এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রোজেক্টঃ আঁকাপত্তর, অভিভাবকদের চাপ

    riddhiman
    অন্যান্য | ২৯ জুলাই ২০১২ | ৪৩১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • tatin | 127.197.75.114 | ২৯ জুলাই ২০১২ ১১:২৪565509
  • riddhimanকে ক্যালানো হোক
  • riddhi | 118.218.136.234 | ২৯ জুলাই ২০১২ ১১:২৪565520
  • একবার জিওগ্রাফি প্রোজেক্টে চাল দাল প্লাস্টিকে বেধে খাতার সাথে লাগানোর ব্যাপার ছিল। আর আঁকা তো ছিলই মোটামুটি সব প্রজেক্টে। এই লেখাটা পুরোপুরি 'মায়ের আঁকা' নিয়ে বা 'মায়ের আঁকা' বলে পরে যা বিখ্যাত হয়েচিল। আর সেই নিয়ে মায়ের চাপ টা।

    একটা আর্টের ক্লাস থাকেই, যার যা প্রতিভা ওখানেই ফুটুক, এখন সিভিক্স ফিজিক্স, জিওগ্রাফি, কম্পুটার সবেতেই আর্ট চাই । এতে সবচে অসুবিধে হয় তাদের যারা নিজেরা না পারে আঁকতে না পারে বাড়ির লোক। অমার বেলায় হিস্ট্রি প্রোজেক্ট ছিল স্বাধীনতা যুদ্ধে নরম চরম পন্থীদের ভাট লেখ । কভারে, আরো কিছু জায়গায় আঁকা চাইই। কি হবে? বাড়ির সবার মাথায় হাত, বাবা অফিস থেকে এক্দিন ফিরে বল্লেন, ' চিন্তা নেই, শম্ভুকে ফিট করে এলাম' শম্ভু কে? এল-আই সি তে চাকরি করে, মাঝে মাঝে জেঠুদের বাড়ি ইন্সিওরেন্সের কাগজপত্র নিয়ে আসতে দেখেছি। মানে চেনা লোক, কিন্তু সে আমার প্রজেক্ত করে দেবে কেন? শম্ভু হল বিজুদার ভাইপো। এবার বিজুদাকে জিগেশ করাতে বাবা বেজায় রেগে গেলেন, না জানাটা অপরাধ ।পরে রাগ কমলে বলেন, বিজুদা হল একসময়ের ছত্র ইউনিয়্নের লড়াকু নেতা, খাদ্য আন্দোলনের ইতিহাসের ওনার নাম লেখা আছে । পরে নক্শাল আন্দোলনে তো বেশীরভাগ প্রতিভাবান ছাত্ররা চলে গেলো, তো প্রতিভাধরদের যে ক্ষুদ্র সাবসেত যায়নি তারা এই বিজুদার এনালিসিস শুনে আর যেতে পারেনি। বিজুদা এদেরকে ধরে ধরে চিন আর ভারতের ম্যাপ পাশাপাশি এন্কে বুঝিয়ে দিয়েছিলেন, কেন আর্বান গেরিলা ওয়ার্ফেঅ্যার এখানে ফেল করবে' কিন্তু তাই বলে তার ভাইপো হিস্ট্রি প্রজেক্ত করে দেবে? বাবা বলতেন আরে না না পয়্সা দেব।

    কিন্তু শম্ভুদা নিতে অস্বীকার করল। তখন ঠিক হল, অমাকে আঁকা শেখানোর একটা মক চাকরি ওনাকে দেয়া হবে। আসল কাজ তা হল প্রজেক্তের আঁকা গুলো করে দেয়া। সমস্ত বিপ্লবের ই একটা বাধা ছবি থাকে একটা লোক/মহিলা পতাকা দিয়ে বীরের মত এগিয়ে চলেছে, আর তার পেছনের লোক রা প্রথম মহিলার থেকে ডিস্তেন্স অনুযায়ী গ্রেডুআলি কেলিয়ে পড়ছে, এন্থুর একটা মোনোটোনিক ডিক্রিসিং কার্ভ। মানুষের হেবি-তেল ড্স্ট্রিবিউশান কিরোম দেখতে হয় ভাবতে গেলে যে ছাবিটার কথা প্রথমেই মনে হবে -ঐ টাইপের ছবিতে শম্ভুডা ছিলেন রাজা, মানে জিনিয়াস। ঠিক হল, আমার হিস্ট্রি প্রজেক্তের কভার হবে এই ছবি। আলোড়ন পড়ে গেল।

    মুস্কিল টা হল মা দিদি জেঠি ক্লাসের কাজ করে দিচ্ছে, এই ওপেন সিক্রেট গুলো বন্ধুদের মধ্যে তাও চলে। শম্ভুদার কেস একেবারেই আলাদা। কে কবেকার খাদ্য আন্দোলনের বিজুদা , চিনের পহাড়ের আর ঘাটশিলার ম্যাপ পাশাপাশি এন্কে সে কি যে বাল করেছিলো , তার ভাইপো , এল আই সি র লোক , তাকে ধরে বেধে আন্কাচ্ছি, তার ওপর পয়্সা দিয়ে শিল্প কেনার ফ্যাক্টার টা, --এই লো লেভেলের নোংরা হারমি পনা আমি শিওর ক্লাসের বা চেনা জগতের আর কেউ করছিল না। নিজের একটু কেমন কেমন লাগত। তার ওপর ভাইফোটা বা ঐরকম জমায়েতের দিন পিসতুতো বোনেরা ঢুকেই ঐ থোবড়া টা দেখে কেন জানিনা হেভি খচে যেত। বাওয়ালির মুল কেন্দ্র বাইরের ঘরটাই কে একটা শান্ত সৌম্য লোক ওকুপায় করে রেখেছে। তার সামনে বসে আমি কাচাগোল্লা খাচ্ছি। বাবা কে বলত ' একে প্লীজ তাড়াও, প্লীজ । আর পারা যাচ্ছে না, সেই কখন থেকে চলছে, না না, আইসক্রিম পরে, আগে একে বিদেয় করো, এ কে? কিসের মাস্তার?' ' কে মানে, বিজুদার ভাইপো' 'আরে ধোর বাবা বিজু দা জে আগে বলবে তো' 'বিজুদা কে ! উফ, তাহলে তো সামার ওফ ফিফ্ট্য নাইন থেকে শুরু করতে হয় ' শিশুমোন ঘুরে গেল। কিন্তু আমার অত স্কিল নেই, স্কুলের পাকা যুধাজিত জিগেস করলে বল্লম , 'কাউকে বলিস না যেন, মা একেছে'
  • riddhi | 118.218.136.234 | ২৯ জুলাই ২০১২ ১১:২৫565531
  • তাতিন, কেন??
  • riddhi | 118.218.136.234 | ২৯ জুলাই ২০১২ ১১:৩৭565542
  • মা-এর সুখ্যাতি ছরিয়ে পড়ল। রিপোর্টের দিন মা আর আমি স্কুলে গেছি। মায়েদের দঙ্গলের কাছে আস্তেই পাক জুধাজিত পেপ্সি খেতে খেতে বল্ল, ' এই তো ,ওর মার কথায় হচ্ছিল' বলতে না বলতে পে্ছেন থেকে ওর নিজের মায়ের মোটা হাতের এক চাটি। ' তোর মা তোর বাবা আবার কি , এত বড় হয়েছ, পই পই করে বলে দিয়েছি না কাকীমা বা আন্টি বলবে' তারপার যা শুরু হল। 'সুলেখা তোমার কাছে ছেলেকে দুদিন রাখবো, হাত টা আছে, আঙ্গুল গুলো বাবার পেয়েছে কিন্তু .. ', 'এই কলেজ চেলে সামলে তাইম বার করার জন্যই তোমাকে নোবেল দেয়া উচিত` 'সুলেখা দি এক্দম ছুপা রুস্তম বেরোল, তাই না রে অপর্ণা?' একজন খপ করে হাত ধরে বলে ' শোন , একটা জিনিস খর্বদার যদি করেছ' মা ভয়ে কাঠ। ' ছেলে বড় হলে পার পাবে ভেবেছো? দশগুন হাড় জ্বালাবে। স্বস্গুর শাসুড়ী? তিঙ্গুন ভুগবে, আরো অনেক খারাপ কিছু চল্লিশ গুন হতেই থাকবে কিন্তু তুমি এই অজুহাতে চর-চা টা জদি ছেড়েচ, আমার থেকে রাগী আর কাউকে পাবে না, পৃথিবী রসাতলে যাক, প্রমিস কর চর্চা টা ছাড়বে না' । মা বলল 'প্রমিস' সন্দিপের মা ছিলেন সবথেকে বড় আর সবচে খোলামেলা, স্পষ্টবক্তা। একটু লাউড বলে ইয়ং মায়েরা ওনাকে ঠিক পছন্দ করতেন না। খুবি মিসান্ডার্স্টুড মহিলা, আমার মতে। 'সুলেখা আমাদের আর্টিষ্ট মানুষ, আমি তো সেই কবে থেকে বলছি, বালছি কি না, ছেলের পেছনে ছুটটে গিয়ে শাড়ী ঢলে পড়ে যায় , টিফিন সামলাতে সামলাতে ব্লাউস কাধের নিচে ্চলে যায়, এ তো শুধু আর কলেজে পড়িয়ে হয় না খ্যা খ্যা খ্যা ' মায়েদের দু মিনিট নীরবতা পালন আর কিছু দুর থেকে দু-এক ইয়ং বাবা এদিক ওদিক চাওয়া।

    এর পরেও মা মোতামুটি স্থির। তারপর এক পেরেন্ট মিটিং এ যুধাজিতের বাবা ( মানে সেন কাকু আর কি) দেখ্লাম, একরকম যেচেই আলাপ করলেন। 'মিসেসের কাছে আপ্নার কথা শুনছিলম' অনেক কথা হল। দারুন কথা বলেন। জানা গেল, বাচ্চা বয়সে দেশ্ভাগের পর ভাই বোনদের সাথে কল্কাতয় আসা। স্ট্রাগল। আঁকার হাত ছিল, কিন্তু সেভবে আর হল কৈ। তারপর এপ্টিচুদের সাথে এবিলিটি গুলিয়ে, চোখের ওপোর কেরিয়ারের রুপোর কাঠি বুলিয়ে, কবে কোথায় ইন্জিনিয়ার হয়ে গেলেন। উনি এখোনো মাঝে মাঝেই রাতে জেগে উঠে আন্কেন । অদ্ভুত ব্যাপার। এর পেছনে কোথাও একটা যন্ত্রনা অছে বলে ওনার বিস্বাস। এসবের উত্তরে মা এরো অনেক স্ট্রাগল ছিল, কিন্তু বিশেষ কিছু তখন মনে না করতে পারায় বললেন গত এক মাস স্বশুরের গ্যাস্ট্রিকের জন্য ওনাকেও রাত জাগতে হয়।
    (মেয়েরা তো মনে মনে খুব বদমায়েশ হয় , ওনার নাম আমাদের ফ্যামিলিতে হয়ে গেল 'মুকুল' বাবু' কোন মানে হোয় ! 'এই বৌদি , একি আমাদের সেই মুকুল বাবুর ছেলে)
    খুবি মার্জিত ভদ্রলোক ছিলেন মুকুল বাবু।
    কিন্তু এই মুকুলবাবুর সাথে প্রথম মোলাকাতের পরের বিষুদবার ই শম্ভুদা বাড়ি ঢুকতেই মা ঝাপিয়ে পড়ে বলেন 'বাবা শম্ভু এক্টু কম ভালো এন্কো বব, ,' শম্বু দা অময়িক হেসে ঘাড় নাড়ল, কিন্তু শম্ভু দার পক্ষে এতা যাস্ত পসিবল ছিল না। শম্ভুদার পরের মাস্টার্পিস হল ট্রপিকাল ফরেস্ট। আমার জিওগ্রফি প্রজেক্ট। কভার্টা দেখতে হয়েছিলো ন্যাট জিও ম্যাগের মত' হিস্ত্রি জিওগ্রফি এই দুটো প্রজেক্তি আবার একজন প্রতিবেশী নিয়ে যেতে চেয়েছিল। শুনে সন্দিপের মা হা হা করে উঠেছিলেন, 'খবরদার দিয়ো না' তারপার গলা খুব নিচে নামিয়ে বললেন ' বোলো, টিচার পছন্দ করে রেখে দিয়েছে স্টাফ রুমে, কিছুতেই আর দিচ্ছে না, বুদ্ধিটা কি বল্লম বুঝলে তো, ভাল কোন জায়গায় তুলে রেখে দিও, পরে ছেলের বিয়ের সময় বৌ এর বাড়িকে দেখিয়ো। ঐ তত্ত্ব দেয়া নেয়া যখন করে, বুঝবে আর্টিষ্ট ফ্যামিলি কাকে বলে ' খুব সিরিয়াসলি বলেছিলেন কথা গুলো
  • তাতিন | 127.197.75.114 | ২৯ জুলাই ২০১২ ১১:৪৩565553
  • এত গাম্বাট ক'রে লিখিস কেন? অল্পকথায় লেখা যায় না?
  • Ruchira | 109.67.20.215 | ২৯ জুলাই ২০১২ ১১:৪৬565555
  • না না অল্পকথায় না - এমনি চলুক
  • riddhi | 118.218.136.234 | ২৯ জুলাই ২০১২ ১১:৪৬565554
  • আরে এটা আগের লেখা। ফেনিয়ে লেখা টাও একটা স্কিল।
  • kiki | 69.93.192.110 | ২৯ জুলাই ২০১২ ১১:৪৭565556
  • ওরে বাবারে! এই ঋদ্ধি কোথায় গেলে তোমার থোবরার সাক্ষাৎ মিলবে? সিরিয়াসলি দেখতে চাই। সেরেফ হানু খ বলতে কি বোঝাতে চায় বলে দিলেই আমিও সেটা বলতে চাই। বাবারে! মাগো!
  • Ruchira | 109.67.20.215 | ২৯ জুলাই ২০১২ ১১:৪৮565557
  • দারুণ লাগছে - চলুক চলুক
  • তাতিন | 127.197.75.114 | ২৯ জুলাই ২০১২ ১১:৫০565511
  • ফেনিয়ে লেখাটাই একমাত্র স্কিল হয়ে গেলে সমস্যা। এইসব লেখার পর প্রোজেক্ট নিয়ে কস্ট বেনিফিট মরালিটি অ্যানালিসিসের আলোচনাগুলো আর চলবেই না। সবাই তেলাতে বা ফেনাতে থাকবে
  • তাতিন | 127.197.75.114 | ২৯ জুলাই ২০১২ ১১:৫০565510
  • ফেনিয়ে লেখাটাই একমাত্র স্কিল হয়ে গেলে সমস্যা। এইসব লেখার পর প্রোজেক্ট নিয়ে কস্ট বেনিফিট মরালিটি অ্যানালিসিসের আলোচনাগুলো আর চলবেই না। সবাই তেলাতে বা ফেনাতে থাকবে
  • riddhi | 118.218.136.234 | ২৯ জুলাই ২০১২ ১১:৫২565512
  • এইটুকুই। পয়েন্ট টা হল, প্রোজেক্টের নামে স্টুডেন্ট আর তার বাড়ির লোকজনকে অনর্থক চাপ দেয়া বন্ধ হোক। এখন তো শুনছি অনক তেও প্রোজেক্ট করতে হয়।
  • ব্যাং | 132.167.209.246 | ২৯ জুলাই ২০১২ ১১:৫৫565513
  • শুধু অংকতেই নয় ঋদ্ধি। আইসিএসসি বোর্ড হলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে হিন্দি অথবা বাংলাতেও। আমার পরের বছর থেকে শুরু হবে, ভাবলেই গলা কেমন শুকিয়ে যায়।
  • aranya | 78.38.243.161 | ২৯ জুলাই ২০১২ ১১:৫৬565516
  • দিব্য লাগল।
  • riddhi | 118.218.136.234 | ২৯ জুলাই ২০১২ ১১:৫৬565514
  • এটা ওয়েল্কাম/মোটিভেশনাল স্পিচ হিসেবে দেখুন। সেমিনার আভি বাকি হ্যায়।
  • kiki | 69.93.192.110 | ২৯ জুলাই ২০১২ ১১:৫৬565515
  • নারে বাবা! আমার ছেলে তো কলকাতায় ই মানুষ হচ্ছে। দু একবার হয়তো প্রজেক্ট করে দিতে হয়েছে। তাও সে মহামারি লাগার মত জিনিসপত্তর দিয়ে নয়। বেশিরভাগ ই নিজেই করে নেয়। নাম্বার হয়তো একটু কম পাবে। কি এসে গেলো তাতে। ওরম কিছু নয় মোটে। অন্ততঃ আমার অভিজ্ঞতায়।
  • kiki | 69.93.192.110 | ২৯ জুলাই ২০১২ ১১:৫৮565517
  • আর প্রজেক্ট ছুটি ছাটাতেই দেওয়া হয়। মেনলি গরমের ছুটিতে। তখন অনেক সময় পাওয়া যায়।
  • riddhi | 118.218.136.234 | ২৯ জুলাই ২০১২ ১১:৫৯565518
  • গরমের ছুটি ্তো ছুটি কাটানোর জন্য। ফালতু প্রোজেক্ট করে সময় নষ্ট করব কেন?
  • aranya | 78.38.243.161 | ২৯ জুলাই ২০১২ ১২:০২565519
  • বিজু-দার গপ্পোটা সত্যি নাকি - ঐ চীন আর ভারতের টেরেন কম্প্যারিজন ?
  • ব্যাং | 132.167.209.246 | ২৯ জুলাই ২০১২ ১২:০২565521
  • আহা, ঋদ্ধি ঠিক আমার মনের কথাটা বলেছে। গরমের ছুটিতে ঐ ছাঁইপাশ প্রোজেক্ট করে ছানার ছুটিটা নষ্ট করি কেন?
  • riddhi | 118.218.136.234 | ২৯ জুলাই ২০১২ ১২:০৪565522
  • @অরণ্য, শুনেছি তো। তবে ঐ কম্প্যারিসন টা ধপ হতেই পারে।
  • ব্যাং | 132.167.209.246 | ২৯ জুলাই ২০১২ ১২:০৫565523
  • ঋদ্ধি, অনেকদিন এরকম সরস লেখা পড়ি নি, প্লিজ এই লেখাটা চলতেই থাকুক।
  • kiki | 69.93.192.110 | ২৯ জুলাই ২০১২ ১২:০৭565524
  • আরে ছাইপাশ হতে যাবে কেন? আমার ক্লাস এইটের ছেলের এবার প্রজেক্ট ছিলোঃ

    ইংঃ ডেভিড কপারফিল্ড পড়ে ফেলো। তারপর কাকে ভালো লাগলো, তুমি কে হতে চাও , কেন? লিখে ফেলো।

    অঙ্কঃ দুটো ঘর দেওয়া আছে, তাদের দেয়াল, দরজার মাপ দেওয়া। আর কিছু আসবাব। তাদের ও দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া। বেড রুম আর লিভিং রুম সাজিয়ে ফেলো এমনি ভাবে যে ঘরে সব থেকে বেশী চলে ফিরে বেরাবার জায়গা থাকে।

    বাংলাঃ বিদ্যাসাগরের নদী পেরোনোর গল্পটা পড়িয়ে"(তিন পাতার) তিনটে প্রশ্ন।

    এই তো! এতে যদি ছুটি নষ্ট হয় তো হওয়াই উচিত।ঃ)
  • aranya | 78.38.243.161 | ২৯ জুলাই ২০১২ ১২:০৯565525
  • ওয়েল, নকশাল আন্দোলন যে কারণেই হোক ফেল করেছে যখন, ওনার কম্প্যারিসন ঠিক ছিল ধরে নিতে আপত্তি নেই।

    ব্যাং-কে ক। তাতিনের আপত্তিকে গুলি মেরে লিখতে থাক।
  • ব্যাং | 132.167.209.246 | ২৯ জুলাই ২০১২ ১২:০৯565526
  • কিকি, তুমি এবং তোমার ছেলে দুজনেই অশেষ সৌভাগ্যের অধিকারী, যে ওদের স্কুলের প্রোজেক্টগুলো এরকম চাপহীন।
  • kiki | 69.93.192.110 | ২৯ জুলাই ২০১২ ১২:০৯565527
  • আর স্কুল চলাকালীন কোনো প্রজেক্ট থাকলে ম্যামেরাই ওদের ঘাড় ধরে করিয়ে নেবে। এবং ওরাও, ম্যামের ঘারের উপর চড়ে করে নেবে। আমাদের চাপ নেই।
  • kiki | 69.93.192.110 | ২৯ জুলাই ২০১২ ১২:১১565528
  • হুঁ, বেঙী। সত্যি তাই। তোদের গপ্প শুনে সেটাই মনে হয়। এমনকি পৈলানেও কখন ও প্রজেক্ট নিয়ে চাপ দিতে দেখিনি।
  • riddhi | 118.218.136.234 | ২৯ জুলাই ২০১২ ১২:১২565529
  • আরে আমার এই টুকু লেখা ছিল। অন্য সব প্রোজেক্ট বিস্তর ঝাট জ্বালিয়েছে, যেমন ঐ খাতায় চাল গোজা, কিন্তু এই টা স্পষ্ট মনে ছিল।
  • প্পন | 122.133.206.25 | ২৯ জুলাই ২০১২ ১২:১৭565530
  • ঋদ্ধি জাস্ট টু গুড! ঃ)))
  • শঙ্কু | 127.199.28.249 | ২৯ জুলাই ২০১২ ১৩:০২565532
  • প্রজেক্ট আসলে টীচারদেরই করাবার কথা। নিজেরা খাটনি বাঁচিয়ে গারজেন্দের ওপর চাপ। নিজেদের এলেমেরও অভাব আছে।
    অখাদ্য সিস্টেম।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন