এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ১৪৫৯০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | 90.254.147.148 | ১৩ মার্চ ২০১৩ ১৯:০৩555755
  • ওয়ে নয়, ওটা বলা উচিত অ্যাওয়ে
  • গান্ধী | 213.110.247.221 | ১৩ মার্চ ২০১৩ ১৯:৩৪555756
  • ইবে এশিয়ায় ভালো করুক, ভালো

    রবিবার হারলেই হবে
  • প্পন | 126.202.157.13 | ১৩ মার্চ ২০১৩ ২০:০৬555757
  • সল্লেকটা এশিয়ার বাইরে নাকি রে ফাগোল। ঃ)
  • গান্ধী | 213.110.247.221 | ১৩ মার্চ ২০১৩ ২০:০৮555758
  • হুম্ম, হতে পারে, শুনলাম ফিফার রুল নাকি আইএফে শীল্ডে চলেনা। এখানে ডাইরেক্ট রেড কার্ড খেলেও পরের ম্যাচে খেলতে পারে
  • ঊমেশ | 90.254.147.148 | ১৩ মার্চ ২০১৩ ২০:৩০555759
  • আমাদের হাতে এখন কত কিছু।
    আই-লিগ, কলকাতা-লিগ, এ-এফ-সি কাপ, তাই ভাবছি শিল্ডটা আমাদের প্রতিবেশী কে উপহার দেবো।

    কিন্তু তোমরা বিদেশী টিম দেখলে তো ভয়ে থরহরি কম্পমান হয়ে যাও। পারবে তো ফাইনালে বাংলা' মান রাখতে? কথা দিলে রবিবার ম্যাচ তোমাদের।
  • গান্ধী | 213.110.247.221 | ১৩ মার্চ ২০১৩ ২০:৪১555760
  • বিদেশীদের বিরুদ্ধে ইবে ভালো খেলে, এটা মিথ, মোবারও অনেক রেকর্ড আছে।

    বিদেশী দল দেখলে থরহরি কম্প তো আগের বছর দেখলাম।

    আর যে কটা লীগের নাম বললে একটাও কি পাবে?? কোল লীগে আমরা হারাব, লীগ আমাদের। আই লীগ পাবেনা। শীল্ডের দৌড় তোমাদের রোববারেই শেষ
  • প্পন | 126.202.157.13 | ১৩ মার্চ ২০১৩ ২০:৪৭555762
  • * এয়ারলাইন্স কাপ
  • প্পন | 126.202.157.13 | ১৩ মার্চ ২০১৩ ২০:৪৭555761
  • যা তা উচ্চাশা তো! এয়ারলাইন্স কাল যেন আবার কবে হবে, তালে যদি মোবার ঘরে কোন ট্রফি ঢোকে!!
  • কৃশানু | 213.147.88.10 | ১৩ মার্চ ২০১৩ ২১:০২555763
  • গান্ধী - আসিয়ানের মত একটা ট্রফির পর আর মিথ বলা যায় কি?
    তবে তোমার মত সাপোর্টার ভারতীয় ফুটবলে যেন আরো বেশি আসে।
  • গান্ধী | 213.110.247.221 | ১৩ মার্চ ২০১৩ ২১:২৯555765
  • আসিয়ান ট্রফিটা ঠিক কি ??? সাউথ-ইস্ট এশিয়ার কয়েকটা দেশের সিলেক্টেড কিছু দলকে ডেকে আমন্ত্রণমূলক প্রতিযোগিতা, অনেকটা আমাদের শিল্ডের মতই। সেখানে বেকতেরো সাসানা ছাড়া বাকি এমন কোনো দলকেই হারায়নি যারা বিশাল হাই-প্রোফাইল।। অবশ্য ফাইনালে অসাধারণ খেলেছিলো নো ডাউট।

    মোবাও আগে পাখতাকোর, ১৯৯৬য়ের শিল্ডে নাইজেরিয়া অনুর্দ্ধ-১৯ টিমকে হারায়,২০০১ এ রোভার্সে ইরান অনুর্দ্ধ-১৯ টিমকে হারায়। ৯৩তে ক্রোয়েশিয়ার এক দল, vartekকে হারায় ২-০ তে, যার কাছে মমেডা ৯ গোল, জেসিটি ৫ গোল খেয়েছিল। আরো আছে, কিন্তু মনে পড়ে না। এ-এফসি কাপের নাম তখন অন্য কিছু একটা ছিল, ২০০২-০৩ অথবা ০৩-০৪ মোবাই প্রথম ভারতীয় দলেদের মধ্যে ৩য় রাউন্ড অব্দি গিয়েছিল, যেবার ৪থ রাউন্ডে জুবিলি আইওতার (আগেরবারের রানার্স) সাথে ম্যাচ পড়ে। তো, ইবে বিদেশীদের সাথে হেব্বি, এটা একচোখামি ছাড়া কিছুই লাগেনা।

    শেষ ৪-৫ বছর মোবার ম্যানেজমেন্ট শেষ করেছে ক্লাবটাকে, এই কবছরের জন্য বললে অবশ্য আপত্তি করার জায়্গায় নেই আমি।
  • কৃশানু | 213.147.88.10 | ১৩ মার্চ ২০১৩ ২১:৩৫555766
  • আসিয়ানের স্পেশাল ব্যাপারটা হচ্ছে, খেলাটা দেশের মাটিতে হয় নি।
    সেমিফাইনাল এর প্রতিদ্বন্দ্বী ও কঠিন ছিল মনে পড়ে।

    মোবা হারিয়েছে তো। কিন্তু শেষ কয়েকবছরই মনে থেকে যায়, তাই না?
  • ঊমেশ | 90.254.147.148 | ১৩ মার্চ ২০১৩ ২১:৪৯555767
  • মিথটা তাহলে আমাদের টিমের সাথে জুড়ে গেলো কেন?

    মিথ তো একদিনে তৈরী হয় না, আর এমনি এমনি হয় না।
  • Tim | 12.133.53.128 | ১৩ মার্চ ২০১৩ ২১:৫৭555768
  • কিশানুকে ক। গান্ধির মত সাপোটার আরো আসুক।

    মোবার পারফরম্যান্স প্রসঙ্গেঃ তাও ভালো ব্রিটিশদের সাথে খেলা ম্যাচটার কথা গান্ধি বলেনি। ;-)

    সুযোগ পেয়ে গান্ধির পা টানলাম। তবে জোকস অ্যাপার্ট, ইবে বিদেশী দলের বিরুদ্ধে বেশি ভালো খেলে, এটা মিথ কেন হবে? এটা কি আবাপর ষড়যন্ত্র নাকি? লাস্ট পাঁচ ছবছরের কথা না, তার আগেও।
  • কৃশানু | 213.147.88.10 | ১৩ মার্চ ২০১৩ ২১:৫৮555769
  • আর্সেনাল যেন আজকে খুব বাজে ভাবে না হারে। এটুকুই।
  • Tim | 12.133.53.128 | ১৩ মার্চ ২০১৩ ২২:১০555770
  • মিথ কি মিথ না, একটু বোঝার চেষ্টা করলাম। ইবে নিয়ে গুগলে সার্চ করে এইগুলো পেলাম।
    http://www.thehardtackle.com/2011/high-five-east-bengals-moments-of-glory-against-foreign-contingents/

    Asian Club Championship: 2 Appearances

    1986: Group Stage
    1999: First Round

    AFC Cup: 6 Appearances

    2004: Quarter-Finals
    2005: Group Stage
    2008: Group Stage, 3rd In Group
    2010: Group Stage, 4th In Group
    2011: Group Stage, 4th In Group
    2012: Group Stage, 4th In Group

    Asian Cup Winners Cup: 5 Appearances

    1991/92: Second Round
    1993/94: Second Round
    1994/95: First Round
    1995/96: Second Round
    1997/98: Second Round

    এর মধ্যে তথ্যগুনো উইকি থেকে টোকা। যে লিংটা দিলাম সেটা কয়েকটা উল্লেখযোগ্য পারফর্মেন্স, কোন এক ফ্যানের ব্লগ। মোবার উইকি পেজে এ এফ সি বা অন্য সমতুল এশিয় লেভেলের এইরকম কোন পরিসংখ্যান নেই। গান্ধী বা অন্য কেউ যদি কোথাও পাও ও টুকে দাও(আমি গুগলে পেলাম না কোন লিং, এখনও অবধি) তালে সুবিধে হয়। দুটো ক্লাবই তো অনেকদিন হলো খেলছে, তথ্য থাকা উচিত।
  • aranya | 154.160.226.53 | ১৩ মার্চ ২০১৩ ২৩:৩৯555771
  • মিথ-টা বোধহয় শুরু হয় সত্তরের দ্শকে, পিয়ং ইয়ং, তাজ (?) এরম কিছু বিদেশী ক্লাব-কে হারানোর সূত্রে। তবে তখন মূলত বাঙালী আর কিছু অন্য প্রদেশের ফুটবলার-রা খেলত।
    অনতি অতীতে আসিয়ান কাপ জয় ইঃ পারফর্ম্যানসে বিদেশী প্লেয়ার-দের মুখ্য ভূমিকা।
  • Tim | 12.133.53.128 | ১৪ মার্চ ২০১৩ ০০:২৮555772
  • অবাঙালী প্লেয়ার আর বিদেশীরা জেতালে কৃতিত্ব কম কেন?

    আর অরণ্যদাও দেখলাম "মিথ" বললে। ভারতের অন্যান্য ক্লাবের সাথে তুলনায় ইবে কেমন সেটা দেখে বললে কি?

    http://www.goal.com/en-india/news/136/india/2013/03/07/3805383/east-bengal-among-top-450-clubs-in-the-world

    এইটা দেখে খুবই খারাপ লাগলো, বলা বাহুল্য। এশিয়ার সেরাদের সাথেই কত তফাৎ।
  • গান্ধী | 213.110.247.221 | ১৪ মার্চ ২০১৩ ০১:০৭555773
  • পুরো হিসেব একটু গুগলাতে হবে। একটু একটু করে দিয়ে যাই ??

    ২০০৭ এ গ্রুপে ২ন্ড, ৩টে জয় সমেত। কিন্তু খালি গ্রুপ চ্যাম্পই পরের রাউন্ডে যায় । মালয়েসিয়া, সিঙ্গাপুরের ক্লাবকে হারিয়ে

    ২০০৯ এ ছড়িয়েছিল, আগেরবারের ইবের মত।

    এ-এফ-সি কাপ শুরু হবার পর এই দুবারই খেলেছে।

    ২০০৪ এর আগে পুরোটাই এ-এফ-সি চ্যাম্পিয়নস লীগের মধ্যে ছিল। সেখানে

    ২০০২ - প্রথম রাউন্ড
    শ্রীলঙ্কার একটা ক্লাবকে অ্যাওয়ে তে ২-০ আত হোমে ৭-১ এ হারিয়ে

    দ্বিতীয় রাউন্ড
    মালদ্বীপের ভ্যলেন্সিয়া (এই ক্লাবটির রেটিং বেশ ভালো)
    হোমে ম্যাচ ২-২
    অ্যাওয়ে ০-৩

    ৫-২ এ জিতে ৩র্ড রাউন্ড

    এই রাউন্ডে হেরে ফুটে যায়। কোরিয়র তেজেন সিটিজেন। ওখানে গিয়ে ৫গোল খায়, হোম ম্যাচে ১-২ এ হার। কোরিয়ার মত টিমের কাচে হোম ম্যাচে ১-২ টা ভালো রেজাল্টই মানব

    তাহলে দাঁড়াল

    এ-এফসি কাপ
    ২০০৯ - গ্রুপ স্টেজ
    ২০০৭- গ্রুপ স্টেজ (৩টে জয় সমেত)

    এশিয়ান চ্যাম্পিয়নস কাপ
    ২০০৩ - ৩র্ড রাউন্ড
    ৯৯/০০ - দ্বিতীয় রাউন্ড
    ৯৫/৯৬ - প্রথম রাউন্ড
    ৯৪/৯৫ - দ্বিতীয় রাউন্ড
    ৮৯/৮৯ - সেমিফাইনাল গ্রুপঃ)
    ৮৭/৮৮ - গ্রুপ স্টেজ

    এশিয়ান কাপ উইনারস কাপ
    ৯০/৯১ - গ্রুপ স্টেজ

    আরো খুঁজে পেলে স্ট্যাট দিচ্ছি, আর মোবার উইকি পেজেও আপডেট করছি

    কি আহামরি ডিফারেন্স আছে?? শেষ ৫বছর মোবা খেলতে চান্স পায়না বাদে?

    প্রসঙ্গত, এ-এফ-সি কাপ=ইউরোপা লীগ, চ্যম্পিয়ন্স কাপ = চ্যাম্পিয়নস লীগ
  • Tim | 12.133.53.128 | ১৪ মার্চ ২০১৩ ০১:২৪555774
  • গুজ্জব গান্ধি!
    ২০০৪ এ কোয়ার্টার ফাইনাল বাদে ইবের পারফরমেন্স খুব খারাপ।

    শেষ কয়েক বছর মোবা খেললে ভালো হত।
    আমার বিশ্বাস ইবের এই দলেরও বিদেশে গিয়ে যথেষ্ট ভালো খেলার ক্ষমতা আছে। মর্গান ভালো কোচ, স্রেফ একটা ভালো স্ট্রাইকার দরকার ছিলো।
  • গান্ধী | 213.110.247.221 | ১৪ মার্চ ২০১৩ ০৩:১৯555776
  • ২-০য় জিতবে এটা আর্সেনালের অতিবড় সাপোর্টারও ভাবেনি বোধয়। আগেরবারের মত প্রথম লেগে ছড়ানোর ফল। খেলাটা বেসিকালি খুব বাজে হয়েছে।

    বেস্ট প্লেয়ার আমার মতে আর্টাটা। যতবার স্ক্রীনে দেখা গেছে প্রত্যেকটা ফাউল।
  • প্পন | 126.202.120.37 | ১৪ মার্চ ২০১৩ ০৯:১৭555777
  • যাক, মাথা উঁচু করেই বেরোলাম, এবারো।

    এই হয়ত আমাদের শেষ চ্যাঃ লিঃ। এরপরে ডিপোর্টিভো লা করুণার মত অবস্থা না হয় আমাদের।
  • কৃশানু | 213.132.214.155 | ১৪ মার্চ ২০১৩ ০৯:৫৪555778
  • ৬ টা ইয়েলো!!
  • গান্ধী | 213.110.247.221 | ১৪ মার্চ ২০১৩ ১০:৩৬555779
  • পোদোলক্ষীর কি চোট ছিল?? এই ম্যাচে, জার্মানীতে খেল, অথচ টিমেই নেই!!
  • কৃশানু | 213.132.214.155 | ১৪ মার্চ ২০১৩ ১০:৩৮555780
  • চোট। সায়না আর হুইলচেয়ার এর ও।
  • :g/.*/m0 | 131.241.218.132 | ১৪ মার্চ ২০১৩ ১০:৪১555781
  • আজকে গার্ডিয়ানে অ্যাওয়ে গোল নিয়ম নিয়ে ক্রিটিক্যাল একটা লেখা দিয়েছে। এখন এইটা ফেয়ারনেসের চেয়ে বেশি ট্যাকটিক্যাল হয়ে গেছে - ইউরোপা লীগে আনঝি-র সাথে মস্কোতে খেলাটার পর আরো বেশি মনে হচ্ছে। সেই ম্যাচটাতে আনঝি সেরকম চেষ্টাই করেনি, সাধারণতঃ হোম ম্যাচে যতটা চেগে উঠে খেলে তার তুলনায়। হয়তো হিডিঙ্কের স্ট্রাটেজিই তাই - যে অ্যাওয়ে ম্যাচে কাউন্টার অ্যাটাকে একটা গোল দিলেই বিরাট অ্যাডভান্টেজ...
  • ঊমেশ | 90.254.147.148 | ১৪ মার্চ ২০১৩ ১৩:১০555782
  • চ্যাঃ লিঃ থেকে বেড়িয়ে গিয়েও খারাপ লাগছে না।
    বেয়ার্ন কে ঘরের মাঠে ২ গোলে হারিয়েছি, এটাই আমাদের আনন্দ।

    এই জোশটা ধরে রাখতে পারলে পরের চ্যাঃ লিঃ হয়ে যেতে পারে।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৪ মার্চ ২০১৩ ১৩:১৫555783
  • গান্ধী কে ইবে নিয়ে আর একটা মিথ বলে যায়। এখন চলে কি জানি না তবে আমাদের সময় চলতো (৮০-৯০ দশক)

    তখন বলা হতো ইবের সাপোর্টাররা দারুন অ্যাগ্রেসিভ আর মোবাদের রা ম্যাদামারা হয়। আমাদের ইস্কুল আর আড্ডা'র আমরা আর মোবা'র দল সেটা দারুন ভাবে প্রুভ করতো।
  • গান্ধী | 213.110.247.221 | ১৪ মার্চ ২০১৩ ১৩:২৭555784
  • আমার বাবা-কাকাদের কাছেও এটা শুনেছি। আমার নিজের অভিজ্ঞতা বলে এসব কিছু নেই। কোলকাতার আশেপাশে ইবে সমর্থম বেশি বলে একটু অ্যাডভান্টেজ পায় মাঠে।

    গোটা বাংলায় মোবা সমর্থক বেশি। কিন্তু কোলকাতার আসেপাশে যে রেশারেশিটা আছে, বাকি জায়্গায় নেই। মানে , আমার হোস্টেলে মেদিনীপুর-বর্ধমানের ছেলে বেশি। এরা ৯০% মোবা সাপোর্টার, প্রতিটা খেলা দেখে, কিন্তু মোবা-ইবে নিয়ে চিৎকার চিল্লামেল্লি করে তর্ক করেনা কারণ ছোটবেলা থেকে এই অপশনটাই পায়নি। সেখানে কোলকাতার বা শহরতলির ছেলেরা চিৎকার করে ফাটিয়ে দেয়।
  • গান্ধী | 213.110.247.221 | ১৪ মার্চ ২০১৩ ১৩:৩১555785
  • ফার্স্ট লেগের শেষে ধরা হয়েছিল রিয়াল ছড়া কোনো স্প্যানিশ টিমই থাকবেনা। এখন ৩টে স্পেনের টিম
  • ঊমেশ | 90.254.147.148 | ১৪ মার্চ ২০১৩ ১৩:৪০555787
  • এরকম ভুল-ভাল ধরাটা কে ধরে ছিল?

    আমার তো মনে হয় ধরাটা উল্টো হওয়া উচিত ছিল।

    প্রথম লেগের পর তিনটে স্প্যানিশ টিমই পিছিয়ে ছিল (ম্যানু'র অ্যাওয়ে গোল পিছিয়ে থাকার মতো)।

    কিন্তু বার্সা আর মালাগা 'র কাছে ঘরের মাঠের খেলা বাকি ছিল, কিন্তু রিয়েল কি ম্যানু'র ঘরে গিয়ে খেলতে হবে।
    শুধু খেললে হবে না, মিনিমাম একটা গোল করতেই হবে।
    সেটা যে খুব একটা সহজ জিনিস নয়, অন্তত মিলান বা পোর্তো কে ঘরের মাঠে হারানো'র থেকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন