এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শোক ও শস্যের ওয়াগন/৫ (কন্টিনিউড)

    sayan
    অন্যান্য | ৩০ মার্চ ২০১২ | ৫৮৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Binary | 198.169.6.50 | ৩১ মার্চ ২০১২ ০২:৩১540161
  • হিন্দী সিনেমার গানের ওয়ান অ্যান্ড ওনলি সোর্স ছিলো চিত্রহার। সে আবার সন্ধ্য বেলা হতো। বাবা বলে ছিলো ঐসব দেখলে বুদ্ধি নষ্ট হয়।
  • rimi | 75.76.118.96 | ৩১ মার্চ ২০১২ ০২:৩৫540162
  • বাইনারিদার বাবা একদম ঠিক কথা বলেছিলেন। এই টই পড়ে মনে হচ্ছে আশি আর নব্বইতে হিন্দি সিনেমা ছাড়া আর কিছুই ছিল না!! নিতান্ত বোরিং দুটো দশক, যখন বাচ্চা ছেলেপুলের একমাত্র এন্টারটেইনমেন্ট বলিউডি সিনিমা আর গান!!

    ছ্যা: ছ্যা:
  • SC | 150.212.34.181 | ৩১ মার্চ ২০১২ ০২:৪৮540163
  • নানা, আঁতেল মালও দেখেচি দু একটা। মৃণাল সেন ছিলো। ওর সিন্মায় অঞ্জন দত্ত রোগা প্যাটকা নিম্নমধ্যবিত্ত ছেলের নায়ক হতো। সেগুলো মনেহয় আশির শেষে। ঠিক জানিনা, দুরদর্শনে দিত, মাথা ধরে যেত পুরো। হিন্দীতে তখন আঁতেল বলতে সেই রেখা নাসিরের কিসব সিনেমা, মা খুব মনোযোগ গিয়ে দেখত, কোনো মারপিট হতো না,মমতা কুল্কার্নির নাচও হতো না, যতসব ফালতু ডায়লগ। কত আশা নিয়ে বসে থাকতাম শুক্কুরবার একটু ফুল্টু মারপিটের হিন্দী ছবি আসবে, মাঝে মাঝে এসব ঝুল আঁতেল জিনিসপত্তর চলে আসত।
    আর রোববার বিকেলে মাঙস খেয়ে ভালো ঘুমটি দিয়ে পুরো মুড খারাপ হয়ে যেত, বিকেল থেকে একটা বাংলা সিনেমা। উত্তমকুমার নাকি হেভি নায়ক, মা মাসীরা হুমড়ি খেয়ে পড়ে দেখত। পুরো বোর, সাতজন্মে কোনোদিন একশন করতে পারল না। সেই একবারই করেছিলো মনেহয় অমানুষে, পুরো জালি। ওচ্চেয়ে যেদিন পসসেঞ্জিতের বই থাকত, তাও চলেবল। এটলিস্ট একটু মারপিট থাকত।
  • Binary | 198.169.6.50 | ৩১ মার্চ ২০১২ ০৩:১৯540164
  • বল্লে হবে ? গুরু ঝার্পিট করেনি ? দেশপ্রেমী ? পুরো বাঁশনিয়ে ঝাড়পিট ....

    ইসে রিমি কথামতম বাংলায় বলি, আশি-র
    ১) দাদারকীর্তি - দেখে ক্লাসে যত মেয়ে ছিলো সবার প্রেমে পড়ে গেলাম
    ২) হীরক-রাজা
    ৩) আদালত-আরএকটি মেয়ে - মাধ্যমিক-এর পরে দেখেছিলাম, জয়া সিনেমায়
    ৪) ত্রয়ী - উ: দাদা কাঁপিয়ে দিলো
    ৫) গ্লোবে 'ঘরে বাইরে' দেখে বেরিয়ে, সন্দীপ (সিনেমার নয় আমার বন্ধু) বল্ল, 'যা বুঝলাম, পুরো সিনেমাটা, মোহর খেয়ে মাথা গরম'
    ৬) আকালের সন্ধানে - ম্‌ণাল সেন-এর এই একটা সিনেমাই আমি হলে গিয়ে দেখেছি
    ৭) গুরুদক্ষিনা - তাপস পালের মুখব্যাদান, কাঁদছে না বেগ এসেছে কেজ আনে ?

    .....
  • Binary | 198.169.6.50 | ৩১ মার্চ ২০১২ ০৩:৩৯540165
  • ওহো, এটাতো বলাই হয় নি। 'শত্রু'। বাংলার বচ্চন রঞ্জিত মল্লিক। আর বাংলা সিনেমার বক্স অফিসের ত্রাতা অঞ্জন চৌধুরি। এটা আবার হিন্দী রিমেক হয়েছিলো।
  • i | 203.158.48.99 | ৩১ মার্চ ২০১২ ০৪:২৮540166
  • ওয়াগনে শস্য উঠিতেছে- উঙ্কÄল শস্য। শোক ওঠে নাই এযাবৎ।
  • riddhi | 64.134.149.54 | ৩১ মার্চ ২০১২ ০৪:৩৮540167
  • পিনাকী ঐ শক্তি কাপুরের 'আই আই ই উ উ ও' তো গোবিন্দর রাজাবাবু দিনেমার! নাম করিনি, কিন্তু উনি তো এই সিনেমার নায়ক।
    আমার প্রিয় ছিল গোবিন্দ কাদের খান সিরিজ। যেখানে কাদের খান মেয়ের বাবা, আর গোবিন্দ সাব-অল্টার্ন সম্রাট। হিরৈন হিসেবে ওদের লেভেল ম্যাচ একমাত্র রবিনা বা করিশ্মা করতে পারত, আর কারুর দম ছিল না।
    এই পিনাকী যদি পুরনো পিনাকী হন, ৯০এর হিন্দি সিনেমার গান নিয়ে ওনার একটা ডায়ালগ আমি প্রায়ী ঝাড়ি( অবশ্যই ডিউ ক্রেডিট দিয়ে) এই গুরুতেই পরেছিলাম অনেকদিন আগে
    বাংলা পরীক্ষায় চর্যাপদ এর এক্সাম্পলের উত্তরে ' সাঁইয়া বাঁইয়া মোরো না, কাচ্চি কলিয়া তোরোঁ না':))

  • Arin | 119.224.108.139 | ৩১ মার্চ ২০১২ ০৫:১৩540168
  • আশিতেই তো:
    ভারতের ওয়ার্ল্ড সিরিজ কাপ জেতা,
    রবিশাস্ত্রীর অডি গাড়ি জেতা,
    সেই প্রথম অডি গাড়ির নাম শুনলাম,
    মিঁয়াদাদের চেতন শর্মাকে লাস্ট বলে ছক্কা,
    ডেভিস কাপের ফাইনাল, (ভারত মনে হয়ে সেবারেই প্রথম ও শেষবারের মত ডেভিস কাপের ফাইনালে উঠেছিল
    )
    হামলোগ ও অশোক কুমার
    ..,
  • riddhi | 64.134.149.54 | ৩১ মার্চ ২০১২ ০৫:৫০540169
  • এস সি, উত্তম কুমার কিছু না হলেও মাঝে মধ্যেই সুচিত্রা সুপ্রিয়া কে কষিয়ে চড় থাপ্পড় মারত।

    প্রসেনজিত আর আশির দশক বলতে একটা সিনেমার কথা মনে পড়ল। ও একবার শতাব্দী রায়কে একটা ছবির সামনে নিয়ে গিয়ে দাড় করায়। পারিবারিক অনেক বাধা টপকে দুজনে এই ইলোপ করবে করবে । শতাব্দি বাড়ির ঝি। নারায়ন শিলা, বাড়ির বড় দাদু সদ্য প্রয়াত অনিল চ্যাটার্জির ছবি, সুখেন দসের নিজের হাত দিয়ে তৈরি করা কোন এক বৌদিমনির পুতুল, এরকম অজস্র হাবিজাবি ছবি মূর্তি পান্ডুলিপি পার হয়ে একটা ছবির সামনে দাঁড় করায়। বলে ' এনাকে প্রণাম কর। পৃথিবির সব মুক্তিকামী মানুষের দেবতা উনি। কমরেড লেনিন' আমি একটু চমকালাম। প্রথমেই মনে হল, লেনিন একটু হাই-ফাই জিনিস, আমি দুদিন হল শিখেছি, প্রসেনজিত কি করে এসব জানল। একটা সিপিএম কাকুর বাড়িতে দেখছিলাম। ব্যাকগ্রাউন্দে সিনেমাটা চলিয়ে একটা ভারি আলোচন হচ্ছিলো। সবার মুখ ঘুরে গেল, সে কি উত্তেজনা । বাচ্চা টা লাফিয়ে উঠে 'বাবা বাবা লেনিন, লেনিন বলছে ' কাকু তখন ' শাআঅ লা আ প্রসেনজিত, যত বড় মুখ না তত বড় কথা' চা খেতে আসা একজন পুরনো কমিউনিস্ট দাদু হাসতে হাসতে বল্লেন 'কি অবস্থা হা হা হা নারায়ন শিলা আর লেনিন'
    আমার দাদাও ওদের সাথে খুব হাসল। কিন্তু বাড়ি ফিরতে ফিরতে বোঝালো 'এই সিপিএম কাকুরা হল বিশ্বপাঁঠার দল, সংকীর্ন মনা গান্ডু। মেনস্ট্রিমে কোন দিন ঢুকতে পারবে না। কম্রেড প্রসেনি্‌জত লালে লাল লাল সেলাম । এরকম ছোটো ছোট জিনিস দিয়েই বিপ্লব আসবে ' হ্যানা ট্যানা

    আমি এই সিনেমাটা ইউটিউবে অনেক খুজেছি। আর কোন সিনেমায় (মানে, ঐ গৌতম ঘোষের আর শেষের দিকের সৌমিত্রর আতেল সিনেমা গুলো বাদে যেখানে লানচে ডিনারে আফশোস্‌শ করা হয়, ইস সোভিয়েত ইউনিয়ন টা থাকলে কি ভাল হত) কোথাও লেনিন কে এত সহজ সাবলীল ভাবে রেফার করা হয় নি।
  • Bratin | 14.99.148.102 | ৩১ মার্চ ২০১২ ১০:৫৯540026
  • দেখো তোমাদের একটা বাংলা কথা বলি গুরুদেব (বচ্চন) আর মান্না দে কে নিয়ে কোন বাজে কথা নয়। একে বিধিসন্মত সতর্কী করণ হিসাবে ধরতে পারো/পারেন।
  • pinaki | 122.164.113.198 | ৩১ মার্চ ২০১২ ১১:০০540027
  • রিদ্ধি, :-)

    হ্যাঁ, আমিই সেই পিনাকী। কিন্তু একট ছোট্টো ভুল হয়েছে - সাঁইয়া বাঁইয়া 'ছোড়ো' না(ই) / কাচ্চি কালিয়া তোড়ো না(ই)
  • Bratin | 14.99.148.102 | ৩১ মার্চ ২০১২ ১১:০৬540028
  • আরো কটি বিখ্যাত গান:

    ১। আমার ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে
    ২।আমি কলকাতার ই রসোগোল্ল
    ৩। উরি উরি বাবা কী দারুন, প্রেম জেগেছে আমার মনে ,বালতে আমি চাই,তোমায় আমি ভালোবাসি,তোমায় আমি চাই।( উষা উত্থুপ র গন্ধে এই যুগান্তাকারী গান টা হল বলই দান সিনেমা র)। আমি রাখী তে এই সিনেমা টা দেখতে গিয়েছিলাম। দেখি দামড়া তাপস পাল কলেজ ছোকরা সেজে গান করছে ' পরীক্ষার ও ই ফল যদি হত গাছের ফল'
    ৪। অমর সঙ্গী। অবিশ্বাস্য হীত। আমার পাড়া র একটি ছেলে বার তিরিশেক দেখেছিল।
  • Tim | 98.249.6.161 | ৩১ মার্চ ২০১২ ১১:১৬540029
  • বন্যেরা বনে সুন্দর, টাইপোরা বোতিন্দার ক্রোড়ে
  • ppn | 112.133.206.22 | ৩১ মার্চ ২০১২ ১১:২১540030
  • কী করতে চাই? : O
  • gandhi | 59.93.223.20 | ৩১ মার্চ ২০১২ ১৪:৩৭540031
  • এ হে ।।। কেমন আটকে গেছে ।।। সবাই কি ঘুমায় নাকি ???

    মাইরি !!! ৯০-এর কথা হচ্ছে কেউ একবারো দিদির কথা বললো না ।।। সব সিপিয়েমের চক্রান্ত
  • kb | 203.110.243.21 | ৩১ মার্চ ২০১২ ১৭:৫৯540032

  • এটাও ilstএ যোগ হবে।
  • PM | 2.50.43.169 | ৩১ মার্চ ২০১২ ১৮:৩৯540033
  • ৮০র একটা ভয়ন্‌কর গানের লিরিক শুরু হয়েছিল এইভাবে- "টুকুন তোমার মাথায় ভালোবাসার উকুন"। "দেবীবরন" বা ঐজাতীয় কিছু নাম ছিলো সিনেমাটার। ভারত বাংলাদেশ যৌথ উধ্যোগে তৈরী ভয়ন্‌কর সিনেমা গুলো-ও বোধ হয় ৮০তেই যেমন দুনিয়া কাঁপানো বেদের মেয়ে জ্যোসনা
  • Bratin | 14.96.23.143 | ৩১ মার্চ ২০১২ ২২:৫৯540034
  • ভ্যাট । PM দা ভুলে গেছে দেবীবরন র বিখ্যাত গান : 'পায়রা পায়রা বিবি '। আমাদের সেই পাপিয়া অধিকারী। যাকে লোকী ভেবেছিল ন্যাকামো তে মুনমুন সেন কে ছাড়িয়ে যাবে। কিন্তু তেমন টি আর হল কই? :-((
  • Bratin | 14.96.23.143 | ৩১ মার্চ ২০১২ ২৩:০০540035
  • ও ট হল পোসেনজিত আর দেবশ্রী।( ভালোবাসার উকুন)
  • Bratin | 14.96.23.143 | ৩১ মার্চ ২০১২ ২৩:০২540037
  • আর ছোট বৌ র সেই বিখ্যাত গান?

    ' জঙ্গলে লেগে যায় আগুন যেমন
    সুন্দরী রুপসীর রাগ ও তেমন
    রেগে গেলে আরো খোলে রুপের বাহার
    সেই রুপে আমি ডুবি দোষ বল কার'?

    দেবিকা র পেছন পেছন চ্যাংড়া পোসেনজিত
  • Bratin | 14.96.23.143 | ৩১ মার্চ ২০১২ ২৩:০৩540038
  • :-))

    আজকে প্রচুর কাজ করলাম হে।
  • kb | 203.110.243.21 | ৩১ মার্চ ২০১২ ২৩:০৫540039

  • Nina | 69.141.168.183 | ৩১ মার্চ ২০১২ ২৩:১৫540040
  • অনুপম দাস শর্মা র পোস্ট টা --৩০শের ১০:৪৭---
    তারপর একেবারে চুপচাপ--আরও কিছু শুনতে প্রাণ চায়---
    সদা এবং গান্ধীও বেশ বলছিল---কি হল??
  • Anupam Das Sharma | 115.250.204.42 | ০১ এপ্রিল ২০১২ ০৯:৫৯540041
  • "আমার শৈশবের কথা" পড়ে Nina জানতে চেয়েছিলেন.. গল্পে উল্লিখিত প্রবীণ স্বাধীনতা সংগ্রামী মানুষটির নাম। জানাই ওঁনার নাম দীনেশ চক্রবর্তী।
  • gandhi | 203.110.246.230 | ০১ এপ্রিল ২০১২ ২৩:৫৭540042
  • নীনাদি

    পরে লিখবো :) মোবাইল থেকে।।। লেখা চাপ :) আর কি ই বা লিখি ??

    @KB বা নেতা :)

    ঐ গান নিয়ে অনেক অলোচনা হয়েছে :) না হয়ে পারে ???
  • Nina | 69.141.168.183 | ০২ এপ্রিল ২০১২ ০১:৩০540043
  • অনুপম
    থ্যাঙ্কু। স্বাধীনতা সংগ্রামীদের কথা শুনলেই আরও শুনতে প্রাণ চায়---কত মহৎ প্রাণের বিনিময়ে আজকের এই স্বাধীনতা।
    কিছু কিছু নাম আমিও চিনি তাই জানতে চেয়েছিলাম--:-)
    সুন্দর লিখছিলে থেমে গেলে কেন ভাই (তুমি করেই বলে ফেলেছি--ঠিক আছে তো?)

    গান্ধী:-)
    লেখ যা প্রাণ চায়--বেশ ভাল লাগছিল---
  • Jhiki | 182.253.0.99 | ০২ এপ্রিল ২০১২ ১০:১৮540044
  • পরিন্দা নিয়ে জে বক্‌ত্‌ব্‌য় রেখেছে সে কি পুরো সিনেমাটা দেখে লিখেছে? দাদা নির্মম ভাবে মাফিয়াদের হাতে খুন হওয়া এবং প্রেমিক সেই খুনের সাক্ষী হলে হঠাত লোডশেডিং এ ভয় পাওয়াটাই স্বাভাবিক অভিব্যক্তি!!
    Anyway, কোন কিছু ভাল না আর ভাল লাগে না এক জিনিস নয়। ভাল লাগেনার ওপর কোন কথা চলে না, কিন্তু ভাল না বলতে গেলে পুরোটা জেনে বলা উচিত, সে হিন্দি সিনেমাই হোক বা মার্‌ক্‌স্‌বাদ!!
  • Jhiki | 182.253.0.99 | ০২ এপ্রিল ২০১২ ১০:২৬540045
  • কেউ বোধহয় উৎসবের কথা লেখেনি। সিনেমাটা ৮৫'র, তবে আমি দেখেছিলাম ৯১ -এ। মনে আছে কয়েকটা দৃশ্যে বীষণ গা গুলিয়েছিল :(
    তবে সিনেমাটা অসা।
  • Jhiki | 182.253.0.99 | ০২ এপ্রিল ২০১২ ১০:২৬540046
  • ভীষণ
  • aishik | 122.181.132.130 | ০২ এপ্রিল ২০১২ ১০:৫১540048
  • ৯০ এর দশকে আমরা পেয়েছি অসাধারন কিছু ছোনে লিরিকস যেমন:

    "...ও রুপাআআআআআআআঅ
    তোমায় রাজমহলের বেগম বানাবো,
    তোমায় দেখে গনৎকার
    বল্লো এবার চমৎকার
    রাজযোটোকের মিল হয়েছে
    তোমার আমার দুজনার ...."

    "মমতা ও মেরি জান একটা চুমা দাও না..."

    এসব শুনে আমার বাঙ্গলা গানের প্রতি ঘেন্না ধরে গেছিল, তারপরে এলো সুমন-anjan-নচি..... এর মধ্যে এল A.R.Rahaman এর রোজা... আমি তখন ৪এ পড়ি।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন