এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • হেমলক সোসাইটি

    মৌ
    সিনেমা | ২৩ জুন ২০১২ | ২৩৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মৌ | 233.223.139.205 | ২৩ জুন ২০১২ ১৩:১৬558686
  • অটোগ্রাফ, ২২শে শ্রাবণের পর শ্রীজিত নিয়ে আসলেন হেমলক সোসাইটি। ৮০দশকের ডেরেক হ্যামফ্রির হেমলক সোসাইটির অনুপ্রেরনায়ে। তবে গল্প আলাদা। ফ্লিমটির গল্পের চাইতে সংলাপ গুলো আমার মতে ফ্লিমটিকে দেখতে বাধ্য করে।
    হেমলক সোসাইটির লোগো- মরিবে মরো, ছড়িও না।
    আত্মহত্যায়ে ফেল করলে অনেক হ্যাপা। জেলও হতে পারে, তার উপর পাড়াপড়শিদের প্যাঁক। সুতরাং, সফল ভাবে ও সঠিক ভাবে আত্মহত্যার ট্রেনিং দেবার জন্য গড়ে উঠেছে হেমলক সোসাইটি। সোসাইটির কর্তা আনন্দ (পরমব্রত)।

    মেঘনা (কোয়েল) আত্মহত্যার ট্রেনিং নিয়ে যায় হেমলক সোসাইটিতে। নতুন করে কোয়েল মল্লিককে দেখলাম। এতো দিন ধরে যা ফ্লিম করে এসছেন তার থেকে সম্পূর্ণ আলাদ ও আকর্ষণীয় চরিত্র। রিমলেস চশমার সাথে গাড়ো কাজল। আধুনিকা তবে অত্যাধুনাকা নয়। বাবা দ্বিতীয় বিয়ে করাতে কিছুটা অভিমানে একা ফ্ল্যাটে থাকা। সম্পূর্ণ ভাবালেশহীন ভাবে সৎ মা (রূপা গাঙ্গুলী)'এর সাথে বাক্য বিনিময়। ন্যাকামি বা প্রেমিকা প্রেমিকা ভাব সব হাওয়া। আর পরমব্রত, একাই একশো। কদম ছাট চুল, চাপা দাড়ি, ক্যাজুয়াল প্যান্টের সাথে ফুল সার্ট ও হাফ সোয়েটার সেই সঙ্গে শ্রীজিতের লেখা সংলাপ। পুরো খ্যাপচুরিয়াস একটি চরিত্র।

    অনুপম রায়ের সঙ্গীত, কোনটা ছেড়ে কোন গানকে প্রথম স্থান দেবো তা বোঝা মুস্কিল। লোপা মুদ্রার 'আমার মতে', রুপমের 'ফিরিয়ে দেবার গান', শ্রেয়া ঘোসালের 'এইতো আমি চাই', আর শিলাজিতের 'জল ফড়িং' আমার কাছে প্রথম লাইনে।

    ছবিটি কেন 'A' পেলো, আমি বুঝলাম না। A পাবার মতন কিছুই নেই।

    আত্মহত্যার কারণ গুলি যদি আর একটি শক্ত করে দেখানো হতো তালে প্রেমে লাথ খেয়ে বা পরীক্ষায়ে ফেল মেরে আত্মহত্যা করতে যাওয়া পাব্লিকদের জন্য আদর্শ ফ্লিম বলা যেতে পারত।

    তবে ছবিটা বোর করেনা।
  • মৌ | 233.223.139.205 | ২৩ জুন ২০১২ ১৩:২৯558697
  • ফালতু হ্যাজানি নেই, গুরু গম্ভীর ভাষণের ভাট নেই, উল্টো পাল্টা প্রেম নেই, ন্যাকামি মার্কা ডাইলগ নেই, ভুলা ভাল মারপিট নেই। তবে গুরু বিশয়কে লঘু করে দেখাতে গিয়ে কোথায়ে যেন একটা সংবেদনশীল বিশয় হারিয়ে গেছে। সৌমিত্র ও সব্যসাচীকে আর একটু ভালো ভাবে উপস্থিত করলে হয়তো আরও ভালো হত।
  • T | 24.139.128.15 | ২৩ জুন ২০১২ ১৪:২৭558708
  • "আর পরমব্রত, একাই একশো। কদম ছাট চুল, চাপা দাড়ি, ক্যাজুয়াল প্যান্টের সাথে ফুল সার্ট ও হাফ সোয়েটার সেই সঙ্গে শ্রীজিতের লেখা সংলাপ। পুরো খ্যাপচুরিয়াস একটি চরিত্র।"---ঋদ্ধি কই গেল?
  • গান্ধী | 69.93.211.1 | ২৩ জুন ২০১২ ১৪:৩৯558719
  • ঋদ্ধিদাকে চাই কোয়েলের একটা ব্যাপক রিভিউ-এর জন্যও । রাইমা সেনের হাফ পরোটা আর মুর্গির ডিম এখনো চোখে ভাসে। রাইমাকে দেখলেই হাফ পরোটা মনে হয় এখন।
  • শ্রী সদা | 69.97.137.49 | ২৩ জুন ২০১২ ১৪:৪৮558730
  • ঋদ্ধিদা একমাত্র পাওলি বাদে সবার নির্মোহ ব লিখে দেবে ঃ)
  • Rit | 213.110.243.21 | ২৩ জুন ২০১২ ১৪:৫১558741
  • দেখতে হচ্চে তো সিনেমাটা। গান্ধী কোথায় দেখলি?
  • গান্ধী | 69.93.211.1 | ২৩ জুন ২০১২ ১৫:১৭558752
  • দেখিনি এখনো। পরের সপ্তাহে বাড়ি ফিরলে দেখার ইচ্ছে আছে।

    কিন্তু তার আগে যদি এখানে লোক্জন রিভিউ লিখতে শুরু করে তো চাপ। এর আগের কহানী-বাইশে শ্রাবণের রিভিউএর যা ভয়াবহ অভিজ্ঞতা আছে।
  • sinfaut | 127.194.240.218 | ২৩ জুন ২০১২ ১৬:৪৯558759
  • আমার চেনা দুজন হেমলকের জ্বালায় ছটফট করছে।
  • শ্রী সদা | 69.97.136.89 | ২৩ জুন ২০১২ ১৭:০৯558760
  • হেমলক হল গিয়ে নিউরোটক্সিক বিষ। ছটফট করে কি করে ? ঝিমিয়ে পড়া উচিত তো ঃO
  • মৌ | 233.223.139.82 | ২৩ জুন ২০১২ ১৭:১৬558687
  • ফেসবুক হলে শ্রী সদা'র বাক্যে লাইক ক্লিক করতুম...।
  • cb | 212.156.11.244 | ২৩ জুন ২০১২ ১৯:৫২558688
  • নোংরা প্রশ্ন করছি, নেট এ মালটা কি এসেছে? যদি রিলিজ করে থাকে?
  • মৌ | 233.223.139.82 | ২৩ জুন ২০১২ ২০:১৬558689
  • একেই বাংলা সিনেমা হামাগুরি দিয়ে নতুন করে হাটতে শিখছে। কেন মাথেয়ে গদার বাড়ি মারছেন...!! তাও ভালো ফ্লিমের...।। একটু কষ্ট করে ৬০/৭০ টাকা খরচা করুন না...। কাল'কে রিলিজ করেছে।
  • cb | 212.156.11.244 | ২৩ জুন ২০১২ ২১:০৯558690
  • হে হে, নেট এ খোঁজার পিছনের কারণ অন্য। ব্যাপারটা পিওর স্কোপ এর ওভাব। টাকা র ব্যাপারটা আপাতত ফ্যাক্টর নয়। :)

    দেশে ফিরলে অবশ্য ই হলে দেখব (যদি চলে)। যেমন বাইশে শ্রাবণ দেখেছিলাম।
  • মৌ | 233.223.138.20 | ২৪ জুন ২০১২ ০০:৩৯558691
  • ওহো, আপনি ভিনদেশী তারা...। আগে বুঝিনি...। দুঃখিত...।
  • a x | 109.16.10.81 | ২৪ জুন ২০১২ ০১:০৪558692
  • আমি অনেকক্ষণ ধরে ফ্লিম শব্দটার দিকে তাকিয়ে ভাবছিলাম শব্দটা দেখতে কেমন অন্যরকম লাগছে।
  • mita | 106.255.116.144 | ২৪ জুন ২০১২ ০৫:৩৫558693
  • একি রে, আমিও ঠিক তাই !
  • Nina | 78.34.167.250 | ২৪ জুন ২০১২ ০৬:২৯558694
  • :-)))
  • cb | 212.156.11.244 | ২৪ জুন ২০১২ ১০:১৭558695
  • সেটা নিয়ে বলব ভেবেছিলাম আগেই, কিন্তু তার আগেই মৌ বকে দেওয়াতে আর বলা হয়ে উঠ্ল না :)
  • গান্ধী | 69.93.255.40 | ২৪ জুন ২০১২ ১০:৩৮558696
  • হুম্ম। বাংলা সিনেমাকে উদ্ধার করার স্বার্থে পরের সপ্তাহে দেখবো।

    আমার দুইখানা বন্ধু দেখে এসে বললো, " না দেখলেও চলে।। চ্যালেন্জ নিবিনা শালা" বা "জানেমন"-এর থেকে ভালো, তবে বাইশে শ্রাবন বা অটোগ্রাফ লেবেলের নয় " এদিকে আবার ঐদুখানাও আমার হেব্বি ভালো লাগেনিঃ( আর পরমব্রতকে নাকি আর নেওয়া যাচ্ছেনা, যদিও তারাও আমার মতই আতাব্রতকে সহ্য করেনা।
  • cb | 212.156.11.244 | ২৪ জুন ২০১২ ১১:০১558698
  • আতাব্রত......:)
  • riddhi | 118.218.136.234 | ২৪ জুন ২০১২ ১১:৫৩558699
  • আরে পরমব্রত কে আমার প্রথমে খারাপ লাগত না। যদ্দিন একটা ছটফটে ছকবাজ টাইপ ইমেজ ছিল ভালই লাগত। তোপসে, তাপ্পর ঐ ব`ং কানেক্শানেও ঠিকঠাক লেগেছিল। তারপর, কি যে হল, বাংলা সিনেমা ম্যাচিওর হল, প্রসেনজিত হঠাৎ ভাল অভিনেতার তকমা পেল, সৃজিত খাপ খুলল, তারপর সব কেমন যেন গুলিয়ে গেল।

    আসলে লোকজন বুড়ো হলে তো একটু হাল কা , খোশমেজাজ হয়। যথা, ডিডি দা , উত্ত্রম কুমার। সেটা হয়তো পরম এর থেকে আশা ছিল। কিন্তু ওর পাছাভর্তি রাগ আর ডেপোমি ক্রমবর্ধমান। এখনো সাউথ পয়েন্ট মোডে আছে।
  • মৌ | 233.223.133.136 | ২৪ জুন ২০১২ ১২:২৮558700
  • সেরেছে, 'ফ্লিম' নিয়ে চাটোন খেতে হবে দেখছি। হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরে রেডি থাকতে হবে।

    @cb না না, বকা টকা না, এই একটু আন্নাগিরি আর কি... :) গান শুনুন। আছে নিশ্চয়ই, না থাকলে নেট'এ পেয়ে যাবেন। সব কটা গান'ই ভালো...।

    ফ্লিম থুড়ি ছবি বা সিনেমা'টির গল্প তেমন ভালো না। তবে সিনেমাটি বোর করে না...।
  • J | 24.96.35.43 | ২৪ জুন ২০১২ ১৩:২৩558701
  • ইয়ে, ওটা বোধহয় ফিল্ম হবে।
  • মৌ | 233.223.133.136 | ২৪ জুন ২০১২ ১৩:৩১558702
  • ঠিক ঠিক... আমার ভুল...।
  • sinfaut | 127.194.249.42 | ২৪ জুন ২০১২ ১৪:০২558703
  • আপনে কী ব্র্যান্ড ম্যানেজার?
  • sinfaut | 127.194.249.42 | ২৪ জুন ২০১২ ১৪:০৪558704
  • শ্রী সদা,

    বিষের (সত্যিকারের ও বিষমাল বলতে যেমন বিষ বোঝায় দুই ক্ষেত্রেই) সাথে ছটফট ব্যাপারটাই যায় ভালো।

    আট্ঘাট বেঁধে বলতে হলে তো বলতে হতো, হেমলক খেয়ে রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েছে যতক্ষন বা কেলিয়ে পড়ে।
  • শ্রী সদা | 127.194.192.10 | ২৪ জুন ২০১২ ১৪:৩২558705
  • :P
  • কমলকুমার | 126.75.3.69 | ২৪ জুন ২০১২ ১৯:০১558706
  • "বাংলা সিনেমার নবজাগরণ ঘটে গেছে" বলে চারিদিকে হই হই রব উঠেছে,আর নাকি চিন্তার কিছু নেই,আবাপ (সকল বোদ্ধার বাপ)প্রতি শনিবার করে জানিয়ে দিচ্ছে পত্রিকার সিনেমা সমালোচনায়,"এসে গেছে,এসে গেছে - সত্যজিত ঋত্বিক আর মৃনাল আবার জন্মে গেছে"| শহুরে বাঙালি দর্শক যারা এতদিন বাংলা সিনেমা কে গেরামের লোকের সিনেমা বলে নাক সিটকাত, তারা এবার দু বাহু তুলে নেত্য করছে, "এই তো আমাদের সিনেমা তৈরী হচ্ছে,চকচকে ঝকঝকে,আইপড এ শোনার মত গান , গরিব গুর্বর ঝামেলা নেই, নেই কোনো ইস্যু নিয়ে কচকচানি বা জীবন কে বোঝার মত কোনো চেষ্টা, সাজানো গোছানো ছিমছাম জীবন যাপনে একটু প্রেম /বিরহ/পরকিয়া/রক ব্যান্ড , এই না হলে সিনেমা?না হয় কোনো বড় পুরস্কার জোটে না, তাই বলে কি সত্যজিত বা ঋত্বিক এর সিনেমা থেকে কিছু কম?"

    কমলকুমার কান চুলকে জিগ্গেস করলো, "এরা কি সত্যজিত ,মৃনাল আর ঋত্বিক এর সিনেমা দেখেছে? ভালবাসে? গুপি বাঘা আর ফেলুদার বাইরে এরা সত্যজিত এর সিনেমা সত্যি এখনো দেখালে দেখবে? খারিজ বা নাগরিক এদের কজন ভালোবেসেছে? একটা আইকন থাকলে সুবিধে এটাই যে হুট করে তুলনা টেনে দিয়ে হাত ধুয়ে ফেলা যায়, মুস্কিল হলো সেই আইকনরা তো এসে ঝগড়া করতে যাচ্ছে না|"

    একটু থেমে কমলকুমার আবার, "লোকে দেখছে,ভালো লাগছে, ব্যবসা ভালো হচ্ছে, সব ঠিক আছে| যখন গ্রামের লোকের মনের মত সিনেমা বানানো হত সেটাকে যারা জঘন্য সিনেমা বলে পসেন্জিত এর নামে মুচকি হাসত ,তারাই এখন শহুরে সিনেমা কে ভালো সিনেমা বলে দাবি করছে, পসেন্জিত থেকে বুম্বাদা বানিয়ে নিচ্ছে, তখন মনে হয় বাঙালি র মত hypocrite জাতের পেছনে দুটো লাথ মেরে বলি,"শিল্প সংস্কৃতির ধ্বজাটা নিজের পেছনে গুঁজে রাখো"|
  • a x | 109.188.87.218 | ২৪ জুন ২০১২ ১৯:১৮558707
  • সৃজিৎ মার্কেটিংটা এত সাকসেসফুলি করছে কী করে?
  • মৌ | 233.223.136.104 | ২৪ জুন ২০১২ ২০:৩৩558709
  • ঋত্বিক, মৃণাল বা সত্যজিৎ'কে তুলনায়ে আনা সত্যিই বাড়াবাড়ি। কিন্তু গ্রামের মানুষদের মনের মত সিনেমা আর দক্ষিন থেকে ঝাঁপা সিনেমার মধ্যে আশা করি কিছু পার্থক্য আছে। তাছাড়া নাগরিক, কাঞ্চনজঙ্ঘা, অরোন্যে দিন রাত্রি, নায়ক, যুক্তি তর্ক এবং গল্প বা উপরিউক্ত তিন কিংবদন্তিকে বাংলার গ্রামের মানুষরা মেনে নেননি !! তারাকি গ্রামে পরিচিতি পাননি !!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন