এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বাংলা কোরাস গানের রিপ্রেজেন্টেটিভ কিছু গান : গণ-বৃন্দ-ব্যাণ্ডো-ঠাকুরীয় সব চলবে

    Paramita
    গান | ১৮ এপ্রিল ২০০৬ | ৪৮৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Paramita | 143.127.3.10 | ১৮ এপ্রিল ২০০৬ ০৩:১৪563285
  • কিছু গান যা ট্র্যাডিশনালি বৃন্দ নয় কিন্তু বৃন্দ করে তোলা যেতে পারে ব্রেনের মাধুরী মিশিয়ে সের'মও ওয়েলকাম।
  • r | 202.144.91.204 | ১৮ এপ্রিল ২০০৬ ১১:৫৯563296
  • আন্দুল কালীকীর্তন সমিতি। ক্যাসেটও আছে। মিউজিকওয়ার্ল্ডে পাওয়া যায়।
  • S | 221.134.225.110 | ১৮ এপ্রিল ২০০৬ ২২:৫৭563307
  • সঙ্কোচেরো বিহ্বলতা নিজেরে অপমান

    এর সুরে

    শঙ্খচিলে ডিম পেড়েছে, ছগলে দিয়েছে তা'
    ছানার চারটে পা গজিয়েছে, আর দুটো ডানা, তাই
    ব্যা-অ্যা-অ্যা-অ্যা-অ্যা-অ্যা-অ্যা-অ্যা-অ্যা।

    পুরো গানটা যদুকুলের জানা উচিৎ। কোরাস হিসেবে খুব ভালো।
  • Paramita | 143.127.3.10 | ১৮ এপ্রিল ২০০৬ ২৩:২১563315
  • কৃষ্ণ চন্দ্র দে রামকুমার ছাড়িয়ে আর আন্দুল অবধি পৌঁছতে পারিনি। তবে কীর্তনের কথা মনে করানোর জন্য থ্যাঙ্কিউ - ডি এল রায় ও নজরুলের কিছু কীর্তনাঙ্গের কোরাস খুঁজে পাওয়া যেতে পারে।
  • Paramita | 143.127.3.10 | ১৮ এপ্রিল ২০০৬ ২৩:৪২563316
  • সুকুমার রায়ের "আয়রে ভোলা খেয়াল খোলা" কীর্তনের সুরে আর উপেন্দ্রনাথ মল্লিকের (সন্দেশের ছড়াকার) লেখা "ভাগ্গিস ডিম পাড়ে হাঁসেরা" (সেও কীর্তনের সুরে তালফেরতা) কেউ শুনেছেন?

    হাঁসের গানের উল্টোপিঠে ছিল "এক যে ছিল ভুত":

    এক যে ছিল ভুত
    কান দুটো তার কুলোর মত
    চোখ দুটো ঠিক চুলোর মত
    আর ঐ হুলোপানা মুখখানাতে
    মুলোর মতন টুথ!

    গান-এর শেষে সানাই-এর আওয়াজের সঙ্গে ভুত আর পেত্নীর বিয়ে হয়ে যায়:

    তেপান্তরের মাঠের ধারে বদ্ধ জলার ওপর
    মেদনীপুরের পেত্নী ছিল মাথায় দিয়ে টোপর
    সুড়ুৎ করে গাছের থেকে নেমে এলো
    পুরুত ডেকে ভুতের গলায় মালা দিলো
    আর বিয়ের বাদ্যি বেজে উঠলো
    ভোঁপর ভোঁপর ভোঁপর।।

  • r | 202.144.91.204 | ১৯ এপ্রিল ২০০৬ ১০:৪৬563317
  • রামকুমার চাটুজ্জে কেত্তন গাইলেন কবে? ছবি বন্দোপাধ্যায় শুনুন। রাধারাণী দেবীর কীর্তনের খোঁজ থাকলে জানান। আর কীর্তনের অ্যাডাপটেশন রবীন্দ্রনাথের করতলগত আমলকি। কিন্তু সলিল চৌধুরিও চমকে দেন।
  • Paramita | 143.127.3.10 | ১৯ এপ্রিল ২০০৬ ২৩:১০563318
  • ঐ ছবিবাবুর সঙ্গেই একটা সিডি হাতে এসেছিল একবার। সলিল চৌধুরীর কীর্তনের সুরে গান? একটু মনে করান তো।
  • vikram | 134.226.1.136 | ১৯ এপ্রিল ২০০৬ ২৩:১৫563319
  • কোরাস গানে বিক্রমের কোট করা টইতে পায়খানা বনাম পাইখানা বিষয়ের শেষ দিকে 'ডাক্তারবাবু কালকে আমরা গিয়েছিলেম মেলা দেখতে' দ্রষ্ট্যব্য।

    বিক্রম
  • m | 24.166.170.155 | ২০ এপ্রিল ২০০৬ ০১:৪১563320
  • পারমিতা,
    ছবি বাবু????মানে উনি ছবি তবে বিবি।কীর্তন শুনতে চাইলে ছবি বন্দ্যোপাধ্যায়ের কোন বিকল্প নাই।
  • Paramita | 143.127.3.10 | ২০ এপ্রিল ২০০৬ ০১:৫৪563286
  • m, হ্যাঁ, আমি ছবি বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছিলাম। যদিও আমি কীর্তন বিশেষ শুনিনি(ওনার বা অন্যদের)। কীর্তনাঙ্গিকের গান বরং বেশী শুনেছি।
  • Paramita/Parolin | 84.203.42.177 | ২০ এপ্রিল ২০০৬ ০২:২৬563287
  • আমার দুই পয়্‌সা, বাউল -

    সইকেলের দু দিকে চাকা
    মধ্যে ফাঁ আ কা আ -------
    চড়তে যে হয় ঠ্যঁং তুলে এ এ এ
    আয় রে আয় চড়বি যদি
    কলির সাইকেলে এ এ

    ডু রু রুং ডুরুং ডুরুং ---------।
  • vikram | 134.226.1.136 | ২০ এপ্রিল ২০০৬ ০২:২৯563288
  • সনজিৎ মণ্ডল।

    আমার দয়াল বাবা কলা খাবা চলবে?

    বিক্রম
  • Tirthankar | 69.180.29.91 | ২০ এপ্রিল ২০০৬ ০৭:৫০563289
  • কেন, টেনিদার গল্পের সেই নগর সংকীর্তনও বেশ জমিয়ে কোরাসে গাওয়া যায়। তবে সাতটা গলা যেন গোলার মত দিগ্বিদিকে ছুটতে থাকে, নইলে গানের বীররসটা ঠিক ফুটবে না।

    জাগো রে নগরবাসী, ভজো হনুমান
    করিবেন তোমাদের তিনি বলবান
    ওঠো রে নগরবাসী, ভাঁজো রে ডাম্বেল
    খাও রে পরাণ ভরি ছোলা-কলা-আম-জাম-বেল ...

    নারায়ণবাবুর এই গানটাও ভালো কোরাস হয় :

    পঞ্চু পিসে ছাতের পরে
    ভূতের সাথে কুস্তি লড়ে
    রাত ঝমঝম অন্ধকার
    হুতোম প্যাঁচা আম্পায়ার
    পঞ্চু পিসে মারলে ল্যাং
    মটকে গেল ভূতের ঠ্যাং
    ভূতটা তখন বললে কাঁদি
    গোবর আনো, পট্টি বাঁধি।

    লড়াইয়ের গান তো, তাই প্রিলুড-ইন্টারলুডে ট্রামপেট ব্যাবহার করতে হবে। সাথে মার্চিং বিট্‌সের দোলন দাদরা ভার্শন।
  • r | 202.144.91.204 | ২০ এপ্রিল ২০০৬ ১০:৩০563290
  • সলিল চৌধুরির বিখ্যাত কীর্তনাঙ্গ গান: বিচারপতি তোমার বিচার করবে যারা।
  • S | 61.95.167.91 | ২০ এপ্রিল ২০০৬ ১৪:০৭563291
  • সাইকেলের গানটা একবার বাসে শুনেছিলাম জলু থেকে শিলি যাবার পথে।

    কিন্তু কথা হচ্ছিল তো কোরাস নিয়ে।
  • S | 61.95.167.91 | ২০ এপ্রিল ২০০৬ ১৪:০৯563292
  • এমন বসন্ত দিনে
    বাড়ি ফেরো মাংস কিনে

    চন্দ্রবিন্দু
  • Paramita/Parolin | 84.203.42.177 | ২০ এপ্রিল ২০০৬ ১৪:২৪563293
  • S , কে বললে যে সাইকেলের গান টা কোরাস হয় না ? আমরা তিন ভাই বোন মিলে দিব্বি কোরাস গাইতুম।

    আর এক খানা এই মাত্র মনে পড়ে গেলো -

    ও লো তুই সরে দাঁড়া লো
    সড়ে দাঁড়া আ আ
    তোরে গুঁতাইন দিবেক কালো কাঁড়া টা আ
    কালো কাঁড়া
    আহ্‌হা কালো কাঁড়া টা।
  • pharida | 125.23.9.126 | ২০ এপ্রিল ২০০৬ ১৪:৩১563294
  • ষাঁড় নিয়ে একটা দারুণ কবিতা লিখেছিলাম এককালে - কেউ সুর দেবে এট্টু - এটা অকোরাস - বেশ দরদভরা সুর চাই।

    ওরে ষন্ড
    কি প্রচন্ড
    বেগে এলে

    এবং গুঁতোলে......
  • pharida | 125.23.9.126 | ২০ এপ্রিল ২০০৬ ১৪:৩৩563295
  • ধুর ভুল করেছি পুরোনো লেখা তো -
    এরম হবে

    ওরে ষন্ড
    তুমি ভন্ড
    কি প্রচন্ড
    বেগে এলে

    এবং গুঁতোলে...
  • Paramita/Parolin | 84.203.42.177 | ২০ এপ্রিল ২০০৬ ১৪:৪১563297
  • ফরিদা ,আপনার গানটি শুনেই আমার ওটি রানার - এর সুরে গাইতে ইচ্ছে হোচ্ছে। কিন্তু লাস্ট লাইনটা বাগছে না।

    আর ও একটা বেশ বাংলা র‌্যাপের মত সুর ও পেয়েছি , কিন্তু শোনাই কি করে ?
  • pharida | 125.23.9.126 | ২০ এপ্রিল ২০০৬ ১৪:৪৭563298
  • আমি ওটা আবৃত্তি করতাম সপরিবারে- প্রথম লাইনটা নীচুতে তারপর প্রত্যেক লাইনে স্বর এবং প্রাবল্য বেড়ে যাবে - শেষ লাইনটাতে "আমার সাজানো বাগান শুকিয়ে গেল" র প্যাথোস।

    কিন্তু সুর চাই। র‌্যাপ এ কি এই প্যাথোস আসবে।

    একবার হুঁকোমুখো হ্যাংলা গানটা গম্ভীর গলায় "খরবায়ু বয় বেগে" তে গেয়ে দেখো তো।
  • vikram | 134.226.1.136 | ২০ এপ্রিল ২০০৬ ১৯:০৬563299
  • হুঁকো মুখোটা মনে পড়ে রুবি রায়ের সুরে।

    খর বায়ুর অন্য প্যারোডি। ভীষণ পলিটিকাল।

    বিক্রম
  • Paramita | 143.127.3.10 | ২১ এপ্রিল ২০০৬ ০০:৩০563300
  • বিচারপতির লাইনে আরো কয়েকটা:

    মা কি তুই পরের দ্বারে
    ভেঙে মোর ঘরের চাবি
    যদি তোর হৃদযমুনা হলো রে উছল
    দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
  • sumeru | 59.93.241.10 | ২১ এপ্রিল ২০০৬ ০৮:৫৫563301
  • ষাড় নিয়ে আমারো একটা গান ছিল,

    ষাড়েতে ধরেছে যারে
    তারে কি সহজে ছাড়ে
    বাইজী বাড়ি সাধা গলা
    স্পষ্টকথা চ্যাঁচা ছোলা
    তারে কি সহজে ছাড়ে
    ষাড়েতে ধরেছে যারে।

    টপ্পাঙ্গ করে চেষ্টা করুন...

    সুমেরু
  • b | 86.135.80.252 | ২১ এপ্রিল ২০০৬ ১০:১৪563302
  • যদিয়ো এটা একলা দু:খের গান, কখনো কখনো সমবেত দু:খ হলে ও গাইতে পারেন:

    আমি আখ তুমি চিনি
    আমি হুলো তুমি মেনি,
    আমি বাঁশী তুমি ফুঁ
    আমি শিঙ তুমি ঢুঁ।
    আমি বই তুমি খাতা
    আমি কড়া তুমি হাতা,
    আমি ডিম তুমি হাঁস
    আমি ফেল তুমি পাশ।

    শেষে নিজিকে বিলিয়ে দেওয়ার মধ্যে একটা রামপ্রসাদী ইয়ে আছে।

    আর 'চাঁদের হাসির বাঁধ ভেঙ্গেছে' র সুরে

    খেজুর গাছে রস নেমেছে
    উথলে পড়ে হাঁড়ি
    ও সজনী আর খেয়ো না
    করছো বাড়া বাড়ি

    ইত্যাদি।

    গভীর দরদের সঙ্গে গাইবেন।
  • r | 202.144.91.204 | ২১ এপ্রিল ২০০৬ ১০:৫৯563303
  • পারমিতা, যেগুলো বললেন সেগুলো বেশির ভাগ বাউলাঙ্গ। রবি ঠাকুরের কীর্তনাঙ্গ গান:

    না চাহিলে যারে পাওয়া যায়
    একবার তোরা মা বলিয়া ডাক

  • Paramita | 64.105.168.210 | ২১ এপ্রিল ২০০৬ ১২:০০563304
  • হুম্‌ম্‌ম, বিচারপতির সঙ্গে সুর খুব ক্লোজ সুর এগুলোর, দেখা যাক পুঁথি কি বলে:

    রবীন্দ্র সঙ্গীত কোষ : রবীন্দ্রসঙ্গীতদুটোকেই কীর্তন বলছে যে। এদিকে সুভাষ চৌধুরী ভেঙে মোর নিয়ে কোন মন্তব্য করেন নি তবে "মা কি তুই" বলছেন বাউলের সুর। অতুলপ্রসাদের গানটার ঐ অংশটার সুর এদুটোর মুখড়ার সংগে একরকম : "মালা তোর হলে বিফল করবি কি তুই বল রে ভোলা" । নয়?

    তবে প্যাকেজিং এমন মিশ্র ও নিঁখুত যে সবাই হয়তো ঠিক।

    "দেখেছি রূপসাগরে" আমার ইনহাউস শোনা। আদার হাফ বলছেন ওটা গেয়েছে দোহার, "পথিক ভনিতা"। "পথিক" কে ও কবে কেউ জানেন?
  • S | 202.56.231.117 | ২১ এপ্রিল ২০০৬ ১২:৪৫563305
  • দেখেছি রূপসাগরে 'প্রচলিত' বাউলগীতি, পথিক দোহার জন্ম নেবার আগে থেকেই চলছে, এ গান সে দিন 'অনেক দিনের আমার যে গান' অনুষ্ঠানে স্বপন বসুও গাইলেন।

    স্পেশালি এই গানটি, শ্রীকান্ত আচার্যর বয়ান অনুযায়ী, ঢপ সঙ্গীত, যার থেকে 'ঢপ কীর্তন' 'ঢপের কীর্তন' কথাটা এসেছে।
  • Tirthankar | 130.207.94.244 | ২২ এপ্রিল ২০০৬ ০১:৪৭563306
  • সলিল চৌধুরীর সুরে মর্জিন-আবদাল্লা ছবিতে মান্না দে'র গাওয়া "ও ভাইরে ভাই' কিন্তু দারুণ কোরাস হয়। "ধূম মচা লে' খ্যাত প্রীতম, দেবজ্যোতি মিশ্রের স্ত্রী পরমা আর পৃথা - এই ট্রায়ো বিভিন্ন কলেজ ফেস্টে দুর্দান্ত গাইত গানটা। দুটো ছোট্ট ট্রান্সফর্মেশনের ফলে গানটা কোরাস হিসেবে খুব অ্যাপিলিং হয়ে গেছিল :
    (১) অরিজিনাল গানের তালটা (চারমাত্রা কিন্তু ট্রেন চলার মত ছন্দে সুইং জাতীয় বীট্‌স্‌ - সলিলবাবুর ম্যাজিক) একটু বদলে গীটারের পক্ষে উপযুক্ত সাধারণ ছ-মাত্রার সুইং (দোলন দাদরার পশ্চিমী ভার্শন) করে নেওয়া।
    (২) প্রায় পুরো গানটাই হারমোনাইজ করে গাওয়া। হারমোনাইজটাও এমন কিছু কঠিন না, গানের বেশিরভাগটাই দুটো কর্ড-ভিত্তিক - যেমন জি-সেভেন আর এফ-শার্প। কিন্তু শুনতে দুর্দান্ত ভালো লাগে।

  • vikram | 82.22.227.88 | ২২ এপ্রিল ২০০৬ ১৪:৫৮563308
  • আলিবাবা নাটকের গান:

    আয়রে ভাই গাছ কাটি রে কটাকট
    নইলে বেত লাগাবে পটাপট।

    বিক্রম

  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন