এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ভালো সিনেমা

    vikram
    সিনেমা | ০২ মার্চ ২০০৬ | ৪৪০১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জড় | 126.202.218.180 | ২৩ নভেম্বর ২০১২ ২২:২৪499075
  • Intolerance (1916)
    Director: D. W. Griffith
    Language: Silent
    Run time: 197 min

    নির্বাক যুগের অমর সৃষ্টি হিসেবে ড্রেয়ার সাহেব এর প্যাশন অফ জোঁয়া অফ আর্ক এ ফ্যাল্কোনেত্তির সেই মুখের অভিব্যক্তি যেমন অনির্বচনিয়, তেমনি গ্রিফিথ সাহেব কেও ভুলে গেলে চলবে না। সিনেমাটিক আর্ট কে চেহারা দেওয়ার ক্ষেত্রে এই দুজন উল্লেখযোগ্য।
  • sri | 127.194.4.90 | ০১ ডিসেম্বর ২০১২ ১৭:০৮499076
  • Asbe du-pa aka Two-Legged Horse (2008), Samira Makhmalbaf

    'A father who has a young son with one leg and no other household members must go to India for some weeks. He hires another boy for a dollar a day to carry the son around on his back, to the school or to whatever whims may occur to the son. Actually the son is so skilled in jumping at really great speed, that he does not need any help or any "horse". The son's whims include not only verbal and physical abuse, but also repeated "horse fights" where "the horse" will continually be knocked down. Even "the horse's" tender feelings for a child girl beggar are exploited and mocked. Because of the brutal and degrading treatment "the horse" will become more and more similar to a real horse.'

  • Blank | 69.93.193.134 | ৩১ মার্চ ২০১৩ ১৬:৫০499077
  • Rebelle
    Director: Kim Nguyen
    Language: French/Lingala
    Runtime: 90 min
  • Blank | 213.147.88.194 | ০৬ এপ্রিল ২০১৩ ০৩:৩৮499078
  • The King of Comedy (1982)
    Director: Martin Scorsese
    Runtime: 109 min
  • Blank | 69.93.241.154 | ১৫ এপ্রিল ২০১৩ ১৪:৪৩499079
  • Woman in Dunes/ Suna no onna (1964)
    Hiroshi Teshigahara
    Language: Japanese
    Runtime: 123 min
  • S | 139.115.2.75 | ১৬ এপ্রিল ২০১৩ ০১:৪৪499080
  • Django Unchained
    দেখে নিন এখনই। এতো ভালো সাউন্ডট্র্যাক (পুরোনো, নতুন মিলিয়ে) খুব কম সিনেমাতেই পাওয়া যায়।
  • first set copy | 213.147.88.10 | ২৪ মে ২০১৩ ০০:৪২499081
  • name: a x mail: country:

    IP Address : 138.249.1.198 (*) Date:23 May 2013 -- 11:31 PM

    পিনাকী ব্ল্যাক সোয়ান দেখতে পার যদি দেখায়। আমি দেখিনি, দেখার ইচ্ছে রাখি।

    **********

    name: a x mail: country:

    IP Address : 138.249.1.194 (*) Date:23 May 2013 -- 11:40 PM

    মেমেন্টো দেখা?

    ************

    name: a x mail: country:

    IP Address : 138.249.1.206 (*) Date:23 May 2013 -- 11:43 PM

    তাইলে দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু?

    ************

    name: pinaki mail: country:

    IP Address : 148.227.189.8 (*) Date:23 May 2013 -- 11:46 PM

    দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু আমার দেখা অন্যতম সেরা সিনিমা। অক্ষদা ঘোস্ট রাইটার দেখেছ? মন্দ না।

    ******************

    name: pinaki mail: country:

    IP Address : 148.227.189.8 (*) Date:23 May 2013 -- 11:54 PM

    প্রেস্টিজ দেখা। আমি আসলে ২০১১ অব্দি মোটামুটি সব ভালো থ্রিলার (যেগুলো সোকলড হিট মুভি) লিস্টি ধরে দেখেছি। ২০১২ কিছু দেখেছি। কিন্তু সোকলড হিটের বাইরেও কিছু খুব ভালো মুভি থাকে, যেগুলো কোনো কারণে লিস্টে আসে না, বা হয়তো থ্রিলার হলেও লিস্টেড হয়েছে হয়তো অন্য জঁর এ। সেরকম খোঁজ করছি। অ্যাকশন থ্রিলারও ভাল্লাগে। সে-ও প্রচুর দেখেছি।

    ***************

    name: pinaki mail: country:

    IP Address : 148.227.189.8 (*) Date:23 May 2013 -- 11:55 PM

    জিরো ডার্ক থার্টি। দেখিনি। ওটা টরেন্ট দিয়ে দেখতে হবে। ল্যাপিটা সারুক। তারপর দেখব। জ্যাক রিচার দেখলাম।

    ***********

    name: কৃশানু mail: country:

    IP Address : 213.147.88.10 (*) Date:23 May 2013 -- 11:57 PM

    দা লাইভস অব আদার্স?

    *******************

    'স্লীপিং টাইট' একটা হালের ভাল স্প্যানিস সাইকো থ্রিলার। দারুন অন্যরকম গল্প।

    *****************

    name: S mail: country:

    IP Address : 175.112.121.245 (*) Date:24 May 2013 -- 12:04 AM

    স্পাই মুভি ভাল লাগলে - Tinker, Tailor, Soldier, Spy দেখুন।

    name: a x mail: country:

    IP Address : 138.249.1.194 (*) Date:24 May 2013 -- 12:02 AM

    তাইলে তুমি দারিও আর্জেন্টো দেখ।
  • 2nd set copy | 213.147.88.10 | ২৪ মে ২০১৩ ০০:৪৭499082
  • name: কৃশানু mail: country:

    IP Address : 213.147.88.10 (*) Date:24 May 2013 -- 12:07 AM

    আমি যেটা দিলাম ওটা সর্ট অব পলিটিকাল থ্রিলার। আর দেখতে পারো Z ।

    ***********************

    name: riddhi mail: country:

    IP Address : 118.218.136.234 (*) Date:24 May 2013 -- 12:14 AM

    পিনাকী বাবু, সি আই এ টাইপ আমারো হেবি লাগে। L'affaire Farewell -(কোল্ড ওয়ার নিয়ে) বেশ ভাল।
    হলিউডে হালের ফেয়ার গেম, হুইসল ব্লোয়ার (সত্যি ঘটনা নিয়ে) এগুলো মোটামুটি ভল।

    **********************

    name: কৃশানু mail: country:

    IP Address : 213.147.88.10 (*) Date:24 May 2013 -- 12:14 AM

    এইটে চলবে? দেখেছ বোধ হয়।
    http://www.imdb.com/title/tt1013753/

    হ্যান, সাংহাই Z থেকে টোকা।

    ************************

    name: riddhi mail: country:

    IP Address : 118.218.136.234 (*) Date:24 May 2013 -- 12:17 AM

    আর্জেন্টো ইটালিয়ানেই বানায়।
    কিছুদিন আগে হেইস্ট নিয়ে একটা ভাল ছবি দ্য রেড সার্কেল দেখলাম। এই ডিরেক্টর http://en.wikipedia.org/wiki/Jean-Pierre_Melville এর ছবি গুলো দেখতে পারেন। অনেক্গুলো নেটেই পাবেন।

    ******************

    name: সিদ্ধার্থ mail: country:

    IP Address : 233.239.144.7 (*) Date:24 May 2013 -- 12:17 AM

    টিংকার টেইলার সোলজার স্পাই দেখুন । ইদানিংকালের মধ্যে আমার দেখা বেস্ট পলিটিকাল থ্রীলার।

    আর পুরনো দিনের দেখতে চাইলে দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড।

    জন লে ক্যারে-র জঁর-টা ভাল্লেগে গেলে আর অন্য কিছু মুখে রুচবে না

    ***********************

    name: pi mail: country:

    IP Address : 172.129.44.120 (*) Date:24 May 2013 -- 12:18 AM

    টেকিং সাইডস দেখো। TLOO ও দারুণ।

    ***************************

    name: সিদ্ধার্থ mail: country:

    IP Address : 233.239.144.7 (*) Date:24 May 2013 -- 12:20 AM

    বেশ কিছুকাল আগে বিবিসি সিরিজে এসেছিল আ পারফেক্ট স্পাই। পারলে জোগাড় করে দেখবেন। মুগ্ধ করে দেওার মত গল্প।

    কেমনভাবে একজন স্পাই তৈরী হয়ে ওঠে, কেমনভাবে ব্যবহৃত হতে হতে একসময় সমস্ত লয়ালটি ভুলে যায়, বুঝে উঠতে পারে না কার হয়ে খেলছে, দেশ না শত্রুপক্ষ-এই মানসিক দ্বন্দের এক জটিল নির্মাণ

    ********************

    name: সিদ্ধার্থ mail: country:

    IP Address : 233.239.144.7 (*) Date:24 May 2013 -- 12:22 AM

    কে জানে! ফ্রেঞ্চড়া তো একটা শব্দে সবকটা আলফাবেট ইউজ করে তারপর উচ্চারণ করে একটা লেটার। বোঝা দায়।

    ইদানিংকালের ভাল পল থ্রীলার হল পোলান্সকির ঘোস্ট রাইটার। টনি ব্লেয়ারের জীবনের আদলে বানানো।

    আর একটু আগের হলে, একটা এইচ বি ও মুভি, ফাদারল্যান্ড। ইউটিউবে আছে। অল্টারনেটিভ হিস্ট্রির ওপর গল্পটা দাঁড়িয়ে
  • 3rd Post | 213.147.88.10 | ২৪ মে ২০১৩ ০০:৫২499083
  • name: kk mail: country:

    IP Address : 78.47.250.76 (*) Date:24 May 2013 -- 12:24 AM

    অক্ষ,
    'গ্যোস্ট রাইটার' তো দিব্যি সিনেমা, দেখো, ভালো লাগবে। 'গার্ল উইথ দ্য ড্র্যাগন ট্যাটু' খারাপ না। তবে বইটা পড়া থাকলে অত ভালো লাগবেনা। আমার মনে হয়েছিলো শেষের দিকে একটু তাড়াহুড়ো করে দেওয়া হলো। আরেকটা সিনেমা আমার ভালো লেগেছিলো --'স্টে'। 'কনফেশন অফ এ ডেঞ্জারাস মাইন্ড'ও ভালোই লেগেছিলো। এটা হয়তো দেখেছো, বেশ পুরনো।

    ********************

    name: সিদ্ধার্থ mail: country:

    IP Address : 233.239.144.7 (*) Date:24 May 2013 -- 12:26 AM

    আর একটা ভাল এস্পিওনেজ স্টোরি হল গ্রাহাম গ্রীনের দ্য হিউম্যান ফ্যাক্টর। ঠাণ্ডা যুদ্ধের ব্যাকগ্রাউন্ডে বানানো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে ধুইয়ে দিয়েছিল।

    এটা সিনেমা হয়েছিল, কিন্তু দেখিনি

    ***********************

    name: kk mail: country:

    IP Address : 78.47.250.76 (*) Date:24 May 2013 -- 12:27 AM

    কেউ 'সাইড এফেক্টস' দেখেছো? আমার বেশ লাগলো। অবশ্য জুড ল' থাকলেই আমার ভালো লাগে :)।

    জিংক পলিটিক্যাল থ্রীলার চাইছিলে মনে হয়? 'আইড্‌স অফ মার্চ' দেখতে পারো।

    ************************

    name: সিদ্ধার্থ mail: country:

    IP Address : 233.239.144.7 (*) Date:24 May 2013 -- 12:29 AM

    আইডস অফ মার্চ বেশ ভাল। ইন ফ্যাক্ট, জর্জ ক্লুনির ডিরেকশনের সবকটাই ব্যাপক। মাইকেল ক্লেটন, গুড নাইট এন্ড গুড লাক-

    আর্গো বরং পোষায়নি

    *************************

    name: kk mail: country:

    IP Address : 78.47.250.76 (*) Date:24 May 2013 -- 12:32 AM

    আহা, 'গুড নাইট এন্ড গুড লাক' তো খুবই ভালো।

    'বার্ন আফটার রিডিং' সিনেমাটাও মন্দ লাগেনি, এখন মনে পড়লো।
  • কৃশানু | 213.147.88.10 | ২৪ মে ২০১৩ ০০:৫৬499085
  • name: Deb mail: country:

    IP Address : 212.142.113.70 (*) Date:24 May 2013 -- 12:38 AM

    পিনাকি কে @ Date:23 May 2013 -- 11:24 পম

    কিছু সিনেমা বলছি --- থ্রিলার সব রকম সেন্স এ -- শাদাকালো মিলিয়ে -- সুযোগ মত দেখে নেবেন

    ১ গ্রীন ফর ডেঞ্জার (১৯৪৬)
    ২ লরা (১৯৪৪)
    ৩ দি লং আর্ম (১৯৫৬)
    ৪ এনাটমি অফ আ মার্ডার (১৯৫৯)
    ৫ দি ডে অফ দি জ্যাকাল (১৯৭৩)
    ৬ ১২ অ্যাংরি মেন (১৯৫৭)
    ৭ চায়নাটাউন (১৯৭৪)
    ৮ দি ব্যাঙ্ক জব (২০০৮)
    ৯ এল,এ কনফিডেনশিয়াল (১৯৯৭)
    ১০ ফোন বুথ (২০০২)
    ১১ দি ওডেসা ফাইল (১৯৭৪)
    ১২ টিন্কার টেলার সোলজার স্পাই (২০১১)
    ১৩ দি মাল্টিজ ফ্যালকন (১৯৪১)
    ১৪ খ্রী ডেজ অফ দি condor (১৯৭৫)
    ১৫ স্লুথ (১৯৭২)
    ১৬ দি গোস্ট রাইটার (২০১০)
    ১৭ জে এফ কে (১৯৯১)
    ১৮ ভ্যাল্কায়রী (valkyrie - ২০০৮)
    ১৯ মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস (১৯৭৪)

    আর

    নোলান এর দি প্রেস্টিজ (২০০৬) - অবশ্য দ্রষ্ট্যব্য ।

    এবং

    শার্লক - BBC - সিজন ১ & ২ (মোবাইল, ব্লগ আর ওয়েদার,কম ওলা ২১ শতকের শার্লক হোমস -- দি আলটিমেট )

    *******************

    name: Deb mail: country:

    IP Address : 212.142.113.70 (*) Date:24 May 2013 -- 12:45 AM

    ১২ মান্কিজ মানে কি ব্রুস উইলিস আর ব্র্যাড পিট এর? ওটা বিশেষ কিছু বুঝি নি

    name: kk mail: country:

    IP Address : 78.47.250.76 (*) Date:24 May 2013 -- 12:44 AM

    '১২ অ্যাংরী মেন' এর নাম দেখেই আমার '১২ মাংকিজ' মনে পড়লো। অবশ্য সেটা ঠিক থ্রীলার নয়। সাই ফাই।ভালো লেগেছিলো।

    *********************

    name: S mail: country:

    IP Address : 175.112.121.245 (*) Date:24 May 2013 -- 12:53 AM

    মার্ডার মিস্ট্রি ভাল লাগলে 'মিডসমার মার্ডার' সিরিজ দেখতে পারেন। বৃটিশ গল্প, লেখিকা ক্যরোলিন গ্রাহাম। এই সিরিজটা অমার পড়ার চাইতে দেখতে বেশি ভাল লাগে। ইন্সপেক্টার বার্নবির ভূমিকায় জন নেট্লস অনবদ্য।
  • Blank | 69.93.253.179 | ২৪ মে ২০১৩ ০১:৩৭499086
  • দাদি রা, কোনো মিনিময় নেই এই থ্রেডে। খালি একটু ফরম্যাট ধরে পোস্তো করলে সুবিধে হয় আরকি
  • কৃশানু | 213.147.88.10 | ২৪ মে ২০১৩ ০১:৪৪499087
  • জানি, কিন্তু এতগুলো ফরম্যাট করতে খুব অসুবিধে হত :-(
    আমিই করেছি।
  • Blank | 69.93.253.179 | ২৪ মে ২০১৩ ০২:৪১499088
  • Laurence Anyways
    Director: Xavier Dolan
    Running time: 169 minutes
    French
  • শ্রী সদা | 132.176.98.243 | ২৪ মে ২০১৩ ০৯:১৯499089
  • The Usual Suspects
    Director : Bryan Singer
    Running Time : 106 minutes
    English
  • debarshi ghosh | 212.142.119.134 | ০৩ জুন ২০১৩ ১৫:৩২499090
  • সিনেমা : ট্রু গ্রিট (১৯৬৯)
    দুরাতীয়ন : ১১০ মিনিটস ।

    বেস্তের্নস সিনেমার যারা খুব ভক্ত , তারা সকলেই জন বায়নে'র কীছু ছবি নিশ্চই দেখে থাকবেন. জন বায়নে প্রায় ২০০র কাছাকাছি ছবি করেছেন আর বলাই বাহুল্য তার বেসির্ভাগী হচ্ছে বেস্তের্নস. ট্রু গ্রিট হচ্ছে অনার শেষ দিকের ছবি আর ইটা এমন একটা ছবি যেটাই একজন অভিনেতা হিসেবে বায়নে তার জীবনের শ্রেষ্ঠ পারফরমেন্স দিয়েছেন. ছবির গল্প খুবই সিম্পল. একজন কমবয়সী মেয়ে তার বাবার মৃত্যুর বদলা নিতে এক সামরিক কর্মচারী কে নিযুক্ত করবে. এই সামরিক কর্মচারীর চরিত্রে অভিনয় করেছেন জন বায়নে. এদিকে একজন টেক্সাস রঙের ওই একই ক্রিমিনাল কে ধরতে যান অন্য একটা ক্রাইম'র কারণে. তিনি বায়নে আর মেয়েটির সাথে যোগদান করেন. ট্রু গ্রিট ছবিটির আসল মজা তা প্লটে নেই,এই ছবির আসল মজা লুকিয়ে আছে চরিত্রগুলোই. বাটনে এখানে একজন মদ্যপ লোকের চরিত্রে অভিনয় করেছেন. একই সাথে অনার কিছু ব্যাপারে কঠিন নীতিবোধ রয়েছে. শত্রুপখ্হকে শেষ করে দেয়ায় উনি বিবাসী আর তাতে অনার একটুও হাত ক্নাপে না. কিন্তু উনি সুধুই একজন কঠোর ,নির্দয় মানুষ নন, অনার একটা সহানুভূতিশীল দিক আছে. আমরা ছবিতে বায়নে'র পুরনো বর্ণময় জীবনের কথাও জানতে পারব. কমবয়সী মেয়ে মতটিই'র চরিত্রে কিম দারবি বেশ ভালো . মতটি খুবই সাহসী একটা চরিত্র, নিজের কার্জসিধ্হির জন্যুও শেষ অবধি যেতে পারে. জীবনের কঠিন বাস্তবএর মুখোমুখি হতে ভি পাই না. সিনেমাটিতে বায়নে আর কিম'র মধ্যের একুয়াতীয়ন তা খুবই ইন্টারেষ্টিং. আসতে আসতে দুজনেই একে অপরের দক্ষতা কে প্রসংসা করবে আর দুজনের মধ্যেই একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে. কিম বায়নে কে অনেকটা নিজের প্যারেন্ট'র মত ভালো বেশে ফেলবে. ওয়েস্টার্ন ছবির চিরাচরিত বৈশিষ্ট অনুযায় ছবিটিতে অনেক পরিমানে চোখা-চোখা সংলাপ রয়েছে. এর সাথে গুন্ফিঘ্ত তো আছেই. তখনকার দিনের হলিউড ছবির যে গুন তা ছিল যে সাধারণত তারা চারিত্রনির্মানের পিছনে অনেকটা সময় ব্যয় করত ,এই ছবিতেও সেটা রয়েছে. সব মিলিয়ে জমজমাট একটি ওয়েস্টার্ন, আপনারা দেখুন.
  • শঙ্খ | 118.35.9.186 | ০৩ জুন ২০১৩ ১৮:৫৭499091
  • বাববাঃ! ভোকাব বেড়ে গেল। যা বুঝলুমঃ

    বেস্তের্নস = ওয়েস্টার্ন
    শত্রুপখ্হ = শত্রুপক্ষ (এইটে ইজি ছিলো)
    কার্জসিধ্হি = কার্যসিদ্ধি (এটাও)
    একুয়াতীয়ন = ইকুয়েশন (এতক বা মিনিময়ের মত সম্ভাবনার বীজ লুকিয়ে আছে)
    গুন্ফিঘ্ত = গানফাইট (দি টাফেস্ট। কিন্তুক খুবোই পছুন্দো হইছে ঃ-) )
  • ladnohc | 116.216.122.145 | ০৩ জুন ২০১৩ ১৯:০৯499092
  • টেক্সাস রঙ টা কী?
  • শঙ্খ | 118.35.9.186 | ০৩ জুন ২০১৩ ১৯:২৮499093
  • গুড ক্যাচ!

    টেক্সাস রঙের = টেক্সাস রেঞ্জার (হাইলি সাশপিচাশ)
  • কৃশানু | 213.147.88.10 | ০৩ জুন ২০১৩ ২০:০১499094
  • টেক্সাস রেঞ্জের :-)
    'সাশপিচাশ' টা হেব্বি লাগলো :-)
  • kk | 78.47.250.76 | ০৩ জুন ২০১৩ ২০:০৯499096
  • 'ট্রু গ্রিট' এর নতুন ভার্শন তো ২০১০ এবেরিয়েছিলো। এতে ঐ কগবার্নের (পুরনো ভার্শনে যেটা জন ওয়েন করেছেন) রোলটা জেফ ব্রীজেস করেছিলেন। আর টেক্সার রেঞ্জারেরটা ম্যাট ডেমন। মেয়েটির চরিত্রে হেইলি স্টাইনফিল্ড অস্কার নমিনেটেড হয়েছিলেন। ভালোই লেগেছিলো সিনেমাটা। তবে আমি খুব ইম্প্রেসড হইনি। পুরনোটা অবশ্য দেখিনি।
  • debarshi ghosh | 212.142.119.18 | ০৩ জুন ২০১৩ ২১:০৫499097
  • পূর্ণতা রেমাকের চেয়ে বেতার ।
  • debarshi ghosh | 212.142.119.18 | ০৩ জুন ২০১৩ ২১:১০499098
  • বাংলা কিবার্দ তা একটু গোলমাল করছে,তাই কিছু ওয়ার্ড লেখায় প্রবলেম হচ্ছে.
  • ladnohc | 116.216.122.145 | ০৪ জুন ২০১৩ ০১:৩৯499099
  • প্রথম প্রথম একটু হবে, তবেই না লুকাপটেবলে যাবার মতো কিছু পাওয়া যাবে।
  • kevin peter hall | 165.136.80.37 | ০৪ জুন ২০১৩ ১০:০১499100
  • এটা বেশ ভালো লেগেছিল
    The Conversation (1974 )
    Director - Francis Ford Coppola
    Gene hackman , robert duvall
  • Debarshi Ghosh | 212.142.119.143 | ০৪ জুলাই ২০১৩ ১৮:৩৫499101
  • Film : Brother

    Director -Takeshi KItano .

    At the time of its release, Brother was hyped as Kitano's vehicle for breaking into the United States film market. Mostly , the film is a successful transposition of his trademark melancholic violence, playful humour and brutal editing, and in this respect Kitano maintains an artistic and thematic continuity with his earlier films. Kitano plays a Yakuza gangster who is exiled to the United States. He has his half brother living there so he has a place to live in. Soon he starts to have new friends and become a leader of their new gang. Kitano gives full shrift to examining the Yakuza sub-culture with its codes of chivalry, obligation, loyalty, obedience and brotherhood. Members of a Yakuza clan maintain a fanatical loyalty to their anikis within the gang with a willingness to put one's life on the line. The violence is very brutal and challenging but definitely not gratuitous or exploitative. His violence is always very symbolic and sudden, and not necessarily realistic. This film contains all the element which we have seen in his other films- flashbacks of events, long shots without editing, characters faces which say so many things more than words.
  • Blank | 69.93.253.180 | ০৭ জুলাই ২০১৩ ০১:০৯499102
  • Last Train Home (2009)
    Directed By: Lixin Fan
    1 hr. 25 min.
  • সিনফট | 127.194.238.58 | ১১ জুলাই ২০১৩ ২২:৫১499103
  • গাট্টু (২০১২)
    রাজন খোসা

    বিঃ ছানাপোনাদের অবশ্যই দেখান। গ্রান্টি ভালো লাগবে।
  • কৃশানু | 213.147.88.10 | ১১ জুলাই ২০১৩ ২৩:০৭499104
  • ব্যাপক সিনেমা।
    আই এম কালাম-ও ভালো লেগেছিল।
    স্ট্যানলি কা ডাব্বা শেষটা অতটা ভালো লাগেনি।

    তিনটেই ছোটদের জন্য বলে একসাথে রাখলাম।
  • sinfaut | 127.194.241.71 | ১৩ জুলাই ২০১৩ ০১:২৩499105
  • Last Image of the shipwreck (1989)
    Dir: Eliseo Subiela
  • gaja | 121.93.163.126 | ১৩ জুলাই ২০১৩ ১০:৫৩499108
  • লুটেরা সিনেমাটি মন্দ লাগল না। ও হেনরির লাস্ট লিফ গল্পটি সূত্র নিয়ে বেশ বানিয়েছেন পরিচালক বিক্রমাদিত্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন