এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নীল সাদা নিয়ে কি বাড়াবাড়ি hochchhe?

    Arin
    অন্যান্য | ১১ মার্চ ২০১২ | ৪৩০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 180.149.51.67 | ১২ মার্চ ২০১২ ১৮:০১536041
  • কলকাতা না বালি? আগে ডিসাইড করো :))
  • d | 14.96.74.14 | ১২ মার্চ ২০১২ ১৮:৪৫536042
  • টেকনোপোলিসের পরের ক্রসিঙ, যেটা কলেজ মোড়ের দিকে যায় .... একটা ওয়েবেলের বোর্ড দেখি নীল-সাদা করে দিয়েছে। :-)))

    নিউ টাউন ইলেকটিরি আপিসের নীলায়ন শুরু হয়েছে দেখে এসেছিলাম। ঝকঝকে হলদে-লাল রঙের বাড়ীটার পাঁচিলে হাল্কা নীলের ওপরে গাঢ় নীল ছোপ ধরছে। ছবি তুলে ফেবুতে দিলাম। তা তেকেনা টিপ্পনী কাটল, এরকম ঘরপোড়া গরু আর একটাও দেখি নি, সিঁদুরে রং দেখলেই ক্ষেপে উঠছে। এরপরে রক্তের রঙও বদলাতে বলে বসে।' :-))))
  • PM | 195.229.224.10 | ১২ মার্চ ২০১২ ১৮:৫৬536043
  • ব্রতীন আম্মো :) "*আলের জায়গার" প্রেমে আম্মো হাবুডুবু
  • PM | 195.229.224.10 | ১২ মার্চ ২০১২ ১৮:৫৯536044
  • সিকিকে ক---- হাওড়া ইস্টিসনের বাইরে বেড়িয়ে তাকান যায় না। অগেই বলে রাখি CPM আমলেও জেতো না :)
  • aka | 168.26.215.13 | ১২ মার্চ ২০১২ ১৯:০১536045
  • রক্তের রঙটা হেবি দিয়েছে। :))
  • S | 99.26.200.89 | ১২ মার্চ ২০১২ ১৯:১৫536046
  • আমার দুই সেন্টু দিয়ে যাই:
    ১) ছিপিএম তো এই ব্যাপারে কোনোদিনই কিসু করলো না। তার থেকে দিদি করছেন সেটা ভালো কথা। গরীবদের পার্টি মানে কি সকলকে গরীব রাখতে হবে নাকি? শহরের জেল্লা না বাড়ালে বিনিয়োগ আসবে কেন?
    ২) দিদি করছেন ভালো কথা, কিন্তু একটু ভেবে চিন্তে করলে, মানে এক্ষপার্ট দিয়ে করালে ভালো হোতো - পয়সা যখন যাচ্ছেই। যেদিকে যাচ্ছে এরপরে বর্ণপরিচয় আর সহজপাঠ উঠে গিয়ে না দিদির কবতের বই পরতে হয় - ঐযে কি যেন ছড়াটা "থ্যান্‌ক উ"। দিদিকে বুঝতে হবে উনি রবিঠাকুর বা সত্যজিত রায় নন - পাতি মুখ্যমন্ত্রী, তাই নিজের কাজটা ঠিকঠাক না করলে দুদিন পরে ঐ কবতে লিখে, ছবি এঁকে কাটাতে হবে।
  • pi | 72.83.76.34 | ১২ মার্চ ২০১২ ১৯:৩১536047
  • পয়সা যখন যাচ্ছেই, তখন যেখানে সত্যি দরকার , সেখানে গেলে ভাল হত না ? :)
  • pi | 72.83.76.34 | ১২ মার্চ ২০১২ ১৯:৩৩536048
  • এই পয়সা খরচ করে জায়গাগুলোকে একটু ধুলো ধোঁয়া আবর্জনা মুক্ত করলেও জেল্লা অনেক বাড়তো না কি ? :)
  • Shubha | 59.93.211.35 | ১২ মার্চ ২০১২ ১৯:৪০536049
  • trisul niye gurur apotti aache dekhchi...nahisasurera bhoy khete paare guru chandalera paben keno... tobe attu better kichu kora jeto.
    @de airport sanglagna rasta diye amake jatayat korte hoy.. aage dekhechi traffic police thakle raat-bireteo traffic jam lege thakto ekhon hoy na... tobe Airport er 3 no gate er kaache bisal Jam hoy..setaao police er e dakhhine... Taxir byaparta obossi bolte paarbo na.

    @Ben Arfa did taxir rang aar bus er rang nil sada korte bolechilo..(bus to onekdin aagei chilo nil halud) gharbario bolechen naki?

  • siki | 122.177.11.185 | ১২ মার্চ ২০১২ ২১:৫০536051
  • এবং শুভা আবার ভুস করে ভেসে উঠেছেন। উনি জানেন কীভাবে গুরুর এডিটরে ইংরেজিতে লেখা যায়, কিন্তু কিছুতেই বাংলা লিখবেন না। :-)
  • Ishan | 50.82.180.165 | ১৩ মার্চ ২০১২ ০৮:০৮536052
  • সিপিএম এলে আবার লাল সাদা করে দেবে। আমরা দেয়াল দেখেই সরকার চিনতে পারব। চিন্তার কি আছে। :)
  • siki | 155.136.80.36 | ১৩ মার্চ ২০১২ ১০:০৬536053
  • দেয়ালই আমাদের আম বাঙালির আইডেন্টিটি হয়ে থাকুক। :-) কি আম্রিগায়, কি কলকাতায়।
  • Ben Arfa | 121.241.218.132 | ১৩ মার্চ ২০১২ ১০:৪৯536054
  • শহরের জেল্লা বাড়ানো = অপচয় এই ডেফিনেশনটা শিখলাম;-)

    এই যেমন ত্রিশুল আলো। S বা shubha কলকাতায় আলোগুলো দেখেছেন কিনা জানি না - গড়িয়াহাট, সাদার্ন অ্যাভিনিউ, হরিশ মুখার্জী, রাজারহাট-ডিএলএফ, সেক্টর ফাইভ - যেখানে যথেষ্ট পরিমাণে স্ট্রীট লাইট রয়েছে সেখানেই ফের রাস্তার দুই ধারে বিশ ফুট বাদে বাদে আলো। ইলেক্ট্রিসিটি নষ্ট আর তার সাথে যেগুলো ছিলো সেগুলো বা এই নতুনগুলো - কোনো একটা সেট রিডান্ড্যান্ট।

    তা কিছু লোকের ভালোও লাগছে - রেডিও মির্চিতে একজন ফোং করে বল্লেন - আমি কোনো রাজনীতির কথা ভাবি না (প্লিজ নোট - বিনা প্ররোচনায় যেচে এই কথাটা সবার আগে) কিন্তু আলোয় আলোয় রাতের কলকাতা আহা কি মায়াময়...
  • lcm | 69.236.163.198 | ১৩ মার্চ ২০১২ ১০:৫২536055
  • লাইট লাগানোর কনট্র্যাক্ট ই বা পাচ্ছে কারা?
    এত সুযোগ আসছে, সব মিস্‌ করে যাচ্ছি....

    ওয়েব পোর্টাল ফোর্টাল এর কোনো হুজুগ এলে একটু খবর দিও...
  • Ben Arfa | 121.241.218.132 | ১৩ মার্চ ২০১২ ১০:৫৩536056
  • সে গুড়ে বালি। এই নিয়ে মা:স:-র সাথে নতুন চুক্তি হয়ে গেছে, এর আগে ওপেন সোর্স দিয়ে করা যাবতীয় সব কিছু জলে ফেলা হবে।
  • lcm | 69.236.163.198 | ১৩ মার্চ ২০১২ ১০:৫৬536057
  • ও হ্যাঁ, এখানেই তো শুনেছিলাম। আইটি-র কনট্র্যাক্ট মাইক্রোসফ্‌ট আর সাবির ভাটিয়া-কে। ধুস্‌, তেলে মাথায় তেল দেওয়া - ....
  • Bratin | 122.248.183.1 | ১৩ মার্চ ২০১২ ১০:৫৭536058
  • 'দিনের সব তারা রা ই আছে সুযোগের অপেক্ষায় ':-(((
  • lcm | 69.236.163.198 | ১৩ মার্চ ২০১২ ১০:৫৮536059
  • বোতিন আবার কি বলছে।
    সুযোগ হবে, হবে নাকি!
  • d | 14.96.82.41 | ১৩ মার্চ ২০১২ ১১:১৪536060
  • এই ত্রিশুল আলোগুলোর মজাটা হল, এপাশে তিনটে ওপাশে তিনটে করে ছয় ছয়খান লাইট লাগালেও মাঝখানের আগে লাগানো মার্কারি ভেপার ল্যাম্পগুলো না জ্বললে রাস্তাগুলো কেমন আধো অন্ধকার ভুতুড়েমত হয়ে থাকে। ঐজন্যই মনে হয়, তিন ডবল করে সব জায়গায় লাগানো হয়েছে।

    এমনিতে এসথেটিক্সের ব্যপারে বাঙালি বড়ই অগা। সুন্দর ঝকঝকে রঙকরা গেটের ঠিক বাইরের ল্যাম্পপোস্টের গোড়ায় ডাঁই করে নোংরা ফেলা তো কলকাতাবাসীর সাতপুরুষের ঐতিহ্য বলে মনে হয়। কাজেই দুটো করে লাইট থাকা সঙ্কেÄও আরো ছটা করে তো লাগাবেই। প্রবাদেই তো আছে 'অধিকন্তু ন দোষায়'।
  • lcm | 69.236.163.198 | ১৩ মার্চ ২০১২ ১১:১৭536062
  • তা বটে , টিমটিমে আলো হলে, অনেক চাই।
  • S | 99.26.200.89 | ১৩ মার্চ ২০১২ ১২:২৪536063
  • @Ben আমি কিন্তু সেই কথাটাই বলছি। আপনি ভাব সম্প্রসারন ভুল করছেন। যেভাবে কাজটা করা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। জেল্লা বাড়ানোর বদলে অপচয় হচ্ছে - এটাই আমার পোস্টে বলতে চেয়েছি।

    আর অপচয় করলে তো জেল্লাটা বাড়বেই না। তেমনি জেল্লা বাড়ানো মানেই অপচয় না।
  • dukhe | 122.160.114.85 | ১৩ মার্চ ২০১২ ১২:৫৪536064
  • টিসিএসকে ক¾ট্রাক্ট না দিলেই বাঁচি । পাসপোর্ট থেকে ক্যালটেল - সর্বত্র ছড়িয়ে রেখেছে ।
  • r | 203.91.201.56 | ১৩ মার্চ ২০১২ ১৩:১৮536065
  • হ্যা, পাসপোর্টের সফ্‌টওয়্যার দেখলে মনে হয় জাস্ট কোন টেস্টিং হয় নি, মার্কেটে নাবিয়ে দিয়েছে।
  • tatin | 115.249.41.218 | ১৩ মার্চ ২০১২ ১৩:২২536066
  • নাগেরবাজার ব্রিজ (এখনো উদ্বোধন হয়নি) নীল-সাদায় দেখতে খুবই ভালো লাগছে
  • Kaju | 121.242.160.180 | ১৩ মার্চ ২০১২ ১৪:১৩536067
  • রায়বাবুর নিবাস কি ওইদিকেই নাকি?
  • b | 125.20.82.168 | ১৩ মার্চ ২০১২ ১৫:০৮536068
  • রং দিয়ে যায় চেনা।

    ইয়ে, এ তো তামিলনাডু পলিটিক্স। সবচেয়ে শস্তা ভাড়ার বাসের রং দেখে সরকার চেনা যায়। ডি এম এ হলে সবুজ, এ আই এডিএমকে হলে লাল/গোলাপী (তবে দু একটা ছুটকো ছাটকা থেকেই যায়)।

    এমনকি তামিল নববর্ষের দিন (১৫ জানুয়ারী না ১৫ এপ্রিল), সেক্রেটারিয়েট কোথায় হবে, (ফোর্ট জর্জ না নিউ সেক্রেটারিয়েট) সবই মোটামুটি পলিটিকাল ডিসিশন। ।
  • ranjan roy | 14.97.154.39 | ১৩ মার্চ ২০১২ ১৫:২৮536069
  • রাত্রে জেগে ওঠে যে সাগর
    অন্ধকারের সাগর
    তুমি তাতে স্নান করে এস নীলিমা।
    ------ ------ ---
    নীল বন কি আবার কথা কয়ে উঠল?
    আমার চোখ ঘুমে জড়িয়ে আসবে নীলিমা
    তোমাকে নয়, তোমার স্বপ্নকে পেয়ে।।
    (নীলিমা : সঞ্জয় ভট্টাচার্য্য)

    পৃথিবীর সব নীল পান করে নীলকন্ঠ আমি।
  • siki | 122.177.11.185 | ১৮ মার্চ ২০১২ ১১:৪৯536070
  • এটা কোথায় পেস্ট করব বুঝতে পারছিলাম না, তাই এখানেই দিয়ে দিলাম।

    আজকের হিন্দুস্তান টাইমস থেকে মানস চক্রবর্তীর লেখা। :)

    Dear Monomohon-ji,
    I want to bring to your attention the rubbish Budget that Pranab-da has tabled. He has had the audacity to hike taxes. Our party is against all hikes. We do not want hikes in bus fares, in taxi fares, in fuel prices, in electricity charges and in train fares. Hiking is
    anti-people, except for salary hikes. You know what happened to Dinesh -babu after he tried to hike rail fares. Yet Pranab-da has done this same hiking nuisance.

    I know there is a huge conspiracy behind this. Kolkata these days is full of conspiracies. There are conspiracies behind hospital deaths, behind deaths of political workers, behind the deaths after consuming illegal liquor and even behind rapes. These are all got-up stories, all dark and deep plots, just like the Budget. I ask you, who has plotted with Dinesh-babu to raise train fares? Please make the enquiries and you will know the true picture. I am not saying anything against Pranab-da. But he should not listen to wrong persons in his home state who are out to create problems for their own selfish interests.

    Sir, you have passed out from Oxford and Cambridge, I am sure you know the numbers given in the Budget are nonsense. They have been cooked up by the CPI(M). See, Pranab-da has been talking about so many crores of rupees of plan and non-plan resources and non-tax revenue and what not, but he does not understand these numbers are useless, they have been manufactured by the CPI(M) for their nefarious purposes.

    Also, why is there so much commotion about this fiscal deficit? It is just a media creation. All this talk about reducing the deficit by hiking taxes is media hype against common people. Pranab-da should not have bothered about it. If he had instead done his usual thing with Rashtriya Krishi Vikas Yojana (RKVY), KCC (Kisan Credit Cards), Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY), RMSA,NRHM,BULLSHIT, PMSSY and the National Missions on Sustainable Agriculture, Oilseeds and Oil Palm, Protein Supplement etc to name just a few, there would be no problem. But no, he has been manipulated by the media, CPI(M) and Maoists, all acting together.

    And then, what has he done for his home state? Yes, he has given some money to his home district. But he has not even given funds to make Kolkata into London, which we have started by painting the city blue and white and by playing Rabindrasangeet at traffic signals.

    Pranab-da did not even quote any great Indian leader in his budget speech. But our ideology is Ma, Mati, Manush. It is the three Ms in English, Mummy, Mud and Man. What has he done for them? Why did he not quote Rabindranath or Netaji Subhas Bose in his speech? Why quote a foreigner like Shakespeare? For his information and for Dinesh-babu’s information, I also know poetry. More than a decade ago, I wrote this wonderful poem: India is our Motherland/Friendship with other countries is our stand/ Everybody loves their Motherland as they love their mother/But selfish people have some selfish fathers. Some non-intellectual people have had difficulty understanding it, so I have added a foreword. Here it is: If reading this poem leaves you puzzled/ All it means is you aren’t sozzled. Hope it is clear now.

    Sir, I am afraid that, because of these unfortunate things, Pranab-da has lost the confidence of the people. It is time to replace him with Mukul Roy.
    Yours sincerely,
    A faithful UPA ally

  • PT | 203.110.243.21 | ২৫ মার্চ ২০১২ ২৩:২০536071
  • কলকাতা থেকে ফিরে কলকাতার এই অবিশ্বাস্য ঘটমান বর্তমানকে সকলের গোচোরে আনা জরুরী মনে হল।

    "Natyacharya Girish Ghosh's house in Bagbazar is getting back its old hue: http://timesofindia.indiatimes.com//city/kolkata-/No-blue-look-for-Girish-Ghoshs-house/articleshow/12398320.cms: হলুদ থেকে নীল- আবার ব্যাক টু হলুদ। সেই তুঘলক সাহেবের পর ভারতে এরকমটি আর কেউ বোধহয় করেনি। অবিশ্যি তুঘলকরের নামের শুরুও "" ম"" দিয়েই ছিল!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন