এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শখের কেনাকাটি

    dam
    অন্যান্য | ২০ মার্চ ২০০৬ | ২২২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Arijit | 82.39.109.192 | ২০ মার্চ ২০০৬ ০১:০০497275
  • মিতাদি - প্রায়োরিটি ঠিক করো - কোন দিল্লী দেখতে চাও, আর কি করতে চাও - শুধু কেনাকাটা না দিল্লীর ইতিহাসে ঘোরা। যদি রোমাঞ্চ চাও, পুরনো দিল্লী ছেড়ো না - লাল কেল্লা, জামা মসজিদ, চাঁদনি চক, চৌরিবাজার - প্রত্যেকটা দেখার মতন। বরং সারা দিন পালিকা/জনপথে শপিং করে চলে যাও পুরনো দিল্লী - জামা মসজিদের টাওয়ারে চড়ে দিল্লীকে দেখে নাও, তারপর লাল কেল্লার সন-এ-ল্যুমিয়ের - ভুলবে না - হিন্দিটা দেখো, ইংরিজীটা নয়। আমি অন্তত সাতবার দেখেছি, এবং সত্যি বলছি এখন লিখতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে। দিল্লীর ইতিহাসে ঘুরতে গেলে পুরনো দিল্লী এবং হুমায়ুনের কবর, পুরানা কিল্লা, নিজামুদ্দিন, কুতুব - এইগুলো মাস্ট।

    বে-থে সত্যিই বে-থে। এত বছর দিল্লীতে থেকেও এইগুলো করতে পারলো না।

    আর ইয়ে - গলি কাবাবিঁঞাতে শুধু কাবাব নয় (সে পাবে জামা মসজিদের সামনে) - এই গলিতে আরো এক অন্ধকূপের মধ্যে আছে "করিমস" - বাহাদুর শাহ জাফরের খানদানী রাঁধুনীর দোকান...বুঝতেই পারছ কি:-) ওখানে বিরিয়াণী দুনিয়ার সেরা।
  • A | 128.240.229.65 | ২০ মার্চ ২০০৬ ০২:০০497288
  • এইটে নিয়ে আমার এট্টু কনফিউজন আছে - ভারতে কি তামাকের চাষ হতই না ইওরোপ থেকে ব্যবসায়ীরা যাবার আগে? এক মাত্র মুঘল আমলের গল্প-উপন্যাসেই কিন্তু হুঁকো-গড়গড়ার কথা পাই।
  • dam | 202.54.214.198 | ২০ মার্চ ২০০৬ ১৬:১২497260
  • মূলত: মিঠুর দূর্দশা পড়েই এই থ্রেডটা খোলার ইচ্ছে হল।

    কুর্তার জন্য:

    ফ্যাব ইন্ডিয়া এখনও সবচেয়ে ফেভারিট। প্যান্টালুনস বা ওয়েস্টসাইড খানিকটা ওয়ালমার্ট টাইপ। শপার্স স্টপ বা লাইফস্টাইল তুলনায় একটু ভাল।

    "প্রাপ্তি" দোকানটা ম্যান্ডেভিলা গার্ডেনের কাছাকাছি। ২০০১-২০০২ তে ওখানে দুর্দান্ত কুর্তা পেয়েছি।

    'মোহর' এর যে দোকান দক্ষিণাপন এ আছে তার কালেকশান খুব একটা সুবিধের নয়। সইজগুলো বেঢপ। অন্য কোন দোকান কোথায়ও আছে কিনা আমি জানিনা।

    'শ্রাবস্তী' র কথা জানি না। রঙ্গন জানাবে।

    চিকনের ভাল কুর্তা পুরানো নিউ মার্কেটেও ভাল পাওয়া যায়। তবে একটু ঘুরেফিরে দেখেশুনে কিনতে হয়।

    'গুর্জরী' ও আরেকটা ভাল জায়গা।

    দিল্লীতে 'কল্পনা' বলে একটা চেন আছে যাদের বেশ অভিনব ধরণের কুর্তার সংগ্রহ আছে। র-সিল্ক বা কটনের কুর্তা, জিন্স, সালোয়ার এমনকি ফর্মাল ট্রাউজারের সাথেও পরা চলে। এদের সিল্কের ওপরে এমব্রয়ডারী করা ট্রাউজার, শার্ট ও স্কার্ফের সেটগুলো ও ভারী চমৎকার।

    এরকম কোন দোকান কলকাতায় আছে কিনা জানি না। কেউ জানলে জানাও।
  • r | 202.144.91.204 | ২০ মার্চ ২০০৬ ১৬:৪৯497271
  • আমি "মোহর" থেকে বেশ ভালো জিনিষপত্র পেয়েছি। "শ্রাবস্তী" হল শাশ্বতী গুহঠাকুরতার বুটিক। ঠিকানা জেনে জানাবো।
  • pharidaa | 203.101.31.249 | ২০ মার্চ ২০০৬ ১৬:৫৯497282
  • একদা এক বাহারি কাঁচের ছোট্টো হুঁকো কিনেছিলাম লোকাল ট্রেন থেকে। তাতে একটু জল ভরে একদিকের মুখে সিগারেট আটকে অন্যদিক থেকে টান মারতে হয়।

    ভারী শখের জিনিস ছেল। তারপর.... পোষালো না।
  • mita | 24.163.123.37 | ২০ মার্চ ২০০৬ ১৮:৪৫497293
  • দময়ন্তী, ভালো সময় এই থ্রেড শুরু করেছো। আমার খুব কাজে লাগবে।
    " মোহর" আর কোথায় কোথায় আছে? দক্ষিনাপনের টাতেও যাব। "প্রাপ্তি" আর ফ্যাব ইন্ডিয়া তে গেছি।
    "শ্রাবস্তী" র ঠিকানা কি?
    আর দিল্লি তে একদিনে বাজার করতে হলে কোন কোন জায়গায় যাওয়া উচিত?
  • Arijit | 128.240.229.7 | ২০ মার্চ ২০০৬ ১৯:০৩497301
  • গড়িয়াহাটের "প্যান্টালুনস" অতিশয় যাচ্ছেতাই। দু বছর আগে যখন গেছিলুম তখন অনেক ভালো ছিলো। এখন অত্যন্ত বাজে - দাম বেশি, ভুষি মাল।
  • vikram | 147.210.156.39 | ২০ মার্চ ২০০৬ ১৯:৩২497302
  • পৌ চং এর দোকানে মোমো দিয়ে খাবার আসলি সস পাওয়া যায়।
    আর আসলি চাইনিজ ইংক।

    বিক্রম
  • r | 59.92.150.65 | ২০ মার্চ ২০০৬ ২১:০৫497303
  • দিল্লির শ্রেষ্ঠ পাঁচ বাজার:

    আজমল খান, কিন্তু খুব বড়ো। খেই হারিয়ে যায়।

    সরোজিনী নগর, আমাদের মতো পাতি ছাত্রদের বেজায় প্রিয় ছিল। পঁচিশ টাকাতেও গুচ্ছ ভালো পুলওভার পেয়েছি।

    লাজপত নগর, বিশেষত: জামাকাপড়ের জন্য। লাজপত নগরের মধ্যে পুরোনো ফার্নিচারের একটা ফাটাফাটি বাজার আছে, যেটা পাচকুইয়ার থেকে ভালো।

    পালিকা বাজার- জনপথ, আমার খুব পছঅন্দ নয় কারণ বড়ো বেশি ট্যুরিস্ট আনাগোনা।

    দিল্লি হাট, দেশীয় শিল্পের ফ্যাশনের জন্য বেস্ট জায়গা।উপরি পাওনা খাবারের দোকানগুলো।

    এ ছাড়া শনিবারের মুনিরকা হাট শস্তার কিন্তু ফ্যাশনের চাদর, পর্দা ইত্যাদির জন্য বেজায় ভালো।
  • Skywalker | 80.219.175.45 | ২১ মার্চ ২০০৬ ০০:২২497304
  • দোকানে গিয়ে ভাবলাম একটা আইপড কিনবো। কিন্তু পকেটে যা টাকা ছিলো তা আইপডের চেয়ে সাইজে বড়ো হলেও আইপডের চেয়ে ছোটো। শখের বাজার।
  • dam | 61.246.43.170 | ২১ মার্চ ২০০৬ ০০:২৩497305
  • লাজপত নগর, সাউথ এক্স, সরোজিনী নগর সোমবারে বন্ধ থাকে (মিতাদি সোমবারে থাকবেন বলে লিখলাম)। সম্ভবত: নয়ডার সেক্টর ১৮ মার্কেটও সোমবারে বন্ধ, তবে এটা নিশ্চিত নই।

    পালিকা বাজার খুবই গোলমেলে জায়গা। জনপথ আমার ভীষণ প্রিয়। দিল্লী হাটও তাই। সাউথ এক্সের "নাল্লি'জ" এ স্পেস কনট প্লেসের দোকানটার তুলনায় বেশী, কাজেই বেশী কমফোর্টেবল।

    সালোয়ার কুর্তা ও ড্রেস মেটেরিয়ালের জন্য অসহ্য ভাল জায়গা হল সিপির শঙ্কর মার্কেট। এছাড়া 'মীনাবাজার' - আছে সাউথ এক্স, নয়ডা সেক্টর ১৮ মার্কেট। 'কল্পনা' -- আছে নয়ডা সেক্টর ১৮, সিপি।

    সিপির ইনার সার্কেলে একটা দোকানে ভীষন ইউনিক সব টি-শার্ট পাওয়া যায়, অধিকাংশ হাতে আঁকা। নামটা এক্ষুণি মনে পড়ছে না।
    লাজপত নগরের সে¾ট্রাল মার্কেটের ঠিক মাঝখানে একটা ক্রকারিজের দোকান আছে, যেখানে ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, জাপানীজ ক্রকারিজ বেশ সস্তায় পাওয়া যায়।
  • m | 65.27.39.136 | ২১ মার্চ ২০০৬ ০২:৩৯497261
  • মিতাদি,
    যদি হাতে সময় থাকে,তবে যোধপুর পার্কের নারী সেবা সংঘ থেকে শাড়ি তৈরি করিয়ে আনা যায়। আসামের দারুন সিল্ক পাওয়া যায়,স্বভূমির দোতালায় এক মহিলার দোকানে,একটু কোনায় একটেরে জায়গায় দোকান টা।তবে সব শাড়ি ই পছন্দসই।

    দময়ন্তীর মত আমার ও মোহর এর কুর্তা আমার আহামরি লাগে নি,তবে প্রিন্টেড সিল্ক অনেক গুলো ই সুন্দর।গড়িয়াহাট মোড় থেকে দেশপ্রিয় পার্কের দিকে যেতে বাঁহাতে কিছু দোকানে ভালো সুতির ছাপা শাড়ি মেলে।অর্গ্যান্ডি র কালেক্‌শন ও ভালো।তবে দক্ষিণাপনে র গুর্জরি আজকাল আর তেমন চলে না বোধহয়,এবার গিয়ে জিনিসপত্রের হাল দেখে খুব খারাপ লাগলো। ওখানে দোতলায় অন্ধ্রের লেপাক্ষি তে দারুন শাড়ি আর ড্রেস মেটিরিয়াল পাওয়া যায়। মনিপুরি শাড়ির জন্যে দোতলায় একটা দোকান আছে,স্টেট এম্পোরিয়াম ,তবে নাম টা মনে পড়ছে না।

    প্যান্টালুনসের কুর্তা আমি শেষ কিনেছি ২০০৩ এ,এখানে আসার আগে,তখন ভালো ই পেয়েছিলাম।এখনকার কথা জানি না।
    ভালো তাঁত পাওয়া যায়,উত্তর কোলকাতায়,বিদ্যাসাগর কলেজের আশে পাশে।দক্ষিণে রাজকুমার ভড়,আর-এম-সি-এ বসাক এর সুন্দর সংগ্রহ।কনিষ্ক আমার বেশ প্রিয় দোকান।শাড়ি র দাম টা বেশি,তবে কোয়ালিটি বেশ ভালো।

    ধর্মতলায় কটেজ ইন্ডাস্ট্রিজ এ সুতির-সিল্কের ড্রেস মেটিরিয়াল,শাড়ি,গয়না,ঘর সাজাবার জিনিস,আসবাব সব ই মেলে,কোয়ালিটি ভালো।তবে দোকান টা মনে হয় ,বিদেশি দের মুখ চেয়ে বসে থাকে।পাশেই আছে কাবেরী- দক্ষিনের সব ধরনের সিল্ক পাওয়া যায়।সময় পেলে অবশ্যই যেও।

    দক্ষিণে বাসন্তী দেবি কলেজের কাছেই একটা বিহারের শোরুম আছে,সেখানে একবার অসাধারণ সব র-সিল্কের শাড়ি দেখেছিলাম।

    শ্রাবস্তী টা শাশ্বতী গুহঠাকুরতার বুটিক,চৈতালি দাশগুপ্তের বুটিক টার নাম কি?তাতে ঐ সব চিত্র -বিচিত্র কবিতা লেখা জমাকাপড় পাওয়া যায়।তার নাম কি রঙ্গন?

    পু:-সৈকত যদিও জামাকাপড়ের নাকি কিছুই বোঝে না,তবে উনি সাধারণ ভাবে ফ্যাব ইন্ডিয়ার জামা পছন্দ করেন:-)))
  • r | 202.144.91.204 | ২১ মার্চ ২০০৬ ১০:২২497262
  • সরি। শ্রাবস্তী চৈতালী দাশগুপ্তের বুটিক। দোকানটা গল্ফ গার্ডেনের আশে পাশে। ঠিকানা এখনও জোগাড় করতে পারি নি। তবে টেলিফোন ডিরেক্টরি থেকে চৈতালীকে একটা ফোন করলেই হয়। :-)
  • dam | 61.246.23.64 | ২১ মার্চ ২০০৬ ১০:২৪497263
  • কেউ একটু ধৈর্য্য ধরে সানন্দা খুঁজলেই পেয়ে যাবে। :-))
  • m | 24.166.170.155 | ২১ মার্চ ২০০৬ ১১:৪০497264
  • জীবনানন্দের কবিতা থেকে শুরু করে আবোল-তাবোল অবধি সব কিছু ছেলেদের জামা থেকে মহিলাদের শাড়ি পাড়ে সমমাত্রায় বিদ্যমান।এই বিষয় টা আমার কেন জানি না,হজম হয় নি:-(

    আহা হা,কতদিন সানন্দা দেখি না,কানে কানে পড়ি না:-(তবে অপর্না সেন গিয়াছেন,সানন্দার কি আর সেই সুখের দিন আছে হায়:-(((
  • mita | 24.163.123.37 | ২৭ মার্চ ২০০৬ ১৯:৩৬497265
  • দময়ন্তী,রঙ্গন,মিঠু,
    ধন্যবাদ। যা বুঝলাম সোমবার সাউথ এক্স যাবো না, পারলে মঙ্গলবার যাবো। আর দিল্লি হাটের কথা এখানে ও অনেকের কাছে শুনেছি, যাবার চেষ্টা করবো।

  • dam | 202.54.214.198 | ২৭ মার্চ ২০০৬ ১৯:৫৫497266
  • মিতাদি,

    লাজপত নগর মিস কোরো না, তবে সোমবার বন্ধ। আর জনপথও মিস করাটা ঠিক হবে না।
  • mita | 24.163.123.37 | ২৭ মার্চ ২০০৬ ২০:২১497267
  • CR park থেকে লাজপত নগর আর জনপথ কত দুরে গো? দেড় দিন থাকছি, সেই বুঝে মিনিমাম সময়ে মাক্সিমাম বাজার প্ল্যান করতে হবে তো :-)
  • Arijit | 128.240.229.3 | ২৭ মার্চ ২০০৬ ২১:১৮497268
  • মিতাদি - সব বাজে কথা কইছে। যেখানেই যাও, পুরনো দিল্লীর "গলি কাবাবিঁঞা", চৌরিবাজার আর ঘন্টিওয়ালা মিস করবে না। ওখানে না গেলে দিল্লী যাওয়া বৃথা।
  • Arijit | 128.240.229.3 | ২৭ মার্চ ২০০৬ ২১:১৯497269
  • CR Park থেকে লাজপত নগর অটোতে মিনিট দশেক। হেঁটেও যাওয়া যায় - আধ ঘন্টা। জনপথ একটু দূরে - কনট প্লেসের পাশে, অটোতে আধ ঘন্টা।
  • Samik | 221.134.239.250 | ২৭ মার্চ ২০০৬ ২২:৪৩497270
  • সিআর পার্ক থেকে লাজপত নগর হেঁটে যাওয়া যায়? হজম হল না। নেহরু প্লেস হাঁটা যেতে পারে।

    মিতাদি, দেড়দিনে দিল্লির প্রায় কিছুই আলাদা করে দেখতে বা ঘুরতে পারবে না। একটা কোনও মার্কেটে ন্যারো ইন করো। নয়ডা সেক্টর ১৮ মার্কেট সোমবার খোলা থাকে, কিন্তু খামোকা নয়ডা কেন আসবে? সিপি সোমবার খোলা পাবে, ওখানে জনপথ আর পালিকা বাজার ঘুরে নিও, তবে পালিকা চোরের জায়গা, সাবধানে শপিং কোরো।

    দিল্লিতে নেমে আমাকে ফোন কোরো, সোমবার দেখা করতে পারি, আমার আপিস সিআর পার্কের কাছেই, সোমনাথও হয় তো থাকবে। আমাকে mukherjee.samik অ্যাট জিমেইলে মেল পাঠাও, ফোন নম্বর দিচ্ছি।
  • Arijit | 128.240.229.67 | ২৭ মার্চ ২০০৬ ২২:৫৫497272
  • নেহরু প্লেসের ঠিক পিছনে একটা রাস্তা আছে - সেখান দিয়ে গেলে লাজপত নগর পার্ট ফোর (অমর কলোনী) কতটা আর? আর অমর কলোনী থেকে লাজপত নগর মার্কেট দিব্যি হাঁটা পথ।

    হেঁটে যাওয়া যায় বলেছি - সবাই যেতে পারে একবারও বলেছি?
  • mita | 24.163.123.37 | ২৭ মার্চ ২০০৬ ২৩:০৬497273
  • শমীক, মেল করেছি।
    অরিজিত, গলি কাবাবিঁয়া শুনেই লোভ হচ্ছে, দেখি চলনদারেরা কি বলেন :-)
  • Samik | 221.134.224.75 | ২৭ মার্চ ২০০৬ ২৩:৪৪497274
  • পুরনো দিল্লি, চাঁদনি চক,, আমার নিজের আজ পর্যন্ত যাওয়া হয়ে ওঠে নি বিভিন্ন ব্যস্ততায়, কেবল নাম শুনেছি, আর শুনেই চলেছি। শস্তায় জামাকাপড় কেনা, কাবার খাওয়ার কাবাব গলি, পরোটা খাবার পরাঠা গলি, জামাকাপড়ের হোলসেল মার্কেট, এখন শুনি, ওখানে নাকি শস্তায় ব্যাপক ডিভিডি ছড়িয়ে বিক্রি হয়, খারাপ মাল হলে ফেরৎও হয়।

    চাঁদনি মার্কেট একদিনে কভার করা যাবে কিনা জানি না। তবে সোমবারে সিপি, আর মঙ্গলবারে সরোজিনী / লাজপত। এটা হলেই চলবে।
  • mita | 24.163.123.37 | ২৮ মার্চ ২০০৬ ০২:৫০497276
  • অরিজিৎ, এ যাত্রা দিল্লি দেখা বিশেষ হবে না। ইচ্ছে আছে বনবনকে নিয়ে দিল্লি-আগ্রা আসার, ছুটি/সময় নিয়ে এই শীতে কিম্বা পরের। সত্যি অনেক কিছু দেখার আছে।
    তবে এবারে পুরোনো দিল্লি একটু যাবার ইচ্ছে আছে, যদি চলনদারেরা নিয়ে যেতে রাজি হয়।
  • dam | 61.246.25.70 | ২৮ মার্চ ২০০৬ ০৮:৪১497277
  • বে থে সত্যি সত্যিই "বে-থে"। এক্কেবারে আগমার্কা। বেচারীত্বর সীল দেখিয়া লউন। :-))। আমার অবশ্যি পুরানা কিল্লাটা দেখা হয় নি, দেখে ফেলব।

    মিতাদি, দিল্লী হাট না দেখলে কিন্তু খুব মিস করবে।
  • dam | 61.246.25.70 | ২৮ মার্চ ২০০৬ ০৯:১৯497278
  • ওহো আগে লিখতে ভুলে গেছি। ট্রায়াঙ্গুলার পার্ক থেকে গড়িয়াহাটের দিকে যেতে পড়ে "ফেয়ারী নুক"। খুব ভাল ব্লক প্রিন্ট আর প্রিন্টেড সিল্ক পাওয়া যায়। এছাড়াও মিথু যেমন বলেছে ঐ অঞ্চলে ভীষণ ভাল ভাল ছাপা পাওয়া যায়। আর পাওয়া যায় সুতোর গয়নাগাঁটি। এবারে আবার দেখলাম সুতোর সাথে চাল ডাল জুড়েও চমৎকার গয়না বানিয়ে বিক্রী করছে।

    কনিষ্ক খুবই ভাল। রাসেল স্ট্রীটের আনন্দ ও। তবে বেশ মোটা পার্স নিয়ে ঢুকতে হয়। ঢুকলে না কিনে বেরোন যায় না।

    এছাড়া শরৎ বোস রোডের মীরা বসুর বুটিকে ভারী ইউনিক ধরণের তাঁতের শাড়ী পাওয়া যায়। মিঠু গেছ? যখন কলকাতার রাস্তাঘাটের দর্জির দোকানরাও "বুটিক" হয়ে যায় নি, সেইযুগ থেকে এই বুটিকটা আছে।
  • mita | 24.163.123.37 | ২৮ মার্চ ২০০৬ ১২:২৬497279
  • দময়ন্তী, মীরা বোস, আনন্দ আর কনিষ্ক তো আমাদের সময়ের দোকান গো। তখন তাঁত বলতে মীরা বোস আর বসাকের কালেক্সন ভালো ছিলো। আর বোধহয় শ্বাশতীদের একটা বুটিক ছিলো, নাম ভুলে গেছি।
    মীরা বোসের শাড়ির পাড় গুলো খুব ইউনিক হতো। অনেক বছর যাই নি মীরা বোসে।
  • be-the | 221.134.226.21 | ২৯ মার্চ ২০০৬ ২১:২৯497280
  • ওয়ে:, আমি একবারও বলেছি আমার লালকেল্লা বা পুরানা কিলা দেখা নেই? ও সব আমারো গুচ্ছ বার দেখা। আমি কেবল বলেছি চাঁদনি মার্কেট আমার এক্সপ্লোর করা নেই। মার্কেট বাদে এমনি পুরনো দিল্লি আমার দেখা, আমি কি আর তোমার মত এয়ারপোর্টের ঐ পাড়ে থাকি?
  • dam | 61.246.23.63 | ২৯ মার্চ ২০০৬ ২২:৪৮497281
  • ১) কোন পারে?
    ২) এয়ারপোর্ট কি একটি নদীর নাম?
    ৩) বিভিন্ন পারে থাকার সুফল/কুফল কি?
    ৪) শখের কেনাকাটির সাথে তার কি যোগাযোগ?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন