এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ১৪৩২৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | 213.110.247.221 | ০১ মে ২০১৩ ০২:১৯556225
  • ফার্স্ট হাফের ৩টে চান্সের একটাও যদি হয়ে যেত। বিশেষকরে ওজিলের মিস চোখে দেখা যায়না।

    আজকের মেন কালপ্রিট ওজিল-অ্যালেন্সো-রোনাল্ডো

    আর সেরা খেলল ডিমারিয়া-মড্রিচ-এসিয়েন

    কাকা নামতেই খেলা ঘুরেছিল। প্রথম গোলের শুরুটাও কাকার থেকে। কেন যে খেলায়না!!! বক্সের জাস্ট বাইরের হ্যান্ডবলটা দিলে আর এক গোল হলেও হতে পারত।

    তবে ডর্টমুন্ডের ২টো গোল হত, গোটজে উঠে যাওয়ার পরও দারুণ খেলেছে।

    @প্পন দা

    ভবার টিম করে টুটু-সৃঞ্জয়, আর মহা র করে সুলতান আমেদ। ভবাতে ব্যারেটো আসল লোক। কোনো প্লেয়ারকে ব্যারেটো-টুটু বোস অ্যাপ্রোচ করলে সে ভবাতেই সাইন করত। ইবে-মোবা-প্রয়াগের সাথে কম্পিটিশন তো হতনা? হত ভবা-মহার
  • প্পন | 190.215.100.131 | ০১ মে ২০১৩ ০২:১৯556226
  • রিয়েলের গোলিটা অমন অবিশ্বাস্য সেভ না করলে আর ক্রসবারে বল লেগে বল ফেরত না এলে আগেই ম্যাচ সেশ হয়ে যায়। ঃ)

    এদিকে আজকে গোল ডট কম নাকিকান্না কেঁদেছে অ্যাথলেটিসিজমের কাছে ফুটবল হেরে যাচ্ছে কি না!
  • গান্ধী | 213.110.247.221 | ০১ মে ২০১৩ ০২:২৬556227
  • মড্রিচ-দিমারিয়ার অদ্ভুত টাচগুলো দেখার আগে লিখেছে তো

    বললাম তো ডর্টমুন্ডের ২গোল ছিল
  • কৃশানু | 213.147.88.10 | ০১ মে ২০১৩ ০২:৪১556228
  • মালাগার সাথে দর্তমুন্দ এর ফার্স্ট গোলটা কেউ দেখেছ? শালা এথ্লেতিসিস্ম নাকি জিতে যাচ্ছে!!
    হালারা বড় বড় টিম হারতে আরম্ভ করলেই এই শুরু করে। রিয়েল, বার্সা, ম্যান ইউ কেউ নাই, আর কি।

    এই টিমটা কত ভালো ফুটবল খেললো। আজকে প্রথম হারল। আমি যতগুলো খেলা দেখেছি, দারুন খেলেছে। গান্ধী অনেকদিন থেকেই বলছিল বলে দেখা শুরু করেছিলাম। ওকে একটা ধন্যবাদ।

    ২০১৪ এ ব্রাজিল কে অভ্যাস বশে সাপোর্ট করব। আর জার্মানিকে, ফুটবল এর জন্য।
  • potke | 132.167.250.181 | ০১ মে ২০১৩ ০৯:৩৭556229
  • কাকার মাদ্রিদ ছাড়া উচিৎ।
  • গান্ধী | 213.110.247.221 | ০১ মে ২০১৩ ০৯:৪২556231
  • ব্রাজিলকে অভ্যেস বসে !!

    নতুন ব্রাজিল টিমটা কিন্তু স্কিলফুল, অনেকদিন মানে সেই ২০০২ এর পর।

    ডিফেন্সে লুইজ-দান্তে-থিয়াগো সিলভা-মার্সেলো-অ্যাড্রিয়ানো-রাফায়েল-দানি আলভেজ

    মাঝে লুকাস মোরা-কাকা-অসকার-রামিরেজ-হার্নেনস

    উপরে নেইমার-হাল্ক-লিয়েন্ড্রো

    ব্রাজিলের এই নতুন টিমে স্কিলের অভাব নেই, ক্লাব ম্যাচেও এরা বড় বড় নাম। কিন্তু ব্রাজিলের সমস্যা হল, এরা এক টিমে, বা এক টাইপের টিমে খেলেনা বলে টিম হিসেবে কি করবে বলা যায়না। এই জায়গাতে জার্মানী-স্পেন-ইটালী এগিয়ে যায়, শুধু ঘরোয়া লীগের জন্য।
  • গান্ধী | 213.110.247.221 | ০১ মে ২০১৩ ০৯:৪৪556232
  • কাকা তো এই বছরের শুরু থেকে ছাড়তে চেয়েছে। প্যারিস বা মিলান সুটো টিমই চেয়েছিল। মোরিনহো ওকে খেলাবেও না আবার ছাড়বেও না। আশা করা যায় মোরিনহো গেলে কাকা মিলানে যাবে। মিলানে গেলে পুরোনো কাকাকে দেখা যাবে আশা করা যায়
  • ঊমেশ | 90.254.147.148 | ০১ মে ২০১৩ ১১:৩৬556233
  • কাল শেষ ৩০ মিনিট খেলা দেখলাম। CR7 কে তো খুঁজে পেলাম না সেই সময় টুকুতে। এই সময়ে, রিয়েল দুটো গোল করলো বটে, কিন্তু দুটো গোল তো ডর্টমুন্ডের করা উচিত ছিল।

    গান্ধী, তুমি তো তোমার ছোটো-ভাই দের জন্যে মহামেডান কে দোষারোপ করছো, কিন্তু আজ আজকালে যা দেখলাম, তাতে তো তোমাদের ঘরের ছেলে হলো আসল কালপ্রিট। মহামেডান তো চ্যাম্পিয়ন হবার পর ম্যাচ হালকা খেলেছে, এটা তো অনেক দল করে, কিন্তু সাদার্ন (বা তোমাদের ঘরের ছেলে) কি জন্যে দু-নম্বর দল নামিয়ে খেলা ছেড়ে দিল?
    ব্যারেটো রিকোয়েষ্ট করার পরেও!!!!!
  • গান্ধী | 213.110.247.221 | ০১ মে ২০১৩ ১১:৫৩556234
  • রোনাল্ডোকে খুঁজে না পাওয়াই স্বাভাবিক। আমি আগেও বলেছিলাম এখন বিশের সেরা রাইট ব্যাক আমার মতে পিস্চেক (এদের নাম যে কিভাবে উচ্চারণ করে জানিনা। ডর্টমুন্ডের ১৬ নম্বরের নাম Jakub Błaszczykowski একে কি নামে ডাকব কে'জানে!!! ) পিস্চেক অন্যান্য ম্যাচে বিশাল স্পীডে কাউন্টার অ্যাটাকে ওঠে, কিন্তু এই দুই ম্যাচে ওকে মাত্র ৩-৪বার উঠতে দেখলাম, আর রোনাল্ডো একবারও ওকে টপকাতে পারেনি। শেষের দিকে ডি'মারিয়াকে সাইডে ফেলে তাই ও মাঝে ঢুকেছিল।

    প্রথম হাফ দেখোনি তাই বোঝা যাবেনা। রোনাল্ডো-ওজিল-হিউইয়াইন কি মিস করেছে।

    ব্যারেটো সুব্রতর ঘরে গেছিল, নিয়ন অনুযায়ী দোষ। কিন্তু ওর দাবী ছিল, যেটা বাবলুও বলছে। ব্যারেটো সুব্রতকে অনুরোধ করেছিল যে ও যেন ফার্স্ট টিম নামায়। এদিকে বাবলু নিজেই স্বীকার করেছে ও সেদিন জেনে-বুঝে প্রথম গোলকীপার, মার্কোস এদের সবাইকে মাঠে নামায়ইনি। সুব্রত এরকম করবে এটা ভাবতে কেমন কেমন লাগলেও সত্যি। কোনো বড় দলের কোচিং-এর অপশন আর পাবে বলে মনে হয়না।

    মহা যেটা করেচেহ সেটা অফিশিয়ালি কোনো গটাপ নয়
  • নেতাই | 131.241.98.225 | ০১ মে ২০১৩ ১২:০২556235
  • মহামেডান এমন হালকা খেলেছে যে টিভি রেকর্ডিং মাঝপথে বন্ধ করে দিতে হয়।
    ফেডারেশান ব্যারাটোকে শোকজ করেছে গড়াপেটার অভিযোগ তোলায়।
    সত্য সেলুকাশ
  • গান্ধী | 213.110.247.221 | ০১ মে ২০১৩ ১২:২২556236
  • সুব্রত-ব্যারেটো আগেরবছর রয়্যাল ওয়াডিংহো-মহামেডান সক্কলে গটাপের গল্প বলেছে, আর ফেডারশন প্রত্যেকবার তাদেরকে একে একে শোকজ করেছে।
  • কৃশানু | 126.203.212.103 | ০১ মে ২০১৩ ১৫:০৫556237
  • পিসিজেক আর লাহম বোধ হয় বিশ্বের সেরা দুই রাইট ব্যাক। পিসিজেক এর খেলা ইউরো ২০১২ এর তিনটে ম্যাচেই চোখে পরেছিল। এখানে আমি যখন রাফায়েল রাফায়েল করছিলাম তখন গান্ধিও বলেছিল লাহম পিসিজেক আর তারপর রাফায়েল। একদম ঠিক কথা।

    গান্ধী -ব্রাজিল এর এই টিমটা পারসনাল স্কিল এর দিক দিয়ে খুবই ভালো। কিন্তু ওই তুমি যা বললে, মনোহরণ খেলা দেখাতে হলে একসাথে অনেকদিন খেলার অভ্যেস চাই। যেটা আগে স্পেন আর এখন জার্মানি করে উঠতে পারছে।
  • Rit | 213.110.243.22 | ০২ মে ২০১৩ ০২:১৭556238
  • পিকের গোলটা সেরা।
  • ঊমেশ | 90.254.147.148 | ০২ মে ২০১৩ ১১:৫৪556239
  • আমার কথাটা রিট বলে দিয়েছে। কাল পিকে'র গোলটা দারুন হয়েছে।

    জাভি আর ইনিয়েস্তা'র সেই ফর্ম আর নেই। পিকে, পুয়েল বেশ বুড়ো হয়েছে, দম নেই, শুধু সামনে মেসি দুর্দান্ত ফর্মে থাকার জন্যে বার্সা জিতে যাচ্ছে, একটু ভারী দল হলেই আটকে যাচ্ছে। PSG তো প্রায় হারিয়ে দিয়েছিল, সেই মেসি-মসিহা হয়ে বাঁচালো।
    তার উপর ভালো ম্যানেজার না থাকার জন্যে খেলাতে কোনো প্লান-B থাকছে না।

    আমার শুধু একটা কথা মনে জাগে, ফ্যাব্রেগাস কি এখন আফশোস করে আমাদের দল ছেড়ে যাবার জন্যে। বার্সা তে আমার মনে হয় না খুব একটা সুখে আছে।
  • গান্ধী | 213.110.247.221 | ০২ মে ২০১৩ ১২:১৪556240
  • শুধু ফ্যাব্রিগাস?? সং?? ইপিএলের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল

    রিতদা বলে দিয়েছে। কালকের পিকের গোল হেব্বি লেগেছে। আর রবেনের গোলটাও।

    কাল মেসি না থাকায় বার্সা আগেভাগেই হেরে বসেছিল। মোরিনহোর মত কোচ দরকার হয় টিমকে তাতাতে। থিয়াগো-টেলো এদের মত নতুনদের আরো সুযোগ দিতে পারে টিমটা। বার্সার একটু বোঝা উচিত, ডিফেন্স দরকার হয় ম্যাচ জিততে। এর আগে পুয়োল খেলে দিত বলে বেঁচে গেছে
  • কৃশানু | 177.124.70.1 | ০২ মে ২০১৩ ১৩:১৩556243
  • উমেশ দা, গান্ধী-র অব্সার্ভেশন ঠিক।
    তবে পিকে বোধ হয় বুড়ো হয় নি, অর বয়েস বেশ কম।
  • ঊমেশ | 90.254.147.148 | ০২ মে ২০১৩ ১৩:৩৭556244
  • পিকে'র পাসপোর্টের বয়স ধরলে হবে?

    সাকিরা'র সাথে থাকলে যে তিন গুণে শরীরের বয়স বাড়তে থাকে সেই হিসাবটা কে করবে?
  • j | 230.227.106.153 | ০২ মে ২০১৩ ১৫:৪৬556245
  • স্প্যানিশদের থেকেও এখন জ্বলছে ইংলিশম্যানরা

    ওয়েম্বলিতে ফাইনাল , সেটা আবার অল-জার্মান

    জ্জিও বরুসিয়া , জ্জিও বায়ার্ন - লংডং দেখবে আর জ্বলবে
  • কৃশানু | 177.124.70.1 | ০২ মে ২০১৩ ১৫:৪৭556246
  • লাস্ট দুটো পোস্টেই স্মাইলি দিলাম :-)
  • Tim | 188.91.253.11 | ০২ মে ২০১৩ ১৬:১৭556247
  • ঃ-)))
  • গান্ধী | 69.93.245.202 | ০৪ মে ২০১৩ ১০:০৪556249
  • কনফার্মড

    1st June, 2013: India vs Bangladesh; Kickoff: 19.30 IST.

    4th June, 2013: India vs Pakistan. Kickoff: 00.30 IST.

    Venue: Craven Cottage, Fulham.
  • গান্ধী | 213.110.247.221 | ০৫ মে ২০১৩ ২২:৩০556250
  • হাওয়ার্ড ওয়েব কিনা রাফায়েলকে রেড কার্ড দিল!!!

    এদিকে অজ্জিদ্দা টই বর্জন করে ফেবুতে কমেন্ট করছেন।

    ওদিকে গোপন সূত্রের খবর মোবা ওডাফাকে ছেড়ে দিতে পারে (পয়সা পাচ্ছেনা)

    কি যে হচ্ছে!!!
  • umesh | 223.105.187.174 | ০৬ মে ২০১৩ ০০:১০556251
  • আজ ম্যানুদের কাছে আশা রেখেছিলাম যে চেলসী কে আটকে বা হারিয়ে আমাদের একটু সুবিধা করে দেবে, কিন্তু এমন শত্রুতা করবে ভাবিনি।

    এখন ৮ তারিখের ম্যাচের দিকে চেয়ে আছি।

    আরিজিৎ এর দল প্রত্যেক বার প্রেডিক্টার দের মুর্গি করছে।
    গতবার বলা প্রেডিক্ট করলো ১৫ নম্বরে থাকবে, কিন্তু বছর শেষে ইউরোপ খেলতে গেলো।
    এবার বলা হলো ৮-১০ এ থাকবে, কিন্তু মনে হচ্ছে ১৫-১৬ তে থাকবে।

    গত সপ্তাহ পর্যন্ত মনে হচ্ছিল ১৯ তারিখে ভিলা-উইগ্যান ম্যাচে ঠিক হবে থার্ড টিম কে নামছে, কিন্তু পরপর দুটো ভালো ম্যাচ ভিলা কে সেফ-জোনে পাঠিয়ে দিল। এখন লড়াইটা উইগ্যান, নিউ-কাসেল আর তার প্রতিবেশী আর একটু দুরের প্রতিবেশী (নরউইচ) এর মধ্যে।
    ল্যাম্বার্ট কে কুর্ণিশ করা দরকার।

    jay এর টিম লাস্ট ম্যাচে ভালো শুরু দিয়ে ভালো শেষ করতে পারলো না।
  • Jay | 15.69.135.85 | ০৬ মে ২০১৩ ১২:১৯556252
  • হার্ট ব্রোকেন, উমেশ! যে লাস্ট মিনিট এত দিন সঙ্গে ছিল সেই লাস্ট মিনিটেই ডুবলাম!

    সান্ডারল্যান্ড নামবে।
  • গান্ধী | 213.110.247.221 | ০৬ মে ২০১৩ ১২:২৭556254
  • সন্ডারল্যান্ড এর বাকি

    স্টোক, সোটন, স্পার্স - ১ পয়েন্ট (৩৮)

    উইগ্যান

    সোয়ানসি, আর্সেনাল, ভিলা - ৩ পয়েন্ট (৩৮)

    নিউক্যাসল

    আর্সেনাল, কিউপিআর - ৩পয়েন্ট (৪১)

    উইগ্যানের গোল ডিফারেন্স খুব খারাপ। খুব খারাপ ধরলেও স্যান্ডারল্যান্ডের নামার কথা নয়।যদি না উইগ্যান আগের দু'বছরের মত কিছু করে।
  • Nearly Headless Nick | 131.241.218.132 | ০৬ মে ২০১৩ ১২:২৮556255
  • নাঃ, ১৫-১৬ নয়, নেমে যাওয়ার ভালো চান্স, ইন ফ্যাক্ট হট ফেভারিট। যে জোশটা থাকা উচিত ছিলো, তার ছিঁটেফোঁটাও নেই।

    নিউক্যাসলের পরের দুটো খেলা - কিউপিআর (অ্যাওয়ে), আর্সেনাল (হোম)
    উইগ্যানের পরের তিনটে খেলা - সোয়ানসী (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), ভিলা (অ্যাওয়ে)
    সান্ডারল্যান্ডের পরের তিনটে খেলা - স্টোক (হোম), সাউথ্যাম্পটন (হোম), স্পার্স (অ্যাওয়ে)
    নরউইচের পরের দুটো খেলা - ওয়েস্ট ব্রম (হোম), ম্যান সিটি (অ্যাওয়ে)

    এর মধ্যে সান্ডারল্যান্ড দুটো হোম ম্যাচ পাচ্ছে, আর ডি ক্যানিও ম্যানেজার হওয়ার পর চেগে আছে। ভিলার কাছে ৬ গোল খাওয়ার পর মনে হয় চেগেই থাকবে, কার্টেসী ডি ক্যানিও। কাজেই সান্ডারল্যান্ড বেঁচে যাবে।

    উইগ্যানের ফর্ম উঠতির দিকে, আর যে জোশটা নিউক্যাসলের মিসিং, সেইটা ভরপুর আছে। সোয়ানসীর সাথে খেলাটা যদি উইগ্যান জেতে, আর সান্ডারল্যান্ড যদি আজ না হারে, তাহলেই পরের হপ্তায় নিউক্যাসল ১৮ নম্বরে নেমে যাবে। আর তার এফেক্টটা অনেক খারাপ হবে - এম্নিতেই জোশ নেই, তার ওপর প্রেশার। নরউইচের অবস্থাও বিশেষ ভালো নয়। আপাততঃ যা অবস্থা তাতে ১৮ নং-এ থাকার চান্স সবচেয়ে বেশি নিউক্যাসল আর নরউইচের।
  • গান্ধী | 213.110.247.221 | ০৬ মে ২০১৩ ১২:৩৭556256
  • কিউপিআরের সাথে জিতে যাবে, তার কারণ কিউপিয়ার আরো কম চেগে আছে।

    হুম্ম, নরউইচের একটা ভালো নেমে যাওয়ার চান্স আছে।
  • Nearly Headless Nick | 131.241.218.132 | ০৬ মে ২০১৩ ১২:৪৫556257
  • রাদার, কিউপিআর-এর হারানোর কিছুই নেই, কাজেই খোলামেলা খেলা খেলে জিতে যেতেই পারে। উল্টোদিকে নিউক্যাসল ট্রিমেন্ডাস চাপে থাকবে। এর মধ্যেই মিডিয়া উঠে পড়ে লেগেছে - খবর করার জন্যে - কোনো এক প্লেয়ার নাকি মোটা হয়ে গেছে বলে খেলতে পারছে না (বেন আর্ফা), নতুন ফ্রেঞ্চ রিক্রুটরা দলের সাথে ইন্টিগ্রেট করতে পারছে না (বিশেষ করে সিসোকো) ইত্যাদি - এসবের চাপও আছে।

    একটা ইন্টারেস্টিং ব্যাপার হল - উইগ্যানের সাথে খেলায় ওই হরিবল ট্যাকলটা দেখেও অ্যাকশন নেওয়ার মত ব্যাপার না মনে করা লাইন্সম্যান এবং ওয়েস্ট হ্যামের সাথে খেলাটায় বল গোললাইন পেরিয়ে যাওয়া সত্ত্বেও গোল না দেওয়া লাইন্সম্যান একই লোক। নিউক্যাসল অবশ্য সেদিন ড্র করার মতই খেলেছে, এবং নেমে গেলেও নিজেদের দোষেই নামবে, কিন্তু এই লোকটির বা এরকম আরো কয়েকজন রেফারি/লাইন্সম্যানদের অন্য ইন্টারেস্ট থাকলে অবাক হব না।
  • aranya | 154.160.98.31 | ০৭ মে ২০১৩ ০৪:৫৮556258
  • 'মোহনবাগান, ভবানীপুর, আই এফ এ, ফেডারেশন এবং আই পি এলের টিম পঞ্জাব কিংস ইলেভেনের সঙ্গে যুক্ত একটি চিটফান্ড সংস্থা ছয় কোটির চুক্তি করেছিল চার্চিলের সঙ্গেও। কিন্তু শেষ পর্যন্ত এক কোটি টাকা দিয়েই পালিয়ে যায় লগ্নি সংস্থাটি। মরসুমের মাঝপথে চরম বিপদে পড়ে যায় আই লিগ চ্যাম্পিয়ন হতে যাওয়া গোয়ার দলটি। ফুটবলারদের মাইনে বন্ধ হয়ে যায়। খাওয়ার খরচও দিতেও তখন সমস্যায় চার্চিল কর্তারা। শেষ পর্যন্ত নিজের সম্পত্তি বেঁচে দেন দলের প্রধান কর্তা চার্চিল আলেমাও। নিজের বাড়িতে বসে দোর্দণ্ডপ্রতাপ ওই কংগ্রেস নেতা সোমবার দুপুরে বলছিলেন, “টিম করতে গিয়ে কত জমি-বাড়ি যে বিক্রি করেছি হিসেব নেই। পরের বারও টিম করব। বাজেট কমাচ্ছি না।” গোয়ার দুই শিল্পপতির ক্লাব ডেম্পো এবং সালগাওকর তাঁকে অনুরোধ করেছিল, নতুন মরসুমে অন্তত বাজেট কুড়ি শতাংশ কমানোর জন্য। চার্চিল প্রধান বলে দিয়েছেন, “পুরো টিম ধরে রাখতে চাই। তাতে যা খরচ হয় হোক।” ক্ষমতাচ্যুত হয়েছেন কয়েক বছর আগে। নতুন বিজেপি সরকার তাঁর প্রধান ব্যবসা মাইনিং-এ সমস্যা তৈরি করছে। তাতে কী, কুছ পরোয়া নেহি। ভাল টিম তিনি গড়বেনই।
    কীসের জন্য এই ‘পাগলামি’? যেখানে টিম আই লিগ চ্যাম্পিয়ন হলেও একজন বিদেশি ফুটবলারের টাকা প্রইজ মানি থেকে আসে না, সেখানে কীসের টানে এই খরচ? উত্তর একটাই--প্যাশন। ফুটবল প্যাশন। ফুটবলের প্রতি টান এতটাই যে, গভীর রাত পর্যন্ত জেগে বিশ্বের যে কোনও প্রান্তের ফুটবল ম্যাচ দেখেন চার্চিল আলেমাও। দলের খেলা থাকলে রাজনীতি-ব্যবসা সব ছেড়ে-ছুড়ে চলে যান কলকাতা, মুম্বই, দিল্লি, পুণে, সিঙ্গাপুর। সবই নিজের খরচে। যেখানে কলকাতার ক্লাবের বড় কর্তারা ক্লাবের খরচে বিদেশে গেলেও, কল্যাণী বা সল্টলেকে ম্যাচ থাকলে বেশির ভাগই যান না। কলকাতা বা মুম্বইয়ের ক্লাবগুলি যা করতে পারেননি চার্চিলরা সেটা করে ফেলেছেন দু’বছর আগে। তৈরি করেছেন আসাধারণ একটি আধুনিক মানের ফুটবল হাউস। যেখানে দলের ৫০ ফুটবলারের অধিকাংশই থাকেন। নিজস্ব মাঠ তৈরি করেছেন। সঙ্গে একাংশে গ্যালারি। মনে রাখতে হবে সবই ব্যক্তিগত পকেটের পয়সায়। '

    ভাল লাগল পড়ে, তাই অনেকটা কোট করলাম, আবাপ থেকে। এমন ফুটবল পাগল মানুষ যদি বাংলার ক্লাব-কর্তাদের মধ্যেও থাকতেন ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন