এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ব্রহ্মপুত্র ও চীন

    r
    অন্যান্য | ০২ মার্চ ২০১২ | ২২৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | 203.91.201.54 | ২১ মার্চ ২০১২ ০৯:১৬527821
  • দে,
    ১। প্রকল্প টি পরিবেশ মন্ত্রকে কতটা গুরুত্ব পেয়েছে না সরাসরি জঞ্জাল ফেলার ঝুড়িতে গেছে, কে জানে।
    ২। কিছু কিছু শিল্প Necessary Evil , যেমন Power Plant, Steel Plant, Pig iron extraction Pant etc. এগুলোর থেকে প্রচুর পরিবেশ দূষণ হয়, কিন্তু কিছু করার নেই। বিশেষত: ভারতের মত জনবহুল দেশে, যেখানে জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। তাদের প্রয়োজন তো মেটাতে হবে।
    টোটাল সারফেস এরিয়া তো আর বাড়ছে না, কাজেই জনসংখ্যার চাপে প্রকৃতির নাভিশ্বাস উঠছে।
  • kallol | 119.226.79.139 | ২১ মার্চ ২০১২ ১০:৪৫527822
  • ঐ যে বললাম ভোট ও ""উন্নয়ন""এর চাপ।
    উন্নয়ন মানুষের জন্য। মানুষ উন্নয়নের জন্য নয় - এই কথাটা এতোবার বলা হয়েছে যে এখন বলতেও লজ্জা লাগে। কেন যে আবশ্যিক শয়তান বলে একটা বর্গ চাই সেটা ""উন্নয়ন""এর প্রবক্তারাই ভালো বলতে পারবেন।
    যাগ্গে, এরপর তিব্বত ও অরুণাচলে এবং সংলগ্ন এলাকায় প্রবল ভূমিকম্প হবে। তাতে অবশ্য কার কি। এখন এটাকে জুজুবাদ বলা হবে। ঘটনা ঘটলে বলা হবে এমন তো হতেই পারে। আর চিন তো এটাও বলতে পারে, কৈ কিছু হয় নি তো!
    জলবিদ্যুত প্রকল্প বলে আলাদা কিছু আর হয় না। বড় বাঁধ হলে তার সাথে সেচও যুক্ত হয়ে যায়। বড় বাঁধ যে নদীটির ও পরিবেশের কি কি ক্ষতি করে, তা আর গবেষনার বিষয় নয়।
    তবু এসব হয়েই যাবে আর আমরা নিরাপদ দূরত্বে বসে হয় মুর্দাবাদ না হয় জিন্দাবাদ করবো।
  • kallol | 119.226.79.139 | ২১ মার্চ ২০১২ ১০:৪৬527823
  • আবারও জনসংখ্যার দোহাই।
    জনসংখ্যা বাড়াও এই শিল্প বিপ্লবেরই ফল।
  • r | 203.91.201.54 | ২১ মার্চ ২০১২ ১১:০৭527824
  • কল্লোল, দোহাই কেন বললেন, বুঝলাম না।

    আর জনসংখ্যা বাড়াও শিল্প বিপ্লবের ফল - একটু বুঝিয়ে দেবেন। মানে, ভারতের মতো দেশে (তৃতীয় বিশ্ব/ উন্নয়ন্‌শীল দেশে) শিল্প বিপ্লবের সুফল আর কুফল, ( প্রথম বিশ্বকে বেঞ্চমার্ক ধরে)
  • de | 180.149.51.68 | ২১ মার্চ ২০১২ ১১:১৯527825
  • জনসংখ্যা অবশ্যই একটা ফ্যাক্টর -- যেটা শক্ত হাতে কমাবার কোন ব্যবস্থাও সরকার করেনি। এতোগুলো মানুষ, খাদ্য জোগাড়ও তো একটা বড় প্রক্রিয়া! তাই বৃহত্তর কৃষি-পরিকল্পনা, বাঁধ, সেচ ইত্যাদী। আবার র'এর কথা মতো বড়-শিল্প! পরিবেশ ব্যাকফুটে!

    তবু সবকিছুর উপরে, পরিবেশ, জনস্বার্থ ইত্যাদী সবকিছু ছাপিয়ে আবার রাজনীতিই কেমন ফ্রন্টফুটে চলে আসে!
  • kallol | 119.226.79.139 | ২১ মার্চ ২০১২ ১১:২৪527826
  • এক্ষুনি পারবো না।
    যদি আবাপয় কেউ চেনা থাকে তাকে দিয়ে অনেকদিন আগের দেশ পত্রিকার জনসংখ্যা ইস্যুটি জোগাড় করুন। কিনতে পাওয়া যাবে।
    শিল্প বিপ্লবের আগে জনসংখ্যা বৃদ্ধির গ্রাফ ২৫ ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়ছিলো। শিল্প বিপ্লবের পর তা এক লাফে প্রায় ৮০ ডিগ্রিতে চলে গেলো।
    ১) বেশী মজুর চাই। পরিবারে যত বেশী মানুষ তত বেশী রোজগার।
    ২) মজুর হয়ে যাওয়া গরীব মানুষদের মনুষ্যেতর জীবনে একমাত্র বিনোদন বউয়ের সাথে শারীরিক মিলন।
    এরকম আরও অনেক কিছু - এখন আর মনে নেই।
    এছড়া গুগল করলেও হয়তো পাবেন। আমি চেষ্টা করে দেখিনি।

    এবারই কেউ কেউ হবে - তবে কি, দাও ফিরে সে অরণ্য।

    আমার বাসস্থানকে নোংরা মুক্ত করতে যা যা করতে হয় করা উচিৎ। এখন নানান সুখ সুবিধায় অভস্থ্য মানুষকে ""ত্যাগ"" করতে বলে লাভ নেই। আগে উপর থেকে ত্যাগ শুরু হোক। লাভ কমাও-লোভ কমাও। পরিবেশকে সুন্দর করে ফিরিয়ে দাও - আমারও টিভি, ফ্রিজ, এসি, এরোপ্লেন, পাকা ঘর চাই না।
    ছিলেন তো আমাদের পূর্বমানুষেরা। তারা বহাল তবিয়তে ছিলেন বলেই আমরা আজ আছি। তাদেরও আনন্দ দু:খ ছিলো। বিনোদন ছিলো - বোর হওয়া ছিলো।
    তারা তারকভস্কি বা বিআর চোপড়া দেখেন নি। কথা শুনেছেন। বই পড়েছেন। যাত্রা দেখেছেন। রাজার/সমাজের অত্যচার সয়েছেন। আমরাও তাই সইছি।
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১১:৩৬527827
  • এই সেরেছে! কল্লোলদা, তাইলে তো ইন্টারনেট/কম্পু এসব ও ... কম্পু অত্যাচারের থেকে...
  • PT | 203.110.246.22 | ২১ মার্চ ২০১২ ১১:৪২527829
  • তাঁরা কলেরা, ম্যালেরিয়াতে শ'য়ে শ'য়ে মরেছেন। কিন্তু আমরা মরছি না। ১৯৪৭ সালের গড় ৩৭ বছরের আয়ু এখন ৬৮-তে এসে ঠেকেছে। সেটা বোধহয় এমন খুব খারাপ ঘটনা কিছু নয়।

    প্যারিসের রয়াল অপেরা হাউসের সৌন্দর্য বহুদূর থেকে দৃশ্যমান করার জন্য সমস্ত গাছ কেটে ফেলা হয়েছিল। তার জন্যে কেউ এখনো ক্ষমা প্রার্থনাটুকুও করেনি। তাই পৃথিবীর ৫% লোক যদি ৩০% কার্বন-ডাই-অক্সাইড বাতাসে ছাড়ে তার দায় বোধহয় চীন-ভারতের ঘাড়ে দেওয়া সমিচিন হবে না।
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১১:৪২527828
  • আর জনসংখ্যা নিয়ে চাপ নেবার কিছু নাই।
    শিল্পই আবার জনসংখ্যা কমিয়ে দেবে। অটোমেশন। দশ জনের কাজ মেশিন একা করে দিচ্ছে। আর এত মানুষের দরকার নেই। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনিই জনসংখ্যা কমে যাবে। অনেক পন্ডিতের ধারনা আগামী ১০০ বছরে মধ্যেই পৃথিবীর জনসংখ্যা কমতে শুরু করবে।
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১১:৪৭527831
  • ওহ্‌, ফাইন্যালি! পিটি-র সঙ্গে অনেকটা সহমত।
    শুধু গড় আয়ু বৃদ্ধিই নয়, বিজ্ঞানের অগ্রগি্‌তর ফলে মেডিক্যাল সায়েন্সের যে অভাবনীয় উন্নতি হয়েছে, সেটা কি তবে না হলে ভালো হত।
    তিব্বতের মানুষের ওষুধ চাই তো, নাকি? সেই অষুধ, হাসপাতাল -- ইত্যাদির জন্যে একটু বিদ্যুৎ যে দরকার।
  • tatin | 122.252.251.244 | ২১ মার্চ ২০১২ ১২:১৫527832
  • গড় আয়ু দিয়ে বিচার খুব কাজের কথা নয়। ভুটানের গড় আয়ু ভারতের থেকে বেটার।
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১২:১৬527833
  • সুশান্ত,
    যে সব নদীর গতিপথ একাধিক দেশের মধ্যে দিয়ে সেখানে অনেক জায়গাতেই এই সমস্যা আছে। দ্বিপাক্ষিক/ত্রিপাক্ষিক/বহুপাক্ষিক বিভিন্ন আলোচনা দিয়ে এসবের সেরকম সমাধান হয় নি।

    আফ্রিকার নাইল, নাইজার নদী,
    মধ্য এশিয়ার জর্ডন, ইউফ্রটেস/টাইগ্রিস
    দক্ষিণ এশিয়ায় ব্রহ্মপুত্র, গঙ্গা
    দক্ষিণ আমেরিকার আমাজন
  • tatin | 122.252.251.244 | ২১ মার্চ ২০১২ ১২:৪১527834
  • লাইফ এক্সপেন্টেন্সির ব্যাপারটা মূলত: শিশুমৃত্যু আর পরসূতি মৃত্যু কমা থেকেই : http://www.infoplease.com/ipa/A0005140.html সেটাও খুব কম পাওয়া নয় নিশ্চই।

    তাও আগে একবার টইতেই বলেছিলাম, গুহামানবদের গড় আয়ু ২২ বছর ছিল, কিন্তু তাদের প্রজন্ম ৬৫ মিলিয়ন বছর টিকে আছে। আর ৬৫-র ওপরে গড় আয়ু যে এসি-মানবদের তাদের প্রজন্ম ২২০০ বছর টিকবে তো?
  • kallol | 119.226.79.139 | ২১ মার্চ ২০১২ ১২:৪৬527835
  • আমার জবাবটা খুবই অপ্রগতিশীল (মোটা হরফ ও তলদাগ সমেত পড়ুন) হয়ে যাবে। গড় আয়ু বেড়ে যাওয়া, ও শিশু মৃত্যুর হার কমে যাওয়া একদমই ভালো নয়। খুব ক্রুড শোনাচ্ছে। অর্থাৎ আজকে এই ২০১২
    তে খুব ক্রুড শোনাচ্ছে।
    এই মানুষগুলো যারা বেশী বাঁচছে - কিভাবে বাঁচছে সেই নিয়ে কারুর কোন দায় নেই, এই শিশুগুলি যারা জন্ম নিতে গিয়ে মরছে না, তারা কিভাবে বাঁচছে - তা নিয়ে কারুর কোন দায় নেই। বাঁচছে তো, তাতেই বিমলানন্দে গৌর-নেতাই। কেন?
    তিব্বতের মানুষ যারা ২০০বছর আগে ছিলেন, বেঁচে বত্তে ছিলেন, তাই আজ তিব্বতে মানুষ আছে। তারাও তো বেঁচেই ছিলেন।

    আমি তো আগেই লিখেছি - দাও ফিরে সে অরণ্য নিয়ে প্রশ্ন উঠবে। আমি নাচার।

    পিটির Date:21 Mar 2012 -- 11:42 AM পোস্টের যুক্তি আছে। হয়তো যন্ত্রায়ন সম্পূর্ণ হলে জনসংখ্যা কমবে।

    কম্পিউটার নিয়ে ছোট্ট কথা। এটি না থাকলে আজ এই কথাগুলো সকলকে বলতে পারতাম না। কিন্তু ছিলো না বলে আমার মতো অনেকের রাজনীতি করা (ভুল বা ঠিক যাই হোক না কেন) আটকায় নি। তারা মানুষের ভালো চেয়েছিলো। সেই ভালো চাওয়ার জন্য তাদের জীবন-জীবিকা জলাঞ্জলি দিয়েছে কোন কম্পিউটার ছাড়াই। কোন কম্পিউটার ছড়াই পৃথিবীর ৯০% মানুষ বেঁচে আছেন। আমাকে আপনাকে বাচিয়ে রেখেছেন, দুবেলা দুটি অন্ন মুখে তুলে দিয়ে।
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১২:৫৬527836
  • দেখো কান্ড, পিটি কই, অটোমেশনের ফলে জনসংখ্যা কমে যাবার কথা আমি বললুম।

    ২০০ বছর আগে মানুষ কি বেটার লাইফ লিড করত?
  • PT | 203.110.246.22 | ২১ মার্চ ২০১২ ১৩:১১527837
  • দাও ফিরে সে অরণ্যের সঙ্গে ওষুধ আবিষ্কারের এবং ব্যবহারের কোন বৈরিতা নেই। গামের পরে গ্রাম যখন কলেরায় উজাড় হয়ে যেত সেটাতেই কি সেই মানুষেরা বিমলনন্দে গৌর-নিতাই হয়ে যেত? কথা হচ্ছে যে লস ভেগাসের আলোর রোশনাইএর কোন প্রয়োজন আছে কিনা। গাছ কাটলে তার সঙ্গে সঙ্গে একটা গাছ লাগাবো কিনা। সমাধানের পথটা খুব সহজ: অনিয়ন্ত্রিত লোভ আর ভোগের উল্টোদিকে যাত্রা করা। সেটা এখন মানুষকে জোর করে করাতে গেলে এই গুরুতেই তো ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি নিয়ে হাজার হাজার বাইটের ঝড় উঠবে।
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১৩:২০527838
  • ঠিক কথা, মানুষের ভালো চাওয়ার সঙ্গে বিজ্ঞানের অগ্রগতির কোনো বিরোধ নেই।

    নদীতে বাঁধ দিলে যদি মানুষের উপকার হয়, তাহলে ভালো।
    এর জন্যে যদি কিছু মানুষের-ও অপকার হয় তাহলে ভালো না।

    নদীতে বাঁধ দিলে যদি আজ উপকার হয়, কিন্তু কাল মহা বিপদ হয় তবে ভাবনার বিষয়।
  • tatin | 122.252.251.244 | ২১ মার্চ ২০১২ ১৪:১৫527839
  • ওষুধ আবিস্কার এবং ব্যবহারের সংগে সম্ভবত: মানুষের এবং মানুষের প্রজন্মের ভালো থাকা ও টিঁকে থাকার সম্পর্ক আছে। আমি মেডিক্যাল সায়েন্স কিচ্ছু বুঝিনা, কিন্তু এদিক ওদিক পড়ে মনে হয় ওষুধ ও তার ব্যবহারও অসুখের বেড়ে চলার একটা কারণ
  • kallol | 119.226.79.139 | ২১ মার্চ ২০১২ ১৪:২৪527840
  • লসাগু - প্রশ্নটা ঐ নিয়েই। বেটার লাইফ মানে কি?

    পিটি - গ্রামের পর গ্রাম কলেরা ম্যালেরিয়ায় উজাড় হয়ে যেতো। ঠিক। রেল লাইন ম্যালেরিয়া দিয়েছে। কলেরা আগেও ছিলো। বিসূচিকা বলতো সম্ভবত:। কলেরার ওষুধ ছিলো। আয়ুর্বেদে এর প্রতিকার ছিলো। ঔপনিবেশিক শাসন আমাদের মতো জলের ব্যাবহার ভুলিয়ে দিয়েছিলো। রোগ হলে তাকে আলাদা করে দেওয়া হতো। তার জামা-কাপড় খিড়কি পুকুরে কাচা হতো। সে স্নান করতো আলাদা করে তোলা জলে। খিড়কি পুকুরের জল স্নান করা বা পানের জন্য ব্যবহার হতো না। জনসংখ্যা বাড়ার ফলে এসব নিয়ম চুলোয় গেলো। তার ওপর বয়ষ্কদের কথা না শোনাই ""প্রগতি""র লক্ষণ বলে শেখানো হলো। বলা হলো ওগুলো কুসংষ্কার (ইয়াং বেংগল দ্রষ্টব্য)। আমরা অমিত্রক্ষর ছন্দ পেলাম - কলেরা ও ম্যালেরিয়ার বিনিময়ে।
  • dd | 110.234.159.216 | ২১ মার্চ ২০১২ ১৪:২৬527842
  • কল্লোল লিখিত পুর্বজন্মের যন্ত্রহীন জীবন আমি প্রায় মেনে চলি, এই ছেন্নাইতে। ফ্রীজ, টিভি, ইত্যাদি কিছু নেই। গান শোনার কোনো সিনই নেই। খবরের কাগজ ও নেই। কয়েকটি বিসদৃশ রকমের মোটা বই সংগে আছে, কয়েক পাতা করে পড়ি।

    দেখে যান কি অবিমিশ্র সুখে আছি।
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১৪:২৭527843
  • বেটার লাইফ-এর একটা মানে যে পরিস্থিতিতেই হোক বেশীদিন বেঁচে থাকা। মরে না যাওয়া।
  • kallol | 119.226.79.139 | ২১ মার্চ ২০১২ ১৪:২৯527844
  • সাধারন মানুষকে জোর করার কিছু নেই। অসাধারন মানুষেরা যদি তাদের লোভ-লাভ কমায়, তো সাধারন মানুষ এমনিতেই সেগুলো করে ফেলবে।
    অসাধারন মানুষেরা তাদের লোভের সাম্রাজ্য বাড়িয়েই যাবে আর সাধারন মানুষ লোভ ত্যাগ করবে - এমনটা হয় না। হতে দেওয়া হয় না - বিজ্ঞাপন হতে দেয় না। বিজ্ঞাপন দেয় কে? অসাধারন মানুষেরা তাদের লোভ-লাভ বাড়ানোর জন্য।
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১৪:৩০527845
  • সাধারন মানুষের লোভ নেই কে বলল?
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১৪:৩১527846
  • আর একটু ভালো বেঁচে থাকার লোভ, ইচ্ছা।
  • tatin | 122.252.251.244 | ২১ মার্চ ২০১২ ১৪:৩২527847
  • মশামাসির সংগে একবার কথা হয়েছিল, ম্যালিগ্ন্যান্ট ম্যালেরিয়াও সম্ভবত: ওষুধ ও চলাচলের মধ্যে দিয়ে ইভলভড প্যারাসাইটের থেকে।

    একটু পুরোনো ভারতীয় সাহিত্যে মহামারীর সেরকম উল্লেখ নেই, যেমনটা ঔপনিবেশিক যুগের প্রারম্ভে আছে।
  • tatin | 122.252.251.244 | ২১ মার্চ ২০১২ ১৪:৩৩527848
  • সাধারণ মানুষের লোভও মোটের ওপর অনেক কম। অনেক ক্ষেত্রে সেজন্যই তাঁরা সাধারণ হয়ে থেকেছেন।
  • PT | 203.110.246.22 | ২১ মার্চ ২০১২ ১৪:৩৫527849
  • এবারের উত্তরটা ""ব্যাদে সব আছে""-র মত শোনাচ্ছে। জলবাহিত বীজানুর কথা সাহেবরাই আমাদের জানিয়েছিল। ম্যালেরিয়ার সঙ্গে মশার সম্পর্ক জানিয়েছিলেন রোনাল্ড রস। আর শুশ্রুত-চরক সংহিতার ইংরিজি অনুবাদ আমার কিছু ঘাঁটা আছে। সেগুলো সম্পর্কে আমরা বাড়িয়ে বলতে ভাল বাসি। আর যতদুউর মনে পড়ছে সুকুমারী ভট্টাচার্যের মতে আর্যরা যখন বিহার হয়ে বঙ্গে নামে তখন নাকি যক্ষা ইত্যাদি রোগের কথা বেদে ঢোকানো হয়। রেল আসার বহু আগে সম্ভবত: আলেক্ষান্ডারের লোকজন আমাশার প্রকোপে বিষম বিপদে পড়েছিল।

    সময় পেলে ভারতের প্রথম শব ব্যবচ্ছেদকারী (১৮৩৬, ১০ই জানুয়ারী) মধুসূদন ঘোষের জল এবং তার ব্যবহারের প্রসঙ্গে কিছু observation লিখব।
  • dd | 110.234.159.216 | ২১ মার্চ ২০১২ ১৪:৩৫527850
  • The children now love luxury. They have bad manners, contempt for
    authority, they show disrespect to their elders.... They no longer
    rise when elders enter the room. They contradict their parents,
    chatter before company, gobble up dainties at the table, cross their
    legs, and are tyrants over their teachers."


    এবং এটাও পড়ো কল্লোল

    "The young people of today think of nothing but themselves. They have
    no reverence for parents or old age. They are impatient of all
    restraint. They talk as if they alone knew everything and what passes
    for wisdom with us is foolishness with them. As for girls, they are
    forward, immodest and unwomanly in speech, behaviour and dress."


    এগুলি সব Plato'র কথা। আর তুমি বল্লে বড়োদের কথা না শোনা এখনকার দিনের ব্যাপার? না হে, এ চিরকালের।

    আর বিসূচিকার ওষুধ ছিলো, আয়ুর্বেদে (সেরে যেতো?) এ তথ্য কোথায় পাইলা ?
  • kallol | 119.226.79.139 | ২১ মার্চ ২০১২ ১৪:৩৫527851
  • লসাগু। চলচ্ছক্তিহীণ হয়ে বেঁচে থাকা? অখাদ্য খেয়ে বেঁচে থাকা? সন্তানদের গঞ্জনা ও অবহেলা সয়ে বেঁচে থাকা।
    একটু কষ্ট করে কখনো ব্যাঙ্গালোরে চলে আসুন। ভারতের সিলিকন ভ্যালী, প:ব:র মতো ওয়ার্ক কালচারহীন নয়, শিল্প-উন্নয়ন নিয়ে কথা হবে না। না, আমি কর্ণাটকের কথা বলছি না। শুধু ব্যাঙ্গালোরের কথা বলছি। একটা দিন আমার সাথে ঘুরবেন? না মরে যাওয়া শিশুরা, আরও বেঁচে থাকা বয়ষ্করা কেমন আছেন দেখে যাবেন।
    যে পরিস্থিতিতেই হোক বেশীদিন বেঁচে থাকা!! ভাবুন - আর একবার ভাবুন।
  • PT | 203.110.246.22 | ২১ মার্চ ২০১২ ১৪:৪১527853
  • মানে ছোট ছেলেটার পা কেটে infection-হয়ে গেলে বা মায়ের পেটে TB হলে ডাক্তারের কাছে নিয়ে যাব না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন