এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পারফিউম

    Abhyu
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১২ | ৮৬২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 204.126.37.78 | ০৫ আগস্ট ২০১২ ০১:৩৬564568
  • এইসব পারফিউমের গ্রামার টামার, ইতিহাস, ভূগোল সব ডিটেলে বুঝিয়ে একটা বাংলা উপন্যাস আছে তো। লেখকের নাম বোধ হয় রূপক সাহা নয়তো রূপক চক্রবর্তী। এক্কেরে খাজা গপ্প কিন্তু পারফিউমের খাঁটি ফান্ডায় ভর্তি। অক্ষদা আর সোসেনের কথাগুলো থেকে বুইতে পারছি ওই গপ্পটার ফান্ডাগুলো জালি নয়।
  • kk | 117.3.243.18 | ০৫ আগস্ট ২০১২ ০১:৪১564569
  • বডি টেম্পারেচারের ওপরেও গন্ধ নির্ভর করে। একই পার্ফিউম দুজন মানুষ লাগালে দুজনের শরীরে আলাদা গন্ধ পাওয়া যেতে পারে। তফাৎ অবশ্য সাট্‌ল, কিন্তু থাকে।
  • Abhyu | 107.81.108.195 | ০৫ আগস্ট ২০১২ ০১:৫৪564570
  • আর এই গন্ধবিচার করার জন্যে ব্যালান্সড বা পার্শিয়ালি ব্যালান্সড ইনকম্প্লিট ব্লক ডিজাইন দরকার হয় (এবার আকাদা বুঝতে পারবে)।
  • aka | 85.76.118.96 | ০৫ আগস্ট ২০১২ ০২:০১564571
  • নারে সেসব বলছি না। বলছি লোকে খামোকা কত টাকাই না নষ্ট করে? রিসার্চ করে প্রাইমারি নোট, মিডল নোট, তার আলাদা আলাদা ভারি মলিকিউল, কম ভারি মলিকিউল, হাল্কা মলিকিউল। কোন গন্ধ কেমন সে বিচার করার জন্য আবার ব্লক ডিজাইন।

    শেষে মানুষের ইম্প্রেশন হল বেস নোট। ব যখন দোকানে গিয়ে কেনে তখন তার মনে থাকে 'ল্যাকোস্টে তত ভালো লাগে নি'। মানে যা বুঝলাম এটা হল ঐ বেস নোট, মানে বয়ের ল্যাকোস্টের বেস নোট ভালো লাগে নি, পরের বার আর কিনবে না। তো, ক্রেতার জন্য পারফিউম, আর ক্রেতার মনে যখন একটাই ফাণ্ডা বেস নোট তাহলে এত ফাণ্ডা লড়ানো কেন? শুধু ফার্স্ট টাইম বায়ার কে অ্যাট্রাক্ট করার জন্য?
  • a x | 109.16.10.3 | ০৫ আগস্ট ২০১২ ০২:০৮564572
  • বিলম্বিত দিয়ে শুরু করে কেন শেষ যখন করবে দ্রুতে এসে।
  • S | 81.191.165.26 | ০৫ আগস্ট ২০১২ ০২:১৪564573
  • পারফিউম সম্পর্কে জ্ঞান লাভ করার জন্যে খুব ভাল একটি বই হল The Secret of Scent: Adventures in Perfume and the Science of Smell, লুকা টুরিন নামে এক কেমিস্ট এর লেখা। ইনি ওলফ্যাক্টরি সেন্সের ভাইব্রেশান থিওরি নামে একটি বিতর্কিত থিওরির প্রবক্তা। বইটি খুব সহজ ভাষায় লেখা এবং সুখপাঠ্য।
  • aka | 85.76.118.96 | ০৫ আগস্ট ২০১২ ০২:২০564574
  • একইরকম অ্যানালজি অনুযায়ী শাড়ির ও তিনটে রঙ টপ রঙ, মিডল রঙ, বেস রঙ। কিনলেন যখন তখন ফিউশিয়া, বিয়েবাড়ির সন্ধ্যে তে মভ আর রাতের দিকে হলুদ। এক শাড়ি তিন রঙ।
  • kc | 204.126.37.78 | ০৫ আগস্ট ২০১২ ০৩:০০564575
  • প্রেম বিবাহ ও সংসার
  • Abhyu | 107.81.108.195 | ০৫ আগস্ট ২০১২ ০৩:২০564576
  • ঐজন্যে পরকীয়া এতো স্বাস্থ্যকর বলে!
  • a x | 109.16.10.3 | ০৫ আগস্ট ২০১২ ০৩:৩৭564578
  • ওমা হয়ত সেরকম শাড়ি। দিনের বেলা এক রং, রাতে আরেক।
  • Abhyu | 107.81.108.195 | ০৫ আগস্ট ২০১২ ০৩:৫৭564579
  • অ্যাঁ? সে শাড়ি কি কথাও বলে? নিজে নিজে চলে ফিরে বেড়ায়?
  • fevi | 188.83.80.148 | ০৫ আগস্ট ২০১২ ০৪:০৭564580
  • একরকম চশমা হয়। রাত্তিরে সাদা আর দিনে রোদ পড়্লে কাচটা কালো হ'য়ে যায়। কোনটা বেস নোট (মানে বেস কালার), সেই নিয়ে কি কেউ কিছু জানে?
  • একক | 24.96.142.247 | ০৫ আগস্ট ২০১২ ০৪:১৭564581
  • ভালো ভালো পারফিউম এর গন্ধ ভালই লাগে। আমি নিজে মাস্ক এর ভক্ত । তবে খুব কম ইউস করি।
    শপিং মলে গিয়ে পারফিউম কেনার একটা পথ হচ্ছে প্রথমেই রিস্ট এ একটু লাগিয়ে নিয়ে বাজার করতে চলে যাওয়া । মাঝে মাঝে শুঁকে দেখলেই বোঝা যায় কিভাবে নোট চেঞ্জ হচ্ছে । কনফিউস লাগলে কফি বীন তো আছেই।
  • sosen | 126.203.192.122 | ০৫ আগস্ট ২০১২ ০৮:১৩564582
  • aka
    টপ নোট না থাকলে স্প্রে করে কোনো গন্ধ পাওয়া যাবে না। তাছাড়া সস্তা পারফিউম বা ডিও তে শুধু টপ নোট থাকে। দাম কম। আলকোহলের সাথে সাথে ইভাপরেট করবে।
    এদিকে বেস নোট এর এরোমেটিক কম্পাউন্ড প্রথম দিকে খুব খারাপ গন্ধ দেয়। সেটা ঢাকতে মিডল নোট চাই।
    চাই চাই সব ই চাই- না হলে কি পারফিউমারি অত্ত বড় industry হত।
    কিন্তু দিনে রাতে আলাদা রঙের শাড়ি। সে কিরকম অক্ষদা ?
  • a x | 109.16.10.3 | ০৫ আগস্ট ২০১২ ০৮:৪২564583
  • কিরকম আমি জানিনা। শুনেছি হয়।
  • | 127.194.98.70 | ০৫ আগস্ট ২০১২ ১০:২৫564584
  • যা বাবা। সত্যি জানি না । বললাম তো ঃ))

    কেসি, বই টর নাম কী। বলো ফেলো। ইংরেজী বই আমার হজম হয় না।
  • | 127.194.98.70 | ০৫ আগস্ট ২০১২ ১০:২৭564585
  • ধন্যবাদ S । দেখছি।
  • kc | 188.61.96.29 | ০৫ আগস্ট ২০১২ ১১:৪৭564586
  • বোতীন, মাঝে মাঝে একটু খুঁটিয়ে পড়া কল্লেও তো পার। বল্লামই তো বাংলা বই। খাজা গপ্প, কিন্তু পারফিউম নিয়ে পচ্চুর ফান্ডা আছে। পিডিএফ পড়ার অব্যেস থাগলে পাঠাতে পারি।
  • | 24.99.204.166 | ০৫ আগস্ট ২০১২ ১২:৩২564587
  • ফুড হ্যাবিটের সাথে বেশ নোটের কম্বিও বিবেচনায় আনতে হয় গন্ধ বাছইয়ের সময়। বেস নোট যেহেতু চামড়ায় অনেকক্ষণ থেকে আস্তে আস্তে শুকিয়ে আসে, ঐজন্য ফুড হ্যাবিট, গায়ের তাপমাত্রা, চামড়ার প্রকৃতি ইত্যাদি মিলিয়েই এক একজনের ইউনিক গন্ধ তৈরী হয়।
  • | 24.99.204.166 | ০৫ আগস্ট ২০১২ ১২:৩৪564589
  • প্রথম বাক্যে 'বেস নোট' হবে।
  • Sibu | 118.23.96.4 | ০৫ আগস্ট ২০১২ ২০:৩৪564590
  • এই সুতোটা পরতে পরতে মনে পড়ে গেল অনেক বছর আগে প্যারিসে ফ্র্যাগোনার্দ বলে একটা পারফিউমারি দেখতে গেছিলাম। ওদের মিউজিয়াম আছে। আর ফ্যাক্টরি ট্যুর দেয়।

    ফ্যাক্টরি ট্যুরে গাইড ছিলেন এক ভদ্রলোক যিনি ওখানে তিরিশ বছর ধরে পারফিউম ডিজাইন করছেন। খুব যত্ন করে উনি ইউ দ্য কোলন, ইউ দ্য টয়লেট আর ইউ দ্য পারফিউমের তফাৎ বুঝিয়েছিলেন। কিভাবে বিভিন্ন মাদার অয়েল ফুল, পাতা, ফল থেকে বের করা হয়, কিভাবে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে কোন নোটটা চামড়ায় কতক্ষণ লিংগার করবে সেটা কন্ট্রোল করা যায়, সেসব খুব ফ্যাসিনেটিং লেগেছিল শুনতে।

    ট্যুরের শেষে উনি এই বেস নোট, মিডল নোট-এর এবং পারফিউমের পার্সোনালাইজেশনের ব্যাপারটা বুঝিয়েছিলেন। দুটো ব্যাপার আমার খুব মনে লেগেছিল। একটা হল, সেরকম ক্লোজ কারো জন্য পারফিউম কিনতে হলে তাকে নিয়ে দোকানে যেতে। তাহলে সময় নিয়ে কোন পারফিউম তার চামড়ায় কিভাবে ওভার টাইম চেঞ্জ করছে সেটা দেখে কেনা যাবে। আর একটা খাতা দেখিয়েছিলেন, ওদের অর্ডার বুক। সেখানে খদ্দেরদের পার্সোনালাইজড পারফিউম (বিভিন্ন নোট, এবং ফিক্সিং কেমিক্যালস) লেখা আছে। ওদের খরিদ্দারেরা নাকি একটা গোটা দিন হাতে নিয়ে আসেন। তখন ডিজাইনারেরা ওদের পছন্দমত পারফিউম ডিজাইন করেন ও সেটা খাতায় লিখে রাখেন। এবারে চিঠিতে অর্ডার দিলে সেই পারফিউম পাঠিয়ে দেওয়া হয়।

    ব্যাপারটা তখন মার্কেটিং প্লয় বলে মনে হয়েছিল। কিন্তু পরে পরীক্ষা করে দেখেছি পারফিউম পার্সোনালাইজেশনের ব্যাপারটা আসলেই সত্যি।
  • sosen | 126.203.196.103 | ০৫ আগস্ট ২০১২ ২০:৪২564591
  • ওয়া ওয়া-
    আজকাল পারফিউমারি ট্যুর শুনেছি উঠেই গেছে। সো লাকি- হিংসে হচ্ছে!
  • | 116.209.93.88 | ০৫ আগস্ট ২০১২ ২০:৪৯564592
  • কেসি, ভেজে দাও।

    শিবু দা,আলোঅকিত হলাম । থ্যাঙ্কু ।
  • pi | 82.83.90.116 | ০৫ আগস্ট ২০১২ ২২:০৮564593
  • আতরের খোশবাই নিয়ে কেউ দু' চার কথা কইলো না ?
    ভাল আতরের নোট নিয়ে ?

    লুকা টুরিনের টেড টক টা বেশ ভাল। কারুর শোনার ইচ্ছে থাকলে ঃ
    http://video.ted.com/talk/podcast/2005/None/LucaTurin_2005.mp4
  • sosen | 126.203.196.103 | ০৫ আগস্ট ২০১২ ২২:৩৭564594
  • ইত্বর হলো গে essential অয়েল । গন্ধ তৈল।
    তাতে এলকোহল থাকে না। ইত্ত্বর লাগালে তা থেকে যায় তেলের মত, চামড়া শুষে নেয়। দারুন উপকারী। স্নানের জলে এক ফোটা ফেলে দিন। দেহ মন জুড়িয়ে যাবে।

    ইত্ত্বর করকম? ফুলেল, ফলের, পাতার, রেজিন বা ধুপ তেল।
    হাতে করে চন্দনকাঠ বা ধুপকাঠের কন্টেনার এ ফুটিয়ে ফুটিয়ে distill করা হয় আতর। তাই তাতে ফুল-পাতার পিগমেন্ট ও মিশে থাকে, রঙিন হয়।
    তাছাড়া আতরের আয়ুর্বেদিক গুন প্রচুর।
    যত্ত পুরনো হবে তত দাম বেশি আতরের - ওয়াইন এর মতই।

    হাত সেরে গেলে লিখব আবার। তবে আতরের একটাই খোশবাই- কোনো মিশ্রণ নেই।
  • | 116.209.93.90 | ০৫ আগস্ট ২০১২ ২২:৪১564595
  • ইত্বর কথা টা আগে শুনে ছি। রিসেন্ট লি শুনলাম ' অগ্নিপথ' এ ঋষি কাপুরের মুখ ঃ))
  • pi | 82.83.90.116 | ০৬ আগস্ট ২০১২ ০০:১৯564596
  • দুটো গন্ধ মিশিয়ে দিলে কেমন অনুভূতি হবে, তাই নিয়ে লিন্ডা বাকের হই চই ফেলে দেওয়া পেপারগুলো তো পরে রিট্র্যাক্টেড হয়। তখন তাই নিয়েও হইচই হয়েছিল। কিন্তু তারপর এনিয়ে কী জানা গেল বা আর কোন কাজ এগিয়েছে কিনা কারো জানা আছে ?

    আর, লুকা টুরিনের এই গন্ধের ভাইব্রেশন থিয়োরী নিয়ে বাকিরা কী বলেন, সেগুলও কেউ ফলো ক'রে থাকলে একটু লিখুন না।
  • aka | 85.76.118.96 | ০৬ আগস্ট ২০১২ ০০:২২564597
  • সোসেন, টপ নোট না থাকলে স্প্রে করে কেন কোন গন্ধ পাওয়া যাবে না?
  • i | 147.157.8.253 | ০৬ আগস্ট ২০১২ ০৭:৩৫564598
  • আকা, টপ নোট না থাকলে, হার্ড নোট বা মিডল নোটের গন্ধ পাবে স্প্রে করার বেশ অনেক পরে । স্প্রে করেই পাবে না। বড় মলিকিউল , তাই।
    ঠিক কৈলাম, সোসেন?
  • kk | 117.3.243.18 | ০৬ আগস্ট ২০১২ ০৮:৪২564600
  • এই টই পড়েই আমার একটা সিনেমার কথা খালি মনে পড়ছে 'পারফিউম, দ্য স্টোরী অফ এ মার্ডারার'।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন