এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা লাইভে কী হয়েছিল?

    tatin
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১২ | ৩১৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • tatin | 122.252.251.244 | ০৩ এপ্রিল ২০১২ ১২:২৮538587
  • গুরুর ইতিহাস পড়তে গেলে মনে হয়, বাংলালাইভে ইন্টারেস্টিং কোনো কেস হয়েছিল একসময়ে, যার ফলশ্রুতিতে আন মডরেটেড গুরুচন্ডা৯ নামানো হয়। ঠিক কী হয়েছিল সেইখানে? প্রবীণেরা যদি একটু আলোকপাত করেন?
    তাছাড়া, গুরুতে লেখার কি-ম্যাপটা কি বাংলালাইভের আদলে তৈরি?
  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১২:৩০538598
  • কী হয়েছিল? কিছু না তো? ওটা মডারেটেড ছিল, দিনে দুবার পেজ আপডেট হত।

    গুরু এডিটরের লেআউট বাংলালাইভেরই সমান।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৩ এপ্রিল ২০১২ ১২:৩২538609
  • বাংলালাইভের কোনো ঘটনার ফলশ্রুতি গুরু নয়। দুটো একই সাথে ছিলো, যদিও গুরু বাংলালাইভের কিছু পরে। ঘটনা একটা ঘটেছিলো, যার ফলশ্রুতি হল গুরু-তে আইপি। এবং আরেকটা কনসেনসাস যে ক্রস ফোরাম পোস্টিং/আলোচনা আমরা এখানে করবো না।
  • tatin | 122.252.251.244 | ০৩ এপ্রিল ২০১২ ১২:৩৮538620
  • Name:rMail:Country:

    IPAddress:125.18.104.1Date:17Apr2009 -- 12:24PM

    AuldLangSyne? :-)

    ভাট-প্রবীণদের পারস্পরিক আলাপ হয়েছিল বাংলালাইভ মজলিশের পাতায়। সেই সময়ের কিছু রক্তাক্ত যুদ্ধ এখনও স্মৃতিতে অমলিন। ;-)

    আমি ভাবছিলাম ইন্টারেস্টিং কিছু হয়েছিল--

    আর পেজ দিনে দুবার আপডেট হলে চ্যাটগুলো চলতো কী করে? মানে কিছু লোক দুপুরবেলা লিখে গেলেন, রাত্তিরবেলা সেইগুলোর ওপরে বাকিরা কমেন্ট দিলেন, এরকম?
  • Ben Arfa | 121.241.218.132 | ০৩ এপ্রিল ২০১২ ১২:৫৬538631
  • সেই রক্তাক্ত যুদ্ধ বাংলালাইভে আজও চলে। বিশেষ ইন্টারেস্টিং কিছু নয়, রাদার বোরিং।
  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১২:৫৭538634
  • হ্যাঁ, এই রকম।

    আর গুরুর নিজস্ব ডেকোরাম আছে। অন্য সাইট সম্বন্ধে কোনও অপ্রীতিকর আলোচনা আমরা এখানে করি না। তাই সে সমস্ত অফলাইনের জন্য থাকুক। :-)
  • tatin | 122.252.251.244 | ০৩ এপ্রিল ২০১২ ১৩:০১538635
  • যা:-

  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১৩:০৩538636
  • তবে ব্যাপারটা এই রকম ছিল। আমি কিছু লিখলে সেই লেখাটা নিজের চোখে দেখার জন্য বিকেল পাঁচটা পর্যন্ত বসে থাকতে হত। তারপর পরদিন সকালে এসে দেখতে হত উত্তরে কে কী লিখেছে। অনেক সময়েই অনেকের পোস্ট প্রকাশ পেত না। আর বেশ একটা রাবীন্দ্রিক দিব্য ভাব বজায় থাকত। যে যা আলবাল ভালোমন্দ লিখে যেত, সেটাকে ইনভেরিয়েবলি "ভালো' "কী সুন্দর' বলতে হত, নইলে লোকে রাগ করত। :-)
  • tatin | 122.252.251.244 | ০৩ এপ্রিল ২০১২ ১৩:০৮538637
  • আই সি, এইটা অবশ্য ভার্চুয়াল দুনিয়ার বেশ কমন ট্রেন্ড, ফেবু নিয়ে সিদ্ধার্থ যেমন লিখছিল
  • Kaju | 121.242.160.180 | ০৩ এপ্রিল ২০১২ ১৩:২৬538588
  • একে শুদ্ধভাষায় কয় -

    আলবালে জলসেচন করা ।
  • Somnath | 59.160.210.2 | ০৩ এপ্রিল ২০১২ ১৪:২৬538589
  • বাংলালাইভে চ্যাট শুরু হল কবে? এইতো সেদিন। ট্রাবলশুটারদের একজনকে চ্যাটে দেখা অলেই চাটা সেও এই তো সেদিন। মজলিশ খুব কম আপডেট হত। সেটা চাপের তো ছিলই। কিন্তু একটা সুবিধেও ছিলো, মজলিশটা চ্যাটের চরিত্র নেয় নি তাতে। প্রতিটা পোস্ট ছিল এক একটা পত্রিকায়-সাবমিট-করার-জন্য-লেখা র মতো। তাই এক একটা পোস্টে চিন্তা ভাবনা, তথ্য, যুক্তি থাকত অনেক বেশি। এক একটা পোস্ট হত এক একটা প্রবন্ধ - অনেকক্ষেত্রেই। এটা উপভোগ্য ছিল। ইনস্ট্যান্ট পোস্ট হয়ে যওয়া লেখায় সেই টেনাসিটি রাখা যায় না। প্রথম দিকের টই গুলো খুললে দেখবে একটু বড় পোস্টের সংখ্যা কত বেশি। সেই অভ্যেস, বাংলালাইভের অভ্যেসই, বলা উচিত, ছিল তখনও। এক একটা বিতর্ক অনেক বেশি উপভোগ্য হত বাংলালাইভে - প্রথমদিকের মতামত বা মজলিশে। আমি তো তাও সেখানে অনেক পরে গিয়েছি। সেখানের ফন্টটার নাম ছিল banglafontnormal.ttf সেলসিয়াসরিং যে বাংলা লেখার সফটওয়ারটা চালু করে, এই ফন্ট দিয়ে, যেটা দিয়ে নেট এ অনলাইন বাংলা লেখা যেত, সেসময়ে, বাংলালাইভেই প্রথম, তার ছাপও মামুর কোডে স্পষ্ট। ফোনেটিক টাইপিং-এর লজিকও, সেম। ফন্টটাও গুরুর banglaplain.ttf এর মত, এক্কেবারে এক।

    খুব খুব খুবই দূ:খের কথা মজলিশ আর্কাইভ নষ্ট করে ফেলা হল, মতামত আর্কাইভও, i-পত্রিকা আর্কাইভও। বাংলালাইভে। ভাটের একখান কয়েক হাজার পাতার জিপ না করা ব্যাকআপের মতোই সেটাও আমার কাছে বাংলা সাহিত্যের প্রতি বাংলালাইভ-কৃত ক্রাইম একটি। অ-ক্ষমার্হ।
  • Debashis | 89.147.0.172 | ০৩ এপ্রিল ২০১২ ১৪:৪৬538590
  • একদম সত্যিকথা। মজলিশের বা i -পত্রিকার আর্কাইভ নষ্ট করা বাংলাসাহিত্যের প্রতি ক্রাইম। বা লা র বর্তমান নতুন পাঠকরা জানেনই না কি অমূল্য সম্পদ তারা হারিয়েছেন।
  • ppn | 202.91.136.71 | ০৩ এপ্রিল ২০১২ ১৪:৪৯538591
  • আই-পত্রিকার একটা আর্কাইভ ছিল না? কুমুদি লিং দিয়েছিল যদ্দূর মনে পড়ে।
  • omnath | 59.160.210.2 | ০৩ এপ্রিল ২০১২ ১৭:৪৯538593
  • এইটে কালকে থেকে বসে বসে ওয়ার্ড এ ব্যাকআপ বানাতে হবে। আবার কবে হাপিস হয়।

    আহা, ৫০০ পাতার পিছনের বাকি মজলিশেরও যদি এমন কোনো লিং থাকতো :-(
  • Ben Arfa | 121.241.218.132 | ০৩ এপ্রিল ২০১২ ১৭:৫২538594
  • এটা তো খুলছেই না!
  • tatin | 122.252.251.244 | ০৩ এপ্রিল ২০১২ ১৭:৫৫538595
  • বাংলালাইভের ঔনার, মডারেটর, অ্যাডমিন বা এডিটর কারা ছিলেন? এখানে অনেক বাংলালাইভ-প্রাক্তনী আছেন দেখছি, তাঁরা বাংলালাইভ ছেড়ে বেরিয়ে এলেন কেন?
  • Ben Arfa | 121.241.218.132 | ০৩ এপ্রিল ২০১২ ১৭:৫৯538596
  • বাংলালাইভ একটি পুরোদস্তুর কোম্পানি, তার ওনার, অ্যাডমিন - এঁদের খবরে কার কী? আর কেউই ঠিক ছেড়ে বেরিয়ে আসেনি। তবে ভাটের জন্যে গুচ প্রেফারেবল ছিলো কারণ ডিরেক্ট আপডেট হত। সেটা এখন বাংলালাইভেও করেছে, তবে গেটাপটা বিশ্রী। তাছাড়া ওই ভালো-ভালো ব্যাপারটা গুচ-তে নেই।
  • sayan | 160.83.96.83 | ০৩ এপ্রিল ২০১২ ১৮:১৫538597
  • তাতিনের প্রশ্নগুলো একটু বালখিল্যগোছের লাগছে।
  • omnath | 59.160.210.2 | ০৩ এপ্রিল ২০১২ ১৮:১৮538599
  • এই প্রশ্নটা ফেসবুকের বা অর্কুটের বা ব্লগারস-এর ওনার, অ্যাডমিন, মডারেটর, এডিটর কে ছিলেন ধরনের হল। তবে খানিকটা আলাদা উত্তর। ওনার পুর্ণেন্দু বাবু। আপিসে বিভিন্ন পোস্ট ছিল। এডিটরের ও একখান পোস্ট। টেকনিকাল হেল্প এর ও কিছু পোস্ট। সাংবাদিক, বা সিনে রিভিউ লেখার ও একখান পোস্ট হয়তো। কিছু লোক মার্কেটিং দপ্তর সামলাতো। যেমন কোনো গণমাধ্যমে হয়ে থাকে। তা নীলকলমা সম্পানীলও কম খিস্তি খাননি সেখেনে মজলিশ ও মতামতের সৌজন্যে, পাবলিক পোস্টের গোচরে বা অগোচরে, ব্যক্তিগত আলাপচারীতায় যেটুকু জেনেছি। সবটাই সেই ইউজারদের সেল্ফ ইম্পোজড ওনারশীপের সমস্যা বলেই মনে হয়েছে।
    হুম, এবার আমার অফলাইনে যাবার সময় এসেছে।

    ইউজার বেসটা কিছুট গুরুতে ডাইভার্ট করে - মূলত তারাই গুরুর মুডটা সেট করে। কারণ বিভিন্ন। ইনস্ট্যান্ট পোস্টিং, মডারেশন না থাকা, অন্য ইউজারবেস (যাদের সঙ্গে এদের তেমন বনত না) -কে এড়িয়ে থাকা - মূলগত ভাবে মজলিশে বসে সফিস্টিকেটেড আড্ডা না দিয়ে গুরুচন্ডা৯ করা - এই তো কারণ।

    মূলত: নীচের লিংকের জিপ ফাইলগুলো নামিয়ে পড়ে নিলেই চলবে, কালক্রমানুসারে। অন্য টইতেও এই লিংক দেওয়া হয়েছিল আগে।

    http://www.4shared.com/account/dir/vwIsuVg1/_online.html

  • Debashis | 77.30.12.155 | ০৩ এপ্রিল ২০১২ ২০:১২538600
  • একটা অনুরোধ! যিনি-ই পুরোনো বাংলা লাইভের লিঙ্কটি দিয়েছেন তাঁকে। এটাকে কি এখনকার মজলিশে শেয়ার করা যায় না। এখনকার নতুন মজলিশীদের সেইসময়ের স্বাদ দেওয়ার জন্য। একটু বিবেচনা করবেন।

    আমিও দিতে পারতাম এখান থেকে কপি করে। কিন্তু অনুমতি ছাড়া তা অনুচিৎ বলে মনে হল।
  • Titir | 128.210.80.42 | ০৩ এপ্রিল ২০১২ ২০:২৩538601
  • দেবাশিস,
    কদিন আগেই আমি মজলিশে লিঙ্কটা দিয়েছিলাম। অবশ্য কুমুদিনীর অনুমতি ছাড়াই। আমি লিঙ্কটা ভাটিয়ালীতে পেয়েছিলাম।
  • Debashis | 77.30.12.155 | ০৩ এপ্রিল ২০১২ ২০:৪৯538602
  • তিতির

    কবে দিয়েছিলেন!!!!! আমি দুর্ভাগা। মিস করে গিয়েছিলাম। যাই হোক। আরেকবার দেওয়া যাবে কি :)? আসলে এই মজলিশের আর্কাইভ খুলে পুরানো লেখা পড়া, আমার কাছে নেশার মতো ছিল সেই 2005 থেকে। যদিও তখন ও পাতাতেও আমি নী পা ছিলাম।
    এই স্বাদ যাতে অন্য নতুন মজলিশীরাও ভাগ করে নিতে পারে তাই এই অনুরোধ।
  • Nina | 12.149.39.84 | ০৩ এপ্রিল ২০১২ ২০:৫৯538603
  • এইটে জব্বর টই ----আমি যখন বা লা তে যাওয়া শুরু করি তখন গুরু চিনতামনা। বা লা র ভুতোর কাছে গুরুর খোঁজ পাই--কিন্তু তখন বিশেষ আসতামনা--শক্ত লাগত গুরু খুলতে পড়তে পোস্ট তো পারতামই না---

    কিন্তু এই বাংলালাইভ আর গুরুর কানেকশনটা বা ডিস্কানেকশনটা খুব জানতে ইচ্ছে করে।
    হে হ এঝগড়া ঝাঁটি আবার কোথায় হয়না--বাঙালী নামের অবমাননা হবে তো নইলে ;-)
    বা লা র আর্কাইভ নষ্ট হয়ে গেছে --এ এক বিশাল ক্ষতি সত্য---কত যে ভাল ভাল লেখা হারিয়ে গেল---
  • Nina | 12.149.39.84 | ০৩ এপ্রিল ২০১২ ২১:০৫538604
  • দেবাশিস
    তিতিরের নামে ক্লিক কর ওর সব পোস্টগুলো পেয়ে যাবে তাতেই লিংক আছে।
  • Debashis | 77.30.12.155 | ০৩ এপ্রিল ২০১২ ২১:০৫538605
  • নিনা দি

    এখানে এই টইয়ে আর্কাইভের লিঙ্ক দেওয়া আছে :)। সেভ করে নিন ওয়ার্ড এ। নাহলে কালের গহ্বরে কখন এ হারিয়ে যাবে কে জানে।
  • Nina | 12.149.39.84 | ০৩ এপ্রিল ২০১২ ২১:০৬538606
  • ঠিক , এক্ষুনি করে নিচ্ছি।
  • Debashis | 77.30.12.155 | ০৩ এপ্রিল ২০১২ ২২:০০538607
  • এই সেরেছে! ও নিনা দি! বাংলালাইভে তিতিরের সংজ্ঞা কি? :)। মানে ঐ নামে কাউকে পেলাম না তো?
  • Titir | 128.210.80.42 | ০৩ এপ্রিল ২০১২ ২২:০৬538608
  • দেবাশিস,
    তারে তুমি ঐ নামে পাইবা না। সে তোমার পরিচিত। পালাপার্বণের গল্প শোনায় তোমাদের।
  • Nina | 12.149.39.84 | ০৩ এপ্রিল ২০১২ ২২:২১538610
  • দেবাশিস :-))
    তার নাম --যত T আছে খোংজ :-্‌)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন