এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নীল সাদা নিয়ে কি বাড়াবাড়ি hochchhe?

    Arin
    অন্যান্য | ১১ মার্চ ২০১২ | ৪২৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arin | 119.224.108.139 | ১১ মার্চ ২০১২ ০৩:০০535984
  • TimesofIndia তে লিখেছে কলকাতার ডালহাউসি অঞ্চল পুরোটা নীল সাদা রংএ রাঙ্গিয়ে দেওয়া হবে |
    এ কেমন খেলা ও খেয়াল?
    শহরটাকে নিয়ে সত্যি সত্যি কেউ কি ভাবে? নাকি সবটাই খেলা?
  • Generic letter | 24.3.189.214 | ১১ মার্চ ২০১২ ০৩:১৮535995
  • আমি যা শুনলাম তা এইরকম: দিদি বলেছিলেন যে নীল-সাদা পছন্দ। তারপর পিডাব্লুডির হর্তাকর্তারা দিদিকে খুশি করতে এইসব শুরু করেছেন।

    খবরের সোর্স আমার চেনা একজন, যিনি গভর্নমেন্ট ক¾ট্রাক্টর, মনুমেন্টের মাথায় নীল রং করার টেন্ডার জমা দিয়েছিলেন, ক¾ট্রাক্ট পাননি।
  • Ishan | 50.82.180.165 | ১১ মার্চ ২০১২ ০৩:২২536006
  • অ্যাকচুয়ালি এটা পুলিশের কাজ। ইদানিং পিডাব্লুডি করছে। তাজ্জন্য দায়ী বাম জমানার পুলিশ কমিশনার। আবার কে?
  • Sibu | 108.23.41.126 | ১১ মার্চ ২০১২ ০৬:৩৫536028
  • নাম ঠিক করে দিলাম।
  • Suburban | 108.23.41.126 | ১১ মার্চ ২০১২ ০৬:৩৫536017
  • মনে হচ্ছে খ্‌সড়া নিয়ে কোথাও কিছু কাজ এগোচ্ছে :-) ।
  • PT | 203.110.246.230 | ১১ মার্চ ২০১২ ১০:৫৭536039
  • দিদির ইচ্ছে কলকাতাকে নীল সাদা করে দেওয়ার। কার ঘাড়ে কটা মাথা আছে যে তার বিরুদ্ধে কথা বলবে? প্রসঙ্গ উঠলেই তৃণজীবিরা বলছে যে সেই যে বাম আমলে মনুমেন্টের মাথাটা লাল করা হয়েছিল!! কয়েকদিন আগে দেখলাম যে আকাশবাণী ভবনের ধারেকাছের সব মূর্তির পাদদেশে সাদা নীল টুনি জ্বলছে। রাতের অন্ধকারে মুর্তি দেখা যাচ্ছেনা - শুধু দিদির ইচ্ছে আলো জ্বলজ্বল করছে।

    Expressing shock and horror at the heritage zone being defiled, conservation architect Manish Chakraborti said the new paint used on railings, lamp posts and bollards in Dalhousie Square was too loud and in blatant violation of the principle and spirit of heritage conservation. http://articles.timesofindia.indiatimes.com/2012-03-10/kolkata/31143020_1_heritage-experts-heritage-square-heritage-zone

    TOI যে ছবিটা ছেপেছে সেটার লিং পেলাম না। সেটা দেখলে যেকোন সাধারণ মানুষও বুঝতে পারবে যে নীল-সাদা রঙ ডালহৌসি স্কোয়ারে অতি উৎকট দেখাচ্ছে।

    কলকাতা এখন এক উন্মাদিনীর বিচরণভূমি!! "So what if it is a heritage zone? - জানালেন তার পোষ্য।
  • sda | 117.194.192.138 | ১১ মার্চ ২০১২ ১২:০৬536050
  • টুনি ল্যাম্প আর নাই এখন। এলিডির যুগ। নীল আর সাদা এলিডির লুমিনাস এফিসিয়েন্সি সবচেয়ে বেশী। তাই আলো যদি লাগাতেই হয় , দেন হোয়াই নট নীল আর সাদা ? :-)
  • siki | 122.177.11.185 | ১১ মার্চ ২০১২ ১২:৩১536061
  • সাপলুডো খেলছেন কেন্দ্রের সঙ্গে। :-))
  • PT | 203.110.243.23 | ১১ মার্চ ২০১২ ১২:৪২536072
  • এলিডি-ই হোক আপত্তি নাই। আপত্তি আলোকসম্পাতের পদ্ধতিতে - মুর্তির ঠ্যং-এ আলোর দড়ি বাঁধা - তাই মুর্তি আলোকবৃত্তের বাইরে। নীল-সাদায় আপত্তি এই কারণে যে এও দিদিকে খুশী করার জন্যে বাছাই করা রং-কলকাতার ঔঙ্কÄল্য বাড়ানোটা মূল লক্ষ্য নয়। এখন ঘুরে দেখলে দেখা যাবে যে দিদির পছন্দের নীল-সাদা রং আর তিন ঠ্যাঙা আলোয় কলকাতাকে অত্যন্ত সস্তা রঙ মাখা মুখের মত দেখাচ্ছে। আর বোঝাই যাচ্ছে যে এই ব্যাপারেও expert সেই একজনই যিনি সকল কাজের কাজী - আর বাকি সবাই তাঁর সঙ্গীমাত্র। কি আশ্চর্য এই রঙের ব্যাপারে বাম আমলেও -অন্তত: সাম্প্রতিকালে পার্টি কোন সিদ্ধান্ত নেয়নি। সিদ্ধান্ত নিয়েছিল প্রকৃত expert-রা: "A lot of thought had gone into crafting the furniture to suit the immediate environment. Accordingly, a dark shade was used so that they blend with the surroundings. The screaming blue and white paint is completely incongruous," (আগের লিং)।

    কেউ কি মনে রেখেছে সেই ৮৫ জন ""বিদগ্‌ধ"" মানুষদের নিয়ে দল পাকিয়ে গড়া একটি হাস্যকর কমিটির কথা যাদের নাকি জোটানো হয়েছিল KMC-কে উপদেশ দেওয়ার জন্য? মমতার সেই অনবদ্য ঢপ? সেইসব উপদেষ্টার এখন কোথায়? http://www.indianexpress.com/news/starstudded-kmc-panel-more-like-a-shooting/744920/

  • siki | 122.177.11.185 | ১১ মার্চ ২০১২ ১২:৪৫535986
  • অত তুলনা টানারও কিসু নাই। এরা রং করছে তো ওরা নাম পাল্টেছিল। আস্ত একটা নিউটাউনের নাম পাল্টে করে দেওয়া হল জ্যোতিবসু নগর। সেটাও এমন কিছু সাধু উদ্যোগ ছিল বলে আমি মনে করি না।
  • dukhe | 117.194.235.18 | ১১ মার্চ ২০১২ ১২:৪৫535985
  • আর্জেন্টিনার সাপোর্টারদের পোয়াবারো । ব্রাজিলের পক্ষ থেকে পোতিবাদ জানিয়ে গেলাম ।
  • PT | 203.110.243.23 | ১১ মার্চ ২০১২ ১২:৫৫535987
  • কি আশ্চর্য!! এখন বামেদের ""ভুল"" কাজকে সকলেই দেখছি ঢাল হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। ""পরিবর্তন""-এর সরকারের কাছে প্রত্যাশা তো অন্যরকম ছিল!
  • PM | 86.96.228.84 | ১১ মার্চ ২০১২ ১৩:০৩535988
  • আস্ত একটা সল্টলেক সিটি-র নাম-ও বিধাননগর করে দিয়েছিল । ছি :
  • dukhe | 117.194.235.18 | ১১ মার্চ ২০১২ ১৩:০৬535989
  • এই রংবাজির প্রতিবাদে একটা ৭২ ঘণ্টার বনধ হয়ে যাক । গুড ফ্রাইডের লাগোয়া হলেই ভালো ।
  • siki | 122.177.11.185 | ১১ মার্চ ২০১২ ১৩:১০535990
  • পিটি -- "কি আশ্চর্য এই রঙের ব্যাপারে বাম আমলেও -অন্তত: সাম্প্রতিককালে পার্টি কোন সিদ্ধান্ত নেয় নি।'

    ঢাল টাল নয়, আপনার আগের পোস্টেই ছিল এই লাইনটা। তাই লিখলাম। আমি তৃণমূলের ঢাল নই, সেটা হয় তো আপনি জানেন। :)
  • PT | 203.110.243.23 | ১১ মার্চ ২০১২ ১৩:১৬535991
  • siki - দু:খের সঙ্গে জানাই যে আপনার পোস্টিং পড়ে আমার অনেক সময়েই তৃণমূলের ঢাল বলেই মনে হয়েছে যদিও নিশ্চিত জানি যে আপনি সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত নন। কেন জানিনা আপনার পোস্টিং-এ বিধাননগরেরও কোন উল্লেখ থাকল না!!
  • siki | 122.177.11.185 | ১১ মার্চ ২০১২ ১৩:২৬535992
  • খুব দু:খ পেলাম। :) সময় নেই তাই আর অ-ঢালোচিত পোস্টগুলো খুঁজে বের করার চাপ নিলাম না।

    বিধাননগর বা বিধান শিশু উদ্যান সংক্রান্ত কোনও মতামত কিন্তু আমি করি নি। না পক্ষে, না বিপক্ষে। আপাতত আপনি বললেন তাই জানিয়ে দিই, সেটাও আমার একই কারণে অপছন্দ।
  • Tim | 98.249.6.161 | ১১ মার্চ ২০১২ ১৩:৩১535993
  • দুখেদার পয়েন্টা দামি। সারা প:বঙ্গ আর্জেন্তিনার সাপোটার করে দিলো। এম্নি এম্নি কি আর মবকে দুচক্ষে দেখতে পারিনা!
  • PT | 203.110.243.23 | ১১ মার্চ ২০১২ ১৩:৫৭535994
  • জ্যোতিবসু নগরের তুলনাটা বিধাননগরের সঙ্গেই হয়। আর বামেদের যতই অপছন্দ হোক, কলকাতাকে নীলবন্ন শেয়াল বানানোর সঙ্গে তুলনা করার মত বামেদের সেরকম উল্লেখযোগ্য সিদ্ধান্ত খুব একটা নেই - ঐ ঠেলে ঠুলে মনুমেন্টের মাথাটা লাল রং করাটার উল্লেখ করা যেতে পারে। সর্বোপরি ৮৫ জনের উপদেষ্টা কমিটি বামেরা করেনি- বোধহয় ""ঔদ্ধত্য"-এর কারণে তারা এই সামান্য ঢপ দেওয়ার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছিল।

    আসলে এই ""রংবাজি"" বিক্রি হয়ে যাওয়া বাঙালী বুদ্ধিজীবি, সহর পরিকল্পনায় রুচিহীনতা, ভাই-ভাইপোর আর্থিক উত্থান ইত্যাদি প্রভৃতি অনেকগুলো বিষয় সামনে এনে ফেলছে। নাহলে নীল রং নিয়ে কারাই বা আপত্তি থাকতে পারে? তবে ভয় হয়: কেননা পিকাসোর blue period-এর (১৯০১-১৯০৪) আঁকা ছবিতে - He painted mostly in shades of blue; the mood of these paintings is melancholy, without the hint of satire of his earlier work. They are both stoic and a little sentimental. He gathered subject matter from the prisons and gutters of Paris; he liked to paint beggars, vagrants, and worn-out prostitutes. An early work in this new mode is his "Self-Portrait" of 1901. While he was only twenty at the time, he looks much older here, wizened and hollow....
  • dukhe | 117.194.231.74 | ১১ মার্চ ২০১২ ১৫:০০535996
  • তাছাড়া ব্লু ব্লাডও তো বুজ্জোয়াদের ব্যাপার । আর সাদাও কিছু ভালো জিনিস না - রসগোল্লার রঙ - ডায়াবেটিসের প্রতীক ধরা যায় ।
  • PT | 203.110.246.230 | ১১ মার্চ ২০১২ ২১:৪৬535997
  • না না শুধু বুজ্জোয়াদের ব্যাপার নয় - সমস্যা আরও গভীরে। খবরে প্রকাশ যে উত্তর কলকাতায় গিরিশ ঘোষের বাড়িটি ঐতিহাসিক কারণে গেরুয়ার কাছাকাছি কোন রং ছিল। দিদিকে খুশী করার জন্য অতি তৎপর স্তাবকেরা সেই বাড়িটিকেও নীলবর্ণ করে ছেড়েছে!!
  • Bratin | 14.99.60.193 | ১১ মার্চ ২০১২ ২২:২১535998
  • ইস্যু কী কম পড়িয়াছে? :-))

    ব্যক্তি গত ভাবে আমি এই এক ধরনের রঙ করার বিপক্ষে। প্রতেক টা জায়গার একটা আলাদা চেহারা একটা মেজাজ আছে। সবাই এ রঙে রাঙিয়ে দিলে আর কিছু না হোক দৃষ্টি দূষনের একটা সম্ভাবনা থেকে ই যাচ্ছে।

    আর প্রোয়োরিটি সেট করেত হবে। আমি বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে রোজ যাই।রাস্তা দু পাশের রঙ করার অনেক পরে এয়ার পোর্টের জাস্ট ঢোকার আগে ১-১.৫ কিমি রাস্তা , যার অবস্থা ছিল রীতিমতো করুন, সেটা ঠিক করা হল। যেখানে ফান্ডিং র তীব্র সমস্যা। সেখানে আগের কাজ আগে। অবশ্য কেউ আমাকে বলছিল। রাস্তা সারানো নাকি pwd র কজ। অন্য দিনে এই সৌন্দর্য-করনের কাজ নাকি অন্য ডিপের হাতে। যাদের বেশ কিছু টা পার্ট বেসরকারী সংস্থা গুলো দেখে। আমার ঠিক জানা নেই ।
  • PT | 203.110.246.230 | ১১ মার্চ ২০১২ ২২:৪৫535999
  • গিরিশ ঘোষের বাড়ি নীলবন্ন করলে - বিশেষত: সেটা একজনের সিদ্ধান্তে হলে - আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় বৈকি। রামকিংকরের রবীন্দ্র-মূর্তি সম্পর্কে (সম্ভবত: যতীন চক্কোত্তির) নির্বোধ মন্তব্য নিয়ে বেশ তোলপাড় হয়েছিল এই বঙ্গ দেশে একসময়ে।
  • ranjan roy | 121.245.131.134 | ১১ মার্চ ২০১২ ২৩:৩৮536000
  • অবশ্যই একটা ভুল দিয়ে আর একটা ভুলকে জাস্টিফাই করা যায় না। তবে বাম ও ঘাসফুলের ভুলগুলিও আলাদা ধরণের। দুটো ভুলই ব্যাপক খোরাকের উৎস।
    নীল রং শুনলেই আমার নীলবর্ণ শৃগাল মনে হয়।:)))
    আর বাম জমানায় অক্টরলোনী মনুমেন্ট, যা বৃটিশ - নেপাল
    যুদ্ধে বৃটিশ সাম্রাজ্যরক্ষার জন্যে মারা যাওয়া সৈনিকদের স্মৃতিচিহ্ন, সেটাকে শহীদ মিনার নাম দেয়া অথবা ইউসিস এর সামনের রাস্তা হ্যারিংটন স্ট্রীটের নাম বদলে হো চি-মিন্‌হ সরণী করা যেন গান্ধীজির দলিতদের নাম পাল্টে হরিজন করে দেয়ার মতন। অবশ্যি দিদির ট্র্যাফিক জ্যামে রবীন্দ্রসংগীত শোনানো ব্যাপারটা ও সমান খোরাক।
    আর রামকিংকরের তৈরি রবীন্দ্রনাথ নিয়ে মন্ত্রী যতীন
    চক্রবর্তীর নান্দনিক ব্যাপারে অদীক্ষিত লোকের মত গা-জোয়ারি কমেন্ট নিয়ে যতক্ষণ না সত্যজিৎ রায় কলম ধরলেন ততক্ষণ বামনেতারা রা' কাড়েন নি।
    তবে দিদির জমানায় সেটুকু নান্দনিক সমালোচনারও উপায় নেই। উনি নিজে কবিতা লেখেন, ছবি আঁকেন, গান গেয়ে ফেলেন।
    কাজেই :
    চালাও পান্সী নীল-সাদা,
    ভীষ্মলোচন গা-মা-পা -ধা,
    চোখে আমার লাগে ধাঁধা,
    -গেলি কোথায়, গেছোদাদা?
  • Bratin | 14.96.173.47 | ১২ মার্চ ২০১২ ০৮:১৯536001
  • সে তো লাল রঙ শুনলেই আমার রক্তের কথা মনে হয়। তাতে কী? :-))
  • PT | 203.110.243.23 | ১২ মার্চ ২০১২ ১১:১৯536002
  • সেটা তো স্বাভাবিক। কিন্তু শরীরে রক্ত নেই বা রক্ত কম - সে তো মোটেই ভাল লক্ষণ নয়!! বেঁচে থাকার জন্য আর নি:শ্বাস নেওয়ার জন্য তো রক্ত খুব জরুরী - শুধু শরীর থেকে না বেরোলেই হল।
  • Ben Arfa | 121.241.218.132 | ১২ মার্চ ২০১২ ১১:২৬536003
  • কয়েকটা ব্যাপার আর খোরাক থাকছে না।

    উদাহরণ "গগনেন্দ্র'।

    গত বছর এগজিবিশন করেছিলাম - তখন সদ্য পরিবর্তন হয়েছে। তখনও ভিতরের দেওয়াল-টেওয়ালগুলো আস্ত ছিলো। এগজিবিশন চলাকালীনই যোগেনবাবু হন্তদন্ত হয়ে এলেন - ওপরের দিকে আঙুল দিয়ে দেখিয়ে কিছু কথা হল ওখানকার অ্যাটেন্ডেন্টদের সঙ্গে - শুনলাম হলঘরের মাঝখান বরাবর স্পট বসবে।

    তো কদিন আগে ফের গেছিলাম এই বছরের এগজিবিশনের খোঁজ নিতে। স্পট বসেছে, কিন্তু দেওয়ালগুলো আর আস্ত নেই। ক্লাবের ছেলেগুলো, যারা যে কোনো রাজনীতি থেকে হাজার মাইল দূরে থাকে, তারা চাইছে এগজিবিশন অন্য কোথাও করতে।

    স্পটগুলো জরুরী ছিলো না (কারণ দেওয়ালবরাবর স্পট আগে থেকেই ছিলো) - দেওয়ালটার আস্ত থাকা জরুরী ছিলো।
  • Bratin | 122.248.183.1 | ১২ মার্চ ২০১২ ১১:৫১536004
  • সেটাই পিটি দা, শরীর যেমন রক্ত থাকা দরকার তেমন কম বা বেশী হলেও বোধহয় সমস্যা হয়। শুধু দেখা দৃষ্টি-ভঙ্গী র ওপর নির্ভর করছে কার চোখে কোন রং টা 'ভালো' হয়ে দেখা দেবে।
  • Bratin | 122.248.183.1 | ১২ মার্চ ২০১২ ১১:৫৪536005
  • সেকি তুমি ও শেষে আম্রিগায়? তোমাদের রাশিয়া অন-সাইট নেই বা চীন? :-))
  • Ben Arfa | 121.241.218.132 | ১২ মার্চ ২০১২ ১১:৫৫536007
  • রক্তাল্পতা সমস্যা বলে জানি। রক্তবেশিতা বলে কিছু শুনি নাই;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন