এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শ্রীমতি ব্যানার্জির কবিতা

    anirban
    অন্যান্য | ২৯ ফেব্রুয়ারি ২০১২ | ৮০২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 121.245.131.122 | ০১ মার্চ ২০১২ ১৬:১২528320
  • সিকি,
    তুমি অতি অসইব্য, যাহা লিখিবার সময় ভাবি নাই তাহা ভাবিতে বাধ্য করিলে!
    বি কে ধন্যবাদ।
    আমি এতক্ষণ ভেবেছিলাম সবাই মওকা বুঝে দিদিকে নিয়ে খোরাক করছে। কিন্তু আপনার দেয়া লিংক খুলে আমি হতবাক। সত্যি সত্যি দিদির ইংরেজি কবিতা প্রকাশিত হয়েছে! আর উনি আমার চেয়ে ভাল ইংরেজি লেখেন। অনেক শব্দের এমন সব প্রয়োগ আছে যা আমার মাথায় কখনোই আসতো না।
  • demba ba | 121.241.218.132 | ০১ মার্চ ২০১২ ১৬:১৯528321
  • রঞ্জনদা কি এইটা কখনো দেখেছেন -

    http://www.cs.purdue.edu/homes/dec/essay.topic.generator.html

    দু চারবার চেষ্টা করে দেখুন - শেষের কমপ্লেক্সটা আর আসবে না;-)
  • PM | 86.96.228.84 | ০১ মার্চ ২০১২ ১৬:৩০528323
  • তব্বে, রন্‌জন্দা--- দিদি শিকাগো-র পিএইচডি বললে হবে। খরচা আছে।

    তবে বাংলা কাব্যি গুলো-ও কাউকে দিয়ে লিখিয়ে নিলে পারতেন। জয় তো হাতের কাছেই ছিলো। কমিটি-তে বসে অত পয়সা নিচ্ছে---একটু কাজও করুক--নাকি?
  • demba ba | 121.241.218.132 | ০১ মার্চ ২০১২ ১৬:৩৪528324
  • ধেৎ এরা কেউ কিস্যু জানে না। শিকাগো কে বল্ল?
  • dd | 110.234.159.216 | ০১ মার্চ ২০১২ ১৬:৫০528325
  • ছিকাগো না। জর্জিয়া।
    সে জন্নেই তো বাঘিনীর মতম অমন তর্জিয়া গর্জিয়া ওঠেন।
    জান্তেন্না ?
  • gandhi | 203.110.246.25 | ০১ মার্চ ২০১২ ১৬:৫২528326
  • শুধু জর্জিয়া নয়।।। ইউনিভর্সিটি অফ ইস্ট জর্জিয়া
  • siki | 155.136.80.36 | ০১ মার্চ ২০১২ ১৭:০১528327
  • জর্জ টেলিগ্রাফ নয় তো? :-)
  • aranya | 144.160.226.53 | ০১ মার্চ ২০১২ ২২:০৮528328
  • জয় গোসাঁই কমিটিতে থেকে পয়সা নিচ্ছে, সত্যি ? ওকে বেশ পছন্দ করতাম :-(
  • kaataakutu | 65.82.131.225 | ০২ মার্চ ২০১২ ০১:৩৯528331
  • এই টা নাকি একদম নতুন, আমার এক বন্ধু পাঠালো। যদি কবিতাটা অন্য কোথাও প্রকাশিত হয়ে থাকে, সেটা আমার বন্ধুর দোষ, অমার না কিন্তু!

    যদি হয় রেপ
    ষড়যন্ত্র বলে দেব আমি।
    যদি হয় চাইল্ড ডেথ
    ইট্‌স নর্মাল জানে সব হারামি।
    যদি খাও বিষ মদ,
    টাকার বান্ডিল পাবে দুটো
    আর যদি ঝুলে পড়ো ( বেইমান কৃষক)
    নিশ্চই পায়ে লাল জুতো।
  • ranjan roy | 14.97.144.90 | ০২ মার্চ ২০১২ ০১:৩৯528330
  • ডেম্বা বা!
    মাথা ঘুরে গেছে। কয়েকবার রি-জেনারেট ট্রাই মেরে দেখলাম।
    তারপর কপালে করাঘাত। দশ বছর আগে যদি আমাকে এই লিংক দিতে তাহা হইলে অন্তত: তিনটি পি এইচ ডি নামাইয়া দিতাম। এমন প্রোফাউন্ড ননসেন্স!
  • aka | 168.26.215.13 | ০২ মার্চ ২০১২ ০২:২৯528332
  • দুর কাতুকুতুর বন্ধু ভুল টুকেছে। নতুনটা এরকম, আমার এক বন্ধু পাঠালে -

    নারী নারী নারী
    চলে যাও বাড়ি
    দাও মুড়ি লেপ
    করবে না কেউ রেপ

    চাইল্ড চাইল্ড চাইল্ড
    দেব তোমায় শিল্ড
    মরলে মরো জেলায়
    রেফার না হও অবহেলায়

    পুরুষ পুরুষ পুরুষ
    গেলো মদ বাড়বে জৌলুস
    তাতে বিষ যদি থাকে
    টাকা আসবে ট্যাঁকে

    কৃষক কৃষক কৃষক
    চেক দেব ভোলো শোক
    চেক হবে না ক্যাশ
    ঝুলে পড়ো ব্যাস

  • dukhe | 202.54.74.119 | ০২ মার্চ ২০১২ ১০:১১528333
  • PM, জয় কোন কমিটিতে পয়সা নেয় ?
  • kc | 178.61.96.29 | ০২ মার্চ ২০১২ ১০:১৮528334
  • জয় কোনও কমিটি থেকেই পয়সা নেয়না। (বোল্ড অ্যান্ড আন্ডারলাইন)
  • dukhe | 202.54.74.119 | ০২ মার্চ ২০১২ ১০:২৫528335
  • জয় যদি কমিটিতে থেকে পয়সা না নিতে পারেন, দুখে কমিটিতে না থেকে পয়সা নিতে চাইলে কি অপরাধ হবে? কেউ কি এট্টু রেকমেন্ড করে দেবেন?
  • siki | 155.136.80.36 | ০২ মার্চ ২০১২ ১০:৪১528337
  • পাগলি তোমার সঙ্গে সাজানো জীবন কাটাবো
    পাগলি তোমার সঙ্গে হেরিটেজ কাটাবো জীবন :-))
  • kc | 178.61.96.29 | ০২ মার্চ ২০১২ ১০:৪২528338
  • এল্ডি, জয় রেলওয়ে কমিটিতে আছেন কিন্তু কোনও অনারিয়াম নিতে অস্বীকার করেছিলেন। সবাইকে এক ঘাটে ফেললে চলব্যা??
  • dukhe | 202.54.74.119 | ০২ মার্চ ২০১২ ১০:৪৫528339
  • ধুর, রেলের কমিটি থেকে জয় কোনদিনই পয়সা নিত না। আমি ভাবলাম নতু নজরুল আকাডেমি না কী সেইটা বুঝি। যত্ত বাসিমাল !
  • siki | 155.136.80.36 | ০২ মার্চ ২০১২ ১০:৪৬528341
  • আচ্ছা, রেলের এতশত কমিটি করে কী হল?
  • aranya | 144.160.98.31 | ০২ মার্চ ২০১২ ১১:৩৬528343
  • দ, ছড়াটা ভাল :-)
  • SC | 96.235.41.90 | ০৩ মার্চ ২০১২ ১১:৩৬528344
  • বা:! খাসা লেখা। পড়ে বেশ আনন্দ পেলাম।
    আমার এব্যপারে দুটি মত আছে।
    ১। সকলকে খুব গভীর চিন্তার কবিতা লিখতে হবে নাকি। লেখে, সকলে পড়ে আনং পাচ্ছেন, এই তো চাই। :)
    ২। একটা জাতি কালচার করাটাকে সামাজিক ইনস্টিটিউশন বানিয়ে ফেললে এরকম খোরাকই হতে হয়। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীও আরেকটি দৃষ্টব্য পিস। নিতীশ কুমার, জয়ললিতা, মায়াবতী, নরেন মোদী এদেরকে পদ্য লিকে, ছবি এঁকে "আমিও কালচার করি" প্রমাণ করতে হয় না। (এই ব্যাপারে জ্যোতিবাবুকেও আমি খুব রেস্পেক্ট করি)
  • b | 125.20.82.165 | ০৩ মার্চ ২০১২ ১২:০২528345
  • SC কে দীর্ঘ ঊ দিলাম।
  • Kaju | 121.242.160.180 | ০৩ মার্চ ২০১২ ১২:০৭528346
  • এইখানে একজন কালচারবিরোধী ভদ্রলোকের কথা বলি।

    তা, উনি সেদিন একজনের সাথে কথা বলছেন। উল্টো দিকের ভদ্রলোকটি বললেন, "কাল চার না? আজ তো তিন।"
    কী হল কে জানে, এই ভদ্রলোক শুনে তো বেজায় চটে গেলেন, 'কী দিনকাল পড়ল বলো তো ভাই নরেশ? যে পারছে এক লাইনে কাগের কথা পরের লাইনে সারসের কথা বলে গভীরে যাও পদ্য লিখে দিচ্ছে, তাই নিয়ে কী হুজুগ ! হ্যা: ! আমার সামনে ওসব কালচার টালচার বোলো না হে।'
    হাওয়া মন্দ বুঝে নরেশ কেটে পড়লেন।

    বুঝি নাকো কালচার
    লোকে বলে ভালচার
    বয়ে গেল
    ভারি তাতে
    পূবদিকে জাল ছাড়

    আবার কালচারকে কোমল করে কলচর বলে জলচরের সাথেও মিল দেয়া যায়।
  • dukhe | 122.160.114.85 | ০৩ মার্চ ২০১২ ১২:৫৩528347
  • কাগ আর সারসের পদ্যটা কী ? আমি শুধু ভালবাসা আর আলুর খোসাটা জানি ।
    সবই কি বকলমে শ্রীমতী ব্যানার্জি ? কিছুই বলা যায় না ।
  • kd | 59.93.241.105 | ০৩ মার্চ ২০১২ ১৪:৩৮528348
  • আমাদের পাড়ায় এক কবি ছিলো, কবি অচিন্ত্য। একেবারে জাত কবি। মানে সকালে সাদা শার্ট, সাদা হাফ পয়ন্ট, গলার টাই আর হাতে একটা টেনিস র‌্যাকেট নিয়ে কোথায় যেন যেতো। (পাড়ার রসিকপ্রবর চন্ডীদা এ'দেখে বল্লো, কিরে অচিন্ত, ফুলপ্যান্টটা সানফোরাইজ্‌ড দেকে কিনিসনি? দ্যাক, কত শ্রিন্‌ক করে গ্যাচে)। অচিন্ত্যদা চাকরি-বাকরি কিছু করতো বলে শুনিনি - বাড়িভাড়ার টাকা ভালোই পেতো। তা, পাড়ার মেয়ে হিসেবে মমতা ওর কাছে কবিতা লেখার ট্রেনিং পেলেও পেতে পারে। ওর দু'একটা কবিতার কিছু অংশ মনে আছে।

    নার্গিস,
    পথে দেখা হ'লো ভাগ্গিস
    ইত্যাদি।

    বা

    মুদী বসে বেচে কেনে,
    এ'পাড়ায় তারে সবাই চেনে,
    ইত্যাদি।

    আমাদের বাড়িতে এলে ওকে কবিতা শোনানোর জন্যে জ্বালাতুম। একবার দুম করে বলে দিলো (জাত কবি তো)।

    ওপরে মুরারী পাদে,
    নীচে বসে গোপা কাঁদে।
    (মুরারী আমাদের বাড়িতে কাজ করতো, আর আমার বোন গোপা তখন খুবই ছোটো)।
    কাকিমার বকুনি খেয়ে এর পর কোনোদিন আর কবিতার রিকোয়েস্ট করি নি।

    ওর অনুপ্রেরণায় আমিও আমার জীবনের প্রথম ও শেষ পদ্য ময়দানের মুক্তমেলায় বলেছিলুম। সেটা এখানে একবার লিখেওছিলুম কিন্তু পাব্লিক সেটা ঢপ বলায় আর উল্লেখ করলুম না।

    ডি: একটা খুব বোরিং কাজ করছি। তাই কাজের থেকে ব্রেকের মাত্রা বেশী।
  • kobi | 42.108.245.230 | ০৩ মার্চ ২০১২ ১৮:৩৩528349
  • যাদবপুরে মিছিলে মমতার দুপাশে থেকে হাত নাড়াচ্ছেন অর্পিতা আর জয়কবি!
    এণিমধব আর কত খাব??
  • t | 59.164.189.68 | ০৩ মার্চ ২০১২ ২২:৩৮528350
  • পিসি আমাদের ভিত্তি/ভাইপো আমাদের ভবিষ্যৎ
  • shubha | 59.93.214.32 | ০৪ মার্চ ২০১২ ১৪:৪৩528352
  • Bah Bah besh besh! eTtto gyanijon eksathe kom e dekha jaai.. aar khilli to atulniyo..ja hok ranjan da mamatar kobita niyei PhD korte paaren mane onaar kobitar asarata ta bagla sahitya totha anader bangadeser ki ki khoti koreche... ityadi ityadi..

    Aapnake ekjon bichkhaan manush hisebei jani. Aapnar lekha porteo amar bhalo laage kintu ei kunatya range aapnio jog deben eta thik ami mon theke nite pari ni.

    siki dar jonno ekta abedan aache choto mukhe borokotha hole nija-gune choto bhaike khama kore deben. Aapni dada Taranade asun oder bodh hoy natun anchor hunt cholche... apnaar cheharao aache bolteo paren... aar etto bhalo platform paben na sotti bolchi... ora konodin o CPM er birodhita kore ni..aar aapnar duto subidh hobe

    1) didike niye chutiye khilli korte parben.

    2) ku gho ke hazar baar Bo** **da bolte paarben. aar jodi ku-gho palta aapnere kichu koi....koile apanaar hate saline er bottle lagiye bolbo trinora eisya pitiyechena ki bolobo mairy..... gonotontrer bolaytkar ( chamatkar).

    porisese boli guruchandali jake khusi somorthan korte paare tate aamar kichu ase jaai na tobe eta banchoniyo chilo na.. nirpekhataai asha korechilaam ... gurur lekhakra bamponthi andha bhakta hote ppaaren ... kintu pakhapatdusto hoben seta aage bujhi ni
    tobe hya gurur chandal ra etaao boltei paren mosaai bhalo na laagle aasben na amader site amara jake ja khusi bolbo jake icche niye khilli korbo aapnar ki tate..tale obossi kichu bolaar nei... tobe sekhetre aar gurute aasboi na.

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন