এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে ব্যবহৃত শব্দের লুকআপ টেবিল (অবশ্যই টেবিল স্ট্রাকচারে নয়)

    Sankha
    অন্যান্য | ১৯ ডিসেম্বর ২০১১ | ৯২৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.83.28 | ২৪ ডিসেম্বর ২০১১ ০০:০৮506088
  • এ: ক্ষীসব গেস করে ! সব দেখি পোপা !
  • pi | 128.231.22.133 | ১৩ জানুয়ারি ২০১২ ০০:৪৭506089
  • HHB কেউ পাল্লো না !
    কেমন দিয়েচি ! HHB 8-) !
  • siki | 123.242.248.130 | ১৩ জানুয়ারি ২০১২ ১০:৪৭506090
  • হুঁ হুঁ বাওয়া 8-)
  • Biplob Rahman | 117.18.231.22 | ২৪ মার্চ ২০১২ ১৮:২৯506092
  • বাংলা ব্লগের অপশব্দসমূহ…
    লিখেছেন: বিপ্লব রহমান
    ....................................

    বাংলা ব্লগে অনেক সময়ই আমরা যে সব সাংকেতিক ভাষা ব্যবহার করি, তা কখনো কখনো কিম্ভুদ হয়ে দাঁড়ায়। নতুন ব্লগার বা সাধারণের কাছে এসব অপশব্দ পরিচিত নয়। এই চিন্তা থেকে বাংলা ব্লগের অপশব্দসমূহ একত্র করার কাজে হাত দিয়েছি।

    বলা ভালো, এটি মোটেই কোনো গূঢ় গবেষণাকর্ম নয়। নিছকই ব্লগাড্ডা মাত্র। তবে রীতিমত প্রাপ্তমনস্কদের জন্য লেখা।

    আশাকরি সহব্লগারদের সহায়তায় লেখাটি আরো সমৃদ্ধ হবে। সকলের সহযোগিতা কাম্য। হ্যাপি ব্লগিং।অ।
    ---
    ১। ছাগু = ছাগলের সংক্ষিপ্ত রূপ। একটি বিশেষ গোষ্ঠিকে (যেমন তিন বাহু গং) বোঝায়। মগবাজারকে মক্কা শরীফ মনে করে তারা আমোদিত হয়।

    ২। হিতা = হিযবুত তাহরীর। মডারেট জঙ্গি ইসলাম; অধুনা নিষিদ্ধ। তবে নানান ছদ্মবেশে ব্লগে তাদের আনাগোনা আছে।

    ৩। গদাম! = পশ্চাদে পদাঘাত। সাধারণত ছাগু তাড়াতে প্রযোজ্য।

    ৪। লাদি = ছাগুর পোস্ট বা মন্তব্য।

    ৫। ম্যাৎকার = ছাগুদের একক বা সম্মিলিত রব।

    ৬। কাঁঠাল পাতা = ছাগুকে আপ্যায়নের (?) ভাষা বিশেষ। ইদানিং আমারব্লগ ডটকম-এ দাবি উঠেছে, কাঁঠাল পাতার ইমোকটিন যোগ করার।

    ৭। ধনে পাতা = ধন্যবাদ। মতান্তরে, ধইন্যা।

    ৮। হা হা প গে = হাসতে হাসতে পড়ে গেলাম। মতান্তরে, হা হা ম গে = হাসতে হাসতে মরে গেলাম।

    ৯। রেসিডেন্ট ভাঁড় = রাজ-রাজরার আমলের ভাঁড়দের মতো ব্লগের স্থায়ী বিনোদন হিসেবে পরিচিত বিশেষ প্রজাতির ব্লগার । যেমন, ছরব।অ।

    ১০। মাইনাস = বাজে লেখা বা মন্তব্য বোঝাতে ব্যবহৃত হয়। যেমন, ডা. আইজু বলেন, বা-ছা পোস্টে ডাবল মাইনাস! লেখায় এক তাঁরকা চিহ্ন দিলেও মাইনাসই বোঝায়।

    ১১। তাঁরাইলাম = উত্তম লেখা বা প্রসংশাসূচক মন্তব্য। পাঁচ তাঁরা বা প্লাস চিহ্ন দিয়ে লেখাটিকে সর্বোচ্চ রেটিং করা হয়।

    ১২। হ = ঠিক তাই।

    ১৩। ঞঁ! = বলে কি রে! মতান্তরে, কস্কী মমিন?

    ১৪। উঁ = যখন আর কিছুই বলা যাচ্ছে না। সহব্লগার আরিফ জেবতিক এর প্রবক্তা।

    ১৫। ছিক! = ছি: কথাটির ভিন্নরূপ। দুষ্টুমী করে বলা হচ্ছে।

    ১৬। অশ্লিষ = অশ্লিল লেখা বা মন্তব্য। দুষ্টুমী করে বলা হচ্ছে।

    ১৭। কাফি = ব্লগারের অন্তিম পরিনতির উদাহরণ বিশেষ।

    ১৮। বিপ্লব = লেখায় পাঁচ তাঁরা। মতান্তরে, আপনাকে বিপ্লব।

    ১৯। চুলকাইতে মুঞ্চায়? = অন্যকে উত্যাক্ত করতে ইচ্ছে করছে কী না, তা বোঝাতে।

    ২০। আছছালামু আলাইকুম = কহিনুল্লাহ। মতান্তরে, বঙ্গদেশ, সকলে ছহি ছালামতে থাকবেন - ইত্যাদি।

    ২১। পপকর্ন নিয়ে গ্যালারিতে বসলাম = ব্লগ বিতর্ক উপভোগ করছি, মতান্তরে, মজা দেখছি।

    ২২। জাঁঝা = উত্তম, লেখা বা মন্তব্য ভালো হয়েছে বোঝাতে।

    ২৩। সুশীল = অতিশয় আঁতেল অর্থে। যেমন, এই ধেনু যাহ, নইলে ফুল ছুঁড়ে মারবো কিন্তু। অখবা, সুশীল ব্লগ = সাহেব বাবুর বৈঠকখানা বিশেষ।

    ২৪। লুল বা লুল পুরুষ = বালিকা, নাবালিকা দেখলেই লালা ঝড়ে, এমন ব্লগার। উদাহরণ, এক মহারথী নারীলিপ্সু ব্লগার তার প্রোফাইলে ঘোষণা দেন, সুন্দরী বালিকা পেলে যত্ন করে কামড়ে দেই! ইদানিং ব্লগে 'লুল পুরুষ' ইমোকটিন যোগ করার দাবি উঠেছে।

    ২৫। সিটিএন = ইয়ের টাইম নাই, কোনো ব্লগারের সঙ্গে বাদানুবাদে না জড়ানোর ইচ্ছা প্রকাশে তীব্র ঘৃণায় এটি বলা হচ্ছে।

    ২৬। পিটিএন = পোছার টাইম নাই, কোনো ব্লগারের সঙ্গে বাদানুবাদে না জড়ানোর ইচ্ছা প্রকাশে তীব্র ঘৃণায় এটি বলা হচ্ছে।

    ২৭। ডিজিএম =দূরে গিয়া মর।

    ২৮। মফিজ = এলেবেলে ধরণের সাধারণ জন।

    ২৯। ভাঁজ খুইল্যা গেছে = আসল রূপ ধরা পড়েছে।

    ৩০। বাঁচাও কালা কুদ্দুস = ছেঁড়ে দে মা কেঁদে বাঁচি -- এমন অর্থে। সাধারণতা উল্টো-পাল্টা মন্তব্য দেখলে এটি ব্যবহার করা হয়। সহব্লগার কারিমাট এর প্রবক্তা।

    ৩১। বুথে আয় বায়তুল = আবেগ সামাল দিন। লেখা বা মন্তব্যে মাত্রাতিরিক্ত আবেগের রাশ টেনে ধরতে বলা হচ্ছে।

    ৩২। চ্রম = চরম শব্দটির অপভ্রংশ। যেমন, চ্রম হৈছে -- বলতে লেখা বা মন্তব্যটি অসাধারণ হয়েছে বোঝায়।

    ৩৩। জটিল = খুব ভালো, মতান্তরে জট্টিল বা জটিলস = খুব ভালো লেখা বা মন্তব্য, এমন বোঝাতে।

    ৩৪। খ্যাক খ্যাক = হাসি, দুষ্টুমী করে বলা হচ্ছে।

    ৩৫। খিকজ = হাসি, দুষ্টুমী করে বলা হচ্ছে।

    ৩৬। অহম = গলা খাক্কারী, দুষ্টুমী করে বলা হচ্ছে।

    ৩৭। বিয়াফক = ব্যাপক, বেশ হয়েছে -- এমন বোঝাতে।

    ৩৮। মুঞ্চায় = মন চায়, মন চাইছে -- অর্থে। মতান্তরে, মন্‌চায়।

    ৩৯। কোবতে = কবিতা, দুষ্টুমী করে বলা হচ্ছে।

    ৪০। ভাদা = ভারতের দালাল।

    ৪১। পৈতা টেষ্ট = ভারতের দালাল সনাক্তের ব্লগীয় পরীক্ষা।

    ৪২। পাদা = পাকিস্তানী দালাল।

    ৪৩। কিপিটাপ = কিপ ইট আপ, চলুক -- এমন বোঝাতে।

    ৪৪। কস্কী মমিন? = বলে কি রে!

    ৪৫। আলু পোড়া = মজা দেখতে আসা, যেমন, এই পোস্টে কী আলু পোড়া খাইতে আইছেন?

    ৪৬। ব্লগাইতাছি = ব্লগিং করছি।

    ৪৭। কট = ধরা খাওয়া।

    ৪৮। জোশিলা হৈছে = খুব ভাল হয়েছে, এমন বোঝাতে।

    ৪৯। মডু = মডারেটর।

    ৫০। সঞ্জু = সঞ্চালক।

    ৫১। আমু = আমারব্লগ ডটকম।

    ৫২। সামু = সামহোয়ার ইনব্লগ ডটনেট।

    ৫৩। সচু = সচলায়তন ডটকম।

    ৫৪। আলু = প্রথমআলো ব্লগ ডটকম।

    ৫৫। উন্মু=উন্মোচন ডটনেট।

    ৫৬। টেকি = টেকনোলজি।

    ৫৭। টেকি কানা = প্রযুক্তি বিষয়ক অজ্ঞ।

    ৫৮। ফেকি = ফেক নিক বা ভূয়া নামের ব্লগার।

    ৫৯। গিলমান = নির্লজ্জ জামাতি সমর্থক।

    ৬০। খুব খিয়াল কৈরা = ভাল করে পড়ুন বা লক্ষ্য করুন -- এমন বোঝাতে।

    ৬১। সেরাম হৈছে = সেই রকম হয়েছে, খুব ভালো হয়েছে -- এমন অর্থে।

    ৬২। ওয়েটান = আপেক্ষা করেন।

    ৬৩। থাপ্রামু = থাপ্পড় দেব।

    ৬৪। হুঁদাই = অযথায়।

    ৬৫। কেপি টেষ্ট = কাঁঠাল পাতা পরীক্ষা।

    ৬৬। কমেন্টানো = মন্তব্য করা।

    ৬৭। ডট (.) = আইকিউ।

    ৬৮। প্লাচানো = প্লাস দেওয়া, মতান্তরে যোগাইলাম।

    ৬৯। দেক্তারেন = দেখতে পারেন।

    ৭০। কাগুরে চা চু দে = সহব্লগারকে সম্ভাষণ জানাতে বলা হচ্ছে।

    ৭১। ইনপুট কাঁঠাল পাতা আউটপুট লাদি = পুরোটাই বাজে লেখা বা মন্তব্য।

    ৭২। হরিদাস পাল = এলেবেলে ধরণের ব্লগার বোঝাতে, ডাক্তার আইজুদ্দীন যেমন বলেন, ব্লগ ভরিয়া গেলো হরিদাস পালে।

    ৭৩। ভুকে আয় ভাভুল= তীব্র সহমত প্রকাশে ব্যাবহার করা হয়।

    ৭৪। বা*ছা*= সারবত্বা হীন লেখা বা মন্তব্য, সহব্লগার ডা. আইজু এটি প্রায়ই ব্যবহার করেন।

    ৭৫। বাঙ্গী ফাটানো = অসাধারণ লেখা বা মন্তব্য।

    ৭৬। ছাইয়া = ছেলে হয়েও মেয়ের নিক ধারণকারী ব্লগার।

    ৭৭। খুদাপেজ = খোদা হাফেজ, দুষ্টুমী করে বলা হচ্ছে।

    ---

    (চলবে?)
    ---
    http://unmochon.net/node/949
  • aka | 75.76.118.96 | ২৪ মার্চ ২০১২ ২০:২৫506093
  • চলুক চলুক।

    একঘর হয়েছে = মানে হেব্বি হয়েছে = মানে খুব ভালো হয়েছে।
  • sda | 117.194.208.21 | ২৪ মার্চ ২০১২ ২১:৫৮506094
  • নির্মোহ ব।
    মানে কোনো একটা পপুলার কালচার বা ব্যক্তিত্বের কাপড় খুলে নেওয়া। এটাকে অ্যানার্কির সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না, কারণ অ্যানার্কির নির্মোহ ব ও আমরা লিখে থাকি।
  • kd | 59.93.244.209 | ২৪ মার্চ ২০১২ ২২:৪৪506095
  • দু'একটি বাদে এইগুলিকে ""বাংলা ব্লগের অপশব্দ'' না বলে ""বাংলাদেশী ব্লগের অপশব্দ'' বললে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হ'ত।
    অবিস্যি বাংলাদেশের বাইরে কোন বাংলা ব্লগ নেই বোধহয়।

    আচ্ছা, বাঙালরা কি ""তারা (star)''কে ""তাঁরা'' বলেন?
  • pi | 82.83.82.13 | ১৪ আগস্ট ২০১২ ২১:১৮506096
  • রানারা।
  • Anirban Roy Choudhury | 166.45.254.70 | ২৩ অক্টোবর ২০১২ ০২:৩৯505981
  • বিপ্লব'দা - দুর্দান্ত :)
  • শঙ্খ | 169.53.78.140 | ১৮ এপ্রিল ২০১৩ ২৩:১৭505982
  • পাইছি পাইছি, কয়ডা লোতুন শব্দ পাইছিঃ

    মোজাঃ ঝাঁট (ব্যবহারঃ মোজা জ্বলে গেলো)

    মিনিময়ঃ মোলায়েম মত বিনিময় (ব্যবহারঃ মূলত হীরকরাণী টই ও ভাট)

    বুজীঃ বুদ্ধিজীবী (ব্যবহারঃ মূলতঃ পিটিবাবু এবং প্রতিবাদীরা)
  • pi | 78.48.231.217 | ১৮ এপ্রিল ২০১৩ ২৩:২০505983
  • এতক।
  • মিনিময় | 69.160.210.2 | ১৯ এপ্রিল ২০১৩ ১০:০৮505984
  • মিনিময় টা মতামত বিনিময় লেখা ভালো, শব্দার্থে
  • ladnohc | 116.212.120.31 | ১৯ এপ্রিল ২০১৩ ১০:১৭505985
  • পার্স্ন্ল এতক :)
  • শঙ্খ | 169.53.46.143 | ৩০ মে ২০১৩ ২১:১০505986
  • দুটি শব্দ সেরেফ হালফিলের একটি টই থেকে লাইফ সাইকেল শুরু করে নিজেদের কব্জির জোরে চিরদিনের মত গুরুতে থেকে যাবে, তার হলঃ সানিকাঁবা।

    সবাই জানেন, তবু ফর দা রেকর্ড লেখা থাকঃ

    সা নিঃ সামাজিক নির্মাণ
    কাঁ বাঃ কাঁচা বায়োলজি।
  • | 126.202.131.65 | ৩০ মে ২০১৩ ২১:১৬505987
  • ঃ)))

    তব্বে?
  • Bhagidaar | 216.208.223.1 | ১৭ অক্টোবর ২০১৩ ০৪:১২505988
  • অবশেষে সাসপেন্স এর সমাপ্তি ঘটিয়ে HHB জানা গেল।

    হুঁ হুঁ বাওয়া।

    --------------------------------------------------------------------------------
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০৪:২৮505989
  • অনেকদিন আগেই বলে দিয়েছিলুম তো ! এই সুতোতেই সিকি লিখেও দিয়েছে !
  • Bhagidaar | 216.208.223.1 | ১৭ অক্টোবর ২০১৩ ০৬:১১505990
  • মিস করে গেছি দেখছি সেটা
  • শঙ্খ | 169.53.174.140 | ০১ মে ২০১৪ ১৩:২০505992
  • অনেকদিন পরেঃ

    শোভনঃ অলটার ইগো। (ব্যবহারঃ মোগাম্বো খুস হুয়া না বলে বলুন শোভন সন্তুষ্ট)
  • AP | 24.139.222.45 | ০২ মে ২০১৪ ১৪:৫১505993
  • লজ্জা না করে বলেই ফেলি ঃ ঐ হি নী টা যদি বলে দিতেন কেউ (ভয় হচ্ছে ঐটা বোধহয় জানাশোনা কিছু !)
  • | ০২ মে ২০১৪ ১৫:০০505994
  • হিরন্ময় নীরবতা
    :-)
  • | ০২ মে ২০১৪ ১৫:০১505995
  • শঙ্খ,
    শোভন একটা নরম সরম ব্যপার। কাজেই 'শোভনের ভাল্লেগেছে' বললে বেশী অ্যাপট হয়। :-D
  • sda | 121.93.164.254 | ০২ মে ২০১৪ ১৬:৩৪505996
  • শোভন মানে হল গিয়ে লোকালহোস্ট। ১২৭ ডট জিরো ডট জিরো ডট ওয়ান।
  • Arpan | 52.107.175.155 | ০২ মে ২০১৪ ১৬:৪৪505997
  • ঃ)

    নন-আইটি গাইয়েরা এইবার খচে যাবে।
  • রোবু | 213.99.211.18 | ০২ মে ২০১৪ ১৭:০০505998
  • :-)
    তা আইটি মোষেরা নন-আইটি গাইদের খচিয়ে একটু আনন্দ পাক না!
  • aka | 34.96.239.132 | ০৩ মে ২০১৪ ০৯:১৫505999
  • শোভন আর আমি হলাম গিয়ে অ্যাকটিভ-প্যাসিভ।

    সদাকে একটা গোল্লা দিলুম।
  • শঙ্খ | 151.0.9.61 | ০৩ মে ২০১৪ ১০:৩২506000
  • দমুদি,
    :D
    আমি আসলে অ্যালিটারেশানের চক্করে পড়ে ওইটে লিখলুম।
  • | ২৯ আগস্ট ২০২০ ১৫:২৫732579
  • এটাকে তুলি। পাবলিক 'নীপা' মানে কোন মহিলা ভাবছে দেখে মনে হল একবার গুরু ভোক্যাবসগুলো তুলে রাখি।

    এখানে দেখলাম না, 'চত্ব' -- ছোট্ট (এককের অবদান। অনেকদিন ব্যবহার হয় না।
  • শঙ্খ​ | 203.132.214.86 | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১৩:২৪733627
  • তুলতেই হোলো।


    নিননিছা: নিত্যনতুননিকছাগল

  • কোন নাম নেইকো আমার শোনো মহাশয় | 2401:4900:2748:8582:a825:bb3:2e1a:b523 | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৫৬733628
  • এই কয়েনেজটা খুবই বিচ্ছিরি। ট্রোল গালাগাল ইত্যাদি দেখলে অনেক সময় রিঅ্যাক্ট করেছি, কিন্তু কিছু লোক নিজের নামে গাল দিতে স্বচ্ছন্দ নয় বলে নিত্য নতুন নিক ছাগল, এ একেবারে আড়ালবিহীনতা বা সেলিব্রেটেড অ্যানোনিমিটির উল্টোপথ।


    অবশ্য টই ভাট তুলে দেওয়াই যখন হনুদার দাবি তখন এ নিয়ে কিছু বলার নেই। তবে অপছন্দ আর বিরক্তিটা লিখে গেলাম।


    র২হ


    (নাম সই না করলে আবার বক্তব্যের বাটখারায় কারচুপি হবে)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন