এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ১৪৩৫৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 47.150.69.82 | ১০ এপ্রিল ২০১৩ ১৯:৪৫556059
  • হাঃ, আর আমার কপাল তবে কি?
    কাল রিয়েলের খেলাটা দেখালোনা বলে ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি। ডর্টমুন্ডের ম্যাচটাও ভালোই হবে জানতাম, কিন্তু এতটা আশা করিনি। এখানে খেলার সময়টাও বড্ড দেরিতে, পৌনে একটা বেজে যায় শুরু হতে হতে। ঃ-(
  • প্পন | 190.215.88.83 | ১০ এপ্রিল ২০১৩ ১৯:৫০556060
  • আম্মো সেম কেস। তদুপরি ধুম জ্বর ছিল।

    আজকের খেলাটা দেখব বলে তাক করে আছি। দেখি সাঁ জাঁ কী করতে পারে অ্যাওয়ে ম্যাচে। (দুটো গোল দেওয়া সত্যি টাফ)
  • ঊমেশ | 90.254.147.148 | ১০ এপ্রিল ২০১৩ ১৯:৫৭556063
  • দুটো গোল দিতে হবে কেন?
    জিতলেই হবে তো, সেটা ১-০ হলেও হবে।

    তবে সেমি লাইন-আপ রিয়েল-v-বার্সা আর বেয়ার্ন-v-ডর্টমুন্ড টা দারুন হবে।

    কুপারেজ এর খবরটা জানতাম না। তবে মুম্বাই টাইগার মনে হয় পুনা যাবে না, নবী-মুম্বাই এর একটা মাঠ কে হোম করতে পারে (যদি উঠে)।

    আচ্ছা কেউ কি জানে মুম্বাই টাইগার-ই কি ডোড্শালে টিম? না কি আরো একটা ডোড্শালে'র টিম আছে যাদের ডাইরেক্ট আই-লিগ এ খেলার কথা।
  • ঊমেশ | 90.254.147.148 | ১০ এপ্রিল ২০১৩ ১৯:৫৭556062
  • দুটো গোল দিতে হবে কেন?
    জিতলেই হবে তো, সেটা ১-০ হলেও হবে।

    তবে সেমি লাইন-আপ রিয়েল-v-বার্সা আর বেয়ার্ন-v-ডর্টমুন্ড টা দারুন হবে।

    কুপারেজ এর খবরটা জানতাম না। তবে মুম্বাই টাইগার মনে হয় পুনা যাবে না, নবী-মুম্বাই এর একটা মাঠ কে হোম করতে পারে (যদি উঠে)।

    আচ্ছা কেউ কি জানে মুম্বাই টাইগার-ই কি ডোড্শালে টিম? না কি আরো একটা ডোড্শালে'র টিম আছে যাদের ডাইরেক্ট আই-লিগ এ খেলার কথা।
  • ঊমেশ | 90.254.147.148 | ১০ এপ্রিল ২০১৩ ১৯:৫৭556061
  • দুটো গোল দিতে হবে কেন?
    জিতলেই হবে তো, সেটা ১-০ হলেও হবে।

    তবে সেমি লাইন-আপ রিয়েল-v-বার্সা আর বেয়ার্ন-v-ডর্টমুন্ড টা দারুন হবে।

    কুপারেজ এর খবরটা জানতাম না। তবে মুম্বাই টাইগার মনে হয় পুনা যাবে না, নবী-মুম্বাই এর একটা মাঠ কে হোম করতে পারে (যদি উঠে)।

    আচ্ছা কেউ কি জানে মুম্বাই টাইগার-ই কি ডোড্শালে টিম? না কি আরো একটা ডোড্শালে'র টিম আছে যাদের ডাইরেক্ট আই-লিগ এ খেলার কথা।
  • Tim | 47.150.69.82 | ১০ এপ্রিল ২০১৩ ১৯:৫৮556065
  • চারচিল হেরে গেছে আজ। এমনিতে খারাপ খবর, কিন্তু এতে যদি আইলিগের পারফরম্যান্স খারাপ হয় তো ভালো।
  • গান্ধী | 213.110.247.221 | ১০ এপ্রিল ২০১৩ ১৯:৫৯556066
  • রিয়াল ম্যাচের প্রথম গোল হতেই খেলা ঘুরিয়েছিলাম, আর ওদিকে যা খেলা হচ্ছিল, তাতে শেষ না হওয়া অব্দি ঘোরানো যায়নি।

    @উমেশদা,

    মুম্বই টাইগার্স এমনিই পরেরবার খেলবে জাতীয় লীগে, কারণ ওটাই ডোডসাল এফসি। ওরা এমনিতে চান্স না পেলে বিড করবে, আর আশা করি আসবেই।

    মোবাদের দুটো দল জাতীয় লীগে খেললে, ইবে সাপোর্টারদের খারাপ লাগবেইঃ) তবে, "সংবাদ পোতিদিন" ভবানীপুর উঠবেই। ব্যারেটো তুলবেই, আর আই লীগেও আবার ব্যারেটোকে দেখতে পাব।

    যতই মোবা-পোতিদিন অপছন্দর হোক, বাংলার টিমকে সাপোর্ট করবেনা?? এই দলে কিন্তু অর্ধেকেরও বেশি বাঙালী প্লেয়ার, যেটা মহামেডানে নেই।
  • গান্ধী | 213.110.247.221 | ১০ এপ্রিল ২০১৩ ২০:০২556067
  • উমেশদার পোস্ট না দেখেই উত্তর দিয়ে দিয়েছি,

    ডোডসাল নবী-মুম্বই-এর কি একটা মাঠকে হোক করবে বলেছে, নাম জানিনা, তবে সেটা কুপারেজ নয়, আর ওরা ব্যাবসার খাতিরে মুম্বই ছেড়ে নড়বেনা এমনই এখন অব্দি জানিয়েছে
  • প্পন | 190.215.88.83 | ১০ এপ্রিল ২০১৩ ২০:০৫556068
  • ভৌমিক ইন্টারভিউতে বলেই দিয়েছিল এফসি কাপ নিয়ে ভাবছে না। লিগ জেতা আসল টার্গেট।
  • প্পন | 190.215.88.83 | ১০ এপ্রিল ২০১৩ ২০:০৬556070
  • উমেশ, সে তো অংকের বিচারে।

    ন্যু ক্যাম্পে গোল না খাওয়া ব্যথা আছে। এক যদি না সেই চেলসি বা ইন্টারের মত খেলে।
  • ঊমেশ | 90.254.147.148 | ১০ এপ্রিল ২০১৩ ২০:০৬556069
  • ডোড্শাল ইউনাইটেড বলে একটা টিমের নাম আগে শুনেছিলাম, সেটা কি?

    মোবাদের সাথে আমাদের অন্য রকম সম্পর্ক। অপছন্দ টা অন্য রকম। সেই যেন স্বামী-স্ত্রী বা টম-জেরি'র মতো।

    প্রতিদিন কে অপছন্দের সাথে মোবা'র কোনো লিংক নেই। আমার মনেও ছিল না ওরা মোবাদের বি-টিম।
  • গান্ধী | 213.110.247.221 | ১০ এপ্রিল ২০১৩ ২০:১১556071
  • ইব্রা র মতই সাঁজা আনপ্রেডিক্টব্ল, এদিকে থিয়াগো সিলভার ডিফেন্স, ওদিকে মেসি নাও থাকতে পারে। ডিফেন্সে কে ?? স্টপার? যা খুশী হতে পারে ম্যাচটা।

    ডোডশাল হল দুবাইয়ের ক্লাবের নাম, এখানে অন্য নাম
  • ঊমেশ | 90.254.147.148 | ১০ এপ্রিল ২০১৩ ২০:২৪556072
  • আগের দিন ইব্রা মোটেই ভালো খেলেনি। আজ ভালো খেলবে আশা রাখছি।

    আজ মনে হয় মেসি নেই।
  • কৃশানু | 213.147.88.10 | ১০ এপ্রিল ২০১৩ ২০:৪৬556073
  • টিমদার ওখানে খেলা অধ ঘন্টা পরে কেন? আধ ঘন্টা এগিয়ে নাকি আমাদের চেয়ে? বেশ অদ্ভুত তো!!
  • কৃশানু | 213.147.88.10 | ১০ এপ্রিল ২০১৩ ২৩:১৫556074
  • মনে হচ্ছে ২০১৪ বিশ্বকাপ জার্মানি অন্যদের থেকে অনেক এগিয়ে শুরু করবে। এই মুহুর্তে দাড়িয়ে মনে হচ্ছে ২০১৪ তে যে কোনো টিম জার্মানিকে হারালেই সেটা হবে অঘটন।
  • Tim | 47.150.69.82 | ১০ এপ্রিল ২০১৩ ২৩:৩০556076
  • কিশানু,
    টাইমজোন রে ভাই। আধ ঘন্টা এগিয়ে তো আমরা।
  • কৃশানু | 213.147.88.10 | ১০ এপ্রিল ২০১৩ ২৩:৩৯556077
  • সেই তো, কি করে হয়? পূর্ব দিকে তো নয়ই বরম একটু পশ্চিম ঘেঁসা। শ্রীলংকাই তো শুনেছিলাম চালাকি করেছিল, আর্থার সি ক্লার্ক এর বুদ্ধিতে। আরো কেউ এরকম করেছিল এই এলাকায়, জানতাম না।
  • Tim | 47.150.69.82 | ১০ এপ্রিল ২০১৩ ২৩:৫৮556078
  • পচ্চিমে বুঝি? লোকেশন মিলিয়ে দেখবো পরে।
  • প্পন | 190.215.88.83 | ১১ এপ্রিল ২০১৩ ০০:০৪556079
  • শ্রীলংকার চালাকির কেসটা কী?
  • কৃশানু | 177.124.70.1 | ১১ এপ্রিল ২০১৩ ১০:৩৩556080
  • এই যে লিং পেলাম - http://msgboard.snopes.com/message/ultimatebb.php?/ubb/get_topic/f/45/t/001157.html

    ছোটবেলায় পড়েছিলাম - আর্থার সি ক্লার্ক বলেছিলেন ৫-৩০ ঘন্টা নয়, ৬ ঘন্টা এগিয়ে রাখতে। তাই, শ্রীলংকার দ্রাঘিমাংশ অনুযায়ী ৫-৩০ ঘন্টা হলেও, শ্রীলংকা ৬ ঘন্টা এগিয়ে - জি এম টি-র থেকে।
  • প্পন | 190.215.72.145 | ১১ এপ্রিল ২০১৩ ১০:৫৫556081
  • না সে বুঝলাম, কিন্তু এতে করে কী সুবিধে হয়েছিল?
  • Tim | 188.91.253.11 | ১১ এপ্রিল ২০১৩ ১০:৫৬556082
  • ছঘন্টা আগে সুজ্জো ওঠে। সুজ্জের জন্য ভালো। আর্লি টো বেড, আর্লি টু রাইজ...
  • কৃশানু | 177.124.70.1 | ১১ এপ্রিল ২০১৩ ১০:৫৯556083
  • এতে নাকি তখনকার দিনে আইএসডি কল-বুকিং এ সুবিধে পাওয়া যেত।
  • প্পন | 190.215.72.145 | ১১ এপ্রিল ২০১৩ ১১:০১556084
  • হ্যাঁ, কিন্তু আমার মত ল্যাদাড়ুদের জন্য অতি খারাপ।
  • প্পন | 190.215.72.145 | ১১ এপ্রিল ২০১৩ ১১:০২556085
  • আইএসডি কল বুকিং!

    মাইরি, দুনিয়াটা কি প্রাগৈতিহাসিক ছিল। ঃ))
  • ঊমেশ | 90.254.147.148 | ১১ এপ্রিল ২০১৩ ১৪:৪০556087
  • আমি মনে মনে এরকমই সেমি টিম আশা করেছিলাম।

    তবে কাল PSG বার্সা কে বেশ ভালো ঘোল খাইয়েছে। মেসি না নামলে কপালে দুঃখ ছিল।

    এখন ভাবছি কেমন সেমি লাইন-আপ ভালো হবে। প্রথমে মনে হচ্ছে বার্সা-রিয়েল আর বেয়ার্ন-ডর্টমুন্ড। তারপর বেয়ার্ন-রিয়েল ফাইনাল।

    কিন্তু তাতে লোকসান হলো রিয়েল-বেয়ার্ন ক্লাসিক ম্যাচ মাত্র একবার হবে। তার থেকে ভালো রিয়েল-বেয়ার্ন সেমি ম্যাচ। দুবার দুটো ক্লাসিক ম্যাচ দেখার লোভ সামলাতে পারছি না।

    বাকিরা কি বলে। কাল ড্র।
  • কৃশানু | 177.124.70.1 | ১১ এপ্রিল ২০১৩ ১৪:৪৩556088
  • যে কোনো কম্বি চলবে। চারটেই দারুন টিম। প্রত্যেকে প্রত্যেককে হারাতে পারে।
  • Tim | 188.91.253.11 | ১১ এপ্রিল ২০১৩ ১৪:৪৫556089
  • আমি কাল সাঁ জাঁ খেলা দেখে ফিদা হয়ে গেছি। ব্যাপ্পক খেললো। বেকহ্যামকে আরো একটু অগে নামালে পারতো।
  • গান্ধী | 213.110.247.221 | ১১ এপ্রিল ২০১৩ ১৫:৩৬556090
  • বহুদিন আগে থেকে যে ৪টে ক্লাবকে বার্সাকে হারানোর জন্য ফিট করেছিলাম, তার মধ্যে ৩টে উঠেছে, জুভেটা হারল, কোনো ব্যাপার নয়, যেই থাকুক, বার্সা হারবে, মেসি ছাড়া টিমটার কি দুরবস্থা কাল দেখা গেল।
  • কৃশানু | 177.124.70.1 | ১১ এপ্রিল ২০১৩ ১৫:৪০556091
  • এইখানে একটা সমস্যা আছে। আমি এখানকার কাউকে আলাদা করে বলছি না, কিন্তু বিভিন্ন ফোরামে রোনাল্ডো ভক্তরা মেসিকে এই বলে গাল পাড়ে যে বার্সেলোনা-র বাকিরা না থাকলে মেসি নাকি কিছুই না।
    একটা জোক শুনেছিলাম - লাস ভেগাস এর হোটেলে মেসি আর মেসির বান্ধবী। ডিনার এর পর দুজনেই ঘরে। মেসি খুব কান্না কান্না মুখ করে বলল - স্যরি, আমি পারছি না। জাভি আর ইনিয়েস্তা কে ছাড়া হবে না :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন