এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সংসার মানে কি?

    Biplab Pal
    অন্যান্য | ২৯ সেপ্টেম্বর ২০১১ | ৫৯৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 122.160.159.184 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:০১496067
  • এত কাজ করেন, তাও বিপবৌদি এইসব বলেচেন!!!
    আমি,এই আমি বিপদার সাথে আচি।অ বিপদা,ভয় পাবেন্না মোটেই।

    আমি বৌদিকে স-অ ব বুজিয়ে দেব,সুদু আপনি যেখানে আছেন,দিল্লী থেকে তার ভাড়াটা পাঠিয়ে দেন।
    পু:-দুইপিঠের ভাড়া।
  • Sibu | 110.225.238.103 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:০৮496068
  • +কাঠবিড়ালীদের ভাড়া!
  • Sibu | 110.225.238.103 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:১০496069
  • পু: কাঠবিড়ালীদের একটাই পিঠ।
  • pi | 72.83.87.179 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:২০496070
  • কুমুদি তাইলে বিপদার বিপত্তারিনী ?
  • T | 117.194.100.18 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:২২496071
  • গৃহশান্তি বিঘ্নিত হলে গোঁসাঘরে আশ্রয় নিন। গোঁসাঘর না থাকলে বাথরুম।
    আর গৃহশান্তি মেটাতে হলে একটি পাঁঠা পুষুন এবং রায়বাহাদুর বংশলোচনের মেথড ফলো করুন।
  • sayan | 160.83.97.84 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৩২496072
  • মধ্যপদ অর্থাৎ রাঙাদা তো অলমোস্ট লুপ্তই হয়ে গেছে এই ভাটময় সংসারের থেকে!
  • aka | 168.26.215.13 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৪১496073
  • অ্যাঁ?
  • kc | 178.61.96.29 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫০496074
  • ""সংসার সুখের হয় রমণীর গুণে।''

    এখানে কবি 'গুণ' বলতে সেই গুণের কথা বলেছেন যা টেনে টেনে নৌকাকে স্রোতের বিপরীতে নিয়ে যাওয়া হয়। বুঝলেন কিছু?
  • aka | 168.26.215.13 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৫496075
  • কোন নৌকো?
  • Sibu | 110.225.238.103 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৮496077
  • সুখ স্বপনে, শান্তি শ্মশানে।

    কে যেন কয়েছেন? কে যেন?
  • nk | 151.141.84.194 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২১:০৮496078
  • শিবু, কলকাতা-হাওড়ার বাসের পিছনে লেখা থাকে। :-)
  • pipi | 129.74.191.152 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১৭496079
  • এই রে! আমি জানতাম সুখ স্বপনে আর শান্তি শয়নে। অর্থাৎ কিনা ঘুমিয়ে শুয়ে কাল কাটাতেই সবচেয়ে সুখ শান্তি! এতদিন তো ইহাকেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। কিন্তু শুয়ে যে একটু শান্তিতে স্বপ্ন দেখবো সে আর হয়ে ওঠে না।
  • Sankha | 198.45.19.95 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২১:২৪496080
  • আমি গড়িয়া টু গোলপার্ক অটোর পেছনে দেখেছি 'সুক শপনে, সান্তি সশানে'।

    মাইরি বলছি, একটাও স/শ গোলাইনি।
  • Sibu | 110.225.238.103 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৪496081
  • হুম্‌ম্‌ম্‌। অটোবাবা কয়েচেন আর মিনিবাবা কয়েচেন।
  • kd | 59.93.241.252 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০২:১১496082
  • আজকাল টইতে এতো হাইকেলাস আলুচোনা হয় - আসতেই ভয় পাই। কখনও সখনও সাহস করে এসে দেখি গুরু ম্যানেজমেন্ট আমায় টইতে আসা ব্যান্‌ড করে দিয়েছে - টইএর পাতা পুরো সাদা। ভাটেও ভয়ে ভয়ে ঢুকি, লিখিনা যদি ধরা পড়ে গিয়ে ওটাও সাদা হয়ে যায়!
    আজ মেজাজ এতো খিঁছড়ে গিয়েছিলো যে কিছুর তোয়াক্কা না করেই ভাটে লিখে ফেল্লুম - আনসান লিখেছি, পাইদিদি বেচারা খুব দুক্কু পেয়েচে (কেন যে লোকে আমায় সিরিয়াসলি নেয়, বুঝি না - আমার বউ পর্যন্ত কোনোদিন সে ভুল করেনি)। আমার পাপের শাস্তি হিসেবে পাইদিদি আমায় এই টইএর লিঙ্ক দিয়ে লিখতে বল্লো (যেন আমি কতোওও জানি)।
    প্রথমেই ঘাবড়ে গেলুম। বিপ পালের টই - ওর লেখা তো আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যায় (অবিস্যি আমি বেঁটে মানুষ, অনেক কিছুই মাথার ওপর দিয়ে যায়)। তাপ্পর পড়ে দেখি, আরে! এ বিপ পাল তো সে বিপ পাল নয়, এ তো লাইনের লোক! এ টই হ্যান্ডেল করতে পার্বো (মনে হয়)।
  • pi | 128.231.22.133 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০২:২১496083
  • :)

    এবার সংসার হ্যান্ডল করা নিয়ে বিপদাকে বিপদ থেকে উদ্ধার করো :)
  • saikat | 202.54.74.119 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৪496085
  • হুঁ:। এটা কি আর পীড়িত পতি পরিষদের টই যে কাউন্টার করবে?
  • pi | 71.206.15.47 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ১১:০১496086
  • পীড়িত পতির টই তো বটে। পরিষদ বানাতে না পারাটা প্রশাসনিক ব্যর্থতা।
  • kd | 59.93.195.123 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৩496088
  • পাইদিদি, বিপদা বিয়ন্ড উদ্ধার পয়েন্ট। কারণ বিপদা এতো সব পড়েছে কিন্তু ছোটোবেলায় অ্যারেবিয়ান নাইট্‌স পড়েনি (বা পড়েও হৃদয়াঙ্গম করেনি)। তাইলে কবে যেন বেড়াল মারতে হয় জেনে যেতো। :)

    তবে এই জমানায় হাতের কাছে দরকার মতো বেড়াল পাওয়াও যায় না আর ভাগ্যক্রমে পেয়ে গেলেও পশুপ্রেমী ইত্যাদির অশান্তি আছে। তাই আমি অন্য পথ নিতে বাধ্য হয়েছিলুম। এটাও অবিস্যি 'প্রথম রাত'এই অ্যাপ্লায়েব্‌ল - তাই বিপদার জন্যে কাজে না লাগলেও টিমের মতো পাব্লিকের কাজে লাগতেও পারে।

    আগে থেকেই বলে দিই, এই প্রসেসে বেশ কিছু সেল্ফ-স্যাক্রিফাইস করা প্রয়োজন। তবে আল্টিমেট রেজাল্টের কাছে এই স্যাক্রিফাইসগুলো নগন্য।

    যেমন,
    প্রথম লন মো করতে গিয়ে পায়ের ওপর মোয়ার চালিয়ে দেওয়া - হাসপাতাল। ক্ষতি, পায়ে একটু চোট। লাভ, লন মো করার দায়িত্ব কোন কোম্পানির।
    বা বরফ পরিস্কার করতে গিয়ে বুকে হাত দিয়ে বরফের ওপর ফ্ল্যাট শুয়ে পড়া - হাসপাতাল। ক্ষতি, বৌ দেখতে পাওয়া অব্দি ওই ঠান্ডায় চুপচাপ পড়ে থাকা। লাভ, বরফ পরিস্কার করার জন্যে অন্য লোক ঠিক।
    বা বাথরুম পরিস্কার করতে গিয়ে 'অ্যাক্সিডেন্টালি' সারা মেঝেতে (ইন্‌ক্‌লুডিং দরজার বাইরের কার্পেট) পুরো বাথরুম ক্লিনারের বোতল উল্টে দেওয়া। ক্ষতি, সিকিওরিটি ডিপোজিত ফেরত না পাওয়া। লাভ, কাজটা বৌএর ঘাড়ে আর পরবর্তিকালে হাউসকীপারের ঘাড়ে।
    বা রান্নাঘরে বৌকে সাহায্য করতে নারকোল কোরার চেস্টা স্টেক নাইফ দিয়ে - ছুরি হঠাৎ স্লিপ করে বাঁ হাতের চাটু এফোঁড়-ওফোঁড় - হাসপাতাল। ক্ষতি, কিছুটা রক্ত। লাভ, সারা জীবনের জন্যে রান্নাঘর প্রোহিবিটেড এরিয়া। মজার কথা, রান্নাঘরেই ডিশওয়াশার। (একটু ক্ষতি, রান্নারত বউএর সঙ্গে নো ইন্টুবিন্টু চান্স)।

    আরও আছে। যেমন সুপারমার্কেটে পাঠালে লিস্টের বেশ কিছু জিনিস 'ভুলে' গিয়ে সত্যিকারের খাবার মানে দশ পনেরো রকম বিস্কুট নিয়ে আসা বা মলে গিয়ে ভিক্টোরিয়া'স সিক্রেটের জানলার সামনে দাঁড়িয়ে চোখ বড় বড় করে স্টিচিং কোয়ালিটি স্টাডি করা (আমার আবার মন দিয়ে কিছু করার সময় জিবটা বেরিয়ে যায়)।

    সঅঅব সত্যি কথা। নীনা, দয়াদাকে জিগিয়ে দেখতে পারো।
  • siki | 122.177.123.43 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ১২:২৮496089
  • :-)))))))))
  • Sibu | 74.125.63.33 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৩496090
  • কাব্লী মামীমা বড়ই দয়ালু। মনে হয় কালীঘাটে থাকর ফল।
  • siki | 122.177.123.43 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ১২:৪৫496091
  • হুঁউঁ। ব্যান্ডেলের মেয়েরা সাধারণত এমন দয়ালু হয় না।
  • Sibu | 74.125.63.33 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৩496092
  • তিব্বত কি রানাঘাটের মেয়েরাও হয় না।
  • kc | 178.61.96.29 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৮496093
  • মেয়েরা খুব দয়ালু হয়। কাবলেদার সাজেশনগুলো অব্যর্থ। আমি নিজেই ফল পেয়েছি। তবে কিন্তু কাবলেদার সঙ্গে আমার আগে কোনও আলাপ ছিলনা।
  • kd | 59.93.195.123 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৭496094
  • নতুন বৌরা সবসময়ই বেশ দয়ালু হয়। যত দিন/মাস/বছর যায়, পাকে।

    এই মন্তব্য (এবং আগের পদ্ধতি) ওনলি অ্যাপ্লাইস টু এল আফটার এম ম্যারেজেস। ফর এম আফটার এল ম্যারেজেস, মেন হ্যাভ অলরেডি কমিটেড টু লাইফলং স্লেভারি। নো ওয়ে আউট। :(

    এ স্ট্রং রিজ্‌ন ফর মেন টু সম্বন্ধ করা বিয়ে। :)
  • kc | 178.61.96.29 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৯496095
  • কাবলেদা, আমারতো এম আফটার এল। তবুও একই ফল পাইছি। মেয়েরা সবসময়ই দয়ালু।
  • Jhiki | 182.253.0.99 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৩496096
  • kc আপনাদের বাড়ীর সব কাজই এখন আউটসোর্সড তাই তো? এর মধ্যে নিশ্চয় রান্না/ঘর পরিষ্কার করতে গিয়ে বৌদির হাত কেটে/পুড়ে গেছে .......... আর আপনাকেও দয়ালু হিসাবেই ধরে নিলাম!
  • kc | 178.61.96.29 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ১৪:১১496097
  • ঝিকিদিদি, হ্যাঁ।
  • Jhiki | 182.253.0.99 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩০496099
  • ব্যস তাহলে তো সমাধান পাওয়া গেল!সংসারের সুখের দাওয়াই হল 'কাজের লোক'!

    হা ভগবান!!

    আমাদের বাড়ী তে সবকাজ আউটসোর্সড, এমন কি গাড়ীর স্টিয়রিং এও কেউ হাত লাগাই না, নিজেদের জরুরী কাগজপত্রের অংশটুকু বাদ দিয়ে আলমারীর বাকি অংশও নিজেরা গুছিয়ে রাখি না, কিন্তু হায় তাতেও আমি সংসারের দায়িত্বমুক্ত হতে পারি না, আর না পারি এই অভিযোগ বন্ধ করতে "তুমি সংসারের কোন কাজেই লাগো না'.....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন