এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • হেমলক সোসাইটি

    মৌ
    সিনেমা | ২৩ জুন ২০১২ | ২৩৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • চৈতালী | 129.192.206.11 | ২৪ জুন ২০১২ ২১:৩০558710
  • সৃজিতের সিনেমা নিয়ে আলাদা করে যেই রকম নাচানাচি হয়ে বাংলার আর অন্য কোন সিনেমা নিয়ে কেন অত নাচানাচি হয়ে না বুঝিনা। যেমন কিছু উদাহরণ হল বুদ্ধদেবের “ জানালা” বা কিউ-এর “ গান্ডু” বা অঞ্জন দাসের “ বেদেনী” , অঞ্জন দত্তের “রঞ্জনা” ......ইত্যাদি।
  • শ্রী সদা | 127.194.192.10 | ২৪ জুন ২০১২ ২১:৪১558711
  • গান্ডু দেশে রিলিজ করেনি, এখানে এখনো অব্দি কম্পু স্যাভি লোকজন ছাড়া কেউ দেখেনি।
    আর রঞ্জনা নিয়ে নাচানাচি হয়নি বলা ভুল, তবে অঞ্জন দত্তর পরের কোনো সিন্মা কেউ পয়সা দিয়ে দেখতে যাবে বলে মনে হয় না।
  • a x | 109.188.87.218 | ২৪ জুন ২০১২ ২১:৫০558712
  • সিনেমাটার নাম যুক্তি তক্কো আর গপ্পো। যুক্তি তর্ক আর গল্প না।

    হা ঋত্বিক।
  • মৌ | 233.223.136.104 | ২৪ জুন ২০১২ ২২:০০558713
  • ধন্যযোগ ভুল ধরিয়ে দেবার জন্য। তাই বলে সামন্য ভুলের জন্য কেন ঋত্বিক মহাশয়কে কষ্ট দিচ্ছেন...।
  • kiki | 69.93.212.78 | ২৪ জুন ২০১২ ২২:৫৭558714
  • এ মৌ কি ঋত্বিকের মৌ?
    কে কবে? ঋত্বিক তুই কি বলবি? অবিশ্যি সে ছেলেতো কোন একটা টই তেই থেমে রয়েছে। হুম্ম! যুগ্ম টইতে বোধায়।
  • kiki | 69.93.212.78 | ২৪ জুন ২০১২ ২২:৫৯558715
  • কিন্তু ফাইনালী কি খাড়াইলো? দেখতে যাবো কি যাবো না?

    নেতাই কই? সে আজকাল আর রিভু ল্যাখে না। আমরাও বুঝতে পারিনা দেখবো কিনা।
  • kiki | 69.93.212.78 | ২৪ জুন ২০১২ ২৩:০১558716
  • অবিশ্যি ডাগতার ল্যাখলেও হয়। দারুন লিখলে অবশ্যই দেখতে যাওয়া নেই এ সিদ্ধান্তে আসাই যায়। কিন্তু হায়! সেও ল্যাখে না।
  • Rit | 213.110.243.21 | ২৪ জুন ২০১২ ২৩:০৯558717
  • কিকিদি,
    নানা এ মৌ ঋত্বিকের মৌ নয়।
  • Nina | 78.34.167.250 | ২৪ জুন ২০১২ ২৩:১৪558718
  • ঋত---নিয়ে আয়না রে তোর মৌ কেও--পিলিজ
    তার দিকেরটাও শুনি ঃ)
  • kiki | 69.93.212.78 | ২৪ জুন ২০১২ ২৩:১৭558720
  • এইরে! তা যাগ্গে। দিদিয়াকে সাপোটিয়ে গেলুম। তোর মৌকেও নিয়ে আয়।ঃ)
  • সিনেমাওয়ালা | 127.194.241.121 | ২৪ জুন ২০১২ ২৩:১৮558721
  • লতুন বাংলা সিনেমা বলে একটি মাল বাজারে খুব খাইতেছে। বাংলা নতুন হইল কি? নতুন কি এখন হইতে বাংলা? নাকি নতুন এবং বাংলা দুই-ই সিনেমাকে ধরিয়াছে। সেক্ষেত্রে ভাবিতে হইবে আমোদিনী না হইয়া যায়। মানে দুই নারী, এক পুরুষ বা দুই পুরুষ এক নারী একত্রে খাটেতে পায়ে পায়ে জড়াজড়ি। ক্লোজ আপ। লেন্সটা ফিশ আই হইলে আরো ভাল। দর্শক পা দেখিতে দেখিতে হল ছাড়িবে। চিদু লাথ দেখাইছিল। এইখানেও কি তাহা ঘটিবেক?

    জানিবার আশা রাখি নতুন কোনো শট আবিষ্কৃত হইল কি? ফিল্ম ল্যাঙ্গোয়েজে গুরুত্বপূর্ণ কিছু? অন্তত ফরাসী দেশ বা ডেনমার্কে ঘটিয়া যাওয়া কোনো সত্তরের নতুন মাল ২০১২-তে আসিল? সিনেমা কি ডগমে হইল? এতদ্দেশে সিনেমায় নতুন কোনো তত্ত্ব বা প্র্যাকটিস কিছুই কেহ সংযোজন করেন নাই। মাননীয় মহামানবত্রয়ী সমেত সকলেই অন্যের বিষয়-আসয় লইয়া ধনাঢ্য। কেহ কেহ বেচিতে পারিয়াছেন, একজন কিছুই পারেন নাই। তিনি ঋত্বিক হইয়া ফুট্টূসুন্দর।
    তাহা হইলে কি হইল? অজয় কর, অরবিন্দ মুখুজ্জেরাও বাংলা সিনেমায় মধ্যবিত্তর মোটা মোটা শটে গপ্প বলিতেন। কুচি শটে তাহাকে কাটিবার দরকার খুব কম হইতো। সমাজ সচেতনরা লো অ্যাঙ্গল করে আত্মহত্যার ঝোলানো পা দেখাইয়া ভাবিতেন খুব হইয়াছে। প্যানপ্যানানি বিহীন তপন সিংহি ছিলেন। হলিউডের ক্লাসিকাল ন্যারেশনে প্রায় সিদ্ধি পেয়েছিলেন। রাবীন্দ্রিক প্যানপ্যানানির মাস্টার ছিলেন তরুণ মজুমদার। সাম্প্রতিক সিনেমা দেখিলে অবশ্য মনে হইবে ইনি এখনো তরুণ বলেই ভাবছেন নিজেকে, সময়টা এনার অগ্রসর হইলো না আর। আলো তে অন্ধকার পেলে কর্তৃপক্ষ দায়ী নয়।
    আবার কুচি কুচি শটে কুচিকাটা করে সাউদার্ণ দাক্ষিণ্যে নির্মিত বঙ্গ সিনেমা বিলক্ষণ হইতেছে এ কালে। সেই সব সিনেমা নতুন মুদ্রণ ব্যবস্থায় নতুন বই, যার কভার-টভারে অনেক রং থাকে। নায়িকারা শাড়ি পড়িয়া কভার জুড়িয়া আলুলায়িত কেশে বসিয়া থাকেন না। জিনসও পড়েন। সিগারেট পান করিয়া থাকেন। কিন্তু চাপ পড়িলেই বাপ বলিতে কসুর করেন না। সনাতন নাম দিয়া জালি মূল্যবোধ চালাইয়া থাকেন সিনেমায়। দেখিলে বই দেখা বাদে কিছু অনুভূত হয় না। অতঃপর, শট এবং সম্পাদনা, আলো কিম্বা ক্যামেরার গতি দিয়াও তাহা হইলে আধুনিক হইতেছে না। এখানে যেহেতু মধ্যবিত্তকূলকলকাকলী চলিতেছে তাহা হইলে তাঁহাদের আধুনিক সিনেমা সপ্তপদীর আধুনিক সংস্করণ হইবেক নিশ্চয়। বাংলা উপন্যাস পড়ার দৌড়ই যাহাদের সুনীল ছাড়াইয়া সন্দীপন অবধিও পৌঁছাইলো না, সুবিমল মিশ্র হইতে অমিয়ভূষণ অপাঠ্য রহিলো তাঁহারা সিন্ট্যাক্স বলিলে সিন্টেক্স-এর ট্যাঙ্ক বুঝিবেন ইহাতে বিচলনের কিছু নাই। কেন না বুদ্ধি শুধুমাত্র সাহিত্যে একপ্রকার ও সিনেমায় অন্য প্রকার হইবে তাহা সম্ভব নহে। বিশেষত সিনেমা যখন কাহিনী নির্ভর, কাহানি কাহানি চিল্লানিতে সর্বত্রই অতি-প্রতীয়মাণ, তখন দুইটি ক্ষেত্রে পৃথক বুদ্ধি প্রয়োগের কোনো সম্ভাবনাও নাই। তাহা বাদ দিলে আর একটি কথাও থাকে। সিনেমা হইল জনমনোরঞ্জন কর্মসূচীর খাস তালুক, সেইখানে পয়সা না দিলে ভাবিবেন এমন বাঙালি বিরল। তাহা হইলে এই নব বঙ্গীয় সিনেমা বস্তুটি ঠিক কি?
    যাহা ঠাহর পাইলাম বিবিধ কথাসূত্রে তাহা নতুন বোতলে পুরোনো মদ। কখনো পটু(বং পরিচালক বলিয়া কহানি), কখনো অপটু (বাইশে শ্রাবণ)। মাঝে রহিয়াছে অশিক্ষিতপটুত্ব (ভূতের ভভিষ্যৎ)। তাহাই দুই হাতে মাখিয়া নিত্যানন্দ হইলেই চলিবে, ইহা হইলো নব বাংলা সিনেমার তাৎপর্য্য। এতদকথা ভাবিতে ভাবিতে একটি কাব্য পাইলো। নিম্নে তাহা লিখিয়া প্রস্থান করিব।

    সাধু জাগে
    কাক হাগে।।
  • সিনেমাওয়ালা | 127.194.241.121 | ২৪ জুন ২০১২ ২৩:২৩558722
  • ********বিষণ বুল হইলোক।

    লিখিতে চাহিয়াছিলাম

    "যাহা ঠাহর পাইলাম বিবিধ কথাসূত্রে তাহা নতুন বোতলে পুরোনো মদ। কখনো পটু(বং পরিচালক বলিয়া কহানি), কখনো অপটু (ভূতের ভভিষ্যৎ)। মাঝে রহিয়াছে অশিক্ষিতপটুত্ব (বাইশে শ্রাবণ)।"

    উল্টাইয়া গিয়াছে।
  • Rit | 213.110.243.21 | ২৪ জুন ২০১২ ২৩:৩০558723
  • হুম। এখন ও গ্রামের বাড়িতে গেছে। পরের সপ্তাহে আসবে। ঃ)
    ম্যাকবুক প্রো তে ঠিকঠাক খোলে তো গুচ?
  • চৈতালী | 129.192.206.11 | ২৫ জুন ২০১২ ১২:৫৮558724
  • @ শ্রী সদা
    অঞ্জন দত্তের " রঞ্জনা" দেখে যদি তার পরবর্তী কোন সিনেমা দেখতে ইচ্ছে না হয়ে তাহলে সৃজিতের " অটোগ্রাফ " দেখেও লোকে কেন " ২২শে শ্রাবণ" দেখতে হলে ভিড় করলো ? তাও তো রঞ্জনা কিছু জাতীয় পুরষ্কার পেয়েছে..।। এখনকার মধ্যে সবচেয়ে বেশি যিনি ( বুদ্ধদেব দাশগুপ্ত) বাংলা থেকে জাতীয় পুরষ্কার পেয়েছেন তাকে তো সেইরকম কিছু মাতামাতি দেখি না...... আর তাছাড়া " আমি আদু" বলেও একটা ভালো সিনেমা হয়েছিল...।।জাতীয় পুরষ্কারও পেয়েছিল তার নামও প্রায়ে অনেকেই জানে না।
    এই লিঙ্কটা দেখতে পারেন...

    http://entertainment.in.msn.com/southcinema/new-wave-bengali-cinema-a-compromise-adoor-gopalakrishnan
  • Tapomoy | 212.78.175.199 | ২৮ জুন ২০১২ ০১:০১558725
  • cinema bananor samay ...
    cinema ta ami ebong amar samo-manoshko bondhu bandhob ra mile coffee
    khhete khhete ...nijerai dekhbo ...NAKI ...anek anek lok jon der
    dekhabo .....ei proshner mimagshay ..porichalok moshay anek samay ei
    pochhute paren na ...byapar ta daray joga-khichuri
  • tapomoy | 212.78.175.199 | ২৮ জুন ২০১২ ০১:৫৪558726
  • "যাহা ঠাহর পাইলাম বিবিধ কথাসূত্রে তাহা নতুন বোতলে পুরোনো মদ। কখনো পটু(বং
    পরিচালক বলিয়া কহানি), কখনো অপটু (ভূতের ভভিষ্যৎ)। মাঝে রহিয়াছে
    অশিক্ষিতপটুত্ব (বাইশে শ্রাবণ)।"
    BYAPOK !
  • megh | 212.78.175.199 | ২৮ জুন ২০১২ ০২:০২558727
  • actually
    ART ar CRAFT
    ei duto completely bhinno shabdo ..just guliye jachhe

    consumer chaichhe maal !
    kumortuli te thakur er bayna r moton
    maal chai
    omuk date e

    ebar technology r jug
    Craftsman der ar kashto tashto nei
    tara BAAM ponthi na holeo obak hoyar kichhu nei

    tara " a/c te boshei " supply diye cholechhen
    bhalo maal
    ebong shosta o !

    arrey film o to lage na ajkal cinema banate !

    shob kichhui bhhalo
    oi Art er sange guliye na phhelei holo

    naki art bostu ta boddo " nyaka nyaka meyeli .." hoye porechhe ?

    NAKi

    jahakei ART boliya bechite pariben bajar e tahai ART ?
  • সোসেন | 126.203.195.248 | ২৮ জুন ২০১২ ০৯:১২558728
  • আইডিয়া মন্দ ছিল না, তবে রাম ঝোলানো সিনেমা। কোয়েল পরমব্রত কাউকেই নেওয়া যাচ্ছিল না। নিতান্ত খারাপ ডায়ালগ, বিরক্তিকর গানের সিকোয়েন্স, ভ্যান্তারা, ইত্যাদি। পয়সা নষ্ট করা ছাড়া কিছুই মনে হল না। শেষের আধঘন্টা এক্স্ট্রা। না থাকলে একটু কম বিরক্ত মুখে বেরোনো যেত। কোয়েল মল্লিকের ক্যানক্যানে গলা আর কোনো সিনেমায় শুনতে চাই না।
  • riddhi | 118.218.136.234 | ২৮ জুন ২০১২ ০৯:৩৭558729
  • আচ্ছা , সৃজিত এন্ড কোং কি এমন কল বানিয়ে রাখে, ফিল্ম গুলো অনলাইন পাওয়া যায় না। বাঘা বাঘা সব নয়া মাল পেয়ে গেলাম ভিকি ডোনর, ওয়াসিপুর, কিন্তু এ জিনিস এখনো নাগালের বাইরে। এ তো দেখার আগেই ঝাট জ্বালিয়ে দিচ্ছে।
  • সিদ্ধার্থ | 141.104.247.129 | ৩০ জুন ২০১২ ০০:২৭558731
  • ওয়াসিপুর কোথায় পাব?
  • pi | 138.231.237.7 | ৩০ জুন ২০১২ ০৬:০০558732
  • ওয়াসিপুর আমারো চাই !
  • একক | 24.99.209.230 | ৩০ জুন ২০১২ ০৭:৩১558733
  • বড় পর্দায় দেখ . নইলে একদম জমবে না.
  • riddhi | 118.218.136.234 | ০১ জুলাই ২০১২ ০৫:৪৩558735
  • পাগলা সিনেমা। মনোজ দা আর কশ্যপের ডি বেস্ট। মনোজ দা কি দিল ! মাঝে মাঝেই ভিখু মাথরে কে মনে পড়ে যা্চ্ছিল। মকবুল(ভরদ্বাজ এর) এর পরে দেখার মত একটা এপিক ক্রাইম ছবি। আমার কশ্যপের আগের ছবি গুলো তেমন ভাল লাগেনি, কিন্তু এটার স্ক্রিপ্ট , অভিনয়, ডায়ালগ যাস্ট মাথা খারাপ করে দিল।
  • সিদ্ধার্থ | 141.104.247.129 | ০১ জুলাই ২০১২ ০৬:২৯558736
  • শেষ দিকটা প্রচুর স্লো
  • cb | 212.156.11.11 | ০১ জুলাই ২০১২ ০৭:০৭558737
  • হেমলক টার কোন আপডেট হ্যাজ?
  • pi | 81.206.11.78 | ০১ জুলাই ২০১২ ০৮:০৪558738
  • ওয়াসিপুরের রিভ্যু চাই ! রিদ্ধি একক যুগলবন্দী হোক !
  • cb | 212.156.11.244 | ০১ জুলাই ২০১২ ২০:৪৯558739
  • অনুরাগ কাশ্যপের ছবিতে কিছু অদ্ভুত স্বাভাবিক চেহারার অভিনেতা দেখা যায় । ওয়াসাপুরের কয়েকজন কে দেখে মনে হল, এ তো পুরো আমজনতা, আমার তোমার মতই। এর সিনেমা দেখার জন্য ওয়েট করে থাকতে হয়
  • Blank | 69.93.241.107 | ০১ জুলাই ২০১২ ২১:০১558740
  • অটোগ্রাফ থেকে রঞ্জনা। বাংলা সিনেমার হাল খুব ঢিলে।
  • cb | 212.156.11.244 | ০১ জুলাই ২০১২ ২২:২৪558742
  • ইয়েস, এরকম জিনিষ বাংলাতে হবে না, জাস্ট হবে না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন