এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কেন ছেলেমেয়েদের ইস্কুলে পাঠাই?

    Sibu
    অন্যান্য | ০৫ নভেম্বর ২০১১ | ৩১৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Sibu | 108.23.41.126 | ০৫ নভেম্বর ২০১১ ১০:২৩504402
  • আমার উত্তর সোজা। ইস্কুলের দু-চাট্টে ছোপচাপ থাগলে হয়তো এগটা চাগরি বাগরি পাবে। বুড়ো বাবার ঘাড়ে বসে খাবে না। চাই কি বিড়ি সিগ্রেট কেনার পয়সাটা ধারও দিতে প অরে অবরে সব্রে।

    এ সব চিন্তা না থাগলে ইস্কুলের পরোয়া করতাম নাকি?
  • Abhyu | 97.81.88.18 | ০৫ নভেম্বর ২০১১ ১০:২৯504413
  • না, তবু, হোম স্কুলিং টা তো করাই যায় এদেশে।
  • Abhyu | 97.81.88.18 | ০৫ নভেম্বর ২০১১ ১০:৩১504424
  • তাছাড়া রবীন্দ্রনাথও তো স্কুলে যান নি। বেঁচে থাকলে মহর্ষিও কি বিড়ি সিগারেটের পয়সাটা পেতেন না বলতে চাও?
  • Sibu | 108.23.41.126 | ০৫ নভেম্বর ২০১১ ১০:৩৫504435
  • ইয়ুপ। কিন্তু হিম স্কুল করানোর বড্ড রেসপনসিবিলিটি। অত খাটনি কে করবে? আর বাড়ীতে পড়ে চাগরি ণা পেলে? অনেক দায়িত্ব।
  • Sibu | 108.23.41.126 | ০৫ নভেম্বর ২০১১ ১০:৩৬504445
  • রবিদাদু হলে তো কথা নেই। না হলে?
  • byaang | 122.167.102.204 | ০৫ নভেম্বর ২০১১ ১০:৪৫504446
  • কেন ছেলেমেয়েদের স্কুলে পাঠাই?
    কয়েক ঘন্টার জন্য মুক্তির আনন্দ পেতে।
  • Sibu | 108.23.41.126 | ০৫ নভেম্বর ২০১১ ১০:৫০504447
  • মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি।

    আপিস নেই?
  • byaang | 122.167.102.204 | ০৫ নভেম্বর ২০১১ ১০:৫৫504448
  • ছেলেমেয়েদের আপিসে পাঠাতে পারলে তো আরো নিশ্চিন্তি, ৫-৬ ঘন্টার বদলে ৮-১০ঘন্টা ধরে মুক্তির আনন্দ।
  • Abhyu | 97.81.88.18 | ০৫ নভেম্বর ২০১১ ১১:০০504449
  • এখন আর রবিদাদু হয় না কেন? হিন্টস: ঐ যে ডিডি লিখলেন না ততোধিক এক্কেবারে রেয়ার ঘটনা।
  • Sibu | 108.23.41.126 | ০৫ নভেম্বর ২০১১ ১১:০১504404
  • ছেলেপুলের না, তোর আপিস :(
  • prateek | 122.172.178.159 | ০৫ নভেম্বর ২০১১ ১১:০১504403
  • ন্যাড়াদা কি এই টই তে আসবে?
  • Abhyu | 97.81.88.18 | ০৫ নভেম্বর ২০১১ ১১:০৫504405
  • হ্যাঁ মাইনেটাও তো পেতে হবে
  • aka | 75.76.118.96 | ০৫ নভেম্বর ২০১১ ১৬:৩৭504406
  • আরে আপিসটাই তো মুক্তি। উফ রোজ যখন আপিসে পৌঁছই কি শান্তি, কি স্বাধীনত। ভাবলেই রোমাঞ্চ হয়।
  • Abhyu | 97.81.88.18 | ০৫ নভেম্বর ২০১১ ১৭:১৩504407
  • আকা বিবাহিত পুরুষ। ওর মুক্তি আপিসে না তো কি বাড়িতে হবে?
  • nyara | 122.167.170.118 | ০৫ নভেম্বর ২০১১ ১৮:০২504408
  • চাপের কথা শুনে হেসে আর বাঁচি না। আমাদের সময়ের চাপের কথা শুনে এরা সব ভির্মি খাবে। শোন রে ছোকরারা -

    আমি পড়তাম কণ্বমুনির আশ্রমে। ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠেই দাঁতন সংগ্রহে বেরোতে হত। দাঁতন-টাঁতন করে, কনকনে ঠান্ডা জলে নদীতে চান। তারপরে সূর্যবন্দনা। সূর্যবন্দনা করেই ছুটতে হল সমিধ আহরণে। সে কী কাঠ রে ভাই। কাটতে গিয়ে হাতে কড়া পড়ে গেছিল। তারপর সেই কাঠ বয়ে নিয়ে আসতে হাত-পা কেটে-ছড়ে একসা। কাপড় ছিঁড়ে গেলে সে কাপড় আমাদেরই সেলাই করতে হত। এসে দুটি যবের চণক খেয়েই পাঠ শুরু হত।

    সে পাঠের কথা আর কী বলব! শাস্ত্র, অলংকার, কাব্য। আর যেদিন পাণিনির পাঠ থাকত সেদিন তো একেবারে কেলেংকারি অবস্থা। পাণিনির ক্লাসে কণ্বস্যারের কাছে চেলাকাঠের প্যাঁদানি খেয়ে পিঠ দাগড়া হয়ে যায়নি এরকম কোন ছেলেই ছিল না। এছাড়া পাঠের সময়ে আড়চোখে শকু(ন্তলা), অ্যানসা (অনসূয়া), প্রিয়াদের দিকে ঝাড়ি করতে গিয়ে যে কতবার সাসপেন্ড হয়েছে ছেলেরা তার গোণাগুন্তি নেই। আর সেই সাসপেন্ড মানে পাঁচন হাতে আশ্রমের সব বলীবর্দ নিয়ে জঙ্গলে চরাতে নিয়ে যাওয়া।

    এয়াঁরা আবার চাপ দেখাচ্ছেন।
  • byaang | 122.167.116.132 | ০৫ নভেম্বর ২০১১ ১৮:০৭504409
  • :-))))) বাবাগো, হাসতে হাসতে পেটে খিল ধরে গেল।
  • nyara | 122.167.170.118 | ০৫ নভেম্বর ২০১১ ১৮:১৫504410
  • পাঠ সমাপ্ত হলে ভোজন। ভোজন মানে শুধু অন্ন (যে অন্ন আবার আমাদেরই রোপন থেকে আতপ - সব করতে হত), সিক্ত মুদ্‌গ, একটি ব্যাঞ্জন (আশ্রমের রান্না - মুখে তোলা যায় না) আর একটি ফল - অধিকাংশ দিনই কদলী।

    ভোজনান্তে কণ্বস্যারের বিশ্রামের সময়। আমাদের তখন আশ্রমের গরু-ছগলে চরাতে যেতে হত। ওটাই আমাদের একমাত্র আড্ডা মারার সময়। ফিরতে হত সূর্যাস্তের আগে। ফিরে কেউ যেত গুর্বীকে পুরোডাশ-রোটিকা প্রস্তুতিতে সাহায্য করতে, বাকিরা সান্ধ্যযজ্ঞের ব্যবস্থা করত - বেদীমুল পরিষ্কার করা, সমিধ সাজান, গাঙ্গাজল নিয়ে আসা, আল্পনা দেওয়া, পত্রপুষ্পসজ্জা ইত্যাদি। তারপর শুরু হত সান্ধ্যযজ্ঞ। কণ্বমুনিই পৌরোহিত্য করতেন - কিন্তু নামেই। একেকদিন একেকজন সিনিয়র ছেলের ঘাড়ে অ্যাসিস্ট্যান্ট পৌরোহিত্যের ভার পড়ত। সব কাজ তাকেই করতে হত। জুনিয়র ব্যাচের দুজন তাকে অ্যাসিস্ট করত। আর বাকিরা ঐ আগুনের দিকে মেরুদন্ড সোজা করে সামগান গেয়ে যাবে। জল পড়ছে বলে চোখ বুজেছ কি একটু কোলকুঁজো হয়ে বসেছ তো অম্নি জ্বলন্ত চ্যালাকাঠে উড়ে আসবে। আর তেমনি টিপ ছিল কণ্বস্যারের। চিমতে দিয়ে কাঠের টুকরো তুলে নিমেষে ছুঁড়ে মারতেন। সব ছেলের কোন না কোন সময়ে গায়ের নানা অংশে ছ্যাঁকা লেগেছে।
  • prateek | 122.179.34.188 | ০৫ নভেম্বর ২০১১ ১৮:১৯504411
  • জ্জিও :)
  • maximin | 59.93.204.249 | ০৫ নভেম্বর ২০১১ ১৮:২০504412
  • কিন্তু ন্যাড়া সিলেবাস তো ভালো ছিল। পরীক্ষাব্যাবস্থাও ছিল না তাইনা?
  • maximin | 59.93.204.249 | ০৫ নভেম্বর ২০১১ ১৮:২৩504414
  • চাপ কই? কোনও চাপ তো দেখছিনা।
  • bb | 117.195.160.151 | ০৫ নভেম্বর ২০১১ ১৮:২৭504415
  • ন্যাড়াকে এবছরের 'ভাট'নগর পুরষ্কার দেওয়ার প্রস্তাব রাখছি। মনে হচ্ছে উনি এবার ভাল বোনাস পেয়েছেন। দুরন্ত ফর্মে আছেন।
  • maximin | 59.93.204.249 | ০৫ নভেম্বর ২০১১ ১৮:৩১504416
  • ও: চ্যালাকাঠ পার্ট টা মিস হয়ে গেছিল।
  • titli | 14.96.192.26 | ০৫ নভেম্বর ২০১১ ১৮:৪৩504417
  • আরো জানতে চাই। কণ্বমুনির আশ্রম তো বেশ জায়গা।
  • ranjan roy | 121.245.140.136 | ০৬ নভেম্বর ২০১১ ০৬:৪১504418
  • বিবি'র প্রস্তাব সর্বান্ত:করণে সমর্থন করিলাম। সাত-সক্কালে মনটা একদম গার্ডেন-গার্ডেন হয়ে গেল।
  • de | 59.163.30.3 | ০৬ নভেম্বর ২০১১ ১৬:০৪504419
  • অহো! ন্যাড়াস্যারের বন্নোনা শুনে এমন দিনে-- মানে রোব্বারেও যখন আপিসে এসে বসে থাকতে হচ্ছে -- তখনো দিল তর হয়ে গ্যালো! :))
  • Shibanshu | 117.195.136.199 | ০৬ নভেম্বর ২০১১ ২৩:২২504420
  • ন্যাড়ামুনি কি এখনও সংসারে আছেন না নৈমিষারণ্যে?
  • abastab | 61.95.189.252 | ০৭ নভেম্বর ২০১১ ০৭:৫৭504421
  • সেকালে মাধ্যমিকে এক স্পেশাল পেপার ছিলো সবার জন্য কম্পালসরি, নাম ছিলো বেদ। এক পেপারে সব ছেলে ঘায়েল দেখে সিলেবাস রিভিশনের এক মীটিং হল ব্যাসের সভাপতিত্বে। বেদ চারটুকরো করে চার পেপার হল আর কম্পালসরি রইলো না এবার থেকে ইলেক্টিভ একটা পাশ করলেই পরীক্ষা বৈতরণী উদ্ধার।
  • Abhyu | 97.81.88.18 | ০৭ নভেম্বর ২০১১ ০৮:০৪504422
  • তাও রামেন্দ্রসুন্দর তিনটে পেপারে পাস করেছিলেন। ওদিকে বড়ো বয়েসে বঙ্কিমবাবু বিএ তে, তাও বাঙলায়, গ্রেস নম্বর পেয়ে পাস করেন।
  • nyara | 122.172.28.92 | ০৭ নভেম্বর ২০১১ ০৯:১৬504423
  • আমাদের পড়তে হত সাংখ্য, দর্শন, বেদ। গেস্ট লেকচারার হয়ে আসতেন পতঞ্জলী। আমাদের ক্লাসনোট থেকেই পরে বই বের করলেন 'ভাষ্য' বলে। শংকরও এসেছেন দুয়েকবার। এছাড়া তো বলেইছি শাস্ত্র, অলংকার, কাব্য ছিল পাঠ্যে।

    জাবালী, চার্বাক এনারাও সময়ে সময়ে এসেছেন। জাবালী এসে গব্যঘৃতে চর্চিত পুরোডাশ খুব তৃপ্তি করে খেতেন। ওনার আশ্রমে শুধু ভঁয়সা আসত। চার্বাক সর্বদাই কেমন আহ্লাদী আমোদিত মুখ করে ঘুরতেন। মুখের লব্জ ছিল 'যাবজ্জীবৎ সুখং জীবেৎ'। পরের লাইনটা কখনও ওনার মুখে শুনিনি।

    দুর্বাসাকে কখনও দেখিনি, যদিও উনি নাকি মাঝে মাঝে এসেছেন।
  • dd | 124.247.203.12 | ০৭ নভেম্বর ২০১১ ১৪:০৪504425
  • হ্যাঁ,হ্যাঁ, মনে পরছে।

    কণ্ব ছেলেটি ভালো ছিলো, সব সময়ই মনে হতো ও গুরুকুল ব্যাপারটা ভালোই শিখেছে। খুব স্নেহ করতাম তাকে। দুর্বাসাকেও চিন্তাম, খুব মিষ্টি স্বভাবের ছেলে, একটু ভীতু টাইপের। আমার কথায় রাগযোগ করেছিলো, কিন্তু ডোজটা বেশী হয়ে যাওয়ায় একটা সাইকলিজিক্যাল প্রব্লেম হয়েছিলো, পরে মন্দার পর্বত দিয়ে চেঁছে সেটা ঠিক করে দিয়েছিলাম।

    মান্ধাতা এদেরো পরের ব্যাচের।

    শকুর তো ভালই বিয়ে হয়েছিলো শুনেছিলাম, এক সি ইও র সাথে। নিজের ই করা। ওরই মুখে সহপাঠীর কথা শুনেছিলাম,এক ন্যাড়াশ্রীর। এই ন্যাড়া সাহেব কি সেইজন?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন