এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ৩৪ বছর পরে........

    Bratin
    অন্যান্য | ০১ মার্চ ২০১২ | ৩৮১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Bratin | 14.99.73.3 | ০১ মার্চ ২০১২ ২২:০৬527896
  • ২ সপ্তা প্রজেক্ট নেই। আমার পুরোনো কোম্পানী TCS র ভাষায় যাকে বলে কমপ্লিট

    লালা।
    তাই শেষে যা হয় স্কিম এ একটা প্রজেক্ট নিঈ নিলাম রোল তেমন ভালো না হলে কারন
    ব্যাটা রা রি-লোকেশন র গল্প দিচ্ছিল।

    যাই হোক প্রজেক্ট পেতেই হঠাৎ মন টা ভীষন খুশ হয়ে গেল।ভাবলাম কোথাও ঘুরে আসি।

    কথা ই বলে 'উঠলো বাই তো কটক যাই'। তবে আমি ঠিক কটক নয়।আরেকটু দূরে । রবি বার র চেষ্টা টিকিট পেয়ে গেলাম বুধবারের হাওড়া পুরী দুরন্ত র।
  • Bratin | 14.99.73.3 | ০১ মার্চ ২০১২ ২২:২২527907
  • ট্রেন এ দিব্যি ব্যবস্থা।।খোনে খনে খান দিচ্ছে নানান স্বাদ নানান পদ।।প্রথোম এ বালি-ডাইনী,লাড্ডু,ক্যাডবেরী,সিঙ্গরা,ফ্রুট জুস।।খেয়ে দেয়ে একটু ঝিমিয়ে নিলাম।।কামরা প্রয় ফাঁকা।৪৮ জনের ক্যুপ এ সাকুল্যে ১২-১৩ জন হবে।এই টেন র ৩ তে স্টপ। খড়্‌গপুর, বালেশ্বর তার পরে পুরী।কিন্তু এই AC ট্রেন আমার এক দোম ভলো লগে ন।।কেমন যেন মানে হয়
    চোখের দৃষ্টি থাকতেও জোর করে এঁটে দেওয়া চশমা। স্লিপার ক্লাস আমার চির দিনের পছন্দ। অজানা স্টেশনে অজানা খাবারের হাতছনি,হঠৎ জেগে 'চায়ে চায়ে' ডাক,পাশের ক্যুপের জমিয়ে ব্রীজ খেলা,হঠাৎ আসা বৃষ্টি কে দু হাত বাড়িয়ে ছুঁয়ে দেখা,কোন সুন্দরী তরুনী বা কিশোরী র চোখ চোখ পড়ে যাওয়ায় তার কপট রাগ বা লাজুক হাসি কিছুই নেই : এই সব ভাবতে ভাবতে ই দেখি আবার স্যুপ খেতে দিয়েছে ।এই বার ছোট করে ঘুম। স্টেশনে সংগীতা বন্দো র' শঙ্খিনী' কিনেছিলাম
    সেটা খানিক টা পড়লাম। কিন্তু সময় কাটাতে চায় না। ৭ ঘন্টা ১৫ মিনিট মুখের কথা??

    অবশেষে ডিনার এল: স্যলাড,ফ্রায়েদ রাইস ,রুটি,ডাল,একট ভেজ তরকারি,চিকেন,চটনি,মিস্টি দই, আইস ক্রীম আর শেষে একট টক কমলা লেবু।
  • Nina | 12.149.39.84 | ০১ মার্চ ২০১২ ২৩:১৩527918
  • বতীন
    একমাত্র পুরীতে সিঙ্গাড়ার পুরে পেঁয়াজ ভাজা দেয়---খেয়েছিলাম বহু বছর আগে---সেটা আছে না পরিবাত্তন?
  • a | 65.204.229.11 | ০২ মার্চ ২০১২ ০৪:০৭527921
  • কে বলে একমাত্তর পুরীতে? লুরুতে মোড়ে মোড়ে পাওয়া যায় ওনিয়ন সামোসা, জঘন্য খেতে
  • Jhiki | 219.83.85.197 | ০২ মার্চ ২০১২ ১২:৪২527922
  • আমার ac আর ক্যাটারিং সার্ভিস-ওয়ালা ট্রেন-ই ভাল লাগে, নির্ভাবনায় ল্যাদ খাওয়া যায়, মনের সুখে বই পড়া যায়....... এমন কি ছেলের হাতে PSP বা বই ধরিয়ে দিলে সেও জ্বালায় না......... ২০১০ থেকে পুট্টুসকে একা নিয়ে ওর বাবা বর্ধমান-আলিপুরদুয়ার যাওয়া-আসা করে.....কোন ঝামেলা হয় না।
  • dukhe | 122.160.114.85 | ০২ মার্চ ২০১২ ১৩:১৭527923
  • এরেই কয় পু:সি: । বৌয়ের পাশে ব'সে কিশোরীর কপট রাগ খুঁজছে, বৌয়ের অকপট রাগের পরোয়া না ক'রে ।
    ব্রতীনরে আমার বিপ্লবী সেলাম ।
  • Bratin | 14.99.71.177 | ০২ মার্চ ২০১২ ১৪:৫১527924
  • ট্রেন থেকে নেমে এক পিস অটো 'ম্যানেজ' সোজা হোটেল। বন্ধু ব্যবস্থা করে দিয়েছে হোটেল সীগাল। আমাকে তো জানো ই তোমরা যত কম চাপ নেওয়া যায়। যাই হোক গিয়ে দেখি দিব্য হোটেল । স্বর্গ-দ্বার র সামনে সেই চৈতন্য দেবের মুর্তি র ঠিক পাশে।হোটেল ।যাক গে
    আমাদের এক দিনের বুকিং ছিল ৫ দিনের জন্যেই বুক করে দিলাম।

    সকলে উঠে ল্যাদ এবং বেট টি খেয়ে স্নান এ যাওয়া গেল। বৌ কিছু তেই রাজী হল না।হাত ধরে টানাটানি করেও না।তাই মনের দু:খে নিজের খানিকক্ষন সমুদ্র-স্নান করলাম আর মনের আনন্দে পছন্দের গান করলাম। মন টা বেশ চনমনে হয়ে গেল। এর পরে লুচি তরকারি সাঁটিয়ে কালকে আর পরশু ঘোরা ব্যবস্থা করে ফেলাম।এখন যেহেতু অফ সিজন দাম অনেক টা কম। এক দিন কোনরক আর পরের দিন ভুবনেশ্বর এ AC Indigo নিল ২৪০০ টাকা।এর পরে মাসী পিসি র বাড়ি যাবর জন্যে এক পিস অটো ভাড়া করে আমরা গেলাম মধ্যাহ্ন ভোজনে। আমর এবারে ঠিক ই করে নিয়েছি রোজ বিভিন্ন হোটেল/রেস্টুরেন্ট ট্রাই করবো। তো আজকে ছিল পার্ক হোটেল। পাবদা,পাশে আর চিংড়ির মালইকারি দিয়ে ভালো লাঞ্চ ই হল। তবে দু:খের কথা পাবদা আর পার্শে টা যত ভালো চিংড়ি টা ঠিক ততো টাই বাজে।
  • Bratin | 14.99.71.177 | ০২ মার্চ ২০১২ ১৪:৫৬527925
  • বিধিসন্মত সতর্কীকরণ: আমার গল্পে খাবার দাবার এ একটু জোর দেওয়া থাকে একটু মানিয়ে নেবেন। :-))
  • ppn | 202.91.136.71 | ০২ মার্চ ২০১২ ১৪:৫৭527926
  • কিন্তু এসি কামরায় কপট রাগ কেন দেখা যায় না বুইলাম না।
  • de | 180.149.51.68 | ০২ মার্চ ২০১২ ১৫:২২527897
  • ট্রেনের বাইরে থেকে বোতীনের মুখ দেখা যায় না বলে :))
  • ppn | 202.91.136.71 | ০২ মার্চ ২০১২ ১৫:২৬527898
  • ও: আচ্ছা, রাগনেবালি ট্রেনের বাইরে আছেন। ভেবেছিলম পাশের ক্যুপে (যেখানে জমিয়ে ব্রিজ খেলা হয়)।

    কিছুই বুঝি না আজকাল! :(
  • humm | 122.167.209.110 | ০২ মার্চ ২০১২ ১৫:৩৫527899
  • খাবার এর বর্ননা না থাকলে কি ভ্রমণ কাহিনী হয় নাকি ? কিন্তু বালি ডাইনি টা কি বস্তু ? বুঝলাম না ।
  • Bratin | 14.99.71.177 | ০২ মার্চ ২০১২ ১৫:৪৩527900
  • স্যান্ড-উইচ
  • Bratin | 14.99.71.177 | ০২ মার্চ ২০১২ ১৫:৫৬527901
  • একটু গড়িয়ে নিতে নিতে ই অটো এসে হাজির। প্রথমে জগন্নাথের শ্বশুর বাড়ি। আমরা জানি লক্ষী র বাবা মহাদেব তাই যখন গিয়ে দেখলাম জগন্নাথের শ্বশুর মশায় বরুন দেব; তখন হেব্বি চাপ লাগলো । আর পুরাণ আমার ভালো গাঁথানো তা সত্বেও কিছু তেই বুঝতে পারছিলাম না। তো মন্দিরের পুরোহিত বললেন সমুদ্র -মন্থন এ লক্ষী দেবী ওঠেন। সেখান থেকে বরুন দেব, যিনি নাকি জলের দেবতা, তাঁকে ওনার বাবা ধরা হয়। তা যাই হোক দেখলাম শ্বশুরের অবস্থা এখন তেমন ভালো নেই। সবই প্রায় ভেঙ্গে গেছে । শুধু মন্দির দুটো কোন ভাবে টিকে আছে। এখন ও রানিং ওয়াটার আসে নি চাপা কলেই কাজ চালানো হচ্ছে। এখানের মূর্তি টির একটু বিশেষত্ব আছে। বরুনে র কোলে লক্ষী দেবী বসে আছেন।

    ঐ মন্দির থেকে একটু এগিয়ে মামা - শ্বশুরের বাড়ি। তিনি মহাদেব। সঙ্গে কার্তিক, গনেশ এবং পার্বতী। মানে পুরো ফ্যামিলি ই উপস্থিত সরস্বতী বাদে।
  • humm | 122.167.209.110 | ০২ মার্চ ২০১২ ১৬:০৪527902
  • :)) ওহ
  • Bratin | 14.99.71.177 | ০২ মার্চ ২০১২ ১৬:০৪527903
  • এর পরে আরো একটু এগিয়ে এক জায়গায় দাঁড়াল।এখানে সোনার গোপাল,সুভদ্রার বাড়ি আর গৌরাঙ্গ দেবের মূর্তি আছে।

    সোনার গোপাল চমৎকার দেখতে।কিন্তু সেখানে যাবার আগে চামড়া জিনিস,ক্যামেরা,রোদ চশমা সব রেখে যেতে হল।

    এর পরে সুভদ্রা মন্দির। বললে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু দিনের আলোয় স্পষ্ট দেখলাম সুভদ্রা র হালকা গোঁফ। আচ্ছা সেই সময় ও কি থ্রেডিং ছিল? ডিডি দা একটু দেখবেন তো?

    গৌরাঙ্গ দেবের মূর্তি টা তত ভালো লাগলো না।

    এবার আমরা যাবো মাসীর বাড়ি।
  • saikat | 202.54.74.119 | ০২ মার্চ ২০১২ ১৬:২০527904
  • ছবি-টবির প্রতি উৎসাহ থাকলে, পুরীর কাছে রঘুরাজপুর নামে যে গ্রামটা, যেটা ওড়িষ্যার পটচিত্রকরদের একটা গ্রাম সেখানে তো ব্রতীন যেতে পারে। আহা কীসব সুন্দর ছবি কাগজে-তালপাতায়-কাপড়ে, শ"খানেক বাড়ী, পট আঁকে, বিক্রীবাটা করে, আর একজনের বাড়ীতে ঢুকে অন্যদের বাড়ীতে না ঢুকলে দু:খ পায়।
  • Bratin | 14.99.71.177 | ০২ মার্চ ২০১২ ১৬:৩৩527905
  • তাই? আমি জানতাম না। নিশ্চয় যাবো । ধন্যবাদ সৈকত।
  • shubha | 59.93.209.68 | ০৩ মার্চ ২০১২ ১০:১৭527906
  • brotin da bere hochhe kintu ektu besi kore post koro dada ettuku suru korte na kortei sesh hoyejacche. Rasanar kotha na hole kono ras e thik jome na..sutoraang o niye tumi bhebo na
  • Bratin | 14.99.211.113 | ০৫ মার্চ ২০১২ ০৭:২৫527908
  • মাসীর বড়ি তুলনামূলক ভাবে অনেক বড় আর সাজানো।আমার কৌতুহল ছিল মাসী কোন দেবী হবেন তো পুরোহিত কে জিগিয়ে জানা গেল তিনি হলেন দেবী যোগমায়া। এখানে অ্যারেঞ্জমেন্ট টা হল এই রকম খুব সরু পার্টিশ্যন দিয়ে জায়গা টা ঘিরে দিয়েছে ( অর্থাৎ আপনি চাইলেও আপনার পালানোর উপায় নেই)। এখানে নানা রকমের দেবদেবী কে নেই: জগন্নাথ,হনুমান,শনি,যম, ইত্যাদি প্রভৃতি। এর পরে শুরু হবে ইমোশ্যানাল ব্ল্যাকমেলিং। ধরুন মূর্তির সামনে আপনি মন দিয়ে প্রণাম করছেন চোখের নিমেষে আপনার মাথাই হাত ঠেকিয়ে প্রশ্ন গুলো ঠিক এই অর্ডারে এ আসবে: ১) আপনার নাম কী? ২) কী গোত্র? আর ৩) স্ত্রী র নাম কী।
    তারপরে হতে একটা তাগা মতোন বেন্ধে দিয়ে ( বিভিন্ন দেব দেবীর কাছে এর রং আলাদা) আর একটা ছোটো মূর্তি হাতে গছিয়ে দি ১০০-২০০ টাকা চাইবে।না দিয়ে আপনার উপায় নেই । যাই হোক মো ট কথা হল মাসী বাড়ির আবদার বেশ বিপদজনক অতীব সাধু সাবধান!!
  • Bratin | 14.99.211.113 | ০৫ মার্চ ২০১২ ০৭:৪৭527909
  • মাসীর বাড়ির পরে পিসীর বাড়ি। পিসী আমাদের বিশেষ পরিচিত পান্ডব দের মা কুন্তী, মহাভারতেও এর উল্লেখ মেলে।এই পিসী র বাড়ি টি অবস্থিত এক বিশাল দিঘীর মধ্যে। জলের মাঝখান দিয়ে যাবার সুন্দর রাস্তা আছে। এখানে জগন্নাথ দেব স্নান করতে আসেন।

    এর পরে আমার গেলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। মন্দিরে ঝামেলা হয় বলে আমি হোটেল থেকে ই পুরোহিত নিয়েছিলাম। সে আমদের জন্যে অপেক্ষা করছিল।সেল,ক্যামেরা,চটি ইত্যাদি জমে দিয়ে আমরা জয়ন্ত কে ফলো করলাম। মন্দিরে র মূল দরজা দিয়ে ধুকেই ঢুকেই জগন্নাথ দেবের মূর্তি আছে এটা তাদের জন্যে হিন্দু ধর্মাবলম্বী না হওয়ার জ মানুশের্ন্যে যাঁদের মূল মন্দিরে প্রবেশাধিকার নেই।এই ফটক দিয়ে বের হয়ে মন্দিরে পোঁছতে ২২ ট ধাপ আছে মানুষের জীবনের নানান অধ্যায়ের সাথে যা সংযুক্ত। মূল মন্দিরে যাবার আগে আমর দেখে নেব তার চার পাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্দির কে।

    অ) বিমলা মন্দির:৫১ তীর্থ পীঠের এক। সতী মাতার পা এখানে পতিত হয়। মা বিমলা নামে পরিচিত।
  • Bratin | 122.248.183.1 | ২৬ মার্চ ২০১২ ১১:৩৫527910
  • অন্যান্য মন্দির গুলোর মধ্যে ইনারেস্টিং হল 'কাঞ্জি গনেশ'। এর পেছনে গল্প ট হল এই রকম। পুরীর রাজার মেয়ের সাথে কাঞ্জির রাজার ছেলে বিয়ের পাকা কথা হয়েছে। এমন সময় রথ যাত্রা র দিন পুরীর রাজা কে জগন্নাথের রথ ঝাঁট দিতে দেখে কাঞ্জির রাজা বেঁকে বসলেন। এতে পুরীর রাজ হেব্বি সেন্টু খেল। কাঞ্জির রাজাকে হঠাৎ আক্রমন করে বালো। কিন্তু জগন্নাথ কে ঠিকঠিক আপডেট না করায় উনি একটু রেগে গেলেন। হাতে নাতে ফল হল। পুরীর রাজ হেরে ভুত হয়ে গেল।এর পরে পুরীর রাজা মন্দিরে গিয়ে জগন্নাথের কাছে কেঁদে পড়লো। জগন্নাথ গ্রীন সিগ্ন্যাল দিতেই দিতেই পুরীর রাজা আবার 'যুদ্ধং দেহি'। কিন্তু এবারে কাঞ্জির রাজা বল যুদ্ধের শর্ত রখা হোক। তুমি জিতলে আমর গনেশ নেবে আমি জিতলে তোমার জগন্নাথ।সেই যুদ্ধে জিতে পাওয়া গনেশ ; যার নাম কাঞ্জি গনেশ।
  • ঐশিক | 132.181.132.130 | ১১ ডিসেম্বর ২০১২ ১১:০১527911
  • এইটি কি আর শেষ হবে না????????? ও বতিন্দা !!!!!!!
  • swati | 76.135.100.194 | ১৩ ডিসেম্বর ২০১২ ০৪:৪২527912
  • হাওড়া-পুরী দুরন্ততে খাওয়া-দাওয়ার কথা বললেন, ইঁদুর আর আরশোলার কথা উল্লেখ করলেন না!! ঃ)
  • | 233.227.186.169 | ১৩ ডিসেম্বর ২০১২ ০৭:০২527913
  • অ্যাঁ? আমরা কিছু পাই নি । বেশ পরিষ্কার ছিল।
  • bb | 127.213.215.246 | ১৩ ডিসেম্বর ২০১২ ১২:৩২527914
  • আমি আবার পুরী-শ্যালদা দুরন্তে চড়েছিলাম, বেশ ঝকঝকে ছিল ট্রেনটা।
  • Binary | 208.169.6.50 | ১৩ ডিসেম্বর ২০১২ ২১:১২527915
  • এইটে বেশ হয়েছে। এখন দু-দুটো করে বেনারস আর পুরীর টই। আলাদা আলাদা লেখক। আলাদা আলাদা স্টাইল। বেশ ভাল মেজাজটা ধরা যাচ্ছে।

    বাইদ্যওয়ে বোতীনের এই টইটা প্রথমে সুধু নাম দেখে মনে হয়েছিলো সিপিএম-এর ৩৪ বছর, তাপ্পর ভাবলাম পুরীর টই-এর নামে সিপিএম গন্ধ কেন ? তাপ্পর বুঝলাম, বোতীন ৩৪ বছর পরে পুরী গেল, কত কম বুঝি আজকাল। তবে ৩৪ বছর আগে বোটিন-তো নিতান্ত-ই শিশুছিলো , নাকি ?
  • | 233.237.255.60 | ১৩ ডিসেম্বর ২০১২ ২৩:০৫527916
  • হ্যাঁ বায়্নারী দা। তখন আমার ৪ বছর বয়েস। একেবারে অবোধ শিশু। ঃ))
  • Binary | 208.169.6.50 | ১৩ ডিসেম্বর ২০১২ ২৩:১০527917
  • এঃ সব্বার সমক্ষে নিজের বয়স বলতে আছে ?
  • | 233.237.255.60 | ১৩ ডিসেম্বর ২০১২ ২৩:২৫527919
  • আরে তাতে কি ক দিন পরেই চল্লিশে পড়বো..
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন