এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতাদেবীকে লেখা একটি চিঠি

    Biplab Pal
    অন্যান্য | ৩১ মার্চ ২০১২ | ৫৯৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.169.38 | ৩১ মার্চ ২০১২ ২৩:৪৮539939
  • থ্যংকু বিপ্লব। ছোট শহরে ইন্টারনেট কানেক্‌শন-এর ডেটা নিয়ে কোনো আইডিয়া ছিল না। উইকি তে বলছে ২০০১ এ কালনা টাউনের পপুলেশন ছিল অ্যাবাউট ৫২,০০০। এখন নিশ্চয়ই বেড়েছে। হাউসহোল্ড কত জানি না। যদি হাজার ছয়েক হয়, তাও ৭৫০ কানেকশন ইস নট ব্যাড।
  • Tim | 98.249.6.161 | ৩১ মার্চ ২০১২ ২৩:৫৫539940
  • এলসিএমদা, বেশিরভাগ লোক ইন্টারনেট কাফেতে গিয়ে হয়ত কাজের জিনিসটুকুই করবে, বা নেটওয়র্কিং যথা চ্যাট ফেসবুক অর্কুট ইত্যাদি। কাগজ হয়ত পড়বেনা। দেশে কাগজের দাম বেশ কম, কাফেতে পড়া এক্সপেন্সিভ তো বটেই। ওদিকে আবার ব্রডব্যান্ড থাকলে অনেক শস্তা, একসাথে একাধিক কাগজ ফিরিতেই পড়া যায়।
  • aka | 75.76.118.96 | ০১ এপ্রিল ২০১২ ০০:২০539942
  • যাদের ফেবু বা অর্কূট অ্যাকাউন্ট আছে তাদের এজ গ্রুপ কি? খুব সম্ভবত টিন এজার। আমার ভাগ্নে ভাগ্নি গুলো দেখি আমারই ভায়ের কাফে থেকে ফেবু করে।
  • Generic letter | 75.151.240.1 | ০১ এপ্রিল ২০১২ ০০:৩৯539943
  • লাইব্রেরিতে কাগজ বন্ধ করে কাগজের ক্ষতি ঠিক কি?

    subscription একটুও কমবে না - readership খানিক কমবে বটে - কারণ libraryগুলোতে per copy readership অনেক বেশী। Incidentally, ইংরিজি দৈনিকগুলোর চেয়ে বাংলা/হিন্দী/উর্দু দৈনিকের readership to subscription ratio অনেক বেশি - কারণ কপি অনেক বেশি হাত ঘোরে।

    কাজেই ক্ষতি কার? যেটুকু ক্ষতি, সেটা মাঝারি বাংলা কাগজের।

    ক্ষতি কিরকম? খানিক রিডারশিপ কমলে কি হবে? মনে হয় না opinion-making function একটুও affected হবে, যা ছিল তাই থাকবে। কিন্তু আবাপ ছাড়া আর বাকি দৈনিকগুলোর advertisement তুলতে জান বেরিয়ে যায়, অসমভব competition চলে, সেখানে সামান্য readership কমলেও ক্লায়েন্টরা ad অনেক কমিয়ে দেবে। এটা actually ভাতে মারা।

    ক্ষতি কতটা? ক্ষতির পরিমাণ আমার মতে মাঝারি: খুব বড়ো কিছু না, কিন্তু গায়ে লাগার মতো।

    তাহলে দিদির মূল উদ্দেশ্য কি? IMHO, হুমকি। গভর্নমেন্ট চাইলে কিন্ত কাগজের অনেক ক্ষতি করতে পারে, এটাই স্মরণ করানো। আর সেটাই ভয়ের। Moreover, এটা আপাতদৃষ্টিতে বোকামি মনে হলেও সংবাদমাধ্যম যদি এই হুমকি খেয়ে লাইনে এসে যায় তাহলে কিন্তু মমতার লাভ আছে - মিডিয়াকে দিয়েই আগামী তিনবছরে ইমেজ ম্যানেজ করিয়ে নিতে পারলে আর চিন্তা নেই। তিনবাছর বাদে হয়ত বেশি লোক আজকের কথা মনে নাও রাখতে পারে।

    আরো একটা জিনিস দেখলাম ফেসবুকে- গভ: কোন এক কাগজে ad বন্ধ করেছে। খবরের কাগজের ad structure সম্বন্ধে খোঁজ রাখলে দেখবেন যে এটা বিশেষ করে ছোট non-english (অর্থাত আবাপ বাদে আর সবাই) কাগজগুলোর lifeline - না পেলে মরে যাবে।

    সেইজন্যেই বলছি, হুমকি: ভাতে মারতে পারি, মারব। মিডিয়া ব্যাকল্যাশের তোয়াক্কা করি না।

    কি করবে কাগজগুলো?
  • Generic letter | 72.95.245.227 | ০১ এপ্রিল ২০১২ ০৩:০৭539944
  • ব্যাপারটা ভয়ের, খুব ভয়ের।
  • Biplab Pal | 68.33.140.55 | ০১ এপ্রিল ২০১২ ০৬:৪০539945
  • অনেকেই দেখছি ভাবছে প্রিন্ট মিডিয়ার কাটতি আছে মানে, সেই সব পেপার বসানোর ক্ষমতা সরকার রাখে না। খুব ভুল ধারনা। সরকারি বিজ্ঞাপণ না পেলে সব পেপারের প্যান্ট হলুদ হবে। বেসরকারী বিজ্ঞাপনে আজকাল টাকা নেই-তা আজকাল কেবল টিভিতে।
  • Generic letter | 72.95.245.227 | ০১ এপ্রিল ২০১২ ০৬:৪৯539946
  • বস, আমি বছর চারেক খবরের কাগজের ad বিভাগে চকরি করেছি, যা বলছি জেনেই বলছি।
  • cb | 202.156.10.227 | ০১ এপ্রিল ২০১২ ০৬:৫৩539947
  • জি এল যা বললেন , বর্তমান ও কি আবাপর মত কেস? মানে বর্তমান ও কি মাঝারি কাগজের মধ্যে পড়ছে? নাকি আবাপর মত বড় কাগজ?
  • Generic letter | 72.95.245.227 | ০১ এপ্রিল ২০১২ ০৭:০১539949
  • বর্তমান ঝাড় খাবে। সমস্ত প্রাইভেট ad top কাগজে যায়। বর্তমান অনেক বেশি ডিপেন্ড করে ছুটকো ছাতআ এবং গভ: ad-এর উপর।
  • Biplab Pal | 68.33.140.55 | ০১ এপ্রিল ২০১২ ০৮:১৭539950
  • মিডিয়া দ্রুত বদলেছে। গত ৫ বছরে। গতকাল যা সত্য ছিল । আজ তা সত্য না। আমি যদ্দুর জানি আনন্দবাজারে গত তিন বছরে ১০০ কর্মী ছাঁটাই হয়েছে। ১০ বছর আগে ভাবা যেত না, গানের সিডি বিক্রি করা যায় না। তাই এড ডিপার্টমেন্টে ৪ বছর কে কবে কি কাজ করেছে-সেটা এই আলোচনাতে কোন কোয়ালিফিকেশনই না।
  • lcm | 69.236.169.38 | ০১ এপ্রিল ২০১২ ০৯:০০539951
  • ভারতে প্রিন্ট মিডিয়া - ২০১০
    -------
    প্রিন্ট মিডিয়া রেভিনিউ প্রায় ১৭৮৭০ কোটি টাকা ( এর মধ্যে, নিউজপেপার ১৫৯৫০ কোটি, এবং ম্যাগাজিন ১৯২০ কোটি)।

    নিউজপেপার রেভিনিউ ২০০৯ এর থেকে প্রায় ১১.৬% বেড়েছে।

    ২০১০ এ রেভিনিউ-র প্রায় ৬৩% এসেছে বিজ্ঞাপণ থেকে।

    ২০১০ সালে অ্যাড এসেছে:
    - চাকরি ১২%
    - ব্যাংকিং/ফাইন্যান্স/ইনভেস্টমেন্ট ১১%
    - এডুকেশন ১০%
    - অটোমোবাইল ৭%
    - রিটেইল ৫%
    - পার্সোন্যাল অ্যাসেসরিস ৫%
    - ডিউরেব্‌ল গুড্‌স ৪%
    - পার্সোন্যাল হেল্‌থকেয়ার ৩%
    - কর্পোরেট/ব্র্যান্ড ইমেজ ৩%
    ------
    এই হল স্ট্যাট ( প্রাইসওয়াটার হাউসের রিপোর্ট থেকে)। এই ডেটা সর্বভারতীয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একইরকম একটা চিত্র আশা করা যেতে পারে।
    এখন, চাকরি আর ব্যাংকিং-এ কিছু সরকারি অ্যাড থাকতে পারে (যদিও বেশীর ভাগ রাষ্ট্রায়াত্ত ব্যাংক কেন্দ্রীয় সরকারের আন্ডারে)

    রাজ্য সরকারের অ্যাড-এর ওপর আনন্দবাজার/বর্তমান এর আর্থিক নির্ভরতা থাকার তো কথা নয়। আর, এই দুই প্রকাশন কিন্তু ঠিক প্রো-লেফ্‌ট নয় যে বাম জমানায় কোনো বাড়তি সুবিধে পেয়ে থাকবে।

    যে সব প্রকাশনা সরকারি বদান্যতায় চলে তারা উঠে যেতেই পারে। যেমন, বসুমতী, উঠে গেছিল। একসময় দীর্ঘদিন আমাদের বাড়িতে বসুমতী রাখা হত। কিন্তু, কেউ পড়ে না, কেউ কেনে না, কদ্দিন আর সরকার টানবে। উঠে যেতেই হত।

    এখন, কথা হল - সরকার কি কোনো মিডিয়া হাউসের পেছনে লাগতে পারে, আর্থিক ভাবে ব্যবসা ক্ষতিগ্রস্ত করতে পারে। কিছুটা পারে বই কি।

    আবার উল্টো দিকে, প্রাইভেট মিডিয়া কি সরকারের পেছনে লেগে সরকার বসিয়ে দিতে পারে। কিছুটা পারে বই কি।

    অনেক সময়ই দু তরফে একটা বোঝাপড়া হয়ে থাকে। প্রাইভেট মিডিয়ার ব্যবসাকে কিন্তু আলটিমেট্‌লি বাজারে বেচে পয়সা করতে হয়।
  • SC | 63.131.47.67 | ০১ এপ্রিল ২০১২ ০৯:০৩539952
  • জি এল ঠিকই তো কইছে। ইন্টারনেটে বিপ্লব আসবে এটা বিপদার একটা পুরোনো তঙ্কÄ। কিন্তু সবকিছুকে ঐ তঙ্কেÄর মধ্যে খাপ খাওয়াতে গেলে চলে না। বাড়িতে ইন্টারনেট আছে মানেই তাতে কেউ কাগজ পড়বেন, এটা ভাবার কোনো কারণ নেই। আমাদের কলকাতার বাড়িতে তো এখনো আবাপ আসে। ইন্টারনেটে ইমেল হয়, বাবার ফেবু একাউন্টও আছে, কিন্তু বাবা,জেঠু কেউই ইন্টারনেটে পেপার পড়ে না।
    পেপার হাতে নিয়ে পড়ার একটা অভ্যাসের ব্যাপার আছে। এক হাতে চা, অন্য হাতে পেপার। সেই অভ্যেস কাটিয়ে ইন্টারনেটে কম লোকই আসবেন মনে হয়। কম্পিউটারে অনেক লোকই বিশেষ স্বচ্ছন্দ নয়, বিশেষ করে বাবার জেনারেশনে। তারা সকলে রাতারাতি ইন্টারনেটে আবাপ পড়বেন, আমার মনে হয় না। রিডারশিপ এখনো মূলত হার্ড কপির। ইন্টারনেটে আবাপ কিছু কচি ছেলেপিলে আর প্রবাসীরা পড়ে।
    এড মার খাবে, আবাপ, বর্তমান দুজনেরই প্রফিট কমবে। আবাপ হয়ত ম্যানেজ করে নেবে, বর্তমান পারবে কিনা জানিনা।অতবে ঐ যে আগেই বললাম আবাপর একটা গুডউইলের ব্যাপারে আছে, ওটা ওদের বড় পুঁজি, ওটা ছাড়তে রাজী হবে বলে মনে হয় না, একদম লাভ-ক্ষতির অঙ্কের হিসেবেই।
  • SC | 63.131.47.67 | ০১ এপ্রিল ২০১২ ০৯:০৮539953
  • lcm, আমার মনে হয়,বেসরকারী শিল্প বেশী আছে, এরকম রাজ্যে যে স্ট্যাট হবে, প:ব: তে তার থেকে একটু আলাদা হবে মনে হয়। যেহেতু সেক্ষেত্রে সরকারের উপরে নির্ভরতা বেশী থাকবে। কিন্তু তার থেকেও বড় চাপ হচ্ছে রিডারশিপ কমলে বেসরকারী এডও কমবে।
  • Bratin | 14.99.234.60 | ০১ এপ্রিল ২০১২ ১১:০৪539954
  • ঠিক। আমদের বাড়িতেও আনন্দবাজার,TOI এবং ET। কিন্তু ব্রড ব্রান্ড,টাটা ফোটন এবং মোবাইল এ নেট।
  • Generic letter | 72.95.245.227 | ০১ এপ্রিল ২০১২ ২১:৩২539955
  • বিপ, গুরুর পাতায় তোমার সঙ্গে ঝগড়ায় যেতে চাই না।

    দ্যাখো, ad industry টা এমনই যে নাম্বার ওয়ান না হলে ভীষণ চাপ। কলকাতায় যদি কেউ ad নিতে চায় তাহলে আগে হয়ত TV তে নেবে, তারপর যদি বাজেট বাকি থাকে তাহলে প্রিন্ট (তুমিই তো বল্লে)। এবার প্রিন্টে ad নিলে আনন্দবাজার / TT ছাড়া গতি নেই। তারপর হয়ত TOI। এতকিছুর পর পয়সা বাকি থাকলে বর্তমান, প্রতিদিন ইত্যাদি। কাজেই ছোট বাংলা কাগজগুলো কর্পো ad (ইন্ডাস্ট্রিতে নাম ডিসপ্লে) -এর পাতি এঁটোকাঁটা ছাড়া কিছু পায় না। ওখানেই কিন্তু ad industry'র সিংহভাগ বাজেট যায়। এর ফলে ছোট vernacular daily গুলো ভীষণভাবে গভ: ((ইন্ডাস্ট্রিতে নাম টেন্ডার) -এর উপর আর অপেক্ষাকৃত ছোট লোকাল advertiser দের উপর নির্ভরশীল। যদি tender revenue as a percentage of total revenue দ্যাখো তাহলে দেখবে এইসব ছোট ছোট খবরের কাগজের ক্ষেত্রে figure টা অনেক বেশী। তাছাড়া abp group-এর Star-Ananda'র রেভিন্যু আছে। কাজেই, গভ: যদি হাত সরিয়ে নেয়, আবাপর যা ক্ষতি, বর্তমান ইত্যাদির ক্ষতি অনেক বেশী।
    সেইজন্যেই হুমকির থিয়োরিটা বিশ্বাসযোগ্য।

  • ranjan roy | 122.168.20.111 | ০২ এপ্রিল ২০১২ ০০:৩১539956
  • জেনেরিকের বাত মেঁ দম হ্যায়। আর যতগুলো-মোবাইল-ইন্টারনেট তত পত্রিকার রীডারশিপ--এটা অতিসরলীকরণ।
    মোবাইল কানে লাগিয়ে গান শোনা আর পত্রিকা পড়া এক কথা নয়।
  • Biplab Pal | 68.33.140.55 | ০২ এপ্রিল ২০১২ ০০:৫৯539957
  • আজ আমেরিকা যা হচ্ছে, কাল ভারতেও তাই হবে।
    আমার মেইন ব্যবসাটাত স্যোশাল মিডিয়াতে এবং আমেরিকাতে, সুতরাং ভারতে বিজ্ঞাপনের ভবিষ্যত কি , তার বর্তমানে আমি বাস করি।

    [] নিউয়ার্ক টাইমস, বা বড় বড় নিউজ ব্রান্ড দেনার দায়ে বিক্রি হওয়ার অবস্থা। মুদ্রকের অবস্থা করুন।

    [] সাংবাদিকদয়ের চাকরি নেই-তারা এস ই ও বা অনলাইন রেপুটেশন এ ব্লগ লিগে উপায় করে। আমার কোম্পানীর কাজের জন্যেই প্রায় ৫ জন সাংবাদিক রাখতে হয়েছে-তার একটা মূল কাজ এখন এস ই ও ব্লগ লেখা। কারন ব্রান্ডিং এবং এডের ধারনা বদলে গেছে। আজকাল এডের বদলে সব ব্রান্ড চাইছে নিজেদের মাইক্রো স্যোশাল মিডিয়া। তাতে লাভ অনেক বেশী। আমি নিজেও জানি না সংবাদ পত্র আর সাংবাদিকদয়ের ভবিষ্যত কি। কারন সবটাই ওয়েব মার্কেটীং হয়ে যাচ্ছে।
  • PM | 2.50.43.169 | ০২ এপ্রিল ২০১২ ০১:১২539958
  • অ।

    তা আলুচনাটা ঠিক কি নিয়ে হচ্চিল? দিদির এখনকার কলকাতার সংবাদ পত্রের ওপোর দিদির ডিসিসনের প্রভাব, ভবিষ্যতের প: ব: সংবাদপত্রের ওপোর দিদির সিদ্ধান্তের প্রভাব। না ন্যু ইওর্ক টাইম্‌স-এর ওপোর দিদির সিদ্ধ্যান্তের প্রভাব। ঘেঁটে গেনু
  • ranjan roy | 122.168.20.111 | ০২ এপ্রিল ২০১২ ০৩:১২539960
  • পি এম কে ক।
  • nk | 151.141.84.239 | ০২ এপ্রিল ২০১২ ০৩:১৮539961
  • ওরে বাবা রে, হা হা প গে। একেবারে ঝাড়া তেত্রিশ সেকেন্ড পড়ে ছিলাম। :-)
  • Bratin | 122.248.183.1 | ০২ এপ্রিল ২০১২ ০৯:২৯539962
  • আহা নিশি, চোট লাগে নি তো? :-))
  • Sankha | 198.45.19.49 | ০২ এপ্রিল ২০১২ ১০:৫৫539963
  • মানুষ কত সরল হয়েও কত গাঁট হয়, গুরু না পড়লে জানতেই পারতুম না।
  • siki | 155.136.80.36 | ০২ এপ্রিল ২০১২ ১১:১৬539964
  • ভালো কল্পবিজ্ঞানের গল্প হয়ে যাবে বলে মনে হচ্ছে। :) একজন পোচোন্ডো গম্ভীর মুখ করে গুরুতে প্রবন্ধ লিখছেন, ওদিকের টেবিলে বুকে "প্রেস' কার্ড ঝোলানো চারজন বিভিন্ন বয়েসের লোক বসে বসে কম্পিউটারে কী সব করছেন, আর একজন তাদেরই মতন "প্রেস' ঝোলানো লোক এসে দরজার সামনে দাঁড়িয়ে মাথা চুলকোতে চুলকোতে বলছেন, "স্যার, সকাল থেকে আটটা ব্লগ লেখা হয়ে গেছে। এবার কী করব স্যার?'
  • Samir | 118.102.182.242 | ০২ এপ্রিল ২০১২ ১১:৪৯539965
  • এই আমি সমীর। এখানে নতুন। কিছু বুঝতে পারছি না।
    প্লীস কেউ হেল্প করুন না ?

    সমীর
    টালীগঞ্জ

  • Ben Arfa | 121.241.218.132 | ০২ এপ্রিল ২০১২ ১১:৫৩539966
  • হেল্পের কী আর আছে? বা-লার কীম্যাপ, কাজেই পটাপট লিখতে পারবেন।
  • gandhi | 203.110.247.221 | ০২ এপ্রিল ২০১২ ১১:৫৪539967
  • সমীর

    বাংলা তো ঠিকই লিখছো।। মনের মত টপিকে গিয়ে যা-ইচ্ছেতাই লিখে ফেলো
  • gandhi | 203.110.247.221 | ০২ এপ্রিল ২০১২ ১১:৫৫539968
  • সরি

    পুরো লেখাটা আপনি অর্থে :)
  • cb | 192.193.164.10 | ০২ এপ্রিল ২০১২ ১২:০০539969
  • সিকি :)

    যিনি কোশ্নো টি করলেন, তিনি উত্তর পেলেন, "জানি না, কারণ সত্যি ই জানি না সাংবাদিকদয়ের ভবিষ্যত কি, সুতরাং ...."
  • kallol | 119.226.79.139 | ০২ এপ্রিল ২০১২ ১২:১২539971
  • মমতার নানান স্বৈরাচারী ভূমিকার প্রতিবাদে ৮ এপ্রিল, বিকেল ৩টায় কলেজ স্কোয়ার স্টুডেন্টস হলের সামনে থেকে মিছিল। সেদিনই ৪.৩০এ স্টুডেন্টস হলে সভা।
    যারা কোলকাতায় এবং এই প্রতিবাদে একমত, তারা নিশ্চাই চলে যেয়ো/যাবেন। পরিচিত যারা এই প্রতিবাদে শামিল হতে চান তাদেরও খবর দিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন