল্লেন ! :)

    ছবিগুলোর জন্য অনেক ধন্যযোগ। শঙ্খদাকেও।

    occupy dhaka : https://www.facebook.com/media/set/?set=a.2467452814758.143363.1505436521&type=3
  • pi | 72.83.90.203 | ২৩ অক্টোবর ২০১১ ০২:৩৮495554
  • পিট সিগার :

  • pi | 72.83.90.203 | ২৩ অক্টোবর ২০১১ ০৩:৫৪495555
  • বোঝো !
    এবার occupy education ! :)

    http://occupyedu.tumblr.com/
  • DEBOLINA CHATTERJEE | 115.240.95.39 | ২৩ অক্টোবর ২০১১ ১৩:৩২495556
  • asoleamonaktacolourfullmachilehantaroviggotaeiprothombarfeelkorlam.vebechilamjprotharbairegiesobmanusherspiritersathemilekichuaktaholekhubvalohae.ekathasattijWEARE99%eikathatabolarjaegataachievekaratakhubkothin.prothagatosloganerbairegieuposthitsokolermotamotniesloganthikkorathekesurukorenach/gan/pothcholtimanushkmichilejogdankararjannoabedonkoraETATADERMICHILeibole-----purobyapartaiovinabo.

    aroanekduregotehobe.alposamayeamraeinetcommunicationermadhyomtibyaboharkorechibesikore.kintuamaderasepaseamonbohumanushachenjaraeidharonercommunicationusekorenna.taderkacheprothagatomediaguloosuporikolpitovabekonomsgniejachchennagotabiswa-duniyaekihochche.amaderseialternativemadhyomerbyabosthakortehobe,jatedesh-duniyarprotibad/protirodhervashagulotaderkacheogiepouchaye.

    arobesikorebarnobyaichitromoyhoeuthukamar/apnar/amadersakolerei99%ersongramikantthoswar...........
  • pinaki | 122.174.56.216 | ০৩ নভেম্বর ২০১১ ২৩:১৬495558
  • এই খবরটা খুব ইন্টারেস্টিং। একটা অর্থনীতি চোখের সামনে ধ্যাড়াবে, তবু আমরা সেই নির্দিষ্ট বায়াসের অর্থনীতিরই চর্চা করে যাব - মূলত: এই ক্ষোভ থেকে হার্ভার্ডের ইকনমিক্স-১০ এর কিছু ছাত্রের ওয়াক আউট।

    UPDATE: 4:04 a.m. November 3, 2011

    Nearly 70 Harvard student protesters walked out of Economics 10 on Wednesday afternoon, expressing dissatisfaction with what they perceive to be an overly conservative bias in the course.

    The walkout was meant to be a show of support for the “Occupy” movement’s principal criticism that conservative economic policies have increased income inequality in the United States.

    “Today, we are walking out of your class, Economics 10, in order to express our discontent with the bias inherent in this introductory economics course. We are deeply concerned about the way that this bias affects students, the University, and our greater society,” read a statement issued by the organizers.

    Economics 10—more commonly referred to as “Ec 10”—is taught by professor N. Gregory Mankiw, and has the highest enrollment of any course at the College, boasting over 700 enrollees.

    Mankiw, who was aware that student would be staging the walkout, began lecture by announcing his office hours.

    “I was going to announce this at the end, but I have a feeling people might leave a little early,” he said.

    At 12:15 p.m. students stood up en masse and walked out of Sanders Theatre, where Ec 10 lectures are held. Some students carried signs, but most left carrying just their backpacks. As the demonstrators marched out of Sanders Theatre, a small crowd booed them in support of Mankiw. Most students remained in their seats

    After walking out, the group gathered in the hallway outside of the theater, standing in a circle and speaking out about the event.

    “Harvard graduates have been complicit [and] have aided many of the worst injustices of recent years. Today we fight that history,” said Rachel J. Sandalow-Ash ’15, one of the students who organized the walkout. “Harvard students will not do that anymore. We will use our education for good, and not for personal gain at the expense of millions.”

    Gabriel H. Bayard ’15, another organizer of the walk out, said that he believes the course is emblematic of the economic policies that have led the financial crisis.

    “Ec 10 is a symbol of the larger economic ideology that created the 2008 collapse. Professor Mankiw worked in the Bush administration, and he clearly has a conservative ideology,” Bayard said. “His conservative views are the kind that created the collapse of 2008. This easy money focus on enriching the wealthiest Americans—he really operates with that ideology.”

    Mankiw served as the chairman of the Council of Economic Advisers during the second Bush Administration and is currently an adviser to former Mass. Governor Mitt Romney’s presidential campaign. Mankiw declined to comment for this article.

    Sandalow-Ash ’15 said that the course too heavily asserts conservative economic claims as fact.

    “It’s a class that’s very indoctrinating, and does not encourage diversity of views. Economic questions are not always clear-cut. Multiple views should be presented in this course,” Sandalow-Ash said.

    Many undergraduates remained skeptical of the demonstration’s mission.

    Mark S. Krass ’14 said he believes the walkout’s intended goals were unclear, which detracted from the walkout’s message and comprises its integrity.

    “Those of us who are supportive of Occupy Wall Street are trying very hard to combat the view that there is no set of objectives or ideology motivating that movement,” Krass said. “It was really distressing for people to advertise a walkout of Ec 10 on the basis of high textbook prices and bad teaching.”

    Jeremy Patashnik ’12, an economics concentrator who authored a lengthy piece in defense of the course for the Harvard Political Review, rejected the notion that Ec 10 carries a conservative bias.

    “I self-identify as a liberal on these issues, and I don’t see the conservative bias. I think this walkout misses the point of what Ec 10 is supposed to be,” Patashnik said. “This class is not attempting to give normative answers about how to address social issues. It’s meant to introduce students to economics as a social science.”

    Krass noted that the topic of Wednesday’s lecture—income inequality—might have been particularly interesting to those who participated in the walkout.

    “It’s incredible that in the name of advancing a more liberal view of economics they chose to walk out of a class on a social issue they care about,” Krass said.

    According to those who walked out, part of the discontent with Economics 10 stems from what they say is the limited number of opportunities to express skepticism toward the material taught in the course.

    “I’ve definitely written question marks in my textbook, but we never really get to question [what he says] in section,” said Alexandra E. Foote ’15, who is currently enrolled in the course. “I don’t know very much about economics, and it’s not really fair that I’m getting a skewed perspective.”

    —Staff writer Jose A. DelReal can be reached at [email protected].

    ---------------------------------------------
    [2]

    The following letter was sent to Greg Mankiw by the organizers of today’s Economics 10 walkout.

    Wednesday November 2, 2011

    Dear Professor Mankiw—

    Today, we are walking out of your class, Economics 10, in order to express our discontent with the bias inherent in this introductory economics course. We are deeply concerned about the way that this bias affects students, the University, and our greater society.

    As Harvard undergraduates, we enrolled in Economics 10 hoping to gain a broad and introductory foundation of economic theory that would assist us in our various intellectual pursuits and diverse disciplines, which range from Economics, to Government, to Environmental Sciences and Public Policy, and beyond. Instead, we found a course that espouses a specific—and limited—view of economics that we believe perpetuates problematic and inefficient systems of economic inequality in our society today.

    A legitimate academic study of economics must include a critical discussion of both the benefits and flaws of different economic simplifying models. As your class does not include primary sources and rarely features articles from academic journals, we have very little access to alternative approaches to economics. There is no justification for presenting Adam Smith’s economic theories as more fundamental or basic than, for example, Keynesian theory.

    Care in presenting an unbiased perspective on economics is particularly important for an introductory course of 700 students that nominally provides a sound foundation for further study in economics. Many Harvard students do not have the ability to opt out of Economics 10. This class is required for Economics and Environmental Science and Public Policy concentrators, while Social Studies concentrators must take an introductory economics course—and the only other eligible class, Professor Steven Margolin’s class Critical Perspectives on Economics, is only offered every other year (and not this year). Many other students simply desire an analytic understanding of economics as part of a quality liberal arts education. Furthermore, Economics 10 makes it difficult for subsequent economics courses to teach effectively as it offers only one heavily skewed perspective rather than a solid grounding on which other courses can expand. Students should not be
    expected to avoid this class—or the whole discipline of economics—as a method of expressing discontent.

    Harvard graduates play major roles in the financial institutions and in shaping public policy around the world. If Harvard fails to equip its students with a broad and critical understanding of economics, their actions are likely to harm the global financial system. The last five years of economic turmoil have been proof enough of this.

    We are walking out today to join a Boston-wide march protesting the corporatization of higher education as part of the global Occupy movement. Since the biased nature of Economics 10 contributes to and symbolizes the increasing economic inequality in America, we are walking out of your class today both to protest your inadequate discussion of basic economic theory and to lend our support to a movement that is changing American discourse on economic injustice. Professor Mankiw, we ask that you take our concerns and our walk-out seriously.

    Sincerely,

    Concerned students of Economics 10

  • Sankha | 198.45.19.49 | ০৩ নভেম্বর ২০১১ ২৩:৪১495559
  • বাই দা ওয়ে, গতকাল বিকেলে ওয়াল স্ট্রিটের থেকে পুলিশ ব্যারিকেড তুলে নিয়েছিলো। আজকে সকালে ঐ NYSE র সামনে টুকু যা ঘিরে রেখেছে, বাকিটা উন্মুক্ত, টুরিস্ট আর ডিপি দের জন্য।

    ঘোড়ার নাদি আর হিসিতে ওয়াল স্ট্রিট একেবারে গন্ধমাদন, ব্যাটারা যে মাউন্টেড ইউনিট নামিয়েছিলো তারা এখনো আছে। এখন লোকজন মজাসে ঘোড়াগুলোর গায়ে মাথায় হাত বুলোতে বুলোতে পুলিশদের সঙ্গে আড্ডা মারছে।

    জুকোটি পার্কে পেল্লায় পেল্লায় তাঁবু খাটিয়েছে। বিকেল হলে লোকজন সাদা বা কালো টি শার্ট নিয়ে ফ্রীতে we are 99% ছাপ মারিয়ে নিচ্ছে প্রিন্টশপ থেকে। সোমবার সিক্সথ অ্যাভেন্যুর হ্যালোউইন প্যারেডে দু একজনকে দেখলাম হাতে পতাকা নিয়ে ঘুরছে, তাতে লেখা আছে This is my Occupy Wall St costume
  • pi | 72.83.76.29 | ১৪ নভেম্বর ২০১১ ১৯:৪১495560
  • ২০% এর হাতে ৮০% সম্পদ যাবার ম্যাথস।

    ...The economist Edward N Wolff, of New York University, has pointed out that, as of 2007, the top 1% of households in America owned 34.6% of all privately held wealth, and the next 19% had 50.5% of the wealth. This means that just 20% of the people owned 85% of the wealth, leaving only 15% for the bottom 80% of the people. No one who is interested in an equitable society can fail to be irked by this unfairness.

    But the unfairness is, unfortunately, not unexpected. What the protesters are fighting (consciously or unconsciously) is the 80/20 rule – variously called Pareto's principle, Zipf's law, the long tail or Benford's law, depending on what you are studying – a staple in scientific, economic and business textbooks, the go-to idea to show how the frequency of a set of natural events is not always what you might recognise as, well, natural.

    The maths underlying the 80/20 rule, known as the power law distribution, is found in many natural systems over which no single human has much influence. Its concentration of the extremes seems built into the fabric of complex systems that depend on numerous factors that continually change over time.

    The simplest version says that 80% of your company sales will come from 20% of your customers; that 80% of the world's internet traffic will go to 20% of the websites; 80% of the film industry's money gets made by 20% of its movies; 80% of the usage of the English language involves just 20% of its words. You get the picture.

    A distribution based on a power law says extreme events (or richest people, or biggest websites) account for most of the impact in that particular world, and everything falls off quickly afterwards. The combined wealth of the top 10 richest people in the world is orders of magnitude greater than the next 10, which is orders of magnitude greater than the next 10, and so on. The rest of the field sits in a long, almost-irrelevant tail...


    http://www.guardian.co.uk/commentisfree/2011/nov/11/occupy-movement-wealth-power-law-distribution?fb=optOut
  • pi | 128.231.22.133 | ১৯ নভেম্বর ২০১১ ০২:৩৬495561
  • Name:driMail:Country:

    IPAddress:117.194.249.156Date:11Nov2011 -- 10:57PM

    লন্ডনের ছাত্রবিক্ষোভ, ইন্টারেস্টিং ইন্টারভিউ। http://www.youtube.com/watch?v=mmE6fDey_OU

    Name:pinakiMail:Country:

    IPAddress:122.164.146.237Date:11Nov2011 -- 11:46PM

    দ্রিকে অসংখ্য ধন্যবাদ লন্ডন প্রোটেস্টের এই ইন্টারভিউটার লিংক দেওয়ার জন্য। এত চাঁচাছোলা কম্প্যাক্ট ইন্টারভিউ তাবড় নেতাদেরও খুব একটা দিতে শুনি নি। কতটা ভিতর থেকে মুভমেন্টের মধ্যে ইনভলভড থাকলে স্বতস্ফূর্তভাবে এরকম ইন্টারভিউ দেওয়া যায় সেটাই ভাবছিলাম।

    ওদিকে অকুপাই এর কি খবর?

    --------------------------------------------------------------------------------

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:11Nov2011 -- 11:49PM

    এখানে আগের হপ্তাতেও অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হতে হতে লোকে ইন্টারভিউ দিয়ে গেছে।

    ওদিকে অকুপাই কোল্কাতা সরগরম !

    Name:pinakiMail:Country:

    IPAddress:122.164.146.237Date:12Nov2011 -- 12:02AM

    ধুর অকুপাই কলকাতার কোনো ভবিষ্যত নেই। তেনারা সবে একটা পরিবর্তন সেরে উঠেছেন। গায়ের ব্যাথাই মরে নি। এখন বছর তিরিশেক পান টান চিবুবেন। তারপর আবার জাগবেন। তার আগে অব্দি ঐ তৃতীয় শিবিরের দুশো জনের সংগঠিত মিছিল। :-)

    --------------------------------------------------------------------------------

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:12Nov2011 -- 06:21AM

    পিনাকীদা, উঁহু, ছাত্রদের একটা বড় অংশের মধ্যে বেশ ভাল টেম্পো। এবং এদের বেশিরভাগ সো কলড কোন পার্টিতে বিশ্বাসী নয়। গ্রুপটাতে পারলে চলে এসো :)

    Name:driMail:Country:

    IPAddress:117.194.231.155Date:12Nov2011 -- 10:17PM

    অকুপায় পোর্টল্যান্ডে গোলমালের আশঙ্কা। পুলিশ বলে দিয়েছে শনিবারের মধ্যে পার্ক ক্লিয়ার করতে হবে। প্রোটেস্টাররা এক চুল নড়তে রাজি না। http://www.kgw.com/news/Occupy-Portland-plans-next-move-as-eviction-lo
    oms-133691833.html

    Name:driMail:Country:

    IPAddress:117.194.235.166Date:15Nov2011 -- 09:24PM

    জুকোটি পার্ক থেকে প্রোটেস্টারদের বার করে দিল পুলিশ। http://www.bbc.co.uk/news/world-us-canada-15732661

    নিউ ইয়র্কে পুলিশ ব্রুটালিটির ফুটেজ, http://www.youtube.com/watch?v=yjb9pqLzqYU

    Name:driMail:Country:

    IPAddress:117.194.242.105Date:17Nov2011 -- 10:34PM

    অকুপায় মুভমেন্টের ওপর পুলিশী হামলার পর 'ডে অফ সলিডারিটি প্ল্যান করা হল।

    SupportersoftheOccupymovementaregearingupforanationaldayofprotestanddirectactionacrossAmerica, takingindozensofeventsfromNewYorktoChicagotoLosAngeles.

    http://www.guardian.co.uk/world/2011/nov/16/occupy-protesters-day-of-s
    olidarity?newsfeed=true

    Theprotesterssaytheyplantoshutdownthecity'sfinancialdistrictwithamorningrallyattheNewYorkStockExchange, beforetakingtheprotesttothecity'ssubwaysandmajorbridgeslaterintheday.

    http://blogs.voanews.com/breaking-news/2011/11/17/wall-street-proteste
    rs-to-rally-in-new-york/

    গত সপ্তাহে অকুপায় ওকল্যান্ডে বিপুল পার্টিসিপেশান হয়েছিল। তার ভিডিও, http://www.youtube.com/watch?v=cD_iocm9H6E&feature=related

    ওয়াল স্ট্রীটে বিক্ষোভ, http://www.youtube.com/watch?v=uH6r-HSZP6o

    স্যান ফ্‌র্‌যানে ব্যাঙ্ক অফ অ্যামেরিকার একটা ব্‌র্‌যাঞ্চে একপাল লোক ঢুকে পড়ে চার ঘন্টা ব্যাংক বন্ধ রেখেছিল। পুলিশ এসে ১০০ জনকে অ্যারেস্ট করে। http://www.latimes.com/news/local/la-me-sf-occupy-20111117,0,5764736.s
    tory

    Name:driMail:Country:

    IPAddress:117.194.242.105Date:17Nov2011 -- 11:57PM

    এক এক্স-পোলিসম্যান অকুপায় ওয়াল-স্ট্রীটের পক্ষে সওয়াল করছেন। http://www.youtube.com/watch?v=w2j4LLUu0BU

    --------------------------------------------------------------------------------
  • pi | 72.83.76.29 | ২০ নভেম্বর ২০১১ ১১:৩৬495563
  • http://twitpic.com/7giw6x
    দ্রি কই ?
  • prateek | 122.179.87.132 | ২০ নভেম্বর ২০১১ ১২:৫৬495564
  • রিট্যালিয়েসান তো হবেই, কিভাবে কাউঅন্টার করে সেটাই দেখার
  • PM | 86.96.228.84 | ২০ নভেম্বর ২০১১ ১৩:০৩495565
  • ওকুপাই আয়ু আর কয়েকদিন। সিস্টেম কি হওয়া উচিত তা নিয়ে আন্দোলনকারী-রা পরিস্কার নয়। আদর্শগত ভিত্তি ছাড়া এই রকম সিস্টেম বিরোধী (সরকার বিরোধী নয়) আন্দোলন বেশীদিন চলতে পারে না। সিস্টেম কোনো না কোনো ভাবে হজম করে নেবে আন্দোলনটাকে।

    এই ধরনের আন্দোলন বড় জোর প্রেসার কুকার-এর স্টীম-টাকে বার করে দিতে সাহায্য করবে আর সেটা বড় unrest টাকে আটকে দেবে বা পিছিয়ে দেবে।

    এক অর্থে সেটা এস্ট্যব্লিশমেন্ট-কে সাহায্য-ই করবে।
  • শঙ্খ | 118.35.9.186 | ১২ জুলাই ২০১২ ০৮:২০495566
  • আজকে অফিস থেকে ফেরার পথে আবার দেখলুম জুকোটি পার্কে হট্টগোল। মেলা পুলিস, কোমরে হাত দিয়ে ভেবেই চলেছে, কিছু করছে না আর বেশ কিছু হোবো কাম পাগলা জগাই লোকজন তাদের দিকে তারস্বরে চিল্লিয়ে চলেছে। ধাঁ করে সেই চিল্লানোসরাস আর বেচারাথেরিয়ামের ছবিটা মনে পড়ে গেল। ভিড়ের মধ্যে স্যুট করে মিশে গিয়ে, একেবারে নেই হয়ে গিয়ে খানকতক ছবি হাতে গরম তুলে ফেলেছি। প্লাস একটা ভিডিও। ভিডিও পরে আপলোড করছি, আগে ছবির লিংক দিলামঃ
    https://picasaweb.google.com/117709032341059919326/ZuccottiParkOccupyAgain?authuser=0&feat=directlink
  • শঙ্খ | 118.35.9.186 | ১২ জুলাই ২০১২ ০৮:২৭495567
  • ভিডিও লিংকঃ

  • pi | 82.83.87.188 | ১২ জুলাই ২০১২ ০৮:২৯495568
  • এমনিতে জুকোটি পার্কের কী দশা ? ভীড় কি ক্রমশঃ কমছে ? ওরা আশেপাশের লোকজনের মধ্যে লিফলেটিং করে না ?
    চিল্লানো থেকে কিছু উদ্ধার করা যাবে নিশ্চয়.. ভিডিওর অপেক্ষায় রইলুম ঃ)
  • pi | 82.83.87.188 | ১২ জুলাই ২০১২ ০৮:৩১495569
  • ওহ... ভিডিও এসে গেছে, দেখি নাই। কিন্তু কী বলছে ? ঃ(

    এখন ইস্যু কী কী ? হেল্থ কেয়ার নিয়েই বা কী বলে এখন ?
  • শঙ্খ | 118.35.9.186 | ১২ জুলাই ২০১২ ০৮:৪৮495570
  • পাই,

    এমনিতে জুকোটি পার্কে 'বোটু' দের জমায়েত থাকে। একটা দেড়েল ছেলে আছে, সে বিকেল বেলা একটা স্প্যানিসে লেখা প্ল্যাকার্ড নিয়ে এঁকে বেঁকে অদ্ভুত ভাবে নেচে বেড়ায়।

    একটা দঙ্গল বসে, ট্রিনিটি চার্চের সামনেটায় রিনোভেশান চলছে, স্ক্যাফোলিং এর তলায়, বিকেলবেলাতেই তাদের দেখি। বেশির ভাগই বয়স্ক মহিলা, মাথায় স্কার্ফ বাঁধা, খুব সম্ভবতঃ জ্যামাইকান। পুলিস এদের কিছু বলে না, ওয়াল স্ট্রিট দেখতে আসা রাজ্যের চিনে ট্যুরিস্ট 'এচকুচমি' বলতে বলতে এদের ধাক্কা মেরে যায়। লিফলেট হয়তো ওদের বাক্সে আছে, তবে অ্যাকটিভলি কাউকে শেয়ার করতে দেখিনি।

    আজকের গন্ডগোলটা খুব একটা ইস্যু ভিত্তিক মনে হল না, ফুড নিয়ে কি একটা হল্লাগুল্লা করলো, কাউকে একটা গ্রেফতার ও করেছে নাকি।

    মজাটা হল, বেশির ভাগই ফোকটে মজা দেখা পাবলিক (আমি ইনক্লুডেড), কালকে ভিড় থাকবে বলে মনে হয়না, হলে খোঁজ খবর নিয়ে দেখবো।
  • শঙ্খ | 169.53.46.140 | ১৩ জুলাই ২০১২ ১৯:১৭495571
  • যা ভেবেছিলুম। ঐ একদিনের সার্কাস হল জুকোটি পার্কে। কাল আর আজ আবার সব শুনশান। দু একজন হোবো মেক্সিকান আমের ফেলে দেওয়া কার্ডবোর্ডের বাক্সে হিজিবিজি লিখে ইতিউতি ঘুরপাক খাচ্ছে, দু একজন পুলিশ ও দূরে দাঁড়িয়ে হাই তুলছে, দ্যাটস ইট।

    ট্রিনিটি চার্চের তলাতেও কিছু লোক আছে, তবে তারা সকালে 'উই আর ৯০%' লেখা বোর্ডে মাথা দিয়ে শুয়ে ঝিমোয় আর বিকেলে চাইনিজ ট্যুরিস্টদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এরা করবে বিপ্লব? ধুত!
  • pi | 147.187.241.6 | ১৩ জুলাই ২০১২ ২০:২২495572
  • ঃ((

    বোটু কী ?
  • শঙ্খ | 169.53.110.144 | ১৪ জুলাই ২০১২ ০১:২৭495574
  • ওহ, বোটু হল বোকা টুরিস্ট। ঃ-))

    এই স্মাইলি দিলে আগে একটা ডটেড বৃত্ত আসছে কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন