এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ১৪৩৫১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | 213.110.243.22 | ০৪ এপ্রিল ২০১৩ ১৬:৫৭555992
  • হুম্ম, পড়ে তো তাই বুঝলাম, এটা খুব বাজে টাইপ রুল, কষ্ট করে ম্যাচ খেলে সেই ম্যাচগুলো ইগ্নোর
  • গান্ধী | 213.110.243.22 | ০৭ এপ্রিল ২০১৩ ১৭:১৯555993
  • একটি ময়দানি সুন্দর ওয়েবসাইটের অপমৃত্যু ঘটল। kolkatafootballs.com নাই। পাল্টে গেছে
  • ঊমেশ | 223.105.187.174 | ০৭ এপ্রিল ২০১৩ ১৭:৪২555994
  • আমি ভাবলাম আপগ্রেড করার জন্যে বন্ধ।
    বেশ খারাপ খবর।

    তার থেকে খারাপ খবর হলো, মর্গ্যান না কি চললেন।
    আর একটা খারাপ খবর হলো, প্রিমিয়ার লিগের সবথেকে ভদ্র প্লেয়ারটা কাল রেড কার্ড দেখেছে, দোষ ছিল, সাফাই গাইছি না, কিন্তু খারাপ খবর।

    ভালো খবর, কাল জিতলাম।
    আর ভালো খবর, এবারের প্রিমিয়ার লিগের অন্যতম বেস্ট গোল হলো কাল। ভিলা'র সেকেন্ড গোলটা।
  • গান্ধী | 213.110.243.22 | ০৭ এপ্রিল ২০১৩ ২০:১৮555995
  • বুঝতে পারছি না। কিন্তু এই মার্কেটে ফ্যানদের চালানো এক সাইট। একবার বসা আর সেখানে ক্রিকেট ঢুকে যাওয়া মানে মনে হয় গেল।

    মিশ্র দিন। মোবার এরকম ভালো দিনে লিভারপুল জিতল না। ওডাফা-টোলগে দুজনেই গোল দিচ্ছে। অ্যাওয়ে ম্যাচেগোয়ার দলকে ৫ গোল মারছে, এর থেকে ভালো কি হতে পারে?

    ১২ট কর্নার, ৬৫% বল পজেশন আর ২০ টা গোলে অ্যাটেম্প আর ৮টা অন টার্গেট, তার পরও জেতা গেলোনা ম্যাচটা
  • গান্ধী | 213.110.243.22 | ০৭ এপ্রিল ২০১৩ ২০:৩৩555996
  • আর্সেনালের সুদিন ফিরছে?? প্পনদা অবসর ভেঙে এই টইতে কবে আসবে?
  • কৃশানু | 213.147.88.10 | ০৮ এপ্রিল ২০১৩ ০০:৪৬555998
  • দেখো বস, সুদিন বলতে এখন ফোর্থ প্লেস বুঝি। ম্যানু ম্যাচ টা বাদে সব ম্যাচ জিতলে হয়ে যাবে। কারণ চেলসি স্পর্স আছে নেক্সট উইক এ। এছাড়া স্পর্স আর চেলসি-র সামনে দুই ম্যান ক্লাব আছে। দেখা যাক।
    মাত্যাসাকার বোধ হয় সর্বকালের ভদ্রতম ডিফেন্ডার। ওই ভদ্রতার কারণে কাসানোকে ট্যাকল না করে ইউরোর সেমিতে গোল খেল। যাগ্গে। গতকাল ভাইটাল এওয় ম্যাচ জিতেছে, এই অনেক।
  • aranya | 78.38.243.161 | ০৮ এপ্রিল ২০১৩ ০৪:৪৫555999
  • মোবা বাঘের মত খেলেছে, কনগ্র্যাটস। এই ফর্ম যেন চার্চিলের বিরুদ্ধেও থাকে। দুবার চার্চিল-কে হারিয়ে দেখাও তোমরা কত বড় টিম ।
    গো মোবা গো, আমরা তোমাদের সাথে আছি :-) ।
  • Papiss | 131.241.218.132 | ০৮ এপ্রিল ২০১৩ ১০:১৫556000
  • Forget about Fergie time, it's now Papiss time...

    কালও গোটা ম্যাচে ডমিনেট করে, বার তিনেক বার আর পোস্টে বল মেরে, শেষে ৯৩ মিনিটে সিসের গোল।

    কিউপিআর গেলোই বলা যায়, রেডিং-ও তাই। অন্যটা ভিলা বা উইগ্যান হলে খুশি হব।
  • ঊমেশ | 90.254.147.148 | ০৮ এপ্রিল ২০১৩ ১১:৩২556001
  • এখন তো মনে হচ্ছে অরিজিৎ দের প্রতিবেশীদের নেমে যাবার চান্স সবথেকে বেশী।
    তবে ভিলা, উইগ্যান, নরউইচ আর স্টোক বিপদ সীমার মধ্যে আছে।

    আমি সবথেকে খুশী হবো, যদি স্টোক সিটি নেমে যায়। আর ওদের ফুটবল সহ্য করা যাচ্ছে না।
  • Papiss | 131.241.218.132 | ০৮ এপ্রিল ২০১৩ ১১:৩৪556002
  • আরে না, সান্ডারল্যান্ড নেমে গেলে ইপিএলের অর্ধেক চার্ম মাটি হয়ে যাবে।
  • প্পন | 126.203.155.70 | ০৮ এপ্রিল ২০১৩ ১২:১০556003
  • সাধ না মিটিল, আশা না পুরিল।

    স্পার্স কেমন হারতে হারতে ড্র করে ফেলল। ঃ(
  • গান্ধী | 213.110.243.22 | ০৮ এপ্রিল ২০১৩ ১৩:০৮556004
  • ভিলা নামুক, ভালো হয়। প্পনদা ওয়েলকামঃ) অবসর ভেঙ্গে ফেরার জন্যঃ)
  • Umesh | 41.122.154.37 | ০৮ এপ্রিল ২০১৩ ১৩:২৪556005
  • এখন ভিলা যা খেলছে, তাতে মনে হচ্ছে না ওরা নামবে।
    আমার তো মনে হচ্ছে সান্ডারল্যান্ড যাচ্ছে, যদি হয় তাহলে আমরা একটা ভালো ডার্বি মিস করবো।
    পরের বছর আর একটা ভালো ডার্বি যোগ হতে চলেছে, ওয়েলস ডার্বি। কার্ডিফ প্রায় প্রিমিয়ার লিগ কনফার্ম।
  • stoic | 170.103.2.236 | ০৮ এপ্রিল ২০১৩ ২০:১৮556006
  • গতকাল অনেক দিন বাদে ম্যাগপাই দের খেলা দেখলাম। জেতায় খুশি। লাস্ট ম্যাচগুলো জিতে যদি বেটার পজিশনে সীজন শেষ করতে পারে তো খুবই ভাল হয়।
    আজ আমাগো ওল্ড ট্র্যাফোর্ডে ডার্বি। ইনশাল্লাহ ছয় গোল যেন আবার না খেতে হয়।
    ঃ)
  • কৃশানু | 213.147.88.10 | ০৯ এপ্রিল ২০১৩ ০০:১৬556009
  • অসম্ভব।
  • ঊমেশ | 90.254.147.148 | ০৯ এপ্রিল ২০১৩ ১৩:০৪556010
  • গান্ধী আগের দিন বললে ট্যাম্পাইন নাকি একটা টিমই নয়।

    কিন্তু বিশ্ব ক্লাব র‌্যান্কিং বলছে ওদের র‌্যান্ক হলো ৩৭৯। আর ইবে ৪৪৭।

    আর্সেনাল এর স্যালারি ক্যাপ বলে একটা জিনিস আছে। মনে হয় ওটা £১০০০০০ পার উইক। তাই কোনো বিশাল স্টার আর আর্সেনাল নিয়ে কোনো রিউমার শুনবে, তখন ধরে নেবে ওটা পুরোপুরি রিউমার। কোনো দিন রিয়েলিটি তে বদলাবে না।

    কালকের ডার্বি নিয়ে কেউ কিছু লিখছে না?
  • কৃশানু | 177.124.70.1 | ০৯ এপ্রিল ২০১৩ ১৩:২১556011
  • ম্যান্সী ডিজার্ভড উইনার। সেকেন্ড গোলটা (এগুয়েরর) ব্যাপক। জোনস ভালো খেলেছে। এই।
  • Tim | 188.91.253.11 | ০৯ এপ্রিল ২০১৩ ১৩:৩৬556012
  • সুব্রত ভট্টাচার্য্য যেভাবে ধারাবাহিকভাবে বিদেশী কোচেদের নিন্দেমন্দ করেন, সেটা আজকাল বেশ দৃষ্টিকটূ লাগে। ওনার মত একজনের থেকে আরো একটু রুচিবোধ আর ভদ্রতা আশা করেছিলাম।

    মর্গ্যান আমাদের আইলিগ দিতে পারেনি ঠিক, কিন্তু এটা সত্যি ইবে গত তিনবছর অনেক কনসিস্টেন্ট। সুতরাং কোচ চলে গেলে কোন ফারাক হবেনা সেটা ঠিক নয়। পড়লাম মর্গ্যান নাকি এর আগে কোনদিন তিনবছর এক ক্লাবে থাকেননি। সেদিক থেকে ইবের কর্তাদের এটা একটা ভালো কাজ হয়েছে।
  • Umesh | 41.124.25.18 | ০৯ এপ্রিল ২০১৩ ১৩:৪৫556013
  • আমি ভেবেছিলাম আমার একার সুব্রত ভট্টাচার্যের লেখাটা খারাপ লেগেছে।
    খুব বাজে লেখা। তীব্র প্রতিবাদ করে গেলাম।
  • গান্ধী | 213.110.243.22 | ০৯ এপ্রিল ২০১৩ ১৪:৪৬556014
  • বেশি সাফল্য দেওয়ার পরও যেভাবে ওকে সরিয়ে বারবার বিদেশী কোচ এনেছে দুই ক্লাব, তাতে এরকম মন্তব্য যেকোনো মানুষই করবে। সুব্রতও একবার অর্ধেক বছর ইবেতে থেকে ফেড কাপ দিয়েছে, আর মর্গ্যান ও তাই। মোবার কথা ছেড়েই দিলাম। তাই রাগটা থেকেই এটা লেখা।

    কালকের ডার্বী খুব ভুলভাল লেগেছে, অগুয়েরোর গোলটা গোলা
  • Tim | 188.91.253.11 | ০৯ এপ্রিল ২০১৩ ১৫:০৮556015
  • ইবেতে এত কোচবদল হয়নি, যেরকম মোবায় হয়ে থাকে। আর সুব্রতকে ইবে যথেষ্ট সম্মান করে। মর্গ্যানের সাথে অন্তত ওর কোন সংঘাত থাকার কথা না। এমনকি টিভিতে খেলা দেখানোর সময়েও বিশেষজ্ঞ হিসেবে এই একই ধরণের মন্তব্য করে যায়। মোবার কর্তাদের ওপর রাগ করার মানে বুঝি। সমস্ত বিদেশী কোচদের বাল বলার মানে বুঝিনা। রাগটাও বুঝিনা।
  • কৃশানু | 177.124.70.1 | ০৯ এপ্রিল ২০১৩ ১৫:১৬556016
  • সুব্রত-র এই রাগের লিং কই?
  • Umesh | 41.124.25.18 | ০৯ এপ্রিল ২০১৩ ১৫:২৬556017
  • কাল আবাপে বেড়িয়েছিল।
  • গান্ধী | 213.110.247.221 | ০৯ এপ্রিল ২০১৩ ১৫:৩২556018
  • বিদেশী কোচ হিসেবে সুব্রত মুড়ি-মুড়কি একদর করে গন্ডোগোল করে মানলাম, কিন্তু কথার সত্যতা কি নেই?

    আই লীগ জেতার লিস্টে কোচেদের হিসেব দেখলেই পরিস্কার।

    আর্মান্দো কোলাসো, সুখি, সুব্রত, সুভাষ ভৌমিক, মনোরঞ্জন, সাবির আলি, চাটুনির পাশে একবার ডেভিড বুথ আর একবার করিম
  • ঊমেশ | 90.254.147.148 | ০৯ এপ্রিল ২০১৩ ১৫:৪৭556021
  • মর্গ্যান আই-লিগ পাইনি বলে এটা প্রমান হয় না বাজে কোচ।
    দুবার খুব ক্লোজলি হেরেছে, এবারেও তাই হতে পারে।

    কোলাসো'র র‌্যান্টি ছিল, সুব্রত'র ব্যারেটো, মনাদা'র আর সুভাষ এর ওকেরো। মর্গ্যান কিন্তু সেই লেভেলের কোনো বিদেশী স্ট্রাইকার পাইনি। প্রত্যেক বার ভালো স্কোরার এর অভাবে ভুগেছে।
    টোলগে, চিডি ভালো কিন্তু ওদের লেভেলের নই, পেন ধারাবাহিকতা রাখতে পারে না।
    তিন বারই কিন্তু ইবে সবথেকে কম গোল খেয়েছে।
  • potke | 68.68.85.34 | ০৯ এপ্রিল ২০১৩ ১৬:২২556022
  • একটা কথা মাথায় রাখবেন বাবলুদা নিয়ে তর্ক করার সময়--লোকটা লোলেন্দ্র,হোসেন মুস্তাফি দের দিয়ে আই-লিগ জিতেছে। ব্যারেটো ছিল বলে বাবলু জিতেছে এ-কথা ২২-রা বল্লে মানায়।

    আর ইবের যা টিম তাতে বাবলুদা কোচ থাকলে এদ্দিনে আই-লিগ আপ্নাদের ঘরে!
  • Tim | 188.91.253.11 | ০৯ এপ্রিল ২০১৩ ১৬:২৯556023
  • বাবলুদার অবদান বা যোগ্যতা নিয়ে তো কেউ কিছু বলছেনা। কিন্তু একই পেশায় থাকা অন্যদের সম্পর্কে ক্রমাগত নিন্দে (কোন কোন ক্ষেত্রে ভিত্তিহীন, যেমন একজন ইবে সমর্থক হিসেবে আমি মনে করি মর্গ্যান যথেষ্ট ভালো ম্যানেজার ছিলো) করে যাওয়ার কথা হচ্ছে।
  • গান্ধী | 213.110.247.221 | ০৯ এপ্রিল ২০১৩ ১৬:৩৬556024
  • চাটুনি যে টিমকে জিতিয়েছিল, সেই টিমে চিমা-সত্যজিত-হেমন্ত ডোরা(??) ছাড়া কে ছিল?

    মোবার শেষ দশকের সেরা টিম, যাকে সুব্রত দ্বিতীয়বার আই লীগ জেতায় সেই দল ওর নিজের হাতে বানানো।

    রেনেডি-লোলেন্দ্র-টোম্বা-বাসুদেব-ধরমজিত-আরপিসিং-পলাশ কর্মকার-দুলাল বিশ্বাস-মেহতাব(তখন বাচ্ছা ছিল, চেঞ্জে নামতো বাসুদেবের) আর ব্যারেটো

    এই টিমের মাঝমাঠ গোলা ছিল, কিন্তু স্ট্রাইকার?? ডিফেন্স?? গোলকীপারের নাম ছিল প্রশান্ত ডোরা,ইমরান খান। ডিফেন্সে ছিল আব্দুল স্যালিউ, মাঝমাঠে জর্জ এক্কা

    এদের থেকে কি ইবে খারাপ টিম পেয়েছে???

    বাবলুদা বাজে বকেন, এ নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু ঐ বাজে কথার মধ্যে যেটুকু ফ্যাক্ট, সেটা মানতে কষ্ট কোথায়? মর্গ্যান যেমন চেয়েছে, ইবে কর্তারা করেছে, এবার যদি আই লীগ না পায়??? বাবলুদাকে একবছর নিজের ইচ্ছায় টিম করতে দেওয়া হয়েছিলো, সে বচহ্রই ফেড কাপ, আই লীগ মোবা জেতে। আমি তুলনায় যাচ্ছিনা। কিন্তু পারফর্মেন্স না দিতে পারলেও বুথ-ডি'রাইডার জাতীয় এরকম বিদেশী কোচের পিছনে ছোটার কোনো মানে হয়না।

    যদিও স্বদেশী কোচ পাব কি করে? আইএফে বিস্বজিত ভটচাজের নাম পাঠাতে দেরি করায় এক বছর পিছোনো, এই লোকটাও প্রচুর দিয়েছে, বাট লো প্রোফাইলই থেকে গেলেন।
  • গান্ধী | 213.110.247.221 | ০৯ এপ্রিল ২০১৩ ১৭:০০556025
  • ১-১ হয়ে গেলঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন