এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতাদেবীকে লেখা একটি চিঠি

    Biplab Pal
    অন্যান্য | ৩১ মার্চ ২০১২ | ৫৯৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | 68.33.140.55 | ৩১ মার্চ ২০১২ ০৭:০৪539915
  • মাননীয়া মুখ্যমন্ত্রী,

    আপনাকে শতকোটি প্রণাম। নিন্দুকেরা থাকুক সিন্দুকে, প্রতিদিন পৌঁছে দিন প্রতিটি লোকের কাছে। চক্রান্তকারী বাঙালী চিরকালই অকৃতজ্ঞ। বিদ্যাসাগরের অমোঘ প্রবাদ বাক্যটি আপনার মনে আছে নিশ্চয়- আমার ক্ষতি করছ কেন? আমি ত তোমাদের কোন উপকার করি নি!!

    আপনি বাংলার মসনদে আসার পর কুনাট্যে মজিবে বঙ্গ-এমন কত লেখা লিখেছিলাম। এখন এসব আগুন দিয়ে পুড়িয়ে দিতে ইচ্ছে করছে-নেহাত ইন্টারনেটে লিখি-তাই পোড়াতে পারছি না বলে ভীষন আফশোস হচ্ছে!

    বর্তমান আর আনন্দবাজার এমন পালটি খেল? খেলাটা আপনার সাথে না সারদা গোষ্ঠির সাথে? না কুনাল ঘোষের উত্থানে, রতিকান্তবাবু ঈর্ষার জ্বরে কাঁপছেন? শোনা যাচ্ছে বা উক্ত ব্যক্তিটি যখন আপনার সাথে সিপিএমের হাতে মার খেয়েছেন, কুনাল বাবু তখন আজকালের হয়ে আপনার নিন্দা রচনায় হাত পাকাচ্ছেন। আজ সেই কুনাল ঘোষ আপনার ছায়াসহচর-আর রতিবাবু কান্নাকাটি করছেন, আমাকে চিনতে পারছিস না মা? আমি সেই রতিকান্ত, তোর নিউজ কভারেজ করতে গিয়ে কত মার খেয়েছি!!! ছাড়ুন ত এই সব প্যানপেনে রতিকান্ত নালায়েকদের । শাসন করতে দরকার তোষক দাশগুপ্ত এবং তার কাছে হাতেখড়ি করা কুনাল ঘোষেদের। আরে বাবা শাসন করা অত ইজি?? যতই গণতন্ত্র বলে চিৎকার করুক লোকে কানমলে দেওয়া দিদিমনি ছাড়া এই তল্লাটের বদলোকগুলোকে কেও আটকাতে পাড়বে না ম্যাডাম। এই দেখুন না -আপনার টাইট খেয়ে আপনার মন্ত্রীরাও জানে না, তাদের পেছনে চেয়ারটি আছে কি নেই! তবে প্রবলেম হচ্ছে ম্যাডাম-চাষীরা ত মরছে, মেয়েদের ওপর ধর্ষনের অভিযোগ বৃদ্ধি পাচ্ছে, আর আপনার ভাইদের মধ্যে গোষ্টিদ্বন্দও বাড়ছে। তবে এসব সমস্যা না ম্যাডাম। মূল সমস্যা হচ্ছে সিপিএমের কুশাসনের স্মৃতি আস্তে আস্তে এক বছরে অনেকটাই ফিকে!
    ওরা শীতঘুমে ব্যস্ত-কংগ্রেস আর বর্তমান এখন এরাজ্যের একমাত্র বিরোধি দল। "ওরা", "ওদের" দেখিয়ে ত আর কোন মাইলেজ পাবেন না- কারন ওরা এখন গর্তে। ফলে কাজ দেখাতে হবে। সেটাই বা করবেন কি করে? হাঁড়িতে ত চাল নেই-ভাত দেবেন কোথা থেকে?

    এতএব ম্যাডাম আপনার লাইনটা একদম ইতিহাসের কপিবুক। স্তালিন হলডোমারের দুর্ভিক্ষের সময় আমাদের এটা শিখিয়ে ছিলেন। মিডিয়া আর পলিটিক্যাল কোরিওগ্রাফির চর্চা। মিডিয়ার ভূমিকা সর্বজন বিদিত। আমার এক রাশিয়ান কলিগের কাছ থেকে শুনেছিলাম স্টালিন জমানার এক অদ্ভুত গল্প। তারা বাবা নাকি এখনো বিশ্বাস করে না স্টালিন কোন খুন করেছিলেন- বা স্টালিন কোন বাজে লোক ছিলেন। ঐ জেনারেশনের কেঐ ওটা বিশ্বাস করে না ! ভারতীয় কমিনিউস্টদয়ের ও কেও এটা বিশ্বাস করে না! যাদের নির্বাসনে পাঠিয়েছিলেন স্টালিন-তারাও না! কারন মিডিয়া। স্তালিনকে কেও দিনে ২৪ ঘন্টা দেখে নি। আপনাকেও দেখে না। মিডিয়া ম্যাজিক যা দেখাবে, মমতা ব্যানার্জি তাহাই! এটাই মিডিয়াজাগতিক নিয়ম। এই নিয়মে যে ঘুঁটি সাজাবে-তারই জিত এই দুনিয়ায়। এতএব এতএব আপনার স্নেহধন্য সারদা গোষ্টি বাংলার সব মিডিয়া চ্যানেল কিনে নিক! এটা কমিনিউজম না-ক্যাপিটালিজম। কমিউনের গদার বদলে ক্যাপিটালের ছিপ ফেলে মিডিয়ার দখল নিতে হয়। আপনি নিয়ে নিন। প্রিন্টের যা খরচ আর ইন্টারনেটের যা প্রচার -আনন্দবাজার, বর্তমানের হরিনাম উঠলো বলে। ধরুন এরা অতীত। বা এদের যত দ্রুত অতীত করা যায়, আপনি তার ব্যবস্থা করছেন দেখে কি ভাল লাগছে!

    তবে ম্যাডাম, আনন্দবাজার বা বর্তমান অতীত হলেও জনগণ অতীত হবে না। প্রাচী গোষ্টি যেমন, সিপিএমকে বাঁচাতে পারে নি-সারদা গোষ্টিও তেমন আপনাকে বাঁচাতে পারবে না। বরং এই সব গোষ্ঠি গুলো গুষ্টির পিন্ডি গিলবে, আর গুষ্টি উদ্ধার হবে আপনার। রতিকান্ত বাবুকেই তখন আপনার পাশে পাবেন- তোষক দাশগুপ্তের তষ্য শিষ্য কুনাল ঘোষ কিন্ত তখন ও সরকারের দুধ দুইয়েই বড় হবেন। মানুষ বদলায় না ম্যাডাম। এটাই মহাজাগতিক শিক্ষা। আর শিক্ষা না নিলে মহাজাগতিক নিয়মেই পরিবর্তন হয়ে থাকে বলে নিন্দুকেরা রটিয়ে থাকেন।

    -শ্রী বিপ্লব পাল!
  • et al. | 14.99.26.81 | ৩১ মার্চ ২০১২ ০৯:৩৮539926
  • নাহ। বিপের লেখার ধার কমে গেছে। পরিবর্তণ।
  • SC | 96.235.41.93 | ৩১ মার্চ ২০১২ ০৯:৫৭539937
  • বিপের বানান আগের থেকে অনেক শুধরেছে। শুধু গোষ্ঠী ছাড়া প্রায় সবই ঠিক লিখেছে।
    বিপদা, মমতার বিরুদ্ধে একটা ভিডিও নামাও, নইলে হবে না।
  • cb | 202.156.10.227 | ৩১ মার্চ ২০১২ ১০:৩৫539948
  • অনেকদিন পর আবার, বেশ বেশ
  • Malay Roychoudhury | 120.60.32.7 | ৩১ মার্চ ২০১২ ১২:০৯539959
  • প্রতিটি পাছা চেয়ারের চরিত্র পায়।
  • dukhe | 117.194.246.218 | ৩১ মার্চ ২০১২ ১২:৩১539970
  • আবাপর সঙ্গে ঝামেলাটায় সম্ভবত: বড় অঙ্কের টাকার খেলা আছে।
  • ppn | 112.133.206.22 | ৩১ মার্চ ২০১২ ১২:৪৫539981
  • প্রাচী না, শ্রাচী।
  • SC | 96.235.41.93 | ৩১ মার্চ ২০১২ ১৩:১৯539992
  • আবাপ বাজারের নিয়ম অনুযায়ী খেলে। সেখানে সংবাদপত্র নিরপেক্ষ নাহলে বিক্রীবাটা হয়না।
    যতক্ষণ মমতা হাওয়া ছিলো, আবাপ তোল্লাই দিয়েছে, কারণ বিক্রী। এন্টি এস্টাব্লিশমেন্টের একটা বিরাট বাজার আছে।
    আবাপ সেই বাজারটা ছাড়বে কেন, মমতার কাছে টু পাইসের লোভে। কুঘোরা ছাড়তে পারে, কারণ ওরা ছোট ফিস।
    অভীক সরকার বড় ফিস, মমতা বা সিপিএম কারুর প্রতি অন্ধ আন্নুগত্য দেখিয়ে নিজের বাজার খোয়াবে না। আর মমতা বা সিপিয়েম, কেউই আবাপকে খুব বেশী কিছু করতে পারবে বলে মনে হয় না। মমতা যদি ভেবে থাকে এইসব চিপ কাজকর্ম করে
    আবাপকে বাগে আনবে, তাহলে সেটা মমতার রাজনৈতিক নাইভিটি।

    আমার ধারণা মমতা কিছুটা ইমোশনল হয়েও এটা করছেন। কদিন আগে অবধি মিডিয়ার দার্লিং ছিলেন, রুপকথার রাজকন্যা। তাই আজ ছোটখাটো সমালোচনাও নিতে পারছেন না। সেই রাগ থেকে মমতা এগুলো করছেন। কিন্তু আবাপ র সাথে লাগলে মমতা নিজের পায়েই কুড়ুল মারছেন। টাটার সাথে লড়া এক জিনিস, আর প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের সাথে লড়া আরেক জিনিস।
  • PT | 203.110.246.22 | ৩১ মার্চ ২০১২ ১৩:৩৭540000
  • তাহলে এমন সম্ভাবনা কি রয়েই যায় যে বিক্রি-বাটা বাড়ানো বা বজায় রাখার জন্য আবাপ যে কোন সরকারের কাজ-কর্ম সম্পর্কে অসত্য, অর্ধসত্য, অপসত্য যা খুশী লিখতেও পারে? যেমন ধরা যাক যে বছর প: বঙ্গ ধান উৎপাদনে ভারতের মধ্যে এক নম্বর হল আবাপ সেটা ছাপলই না কিংবা ভেতরের পাতায় ছোট্ট করে চাপল। অন্যদিকে কোন লোকাল মাফিয়া একটি নাটকের শো বন্ধ করে দিলে সেটা সামনের পাতায় বড় বড় হরফে ছাপা হল। তাহলে আমারা কি মিডিয়ার হাতে খেলছি? সেতো আরও বিপজ্জনক অবস্থা!! মমতা-বুদ্ধকে গদিচ্যুত করা যায়, ক্ষমতাশীল মিডিয়াকে তো কিছুই করার নেই।
  • dukhe | 117.194.237.5 | ৩১ মার্চ ২০১২ ১৩:৩৯539916
  • ধুর, এটা ছোটোখাটো সমালোচনার ইস্যুই নয়। সে তো আজকাল উঠতে বসতে মমতকে গাল দিয়ে এল। বড় ঘাপলা।
  • SC | 96.235.41.93 | ৩১ মার্চ ২০১২ ১৩:৫০539917
  • হ্যাঁ, পিটি, সেরকম সম্ভাবনা তো আছেই। আমরা মিডিয়ার হাতে খেলতে চাইলে খেলব, না চাইলে নয়।
    প: ব: তে নিশ্চয় এরকম মানুষও আছেন, যারা শুশু প্রতিদিন পড়ে যা লেখা থাকে, বিশ্বাস করেন, কিংবা আজকাল পড়ে যা লেখা থাকে বিশ্বাস করে। উল্টোদিকের ভার্সানটা জানার প্রয়োজন মনে করেনা।
    সেটা করলে অবশ্যই মিডিয়ার হাতে খেলছি। কিন্তু একাধিক মিডিয়া কি বলছে, সেগুলোর ব্যাপারে খোঁজ খবর রাখলে সেই সম্ভাবনা অনেক কমে যায় বলেই মনে করি।
    আবাপ তার নিজের বায়াস অনুযায়ী লেখে। কিন্তু আপাত-নিরপেক্ষতা মেনে লেখে, কারণ তারা জানে, ক্রেডিবিলিটিটা তাদের বড় পুঁজি। সেমন, আবাপ কিন্তু সিঙ্গুর প্রসঙ্গে বরাবর টাটাদের কারখানার পক্ষে একটা সূক্ষ লাইনে খেলেছিলো। কিন্তু তারা কারখানা বিরোধী অপ এডও ছাপিয়েহিলো। এটাই আপাত-নিরপেক্ষতা।
  • Biplab Pal | 68.33.140.55 | ৩১ মার্চ ২০১২ ১৬:৩৭539918
  • আমার নিজের বিচার বলে খেলাটা কুনাল ঘোষের উত্থানের সাথে জড়িত। লোকটা মমতাকে তেল দিয়ে করে নিল। বর্তমান কিছু পেল না। শুধু একটু সমালোচনা করার জন্যে!

    মিডিয়া চালিয়ে পয়সা নেই। মিডিয়া ভাঙিয়ে পয়সা আছে। এটাই ধণতন্ত্রে তিন সত্য। স্টার আনন্দ এত কিছু করেও মমতার মন পেল না। আনন্দবাজার, বর্তমানের অবস্থা রাজার বিবাহিত রাণীদের মতন। এত কিছু করার পড়েও, রাজা পড়ে আছে কুনাল ঘোষের মতন রক্ষিতার কাছে! তাহলে কোন রাণীর না রাগ হয়! আনন্দবাজার, বর্তমানের ও তাই হয়েছে!
  • dd | 110.234.159.216 | ৩১ মার্চ ২০১২ ১৬:৪৯539919
  • যেরকম বর্তমান ছিলো আর প্রতিদিন আছে সেরকম ধামাধরা অবস্থান আবাপের কখনই ছিলো না মমতার জন্য। নেভার। বিরোধী নেত্রী থাকাকালীন ও সুমন চট্টো "পোটোপাড়ার অগ্নিকন্যা" নিয়ে যথেচ্চ গালি দিতো মনে আছে।

    আবাপ গোষ্ঠী বাম পন্থার এগেইনস্টে যেমন ছিলো আমাদের স্কুল কালেজ কালীন (৬০-৭০)পরে আর সেরকম তীব্র বাম বিরোধীও ছিলো না। খুব বাজার পন্থী ছিলো। এখনো আছে। মমতা গদী পাবার পরে প্রায় প্রথম দিন থেকেই দেখছি আবাপ একটানা মমতা বিরোধী। এর কোনো বাজারী/ আধ্যাত্মিক কারন থাকলে আমার জানা নেই।

    মোটকথা আবাপ কখনই আজকাল/প্রতিদিন/বর্তমানের সমগোত্রীয় নয়। ছিলো ও না বেশ অনেকদিন হোলো। বরং ইংরাজী কাগজগুলোর মতনই (টেলেগ্রাফ/ স্টেট্‌সম্যান/ টাইম্‌স অব ইন্ডিয়া) দল নিরপেক্ষ। একটা অঘোষিত নীতি আছে, কিন্তু কোনো দলের সাথে ১০০% চুক্তিতে চলে না।

    বলে গেলাম
  • kallol | 119.226.79.139 | ৩১ মার্চ ২০১২ ১৭:৫৬539920
  • সমস্ত বড় মিডিয়াকে কাগজ বিক্রি করতে হয়, টিআরপি বাড়িয়ে বিজ্ঞাপন আনতে হয়। ছোট ও মাঝারী মিডিয়া খেলাধুলা করে খায় (আজকাল,প্রতিদিন ইত্যাদি)।
    বিক্রি বাড়ানোর জন্য এরা যা খুশী তাই ছাপে/দেখায়। যা খুশী মানে ওদের যেটা মনে হবে মানুষ ""খাবে"" সেটাই।
    এতো জানাই কথা। বহু মানুষ এসব পড়ে পচ্চুর তক্কো করে ট্রামে-বাসে-চায়ের দোকানে - প্রভাবিতও হয়। কিন্তু যাদের বাস্তবতা ঐ মিডিয়ায় আসে না, বা খুবই কম আসে, তাদের কাছে এই তক্কোগুলো খুব মানে রাখে না। তারা তাদের জীবনের বাস্তবতা দিয়েই সিদ্ধান্ত নেয়। খবরের কাগজ কেনে আর টিভি দ্যাখে তো মূলত: মধ্যবিত্ত।
  • Sam | 117.192.242.180 | ৩১ মার্চ ২০১২ ১৮:১৫539921
  • বস্তি উধাও, বস্তি উধাও,
    যেটুকু ঘর আটকে ছিল-
    এই আগুনে পুড়িয়ে দাও.

    বস্তি উধাও, বস্তি উধাও,
    কখন থেকে মাছের কাঁটা-
    আটকে গলায়? উগরিয়ে দাও.

    বস্তি উধাও, বস্তি উধাও,
    মরবে যারা মরুক শালা,
    ওদের আবার প্রানের কি দাম?
    আমরা আছি, পড়িয়ে টুপি,
    জয়ধ্বজা শূন্যে উড়াও.

    বস্তি উধাও, বস্তি উধাও,
    এই তো ছিল হাজার মানুষ,
    এই তো ফাঁকা, ম্যাজিক দেখাও.

    বস্তি উধাও, বস্তি উধাও,
    কান্না ওদের ভাওতাবাজি,
    নীল-সাদা তে শহর সাজাও.

    বস্তি উধাও, বস্তি উধাও,
    থাকবে ওরা গাছের নিচে,
    রেললাইনে, খালের ধারে,
    আমরা বসি অট্টালিকায়,
    দেখলে ওদের কেলিয়ে ভাগাও.

    বস্তি উধাও, বস্তি উধাও,
    মধ্যবিত্ত বিবেক জাগে?
    ওসব ছেড়ে আখের গুছাও.

    বস্তি উধাও, বস্তি উধাও,
    দেশের অভিশাপ ওগুলো,
    ওদের মরে যাওয়াই ভালো,
    সাজবে শহর, নাচবে শহর,
    আমরা বসে গুনব টাকা.
    ছোটলোকের প্রাণ ওগুলো,
    জাগার আগে ই জ্বালিয়ে দাও.

    বস্তি উধাও, বস্তি উধাও.
  • lcm | 69.236.169.38 | ৩১ মার্চ ২০১২ ২১:৪৬539922
  • ধুস্‌।
    ভারি তো চাড্ডি লাইব্রেরীতে কাগজ বিক্রি। যেন এর ওপর ভরসা করেই আনন্দবাজার বা বর্তমান এর ব্যবসা চলছে। আনন্দবাজারের ডেইলি ১২ লাখ প্রিন্ট, আর বর্তমান-এর সাড়ে ৫ লাখ প্রিন্ট এর সাথে সরকারি অনুদান, টেন্ডার অ্যাড, লাইব্রেরি এসবের কুনো সম্বন্ধ নাই। আর পশ্চিমবঙ্গে যত লোক লাইব্রেরিরে গিয়ে কাগজ পড়ে, তার থেকে অনেক বেশী লোক চায়ের দোকানে বসে পড়ে।
    আর, মমতা ব্যানার্জিদের যত সব ফালতু গিমিক - লাইটপোস্টে রবীন্দ্রসংগীত, ট্যাক্সির রঙ নীল, লাইব্রেরিতে নো আনন্দবাজার/বর্তমান --- আসল কাজের কাজ তো কিছু নাই। আর বিরোধীরাও পরেছে এই ফাঁদে, ধেই ধেই করে তালে তালে নাচে।
    ধুর, ধুর।
  • aka | 75.76.118.96 | ৩১ মার্চ ২০১২ ২১:৫৬539923
  • ল্যাদোষদাকে ক+++।
  • ppn | 112.133.206.22 | ৩১ মার্চ ২০১২ ২২:০৭539924
  • ক।

    বিপবাবুর এইকথাটা ব্যপক লেগেছে - ইন্টারনেটে কাগজের ব্যপক প্রসার। ক পাস্‌সেন্ট লোকে কাগজ পড়ে আর তার ক' পাস্‌সেন্ট ইন্টারনেটে?

    বরম অনেক বেশ লোকে টিভি ফলো করে।
  • PT | 203.110.243.21 | ৩১ মার্চ ২০১২ ২২:১০539925
  • সারা দেশে নাকি মাত্র ৫% লোকের internet সংযোগ আছে!
  • biplab | 68.33.140.55 | ৩১ মার্চ ২০১২ ২২:৩৩539927
  • Letmegiveyouastatistics.Toclearout.

    Iamfromkarimpur- asmallvillagetown.totalsaleofanandabazaarthereis152andtotalnumberoforkut/facebookprofilefromsamesmalltownis350...itiscatchingup...
  • lcm | 69.236.169.38 | ৩১ মার্চ ২০১২ ২২:৪১539928
  • ইন্টারেস্টিং ডেটা। করিমপুর গ্রামের ৩৫০ জনের বাড়িতে একটা করে পিসি আর ইন্টারনেট কানেকশন আছে কি না - বিপ্লব এই ডেটা পারলে একটু দেখো তো। আমি জাস্ট কিউরিয়াস।
  • ppn | 112.133.206.22 | ৩১ মার্চ ২০১২ ২২:৪৫539929
  • ফেসবুক তো মোবাইল থেকেই প্রচুর লোক কানেক্ট করে। কিন্তু তাদের সবার বাড়িতেই কি ইন্টারনেট কানেকশন আছে? নাকি তারা মোবাইল থেকে আবাপ পড়ে?

    আমিও কিউরিয়াস।
  • sda | 117.194.202.192 | ৩১ মার্চ ২০১২ ২২:৪৭539930
  • আমি জাস্ট এটাই লিখতে যাচ্ছিলাম। ফেবু অ্যাকাউন্ট আছে মানেই নেট কানেকশন আছে এটা ভুল। আর ফেবু তে অনেকেই দেশের বাড়ির অ্যাড্রেস দেয়, থাকে হয়তো বাইরে। অফিস বা কলেজ থেকে ফেবু করে।
  • ppn | 112.133.206.22 | ৩১ মার্চ ২০১২ ২২:৫৭539931
  • হ্যাঁ, সদার সেকন্ড পয়েন্টটা আমারো মনে এসেছিল। এইরকম কেসে পরিবারের এক বা দুইজন অফিস বা কলেজ থেকে ফেবু করলেও বাড়ির বাকি সদস্যদের জন্য খবরের কাগজ মাস্ট। (ধরে নিলাম পরিবারের সকলেই খবরের কাগজ পড়তে সক্ষম এবং পড়তে আগ্রহী)
  • Tim | 98.249.6.161 | ৩১ মার্চ ২০১২ ২২:৫৮539932
  • সাইবার কাফে নাই ওদিকে? যেখানে গড়পড়তা বাড়িতে পিসি নাই সেখানে কিন্তু সাইবার কাফে ভালো ব্যবসা।
  • ppn | 112.133.206.22 | ৩১ মার্চ ২০১২ ২৩:০০539933
  • রাইটো। সাইবার কাফে থেকেই তো ফেবু প্রোফাইল বানানো যায়।
  • lcm | 128.48.254.37 | ৩১ মার্চ ২০১২ ২৩:০১539934
  • টিম ঠিক কইসে, ইন্টারনেট কাফে।
    কিন্তু, ইন্টারনেট কাফে তে আনন্দবাজার পড়া - একটু এক্সপেন্সিভ হইব না?
  • ppn | 112.133.206.22 | ৩১ মার্চ ২০১২ ২৩:০৩539935
  • টিম তো সেটা বলেনি। সাইবার কাফে তো সময় মেপে চার্জ নেয়। এই ধরো আধঘন্টায় পনেরো, একঘন্টায় পঁচিশ এইরকম। তো, লোকে ওই সময়টা ফেবু বা গুচ না করে বা ইউটিউব না দেখে আবাপ কেন পড়বে?
  • Biplab Pal | 68.33.140.55 | ৩১ মার্চ ২০১২ ২৩:৩৩539936
  • IhavedatafortwosmallTown, KalnaandKarimpur

    1, BroadbandcametoKalnain2007-in2011, totalnumberofbroadbandconnectionwasmorethan450-nowIhopeitis700+
    Mostofthepeopleloginfrommobilemodemthough-andtheycanreadanandabazaarbythat

    2.BroadbandcametoKarimpurin2010-theyhavearound55connectionorso.Mostofthepeopleloginbymobilemodem-peoplelogginginthroughmobilemodemwillbemorethan300-400.

    3.RememberallpeoplefromKarumpurwhohavebroadbandareinFacebookororkut.Typicalrateis50%.

    Inanother5years, eveninWB, morepeoplewillreadnewsthroughinternet.
  • lcm | 69.236.169.38 | ৩১ মার্চ ২০১২ ২৩:৪১539938
  • বোঝো! আমি তো সে কথাও বলছি। ১৫ টাকায় আধঘন্টা আনন্দবাজার অনলাইনে পড়া - একটু এক্সপেন্সিভ হল না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন