এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • টিনটিন Spilburg এবং.....

    Shubha
    সিনেমা | ৩০ নভেম্বর ২০১১ | ৩৪১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • shubha | 59.93.208.44 | ৩০ নভেম্বর ২০১১ ১১:১৭513011
  • Spielberg টিনটিন এর হদ্দমুদ্দ করেছে। জনগণ এর পক্ষে বা বিপক্ষে মত পোষণ করুন।
  • Shubha | 59.93.208.44 | ৩০ নভেম্বর ২০১১ ১১:১৮513022
  • *spielberg
  • kallol | 119.226.79.139 | ৩০ নভেম্বর ২০১১ ১৫:২৬513033
  • শুভ/শুভা
    আপনার মত জানলে ভালো লাগতো। কেন আপনি এরকম মনে করছেন।
    আমার তো খুবই ভালো লেগেছে। যদিও ব্যাক্তিগতভাবে আমি চশমা পরে সিনেমা (3D) দেখতে পছন্দ করি না, তবুও ভালো লেগেছে।
    ছাপা টিনটিনের চরিত্রগুলোর চেহারা ৯০% মিলিয়ে দিয়েছেন। জামা কাপড়ের রং পর্যন্ত পাল্টাননি। সিনেমার চরিত্রগুলো তাদের ছাপা চরিত্রগুলোর মতই ব্যাবহার করেছে, তারা ""চরিত্রহীন"" হয়ে যায় নি। হ্যাঁ, স্পিলবার্গ তিনটে গল্পকে মিলিয়েছেন, পরিচালক হিসাবে সেটুকু স্বাধীনতা তাঁর আছেই।
    ক্যাপটেন হ্যাডক অনবদ্য। বিশেষ করে ঐ সিচুয়েশনটা - জাহাজে জল খেতে খেতে কুট্টুসের বাড়িয়ে দেওয়া স্পিরিটে চুমুক দেবার পর। বা যখন উনি মাঝে মাঝে ওনার পূর্বপুরুষ হয়ে যাচ্ছেন সেই ট্রানজিশনটা। ভালো লেগেছে জনসন অ্যান্ড ঝনসন। সব মিলিয়ে আরএকবার টিনটিন পড়ার আনন্দ। আসলে টিনটিন পড়ার সময় তো সিনেমাই দেখতাম মনে মনে।
    আমি অবশ্য মুখিয়ে আছি কবে স্পিলবার্গের অ্যাস্টারিস্ক দেখতে পাব। টিনটিনের চেয়েও প্রিয় আমার অ্যাস্টারিস্ক। আমার কেন যেন খুব এপিক এপিক লাগে।
  • kallol | 119.226.79.139 | ৩০ নভেম্বর ২০১১ ১৫:২৭513044
  • *অ্যাস্টারিক্স
  • T | 14.139.128.11 | ৩০ নভেম্বর ২০১১ ১৬:৩০513054
  • আমার হেব্বি লেগেছে, তবে সিনেমায় স্পিলবার্গ যদি মাঝে মাঝে একটু হাঁফ ছাড়ার সুযোগ দিতেন, মন্দ হত না। মার্লিন্সপাইক হলের ভেতর টিনটিন যখন ইউনিকর্ন খুঁজছে তখন আলোছায়ার ব্যবহার দূর্দান্ত। কিংবা যখন ইউনিকর্ণের সাথে জলদস্যুদের যুদ্ধ হচ্ছে, ঐ জায়গাটা, স্রেফ হাঁ করে দেখেছি। আরেকবার যদি কেউ দেখায় তো তাকে একটা চকলেট দিই।
  • PM | 86.96.228.84 | ৩০ নভেম্বর ২০১১ ১৬:৪৯513055
  • আমারো দারুন লেগেছে।

    একটা কথা, মুল বই-য়ে আছে উনিকর্ন-কে প্রথমে খুজতে যওয়া হয়েছিল, সেখানে গুপ্তধন পাওয়া যায় নি।

    তারপর ক্যলকুলাসের কাছ থেকে ধার নিয়ে হ্যাডক মর্লিনস্পাইক হল কেনে। তারপরে ঐ গুপ্তধন পাওয়া যায়।

    কিন্তু সিনেমায় ক্যল্কুলাস বা উনিকর্ন খোঁজার অভিযান-টাই বাদ। শেষে একটা হিন্ট দেওয়া হয়েছে যে পরের পার্ট-এ ওটা দেখান হবে। কিন্তু মুস্কিল হলো সিনেমায় গুপ্তধন তো আগেই পাওয়া গেছে। সেক্ষেত্রে কি একটু গোজামিল হয়ে যাবে না। পরের পার্ট এর জন্য অপেক্ষা করতে হবে।
  • rimi | 168.26.205.19 | ৩০ নভেম্বর ২০১১ ১৯:২৫513056
  • অ্যাঁ!!!! টিনটিনের সিনেমায় ক্যালকুলাস নেই???? ধুর্‌র, তাহলে ঐ সিনেমা আমি দেখছি না :-((( এত সবকিছু বানালো, আর ক্যালকুলাসকেই বাদ দিল?
  • T | 14.139.128.11 | ৩০ নভেম্বর ২০১১ ১৯:৩১513057
  • কি মুশকিল, ক্যালকুলাস কে পরের পার্টের জন্য রেখেছে তো।
  • kallol | 119.226.79.139 | ৩০ নভেম্বর ২০১১ ১৯:৪১513058
  • ছাপা টিনটিনেও তো প্রো:ক্যা: পরে এসেছে। আগের টিনটিন গুলো কি তবে অচ্ছুত?
  • rimi | 168.26.205.19 | ৩০ নভেম্বর ২০১১ ১৯:৪২513012
  • আরে অচ্ছুত কেন হবে? আমার নিজের ক্যালকুলাসের উপরে, যাকে বলে একটু ইয়ে আছে ;-)
  • kallol | 119.226.79.139 | ৩০ নভেম্বর ২০১১ ১৯:৫৯513013
  • আহা হা হা........... আগে কৈবা তো। ছরি।
  • Paramita | 198.95.226.40 | ৩০ নভেম্বর ২০১১ ২০:২৫513014
  • বড্ড যুদ্ধু। বই-এর হিউমারটা একটু কম পেলাম।
  • siki | 122.177.251.103 | ৩০ নভেম্বর ২০১১ ২০:৩২513015
  • বইতে টিনটিন ক্যাপ্টেনকে চিনত। সিনেমায় চেনে না, পরে আলাপ হল।

    ক্যালকুলাস নেই। তবে অসুবিধেও হয় নি তার জন্য। বিয়াংকা ক্যাস্তাফিওর ছিলেন। তবে তিনি ক্যাপ্টেনকে চেনেন বলে মনে হয় নি।

    ওভাবে আনতে গেলে তো অনেককেই আনতে হয়। জলিয়ন ওয়াগ, আলকাজার, যে কাউকেই এনে দেওয়া যেত।

    মূল বইয়ের সাথে কমপেয়ার না করাই ভালো। এটা আসলে তিনটে বই মিশিয়ে তৈরি। নাম নেওয়া হয়েছে প্রথম বইয়ের।

    টিনটিন আমার জাস্ট ফাটাফাটি লেগেছে। আমি ফিদা। একদম ছোটোবেলা থেকে যে টিনটিনকে দেখতাম, সেই টিনটিন। কল্পনা করে নেওয়া সেই গলার স্বর, হুবহু।
  • rimi | 168.26.205.13 | ৩০ নভেম্বর ২০১১ ২০:৪২513016
  • উঁহু, বইতেও টিনটিন ক্যাপ্টেনকে প্রথমে চিনত না। টিনটিনের প্রথম দিকের অ্যাডভেঞ্চারগুলোতে ক্যাপ্টেন নেই। তাই প্রথম দিকের অ্যাডভেঞ্চারগুলোতে অত মজাও নেই। ক্যাপ্টেনের সঙ্গে আলাপ হল ক্র্যাব উইথ গোল্ডেন ক্ল তে। আর ক্যালকুলাস তো এলেন ইউনিকর্ন এক্সপিডিশনের সময়েই। কি জানি, হয়ত পরিচালকের ক্যালকুলাসকে অত ইন্টারেস্টিং মনে হয় নি! :-((
  • siki | 122.177.251.103 | ৩০ নভেম্বর ২০১১ ২০:৫৩513017
  • সিক্রেট অফ দা ইউনিকর্ন গল্পে টিনটিন অতি অবশ্যই ক্যাপ্টেন হ্যাডককে চিনত। প্রথম জাহাজের খেলনাটা কেনার পরে টিনটিন ক্যাপ্টেনের কাছেই যায় গল্পটা শুনতে, ক্যাপ্টেন নিজের ঘরে বসে ফ্রান্সিস হ্যাডকের গল্পটা শোনায় টিনটিনকে।
  • T | 14.139.128.11 | ৩০ নভেম্বর ২০১১ ২০:৫৪513018
  • রিমিদেবীকে গোল্লা দেওয়া হল, টিনটিনের প্রথম দিকের গপ্পে মজা নেই মানে? নীলকমল, ফারাওয়ের চুরুট, আমেরিকায় টিনটিন, ওটোকারের রাজদন্ড, কৃষ্ণদ্বীপের রহস্য, কানভাঙা মূর্তি ইত্যাদি কিছু কম নাকি?
    পরের পার্টে ক্যালকুলাস আসবেই, মিলিয়ে নেবেন।
  • nyara | 122.172.160.101 | ৩০ নভেম্বর ২০১১ ২১:৪৯513019
  • কল্লোলদাকে ক। আমার দিব্যি লেগেছে। আর কেয়া অ্যানিমেশন! দশ বছর পরে তো সিনেমায় আর মানুষ লাগবে না। অ্যানিমেশন এত সত্যি হয়ে যাচ্ছে, ভাবা যায় না!
  • aka | 168.26.215.13 | ৩০ নভেম্বর ২০১১ ২১:৫১513020
  • কথা হল সারা পৃথিবীতে রিলিজ হল অথচ আম্রিগায় হল না কেন? কেউ আছে জবাব দেবার মতন? তবে এটা রিলিজ হলে দেখবই। হলে গিয়ে পপকর্ণ আর পপ খেতে খেতে।
  • rimi | 168.26.205.19 | ৩০ নভেম্বর ২০১১ ২২:০৯513021
  • ইয়ে, গোল্লাই যখন দিচ্ছ, তখন একটু অন্য ফর্মে দাও না? যেমন, রসে ডুবিয়ে ছানার গোল্লা, কিম্বা তেলে ভেজে ছানার গোল্লা, কিম্বা বোঁদে দিয়ে পাকানো গোল্লা... কদ্দিন খাই নি :-(
  • Shubha | 59.93.255.87 | ৩০ নভেম্বর ২০১১ ২২:১৩513023
  • পারমিতা র সাথে আমি একমত। বড্ড যুদ্ধ দেখিয়েছে। আমি বেশ হাতাশ হয়েছিলাম দেখে। আনেক টিনটিন ভক্ত ও হতাশ হয়েছেন ( আমার জানা )। আসলে স্পিল্বারগ অনেক হিউমার বাদ দিয়েছেন যেটা ছাড়া টিনটিন কে থি টিনটিন লাগে না। সুধু গ্রাফিক্স দিইয়ে কি সিনেমা হয়? তা ছাড়া আনুসাঙ্গিক চরিত্র , জেগুল টিনটিন এর অন্নতম attraction সেগুল যথাযথ লাগে নি। আসলে টিনটিন এতটাই ক্মপ্লিট একটা ব্যাপার যে স্পিল্বারগ এটা নিয়ে এক্সপেরিমেন্ত না করলেই পারতেন। অন্তুত এতটা। তাছারা কমিক স্ট্রিপ এর চরিত্র গুল তে যে মায়ালু ভাব তাকে তা কিন্তু টিনটিন এর অই টানা টানা ছখে লাগে নি আমার ত নই এ। ক্যাল্কুলাস এর আনুপ্সতিতিও এক্টা বড় খুত রেকেহ গেছে যেন।

    নিছের লিঙ্ক তা দেখতে পারেন এ দলে আমি একা নই।
    http://www.guardian.co.uk/culture/2011/oct/18/how-could-do-this-tintin?CMP=NECNETTXT8187

  • Tim | 198.82.20.127 | ০১ ডিসেম্বর ২০১১ ০১:৪৯513024
  • আম্মো দেখবো। দেখবোই।
    আম্রিকায় রিলিজ করলোনা কেন? কারন আম্রিকা এসব বোঝেনা। এদের জন্য হাতে হ্যারিকেন কমিক্সই ভালো ( পড়ুন গ্রীন ল্যান্টার্ন)।
  • nk | 151.141.84.194 | ০১ ডিসেম্বর ২০১১ ০২:০৭513025
  • "মা মাগো, আমি তোমার অধম সনতান মা।" মদে চুর ক্যাপ্টেন হ্যাডক এই বলতে বলতে কাঁদছেন আর টিনটিন প্রাণপণে থামাবার চেষ্টা করছে, সে জানালা দিয়ে এসেছিলো দড়ি বেয়ে, এটা প্রথম এনকাউন্টার না টিনটিনে হ্যাডকে?
  • nk | 151.141.84.194 | ০১ ডিসেম্বর ২০১১ ০২:০৮513026
  • সন্তান।
    ইশ কী টাইপো! :-)
  • aka | 75.76.118.96 | ০১ ডিসেম্বর ২০১১ ০৯:৫৫513027
  • হ্যাঁ টিনটিনের বাংলা অনুবাদ অনবদ্য।

    যাসছি রে বাবা যাসছি। হিঁক। কুকুর বলে কি মানুষ নয়।
  • Bratin | 122.248.183.1 | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৫৬513028
  • কেমন একট মেছো গন্ধ ছাড়ছে ( fishy র অনুবাদ )
  • lcm | 69.236.167.255 | ০১ ডিসেম্বর ২০১১ ১১:৫৩513029
  • টিম, আমেরিকায় ২১ ডেইসেম্বর রিলিজ করছে - থ্রিডি।
    টাইম ম্যাগাজিনে দুপাতা জুড়ে টিনিটিন-এর এই সিনেমা নিয়ে প্রিভিউ বেরিয়েছে। ভালো লেখা, পড়ে দেখতে পারো।
  • siki | 123.242.248.130 | ০১ ডিসেম্বর ২০১১ ১২:১৯513030
  • টিনটিনের বাংলা অনুবাদ কি নীরেন্দ্রনাথ চক্কোত্তির করা ছিল? ইংরেজিগুলোও অবশ্যই ভালো, কিন্তু বাংলার অন্য লেভেল ছিল। কুট্টুসের ডায়ালগ তো সবচেয়ে বিখ্যাত, কিন্তু ওরে অলম্বুষ ওরে জাম্বুবান, ওরে নরখাদক ওরে টিকটিকি, এটা কোনও অংশে ব্লু ব্লিস্টারিং বার্নাকলসের থেকে কম নয়। আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করেই নি এখানে।

    অন্যদিকে আবার লোহিত সাগরের হাঙরের সেই কোড ল্যাঙ্গুয়েজ, ইংরেজি থেকে হুবহু বাংলা করা। নীল ছাগলকে পোকায় কামড়েছে। সাত আর দুই নম্বর পরগাছা সাফ!

    আর এই যে বাংলায় চরিত্রগুলোর নাম পাল্টে দেওয়া, কুট্টুস, জনসন রনসন, এগুলো কি কপিরাইটের আইন মেনেই করা হয়েছিল? যদিও জানি থমসন আর থম্পসনের ফরাসী ভার্সনে নাম ছিল দ্রুঁপদ আর দ্রুঁপত।

    সেই সময়ে অবশ্য আর কোনও বাংলা অনুবাদ কমিকসে কিন্তু নাম পাল্টানো ব্যাপারটা আকছার হত। রোভার্সের রয়-তে কারুর নাম বদলায় নি, কিন্তু হেনরি হয়ে গেল গাবলু। ম্যানড্রেক সপরিবারে একই নামে রইলেন, ফ্ল্যাশ গর্ডনেও তাই, কিন্তু ফ্যান্টম হয়ে গেল প্রথমে বেতাল, আর পরে অরণ্যদেব। ডেভিলকেও কিছু কিছু গল্পে "বাঘা' বলে রেফার করা হয়েছে।

    অ্যাসটেরিক্সেও নাম বদলানো হয়েছে প্রচুর। মূল দুটো চরিত্র বাদ দিলে, ডগম্যাটিক্স, ভাইটালস্ট্যাটিসটিক্স, গেটাফিক্স, ক্যাকোফোনিক্স, সবার নাম বাংলায় বদলে গেছে।
  • Tim | 173.163.204.9 | ০১ ডিসেম্বর ২০১১ ১২:৩৫513031
  • ল্যাদোষদা,
    জানি ২১ শে রিলিজ কচ্ছে। আপাতত অপেক্ষা।
    টাইমের লেখাটা পড়বো। থ্যাঙ্কু।
  • Bratin | 122.248.183.1 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:২১513032
  • এখন ও দেখি নি। কিন্তু দেখার ইচ্ছা আছে। পরিচিত যারাই দেখেছে বলেছে খুব ভালো।
  • Anirban Roy Choudhury | 50.83.252.23 | ০৩ ডিসেম্বর ২০১১ ২২:১৩513034
  • ২১ পর্যন্ত অপেক্ষা করতে হবে :( ...
    দেশে আগে বেরিয়েছে জানলে দেশ থেকেই দেখে আসতাম .. তখন তো আবার ফিলিম ফেস্টি চলছিল - তাই ভুলেই গেছিলাম :( :( ...
    তবে - ছিনেমাটার বাংলা ভার্সন বেরোলে বেশি খুশি হতাম - মানে আমরা যারা আনন্দমেলার সৌজন্যে টিনটিন'কে চিনেছি :) :) ...
    কুট্টুস'এর স্নোয়ি নাম'টা তো অনেক পরে জেনেছিলাম ..:) :) ..
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন