এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বীভৎসরস ও তেনারা

    Paramita
    অন্যান্য | ২১ সেপ্টেম্বর ২০১১ | ৪৬৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • nk | 151.141.84.194 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২৪496865
  • তার মধ্যে ডাক্তার ফিরছে গাড়ী চালিয়ে---শুন্‌শান রাস্তা--বৃষ্টি ঝাপসা--ওয়ইপার চলছে ---আজ ডাক্তারের এক মস্ত ভুল হয়েছে---একটি কচি বউ, তার হতে কি একটা হয়েছিল, সেপটিক হয়ে গেছে--ছোট্ট অপারেশন--কিন্তু একটু ভুলে তা হাতটা কেটে ফেলেছে ডাক্তার!! বুঅতী মার গেছে--ইস! কি করে এমন হল--খুব মন খারাপ ডাক্তরের---
    গাড়ী চালাচ্ছে--বাড়ী গিয়ে এক পেগ , মানেপাতিয়ালা পেগ লাগবে--হঠাৎ
    গাড়ীর সামনে ঝাপসা কেন?? ওয়ইপারতা এত মোটা মতন কেন--যেন দুটো হাত , মানুষের হাতের মতন---

    হঠাৎ কানে ফিস ফিস
    ডাক্তার আমার হাত !!!!!!!!!!
  • nk | 151.141.84.194 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২৫496876
  • name:Ninamail:country:

    IPAddress:12.149.39.84Date:21Sep2011 -- 02:16AM

    তার মধ্যে ডাক্তার ফিরছে গাড়ী চালিয়ে---শুন্‌শান রাস্তা--বৃষ্টি ঝাপসা--ওয়ইপার চলছে ---আজ ডাক্তারের এক মস্ত ভুল হয়েছে---একটি কচি বউ, তার হতে কি একটা হয়েছিল, সেপটিক হয়ে গেছে--ছোট্ট অপারেশন--কিন্তু একটু ভুলে তা হাতটা কেটে ফেলেছে ডাক্তার!! বুঅতী মার গেছে--ইস! কি করে এমন হল--খুব মন খারাপ ডাক্তরের---
    গাড়ী চালাচ্ছে--বাড়ী গিয়ে এক পেগ , মানেপাতিয়ালা পেগ লাগবে--হঠাৎ
    গাড়ীর সামনে ঝাপসা কেন?? ওয়ইপারতা এত মোটা মতন কেন--যেন দুটো হাত , মানুষের হাতের মতন---

    হঠাৎ কানে ফিস ফিস
    ডাক্তার আমার হাত !!!!!!!!!!
  • Nina | 12.149.39.84 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২৫496887
  • :-) থ্যাঙ্কু নিশি--আর অন্যগুলো? ব্যাং বড়াই--সবগুলো দাও প্লিজ
  • nk | 151.141.84.194 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২৬496898
  • name:Timmail:country:

    IPAddress:198.82.20.144Date:21Sep2011 -- 02:25AM

    বিকেলে ভোরের ফুলই কি সেই সিনেমা, যেখানে একগাদা কাটা হাত আয় আয় আয় বলে ডাকছিলো? ঐ দৃশ্য আমি বহুদিন ভুলি নাই।
    আমাদের বাড়ির পাশে একটা মাঠ ছিলো। সেখানে একটা আবছায়া মত বটগাছের পাশ থেকে একদিন অন্ধকারে অবিকল ঐরকম দেখেছি। অবশ্যই কল্পনায়। উফ্‌ফ ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়।
  • nk | 151.141.84.194 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২৭496907
  • name:Imail:country:

    IPAddress:14.99.44.198Date:21Sep2011 -- 01:44AM

    হাসির কথা যদি বল্লেন। হাসির কথাই যদি বল্লেন, তালে বলবো অমন ৩২ পাটি বিকশিত হাসি আপনি আর কোথাও দেখতে পাবেন না, মেডিক্যাল কালেজের ডিসেকশান রুম ছাড়া। নাকের মাংস খোবলানো হয়ে গেছে, ঠোঁট উড়ে গেছে, ম্যাক্সিলা আর ম্যান্ডিবল খোলা পড়ে রয়েছে, নার্ভ-টার্ভ সব ব্যবচ্ছেদ কমপ্লিট। আর তিনি সমানে ৩২ নট আউট দাঁত কেলিয়ে আছেন। সব দেখছেন-ডোমপট্টির শুয়োর মারা, মাতলামো, বাচ্চা-বাচ্চা ফাস্ট ইয়ারের খোকাখুকির এট্টু জামা খুলে শরীরের গন্ধ শোঁকাশুঁকি, গেঁজেল ফাইন্যাল ইয়ারের এই পাঁচ তলার ছাদ থেকে লাপ দেওয়ার আগের মুহূর্ত, হাপসোল, ক্যালাকেলি- তিনি সদাসর্বদা রাজার অসুখের সদাখুশী ফকিরের মত ফ্যাকফেকিয়ে হেসে যাচ্ছেন।
    আমাদের হেড-নেক ডিসেক্টিত লাশদা।
  • nk | 151.141.84.194 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২৮496908
  • name:Imail:country:

    IPAddress:14.99.44.198Date:21Sep2011 -- 01:31AM

    না, থাগ্গে। পামিতাদি ভয় পাবে। আমি বরং ঐ গল্পটা বলি, বেশ নিরিমিষ মত। এক খুকী টিপিনে খাবে বলে আমসত্ব এনেছিল। পাজী ছোঁড়ারা তার টিপিনবাক্স খুলে আমসত্ব ঝেড়ে দেয় ও জনৈক মোটা লাশের অ্যাবডোমিনাল প্যাড অফ ফ্যাটের একটি সুন্দর চাকতি স্ক্যালপেল দিয়ে কেটে টিপিন বাক্সে পুরে রাখে। বেশ কিছুদিন ডিসেক্টিত হওয়ার পরে ফ্যাটের ফরম্যালিন গন্ধ বেশ কমে এসেছিল, আর লাশ-ঘরে টিপিনবেলায় কেই বা আর গন্দের পরোয়া করে ! অতএব, পাউরুটির সঙ্গে কচরমচর করে যা হবার তাই হল। আমসত্বটা একটু মিষ্টি কম লেগেছিল এই যা। এছাড়া আর কিছু ক্ষেতি হয় নাই। লাশবাবুর এই যে আত্মদান, কত বড় মহ্‌ৎ কার্য বল দিকিনি !

  • nk | 151.141.84.194 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৪496909
  • name:byaangmail:country:

    IPAddress:122.167.79.200Date:21Sep2011 -- 01:44AM

    আমি একটা লাশ কাটার গল্প বলি? কার লেখা মনে নেই।
    খুব ঝড়ের রাত। ছোট্ট এক শহরে, স্টেশনের কাছেই ছোট্ট এক হাসপাতাল। হাস্পাতাল থেকে দু পা হাঁটলেই লাশকাটা ঘর। ডাক্তার একা রাত জাগছিল, তার মন ভালো নেই। তার ছেলের খুব অসুখ, খবর পেয়েছে, কিন্তু বাড়ি যাওয়ার মতন টাকা তার হাতে নেই। এমন সময়ে ডোমেরা ঝড়বৃষ্টিতে ভিজতে ভিজতে এক লাশ নিয়ে এল।

    পরের পোস্টে বাকিটা বলছি। এক মিনিট।
  • nk | 151.141.84.194 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৬496910
  • name:byaangmail:country:

    IPAddress:122.167.79.200Date:21Sep2011 -- 01:46AM

    টেবিলে লাশটাকে শোয়াতেই ডাক্তারের ভারি মায়া হল, একটা অল্পবয়সী ছেলে। ডোমরা বলল, ছেলেটা নাকি ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে।
    ডাক্তার আর কী করে। মন খারাপ হলেও লাশ কাটাই তার কাজ। মুখ কাটল, গলা কাটল, বুক কাটল।

  • nk | 151.141.84.194 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৭496911
  • name:byaangmail:country:

    IPAddress:122.167.79.200Date:21Sep2011 -- 01:48AM

    এবারে পেট কাটতেই হবে, তো পেটও কাটল।
    কিন্তু পেট কাটার পরে যা হল, ডাক্তার আর এক মুহুর্তও দাঁড়াল না। দৌড়ে সে স্টেশনমাস্টারের ঘরে গেল।
  • nk | 151.141.84.194 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৮496867
  • name:byaangmail:country:

    IPAddress:122.167.79.200Date:21Sep2011 -- 01:55AM

    হঠাৎ অন্ধকারে হাতড়ে হাতড়ে কী একটা গ্যাঁচ করে কাটা মাত্রই ডাক্তারের চোখ ঝলসে গেল আলোয়।
    লাশটার পেটের ভিতরে অ্যাত্তো অ্যাত্তো গয়না। সাতনরী, চন্দ্রহার, বিছে হার, বাউটি, হীরের নাকছাবি, কানের ফুল কী নেই!!
    লাশটা ছিল একটা চোরের লাশ। সে গয়না চুরি করে গিলে ফেলত। আর সময়সুযোগ বুঝে জোলাপ খেয়ে গয়নাগুলো বার করে বেচত। কিন্তু এযাত্রায় ট্রেনে প্রচুর মাল হাতিয়েও পালাতে গিয়ে পড়ে গিয়ে কাটা পড়ে মরে গেল।

    এবারে আর ডাক্তারকে পায় কে? সে পেটের ভিতর খাবলা মেরে গয়না তুলে পকেটে ভরে বাড়ির ট্রেন ধরতে দৌড়ালো।
    তেশনমাস্টারকে কানের দুলটা দিয়েছিল।
  • nk | 151.141.84.194 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৮496866
  • name:byaangmail:country:

    IPAddress:122.167.79.200Date:21Sep2011 -- 01:50AM

    লাশটার পেটের ভিতরে তো ডাক্তার এক একটা জিনিস পাচ্ছে, আর কাটছে, অত কম আলোয় ভালো দেখতেও পাচ্ছে না। কোন জিনিসটা কাটছে।
  • byaang | 122.167.79.200 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৪২496868
  • name:Imail:country:

    IPAddress:14.99.44.198Date:21Sep2011 -- 02:00AM

    বুইতে পেরেছি। স্টম্যাকের খাঁজে সাতনরী, ডুওডেনামের ফাস পার্টে চন্দ্র হার, জেজুনামে বিছে হার, ইলিয়াম আর সিকামের জাংশনে বাউটি; বাকিটা কোলনে-সেসবগুলোয় একটু পটি লেগে ছিল, তার কী আর করা ! অত বাছাবাছি কত্তে গেলে তো আর দিন চলে না !
    বা:, ব্যাং, বা:!
    কিন্তু কুকুরটা অমন বিশ্রী সুরে কাঁদছে কেন বলো দিকি ?
  • byaang | 122.167.79.200 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৩496869
  • name:byaangmail:country:

    IPAddress:122.167.79.200Date:21Sep2011 -- 02:01AM

    পামিতা, গল্পের আনন্দঘন শেষটুকু দেখলে না?
    এতো উইন উইন সিচুয়েশন। চোরটা মরে গেল বলে তাকেও জোলাপ খেয়ে কষ্ট পেতে হল না। ডাক্তারও ছেলের অসুখে বাড়ি যেতে পারল, পকেটে আবার বৌয়ের জন্য গয়না। এমনকি স্টেশনমাস্টারও সকাল হলেই বাড়ি গিয়ে ঘুমন্ত বৌয়ের কানে দুল পরিয়ে দেবেন।
    গল্পটা খারাপ?
  • byaang | 122.167.79.200 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৫৯496870
  • name:Timmail:country:

    IPAddress:198.82.20.144Date:21Sep2011 -- 02:31AM

    পামিতাদিকে খাওয়ার গল্প বলি। ভয় পালাবে।
    কিছুদিন আগে একটা রোমাঞ্চকর কাহিনী শোনা গেল। গভীর রাতের এক দূরপাল্লার বাসে কন্ডাকটরের কাছে শুনেছিলাম। তিনি একবার মিনেসোটা বা নর্থ ডাকোটার দিকে একটা ট্রিপ করছিলেন। বাসের সবাই প্রায় নেমে গ্যাছে, মোটে দুজন বাকি। দুজনই একেবারে শেষের দিকে বসে। কনডাক্টর সামনে, ড্রাইভারের পাশে বসে ঘুম তাড়াতে আজেবাজে বকছে। হঠ্‌ৎ কেমন মনটা ছ্যাঁৎ করে উঠলো। পেছনে ফিরে দেখলেন, একেবারে শেষের সিটে দুজন যাত্রী দিব্যি বসে আছে। অল্প দুলছে বাসের দুলুনিতে। প্রায় অন্ধকার বাস, কারো মুখ দেখা যাচ্ছে না।

  • byaang | 122.167.79.200 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:০০496871
  • name:Timmail:country:

    IPAddress:198.82.20.144Date:21Sep2011 -- 02:55AM

    বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর কন্ডাক্টর বুঝলেন যে এবার দুজনের মধ্যে একজনের নামার জায়গা আসছে। তিনি টর্চটা নিয়ে উঠলেন। বাসের দুলুনি উপেক্ষা করে হাতল ধরে ধরে শেষের দিকে এগিয়ে চললেন। আর সেইসাথে আলতো করে ডাকতে থাকলেন। কয়েকবার ডাকার পর খেয়াল হলো দুজনের একজন একটু নড়ছে। অন্যজন একেবারে স্থির। কি ঘুম রে বাবা! এই ভেবে টর্চের আলো ফেলতেই তাঁর চক্ষিস্থির! দেখা গেল দুজনের একজনের মাথা নেই। টাটকা রক্তে সিট ভেসে যাচ্ছে। অন্যজনের একহাতে সেই মাথাটা, আর অন্যহাতে একটা মাংস কাটার রক্তমাখা ছুরি। সে সেইটা দিয়ে একটু একটু করে মৃত সহযাত্রীর মাংস কেটে খাচ্ছে। এরপর আর কিছু মনে নেই কন্ডাক্টরের। বাসের ড্রাইভার চিৎকার শুনে চমকে উঠে গাছে ধাক্কা মেরেছিলো। অজ্ঞান হওয়ার আগে কোনমতে সে নাইন ওয়ান ওয়ান কল করে দ্যায়।
  • byaang | 122.167.79.200 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:০১496872
  • name:byaangmail:country:

    IPAddress:122.167.79.200Date:21Sep2011 -- 02:58AM

    তারপর পুলিশরা এসে নিশচয়ই দুটো মাংসবিহীন কঙ্কাল পেয়েছিল। একটা প্যাসেঞ্জারের আর অন্যটা বাসড্রাইভারের।
  • pi | 72.83.92.218 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৫:৪১496873
  • এটাকে নামাবোই নামাবো।
  • byaang | 122.172.253.24 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৭:৩৪496874
  • এই আমি তুল্লাম । হেঁইয়ো!
  • Nina | 68.45.76.170 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৭:৫৭496875
  • শহরের বাবু গ্রামে বেড়াতে এসেছে---ছুটি কাটাতে। গ্রামের একটি সরল সুন্দরী মেয়ে, নাচে গায় ঝর্ণার মতন কলকল করে হারে---বাবুটি তার প্রেমে পড়ল---গভীর প্রেম, মেয়েটিও ভালবাসল শহুরে বাবুটিকে মনপ্রাণ ঢেলে।
    বাবুটি শহরে ফিরে যাবার আগে বলে গেল, বাড়ী গিয়ে মায়ের কাছে মেয়েটির কথা বলে, তারপর তাকে বিয়ে করে নিয়ে যাবে। বাবুটি চলে গেল--মেয়েটি তার ফেরার পথ চেয়ে দিন কাটায়।
    ইতিমধ্যে সেই মেয়েটি পড়ল সেই গ্রামের লম্পট জমিদারের ক্ষপ্পরে---এক বর্ষার রাতে! সে নিজেকে জমিদারের হাত থেকে রক্ষে করার চেষ্টা করল অপ্রাণ--তালেগোলে মারাই গেল--জমিদার তখন তাকে ছাদের ওপর থেকে ফেলে দিয়ে রটালো সে আত্মহত্যা করেছে ।
    বাবুটি হায় হায় করে উঠল কিন্তু ---কি আর করবে। সে বুঝল কিছু একটা ফাউল প্লে হয়েছে কিন্তু কোনও প্রমাণ নেই। কিছুই করতে পারলনা---
    অনেক দিন পর বাবু একটি নাচের অনুষ্ঠানে গেছে---যে মেয়েটি নাচছে তাকে অবিকল সেই তার গ্রামের প্রেমিকার মতন দেখতে । কিন্তু এই মেয়ে শহরের, লেখাপড়া জানা, মর্ডান মেয়ে। কিন্তু আশ্চর্য মিল চেহারায়, গলার আওয়াজে---যাইহোক বাবুটির মাথায় একটাঅ প্ল্যান এল। সে ঐ মেয়েটির সঙ্গে আলাপ করল, বন্ধুত্ব করল--তারপর তাকে সেই নিজের জীবনের পুরোনো ঘটনাটা বল্ল। এও বল্ল যে তার স্থির বিশ্বাস ঐ জমিদারের হাত আছে সেই মেয়ের অপঘাত মৃত্যুতে। সে এই মেয়েটিকে বল্ল ' সে যদি হেল্প করে তাহলে একটা প্ল্যান করে রহস্যটা উদ্ধার করা যায়।
    প্ল্যানটা হল এই মেয়েটি ঠিক যে দিন ঐ মেয়েটি মারা গিছল , সেদিন ওর মতন পোশাক পড়ে ঐ জমিদার বাড়ীতে গিয়ে , জমিদারকে চমকে দেবে--আর ভয় দেখালে হয়ত জমিদার স্বীকার করবে ঠিক কি ভাবে সেই মেয়েটি মারা যায়।
    এই মেয়েটি রাজি হল, পুলিশকে ও বলা হল --প্ল্যান মতন সেই দিন এই মেয়ে গ্রামের মেয়েটির মতন সাজপোষাক পড়ে জমিদারের বাড়ীতে হাজির হল। এবং যমিদার ঠিকই চমকে উঠল আর ভয় পেল--ভয়ের চোটে স্বীকার করল সেই মেরেছিল তাকে--স্বীকারোক্তি শুনেই পুলিশ রেডি ছিল--তাকে অ্যারেস্ট করল।
    বাবুটি , তার মেয়ে বন্ধুকে অনেক ধন্যবাদ জানাল--তার হেল্পের জন্যই সম্ভব হল সব। মেয়েটি বল্ল চল ছাদে যাই, দেখি তো ঠিক কোথা থেকে তাকে ফেলে দিয়েছিল ---বাবুও বল্ল বেশ চল ছাদে---কিন্তু কোথা থেকে তা তো জানিনা। দুজনে ছাদে উঠল---মেয়েটি একটি কোণায় ওঁচু পাঁচিল দেখিয়ে বল্ল--এইখান থেকে , এস এস দেখ---বাবুটিও কেমন ঘোরের মধ্যে ওর সঙ্গে এগিয়ে গেল--পাঁচিলের ওপর উঠল--নীচে তাকিয়ে দেখে একটি গাড়ী এসে থামল।
    কিন্তু একি গাড়ি থেকে ও কে নামছে--সেই মেয়ে গ্রামের পোষাকে--অবাক হয়ে সামনে তাকায়--দেখে এই মেয়ে মিটিমিটি হাসে আর হাত বাড়ায় --এস এস দেখ কোথা থেকে ফেলেছিল---বাবুটি ও ধীরে ধীরে ওর ডাকে এগিয়ে চল্ল--পাঁচিলের ধারে আর তারপরে---

    নীচে সেই শহরের মেয়ে তখন বলছে--ভীষণ জ্যামে সে আটকে পড়েছিল তাই দেরী হল---কিন্তু কই সেই শহরের বন্ধু কই------

    হি হি হিহি মোটামুটি এই ছিল ঋঙ্কিÄক ঘটকের গল্পে, ' মধুমতি' সিনেমা। অবর দেখতে ইচ্ছে করে খুঁজে পাইনা। কলেজ পালিয়ে সকাল্বেলার শোতে দেখতাম এই সব পুরোনো পুরোনো সিনেমা----
  • byaang | 122.172.253.24 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৮:১৩496877
  • ও নীনাদি! এটা তো বীভৎসরস ও তেনাদের টই। তুমি সেখানে মধুবালার কথা মনে করাচ্ছ!!! কাজটা কি ভালো করছ? মধুবালার সিনেমার গপ্প ঐ সেই ভালো ভূতদের টইয়ে ট্রানসফার কর। আর এইখানে - হোহোহোহোহোহোহাহাহাহাহাহাহা
  • Jhiki | 182.253.0.98 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৬496878
  • 'মধুমতি' নাম দেখে মধুবালা হয়ে গেল??

    কম ঘুমোলে এইররকমই হয় সখি!

    'মধুমতি' হল বৈজয়ন্তীমালা।
  • byaang | 122.172.253.24 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৯496879
  • খাইসে! আমি তো আয়েগা আয়েগা আনেওয়ালা আয়েগার সঙ্গে গুলিয়েছিলাম। এখন ঝিকি বলায় খেয়াল হল - সুহানা সফর অউর ইয়ে মউসম হাসিন, হামে ডর হ্যায় হম খো না জায়ে কহিঁ
  • Nina | 12.149.39.84 | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩৮496880
  • আরে ব্যাং , সিন্মাটা দেখিস --কি দারুণ ভূতের ট্যুইস্টা---দিলীপ কুমার বৈজয়ন্তীমালা--আহা আর সলিল চৌধুরির সুরে গানগুলো----অচ্ছ দাঁড়া পরে গেছোভূতেদের কান্ড লিখব :-) যাই নিজেই এবার ভূতের বেগার খাটতে :-((
  • kumu | 122.160.159.184 | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৮:৫৪496881
  • এতে আবার বীভৎসতার কী হল?
    টিকটিকি ছাড়া আর কিছুই আমার তেমন বীভৎস মনে হয় না।
  • Nina | 12.149.39.84 | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৭496882
  • যা বলেছ কুমু--ঐটির চেয়ে বিভীৎস আর কিস্যু নাই !!

    শোনো একটা গপ্প বলি--

    ৪৭ সালের বহু আগের--পরাধীন ভারতের। তিন তরুণ বিপ্লবী ইংরেজের চোখে ধুলো দিয়ে লুকিয়ে আছেন এক অজ পাড়াগাঁয়ে। ধরা পড়লেই জেল, আন্দামান--অনেক কিছু।
    তিনজনেঅরি দুর্জয় সাহস। তারা গ্রামের শ্মশানের কাছে এক পোড়ো বাড়িতে থাকে। গ্রামের লোকজন তাদের খাবার দাবার দেয়, লুকিয়ে থাকতে সাহায্য করে।

    সেই দিকে বড় একটা কারুর যাওয়া আসা নেই। শ্মশানের কাছে একটি বিরাট গাছ আছে, চারিপাশে ঝোপঝাড় বাবলা কাঁটা ও অরও কত কি আগাছা।
    সেই গ্রামের এক গপ্প চালু আছে --বহুদিন আগে একজন গোলায় নিজের আলোয়ান দিয়ে ফাঁস লাগিয়ে ঐ বড় গাছে ঝুলে আত্মহত্যা করে। এবং অবশ্যই সেদিন ছিল নাকি ঘোর অমাবস্যার রাত।
    তারপর থেকে, অমাবস্যার রাতে কেউ যদি ঐ গাছের তলায় আলোয়ান গায়ে দিয়ে যায়, তাকে তার আলোয়ান গলায়্‌জড়িয়ে মেরে ফেলে সেই আত্মা/ভূত, যাই বল তাকে।

    এই তিনজন, একদিন বসে গ্রামের কিছু লোকের সঙ্গে প্রচুর তর্ক করে--এই বুজরুকির শিকার হওয়া উচিত কিনা--ইত্যাদি। গ্রামের লোকেরা বলে , কি ছু লোকে বোকার মতন পরীক্ষে করতে গেছে এবং প্রাণ হারিয়েছে ---একেবারে অকাট্য সত্য! হুঁ হুঁ বাবা--দেখ বাবাসকল , তোমাদের দামী প্রাণ , তাই সাবধান করে দিলেম, অমাবস্যার রাতে ওদিকপানে যেওনি!

    তিনজনের মধ্যে দুজন ভাবে--ধ্যুস--যাবার তো দরকার নেই --থাক। কিন্তু একজন ছিল বেজায় গোঁয়ার । সে বল্ল না আমি যাবই এই অমাবস্যার রাতে --এই গ্রামবাসিদের ভুল ভাঙতে ---ওরাও নিশ্চিন্ত হবে।

    যেমন ভাবা তেমন কাজ। বাকি দুজন বারণ করে --কোনো দরকার নেই--একেই ইংরেজ ভূত আছেই পেছনে --আর অন্য ভুতের খপ্পরে পড়ার দরকার নেই।
    তা সে গোঁয়ার-গোবিন্দ, ঘোর অমাবস্যার রাতে গায়ে আলোয়ান জড়িয়ে রওনা দেয়। ও হ্যাঁ ,সেখানে আবার একলা যেতে হয় তবেই মারা পড়বে গোছের একটা শর্ত!
    সেদিন আবার বৃষ্টি পড়ছে, সোঁ সোঁ করে হাওঅয়া--ঘুটঘুট্টি অন্ধকার---সে বাবু তো গেলেন ঐ গাছের তলায় বসতে।
    বাকি দুজনও বিশ্বাস মোটেই করেনা, তারাও নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ে। ব্যাটা ভিজে টিজে সকালে আসবে খন।
    সকাল বেলা তাদের ঘুম ভাঙে। দেখে গোঁয়ারগোবিন্দের দেখা নেই। তারা তখন গুটিগুটি রওনা দেয় সেই গাছের দিকে ---
    গিয়ে দেখে --ঐ লম্বা চওড়া ছেলে একটা বাবলা গাছের ঝোপের কাছে পড়ে আছে --চোখ দুটি বিস্ফারিত খোলা, ঠোঁটের কোণে গ্যাঁজলা--প্রাণতিও নেই---তার গায়ের আলোয়ানটি পেছনের বাবলা গাছের কাঁটয় আটকে আছে!!

    গল্পটি আমার ঐ দুজনের মধ্যে একজনের কাছে শোনা। তিনি বলতেন, বোকাটা গেছে , ফেরার সময় অন্ধকারে যেই বাবলার কাঁটায় আলোয়ানটি আটকেছে --তখন ভয় পেয়েছে নির্ঘাৎ--আর ভয়ের চোটে যত টেনেছে তত কাঁটায় জড়িয়েছে-----নির্বুদ্ধির গলায় দড়ি হয়েছে।

    আমার কিন্তু তা মনে হয়না।
    তোমাদের ?!!
  • Tim | 198.82.17.74 | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৮496883
  • রোসো, কুমুদির জন্য একটা ভালো দেখে টিকটিকির গল্প লিখে দোবো।
  • Nina | 12.149.39.84 | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৪০496884
  • এই তিমি আগে বল আমারটা পড়ে তোর কি মত!
  • Tim | 198.82.17.74 | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৯496885
  • নির্ঘাৎ ঐ গ্রামে একজন সাইকো ছিলো। যে ঐ আলোয়ান ভূতের বিশ্বাস ভেঙে দিতে চাইতো না। ঐ ব্যাটাই খুনি।
    এখন যদি যাও, দেখবে সেই মিথ আর নাই। ভূত হলে তো এখনও থাকতো।
  • Nina | 12.149.39.84 | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৫০496886
  • কিন্তু সে খুন করবে ক্যান?? মোটিভ কি?
  • Tim | 198.82.17.74 | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৫২496888
  • সাইকোর আবার মোটিভ লাগে? তাও একটা মোটিভ তো ঐ গপ্পটা যে সত্যি সেটা প্রমাণ করা। সে নিজে বিশ্বাস করে, অতএব সত্যি।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন