এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ভালো সিনেমা

    vikram
    সিনেমা | ০২ মার্চ ২০০৬ | ৪৪৬৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • valo muvi | 61.12.12.83 | ০৪ মে ২০১০ ১৫:৪২498909
  • আমার ভালো লেগেছে। সিঁফোদারও। সিনেমার নাম Tulpan। পরিচালক Sergei Dvortsevoy। কাজাকস্তানের সিনেমা।
  • vikram | 193.120.76.238 | ০৪ মে ২০১০ ১৯:৩২498910
  • ভাইসকল, একটু ফর্ম্যাটটা বজায় রাখহ। পরে কাজে দেয়।
  • Nina | 64.56.33.254 | ০৪ মে ২০১০ ২১:৪৪498911
  • রঞ্জন , নোলান বলতে কি বন্ধুর ছেলে Christopher Nolan বলছে? মনে হয় তাই । আর যখন Nolan's bug মানে আমার মনে হয় নোলানের short film --doodlebug বলছে।
    নোলানের The Dark Knight, Following , Batman Begins দেখেননি? নতুন বই Inception
    সোলানোসের আমি কিছু দেখিনি--নামটাই জানি শুধু।

  • kd | 74.72.161.90 | ০৭ মে ২০১০ ০৩:০৯498912
  • ছেলের দৌলতে ওর বড় এলসিডি স্ক্রীনে netflixএ সিনেমা দেখছি। একটা দেখলুম, sunshine cleaning (Dir: Christine Jeffs, 2008)। একটা সহজ সরল সিনেমা - ভালো লাগলো।

    ডি: এই সিনেমা অন্যদের ভালো নাই লাগতে পারে। আমি এ'রকমই একটি জারজ সন্তানের মার বড়দাদা। যে সারা দুনিয়ার সঙ্গে যুদ্ধু করে আসতো আমাদের কাছে শুধু কাঁদতে - হাজার হাজার মাইল দূর থেকে আসা দু'জন, যারা একটা নীল-চোখ-সোনালী-চুলের মেয়ের কাছে একমাত্র নিজের লোক - এই সব পেয়েছির দেশে তার নিজের কেউ নেই। আর এখন তো তার সেটাও নেই - বৌদিও নেই, আর দাদাও পালিয়েছে নিজের ধান্দায়।
  • Sourav | 117.194.193.51 | ০৭ মে ২০১০ ১১:০০498913
  • উত্তর কলকাতায় ভালো DVDLibrary র খোঁজ কেউ দিতে পারবে?
  • saikat | 202.54.74.119 | ০৭ মে ২০১০ ১১:৫৬498914
  • সল্লেকের দিতে পারি। Cinema Paradiso, কোয়ালিটি স্টপেজের কাছে।
  • Blank | 170.153.65.102 | ০৭ মে ২০১০ ১৩:০৩498915
  • cinema paradiso র মেন সেন্টার এলগিনে
  • vikram | 193.120.76.238 | ০৭ মে ২০১০ ১৩:৫৬498916
  • আলুচানা অন্যখানে। এখানে ফর্ম্যাট করা লিস্ট, ভাইসকল।
  • sinfaut | 117.194.194.77 | ৩০ জুন ২০১০ ২২:৫৮498917
  • ১। El Bola
    Director: Achero Mañas
    2000
    Spain


    ২।
    Noviembre
    Director: Achero Mañas
    2003

  • Jay | 90.200.14.226 | ১০ আগস্ট ২০১০ ১৬:২৮498919
  • আমার এক সিনিয়র কলিগ যার ছোটবেলা উগান্ডায় কেটেছে রেফার করল- দ্য লাস্ট কিং অফ স্কটল্যান্ড। ইদি আমিনের অবিশ্বাস্য গল্পগাথা এক (কাল্পনিক) সদ্য পাশ করা ডাক্তার (জেমস ম্যাকফাদেন) চোখ দিয়ে। অনেকের নিশ্চই দেখা। না হলে- অবশ্যদ্রষ্টব্য।
    অকাডেমি/ বাফটা। ইদি আমিনের চরিত্রে ফরেস্ট হুইটেকার অস্কার।
    ২০০৬। ১১৭ মি:। কেভিন ম্যাকডোনাল্ডের প্রথম ফিচার ফিল্ম। জাইলস ফডেনের একই নামের নভেল অবলম্বনে।
  • pi | 72.83.80.136 | ৩০ অক্টোবর ২০১০ ১৯:৩২498920
  • দীপঙ্করদা 'কবি' র সাবটাইটেল করেছেন। এখানে সব লিঙ্কগুলো আছে:
    http://ddts.randomink.org/blog/?p=162

    সিনেমাটা বাংলা টরেন্ট আর কারাগার্গে ও রয়েছে।
  • kallol | 220.226.209.2 | ৩১ অক্টোবর ২০১০ ১১:০৬498921
  • অটোগ্রাফ - বাংলা সিনেমা। দেখুন ও দেখতে বলুন।
  • Somnath | 117.194.195.106 | ১২ নভেম্বর ২০১০ ০০:৫৬498922
  • আজ ফিল্ম ফেস্ট এ দেখলাম,

    "Sirta la Gal Ba" aka "Whisper with the Wind"200977minColorIraqdir: Shahram Alidi source:35mm


    কিছু অসাধারণ ক্যামেরা ও কিছু অনবদ্য সীন। ইরাকের বোমাবর্ষনের পরের অবস্থা, রেডিও ফ্রিকোয়েন্সি ব্যান ও অথচ বেআইনি ফ্রিকোয়েন্সিতে দেশবাসীকে খবর ও সংকেত প্রদান সংক্রান্ত, বেশ স্লো ও আর্টিস্টিক। আমার পাশের সীটে মহিলা তো প্রায় নাক ডেকে ঘুমোলেন। আমিও একটু ঝিমিয়ে নিয়েছি।

    "Vasha" aka "Kid & Killer" 2009 90minColorEstonia, GermanyDir: Hannu Salonen, source = DVD

    একজন চেচেন কে বিস্ফোরণের জন্য সন্দেহ, তার সাথে একটি টীনএজারের জড়িয়ে পড়া ও নির্ভরতা অবশেষে প্রকৃত ভিলেনের পর্দাফাঁস ও শাস্তিপ্রদাণ। মূলত চেনা ক্রাইম থ্রিলার, তবু রিলেশন ডেভেলপমেন্টের দিক ও আলটিমেটলি মুভি হিসেবে দেখতে মন্দ না।

    "Soul Kitchen"200990minColorGermanydir:Fatih Akin source : 35mm


    হালকা নির্মোহ কমেডিতে মোড়া বেশ ভালো স্টোরি টেলিং। দিব্যি দেখতে। বিশাল কিছু আর্টিস্টিক কাজ না হলেও এনজয়েবল। একজনের রেস্টুরেন্ট নিয়ে গল্প, প্রেম ভাঙা, গড়া, রেস্টুরেন্ট নিয়ে নানা টানাপোড়েন ও বিভিন্ন চরিত্র সহ জমাটি গপ্পো।

    Jon Jost এর the bed you sleep in ১৫ মিনিট দেখে প্রচণ্ড বোর সন্দেহে পালিয়ে এসেছি। খানিক Kuldeep SinhaRafi - we remember you ও দেখলাম দাঁড়িয়ে।
  • Samran | 117.194.96.244 | ১৩ নভেম্বর ২০১০ ০২:০২498923
  • আমিও সিনেমা দেখলাম। নন্দন- ৩এ বাংলাদেশের একটা সিনেমা আছে লিস্টিতে দেখে হলে ঢুকতে গিয়েই কেলো। ওইটুকুনি জায়গায় একজনের উপর একজন পারে তো উঠে দাড়িয়ে পড়ে এমন অবস্থা, হলে ঢোকার সময় ভিড়টা এত জোরে আছড়ালো যে হলের দরজা ভেঙে গেল! নেমে অন্য কোনো হলে ঢুকব ভাবলেও সময় ছিলো না, সবেতেই সিনেমা শুরু গেছে ততক্ষণে। কোনোমতে হলে ঢুকে এক কোণায় এই ভেবে দাঁড়ালাম, মিনিট কয়েক দেখে পালিয়ে আসব আর টিবেটিয়ান ডিলাইটসে গিয়ে মোমো খাবো। কিন্তু আজ কপালে মোমো ছিলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনে প্রথমবার দেখে ফেললাম ৮৪মিনিটের সিনেমাখানি। এবং নিজেকে শাবাশি দিলাম, ওই ভীড় ঠেলে ভেতরে ঢুকেছিলাম বলে এবং কিচ্ছুটি না জেনে সিনেমাটি দেখতে চেয়েছিলাম বলে।

    হলের ভেতরেও কেলো। তখনও ফিল্ম এসে পৌঁছোয়নি! শেষমেশ এলো, অর শুরু হলো গোলাম রব্বানী বিপ্লবের "বৃত্তের বইরে'। বাপ্পা মজুমদারের সঙ্গীত, অভিনয়ে চেনা নাম শুধু দেখলাম গায়ক-অভিনেতা নজরুল ইসলাম বাবু।

    প্রত্যন্ত গ্রামের এক বংশীবাদকের গল্প, হরিপদ বাঁশুরিয়া। পেশায় মৃৎশিল্পি। মাটির নানা রকমের পাত্র বানান আর তাঁর পালিত পুত্র মকবুল হোসেন সেগুলো বাজারে বিক্রি করেন। এই মকবুলকে একদিন এই বাজারেই কুড়িয়ে পেয়েছিলেন হরিপদ, মকবুল তখন শিশু। বাজারের একধারে বসে বাঁশী বাজান হরিপদ পাল। বাজারে বসে মাটির পাত্র বিক্রি করা ছাড়াও মকবুল তার বাবার বাঁশীর ঝোলাটি কাঁধে নিয়ে বাবার সঙ্গী হয় সকল গ্রাম্য আসরে, বিভিন্ন বাজারে।

    সেই বাজারেই শহর থেকে আসা এক সাংবাদিক তাঁর বাঁশী শুনে একখান ছবি তুলে নিয়ে গিয়ে ঢাকার একটি কাগাজে ছাপিয়েছিলেন কবে যেন। সাংবাদিক জানতে চেয়েছিলেন, তার জীবনে এমন কোনো ইচ্ছে আছে কী যা এখনও অপুর্ণ? বাঁশুরিয়া বলেন, এমন কোনো ইচ্ছে তো নাই যা অপূর্ণ তবে একবার ঢাকায় যাওনের ইচ্ছা তাঁর, জীবনে তো শহর দেখেন নাই, আর তাও কিনা রাজধানী!

    খবরের কাগজে সেই ছবি আর লেখা পাড়ে এক শিল্পপতি লোক পাঠিয়ে বাঁশুরিয়াকে শহরে নিয়ে যান লোকশিল্পিদের জগৎসভায় তুলে ধরার প্রকল্প বাস্তবায়িত করবেন বলে। গল্পের শুরু সেখানেই।

    এক জাদুগর বাঁশীওয়ালা হঠাৎ হঠাৎ হাজির হয় কোনো কোনো জায়গায়, আর ভাগয়বানদের শুনিয়ে যায় তার মোহোনবাঁশী। আজ সেই বাঁশীওয়ালা ঢুকে পড়েছিলাম নন্দন-৩এ। ছদ্মবেশী বংশীবাদক- মণিরুল ইসলাম।
  • Nina | 64.56.33.254 | ১৩ নভেম্বর ২০১০ ০২:৪২498924
  • ছুটছি আর ছুটছি--পোচ্চুর কাজ, কদিন বাদেই দেশে যাওয়া! তবু নেশার দায় কম্পু নধ করার আগে একবার গুরুতে চোখ বুলিয়ে নেয়া----সামরুর নাম দেখলেই না পড়ে কি থাকি---ভাগ্যিস থাকিনা---বাকি গল্পটা মুখোমুখি শুনব!! আমি এক্কেরে সামরুর পাংখা :-))
  • Nina | 64.56.33.254 | ১৩ নভেম্বর ২০১০ ০২:৪৪498925
  • *বন্ধ
  • Somnath | 117.194.193.182 | ১৪ নভেম্বর ২০১০ ০২:৪৫498926
  • লিখে রাখি, না হলে ভুলে যাব। কাল দেখলাম।

    ১) "On connaît la chanson" aka "Same Old Song"1997120minColor35mmFrance dir: Alain Resnais

    এক টুরিস্ট গাইড গবেষণারত মহিলা, তার গৃহক্রয়েচ্ছুক বর-খিটখিটে দিদি, দিদির এক পুরোনো বন্ধু (সে ও গৃহক্রয়েচ্ছুক ও বৌ-খিটখিটে), গাইডের এক বয়স্ক ট্যুরেচেনা স্নেহপ্রবণ বাড়ি-দালাল-কর্মচারী বন্ধু যে রেডিওনাটক লেখে, তার কর্মচারী-খ্যাঁচখ্যাঁচে কিন্তু রমনীমোহন বস যে গাইডকে প্রেমে ফাঁসায় ও তার দিদিকে ঠকিয়ে বাজে বাড়ি বেচে, দিদির বীতশ্রদ্ধ বিচ্ছেদোন্মুখ বর যে রোরুদ্যমান স্ত্রীকে ফেলে শেষমেশ যেতে পারে না এবং গাইড মেয়েটি যে শেষমেষ বোঝে তার প্রেম স্নেহপ্রবণ বয়স্ক বন্ধুটিই -- এই নিয়ে মিষ্টি প্যাঁচাল। ঘরোয়া ন্যারেটিভ, আলতো হিউমার। বিশেষ কেতাপত্র নেই। ভালোই লাগল।

    ২) Hadewijch2009105minColorDVDFrancedir: Bruno Dumont

    এক ভার্জিন খ্রীষ্টান যীশুপ্রিয়া যে নানারি ছাড়ার নির্দেশ পেয়ে প্রাত্যহিক জীবনে ফেরে ও যীশু-সমর্পিত কুমারীত্ব সসন্মানে অক্ষুন্ন রেখে দুই মুসলমান বন্ধুসঙ্গ করে। জেহাদী দর্শনে ঈশ্বরসঙ্গপ্রাপ্তি প্রত্যাশায় তাদের একজনের সঙ্গে সে একটা ট্রেন বিস্ফোরণ ঘটায় ও নানারিতে ফিরে যায়। যীশুমিলোনোন্মত্ত সে শেষতক জলে ডুবতে যায় ও এক জেলখাটা মজুরের হাতে রক্ষা পেয়ে তাকেই যীশুজ্ঞানে আঁকড়ে ধরে। কিছুক্ষেত্রে স্লো কিছু ভালো ক্যামেরা, কিন্তু তেমন পরিষ্কার বক্তব্য পেলাম না। একটু ছড়ানো, তেমন ভালো লাগে নি।

    ৩) "Choi Voi" aka 'Adrift'2009105minColor35mmVietnamdir: Bui Thac Chuyen

    এক পরিশ্রমী রাতে-ক্লান্ত-নিদ্রাভিলাসী ট্যাক্সিচালকের স্ত্রীর দ্বিধাগ্রস্ত দ্বিচারণ ও অবৈধ কৌমার্যমোচন। সমাপতনে তার শিশুসুলভ বরেরও অবৈধাচরণ। ভিয়েতনামের গলিগুঁজি তস্য জীবনযাত্রা দেখা ছাড়া তেমন কিছু দাগ কাটে নি। ক্রাইসিস, অ্যাকসেপ্টেন্স, জাস্টিফিকেশনের চেনা ছক।

    ৪) "A la deriva" aka "Drifting"201095minColor35mmSpaindir: Ventura Pons

    সাংঘাতিক। আফ্রিকায় NGO তে কাজ করে এসে শত শত মৃত্যু রক্তস্নাত শব ও তাদের প্রতি পাশবিক আচরণ দেখে এসে মেয়েটি সরকারী বন্দী হাসপাতালের গার্ডের কাজ নেয় নাইটশিফটে। স্বামির সঙ্গে সম্পর্কচ্ছেদ করে, একটা ক্যারাভ্যন ভাড়া করে থাকে, ও এক হাঁটতে-পারে-না বন্দী পেশেন্টের সাথে তীব্র প্রাত্যহিক শারীরিক সম্পর্কে জড়ায় ও তাকে নিয়ে পালিয়ে যেতে পর্যন্ত উদ্যত হয়। মহিলার পারফর্মেন্স অনেকদিন মনে থাকবে। সিনেমাটির প্যাশনও।
  • pantha | 202.59.136.5 | ১৪ নভেম্বর ২০১০ ১২:১১498927
  • সম্প্রতি দেখা দুইটি সিনেমার কথা কই। ভালো লেগেছে।
    . সোনালি বোসের আমু
    . বাপ্পাদিত্য বন্দোপাধ্যায়ের কাঁটাতার

    গেল রাতে দেখলাম দ্য হ্যাঙওভার। মন্দ লাগেনি!
  • Somnath | 117.194.195.245 | ১৪ নভেম্বর ২০১০ ১৩:৫০498928
  • কাল দেখলাম

    ১) HHH Portrait De Hou Hsia Hsien199797minColorBeta/DVDFrance dir: Olivier Assayas


    পরিচালক ও তার কাজ নিয়ে ডকু। বেশিটাই পরিচালকের ছোটোবেলার কথা, পুরোনো চেনা বন্ধুরা অতি সামান্য ছবির ক্লিপ , আধঘন্টা ঘুমিয়ে বেড়িয়ে এলাম।

    ২) "Haarautuvan rakkauden talo" aka "The House of Branching Love"2009102minColorDVDFinlanddir: Mika Kaurismaki


    খানিক মজা ও থ্রীলারের টাচ দেওয়া বিবাহবিচ্ছিন্ন স্বামীস্ত্রীর পুণর্জোট বাঁধার গপ্পো। লোকটির বৈমাত্রেয় ভাইয়ের থেকে ভাড়া করা প্রেমিকা ও বৌটির পূর্বচেনা বন্ধুকে ডেকে জেলাসিপ্রচেষ্টা, ইতিমধ্যে নানা ছোটোমোটো কমেডিপ্রয়াস ও সুখসমাপ্তি। কমেডিপ্রয়াসগুলি মূলত বিভিন্ন কম্বিনেশনের কাপলের মেটিং ও এই জেলাসিসৃজনটুকুমাত্র হওয়ায় নতুন কিচুই তেমন পাওয়া গেল না।

    ৩) "Sheva Dakot Began Eden" aka 'Seven Minutes in Heaven"200894minColorBeta SPcountry: Israel, France, Hungarydir: Omri Givon


    কনসেপচুয়ালি একটু অ্যাব ও গুলিয়ে দেওয়ার চেষ্টা । বোমাবিস্ফোরণে সাত মিনিটের জন্য মৃত একটি মেয়ের আফটারলাইফ। অতিচালাকির জন্যে ভালো লাগেনি। ক্যামেরা ও ট্রীটমেন্ট ভালো ছিল।

    ৪) "Del Amor y Otros Demonios' aka "Of Love and Other Demons"200990minColor35mmCosta Rica, Colombiadir ; Hilda Hidalgo


    মার্কেজের গল্প নিয়ে সিনেমা। পায়ে কুকুর কামড়ানোয় অসুস্থ কুমারী মেয়েটিকে প্রায় কারাগারে নিক্ষেপ করা হয় শরীরে ডেমন ঢুকেছে সংস্কারে। তাকে ভালো করতে আসা পাদরিটি প্রেমে পড়ে তার। ইত্যাদি। নামকরণের অভিঘাতেই অনেকটা ভালো লাগে, মধ্যযুগীয় সংস্কারের বিস্ময়চাবুক সহ।
  • I | 14.99.2.62 | ১৭ নভেম্বর ২০১০ ২৩:১৯498930
  • "দ্য রেবেল, লুই মিশেল'
    ফরাসী। পরিচালিকা সলভেইগ আন্সপাচ। প্যারি কমিউনে-র বিদ্রোহী মেয়ে লুই মিশেলের দ্বীপান্তর,নির্বাসনের জীবন, কানাক উপজাতির সংগে তার কথা -বলা, কলোনীর শাসন-এই সব নিয়ে।
    মোটামুটি ভালো। লুই মিশেলের চরিত্র বড় একরোখা। কখনো ভয় পায় না, সংশয়ে ভোগে না, পোকার কামড় খায় না-ইত্যাদি।

    অল দ্যাট আই লাভ
    পোলিশ। পরিচালক জাসেক বরকাচ (উচ্চারণ ভুল হতে পারে)।
    ১৯৮১-র পোল্যান্ডে সলিডারিটি মুভমেন্টের চূড়ান্ত সময়ে চারজন টিন-এজারের পাঙ্ক রক ব্যান্ড খোলা, প্রোটাগোনিস্ট জানেকের সঙ্গে তার কিশোরী প্রেমিকা বাসিয়া-র সম্পর্ক, ব্যক্তিগত'র মধ্যে রাষ্ট্র-রাজনীতির থাবা-এই হল বিষয়।
    ভালো।
  • a x | 99.50.241.18 | ০৬ ডিসেম্বর ২০১০ ০১:৫৩498931
  • প্রেশাস - precious
    ডির: লী ড্যানিয়েলস
    ইউএসএ
    ১০৯ মিন।

    হলিউডের সিনেমা। কি অদ্ভূত অভিনয়। অদ্ভূত! প্রেশাসের ভূমিকায় গ্যাবি সিডিবি। একটা চরিত্র আর অভিনেতা এরকম একাকার হয়ে যেতে পারে, ভাবা যায়না।
  • sayan | 98.225.200.39 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১১:৪১498932
  • ব্ল্যাক সোয়ান
    - ড্যারেন আরোনফস্কি (১০৮ মিনিট)

    "রেক্যুইয়েম ফর এ ড্রীম' দেখার পর আইএমডিবি করে এটা পেলাম। ""সোয়ান লেক''এর লীড ব্যালেরিনা নীনা সেয়ার্স (নাতালি পোর্টম্যান) আর তার ডপেলগ্যাঙ্গার "ব্ল্যাক সোয়ান'। অসাধারণ বললেও কম বলা হয়।
  • a x | 99.188.84.89 | ০২ মার্চ ২০১১ ০০:০৮498934
  • যাদের স্ট্রীট আর্ট বা গ্রাফিত্তি আর্ট নিয়ে ইন্টেরেস্ট আছে, তারা অবশ্যই Exit through the gift shop দেখে ফেলুন। না থাকলে তো আরোই দেখবেন।
    http://www.imdb.com/title/tt1587707/
  • debanjan | 163.231.6.89 | ০২ মার্চ ২০১১ ২২:০৫498936
  • শুধু স্ট্রীট আর্টের জন্য না, ETTGS এ কোনটা আর্ট আর কোন form টা নয়, তা নিয়ে গভীর প্রশ্ন আছে। NY Times এ এই ছবিটার review এ দেখ্‌লাম একটা নতুন শব্দ - prankumentary। অবশ্যই দেখুন।
    আর এটার পরে (অবশ্যই আগে না দেখা থাকলে) - Orson Welles এর F For Fake

  • a x | 99.188.84.89 | ০৩ মার্চ ২০১১ ২২:৫৮498937
  • দেবাঞ্জন, হ্যাঁ অবশ্যই! এই সুতোটা আসলে খোলা স্রেফ ক্যাটালগিং পারপসে, তাই এখানে বেশি লিখতে চাইনি, কিন্তু উশ্‌খুশ তো করছিলামই :-) তাই আপনি যখন লিখলেনই সেই সুযোগে আমিও ঘেঁটে দিই।

    আপনার তোলা প্রশ্নটি ছাড়াও এটাও দেখার যে একটা কাউন্টার-কালচার মুভমেন্ট, অ্যানার্কিস্ট মুভমেন্টও কিভাবে শেষমেশ সাদাবি তে অকশনড্‌ হয়! এবং এই প্রসঙ্গে তাই সা®œÑর কথা - যেখানে উনি কালচারাল ক্রিটিসিজমের কোনো গভীর তাৎপর্য আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন, সেটার প্রসঙ্গ আসে - যেমন দাদাইস্ম বা সাররিয়ালিস্ম, এগুলোর উত্থান এবং এখন যেখানে এগুলো দাঁড়িয়ে, সেটা দেখলেও ঐ প্রশ্নটি খুবই ভ্যালিড মনে হয়।
  • Tim | 198.82.19.7 | ০১ জুন ২০১১ ২১:২২498938
  • সম্প্রতি কয়েকটা সিনেমা দেখলাম। লিস্টি করে দি। বিস্তারিত লিখতে পারছিনা, তাই আইএমডিবি থেকে দেখে নিন তথ্য।

    ১। দ্য রোড
    ২। নো ম্যানস ল্যান্ড
    ৪। দ্য প্রপোজিশন
    http://www.imdb.com/title/tt0898367/
    http://www.imdb.com/title/tt0283509/
    http://www.imdb.com/title/tt0421238/

  • achintyarup | 59.93.255.104 | ০২ জুন ২০১১ ০৫:৩২498939
  • হারানো সুর
  • anirban | 24.13.133.100 | ০২ জুন ২০১১ ০৬:১৭498941
  • সাংঘাতিক টই। এটা মিস করে গেছিলাম। খুব ভালো।
    The Battle of Chile
    ৩ টি খন্ডে। আগে কেউ দিয়ে রেখেছেন কিনা জানি না। http://en.wikipedia.org/wiki/The_Battle_of_Chile
    নেটফ্লিক্সে দ্বিতীয় আর তৃতীয় খন্ড আছে। অনলাইন নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন