এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ১৪৫৩০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • still furious | 131.241.218.132 | ১৯ মার্চ ২০১৩ ১৫:২১555855
  • মাইকেল ওয়েন রিটায়ার করবে এই সামারে। এই একটু আগে টুইটারে জানিয়েছে।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৯ মার্চ ২০১৩ ১৫:৩১555856
  • আমি যাস্ট পোস্ট করতে গিয়ে দেখলাম অরিজিৎ করে ফেলেছে।

    আমাদের সময়ের একটা ভালো স্ট্রাইকার, মনে রাখার মতো কিছু গোল।

    কিন্তু কিছু ভুল ডিসিশন মনে হয় আরো কিছু হতে দেয়নি।
    প্রথম ভুল মনে হয় কেরিয়ারের বেস্ট সময়ে রিয়ালে যাওয়াটা।
    তখন রিয়ালে রোনাল্ডো(বড়ো) আর রাউলের জমানা। ওখানে প্রথম টিমে জায়্গা পাওয়াটা বেশ চাপের ছিল, আর সেটাই হয়েছিল।

    সেকেন্ড ভুল মনে হয় ম্যানুতে যাওয়াটা, এক্স লিভারপুল প্লেয়ার হয়ে ম্যানুতে যাওয়া উচিত হয়নি। যে ভুলটা সুযোগ পেয়েও জেরার্ড করেনি। নিজের জায়্গা বানাতে পারেনি।

    লাস্ট ভুল মনে হয় স্টোক সিটি তে যাওয়া। ওখানে ৬ ফুট হাইট না হলে টিমে জায়্গা হয় না।
  • গান্ধী | 213.110.243.22 | ১৯ মার্চ ২০১৩ ১৫:৩৮555857
  • যে ভুলটা সুযোগ পেয়েও জেরার্ড করেনি

    এই কথাটায় হেব্বি আপত্তি জানালাম, আওয়েন প্রসঙ্গে এটা বলার কোনো মানেই হয়না। এখন গিগস সুযোগ পেলেও লিভারপুলে আসেনি এসব বলার কোনো মানে হয়না। জেরার্ড কোনোদিনই ক্লাব ছাড়্তনা।

    আওয়েন বললেই প্রথম সেই ৯৮বিশ্বকাপ মনে পড়ে যায়। নিজের ভালো সময়ে এবং লিভারপুলের ভালো সময়ে রিয়ালে যাওয়ার কোনো মানেই ছিলোনা। অর যেটা বললে ফিরলো তো ফিরলো ম্যানুতে। প্লেয়ারটার প্রতি যতটা সেন্টু ছিল, সব শেষ
  • গান্ধী | 213.110.243.22 | ১৯ মার্চ ২০১৩ ১৫:৩৯555858
  • নিউক্যসলে ভালো ছিলো, সেটা ছেড়ে ম্যানুতে গিয়ে নিজের জায়্গাটা নষ্ট করেছে। যাই হোক, প্লেয়ারটাকে একসময় বেশ পছন্দ ছিল,

    আজকাল MOTD তে বিশেষজ্ঞের মতামত দেয় (স্টোক সিটির ম্যাচেও)
  • still furious | 131.241.218.132 | ১৯ মার্চ ২০১৩ ১৫:৫২555859
  • নিউক্যাসলের সাপোটারদের ওয়েন সম্পর্কে ভালো কিছু বলার নেই - মানে ওই স্টিন্টটুকু সম্পর্কে। গোলপিছু এক মিলিয়ন পাউন্ডের বেশি খরচ। ২০০৬ ওয়ার্ল্ড কাপে পুরো আনফিট অবস্থায় খেলতে গিয়ে ACL ড্যামেজ হওয়ার পর প্রায় পুরো চিকিৎসার খরচ দিয়েছিলো নিউক্যাসল - এফএ অল্প টাকা দিয়ে হাত তুলে নিয়েছিলো, আর তার পরেও ওয়েন শেষ বছরে নিউক্যাসলের খেলায় কোনো চেষ্টাই করতো না। রেলিগেশনের পর সবার আগে দল বদলেছিলো।

    http://www.nufc.com থেকেঃ

    Stoke substitute and former Gallowgate wages bandit, Michael Owen, has announced what Newcastle fans knew some years ago - he is retiring from football at the end of the season. Is that the 2008/09 season we wonder...??

    Owen has been tweeting how moist-eyed he is at all the accolades pouring in. He obviously isn't one of our readers then....

    We'll never be able to forget how he put his England career above Newcastle's relegation fight - something he has freely admitted since - and although he has attempted to rewrite the history of some of his time on Tyneside, most Newcastle fans know the reality.

    লিভারপুল ছেড়ে রিয়ালে যাওয়াটাই ওয়েনের কাল হয়েছিলো। আর শেষের দিকে হর্স-রেসিং। তবে ৯৮-এর বিশ্বকাপে আর্জেন্টিনার সাথে খেলায় গোলটা অসাধারণ। শুধু নিউক্যাসলের সঙ্গে ওরকম ব্যবহার না করলেই অনেক ভালো ভালো কথা বলতুম।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৯ মার্চ ২০১৩ ১৫:৫৪555860
  • জেরার্ড এর কাছে ম্যানু'র অফার ছিল, কিন্তু নেয়নি, তাই বলেছি জেরার্ড ভুলটা করিনি।

    আমি এখনো ভেবে পাই না কি ভেবে ওয়েন স্টোক সিটি বাছলো। স্টোক সিটি নিয়েছিল মনে হয় নিজেদের স্ট্যাটাস বাড়াতে। কিন্তু ওয়েন কেন গেল?

    তার থেকে সাউথহ্যাম্টন (মনে হয় অফার ছিল) এ গেলে আরো কিছু দিন খেলতে পারতো।
  • still furious | 131.241.218.132 | ১৯ মার্চ ২০১৩ ১৫:৫৯555861
  • কৃশানু | 177.124.70.1 | ১৯ মার্চ ২০১৩ ১৬:০৭555862
  • ২০০২ এর কোফায় ব্রাজিলের সাথে আর একটা দুর্দান্ত গোল আছে। ইংল্যান্ড ১-০ এগিয়ে যায়। ব্রাজিলের দিক থেকে দেখলে বাঁ দিকের সাইড লাইনের ধারে, ব্রাজিলের হাফেই, একটা লুজ বল বেকহ্যাম চোটের ভয়ে ছেড়ে দেওয়ায় রোনাল্ডিনহো সেটা নিয়ে একটা মিষ্টি দৌড়, রিভাল্ডোকে পাস, গোল।১-১।
    হাফ এর পর, ফ্রিকিক। রোনাল্ডিনহো। সীমান এগিয়ে এলো। ২-১।
    রোনাল্ডিনহোর জোড়া পায়ের চ্যালেঞ্জ। রেড কার্ড।
    ভালো খেলা হয়েছিল।
  • গান্ধী | 213.110.243.22 | ১৯ মার্চ ২০১৩ ১৬:১০555863
  • রোনাল্ডিনহোর ম্যাচে, কিন্তু কোফা!!!
  • কৃশানু | 177.124.70.1 | ১৯ মার্চ ২০১৩ ১৬:২৪555865
  • যদি খুব ভুল না করি ( রোমন্থন করতে ইচ্ছে করছে, উইকি দেখতে নয়), ১৯৯৪ থেকেই ব্রাজিলের কোফা ম্যাচগুলো বেশ ভালো এবং\অথবা উল্লেখযোগ্য\বিতর্কিত হত।
    ৯৪ - অসাধারণ ৩-২, নেদারল্যান্ড্স। ব্রাজিলের হয়ে রোমারিও-বেবেতো ২-০। ক্লুইভার্ট বার্গক্যাম্প ২-২। ব্রাঙ্ক-র বাঁ পায়ের ফ্রিকিক, ৩-২। সব গোল সেকেন্ড হাফে। সেমিতে সুইডেন। ফাইনালে ইতালি।
    ৯৮ - সম্ভবত ডেনমার্ক। সেই ৩-২। রিভাল্ডো উইনিং গোল করেছিল। ছোট লাউড্রপ ২-২ এর গোল করে মাঠে গালে হাত দিয়ে বসে পড়ে। সেই গোল হয়েছিল রবার্তো কার্লস এর ভুলে, বক্সের মধ্যে বাই সাইকেল করে ক্লিয়ার করতে গিয়ে মিস। এই খেলাটাও ভালো। সেমিতে নেদারল্যান্দকে ২-১। ফাইনালে ফ্রান্সের কাছে ঐতিহাসিক হার।
    ২০০২-টা আগেই লিখলাম। সেমিতে টার্কি। ফাইনালে জার্মানি।
    ২০০৬ - কোফাতে ফ্রান্স। খুবই দুখের খেলা। খেলাটা কেমন হয়েছিল এখন আর মনেও পড়ছে না। রিবেরি ভালো খেলেছিল।
    ২০১০ - ফেলিপ মেলো এই খেলার হিরো এবং ভিলেন। আর গোলকিপার সিজার। মেল-র অসাধারণ থ্রু পাস, প্রায় এক পেনাল্টিবক্স থেকে আরেক পেনাল্টিবক্সে। রবিন্হর গোল। এরপর গোলকিপারের দোষে গোল শোধ। মেলো-র রেডকার্ড। দ্বিতীয় গোল হজম। খেলা শেষ।
  • কৃশানু | 177.124.70.1 | ১৯ মার্চ ২০১৩ ১৬:২৫555866
  • গান্ধী - ওটা কোফা নয়? সেকেন্ড রাউন্ড? তাহলে কোফা কাদের সাথে?
  • ঊমেশ | 90.254.147.148 | ১৯ মার্চ ২০১৩ ১৬:২৬555867
  • কেউ ১৯৯৮ এ আর্জেন্টিনা'র বিরুদ্ধে গোলটা নিয়ে বলছো না!!!!!!!

    ওটা বিশ্বকাপের বেস্ট গোলের লিস্টে আছে।
  • গান্ধী | 213.110.243.22 | ১৯ মার্চ ২০১৩ ১৬:২৮555868
  • ওহ, কোফা মানে কোয়ার্টার ফাইনাল

    ২০০৬?? বলছি।

    বক্সের একটু বাইরে ফ্রিকিক। জিদান কিক নেবে। অঁরিকে গার্ড নিচ্ছিল রবার্তো কার্লোস। কিক নেওয়ার সময় সে জুতোর ফিতে বাঁধছিল। পরেরদিন পেপারে ছবি দিয়েছিল । অঁরি গোল দিচ্ছে, আর কার্লোস জুতোর ফিতে বাঁধছে
  • still furious | 131.241.218.132 | ১৯ মার্চ ২০১৩ ১৬:২৯555870
  • ওই ভিডিওটাই তো দিলাম
  • গান্ধী | 213.110.243.22 | ১৯ মার্চ ২০১৩ ১৬:২৯555869
  • ৯৮সালটা প্রথমেই আছে। ওটাই আওয়েন বললে সবার আগে মনে পড়ে
  • কৃশানু | 177.124.70.1 | ১৯ মার্চ ২০১৩ ১৬:৩০555871
  • উমেশদা, ওটা তো এখনো রাগী দাদা আগেই দিয়ে দিয়েছে।
  • still furious | 131.241.218.132 | ১৯ মার্চ ২০১৩ ১৬:৩৮555872
  • বিবিসি ওয়েনের সেরা গোলগুলোর কম্পাইলেশন দিয়েছে, কিন্তু শুধু ইউকে-র লোকজনের জন্যেঃ

    http://www.bbc.co.uk/sport/0/football/19487257
  • ঊমেশ | 90.254.147.148 | ১৯ মার্চ ২০১৩ ১৬:৪৪555873
  • অফিসে ইউ-টিউব তো চলে না, শুধু লিংকটা দেখে বুঝিনি ওটা সেই ১৯৯৮ এর গোলটা।

    কৃশানু, দারুন হয়েছে অরিজিতের নতুন নামের বঙ্গানুবাদটা।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৯ মার্চ ২০১৩ ২২:০০555874
  • আমি যে গুলো আগে বললাম, জেরার্ড যে ভুলটা করিনি, ওয়েন তাই করা উচিত ছিল

    http://uk.eurosport.yahoo.com/blogs/paul-parker/owen-never-fulfilled-potential-leaving-liverpool-133437945.html

    মজার কথা, আমি স্টোক টিমে সুযোগ না পাওয়া নিয়ে যে কথাটা বলেছি, এখানেও তাই বলছে (যথেষ্ট লম্বা নয়)
  • গান্ধী | 213.110.243.22 | ২০ মার্চ ২০১৩ ০৯:২৩555876
  • বাংলার ফুটবলের স্বার্থে আজ প্রয়াগের জেতা উচিত। পূর্ণ সমর্থন রইল।

    আই লীগে নতুন ফ্র্যান্চইজী ক্লাবগুলোর ৩বছর রেলিগেশন নেই। তাই পুরোনো ক্লাবেরা দাবী করেছিল (মোবা বাদে, মোবা পারেনা করতে) তাদেরও ৪বছর রেলিগেশন বন্ধ হোক। ইবে ছাড়া প্রতিটা ক্লাব এই দাবী জানিয়েছে
  • FA is spineless | 131.241.218.132 | ২০ মার্চ ২০১৩ ০৯:৪০555877
  • atleast one official saw the players coming together বলে আইন দেখিয়ে FA গুন্ডাটাকে ছেড়ে দিলো...
  • ঊমেশ | 90.254.147.148 | ২০ মার্চ ২০১৩ ১৩:২৩555878
  • গান্ধী, আমরা তো কাপ রবিবার জিতে নিয়েছি।
    আজ প্রয়াগ জিতলেও আমাদের দুঃখ হবে না। মোবাদের হারানো'র পর কাপ জেতার আর দরকার হয় না।

    কিন্তু প্রয়াগ জেতার সাথে বাংলা'র স্বার্থটা পুরোপুরি বুঝলাম না।

    "আজ প্রয়াগ জিতলে প্রয়াগের নিজের সাপোর্টার গ্রুপ তৈরী হবার প্রক্রিয়াটা আরো ভালো ভাবে হবে"- এই যদি তোমার মনোভাব হয়, তাহলে আমার পুরো সমর্থন তোমার দিকে।
  • গান্ধী | 213.110.247.221 | ২০ মার্চ ২০১৩ ১৫:৩৫555879
  • বাংলার একটা নতুন ক্লাব, যে কিছুটা চেষ্টা করছে কিছু করার, একটু এন্থু পাবে। টাইব্রেকারে জিতে এমন করছে সবাই!!!
  • Jay | 186.249.213.167 | ২০ মার্চ ২০১৩ ১৫:৫৭555880
  • বিলি ডেভিস আসা ইস্তক- টানা ছ ম্যাচ জিতে এখন ৫। এবারে প্লে ওফে গেলে- হরি হে- দুটো চড়ুই মানত।
  • Jay | 186.249.213.167 | ২০ মার্চ ২০১৩ ১৬:০১555881
  • ম্যাচ অফ দ্য ডে- ২ এখন বি বি সি ১-এ, চালিস নেই- কলিনকে ভালো-ই লাগে।
  • ঊমেশ | 90.254.147.148 | ২০ মার্চ ২০১৩ ১৬:২২555882
  • জয়, বেশ কিছুদিন বাদে তুমি এই পাতাতে।
    তোমার চড়ুই এর লোভে মনে হচ্ছে তোমাদের টিম প্লে-অফে থাকবে। আর একটু ভালো করলে ২ নম্বরে চলে আসতে পারে।

    গান্ধী, তোমাদের টিম আজ ফাইনালে থাকলে কি তোমার এই উদারতা থাকতো, যেমনটা আমি দেখাচ্ছি?

    আমি চাই আরো কলকাতা'র টিম আই-লিগে আসুক, তাদের সাপোর্টার তৈরী হোক। এই মুহুর্তে যা অবস্থা, তাতে ভবানীপুর, মহামেডান, সাদার্ন বেশ ভালো পজিশনে আছে।
    আই-লিগ সেকেন্ড ডিভিশন ফাইনাল রাউন্ডে যাবে। তার পর দেখা যাক। গত বছরের মতো যেন না হয়।
  • গান্ধী | 213.110.243.22 | ২০ মার্চ ২০১৩ ১৬:৫২555883
  • ভবনীপুর, মহামেডান ভালো জায়্গায় আছে, তবে এর পর আরো এক রাউন্ড হবে। আর এবারে কোনো কর্তার কোনো নামী ক্লাব নেই (আগেরবার সিকিম ছিল), তাই এই দুটো ক্লাবকে নিয়ে আশা আছে।

    @উমেশদা, থাকত না, স্বাভাবিক, আমরা অনেকদিন ট্রফি জিতিনি
  • Jay | 186.249.213.167 | ২০ মার্চ ২০১৩ ১৯:২৭555884
  • ঊমেশের মুখে চপ কাটলেট!
  • ঊমেশ | 90.254.147.148 | ২০ মার্চ ২০১৩ ১৯:৪০555885
  • এ যেন সেই আই-লিগের রিপ্লে হলো।
    সেই শেষ পার্টে গিয়ে র‌্যান্টি'র গোল, ইবের হার।
  • গান্ধী | 213.110.247.221 | ২১ মার্চ ২০১৩ ০৪:০২555887
  • প্রয়াগ কর্তা নবাব ভটচাজ-এর ফেবু স্ট্যাটাস আপডেট

    Some miscreants, they say supporters ransacked Prayag Chairman's house in Behala, thrown stones on his family.. Come on.. These are not supporters of any club.. Shame on you.. This is not football...

    খুবই খারাপ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন