এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ইমান বসু র আজকের এই কুরুচিকর মনত্ব্য সমে্‌প্‌র্‌ক কি ভাবে্‌ছন?

    Bratin
    নাটক | ০৯ নভেম্বর ২০১১ | ৮২৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • q | 121.241.218.132 | ১০ নভেম্বর ২০১১ ১৭:৩২504072
  • ম্যাক্সি - সোজা হিসেবে প্রথমটা হয়তো হয়। জানি না।

    কিন্তু যদি বাকি কন্ডিশনগুলো আনি (মানে ওই একই সময়ে, বা সেই অফিসে ১০০ জন লোক ইত্যাদি) তাহলে কি হয়?

    এলিমেন্টারি ইভেন্ট ব্যাপারটা আমি এখনো বুঝিনি।
  • Sibu | 108.23.41.126 | ১০ নভেম্বর ২০১১ ১৭:৩৪504073
  • কিন্তু হয় দুজনেই একসাথে লিখবে, অথবা লিখবেনা। কাজেই দুজনে একসাথে লিখবে তার প্রোব্যাবিলিটি হাফ।
  • q | 121.241.218.132 | ১০ নভেম্বর ২০১১ ১৭:৪৮504074
  • এই জন্যেই স্ট্যাটিস্টিক্স পড়তে নেই।
  • maximin | 59.93.245.219 | ১০ নভেম্বর ২০১১ ১৭:৪৯504075
  • ইয়েস প্রভাইডেড দে আর ইন্ডিপিন্ডেন্ট ইভেন্টস। প্রশ্নটা যেভাবে ফ্রেম করা হয়েছে তাতে ইন্ডিপিন্ডেন্ট ইভেন্টই হওয়ার কথা। অফিসে পিসির শর্টেজ আছে সেটা তো বলা হয়নি।
  • q | 121.241.218.132 | ১০ নভেম্বর ২০১১ ১৭:৫১504076
  • তাই যদি হবে তাহলে দুটো কয়েন টস করলে দুটোতেই হেড বা টেল পড়বে তার প্রোব্যাবিলিটি ১/৪ হয় কি করে? ১/২*১/২ তো!
  • dd | 123.237.15.232 | ১০ নভেম্বর ২০১১ ১৭:৫৪504077
  • এইসবের সাথে কনস্পিরাসি থিওরী অ্যাদ করে দিন, ব্যাস,কোনো ইভেন্টই আর ইন্ডিপেন্ডেন্ট থাকবে না।

    প্রোবাবিলিটি কমে যাবে হু হু করে।
  • maximin | 59.93.245.219 | ১০ নভেম্বর ২০১১ ১৮:০১504078
  • ধরা যাক timet -তে লেখার প্রোব্যাবিলিটি 0.5, এবার ঐ একই অফিসে আরেকজন আছে y - একই সময়ে x আর y দুজনের লেখার প্রোব্যাবিলিটি কত? ওয়ান ফোর্থ, প্রোভাইডেড
    দুজনে একই কম্পি ইউজ করেন না।

    গোটা দিনের প্রশ্নটাই মনে হচ্ছে আসল। সেটা বুঝি নি আভি তক।
  • q | 121.241.218.132 | ১০ নভেম্বর ২০১১ ১৮:০৭504079
  • তাহলে আবার শিবুর Date:10 Nov 2011 -- 05:34 PM-এর সাথে মিলছে না।

    অন্যভাবে করি। লিখলে ১, না লিখলে ০ - বাইনারি।

    এক্স ১, ওয়াই ০
    এক্স ০, ওয়াই ১
    এক্স ১, ওয়াই ১
    এক্স ০, ওয়াই ০

    চারটে কেস হতে পারে।

    দুজনেই একসাথে লেখার কেস একটা, মানে প্রোব্যাবিলিটি ১/৪।

    দুজনেই না লেখার প্রোব্যাবিলিটিও ১/৪।

    কোনো একজনের লেখার প্রোব্যাবিলিটি ১/২।

    ঠিক হল?
  • nyara | 203.83.248.37 | ১০ নভেম্বর ২০১১ ১৮:০৮504080
  • বিশ্বের যাবতীয় ইভেন্টেরই প্রব্যাবিলিটি 0.5। হয় বৃষ্টি হবে, নয় হবে না। হয় ভূমিকম্প হবে, নয় হবে না। হয় লোকটা কলার খোসায় আছাড় খাবে, নয় খাবে না। হয় শ্যামসুন্দর প্রব্যাবিলিটি জানে, নয় জানে না।

    এতে গোলটা কোথায়? এক যদি না মাঝে স্ট্যাটিস্টিশিয়ানরা এসে পড়েন।
  • Bratin | 122.248.183.1 | ১০ নভেম্বর ২০১১ ১৮:২৪503949
  • মিনি দি এখানে যেহেতু টাইম টা কন্টিন্যুয়াস। ওখানে একটা প্রোবালিটি ডিস্ট্রিবিশ্যন ধরে এগুতে হবে।
  • Bratin | 122.248.183.1 | ১০ নভেম্বর ২০১১ ১৮:২৫503950
  • পরশুরাম। তবে চিকিৎসা বিভ্রাট নয়।
  • T | 14.139.128.11 | ১০ নভেম্বর ২০১১ ১৮:৩১503951
  • @nyara, সে তো ঠিকৈ। গোটা সিস্টেমটাই ব্ল্যাক বক্স ধরে নিলে এমনটাই হবে। খালি ভেতরের ইনফরমেশন কিছু জানা থাকলে তবে চুলবুলানির সুযোগ বেশী, প্রব্যাবিলিটি আসার রাস্তা তৈরী হয়।

    @q, ব্যাপারটা ঠিক হচ্ছে না মনে হচ্ছে। মনে করুন আপনি সারাদিনে একবার গু চ তে লিখবেন তার প্রব্যাবিলিটি p, না লেখার প্রব্যাবিলিটি 1-p। এখন সেটা যে একটা পার্টিকুলার টাইমে হবে তার প্রব্যাবিলিটি জিরো। বলতে হবে টাইম ইন্টারভ্যালের কথা। কোনো টাইম ইন্টারভ্যালে আপনি যে লিখবেন তার প্রব্যাবিলিটি তারপরে আসবে। আর প্রাথমিক p টি স্থির হতে পারে এম্পিরিক্যাল অবজার্ভেশনের মাধ্যমে। মানে প্রতিদিন গু চ তে লেখেন কিনা, লিখলে কখন লেখেন ইত্যাদি।
    একই অফিসে দুজনের এই p গুলো এবং সেই সংক্রান্ত ডিস্ট্রিবুশন বার করলে তবে শনিবার বারবেলায় দুজনের একই সাথে গু চ তে লেখার প্রব্যাবিলিটি বার করা যাবে।

  • PT | 203.110.246.22 | ১০ নভেম্বর ২০১১ ২০:০৮503952
  • @ব্রতিন
    বিমান বসুর কথা সম্পর্কে তুমি এই টই খোলার অনেক আগে আমি আমার বক্তব্য জানিয়েছি ""মমতাতন্ত্র" টইতে (Date:09 Nov 2011 -- 04:13 PM)। পড়ে নিও।

    আমি কোন একটা রাজনৈতিক মতামত সমর্থন করি ব করিনা কিন্তু কোন ব্যক্তির ব্যক্তিগত শব্দচয়নের দায়িত্ব নেব কেন? তাহলে তো অনেক আগের বলা কথা -""অমুক বাবুর ধুতি খুলে নেব"" থেকে আলোচনা শুরু করা উচিৎ। কিংবা আরো পিছিয়ে নরসিমা রাও, সুব্রত মুখার্জি, প্রনব মুখার্জি সম্পর্কে ব্যবহৃত শব্দ গুলো নিয়েও আলোচনা করতে হয়!!

    তারানন্দ ও মমতার বন্ধু চ্যানেলগুলো চেয়েছিল যাতে পেট্রোলের দাম, কং-তৃকং টানাপোড়েন, মমতার ভবানিপুর থানা যাত্রা ইত্যাদি থেকে আমাদের দৃষ্টি সরে যায়। বিমান বসু তাদের হাতে সেই অস্ত্রটি তুলে দিয়েছেন।
  • dukhe | 117.194.240.181 | ১০ নভেম্বর ২০১১ ২০:১২503953
  • তারানন্দ কী চেয়েছিল জানা নেই, তবে বিমানবাবু যে চেয়েছিলেন হেইডা কিলিয়ার ।
  • ppn | 112.133.206.22 | ১০ নভেম্বর ২০১১ ২১:১৫503954
  • বুঝুন ব্যপারটা। বন্ধু চ্যানেলের পাতা ফাঁদে কিনা বিমানবাবু গিয়ে পা দিলেন। একেই বলা পচা শামুকে পা কাটা। খোঁজ করলে দেখা যাবে, ওই বন্ধু চ্যানেলের সাংবাদিকই সেদিন ওঁয়াকে প্রশ্নবাণে উত্ত্যক্ত করে তুলেছিল।
  • maximin | 59.93.245.219 | ১০ নভেম্বর ২০১১ ২২:০৪503955
  • এক্স একজন যে কোনও লোক। গুরুতে একটা পোস্ট করতে এক মিনিট লাগে। এই এক মিনিটে এই লোকের গুরুতে পোস্ট করার প্রব্যাবিলিটি বলতে গেলে জিরো।
  • maximin | 59.93.245.219 | ১০ নভেম্বর ২০১১ ২২:১৪503956
  • এই লোকের একঘন্টায় একটা পোস্ট করার প্রব্যাবিলিটি ৬০ ইন্টু ০ = ০।
  • aka | 168.26.215.13 | ১০ নভেম্বর ২০১১ ২২:১৭503957
  • বোঝো এবারে তাহলে লেখার স্পীডের প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে হবে। যা আবার কিনা গুরুতে কদিনের ওপর ডিপেন করে। খাইছে।
  • maximin | 59.93.245.219 | ১০ নভেম্বর ২০১১ ২২:২১503958
  • স্পীড বাড়িয়ে আধ মিনিট করলাম। এক ঘন্টায় ১২০ ইন্টু ০ =:D
  • dri | 117.194.226.197 | ১০ নভেম্বর ২০১১ ২২:৫৭503960
  • কিন্তু কিউয়ের ০.৫ এর সমস্যাটা কি ক্লিয়ার হয়েছে? অনেকেই অনেক পোস্ট করেছেন, কিন্তু ফাইনালি বোঝা গেছে কি? না গেলে আমি একবার চেষ্টা করতে পারি।

    আমার মনে আছে ছোটবেলায় যখন প্রব্যাবিলিটি শিখছিলাম, আমারও এই এক সমস্যা হয়েছিল। তাই এমপ্যাথাইজ করতে পারছি।
  • dri | 117.194.226.197 | ১০ নভেম্বর ২০১১ ২৩:০৮503961
  • শঙ্খর দেওয়া ক্লিপটা দেখছিলাম। একই ফুটেজ বার বার দেখিয়ে, স্পীডটা একটু চেঞ্জ করে, কখনো ভয়েস রেখে, কখনো ভয়েস বাদ দিয়ে একটা দারুণ এফেক্ট আনা যায়।

    ঐ জন্যই আমার মিডিয়া এত ভালো লাগে। বিমান বোসকে দেখব কি, আমি মিডিয়ার কেরামতিই দেখি হাঁ করে।
  • maximin | 59.93.245.219 | ১০ নভেম্বর ২০১১ ২৩:১৮503962
  • কিন্তু বিমান বোস এত রাগ করলেন কেন? দ্রি তো কুল থাকেন। এর কারণ কী?
  • dri | 117.194.226.197 | ১০ নভেম্বর ২০১১ ২৩:২৬503963
  • কারণ টারণ বলতে পারব না। তবে প্রোব্যাবিলিটি বলতে পারি।

    বিমান বোস রাগ করতে পারেন, আবার নাও পারেন। অতয়েব বিমান বোসের রাগ করার প্রব্যাবিলিটি ০.৫। আবার দ্রি কুল থাকতে পারেন, আবার নাও পারেন। অতয়েব দ্রিয়ের কুল থাকার প্রব্যাবিলিটিও ০.৫।

    তাহলে, একই সাথে বিমান বোসের রেগে যাওয়া এবং দ্রিয়ের কুল থাকার প্রব্যাবিলিটি হল, পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ জা পয়েন্ট টু ফাইভ।
  • Bratin | 117.194.100.23 | ১০ নভেম্বর ২০১১ ২৩:২৮503964
  • জ্জিও ব্রতীন কি টই খুলে বাবা, এক দিনেই ১১২ টা পোস্ট :-))
  • Bratin | 117.194.100.23 | ১০ নভেম্বর ২০১১ ২৩:২৯503965
  • PT দা বুঝতে পেরে গেছি। :-)))
  • maximin | 59.93.245.219 | ১১ নভেম্বর ২০১১ ০০:১৩503966
  • দ্রি ভারি নতুন কথাই বললে। আমিও প্রথমে ওয়ান ফোর্থ বলেছিলাম। এবং ভুল বলেছিলাম।
  • dri | 117.194.226.197 | ১১ নভেম্বর ২০১১ ০০:৩২503967
  • কেন? ভুল কোথায়?
  • abastab | 61.95.189.252 | ১১ নভেম্বর ২০১১ ০৮:০০503968
  • খাসা আলোচনা হয়েছে দেখছি। তবে T যেরকম বলেছেন তারে কয় point process, এ এখন প্রোব্যাবিলিটি অফ প্রোব্যাবিলিটির দিকে এগুচ্ছে।
  • test | 117.194.33.242 | ১১ নভেম্বর ২০১১ ০৯:১৮503969
  • test
  • q | 121.241.218.132 | ১১ নভেম্বর ২০১১ ০৯:৪৭503971
  • কিছুই বুঝিনি, উল্টে T যা লিখলেন তাতে যেটুকু মনে ছিলো তাও গোলমাল হয়ে গেলো:-(

    আরেকবার চেষ্টা করি।

    এক - ধরুন আমি গোটা দিনে প্রতি ঘন্টায় একবার গুরুচন্ডালিতে আসি (সহজ করার জন্য পুরো দিনই ভেবে নিন)। এসে আমি পোস্ট করতেও পারি, নাও পারি - অর্থাত 0.5

    তাহলে গোটা দিনে অন্তত একটা পোস্ট করার প্রোব্যাবিলিটি কত? এটা কি বের করা সম্ভব?

    দুই - এবার আমার অফিসে ধরুন সব মিলিয়ে ১০০ জন লোক আছে। এই তথ্যটা জুড়লে অঙ্কটা কি বদলায়?

    তিন - এবার এর সাথে এই একই অফিসের আরো একজনের পোস্ট করার প্রোব্যাবিলিটি যদি জুড়ি, তাহলে কি হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন