এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাকুনীনের শিক্ষা ও পরিবর্তন

    Biplab Pal
    অন্যান্য | ২৮ এপ্রিল ২০১২ | ৫১৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Biplab Pal | 68.33.140.55 | ২৮ এপ্রিল ২০১২ ০৯:৫৬542364
  • পরিবর্তন ই জীবন । পরিবর্তন ই সংসার। আবার সেই পরিবর্তনই পশ্চিম বঙ্গের রঙ্গরাজনীতি।
    যে লোকগুলো গত দশকে সিপিএমের অত্যাচার আর ব্যাক্তিগত তোমরা আমরা রাজনীতির বিরোধিতা করেছিল, আজকে তারাই সেই নোংরা রাজনীতির আধার। বাকুনীনের শিক্ষা কি আর ভুল হয়। রাবণ হয়ে কেও জন্মায় না। লঙ্কার সিংহাসনে বসলে সবাই রাবণ। সেই জন্যেই বাকুনীন লিখেছিলেন-কোন বিপ্লবীকে রাশিয়ার সিংহাসনে বসিয়ে দেখ। বছর ঘুরলে, সেই হবে জারের থেকে বেশী স্বৈরাচারী। পশ্চিম বঙ্গের পরিবর্তণ পন্থীরা সম্ভবত বাকুনীন পড়েন নি। পড়লে আফশোস করতেন না- কারন ক্ষমতার প্রকৃতিই পচন । সিপিএমের কত মহান আদর্শবাদিকে ক্ষমতার কুম্ভীপাক নরকে পচতে দেখেছি ৩৫ বছর। এখন দেখছি সেই সব তৃণমূলীকে। বা যা দেখতে হচ্ছে তা সিপিএম আমলে ছিল না। মেয়েটা ধর্ষিত হল-কারন সে খারাপ। অধ্যাপককে ভুল করে কার্টুন কান্ডে গ্রেফতার-তার বিরুদ্ধে লেখা হল, অধ্যাপক না পড়িয়ে কেন কার্টুন ইমেল করে!! সেটাও কি আজকাল তৃণমুলের ঢ্যাঁড়স গুলো বলে দেবে।? সবশেষে এক অধ্যাপিকাকে পেটাল ক্লাস ফোর ফেইল করা এক তৃণমুল বিধায়ক-সেটা ঢাকতে হাজির করা হল, ভারাটেকে! সেই অধ্যাপক, অধ্যাপিকা খারাপ কারন তারা সিপিএম করত। আরেবাবা সেকালে সিপিএম না করলে, কেও কলেজে ঢুকতে পাড়ত না। তাই করেছে। কি ভুল করেছে? চাকরি বাকরি পাওয়ার জন্যে টুকটাক সিপিএম অনেকেই করত। তাতে কি মহাভারত অশুদ্ধ করেছেন তারা? সেই জন্যে তাদেরকে পুলিশ বিধায়ক দ্বারা হেনস্থা করার ছাড়পত্র মিলে গেল? এটা ক্ষমতার যুক্তি ছাড়া আর কোন যুক্তিতে সিদ্ধ?

    ক্ষমতাই পৃথিবীতে যাবতীয় পচনের মূল। সমাজতন্ত্র খারাপ না-কিন্ত তা পচা টমাটো হয়েছে ক্ষমতার কেন্দ্রীকরণের জন্যে। ধণতন্ত্রও খারাপ না- কিন্ত তা পচে যায় যেহেতু ধনীর হাতে ধণবলে অধিক ক্ষমতা আসে। সিপিএমের লোকগুলো ১৯৭৭ সালে খারাপ ছিল না। তারাও ক্ষমতার মদে পচে গেল। ক্ষমতাই সেই পচনপক্রিয়া। ক্ষমতার পচনে রেচনক্রিয়া বৃদ্ধি পায়। এটাই বাস্তব।
  • tatin | 122.252.251.244 | ২৮ এপ্রিল ২০১২ ১০:৩২542375
  • +১
  • G | 67.171.97.37 | ২৮ এপ্রিল ২০১২ ২০:২৮542386
  • লাগ লাগ লাগ +২
  • ranjan roy | 14.97.147.184 | ২৯ এপ্রিল ২০১২ ০০:৫১542397
  • বিপ্লবকে ক।
  • kallol | 115.184.42.252 | ২৯ এপ্রিল ২০১২ ০৭:০০542403
  • বিপ্লব।
    তবে কি করার ছিলো?
    ১) সিপিএম কে সহ্য করে যাওয়া
    ২) সিপিএম এর পরিবর্তে যেই আসুক, সেটা সমর্থন করা
    ৩) রাষ্ট্রকে অবলুপ্ত করে দেওয়া

    বাকুনিন একটাই শিক্ষা দেন। ক্ষমতার বিরুদ্ধে লড়ে যাও। কিন্তু কিভাবে, সেটা নিয়ে নিজেও খুব পরিষ্কার নন।

    আমরা যারা যে কোন রকম পরিবর্তন চেয়েছিলাম, তারা জানতাম একদিন পরিবর্তিত পরিস্থিতিও বদলে পরিবর্তনের আগেকার জায়গায় ফিরে যাবে। এত দ্রুত হবে সেটা ভাবা যায় নি।
    কিন্তু লড়াই জারী আছে।

    কিন্তু, একটা প্রশ্ন থেকেই যায়। ক্ষমতার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার কি? অ-ক্ষমতা নাকি অন্য ক্ষমতা। অমি ব্যক্তিগতভাবে অ-ক্ষমতার পক্ষে। কিন্তু দেখছি, অ-ক্ষমতার লড়াই ক্ষমতার মাথা নুইয়ে দিতে অপারগ। মেধা পাটকরের লড়াই দেখুন। উনি লড়ছেন। সমস্ত ভাবে অ-ক্ষমতা দিয়ে লড়ছেন। কিন্তু বাঁধের উচ্চতা, উন্নয়ন-উচ্ছিন্ন মানুষের সুষ্ঠু পুনর্বাসন, অন্য যায়গায় বড় বাঁধ না করা........... কোনটাই ক্ষমতা করছে না, পাত্তাই দিচ্ছে না। গঙ্গার উৎপত্তিস্থল থেকে বাঁধ দেওয়া শুরু হচ্ছে। গঙ্গাকে একটা টানেলের মধ্য দিয়ে নিয়ে গিয়ে তার খাতই বদলে দেওয়ার চেষ্টা চলছে।
    তবে কি? কি কর্তব্য?
    WTO বিরোধী আন্দোলন আজ অনেক বড় আকার ধারন করেছে। তাতে WTOর কি এসে যাচ্ছে?
    তবে কি? কি কর্তব্য?
    আবার সেই হিংসার পথে ফিরে যাওয়া?
    আবার সেই এক ক্ষমতার বদলে অন্য ক্ষমতার হাত ধরা?
    বাকুনিন কিছু বলছেন?
  • tatin | 117.197.69.126 | ২৯ এপ্রিল ২০১২ ০৮:৪১542404
  • ক্ষমতাকে উদ্বিগ্ন রাখা, অশান্তিতে রাখা
  • kallol | 115.184.42.252 | ২৯ এপ্রিল ২০১২ ০৯:৩৬542405
  • তাতিন। কিভাবে?
    অ-ক্ষমতা দিয়ে, নাকি অন্য ক্ষমতা দিয়ে।
  • tatin | 117.197.69.126 | ২৯ এপ্রিল ২০১২ ১১:০৬542406
  • দুটো দিয়েই। আঅমার কাছে সেখানে একমাত্র গ্রহণযোগ্য মডেল এখনো গান্ধিই
  • Biplab Pal | 68.33.140.55 | ২৯ এপ্রিল ২০১২ ১১:১৮542407
  • ক্ষমতার কেন্দ্রীভবনটাই সমস্যা। সেই জন্যেই চাইছিলাম কাউন্সিল কমিউনিজম। সব কিছু লোকাল কাউন্সিল গুলোর অধীনে -সবার ইক্যুইটি আছে-সবটাই ব্যাবসা কিন্ত সবার ব্যবসা।

    হাসপাতাল ধরা যাক। কাউকম হলে, সেটা হবে একটা কোয়াপরেটিভের। তাদের লাভ করতে হবে। আবার ছেলে কিছু হলে চিকিৎসাও করতে হবে। ফলে দুই দিকেই ভারসাম্য থাকবে। স্কুল ও তাই। ক্ষমতার রাশ থাকবে কোয়াপরেটিভের কাছে। কারন বিশ্ববিদ্যালয়ের মালিক হবে কোয়াপরেটিভ সরকার না। সরকারের হাতে ক্ষমতা বলতে শুধু আইন পাশ করার। ফলে উৎপাদন ব্যবস্থার মালিকানার বিকেন্দ্রীকরণ ছাড়া এই সমস্যার সমাধান নেই। সরকার বা ধনী-যার হাতেই উৎপাদনের রাশ যাবে, ক্ষমতার অপব্যবহার হবেই। হবে।
  • tatin | 117.197.69.126 | ২৯ এপ্রিল ২০১২ ১১:২৫542365
  • রোজা?
  • kallol | 115.184.49.76 | ২৯ এপ্রিল ২০১২ ১১:৩৩542366
  • তাতিন।
    সেটাই সমস্যা।
    গান্ধী মডেল (গান্ধীগিরি নয়) এখন ক্ষমতার অংশ। সেখানে গান্ধী তার স্পেস হারিয়েছেন ১৯৪৭এই। কলোনিতে কংগ্রেস ক্ষমতার অংশ ছিলো, কিন্তু তবু গান্ধীর জন্য স্পেস ছিলো কারন তারা ছিলো পিওর বিরোধী। আজকে বিরোধী দলগুলো আসলে হবু শাসক। তাই সেখানে গান্ধীর স্পেস নেই।
    যারা ক্ষমতার বাইরে থেকে পিওর বিরোধী হিসাবে কাজ করছেন (যেমন মেধা) তাদের ক্ষমতা পাত্তা দিচ্ছে না। কারন তারা থ্রেট নয়।\এই জায়গাটা ভাবতে হবে।

  • Biplab Pal | 68.33.140.55 | ২৯ এপ্রিল ২০১২ ১১:৩৪542367
  • রোজা লেলিনবাদ এবং সমাজতান্ত্রিক বা ওয়েল ফেয়ার সমাজবাদিদের ত্রুটিটা অনেক আগে ধরতে পেড়েছিলেন। দুটোর কোনটাই কাজের না। সেই জন্যেই অটো রুলে, কাউকম এনেছিলেন। রোজা কোন সমাধান দেন নি সেই অর্থে। রোজার পথে এগোলে কাউকমই সমাধান হিসাবে বেড়িয়ে আসে।
  • kallol | 115.184.49.76 | ২৯ এপ্রিল ২০১২ ১১:৩৫542368
  • বিপ্লব।
    ক্ষমতার বিকেন্দ্রীকরণ প:ব:এর পঞ্চায়েৎ। তারপর তার কি দশা দেখেছেন কি? গরীব ক্ষেতমজুরেরা ক্ষমতায় এসে কি করলো!!
    ক্ষমতার উল্টোদিকে অন্য ক্ষমতা কোন সমাধানই নয়।
  • tatin | 117.197.69.126 | ২৯ এপ্রিল ২০১২ ১১:৪০542369
  • গান্ধির মডেল কি সত্যিই ক্ষমতার অংশ? রাজাজির হেরিডেটরি এডূকেশন নীতির সংগে সংগে কংগ্রেস গান্ধিবাদ পরিত্যাগ করে নি কি?
    এনিওয়ে, আমি বলছিলাম, ইস্যু অনুযায়ী সবসময়েই শাসকের বিরোধিতা করা বা ক্ষমতার সংগে 'অসহযোগ করা' আর শাসকের মুখাপেক্ষী না হয়ে নিজের অর্থনীতি বানিয়ে তোলার চেষ্টা- এইগুলোর মধ্যে দিয়ে ক্ষমতাকে চাপে রাখার কথা।
  • Biplab Pal | 68.33.140.55 | ২৯ এপ্রিল ২০১২ ১১:৪২542370
  • পঞ্চায়েতটাকে কাউকম মডেল বলা যাবে না। দুটো একজিনিস না। একেবারেই না।
    কাউকমে পঞ্চায়েত নেই। কাউকমের উদাহরন চীনে কিছু গ্রাম, যেগুলি শেয়ার মার্কেটে লিস্টেড। ঐ গ্রামের সব উৎপাদন ব্যাবস্থার মালিক গ্রামবাসিরা। তাদের মধ্যে তারা নিজেরা সি ই ও, সি এফ ও এসব নির্বাচিত করে এবং গ্রামের উৎপাদন ব্যাবস্থা উন্নতি করতে, নিজেরাই খেটে চলেছে। সরকারি টাকার মচ্ছব কাউকম না। কাউকমের মৌলিক ব্যপারটার মধ্যে মার্কেট আছে-নিজেদের উৎপাদন আছে। সেখানে তৃণমূল, সিপিএম আসবে না। ধরুন গ্রামটা একটা কোম্পানী, যার শেয়ার হোল্ডার গ্রামবাসীরা। গ্রামের উৎপাদিত শষ্যে বা শিল্পেরবিক্রিতে যে টাকা আসে, সেই টাকাতে গ্রামবাসীরা মাইনে পায় আর গ্রামের উন্নয়ণ হয়। সেটা হবে কাউকম। পঞ্চায়েত ব্যবস্থা সেই ফেইলড স্যোশাল ডেমোক্রাসি।
  • kallol | 115.184.49.76 | ২৯ এপ্রিল ২০১২ ১১:৫৮542372
  • বিপ্লব।
    যে মুহুর্তে হায়ারার্কি আসবে, সেই মুহুর্তে ক্ষমতা সিস্টেমের দখল নেবে। তারপর একই গল্প, পঞ্চায়েৎ থবা কোং।

    তাতিন।
    গান্ধির কংগ্রেস ক্ষমতার অংশই তো। তারা পারপিচুয়াল বিরোধী, তাই সেখানে গান্ধীর স্পেস আছে। থিয়োরিটিকালি সেই সংগঠনে কি গৃহীত হলো না হলো, কিছু এসে যায় না। কারন সবাই জানে ওগুলো ইমি্‌প্‌লমেন্টেড হওয়ার নয়। ফলে সেখানে যেমন রাজাজীর স্পেস আছে, তেমনি নেহেরুরও স্পেস আছে, তেমনি গান্ধীরও আছে। আবার থিয়োরিটিকালীও এক্সট্রিম হলে স্পেস নেই (সুভাষ)।
    তাই আমার তো মনে হয় গান্ধীও ক্ষমতার অংশই ছিলেন, কিন্তু হবু শাসক নন, যা আজ আর সম্ভব নয়।
  • Biplab Pal | 68.33.140.55 | ২৯ এপ্রিল ২০১২ ২০:১১542373
  • কল্লোল বাবু, ভুল করছেন। বিবর্তন ই বৈজ্ঞানিক, বিপ্লব হচ্ছে কবির অলস চিন্তা। একদিনে কিছু আসবে না। ক্ষমতার পচন অ ঔ ভাবে য়াবে না। আস্তে আস্তে যাবে উৎপাদনের অধিকারের বিকেন্দ্রীকরনের মাধ্যমে।
  • tatin | 14.139.194.2 | ২৯ এপ্রিল ২০১২ ২০:১৬542374
  • বিপদা, বিবর্তন সচরাচর লক্ষবছরের স্কেলে হয়। শিল্পবিপ্লবোত্তর দুনিয়ায় দ্যখা হচ্ছে প্রত্যেক দিনের পাল্টনৈ যেন প্যারাডাইম শিফট- বিপ্লব। সেই স্কেলটা থেকে বেরিয়ে এসে, উৎপাদনকেই কমিয়ে ফেলা যায় যদি তাহলে উৎপাদনের অধিকার কার হাতে সেইটা ভাবার দরকার ও কমে যায়
  • test | 60.82.180.165 | ৩০ এপ্রিল ২০১২ ০২:০১542376
  • টেস্ট।
  • Nishumbha | 79.132.108.212 | ৩০ এপ্রিল ২০১২ ০৪:০৩542377
  • টেস্ট
  • sibi | 202.193.164.10 | ৩০ এপ্রিল ২০১২ ০৮:৫৩542378
  • নিজের লেখা দেখাতে পারছি na
  • cb | 202.193.164.10 | ৩০ এপ্রিল ২০১২ ০৮:৫৩542379
  • ছড়িএছি
  • kallol | 129.226.79.139 | ৩০ এপ্রিল ২০১২ ০৮:৫৯542380
  • বিপ্লব।
    আমি আবার কখন বিপ্লব বললাম? ও তো আপনাকে উদ্দেশ্য করে লেখা। আমি কোত্থাও বলিনি বিপ্লব করতে হবে।
    আমার জিজ্ঞাস্য, ক্ষমতার বিরুদ্ধে কিভাবে লড়ব। অ-ক্ষমতা দিয়ে না অন্য ক্ষমতা দিয়ে।
    এই যে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখিয়েও শেষ পর্যন্ত নোনাডাঙ্গার ঝুপড়ি ভেঙ্গেই দেওয়া হলো। প্রতিরোধের রাস্তা কি তবে?

    ধ্যাত, এত্তো ছোট্ট জায়গা করলে বড় করে লিখবো কি ভাবে?
  • তাতিন | 127.197.67.97 | ৩০ এপ্রিল ২০১২ ০৯:৫৬542381
  • পুনর্গঠনের পর তো আর বস্তি ভাঙে নি
  • lcm | 79.236.161.105 | ৩০ এপ্রিল ২০১২ ০৯:৫৮542382
  • কয়েক আলোকবর্ষ লাগবে ।
  • Generic Letter | 82.95.253.75 | ৩০ এপ্রিল ২০১২ ১০:০২542383
  • ওটা তো ডিস্টান্সের ইউনিট
  • lcm | 79.236.161.105 | ৩০ এপ্রিল ২০১২ ১০:০৪542384
  • ধুস বর্ষ আছে না,
  • kallol | 129.226.79.139 | ৩০ এপ্রিল ২০১২ ১১:০১542385
  • তাতিনের জন্য।
    A report on the arrests during the police attack at Nonadanga by Nilanjan Dutta : Five women and six male residents of Nonadanga were arrested and charged under a host of sections of the Indian Penal Code, three of which are non-bailable, along with an Act that pertains to the destruction of public property, for protesting inhuman and illegal actions of the authorities on 28 April. They are: Pratima Baidya, Minati Sardar, Saraswati Dasi, Ranjita Baidya, Pratima Baij, Bapi Mandal, Manindra Mandal, Purna Mandal, Ujjwal Saha, Sona Bar and Rabin Haldar. They have been charged under sections 147, 148, 149, 186, 323, 325, 332, 333 and 353 of IPC and 3 PDPP Act, in Tiljala PS Case No. 133 dated 28.0412. Earlier, two other women along with an infant who were also dragged into the police van and taken to the central lock-up were brought back to Nonadanga, perhaps because the police wanted to avoid the controversy that arose when they took children from Nonadanga into custody in two other occasions. One of them fainted when she was being brought down from the police van. Seeing this, the residents burst out in anger against the police. Late in the night, the duty officer of the Tiljala police station, while stating the charges against the 11 persons who were still in custody, told members of APDR that the two women had also been charged separately under section 151 CrPC.
    The 11 arrested persons were brought to the Calcutta Medical College at night for a medical examination. There again, Pratima Baidya fainted and Minati Sardar complained of severe sickness. Suffering hunger and thirst for about eight hours of detention in the sweltering summer had begun to have its effects. Also, before being arrested, they had been beaten and manhandled by the police.
    After a few days of lull, the state authorities who are hell-bent on handing over the land at Nonadanga to commercial interests after cleansing it of the poor settlers, struck with their full might. Not content with erecting a fence around the whole plot, now they tried to seal even the two small openings that had been the only ways for the residents to keep physical touch with the outside world. By putting up a heroic resistance to this effort, Nonadanga today saved Kolkata from the shame of allowing fascistic town architecture to come up within the city — call it by any name, strategic hamlet or concentration camp.

    http://sanhati.com/articles/4853/#12
  • kallol | 129.226.79.139 | ৩০ এপ্রিল ২০১২ ১১:০২542387
  • আরও..........
    The evicted residents of Nonadanga slums are under continual assault. TMC musclemen, the law enforcement agencies, property speculators, and KMDA have joined hands to ensure that the residents can’t resume their normal lives. Even as the residents, after their heroic resistance to the earlier phase of eviction, have started reconstructing their dwellings, the KMDA has moved in to fence off the plot of land.
    On April 28, when the KMDA attempted to further close off the entry and exit points of the wall that they had constructed around the plot, the people resisted this inhuman move. Then the police attacked them viciously, beat up and manhandled the evictees and arrested five women and six male residents of Nonadanga slums and slapped them with a host of charges, three of which are non-bailable, under various sections of the Indian Penal Code. The arrested persons are: Pratima Baidya, Minati Sardar, Saraswati Dasi, Ranjita Baidya, Pratima Baij, Bapi Mandal, Manindra Mandal, Purna Mandal, Ujjwal Saha, Sona Bar and Rabin Haldar. In fact, during the initial arrests, a woman with an infant was also detained, but was later released and thereafter slapped with some charges.
    We condemn the brutal police attack and lathicharge on the evicted residents in Nonadanga on April 28 and demand that the arrested persons be immediately released. The double standard of the West Bengal government is becoming increasingly clear through such actions. While the Chief Minister made claims to the press on Friday that she was pro-poor and anti-eviction, the police and TMC goons came to Nonadanga.
    We demand that the ongoing State policy of harassment, intimidation and slow attrition to evict and punish the residents of Nonadanga be immediately stopped. Moreover, we demand that the residents be suitably rehabilitated and compensated for being forcibly evicted from their homes. We also reaffirm our solidarity with the heroic struggle of these vulnerable and destitute residents.
    Meanwhile, we welcome the granting of bail, albeit in a staggered manner, to all the seven activists, Debolina Chakroborty, Samik Chakrobarty, Manas Chatterjee, Debjani Ghosh, Siddhartha Gupta, Partho Sarathi Ray, and Abhijnan Sarkar, who had been detained following the mass arrests during a peaceful protest against the evictions at Nonadanga. However, the fabricated cases slapped against these activists are still in place and we demand that the charges be withdrawn immediately to bring an end to this harassment of dissenting voices.
    Despite the bail related to the Nonadanga case, two of the activists - Debolina Chakraborty and Abhijnan Sarkar - continue to remain in judicial custody, having been tagged to old cases, including one under the draconian UAPA. We feel that the government has taken advantage of the mass arrests to capture Debolina who is a dedicated grassroots activist and mass organizer and someone whom the security setup has been attempting to put behind bars since the days of the Left Front government, but had been hesitating to do so due to constant public pressure. It also seems that the police has used this opportunity to continue their harassment of Abhijnan Sarkar, a media activist and a member of the Sanhati Collective and someone who has extensively participated in and reported about the people’s movements shaking up contemporary West Bengal. We urge all civil liberties organizations and other democratic voices to join us in demanding that both these activists be immediately released and the cases against them be withdrawn.
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন