এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ১৪৩২৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 188.91.253.11 | ১১ এপ্রিল ২০১৩ ১৫:৫১556092
  • এইখানে আমার একখান স্বীকারোক্তি আছে। আমি মেসিকে প্রথমদিকে একেবারেই তেমন আহামরি কিছু ভাবিনি। রোনাল্ডোকে অনেক বেশি ভালো লেগেছিলো শুরু থেকেই, এখনও লাগে। কিন্তু এখন আমি মেসির খেলা দেখতেও বড়ো ভালোবাসি। ম্যাজিকাল।
    বেশ কিছুদিন ধরে নিয়মিত বার্সার খেলা দেখার পরে আমার মত বদলেছে। ইনিয়েস্তা জাভি বা ফাব্রেগাস আছে বলে হয়ত মেসির খানিকটা সুবিধে হয়, কিন্তু তাতে তার ক্লাসটা পাল্টে যায়না। মেসি সত্যিই গ্রেটদের সাথে বসার যোগ্য, যে বাড়াবাড়িটা ওকে নিয়ে হয় সেইটা এমনি এমনি না।

    অফ টপিকঃ দানি আলভেস কে দেখে আর কারুর মাথাগরম হয়? ওরে দেখলেই আমার বেজায় ঝাঁট জ্বলছে কিছুদিন। অথচ আর কদিন পরেই ব্রাজিলের হয়ে নামলে সোনামুখ করে সাপোর্ট করতে হবে।
  • গান্ধী | 213.110.247.221 | ১১ এপ্রিল ২০১৩ ১৬:০৯556093
  • এখানে আমি কিছু বোলে যাই, কেননা, আম্মো মেসিকে প্রচুর বাজে কথা বলি, কিন্তু মেসির কোনো খেলা খুব প্রয়োজন ছাড়া মিস করিনা।

    মেসি অনেকটাই দাঁড়িয়ে আছে বার্সার স্টাইলের উপরে, নাহলে আর্জেন্টিনা টিমে পারেনা কেন? ব্যক্তিগতভাবে দু-একটা অ্যাটাক ছাড়া দেশের হয়ে পারেনা, কারণ টিমে পাশ দিলে ওয়ান টাচে ফেরৎ পায়না। স্কিল-টিলের দিক থেকে মেসি রোনাল্ডোর অনেক উপরে, কিন্তু রোনাল্ডো একটা জায়্গায় এগিয়ে, রোনাল্ডো ইংল্যান্ড-স্পেন-পর্তুগাল ৩টে জায়্গাতেই নিজেকে প্রুভ করেছে, মেসি কিন্তু স্পেন ছাড়া, পারেনি।

    তবে অনেকটা ক্ষেত্রেই মেসি ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে। ৫-১০ বছর আগে যে লেভেলের অনেক প্লেয়ার ছিল, এক্ষুণি-এই মুহুর্তে তার একটু অভাব আছে বোধহয়। ১০ বছর আগে ২০০২ই ধরুন, সেরা প্লেয়ার বাচতে বসলে মারপিট শুরু হয়ে যেত। জিদান-রোনাল্ডো-রোনাল্ডিনহো-অঁরি-বেকহ্যাম(অনেকের দাবী অনুযায়ী)-জেরার্ড-দেল পিয়েরো-বালাক, এছড়াও অনেকে। কিন্তু এক্ষুণি এত প্লেয়ারই নেই।

    এই মুহুর্তে ভালো স্টপার বলতে গেলে ভিদিচ-পুয়োল-টেরী (বয়েস হয়েছে, এখন সেরা নয়), হ্যুমেলস-কোম্পানী-থিয়াগো সিলভা। সেরা প্লেয়ারের লড়াইটা বড্ড একঘেঁয়ে হয়ে যাচ্ছে।

    কৃশানুদার জন্য একটা স্ট্যাট - মেসির গোলে সবথেকে বেশি অ্যাসিস্ট দানি আলভেজের। একটা অনুষ্ঠানে দেখেছিলাম, দেখছি যদি লিংক পাই। (ডিঃ - লিংক না পেলে বিশ্বাস করবেননা)
  • কৃশানু | 177.124.70.1 | ১১ এপ্রিল ২০১৩ ১৬:১২556094
  • আমার হয়। রাফায়েল - অনেক বার বলেছি - সেই কবে থেকেই।
    দান্তে আর থিয়াগো মাইল সেন্ট্রাল ডিফেন্সটা হেবি হবে, ডেভিড লুইজ ও আছে। মার্সেলো আর রাফায়েল।
    হাল্ক - অস্কার - লুকাস। সামনে নেইমার। একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার। কাকা পরে নামবে।
  • কৃশানু | 177.124.70.1 | ১১ এপ্রিল ২০১৩ ১৬:১৫556095
  • গান্ধী স্টপার এর লিস্টে ভারানে কে ভুলেছে। তবে ও একেবারেই নতুন। যে ভাবে শুরু করেছে, সর্বকালের একটা সেরা স্টপার দেখব মনে হয়।
  • গান্ধী | 213.110.247.221 | ১১ এপ্রিল ২০১৩ ১৬:২০556096
  • আমার ব্রাজিল টিমে আলভেসই থাকবে। রাফায়েল বড় ম্যাচে ঝোলায়

    আল্ভেজ-থিয়াগো-লুইজ-মার্সেলো
    রামিরেজ-রোমুলো
    লুকাস মোরা - অস্কার - হাল্ক
    নেইমার

    লুকাস বা রোমুলোর জায়্গায় কাকা আসবে

    আর আমাকে কোচ করলে

    আল্ভেজ-থিয়াগো-লুইজ-মার্সেলো
    রামিরেজ-রোমুলো
    লুকাস মোরা - অস্কার - নেইমার
    লিয়েন্দ্রো

    ২ন্ড হাফে লিয়েন্দ্রোর জায়্গায় কাকা
  • গান্ধী | 213.110.247.221 | ১১ এপ্রিল ২০১৩ ১৬:২৪556098
  • ভারানে কে সেরা লেগেছে তো, রিয়ালের প্লেয়ার ভুলে যাব!!

    কিন্তু সবে প্রথম সীজন খেলছে, এখনই সেরার লিস্টে রাখব?
  • গান্ধী | 213.110.247.221 | ১১ এপ্রিল ২০১৩ ১৬:৪৮556099
  • শুধু ম্যাচ না খেলে ফিফার র‌্যাঙ্কে ভারত ৬ঘর নেমে গেল, এবার ১৪৯
  • Jay | 100.215.26.12 | ১২ এপ্রিল ২০১৩ ০১:২৭556100
  • ব্রাজিল ১৯, ভারতীয় মাত্তর ১৩০ র‌্যান্ক পিছিয়েঃ)-
  • hwtl | 131.241.218.132 | ১২ এপ্রিল ২০১৩ ১০:২০556101
  • ইউরোপা লীগের দৌড় শেষ এবারের মত। পরেরবার কোয়ালিফাইই হয়তো করবে না। জুলাই আগস্টেই স্কোয়াডের ডেপথ বাড়ালে হয়তো অন্যরকম হত।

    যাই হোক - কাল সেকেন্ড হাফের খেলা দেখে ব্যাপ্পক খুশি হয়েছি। এই হল নিউক্যাসল - এক ইঞ্চিও জমি ছাড়বে না। বেন আর্ফা পঁচাশি মিনিটের মাথায় বলটা গোলে রাখতে পারলে রাত দুটোর সময়ই প্রবল চিৎকার করতুম...ওই গোলটা হলে অ্যাওয়ে গোলের রুলে বেরিয়ে যেত। ওই সময় সবাই উঠে খেলার ফলে বেনফিকা একটা ব্রেক পেয়ে গোল শোধ করে দিলো ইনজুরি টাইমে।

    Haway The Lads...
  • কৃশানু | 177.124.70.1 | ১২ এপ্রিল ২০১৩ ১৪:১৫556102
  • ফালকাও ম্যানু আসছে? বাজারে জোর খবর!!

    ফালকাও - আর ভি পি - রুনি, পরে চিচারিতো - শালা হেবি টিম।
  • ঊমেশ | 90.254.147.148 | ১২ এপ্রিল ২০১৩ ১৬:১২556103
  • চ্যাঃ লিঃ সেমিঃ লাইন-আপ

    বেয়ার্ন vs বার্সা

    ডর্টমুন্ড vs রিয়েল

    যা চেয়েছি, তাই হলো।
    শুধু বার্সা সেকেন্ড ম্যাচ হোম অ্যাডভেন্টেজ টা পেয়ে গেল।
  • কৃশানু | 213.147.88.10 | ১২ এপ্রিল ২০১৩ ২১:৩৬556104
  • কিস্যু লাভ নেই। বেয়ার্ন সো ফার এই টুর্নামেন্ট এর বেস্ট টিম।
  • ঊমেশ | 223.105.187.174 | ১২ এপ্রিল ২০১৩ ২৩:৩২556105
  • বেয়ার্ন এর গতবারও জেতার কথা ছিল। কিন্তু চেলসী তো প্রায় অন্যায় ভাবে হারালো। ফুটবলের আইনে সব ঠিক ছিল, কিন্তু আমাদের মতো ফুটবল দর্শকের চোখে চেলসী'র খেলাটা মোটেই ফুটবল ছিল না।
  • কৃশানু | 213.147.88.10 | ১২ এপ্রিল ২০১৩ ২৩:৫৬556106
  • ক।
  • গান্ধী | 69.93.242.38 | ১৩ এপ্রিল ২০১৩ ০৯:৫১556107
  • সত্যি বলতে আমি রিয়াল-বেয়ার্ণ ফ্যান হলেও, মনে হয় ডর্টমুন্ড জিতলে ঠিক হবে। টিমটা নিজেরা তৈরী করেছে। একটা নতুন টীম, এবছরের পর টিমটা ধরেও রাখতে পারবেনা। রিউস-হ্যুমেলস-লিওনদস্কি-গোটজে দের জন্য অন্য দলগুলো যেভাবে লাফাচ্ছে, তাতে ওরা পরেরবার সেট টিম পাবেনা। আর বেয়ার্ণ-রিয়াল-বার্সার থেকেও ওদের খেলা দেখতে ভালো লাগছে।
  • কৃশানু | 213.147.88.10 | ১৩ এপ্রিল ২০১৩ ১০:২১556109
  • গান্ধী - আমি জানি মনে মনে আমি ওদেরকেই সাপোর্ট করে যাচ্ছি। কিন্তু বেয়ার্ন এর জন্যও একটু খারাপ লাগে।
    কিন্তু আমি যে ২০১৪ এর জার্মানি নিয়ে একটা অমোঘ ভাষণ দিলাম - সেটা নিয়ে কেউ কিছু বলুক!!
  • প্পন | 126.202.148.206 | ১৩ এপ্রিল ২০১৩ ২১:৩৭556110
  • স্পার্সকে পাঁচে পাঠিয়ে আমরা তিনে। ঃ)
  • কৃশানু | 213.147.88.10 | ১৩ এপ্রিল ২০১৩ ২২:০৩556111
  • গান্ধী - ব্যাড লাক।
    তবে রেইনা-ও একটা ব্যাপক বাঁচিয়েছে।
  • কৃশানু | 213.147.88.10 | ১৩ এপ্রিল ২০১৩ ২২:১০556112
  • আর আমরা একটু ভাগ্যের সাহায্য পেয়েছি।
  • প্পন | 126.202.148.206 | ১৩ এপ্রিল ২০১৩ ২২:১৬556113
  • অফসাইডটা তো?
  • কৃশানু | 213.147.88.10 | ১৩ এপ্রিল ২০১৩ ২২:২৪556114
  • পেনাল্টি??
    অফ সাইড আবার কোথায়? আমি খেলা দেখিনি, হাইলাইটস দেখলাম।
  • প্পন | 126.202.148.206 | ১৩ এপ্রিল ২০১৩ ২২:৩০556115
  • থার্ড গোলের মুভটা অফসাইড থেকে শুরু হয়েছিল।
  • কৃশানু | 213.147.88.10 | ১৩ এপ্রিল ২০১৩ ২২:৩৪556116
  • ও আচ্ছা!! তবে খেলার প্রেক্ষিতে পেনাল্টিটা বোধ হয় বেশি ইম্পর্ত্যান্ট।
    ওয়েঙ্গার আর আর্তেতা দুজনেই বলল যে পেনাল্টি-র মত কিছু দেখে নি।
  • গান্ধী | 69.93.246.229 | ১৩ এপ্রিল ২০১৩ ২৩:১৪556117
  • কৃশানুদা, তুমি খেলা দেখেছো ? আর্সেনাল বাদ দিয়ে? পুরো খেলাটা দেখো, আমার দেখা প্রিমিয়ার লীগের কোনো এক ম্যাচের সেরা গোলকীপিং করল ম্যাকার্থি। কয়েকটা সেভ তো ছেড়েই দিলাম, ৬গজের বক্সের মাথা থেকে সুয়ারেজের যে শটটা গ্রিপ করল, উফ্ফ। অস্সা

    এখানকার গোলকীপারদের আজকের গোলকীপিং দেখার অনুরোধ জানিয়ে রাখলাম।

    উইগ্যানের প্রত্যেকবার শেষ মুহুর্তে বেঁচে যাওয়া যেমন সন্দেহজনক, তেমনই আর্সেনালের প্রত্যেকবার শেষ মুহুর্তে চ্যালি কোয়ালিফাই করাটাও সন্দেহজনক।

    ১৪র জার্মানী প্রসঙ্গে, গোল করার লোক চাই। প্রকৃত ফরোয়ার্ড। মুলার-পোডোলক্ষী-রিউস-গোটজে কেউই ঠিক স্কোরার নয়। মুলার এক্কেবারে বাজে ফর্মে (চান্স পায়না)। আর ক্লোসে ১৪য় খেলবেনা। জার্মানী এই একটা জায়্গায় একটু পিছিয়ে।
  • কৃশানু | 213.147.88.10 | ১৩ এপ্রিল ২০১৩ ২৩:২২556118
  • হাইলাইটস দেখলাম। জাস্ট অসাধারণ গোল কিপিং। ওই জন্যই তোমায় ব্যাড লাক বললাম।

    আর্সেনাল প্রতিবার অন্য সব টুর্নি থেকে বেরিয়ে যাবার পর, যেমন চ্যা: লি: , এফ এ কাপ। এবারও তাই হচ্ছে। আর্সেনাল এর এগেইনসটে এলিগেশন আনতে আরেকটু কনক্রিট কিছু লাগবে বস, এই সামান্য প্যাটার্ন ম্যাচিং দিয়ে হবে না। প্রিমিয়ার লিগ এর অন্যতম ভদ্র আর বেস্ট প্র্যাকটিস করে চলা টিম।

    জার্মানি-র মাথায় একটা লোক চাই এটা ঠিক। ওজিলও রেগুলার স্কোরার নয়। গোমেজ :-) হে হে।
  • গান্ধী | 69.93.246.229 | ১৩ এপ্রিল ২০১৩ ২৩:২৬556120
  • আরে ধুর, অ্যালিগেশন কোথায় দিলাম!!! বললাম।
  • Umesh | 223.105.187.174 | ১৩ এপ্রিল ২০১৩ ২৩:৫৮556121
  • গান্ধী যে বলতে চাইছে এই প্রথম বাজে পেনাল্টি হলো, বা প্রথম অফ-সাইট থেকে গোল হলো। ফাউল তো হয়েছিল, সেটা পেনাল্টি না দিলে কিছু বলার ছিল না।

    এখনো দেখিনি, কিন্তু শুনেছি, লিভারপুল যাস্ট গোলকিপারের জন্যে গোল পায়নি।
    দেখতে হবেই।
  • প্পন | 190.215.48.252 | ১৪ এপ্রিল ২০১৩ ০০:০৪556122
  • হ্যাঁ, ভগবানের মত গোলকিপিং করেছে। সেই দেখে রেইনাও গোটাদুয়েক ভালো সেভ করে ফেলল উল্টোদিকে।
  • প্পন | 190.215.48.252 | ১৪ এপ্রিল ২০১৩ ০০:২১556124
  • * ঝাড়পিট
  • প্পন | 190.215.48.252 | ১৪ এপ্রিল ২০১৩ ০০:২১556123
  • আজ এফএ কাপ সেমিফাইনালে নাকি গ্যালারিতে ব্যপক খাড়পিট হয়েছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন