এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ১৪৩৬৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | 90.254.147.148 | ০২ এপ্রিল ২০১৩ ১২:৫৫555955
  • স্যান্ডারলান্ড সহজে বেঁচে যাবে বলে মনে হচ্ছে না।
    মাত্র এক পয়েন্ট দুরে। যে কোনদিন নিচে চলে যেতে পারে।

    ডি-ক্যানিও কেমন চালাবে তাও জানা নেই। ইংলিশ লিগের ম্যানেজারি করলেও প্রিঃ লিগে প্রথম।

    ডি-ক্যানিও কে আনার জন্যে former foreign secretary David Miliband ক্লাব এর ভাইস-চেয়ারম্যান থেকে রিজাইন করেছে। ওর সেই ফ্যাসিস্ট কমেন্ট এর জন্যে।
  • গান্ধী | 213.110.243.22 | ০২ এপ্রিল ২০১৩ ১৩:২১555956
  • সত্যজিত, সেও খুব প্রিয়

    ডি'ক্যানিওর কথা হচ্ছে, যখন এই দুই ভিডিও ও থাকুক। তখন খেলা দেখতাম না। কিন্তু এই দুটোর জন্যই একে চিনি



    <
  • গান্ধী | 213.110.243.22 | ০২ এপ্রিল ২০১৩ ১৩:২২555957
  • যাঃ কি হল?


    বাসুদেবের দলবদল নিয়ে কন্ট্রোভার্সি ছিল, খুব ভালো মনে নেই।
  • ঊমেশ | 90.254.147.148 | ০২ এপ্রিল ২০১৩ ১৫:৩৪555958
  • এখানে হ্যারি (রেড্ন্যাপ) কে নিয়ে কিছু কথা হচ্ছে না?

    লোকটা বেশ ভালো-ই ম্যানেজারী করতো (যদিও অনেক কালো দাগ আছে, কিন্তু ম্যানেজারী টা খারাপ ছিল না)। পোর্ট্সমাউথ কে এফ-এ কাপ দিয়েছে। স্পার্স কে গতবছর প্রায় পুরো সিজন জুড়ে তিন নম্বরে রেখেছিল। কিন্তু ক্যাপেলো রিজাইন করার পর মার্কেটে খবর হলো হ্যারি ইংল্যান্ডের ম্যানেজার হচ্ছে, সেই থেকে হ্যারি'র কপাল পুঁড়তে শুরু করলো।
    স্পার্স ডুবলো। এখন QPR এর এতো বড়ো উইন্টার ইনভেস্ট করার পরও কোনো আশা'র আলো নেই।
  • Umesh | 188.108.38.126 | ০২ এপ্রিল ২০১৩ ১৫:৪০555959
  • বাসুদেব এর কেস অনেকটা আজকের দিনের টোলগে কেস। দুই ক্লাবের টানাটানি তে পড়ে কিছু ভুল করেছিল।
  • fsck | 131.241.218.132 | ০২ এপ্রিল ২০১৩ ১৫:৪৩555960
  • রেডন্যাপকে দুচক্ষে দেখতে পারি না। টেকনিক্যালি ভালো ম্যানেজার হতে পারে, কিন্তু এথিক্‌স বলে কিস্যু নেই। অন্য দলের প্লেয়ারকে আনসেট্‌ল করার জন্যে তাদের প্রাইভেট কনট্র্যাক্টের ক্লজ নিয়ে সাংবাদিক সম্মেলনে আলোচনা করে (উদাহরণ ডেম্বা বা-র রিলিজ ক্লজ)। অন্য দলে মেডিক্যাল দিতে আসা প্লেয়ার ভাঙিয়ে নিয়ে যায় (রেমি - যদিও রেমি নিউক্যাসলে আসেনি তাতে কোনো দুঃখ নেই - যে প্লেয়ার শুধু টাকার জন্যে কিউপিআর-এ যেতে পারে তাকে নিউক্যাসলে দরকার নেই)। কুকুরের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দু নম্বরি টাকা জমায় - কোর্টে জিতলেও এই ফ্যাক্টটা রয়েই যাবে। ফুটবলে transfer bung কেস-এ যদি কোনো ম্যানেজার জড়িয়ে থেকে থাকে তাহলে রেডন্যাপ তাদের মধ্যে একজন। অন্যজন স্যাম অ্যালার্ডাইস।
  • গান্ধী | 213.110.243.22 | ০২ এপ্রিল ২০১৩ ১৬:১৩555961
  • ভবানীপুর ১-০য় এগিয়ে ২ন্ড ডিভিশনের দ্বিতীয় ম্যাচে।

    কিউপিআর একখানা মাথাভারী দল বানিয়ে তারপর রেডন্যাপকে ডেকে এনেছে। আরো বাজে অবস্থায় থাকত যদি জুলিও সীজার না থাকত।
  • potke | 132.178.243.172 | ০২ এপ্রিল ২০১৩ ১৭:২৫555962
  • সুদীপ-প্রশান্ত র খেলা দেখেন নাই দাদারা! কি দাপটে খেলত!!!
  • গান্ধী | 213.110.247.221 | ০২ এপ্রিল ২০১৩ ১৮:২০555963
  • আমি তখন সবে জন্মেছি কি জন্মাইনিঃ) তাই দেকতে পাইনিঃ( যদিও এটা দাদাদের লেখা, তবু বলে গেলাম

    ভবানীপুর জিতল তো সাউদার্ণ দু'গোলে হারছেঃ(
  • Umesh | 188.108.38.126 | ০২ এপ্রিল ২০১৩ ১৯:৪৮555965
  • আজ কোন ম্যাচটা দেখবো?
    দুটো ম্যাচই তো হাড্ডা-হাড্ডি লড়াই হবে।
    সবাই কোন ম্যাচ সাজেস্ট করছো?
  • গান্ধী | 213.110.243.22 | ০২ এপ্রিল ২০১৩ ২০:০০555966
  • আমি বেয়ার্ণ-জুভের দেখার পক্ষে। কিন্তু হোস্টেলে প্রচুর বার্সা সাপোর্টার। বোধহয় বার্সার বিপক্ষেই বসতে হবে আজঃ)
  • গান্ধী | 213.110.243.22 | ০৩ এপ্রিল ২০১৩ ০০:০৯555968
  • ফার্স্ট টিমে বেকহ্যাম !!! এক্সপেরিয়েন্সের দাম আছে, কিন্তু এই বয়েসে ফুল টাইম?? পারবে? অন্তত একটা পেটেন্ট ফ্রিকিক যেন পায়
  • গান্ধী | 213.110.247.221 | ০৩ এপ্রিল ২০১৩ ১১:৩৮555969
  • শুধু কাল একজনই খেললো, থিয়াগো সিলভা। অন্য ম্যাচ দেখিনি এখনো।
  • ঊমেশ | 90.254.147.148 | ০৩ এপ্রিল ২০১৩ ১২:৩৯555970
  • কাল তো ড্র হলো, কিন্তু ন্যু ক্যাম্পে জেতার ক্ষমতা হোসে মোরিনহো ছাড়া আর কারো আছে কি?

    ফ্যাব্রেগাস কে দেখে বেশ দুঃখু হলো।
    আমাদের টিমে থাকলে আজ রাজার মতো থাকতো, কিন্তু বার্সা তে তো খেলার সুযোগই পায় না। হায় কি প্রতিভা'র অপচয়...............
  • SG | 134.124.204.10 | ০৩ এপ্রিল ২০১৩ ১৮:০২555971
  • ইবে ১ গোল দিয়েছে , ১ খেছে ।।।৩৩ মিনিট
  • Umesh | 41.125.218.102 | ০৩ এপ্রিল ২০১৩ ১৮:১৯555977
  • SG
    তোমার পোস্ট পড়ে মনে হলো ওটা ৫-৫ হয়েছে।
  • ঊমেশ | 90.254.147.148 | ০৩ এপ্রিল ২০১৩ ১৯:২৩555978
  • আজ ইবে'র সব কোথায়?

    ইবে অ্যাওয়ে ম্যাচ ৪-২ এ জিতে গ্রুপ টপে।

    এটা শুধু ইবে নয়, বাংলা'র জয়, তাই মোবাদের থেকেও পোস্ট চাই।

    SG রাগ করলে নাকি? তোমার একই পোস্ট ৫ বার হয়ে গিয়েছিল।
  • গান্ধী | 213.110.243.22 | ০৩ এপ্রিল ২০১৩ ২১:২৯555979
  • অ্যাওয়ে ম্যাচে ২-৪ এ জেতা, গ্রুপে টপ। কন্গ্র্যা
    যদিও এটা গ্রুপের সবথেকে তলার টিম
  • ঊমেশ | 223.105.187.174 | ০৪ এপ্রিল ২০১৩ ০০:০৬555980
  • গ্রুপের ওপরের দিকের টিমের থেকেও অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট এনেছি।
    যাক বাদ দাও সে সব।

    আজ অনেক দিন পরে (সেই চ্যাঃ ফাইনাল) দ্রোগবা কে মাঠে দেখবো।
    ইউরোপের যে প্লেয়ার গুলো গোলটা ভালো চেনে তার মধ্যে সেরা একজন
  • প্পন | 190.215.36.89 | ০৪ এপ্রিল ২০১৩ ০০:১০555981
  • কেন? ন্যু ক্যাম্পে ডি ম্যাটিও জেতেনি?

    গান্ধী, এইটা সিঙ্গাপুরের সবচেয়ে ভালো টিম। এবার এএফসি কাপে ভালো খেলছে না অন্য কথা।
  • ঊমেশ | 223.105.187.174 | ০৪ এপ্রিল ২০১৩ ০০:১৮555982
  • এবারে একটা জিনিস ইউরোপে লিগ গুলোতে মিল দেখছি।

    ডাচ লিগ ছাড়া বাকি প্রথম সারির লিগ গুলোতে লিগ টপ আর সেকেন্ড এর মধ্যে বেশ ভালো গ্যাপ। ক্লোজ ফিনিশ হবে না কোথাও।

    বেয়ার্ন তো ৬ ম্যাচ বাকি থাকতে নেক্স ম্যাচের পর চ্যাঃ হয়ে যাবে।
  • গান্ধী | 213.110.243.22 | ০৪ এপ্রিল ২০১৩ ০৯:৫১555983
  • আরে আগেরবারের চ্যাম্প, এবারে তো নয়।

    কাল রিয়ালের খেলাও ভালো লাগল না। রোনাল্ডোর গোলটা বাদে
  • প্পন | 190.215.54.28 | ০৪ এপ্রিল ২০১৩ ১০:০৬555984
  • এবারের লিগেও তো টপে আছে।

    ডিঃ আবাপতে লিখেছে।
  • গান্ধী | 213.110.243.22 | ০৪ এপ্রিল ২০১৩ ১০:২৩555985
  • হুম্ম, চেক করলাম, এবারো আছে। কিন্তু তার এই দুরবস্থা কেন? সবার শেষে, সে যাই হোক। ইবেকে কন্গ্র্যা

    সময়ে যুবভারতী নিয়ে লেখাটা পড়ে বিচ্ছিরি রাগ হচ্ছে

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=2843&boxid=55118718
  • SG | 134.124.204.10 | ০৪ এপ্রিল ২০১৩ ১০:৪১555987
  • হুম , এন্টার টা ৫ বার পরে গেছে ।
    সত্যি ইবে ভালো রেসাল্ট করেছে । আমাদের দাদুগুলো যে কবে যাবে!!!!!
  • ঊমেশ | 90.254.147.148 | ০৪ এপ্রিল ২০১৩ ১২:৪৪555988
  • গান্ধী, রাগ তো আমারও হচ্ছে, কিন্তু কি করবো?

    কিছুদিন থেকে একটা কথা মাথায় ঘুড়ছে, এখানে লিখে ফেলি।

    আমরা বাঙালীরা এরকম ফুটবল পাগল জাতি, কিন্তু আজ পর্যন্ত রাজ্যে এমন কোনো মুখ্যমন্ত্রী পেলাম না যে ফুটবলপ্রেমী। মুখ্যমন্ত্রী তো দুরের কথা, আমাদের সময়ের কোনো মন্ত্রী পেলাম না যার ফুটবল নিয়ে আগ্রহ আছে। যতীনবাবু'র নাকি একটু ছিল, কিন্তু বেশ ছোটোবেলার কথা ঠিক মনে পড়ে না।
    সুভাষবাবু না কি ফুটবল প্রেমী ছিলেন (অন্তত লোকে বলে), আমার সন্দেহ হয়।

    ১৯৮৮ এ প্রথম যখন যুবভারতী দেখি, আমার গর্বে বুক ফুলে উঠে ছিল। আমাদের বিশ্বস্তরের ফুটবল টিম নেই, কিন্তু বিশ্বস্তরের স্টেডিয়াম তো আছে। তাই নিয়ে আমরা গর্ব করতেই পারি। শুনতাম এটা না কি সুভাষদার (সবাই তখন দাদা বলতো) কীর্তি।

    তারপর আমি ৯৬ পর্যন্ত ৯ বছরে অনেক বার যুবভারতী তে গেছি, অল্প অল্প করে জলুস কমতে দেখেছি, কিন্তু তবুও গর্ব করার মতো ছিল।

    তার পর অনেক বছর পর ২০১০ এ গেলাম মোবা-চিরাগ এর খেলা দেখতে।

    আজও ভাবি কেন গেলাম, যুবভারতী দেখে আমার যাস্ট কান্না পাচ্ছিল, এটা কি সেই যুবভারতী?

    শুনেছি যুবভারতী'র দুর্দশা'র জন্যে সুভাষবাবু অনেকাংশে দায়ী, তাই তো প্রথমেই বলে নিলাম উনি ফুটবল প্রেমী কি না আমার সন্দেহ আছে।

    আমি এখনো অপেক্ষাতে আছি, কবে পাবো এমন কোনো বাঙালী মন্ত্রী বা মুখ্যমন্ত্রী যে ফুটবল খেলাটা ভালোবাসবে।
  • গান্ধী | 213.110.243.22 | ০৪ এপ্রিল ২০১৩ ১৫:৪৮555989
  • পরেরদিকে খেলার দিকটা সুভাষ চক্কোত্তি চালাতেননা, যুবভারতী বা আরো অনেক কিছুই রমলা চক্কোত্তি চালাতেন।

    এই মুহুর্তেও কোনো রাজনীতিকের নাম মনে পড়ছেনা যে নিঃস্বার্থভাবে ফুটবল পছন্দে করে।

    সিপিয়েমের মানব মুখার্জী, কিংবা টিমসির অরুপ বিশ্বাস, অতীন ঘোষ, এরা নাকি ফুটবলপ্রেমিক, কিন্তু এরা সেই লেবেলের নেতাও নন, আর কতটা ফুটবল্ল ভালোবাসে তা নিয়েও
  • ঊমেশ | 90.254.147.148 | ০৪ এপ্রিল ২০১৩ ১৬:৪৮555991
  • এই লিংকে বলা আছে।

    ইউরোপেও ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই তে একই রুল ফলো করে। ওদের ৫৩ দেশ, তাই ৮ গ্রুপে ৬টা দেশ আর ৯ নম্বর গ্রুপে ৫টা দেশ থাকে।
    তাই বেস্ট সেকেন্ড পজিশন ডিসাইড করার সময় বাকি ৮ গ্রুপে লাস্ট পজিশনের ম্যাচ রেজাল্ট গুলো বাদ দেয়।

    http://en.wikipedia.org/wiki/2014_AFC_Challenge_Cup_qualification

    http://en.wikipedia.org/wiki/2014_FIFA_World_Cup_qualification_(UEFA)#First_round
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন