এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শ্রীমতি ব্যানার্জির কবিতা

    anirban
    অন্যান্য | ২৯ ফেব্রুয়ারি ২০১২ | ৮০২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | 59.93.195.56 | ০৪ মার্চ ২০১২ ১৫:১৩528353
  • শুভবাবু/শুভাদেবী, কিছুদিন আগে পর্যন্ত বামপন্থীরা গুরুচন্ডালী ও এর বেশীরভাগ ভাটুরেদের তিনোমূলী বলে অভিযোগ করতেন। এখন আপনি ও আরও অনেকে গুরুচন্ডালী ও সেই একই ভাটুরেদের সিপিএম অনুরাগী বলছেন। আগের ওরাও ঠিক ছিলেন, আপনারাও ঠিক। আর এর মানে গুরুচন্ডালী ঠিক রাস্তাতেই আছে।

    আসলে কি মনে হয় জানেন, গুরু হচ্ছে অ্যান্টি-প্রশাসন, স্পেসিফিক্যালি অ্যান্টি-মুখ্যমন্ত্রী, অ্যান্ড ১০০% প্রো-খিল্লি।

    জ্জয় গ্গুরু!!!
  • Lama | 116.202.213.80 | ০৪ মার্চ ২০১২ ১৬:৩০528354
  • ঐজন্যই তো আমরা কখনো মুখ্যমন্ত্রী হবার চেষ্টা করি না।
  • T | 14.139.128.11 | ০৪ মার্চ ২০১২ ১৬:৩৭528355
  • হা হা প গে।
  • PM | 86.96.228.84 | ০৪ মার্চ ২০১২ ১৬:৫২528356
  • শুভা, গুরুচন্ডালী (টই) আন্সেন্সর্ড মিডিয়া। যে যা খুশী লিখতে পারে।কোনো বাঁধা নেই। আপনি একটা দিদির ফেভারে টই খুলে লিখতে পারেন। এই টই তেও আপনি সকলের যুক্তির বিরুদ্ধে গিয়ে পাল্টা যুক্তি দিয়ে প্রমান করতে পারেন যে দিদির কবিতা বিশ্ব মানের। এখান্‌কার লোকরা থই পাচ্ছে না। কোনো অসুবিধা নেই।

    তবে একটা কথা-----আমি বেশ কিছুদিন দেশের বাইয়ে। ভোটের কিছু আগে গেছিলাম। তখন তারা আনন্দের সুমন কে দেখে মনে হতো পারলে দিদির বাসি কাপড় কেচে দেবে, নেহাত দিদি বলছে না তাই। তা হঠাৎ কি হোলো? পয়সাকরি যা দেবেন বলেছিলেন ভোটের আগে তা সব মেটাননি নাকি? হঠাৎ ওরা এত রেগে গেলো কেনো?
  • umesh | 86.16.128.81 | ০৪ মার্চ ২০১২ ১৮:৩৬528357
  • ভাই শুভ, এতো রেগে গেলে কেন?
    মহাপুরুষ দের প্রথম জীবনে খিল্লি করা তো আমাদের বাঙালী দের ঐতিহ্য।

    আমরা বিদ্যাসাগর কে খিল্লি করেছি, রবিদাদু কে প্রথম জীবনে খিল্লি করেছি, সত্যজিৎ কে করেছি আর এখন দিদি, আর কু: ঘো: দের করছি।
    এতে কি প্রমান হচ্ছে না যে ওরা ঠিক পথে চলেছে আর আমরা বাঙালী ঐতিহ্য বজায় রেখেছি।
  • S | 99.26.200.89 | ০৪ মার্চ ২০১২ ১৯:৩৯528358
  • আচ্ছা শুভা + অপ্রসন্ন কি হবে? কেডি বাবু যা বললেন গুচ প্রো-খিল্লি। তাই এখানে সবকিছুর নির্মোহ ব খোলে আর লোকে দুপক্ষকেই গাল পারে। যদি একপক্ষের-ই হোতো তাহলে তো গ:শ: বা পোতিদিন পরলেই হোতো। আর তারানন্দ প্রো ছিপিএম - কইবেন না কত্তা, শুনলে দিদিও হাসবো।
  • S | 99.26.200.89 | ০৪ মার্চ ২০১২ ১৯:৪৪528359
  • ও হ্যাঁ । আরেকটা কথা। দিদির কবতে নিয়ে খিল্লি করা মানে কি অ্যান্টি-তিনো বা প্রো-কমু হতে হবে নাকি? এই "হয় আমাদের সাথে নইলে ওদের' - এই মনোভাব কেন?
  • siki | 122.177.252.198 | ০৪ মার্চ ২০১২ ২০:২৬528360
  • আমার মাইরি সিরিয়াসলি সন্দেহ হচ্ছে, এইটা কাক-শুভাপ্রসন্ন নয় তো? :-) এই শুভাবাবু যেন কেমনধারা! দু-দুবার জিজ্ঞেস করলাম বাংলায় লিখতে কী অসুবিধে হচ্ছে বলুন, তা উনি পাত্তাই দিলেন না, এদিকে উনি কিন্তু জানেন বাংলা এডিটরে কী করে ইংরেজি লিখতে হয়। যখনই জিজ্ঞেস করি, উত্তর না দিয়ে কদিন চুপ থেকে কদিন বাদে আবার অন্য টইতে ভুস করে ভেসে ওঠেন। আবার সেই ইংরেজিতে বাংলা লেখেন।

    শুভাবাবু / বিবি, তারানন্দে আমাকে নেবে বলছেন? আপনার ঠেকপত্তর আছে নাকি? পহাকড়ি কেমন দেবে? আমার কারেন্ট স্যালারির থেকে বেশি হবে তো? আর ইয়ে, দিল্লি থেকে লংডনে, থুড়ি, কলকাতায় রিলোকেট কত্তে হবে না তো?

    আর আমার বায়াসনেসের কথা, আর বলবেন না মশাই। গুরুর সব্বাই জানে, আমি গণশক্তিকে গীতার থেকেও বেশি শ্রদ্ধা করি (গীতা বয়েসে আমাত্থেকে দু বছরের বড়, শ্রদ্ধা করা যেতেই পারে:-))। সেই জন্যেই তো পোতিদিন আর কুঘো-কে সহ্য করতে পারি না, বুইলেন্না? আমি আজন্ম কমরেড, বেশিগ্রীন। :-)

    হাহাচেথেচিপগে। :-)))))))
  • Lama | 117.194.227.130 | ০৪ মার্চ ২০১২ ২০:৫৩528361
  • খিল্লনীয় কবিতা পড়েও খিল্লি করা যাবে না? এ কি অত্যাচার! পেট ভুটভাট করবে যে শেষে
  • d | 14.99.56.123 | ০৪ মার্চ ২০১২ ২০:৫৮528216
  • আম্মো কব্‌তে লিখতে পারি

    যাহারা তোমায় ভাল বলিয়াছে, কিনিয়াছে সব ছবি
    তুমি কি রেলের কনট্র্যাকটগুলি তাদেরি দিয়াছ সঁপি?
  • Lama | 117.194.227.130 | ০৪ মার্চ ২০১২ ২১:০০528217
  • কেয়াবাত! কেয়াবাত! মারহাব্বা
  • siki | 122.177.252.198 | ০৪ মার্চ ২০১২ ২১:১৯528218
  • আরো কবতে, এইবার সিকিকে খিল্লি ক'রে:

    কুণাল কুণাল কুণাল
    যেই ব্যাটা তোর খিল্লি ওড়ায়
    থাবড়ে দে তার দুগাল।

    তারানন্দের সুমন
    সিকির ঘাড়ে চাপিয়ে দে না
    পাপের বোঝা দু'মন।

    পার্থ আমার পার্থ
    খোট্টা সিকি মাহাত্ম্য তোর
    বুঝতে হল ব্যর্থ।

  • umesh | 86.16.128.81 | ০৪ মার্চ ২০১২ ২১:২৯528219
  • সিকি তো দেখি দিদি স্টাইলে কবিতা লিখছে।
    দিদি পেটেন্ট নিয়ে রাখেনি তো?
    তাহলে কিন্তু সিকি'র খবর আছে।

  • Lama | 117.194.227.130 | ০৪ মার্চ ২০১২ ২২:৪১528220
  • এদিকে একজনের ফেসবুক প্রোফাইলে এটা পেলাম-

    *******
    মুখ্যমন্ত্রী চরিত
    *******

    পশ্চিমবঙ্গবাসী এতবধি চাক্ষুষ করিয়াছেন ~

    . হ্যাট্রিককারী মুখ্যমন্ত্রী ~ প্রফুল্ল চন্দ্র ঘোষ । (স্বল্প মেয়াদে তিন দফায় গদি পাইয়াছিলেন।)

    . ভারতরত্ন মুখ্যমন্ত্রী ~ বিধান চন্দ্র রায়। (একটি উল্টানো ডাঙাকে সোজা করিয়া জনবসতি স্থাপন করিয়াছিলেন।)

    . চিরকুমার মুখ্যমন্ত্রী ~ প্রফুল্ল চন্দ্র সেন। (আজীবন খাদি পড়িয়া কম্যুনিস্ট পার্টির বিরোধিতা করিয়াছেন। হুইল চেয়ারও তাঁহাকে দমাইতে পারে নাই।)

    . সন্ধিপ্রবণ মুখ্যমন্ত্রী ~ অজয় মুখার্জী। (বঙ্গ কংগ্রেস নামক নির্বীষ সর্পটিকে বিষধর করিবার উদ্দেশ্যে কম্যুনিস্ট পার্টির সাথে যুক্ত করিয়া সহজ সন্ধির নিয়মে ‘যুক্তফ্রন্ট’ নামক একটি স্বল্পায়ু আশীবিষ সৃষ্টি করিয়াছিলেন।)

    . খেলোয়াড় মুখ্যমন্ত্রী ~ সিদ্ধার্থশঙ্কর রায়। (ক্রীড়াজীবনে সুব্যাটসম্যান হিসাবে ও মুখ্যমন্ত্রীত্বকালে সুবোলার হিসাবে প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। তাঁহার উইকেট সংখ্যা কপিলদেবকেও লজ্জায় ফেলিতে পারে।)

    . নির্বিকার মুখ্যমন্ত্রী ~ জ্যোতি বসু। (ময়দানে ভিনগ্রহের আকাশযান নামিয়াছে শুনিয়াও যিনি “” এর অধিক কোনও শব্দ খরচ করিতেন না বলিয়া আমার বিশ্বাস। তাঁহার বাণীসমগ্র একটি হ্যান্ডবিলেই ছাপাইয়া ফেলা সম্ভব। রেকর্ডকালীন সময় মুখ্যমন্ত্রী থাকিয়া আমার এই তালিকার দৈর্ঘ্যসঙ্কোচন করিয়াছেন।)

    . সংখ্যাতাঙ্কিÄক মুখ্যমন্ত্রী ~ বুদ্ধদেব ভট্টাচার্য্য। (“আমরা ২৩৫, ওরা ৩৫”)

    এইবারে আসিয়াছে.....................

    . গোয়েন্দা মুখ্যমন্ত্রী ~ মমতা ব্যানার্জী।

    {বাঙালী, বাবু গোয়েন্দা দেখিয়াছে ~ ব্যোমকেশ। দাদা গোয়েন্দা দেখিয়াছে ~ ফেলুদা। মাসি কিম্বা কাকু গোয়েন্দাও বাজারে বর্তমান (আনন্দমেলা পুজাবার্ষিকী পড়ুন) কিন্তু এই প্রথম দিদি গোয়েন্দা দেখিয়া আমাদের চক্ষু চড়কগাছ। রাজ্যের সকল ঘটমান বর্তমানকে “সাজানো ঘটনা” এবং “সিপিয়েমের চক্রান্ত” বলিয়া নিমেষে রহস্যকে সহাস্য করিয়া তোলেন। আগাথা ক্রিস্টির মার্পলের বহুযুগ পর এই “অযথা সৃষ্টি” মমতার আবির্ভাব।অদু’টি ব্যাপারের গুণগত মান লইয়া প্রশ্ন তোলা অবান্তর। কারণ দুটির জনপ্রিয়তাই আকাশচুম্বী। বেদের মেয়ে জ্যোৎস্না ও জেদের মেয়ে মমতা।অতিনি, সিপিয়েম যা করে, তার বিপরীত কার্যটি করিয়া নিজের জনপ্রিয়তা প্রমাণের মরিয়া চেষ্টা করেন। সিপিয়েম মিছিল করিয়াছে। ইনিও মিছিল হাঁকিলেন। একবার ৮বি হইতে গাঙ্গুলীবাগান, আরেকবার গাঙ্গুলীবাগান হইতে ৮বি। অর্থাৎ, সরণ শূণ্য। পদার্থবিদ্যার নিয়মে কার্যও শূণ্য। যাহা বিগত ন’মাসে রাজ্যের খতিয়ান। (ক্ষতিয়ান বানানেও যা সমান অর্থবহ।)।অচিন্তা হইতেছে সম্মুখের ৫১ মাসে তিনি কালীঘাট হইতে আরম্ভ করিয়া একে একে সতীর সবক’টি পীঠ আমাদিগকে চাক্ষুষ করাইয়া ছাড়িবেন। বঙ্গবাসী সেই তীর্থদর্শনের আশঙ্কায় রহিল।
  • siki | 122.177.252.198 | ০৪ মার্চ ২০১২ ২২:৪৩528221
  • টুউউউউউউউ গুড!!
  • dukhe | 14.99.164.197 | ০৪ মার্চ ২০১২ ২৩:১০528222
  • ইদিকে কদিন আগে বুদ্ধবাবুর মিছিলে আবাপ জনজোয়ার দেখেছিল । আজ আবার দিদি আর বিমানদার মিছিলে শক্তিপ্রদর্শন দেখেছে । কত রঙ্গ দেখালি খেঁদি ! ব্র্যান্ড বুদ্ধের কবরস্থ আর্কাইভগুলো রিপ্রিন্ট হবে মনে লিচ্চে ।
  • kd | 59.93.206.34 | ০৫ মার্চ ২০১২ ০১:০৩528223
  • আর স্বপন সাহা, হরনাথ চক্রবর্তি আর সুখেন দাসকে শুরু থেকে খিল্লি করে চলেছি, এখনও থামিনি।

    কখনো কখনো আমরা ডেডিকেটেডলি কন্সিস্টেন্ট।
  • ABASTAB | 14.139.163.29 | ০৫ মার্চ ২০১২ ০৮:৫৪528224
  • দিদির আত্মচরিতের রিভিউ
    http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-literaryreview/article2959039.ece

    নির্মল আনন্দের জন্য একখানি উদ্ধৃতি
    “When in power the power of power and its excesses can make the powerful, rulers of a new, all-powerful horizon.”
  • SC | 96.235.41.90 | ০৫ মার্চ ২০১২ ১১:১২528225
  • এদিকে শুভাবাবু আবার অকারণে রেগেটেগে গেলেন। আমি তো বেশ ভালো বল্লাম, সেটা চোখে পড়ল না?
    কি বিপদ।
    দিদির আত্মচরিত পড়ে আবার রিভিউ ও লিকেছে মহিলা। তাপ্পর কান্নাকাটি, এমা কোথায় ভাবলাম লিন্‌কনের জীবনী পড়ব, তা না, এ কি !
    ওরে টিকিট কাটলি পাগলুর,তো পাসোলিনি থোড়েই দেখতে পাবি।
  • Lama | 117.194.228.126 | ০৫ মার্চ ২০১২ ২০:৩৭528227
  • সমালোচক আশঙ্কা প্রকাশ করিয়াছেন যে গ্রন্থটি হইতে পাঠকের কিছুই প্রাপ্তব্য নাই। আমার কিন্তু মনে হয়, (উক্ত আত্মজীবনী পাঠ না করিয়াও বলা যায়) উহা নির্মল আনন্দদানে সক্ষম হইবে
  • Nim | 82.89.200.226 | ০৯ মে ২০১২ ২১:৫০528228
  • আর কবিতা নেই? শেষ নাকি? :(
  • quark | 24.139.199.1 | ১১ মে ২০১২ ১১:০৭528229
  • পুরনো টই (মমতাতন্ত্র) খুঁজে পেলুম না, তাই এখানেই ঃ http://tinyurl.com/buhuuks

    লাখ লাখ টাকা খরচ হচ্ছে, ঢাক পেটাতে
  • Generic Letter | 146.142.168.156 | ১১ মে ২০১২ ১৯:২৭528230
  • আমার এক বন্ধুর লেখা - এখানে তুলে দিলাম:

    নিজে যাই হই নাকো কোনো বাধা নাই,
    'মামাটি মানুষ' হোক, এই আমি চাই!
    দুর্যোধনের ঐ হারের কারণ
    'মামাটি মানুষ' নয়! হাজার বারণ
    না শুনেই কৃষ্ণের এমন যাতনা,
    'মামাটি মানুষ' হলে কখনো হত না।
    তোমাদেরও তাই বলি, শোনো দিয়ে হুঁশ,
    প্রার্থনা করো, হোক 'মামাটি মানুষ'!!
  • pi | 233.176.53.46 | ২৭ সেপ্টেম্বর ২০১৪ ২০:০০528231
  • দিদির পুজোর উপহার ঃ
  • pi | 233.176.53.46 | ২৭ সেপ্টেম্বর ২০১৪ ২০:০১528232
  • pi | 233.176.53.46 | ২৭ সেপ্টেম্বর ২০১৪ ২০:২১528233
  • আহা, সেই ভাষাহীন ভাষার ছোঁওয়া ,
  • একক | 24.96.40.57 | ২৭ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪২528234
  • উফ এই toi আগে দেখিনি । খনি তো !
  • সিকি | 131.241.127.1 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৩528235
  • ভাষাহীনের ভাষাটা কেউ এখানে কপিপেস্ট করে দিতে পারবে? তা হলে হারিয়ে যেত না। যদিও ওটা কবিতা নয়, তবু ...
  • quark | 24.139.199.12 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৩528236
  • আবাপ একবার "আনন্দ পুরস্কার"টা দিয়ে দেখলে পারে!
  • ranjan roy | 24.97.218.227 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৮528238
  • দিদির "যবনিকা" পড়ে বুঝলাম কল্লোল গোপনে দিদির লোক।
    খ্যাল করুনঃ
    "স্রোতের "কল্লোলে" লুক্কায়িত এক একটি "কল্লোলধ্বনি!"
    আর কত প্রমাণ চাই?
    পিটিবাউ ঠিকই বলেছেন যে কল্লোল কাঁধে করে দিদিকে রাইটার্সে বসিয়েছে! আগে বিশ্বাস করি নি, আমারই দুর্ভাগ্য!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন