এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জলধি | 190.149.31.219 | ১৯ জুন ২০১২ ১৯:০৩559292
  • কয়েকদিন আগে আমাদের ডিপার্টমেন্টে একটা ১৪/১৫ বছরের মেয়ে এসেছিল । খুব অদ্ভুত কেইস । সে একদিন সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে এক ফাঁকে ছাদের ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলেছিল । ঘটনাক্রমে ব্যাপারটা অন্যের নজরে পড়ে এবং মেয়েটিকে উদ্ধার করা হয় । কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মেয়েটা এখন স্মরণ করতে পারছে না সে কখন কেন ফাঁসিতে ঝুলেছিল, অথচ তার গলায় এখনো ফাঁসির দাগ । আমরা মেয়েটার মধ্যে অস্বাভাবিক কিছু পাই নি শুধু রাতের বেলা ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস ছাড়া; না কোনো ডিপ্রেশন, না কোনো ডিল্যুশন, হ্যালুসিনেশন বা অন্য কোনো রকমের স্মৃতিশক্তিঘটিত সমস্যা; এমন কি সে বিশেষ চিন্তাগ্রস্তও নয় । আমরা শেষমেষ সন্তোষজনক কোনো ডায়াগনোসিসে পৌঁছতে পারি নি; আপনারা কেউ কি আলোকপাত করতে পারবেন?
  • জলধি | 190.149.31.219 | ১৯ জুন ২০১২ ১৯:০৫559303
  • Ipsita Pal ki adbhut ! erokom smritibhrongsho ar kakhno haeni ?
    June 1 at 10:44pm · Like
    Ipsita Pal ekhane dekhun...karo adbhut adbhut case...http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1234904730681&contentPageNum=1
    Guruchandali -- Bangla eZine Magazine WebZine and something else... টইপত্তর

    ১৯৪৬ সালে জাঁ পল সার্ত্র L'Engrenage নামে একটি চিত্রনাট্য লেখেন। প্রথমে নাম দেওয়া হয়েছিল --'নোং .....
    June 1 at 10:50pm · Like · 1 ·
    Shakhawat Shaku Shapan its did black magic by SHAITAN...
    June 1 at 11:59pm · Like
    Anupam Barua Yes, I've read an article on " Eating while sleeping ". The interesting thing is patient doesn't know or can not remember that he/she ate when he/she was sleeping. There is a specific medical term for this disorder. You will find a lot of articles published in different journals. Search Google and all other web-search media. This case is quite known in American Medical/Psychiatric society. Thanks.
    June 2 at 2:01am · Like
    Tanusree Mustafi Rater bela ghumer modhhye hatar obhyes jader thake tader kintu deep rooted kono trumatic experience thake. tai meyeti bolche na bolei tar kono depression ba chinta ney eta dhore neoata thik noy. Actually eta kintu ek dubar kotha bole diagnose ba cure er chesta kora shombhob noy. She needs long term psychoanalysis and sooner is better. Prognosis isn't sounding very promising to me at this stage. She needs medical attention.
    June 2 at 2:23am · Like · 2
    Anupam Barua Yes, I agree with Tanusree. She needs long term psycho-analysis. Thanks.
    June 2 at 2:35am · Like
    Sharmila Roy ami chhotobelar ekta boro somoy ghum-er modhye hanttam..ebong tokhon ki korechhi mone korte partamna.. :(
    June 2 at 2:38pm · Like
    Jaladhi Ray
    ‎Anupam Barua Various sleep disorders like nightmares, night terrors, sleep talking, sleepwalking, confusional arousal etc. are described under a common term 'parasomnia'. What you've said about sleepwalking or 'somnambulism' is right, the person usually cannot recall what he or she has done during sleepwalking. But the puzzle is, it's not a case of sleepwalking; the girl had been watching TV just before she tried to hang herself! The cause of sleepwalking is actually still unknown, but it's seen that the phenomenon tends to be familial. (In our reported case, the mother of the girl is also a sleepwalker!). Besides, there are some recognizable causes like anxiety, sleep deprivation, use of sleeping pills, etc.; but still the mechanism of how these things produce sleepwalking is not known. Tanusree Mustafi You are right that a single sitting isn't enough to diagnose this case, may be she is hiding something, who knows! But she apparently seemed free from any anxiety!

    Ipsita Pal So far we came to know, she has no history of previous amnesia.
  • জলধি | 190.149.31.219 | ১৯ জুন ২০১২ ১৯:০৮559314
  • Tanusree Mustafi
    ‎Jaladhi Ray repression works in mysterious ways. Remember Freud's classic cases. Patients often don't remember sometimes don't know even why they are doing things. The reason is hidden deep in their subconscious mind. Often after long period of pasychoanalysis when they start to realise the reason they get startled. Many a times they take a long time to accept the fact 'coz it is such an alien concept to their conscious mind.
    June 3 at 12:07am · Like
    Tanusree Mustafi
    With limited history, I shdn't proceed on saying much but I can give you some pointers definitely. 1. The mother's history of sleepwalking. This thing can definitely be familial but almost never genetical. Needs digging deep into the family and relationship structures. 2. What tv program was the girl watching? What was the trigger that put her subconscious mind to point her to the direction of suicide? 3. Search her childhood. She's a girl. There is almost always something. Sorry if it sounds biased, but in most cases it is true.
    June 3 at 12:20am · Like
    Tanusree Mustafi Another thing, you said she wasn't sleeping but watching tv. Well, that doesn't make it certain that she was actively watching tv. Can she remember the details? May be she withdrew to a personal world, reached a passive state while tv acted like a white noise. Just a thought.
    June 3 at 12:22am · Like
    Tanusree Mustafi Really intriguing case! After so many days wanted to get involved in one.
    June 3 at 12:22am · Like
    অর্ণব মুখার্জী Arnab Mukherjee ADHD
    June 3 at 12:45am · Like
    Tanusree Mustafi ‎অর্ণব মুখার্জী Arnab Mukherjee Interesting. How come?
    June 3 at 12:46am · Like
    অর্ণব মুখার্জী Arnab Mukherjee the age, the description of the event and the possible intention all point to that only
    June 3 at 12:50am · Like
    Tanusree Mustafi Again, how come? plz explain in detail
    June 3 at 12:51am · Like
    Tanusree Mustafi Was this girl diagnosed with ADHD? Was she showing any signs of depression other than the indirect evidence of sleepwalking?
    June 3 at 12:58am · Like
    Tanusree Mustafi And this kind of hasty diagnosis is not right I think.
    June 3 at 1:03am · Like
    Jaladhi Ray I'm too late tonight, hope I'll continue the discussion tomorrow. It seems quite impossible to me that this one could be a case of ADHD, if অর্ণব মুখার্জী Arnab Mukherjee means Attention Deficit Hyperactivity Disorder, even if just only those facts of the case are considered which I provided here.
  • জলধি | 190.149.31.219 | ১৯ জুন ২০১২ ১৯:০৯559325
  • অর্ণব মুখার্জী Arnab Mukherjee then forget i said it
    noting more to discuss on my end :]
    will be very busy for a few days starting from tomorrow
    have fun... gn8 :D
    June 3 at 1:36am · Like
    Tanusree Mustafi ‎:O
    June 3 at 1:37am · Like
    Banglar Bagh tar ki short time memory thik moto kaaj kore?
    June 3 at 1:50am · Like
    Banglar Bagh
    ami bibhinno german forum a pore ja bujhlam o nijer ja obhígyota aache seta likhchi. :-Eta khub e normal. Eta Brain ar nijeke rokhya kroar reaction. tai bhuliye dey. Trauma . concussion
    holeo emon hoy! amar hoyehce Car accident ar por. aaj o mone ney.Manoshik state of shock. Tobe abar ai smriti ferot a aaste paare!
    ------------------------------------------
    C-reaktivem Protein (CRP) jodi blood a beshi thake, manusher naki smriti shokti kom hoy.
    June 3 at 2:33am · Like
    Banglar Bagh
    amar jeta anuman: meyeti muhurter modhye onyoMonosko hoye jeta se etodin bhebehcilo je suicide korbe, korte giyechilo. kintu tar brain tar sei smriti ta mone rkheni, hoyto dirghodin por mone porbe jodi kono bhalo gyni manoshik daktar treatment kore. na korai bhalo. aar tar smritishokti lop pabar kono rog aache kina porikhya kore jaana jaay. meyetir otit itihaas jaanle rohoshyo ta bojha jaabe je tar modhye atmohotya koar probonota sristi hote parto kina, prohsno holo jene laav ki?
    June 3 at 2:47am · Like
    Tanusree Mustafi
    Ami Dr. Nilanjona Sanyal er kache porechi. Uni ekta dilemma diyechhilen ekbar. Ekti meye severe depression e active schizophrenic state e onar kache referred hoy. meyeti dekhte kothay bartay swabhabik. But she thinks she is still unmarried, her parents' apple of the eye. Reality is she is married, few days back gave birth to a child and due to severe post-purtum depression killed her child. She forgot everything due to the trauma. Now the trauma is should she be cured? 'coz as soon as she is cured she will realise what she has done and probably kill herself. On the othehand, being a doctor/counsellor/psycho-analyst how can you not try to cure her? Is there an answer for this dilemma? An answer that is certain.
    June 3 at 2:59am · Like
    Riddhiman Layek raater bela ghumer modhye jara hnate tader manasik trauma thake ei obhinob tothyo ta kottheke pelen?
    June 3 at 3:02am · Like
    Tanusree Mustafi Ekkale Psychology porechhilum dada. Bhul jani bolchen?
    June 3 at 3:04am · Like
    Riddhiman Layek somnabulism holei tar pechhone psychological trauma thakte hobe? eta established??
    June 3 at 3:06am · Like
    Tanusree Mustafi Thaktei hobe e rokom condition bolini thake onek case ei eta established. 100 on 100 na holeo significant case e.
    June 3 at 3:08am · Like
    Tanusree Mustafi Aro onek reason thake alcoholism, sedative/other medication,seizure, mental disorder, lack of sleep, fatigue, anxiety (last three for children)
    June 3 at 3:11am · Like
    Tanusree Mustafi ‎Riddhiman Layek ebare bolun obhinobo mone holo keno?
    June 3 at 3:12am · Like
    Riddhiman Layek apnar sentence ta chilo jara hnate tader kintu.. trauma thake. eta hoito bolte channi. aachha ei strong association (100 on 100 na holeo) niye kono paper/findings er link achhe?
    June 3 at 3:16am · Like
    Tanusree Mustafi apni ki psychology ba psychiatry r chhatro?
    June 3 at 3:17am · Like
    Tanusree Mustafi I thought about ur point. What if I use the term 'inner conflict' in general and 'mental/emotional trauma' for some cases? Link ami net ghente khojar effort dite parlam na sorry. But apni jodi uporer duti brancher je kono ektir o sodossyo hon tahole institute library khuje dekhun plz. ekebare uriye deoar moto kotha bodhhoy bolini.
  • জলধি | 190.149.31.219 | ১৯ জুন ২০১২ ১৯:১০559336
  • Riddhiman Layek na na, ami psychologyr chhatro noi.dujon ghume hnata lok ke jani. taai aaro jante chaichhilam, apnake contradict korar jonyo noy. anyway pore net ghente dekhbo.
    June 3 at 4:08am · Like
    Santanu Debnath ekhane clinical psychiatry -r keu nei ? ektu mowtamot jaante paarle bhalo hoto.
    June 3 at 5:52am · Like
    Ipsita Pal ‎Jaladhi Ray nijei to ... Tanusri o bodhhae consulting kare..
    June 3 at 5:53am · Like
    Santanu Debnath na, ami psychology -r kotha bolchhi na
    June 3 at 5:54am · Like
    Ipsita Pal Jaladhi Ray bodhhae psychiatry tei, tai na ?
    June 3 at 7:45am · Like
    Tanusree Mustafi Ye..... consulting ta kintu past tense e :P
    June 3 at 2:04pm · Like
    Jaladhi Ray
    ‎Ipsita Pal দি, ঠিকই বলেছেন, আমি ক্লিনিক্যাল সাইকিয়াট্রিতেই পড়ছি; তবে এখনো ঠিক ক্লিনিক্যাল নয়, ক্লিনিক্যাল পর্বের পূর্বের প্রবেশিকা পর্বে আছি!

    সাইকিয়াট্রি/সাইকোলজিতে পরস্পর কাছাকাছি ধরনের কয়েকটা অসুখ আছে যেগুলোকে একটা বড় গ্রুপের আন্ডারে আলোচনা করা হয় । গ্রুপটা হলো Dissociative Disorder. একটা স্বাভাবিক মানুষের মেমরি, কনশাসনেস, আইডেনটিটি এবং পারিপার্শ্বিক পারসেপশনের মধ্যে একটা ঐক্যসূত্র বা ইনটিগ্রিটি থাকে । Dissociative Disorder-এ এই ইনটিগ্রিটি বা ঐক্য কমবেশি নষ্ট হয় । এই গ্রুপের মধ্যে আছে নিচের অসুখগুলো:

    ১) Dissociative Amnesia: মানুষটি তার জীবনের একটা পর্বের স্মৃতি ভুলে যায় । পুরো জীবনের স্মৃতিও ভুলে যেতে পারে ।
    ২) Dissociative Fugue: মানুষ হঠাৎ-ই বাড়ি থেকে পালিয়ে যায় এবং নতুন ব্যক্তিত্ব নিয়ে নতুন জীবন শুরু করে, মূল পরিচয়টি ভুলে যায় ।
    ৩) Dissociative Identity Disorder: মানুষের পারসোনালিটি বা আইডেনটিটি বিভক্ত হয়ে যায় । অর্থাৎ, একই মানুষের মধ্যে একাধিক মানুষের আবির্ভাব হয় । মানুষটি যেমন ৬ মাস একজনের মতো চলল তো পরের ৬ মাস চলল আরেকজন মানুষের মতো । একটা ব্যক্তিত্ব আরেকটা ব্যক্তিত্বকে স্মরণ করতে পারে না । এই অসুখের প্রচলিত নাম হলো Multiple Personality Disorder.
    ৪) Dissociative Trance Disorder: এটা অনেকটা সাধকদের সমাধিগ্রস্ত অবস্থা বা তন্ময় অবস্থার মতো, যখন মানুষ নিজের অস্তিত্বের বাস্তব দিকটাকে অবাস্তব বলে অনুভব করে ।
    ৫) Possession Disorder: এটা হলো আমরা যেটাকে ভূতে পাওয়া বা জ্বীনে ধরা বলি । আক্রান্ত মানুষটি বলে যে আমি অমুকের বা তমুকের আত্মা, আমাকে এটা দাও সেটা দাও ।
    June 3 at 8:52pm · Like · 2
    Jaladhi Ray
    এই অসুখগুলোকে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন থিওরি প্রপোজ করা হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু কোনোটাই চূড়ান্ত কিছু নয় । তবে সেই থিওরি যেটা এসব অসুখের সঙ্গে মানুষের জীবনের কোনো মানসিক ট্রমাটিক অভিজ্ঞতাকে সম্পর্কিত করে সেটাই এখন পর্যন্ত বেশি চলছে । এক কালে এই ট্রমা সংক্রান্ত থিওরির মূল প্রবক্তা ছিলেন পিয়ার জানে( Pierre Janet) এবং সিগম্যুন্ড ফ্রয়েড । তারা কিছুটা ভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন:

    ১) পিয়ার জানে: মানুষের স্মৃতিশক্তি, চিন্তাশক্তি এবং পারসেপশন প্রক্রিয়ার মধ্যে পৃথকীকরণ ঘটে । কিছু স্মৃতি, চিন্তা, পারসেপশন একটা অলাদা কম্পার্টমেন্টে চলে যায় এবং মূল ব্যক্তিত্বের চিন্তার মধ্যে আসতে পারে না । যা আসতে পারছে না তা হলো মানুষটির ট্রমার স্মৃতি এবং অনুভব ।
    ২) সিগম্যুন্ড ফ্রয়েড: ফ্রয়েড এখানে Repression শব্দটা ব্যবহার করেন । এবং ব্যবহার করেন অনাকাঙ্ক্ষিত যৌন আকাঙ্ক্ষাকেও । ট্রমা এখানে রিপ্রেসড হয়ে যায় এবং পরবর্তীতে প্রকাশিত হয় কোনো নিউরোটিক ডিসঅর্ডার হিসাবে যেমন, Dissociative Disorder বা Conversion Disorder (মূর্ছা রোগ) । স্লিপওয়াকিং বা সমনামব্যুলিজমকেও তিনি এভাবে ব্যাখ্যা করেন । যে কর্মের আকাঙ্ক্ষা বা স্মৃতি রিপ্রেসড হয়েছে তা এক্সপ্রেসড হয় ঘুমের মধ্যে বিভিন্ন কর্ম সম্পাদনের মধ্য দিয়ে ।

    Tanusree Mustafi এবং Banglar Bagh আমার মনে হয় এরকমই কিছু বোঝাতে চেয়েছেন । উপরের কেসটা যে ক্যাটেগরির সঙ্গে সবচেয়ে বেশি ফিট করে সেটা হলো Dissociative Amnesia. তবে এখানে গুরুত্বপূর্ণ হলো মানসিক ট্রমার কোনো ইতিহাস থাকা এবং আত্মহত্যার চেষ্টার একটা পূর্ব বা বর্তমান কারণ থাকা । যদি সেরকম কিছু না থাকে তাহলে কি? আমার প্রশ্ন হলো এখানে । Dissociative Disorder-এর মধ্যে আরেকটা গ্রুপ আছে যেটার কথা আমি বলিনি । সেটা হলো Dissociative Disorder Not Otherwise Specified. কিন্তু প্রকৃত পক্ষে এটা কোনো ডায়াগনোস্টিক ক্যটেগরিই নয়, যেসব অসুখকে কোনোটার সঙ্গে মেলানো যায় না সেগুলোকে ফেলা হয় এই গ্রুপে । এমনিতেই সাইকিয়াট্রির অসুখগুলোর ক্লাসিফিকেশন নিয়ে যথেষ্ট সমালোচনা রয়েছে, তার উপর এসব ননস্পেসিফায়েড গ্রুপ ক্লাসিফিকেশনকে প্রশ্নবিদ্ধ করে । তবে আপাতত ভালো কোনো উপায়ও আমাদের জানা নেই ।

    স্লিপওয়াকিং সম্পর্কে Riddhiman Layek যা বলতে চান তা অনেকটাই সঙ্গত মনে হয় । স্লিপওয়াকিং-এর সঙ্গে চাইল্ডহুড অ্যাবিউজ বা ইনার মেন্টাল কনফ্লিক্টকে জড়িয়ে মনে হয় প্রচারণা কিছু বেশি হয়েছে । এটা কিছুটা পুঁথিগত আর কিছুটা বা আমার নিজের মতামত । কারণ স্লিপওয়াকিং বেশ কমন একটা অসুখ । ৪ থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রেই এটা বেশি হয় । এবং এদের সংখ্যা খুব কম নয় । এদের সবাই কি ট্রমার শিকার? বিশ্বাস হয় না ।
  • জলধি | 190.149.31.219 | ১৯ জুন ২০১২ ১৯:১৩559347
  • Tanusree Mustafi
    Ami possession disorder er ekti patient ke counsell korechhilam kichudin. Bheri oncholer motamuti rich ebong probhabshali muslim poribarer sab chaite chhoto meye. antanto hasikhushi, baba mayer adorer. majhe majhe tar bhor hoy, bibhinno atma tar madhyome msg rekhe jeto ityadi hoto. meyetir seizure o hoto. refer hoye counselling er jonnyo amar kache ase. anek din counselling er por jana jay, (muslim religious tsructure amar ektu jhapsa ache agei swikar korchi) ei meyetir parar mosjid e kono imam(?)/ dhormoguru dhoroner keu chhilen. ini regular koraner class niten. meyeti tar kache porto( her father very proudly said that she memorized most of Koran). Ei lok ti ekti sexual pervert chhilo. meyeti tar anek shikarer ek jon. Ei trauma kintu khuje bar korte onek samay legeche. ei case eo ami oi jo
    June 3 at 9:01pm · Unlike · 2
    Tanusree Mustafi ei case eo ami oi jonnyo ami age trauma ta niyei beshi interested. ota jodi rule out kora jay tahole bakita amar mote anekta easy to understand hoye asbe. eta amar mone hochhe
    June 3 at 9:02pm · Unlike · 1
    Jaladhi Ray A few months ago, an American psychiatrist came to our department. One of his questions was, 'How is religion influencing different aspects of psychiatric disorder and their treatment?' I could not say much, and even now, I'm choosing not to say too much. Because there is every possibility that this will divert the thread to an endless dispute...Tanusree Mustafi
    June 3 at 10:26pm · Like
    Banglar Bagh MRT abiskar ar por Neurology niye anek beshi ´research hochye, Nana snayu rog ar karon jaante parche ebong notun kore anek kichu bekhya hoche. proti week a latest medical research report niye tv programm dekhe emon dharona holo.
    June 3 at 10:31pm · Like
    Ipsita Pal ‎Jaladhi , Tanusree Mustafi apnader lekhagulo site e deoa jabe ?
    June 3 at 10:41pm · Like
    Banglar Bagh
    kichu Manush Ghumabar gobhir ghum ar PHASE sleeping walk kore. karo ai problem aache kina sleeping lab a sleep deprivation EEG r madhyome proman kora jaay.samoyik 15% 5-12 bochor ar bachyader modhye eta lokhyo kora jay. boyos sondhikale 80% bachyader, jader ai bepar ta chilo, apni theke sere jaay.

    Purbe manush bolto Purnima r somoy onyo light source ar karone ai ghotona ta ghote.a jono eke Lunatismus rog o bola hoto.ja bigyansommoto noy.Central Nerve system purno bhabe jader sristi hoyni, tader modhye naki ai rog beshi dekha jaay. Mutro Tholi purno hole ba bahirer kono stimulus jemon Shobdo ai phenomenon ke tibro korte paare.

    Genetical disposition o karon hote paare bole bigyani der dharona.60% khetre Baba ma jodi SleepingWalk ar shikar hoy, to tar sontan der modhyeo seta prokash paay.

    aneke bole Arousal process ar gondogol ar jonyo eta hoy,bachy aboyose hole er sathe kono psychological karon ney.

    http://www.psychology48.com/deu/d/somnambulismus/somnambulismus.htm
    Somnambulismus - Psychologie-Lexikon

    Psychology48 ist das große deutschsprachige Internet-Psychologielexikon - Wissenschaftlich und Professionell !
    June 3 at 10:46pm · Like ·
    Banglar Bagh gobhir Ghum a phase osudh khaiye komalei ghumabar modhye haata bondho hoy!
    June 3 at 10:50pm · Like
    Tanusree Mustafi ‎Jaladhi Ray possibly am being misunderstood. I mentioned the girl's religion as a fact, not to give it a religious colour. Didn't think actually that my description of the case can be viewed this way. What happened to the girl, happened regardless to her religion. The girl cd hav been frm any other religion...hindu,christian,buddhist... any religion.
    June 3 at 11:52pm · Like
    Jaladhi Ray No, you are not misunderstood at all. I got your point very well. I was just putting another fact.
    June 3 at 11:55pm · Like · 1
    Tanusree Mustafi Another pointer, the focus in this case is gradually shifting towards somnambulism, the suicide angle is not being discussed at all.
    June 3 at 11:56pm · Like
    Tanusree Mustafi Ohhhh that's relief Jaladhi Ray :)
    June 3 at 11:56pm · Like
    Riddhiman Layek hyan jaladhi ray, tanusree mustafi, apnara gurur site e egulo likhun. ei alochona ta khub interesting. ekhane thakle hariye jabe.
    June 4 at 12:29am · Like · 1
    Ipsita Pal ‎Minakshi Mondal, samoi pele eta ektu rekhe dio..
  • Nina | 22.149.39.84 | ১৯ জুন ২০১২ ২১:১০559352
  • মনের রোগি যদি প্রাপ্তবয়স্ক হন এবং কোনোরকম চিকিৎসার সাহায্য না নিতে চান--সেক্ষেত্রে কি উপায় একটু জানাবে প্লিজ।
  • Nina | 22.149.39.84 | ২০ জুন ২০১২ ২০:০২559353
  • আমার এই বিষয়ে খুব অগ্রহ--তাই টই ওপরে তুল্লাম।
    প্লিজ আমার প্রশ্নটার উঅত্তর যদি কেউ দেন--ধন্যবাদ।
  • জলধি | 68.97.246.249 | ২১ জুন ২০১২ ২১:১১559354
  • নীনাদি, খুব অল্পই তথ্য দিয়েছেন, কাজেই আন্দাজের উপর উত্তর দিচ্ছি । না, চটজলদি কোনো ওষুধ নেই, যেটা খাওয়ালে রোগী কয়েকদিনের মধ্যে নিজেকে রোগী ভাববে । সাধারণত দুই রকমের অবস্থা হতে পারে:

    ১) কিছু রোগী আছে যারা নিজেদের রোগী ভাবে না কারণ বাস্তবতার সঙ্গেই তাদের যোগাযোগ কোথাও বিচ্ছিন্ন হয় । তাদের রোগ আছে এই কথার পক্ষে আপনি যে যুক্তিই দেখান না কেন কোনো যুক্তিই তাদের বোধগম্য নয় । মানসিক রোগের জটিলতার দিক থেকে এগুলো সবচেয়ে জটিল অসুখ । চিকিৎসার এক পর্যায়ে এসব রোগীর 'বোধ' ফিরে আসে ।

    ২) কিছু রোগী আছে যারা নিজেদের রোগী মনে করে না কারণ রোগের সপক্ষের যুক্তিগুলো তারা বুঝলেও গ্রহণ করে না বা গ্রহণ করতে গিয়ে রেজিস্ট্যান্স ফিল করে । এগুলো অপেক্ষাকৃত কম জটিল অসুখ ।

    প্রথম গ্রুপের রোগীদের ক্ষেত্রে কিছুটা জোর করে এবং কিছুটা বুঝিয়ে চিকিৎসা করা ছাড়া উপায় নেই । দ্বিতীয় গ্রুপের রোগীদের চিকিৎসা জোর করে করা সম্ভব হয় না, এদেরকে বুঝিয়েই রাজি করতে হয় । ব্যাপারটা নির্ভর করছে যাকে নিয়ে সমস্যা তার অবস্থাটা কীরকম তার উপরে । অনেক সমস্যা আছে যেগুলোকে আমরা অনেক সময় রোগ বললেও আসলে রোগ কথাটা দিয়ে এগুলোর খুব ভালো ব্যাখ্যা হয় না । যেমন ধরুন সম্পর্কের সমস্যা । আলাদাভাবে হয়ত কোনো পক্ষই খারাপ নয় কিন্তু দুই পক্ষ যখন একসঙ্গে হচ্ছে ফলাফল হচ্ছে খারাপ । এসব ক্ষেত্রে এটাকে রোগ নয় বরং সমস্যা হিসাবে দেখাই ভালো । এবং এই ধরনের সমস্যা নিয়ে যারা কাজ করেন তারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউনসেলিং সাইকোলজিস্ট ।
  • Nina | 22.149.39.84 | ২১ জুন ২০১২ ২১:২৩559293
  • Thank yo so much জলধি।
    মুস্কিলটা হয় যারা এই রোগ/সমস্যায় ভোগে এবং কোনো রকম হেল্প/চিকিৎসা নেয়না তাদের নিয়ে তার কাছের জনেদের বড় বিপদ। কি করলে যে ঠিক কাজ করা হবে--একেবারেই অন্ধকারে ঢিল ছোঁড়ার মতন----এই ব্যাপারে আমি প্রচুর রিসার্চ মানে পড়া, অভিজ্ঞ লোকেদের পরামর্শ নিয়েছি--কিন্তু সব রাস্তাই শেষে no outlet এ এসে থেমে যায় ঃ(
    যাকে নিয়ে সমস্যা তার অবস্থাটা যে কি সেটা বুঝতে পারলে তবে তো সঠিক রাস্তা ধরা--কিন্তু সমস্যাট যে ঐখানেই--যাই হোক এই ব্যাপারে লিখতে থেক--আমিও পড়তে থাকব--কে বলতে পারে এমন করেই হয়ত পরশপাথর পেয়ে যাব---এই আশাতেই বাঁচি আমি ঃ)
  • a x | 138.249.1.202 | ২১ জুন ২০১২ ২১:২৬559294
  • nInaa, deshe jaaninaa. kintu ei deshe kebal Jadi rogI nijeke baa aparake xati karate paare DirekTali bale Daaktaarer mane hay, tabei taake baadhy karaa Jaay saahaaJy nite, nache`t nay.

    kintu saaporT grup baa kaaunseli`m saarbhis aachhe, Jaaraa ese kathaa balate paare rogIr saathe eba`m chiki`tsaa karaale Je taar subidhe habe seTaa bojhaate paare taake. nijer lok balaar cheye anekasamay seTaa beshi ephekTibh, aalaadaa paarspekTibh paaoyaa Jaay, aar eder prapheshanai eTaa, eba`m Treni`m praapt.
  • a x | 138.249.1.202 | ২১ জুন ২০১২ ২১:২৭559295
  • নীনা, দেশে জানিনা। কিন্তু এই দেশে কেবল যদি রোগী নিজেকে বা অপরকে ক্ষতি করতে পারে ডিরেক্টলি বলে ডাক্তারের মনে হয়, তবেই তাকে বাধ্য করা যায় সাহায্য নিতে, নচেৎ নয়।

    কিন্তু সাপোর্ট গ্রুপ বা কাউন্সেলিং সার্ভিস আছে, যারা এসে কথা বলতে পারে রোগীর সাথে এবং চিকিৎসা করালে যে তার সুবিধে হবে সেটা বোঝাতে পারে তাকে। নিজের লোক বলার চেয়ে অনেকসময় সেটা বেশি এফেক্টিভ, আলাদা পার্স্পেক্টিভ পাওয়া যায়, আর এদের প্রফেশনই এটা, এবং ট্রেনিং প্রাপ্ত।
  • Nina | 22.149.39.84 | ২১ জুন ২০১২ ২১:৩২559296
  • অক্ষ
    সে চেষ্টাও করেছি---কাউন্সেলিং--তারা রোগির ( আমার মতে) সঙ্গে কথা বলে মুগ্ধ হয়ে চলে গেছে--he is very intelligent এই বলে---তার পড়াশোনাও তো নিউরো সাইন্সেই ---এ যে কি অসহায় অবস্থা কি বলি---
    তবে ঐ ক্ষতি করতে পারে টা --ঠিক বলার মতন অবস্থা হয়নি ----আর ডাক্তার মোক্তার সব্বাইকে সেই বুঝিয়ে বাড়ী পাঠিয়ে দেয়----
  • Nina | 22.149.39.84 | ২১ জুন ২০১২ ২১:৩৮559297
  • আমার কেমন যেন মনে হয় দেশে হয়ত এর সমাধন সোজা ছিল--এই দেশে অ্যাডাল্ট হলে তো কিছুই করতে পারবেনা। অথচ ডাক্তার কিম্বা পড়াশোনার বিলগুলো তার বাবা মার কাছে আদায় করতে অসুবিধে নেই।
    দেশে তবু অন্যভাবে জোর করা যায়--হয়ত! কে জানে।
    এই সব পেয়েছির দেশ এইটে আমাদের এক বিরাট প্রাপ্তি--অসহায়তা!!
  • bb | 127.195.174.107 | ২১ জুন ২০১২ ২২:০৪559298
  • নীনা হতাশ হবেন না, মানসিক ভাবে আপনি অনেক শক্ত, ধৈর্য ধরুণ সে নিজেই একদিন ঘুরে দাঁড়াবে- শুধু পাশে থাকুন যেমন আছেন এতদিন।
    ভাল থাকুন।
  • Nina | 22.149.39.84 | ২১ জুন ২০১২ ২২:১৩559299
  • নাহ! হতাশ হওয়াও হতাশ হয়ে ছেড়ে দিয়েছি----এখন শুধু অপেক্ষা--সব রাতেরই ভোর আছে !
    বিবি, আপ কে মুহ মে ঘী শক্কর! ঃ)
  • জলধি | 190.149.12.95 | ২১ জুন ২০১২ ২৩:১৩559300
  • কিছুটা আন্দাজ করতে পরেছি মনে হয় । আপনার আত্মীয়ের সমস্যাটা দ্বিতীয় ক্যাটেগরির । যে মানুষ ডাক্তারকে বুঝিয়ে সুজিয়ে খুশি করে বিদায় দিতে পারে সে মানুষ সবকিছু বুঝতে সক্ষম কিন্তু সমস্যাটাকে সমস্যা হিসাবে গ্রহণ করে না । এ ক্ষেত্রে যাকে নিয়ে সমস্যা এবং যারা এটকে সমস্যা মনে করছেন দুই পক্ষকেই একসঙ্গে না বসিয়ে উপায় নেই ।
  • Nina | 22.149.39.84 | ২১ জুন ২০১২ ২৩:১৯559301
  • জলধি
    একেবারে ঠিক বলেছ। আর এই দুই পক্ষকে একসঙ্গে বসানোটা যে কি করে হবে সেটাই সমস্যা--মানে দুই পক্ষই ডাক্তারের কাছে বসবে বলছ তো?
    সে বলে --আমি ডিপ্রেশনে ভুগছি--কিন্তু যদি বলি তাহলে হেল্প নে--তখন বলে--দরকার হলে নেব--এখন দরকার নেই!
    বলে দেখেছি---সম্পূর্ণ অচেনা কারুর কাছে য--কাউকে কিছু জানাতে হবেনা তোকে
    কিম্বা জানা কারুর কাছে যা--যেটা ইচ্ছে
    কিন্তু কিছুতেই যাবেনা--দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেটে যাচ্ছে---
    আগের চেয়ে সামান্য ভাল--স্লো কিন্তু ক্রম্শ খারাপের দিকে হয়ত যাচ্চেনা কিন্তু মনে হয় কেমন একটা দিকশূন্যপুরেই হাঁটছে---
  • Tim | 208.82.21.133 | ২১ জুন ২০১২ ২৩:২৫559302
  • নীনাদির পোস্টটা পড়ে খুব খারাপ লাগলো। আমরা যারা বাইরে থেকে দেখি তারা বড্ড অসহায়। কিছুই যেন করার নেই। এই অসহায়তাই কি অবচেতনে আমাদের ইন্সেন্সিটিভ করে দেয়, অধৈর্য্য করে দেয়?
  • Nina | 22.149.39.84 | ২১ জুন ২০১২ ২৩:৩০559305
  • http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porlet
    Page=2&contentType=content&uri=content1312044513008
    জলধি এইটা পড়লে হয়ত কিছুটা আরও বুঝবে----

    ম্ভাই -শক্ত কোশ্নো--উত্তর খোদায় মালুম ঃ(
  • Nina | 22.149.39.84 | ২১ জুন ২০১২ ২৩:৩২559306
  • *টিম্ভাই---
  • জলধি | 190.149.12.125 | ২২ জুন ২০১২ ১৬:২১559307
  • থ্রেডটা পুরো পড়তে পারি নি । কিছু দূর পড়ে যা মনে হলো বলছি । ডিপ্রেশন, যার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হিসাবে প্রেমঘটিত কিছু একটা রয়েছে । প্রাথমিক পর্যায়ে প্রেমঘটিত ডিপ্রেশনগুলো দুই রকমের হতে পারে ।

    ১) ডিপ্রেশন, চিন্তাভাবনা অলমোস্ট ডিল্যুশন্যাল: যাকে পাচ্ছি না সে ছাড়া জীবন অচল---এরকম । অথচ জীবন আসলে অচল নয় । এখানে অ্যান্টিডিপ্রেসেন্টের সঙ্গে অ্যান্টিসাইকোটিক দরকার হতে পারে ।

    ২) ডিপ্রেশন, চিন্তাভাবনা ডিল্যুশন্যাল নয়: অ্যান্টিডিপ্রেসেন্ট ।

    এই ধরনের ডিপ্রেশনের কিছু বিবর্তন আছে । প্রাথমিক পর্যায়ে ডিপ্রেশন যত তীব্র থাকে পরবর্তীতে তত তীব্র থাকে না । কিছু কিছু ডিপ্রেশন থাকে, রোগী ভাবে যে এতে আমি অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু কাজকর্মের পারফরম্যান্স আগের মতো থাকে না । এটা অনেকটা চশমা দরকার হওয়া সত্ত্বেও চশমা না পড়ার মতো । চশমা পরার পর যখন ঝকঝকা দেখে রোগী ভাবে এত দিন পরি নি কেন । অল্প অল্প ডিপ্রেশনের রোগী যখন অ্যান্টিডিপ্রেসেন্টসহ চিকিৎসা নেয় তখন তারও মনে হতে পারে এত দিন চিকিৎসা নিই নি কেন ।

    ডিপ্রেশন আপাত কোনো কারণ ছাড়াও হতে পারে । এই ধরনের ডিপ্রেশনকে বলে প্রাইমারি ডিপ্রেশন । এগুলো কিছু জটিল ।
  • জলধি | 190.149.12.125 | ২২ জুন ২০১২ ১৬:২৩559308
  • নীনাদির থ্রেডটা খুলতে পারি নি ।
  • জলধি | 190.149.12.125 | ২২ জুন ২০১২ ১৬:৩৬559309
  • পরে আরো যা দেখলাম, বলছেন ম্যানিক ডিপ্রেশন । এবার বিশদ খুলে না বললে কিছু তো বলা যাচ্ছে না নীনাদি ।
  • sinfaut | 131.241.218.132 | ২২ জুন ২০১২ ১৬:৪৯559310
  • ঐ লেখাগুলো ফেবু-র কোন গ্রুপ থেকে টোকা?
  • Nina | 22.149.39.84 | ২২ জুন ২০১২ ১৯:৫১559311
  • জলধি
    বিশদ বোলে তো ?!
    কি যে ঠিক হয়েছিল--কখন থেকেই বা শুরু --কিছুই জানিনা। সবেতেই তো ভাল করত---অমনিতে চাপা স্বভাবের --কিন্তু মেলামেশা লোকজনের সঙ্গে গল্প আড্ডা ইত্যাদি তে কোনো কিছু অস্বাভাবিক চোখে পড়েনি।
    এখন কিছুতেই কোনো হেল্প নেয়াতে রাজি করতে পারিনা----যেমন বলেছ ঠিক তেমনই কেমন যেন এই হতাশ-জীবনটাকেই জীবন করে নিয়েছে। অনেকে আমাদের বলেছেন বাড়ী থেকে বের করে দাও--নিজের পায়ে দাঁড়াতে শিখুক--কিন্তু সেটা পারিনা---অসম্ভব জেদি জন্মে থেকেই (বরিশালের রক্ত) মনের মধ্যে যে তার কি হয় সেটা বলেনা--কারুর সঙ্গে বসে গল্প করলে কিচ্ছু বুঝতে পারবেনা যে এই ছেলের কোনো প্রবলেম আছে---
    তুমি যদি টেকনিক্যাল প্রশ্ন কর আমি উঅত্তর দিতে যথাসম্ভব চেষ্টা করব। খোলা পাতায় আমার কোনো আপত্তি নেই---এন্য কারুর যদি এতে কোনো উপকার হয় আমার খুব ভাল লাগবে।

    (তুমি করেই বল্লাম ভাই--ঠিক আছে তো?)
  • জলধি | 68.97.144.106 | ২২ জুন ২০১২ ২০:৫৪559312
  • টেকনিক্যাল নয়, কিছু সোজা প্রশ্নই করব ।

    ১) বলছেন, ম্যানিক ডিপ্রেশন (ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার) । এটা কি কোনো সাইকায়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বলেছেন নাকি আপনার মনে হয়েছে?
    ২) আপনার ছেলের বয়স কত? কতদিন থেকে সমস্যা লক্ষ করছেন? সমস্যা শুরু হওয়ার আগে আপনার ছেলে কী করত? কীসে পড়ত? তখন তার বন্ধুবান্ধব কেমন ছিলো? আত্মীয় স্বজনের সঙ্গে মেলামেশা সামাজিকতা রক্ষা করত কিনা?
    ৩) সমস্যা শুরু হয়েছে কি ধীরে ধীরে না হঠাৎ করে? কী কী পরিবর্তন লক্ষ করলেন এবং করছেন? সমস্যা শুরুর পর এখন কী করে? মানুষজনের সঙ্গে মেশে কিনা? মানুষের সঙ্গে কথাবার্তা বলে কিনা? বেশিরভাগ সময় তার মন কেমন থাকে? তার কথাবার্তার মধ্যে অসংলগ্নতা বা অযৌক্তিক কিছু দেখা যায় কিনা? রাতে ঠিক মতো ঘুমায় কিনা?
    ৪) একা একা কথা বলে কিনা? একা একা হাসে কিনা?
    ৫) কখনো কি এমন হয়েছে যে তার মন এতটাই ভালো যে বেশি বেশি কথাবার্তা বলছে? বেশি বেশি টাকা পয়সা খরচ করছে? মানুষজনের সঙ্গে বেশি বেশি মিশছে? বেশি বেশি সাজগোজ করছে? মন বেশি ভালো থাকার জন্য ক্ষুদা এবং ঘুম কমে গেছে?
    ৬) সমস্যা শুরু হওয়ার সঙ্গে তার ব্যক্তিগত বা পারিবারিক জীবনের কোনো ঘটনার সম্পর্ক আছে বলে মনে করেন কিনা? করলে সেটা কীরকম?
  • Nina | 22.149.39.84 | ২২ জুন ২০১২ ২১:৪৪559313
  • ১) ও নিজেই বলে। বলে কলেজে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিল --সে বলেছে।

    ২) বয়্স ৩৩। সমস্যা শুরু হয় ওর ২৩ বছর বয়েসে--মানে আমরা জানতে পারি। তখন ও ডার্টমথ কলেজেই আন্ডার গ্র্যাড শেষ করে মাস্টার্স/পি এইচ ডি শুরু করেছে।বন্ধুবান্ধব চিরকালই আছে--আত্মীয় স্বজনের সঙ্গেও খুবই মিশত, ভালবাসত।

    ৩)আমাদের জন্য হঠাৎ --কারণ থাকত কলেজে আর হ্যানোভার( যেখানে কলেজ) আমাদের বাড়ী থেকে ৮ ঘন্টা ড্রইভিং --ছুটিছাটায় বড়ী আসত।
    দেখতে সাদামাটা ছোটখাট (৫'৫") কিন্তু বুদ্ধি সেন্স অফ হিউমারের দরুন কিনা জানিনা মেয়ে বন্ধুও ছিল--এবং বলতে শুরু করেছিল একজন বিশেষের কথা---
    স্প্রিঙ্গ ব্রেকে বল্ল তার সঙ্গে মেইন এ বেড়াতে যাচ্ছে---বাড়ী আসবেনা
    এর পরই ই-মেল করল " আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি--কারুর সঙ্গে দেখা করবনা--আমার ড্র্মের ভাড়াটা দিও আর ক্যান ফুড পাঠিও--দেখ করার চেষ্টা কোরোনা---
    আমরা গেলাম--সমস্ত দামি জিনিষ টিভী ঘড়ি ইত্যাদি গরের বাইরে রেখে দিয়েছিল--অতি কষ্টে দেখ করল--
    চমকে গিয়েছিলাম--এক মুখ দাড়ি--রোগা--কোটরে ঢোকা চোখ---বল্ল আর আমর সঙ্গে দেখা হবেনা--চেষ্টা কোরোনা।
    এর তিনবছর পর অনেক্বুঝিয়ে বাড়ী নিয়ে এলাম। ওর কলেজের গাইদও অনেক চেষ্টা করতেন--ঐ সময়টা কারুর সঙ্গে দেখা করতনা
    ৪) একা একা কথা তখন বলল্ত--মানে বাড়ী ফিরে এসেছিল যখন--এখন বলেনা
    ৫) হ্যাঁ এর্কম ইর‌্যাটিক ব্যাবহার করে--কখনও খুব ভাল , কখনও খুব চুপচাপ।
    ৬) কোন ঘটনা বা কি ঘটনা --একেবারে ক্লু লেস!

    সেই মেয়েটোকে আমি ই-মেল করেছিলাম--সে বলেছিল এই নামে সে কউকে চেনেনা ! তারপ্র সে তার ই-মেল আইডি বদলে ফেলেছিল। সেই মেয়ে তখন আন্ডার্গ্র্যাডে পড়ত---ছেলে বলেছিল তাকে পড়ায়। এরকম সে অনেককেই পড়াত।
    থিসিসের গাইডের সঙ্গে ও মতান্তর হয়--সেই সময় জন ন্যাশের
    ( বিউটিফুল মাইন্ড খ্যাত) ভগ্নিপতি ডার্টমথে স্যাবাটিক্যালে এসেছিলেন এবং রোজ ছেলে তার সঙ্গে ডিনার খেত ও তাকে বই পড়ে শোনাত--ওনার চোখের প্রবলেম ছিল---
    পরে ছেলের গাইড বলেছিলেন ছেলে জিনিয়াস আর জেদি--উনিও খুব অসহায় বোধ করতেন।
    ইতিমধ্যে ও ধর্ম চেন্জ করেছিল--কেন তা জানিনা

    এই হাল পুরো গল্প
  • জলধি | 68.97.144.106 | ২২ জুন ২০১২ ২১:৫২559315
  • পরিবর্তনগুলো তাহলে আপনার কাছ থেকে বেশি দিন দেখেন নি? সমস্যা তাহলে দশ বছরের মতো? এই দশ বছর যতটুকু কাছে থেকে পরিবর্তনগুলো দেখেছেন আরো ডিটেলে বলুন তো । আপনার যেরকম মনে হয় সেরকমই বলুন ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন